নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) কাঠ গোলাপ, ঢাকার শেরেবাংলা নগর বৃক্ষ মেলা থেকে তোলা ছবি।
(৩) পাহাড়ি এই গ্রামের নাম সুংসাং পাড়া, বান্দরবানের রুমা থেকে তোলা ছবি।
(৪) ভোলার তজুমদ্দিন থেকে তোলা ছবি।
(৫) রক্ত কমল, জাহাঙ্গীর নগর থেকে তোলা ছবি।
(৬)নৌকায় চড়ে হাঁসটি কোথায় যাচ্ছে কে জানে? মাধবদী থানার বালাপুর গ্রাম থেকে তোলা ছবি।
(৭) চিম্বুক পাহাড়ের স্থানীয় এক দোকানী তার দোকান সাজাচ্ছে।
(৮) আহসান মঞ্জিল, পুরনো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীর থেকে তোলা ছবি।
(৯) নৌকায় সংসার, বালু নদী থেকে তোলা ছবি।
(১০) একাকী মাছরাঙ্গা, পলাশের রাবান গ্রাম থেকে তোলা ছবি।
(১১) বেতাব ভ্যালী, কাশ্মীর থেকে তোলা ছবি।
(১২) বানর, রাঙামাটির রাজবন বিহার থেকে তোলা ছবি।
(১৩) আধখানা নৌকা নিয়ে দুটি শিশু জেলে সাগরে মাছ ধরছে, কক্সবাজার থেকে তোলা ছবি।
(১৪) মোহনচূড়া’ বা ‘হুপো বা হুদহুদ পাখি, নরসিংদীর সুইস গেইট এলাকা থেকে তোলা ছবি।
(১৫) কর্ণফ্লাওয়ার, ঢাকার লালবাগ কেল্লা থেকে তোলা ছবি।
(১৬) বাবুই পাখি, নরসিংদীর পলাশ থানার রাবান গ্রাম থেকে তোলা ছবি।
(১৭) মারমাদের সাংগ্রাই উৎসব, খাগড়াছড়ি থেকে তোলা ছবি।
(১৮) ল্যান্টানায় প্রজাপতি, গোবিন্দপুর, মাধবপুর, হবিগঞ্জ থেকে তোলা ছবি।
(১৯) ক্ষুদে রাখাল, নুরালাপুর, মাধবদী, নরসিংদী থেকে তোলা ছবি।
(২০) এটা কাপ্তাই লেক থেকে তোলা ছবি।
০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আজকে বিকাল বেলা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাইছি, আপনার ফোন নাম্বার হারিয়ে আপনার বাসার খানা মিস করছি, আগে কাফফারা দেন
২| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৬
প্রামানিক বলেছেন: জেলখানার ছবি কই? আমি আগামী কাল জেলে যাওয়ার চেষ্টা করমু।
০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: জেল খানার ছবি দিমু কি? ক্যামেরা নিয়া আমাকে ঢুকতেই দিবেনা, অবশেষে অনেক কসরত করে তবেই না সক্ষম হয়েছি, জেল খানার ছবি পরে দিবো।
৩| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:৪০
চাঁদগাজী বলেছেন:
বাংলার মানুষের জীবনকে আমি তুলে ধরছেন, ভালো।
একটা ছবিতে, নৌকায় জীবন; এখনো মানুষকে নৌকায় থাকতে হচ্ছে, জাতির জন্য ভালো খবর নয়।
০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: নৌকার জীবন বাংলাদেশে এখনো প্রচুর, সত্যিই এটা পিছিয়ে থাকা দেশের একটা চিত্র
৪| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:৪২
প্রামানিক বলেছেন: জেলখানার ছবি কই?
আপনি জেলে গেলেন আমারে কইয়া যাইবেন না, আপনার লগে লগে আমিও জেলে যাইতাম।
০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মোবাইল নাম্বার না হারালে ঠকই আমিও আপনাকে সাথে নিতাম।
৫| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৮
সুমন কর বলেছেন: হাফ সেঞ্চুরী পূতিতে শুভেচ্ছা....
বরাবরের মতো সুন্দর পোস্ট।
০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা, আপনাকেও আন্তরিক শুভেচ্ছা
৬| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:২২
ক্লে ডল বলেছেন: সবগুলো ছবিই সুন্দর! তবে নৌকায় চড়া হাঁস দেখে মজা পেলাম! আর ঐ আধ খানা নৌকায় মাছ শিকার! কি ভয়ানক!
হাফ সেঞ্চুরিতে অভিনন্দন!
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:০০
সাদা মনের মানুষ বলেছেন: আধখানা নৌকা কিন্তু ডুবে যাওয়ার ভয় নেই, কারণ ওর ভেযতর প্রচুর কর্কসিট ঠেসে ভড়া, যার কারণে ওটা সব সময় পানিতে ভাসতে বাধ্য........শুভেচ্ছা জানবেন ভাই।
৭| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১০:২৩
ক্লে ডল বলেছেন: সবগুলো ছবিই সুন্দর! তবে নৌকায় চড়া হাঁস দেখে মজা পেলাম! আর ঐ আধ খানা নৌকায় মাছ শিকার! কি ভয়ানক!
হাফ সেঞ্চুরিতে অভিনন্দন!
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন:
৮| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১১:০৬
েমা: আলতাফ হোসেন বলেছেন: প্রকৃতিকে অনেক মিস করি, আপনার ছবি গুলো দেখে কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম প্রকৃতির সাথে, ছবি গুল অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট লেখার জন্য। আর হাফ সেঞ্চুরিতে অভিনন্দন!
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:০০
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক শুভেচ্ছা আলতাফ ভাই।
৯| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১২:৪২
ডঃ এম এ আলী বলেছেন:
ছবি ভাল লাগল । আপনার সাথে বনে বাদারে ঘুরতে পারলে বেশ লাগত ।
ইচ্ছে করে বনে একটা লতা পাতার ঘরে কাটিয়ে দেই ।
এখনতো বাঘের ডর নাই তবে নরবাঘের
উৎপাত কি এখনো আছে ?
শুভেচ্ছা রইল ।
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:০২
সাদা মনের মানুষ বলেছেন: নরবাঘ বলতে নিশ্চয়ই নরখাদকের কথা বলছেন, সেটা বাংলাদেশে আদৌ কি কখনো ছিল!!......ধন্যবাদ আলী ভাই, ভালো থাকুন, সব সময়।
১০| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:৪৭
রক্তিম দিগন্ত বলেছেন:
চেয়েছিলাম বন-বাদাড়ের অর্ধশত তম পোস্টে অর্ধশত তম প্লাসই দিব।
কিন্তু সামুর এই ধীর গতির যুগের কারণে তা আমি পারলাম না।
তৃতীয় প্লাস দিয়েই সন্তুষ্ট হতে হল।
ছবিগুলো বরাবরের মতই সুন্দর।
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:০৪
সাদা মনের মানুষ বলেছেন: মন থেকে একটা দেওয়াই হাজার প্লাসের চেয়ে বেশী, শ্রদ্ধা জানবেন ভাই। আর সামুর ধীর হতিতে ব্লগাররা হারিয়ে যাচ্ছে, জানিনা এর সমাধান কবে হবে??
১১| ০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ২:১৭
মার্কো পোলো বলেছেন:
ভাই, আপনার ছবিগুলো দেখে প্রতিনিয়ত মুগ্ধ হয়ে যাচ্ছি। চমৎকার।
আর হ্যাঁ, আপনার কিন্তু ভ্রমণসঙ্গী হতে চাই।
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:১২
সাদা মনের মানুষ বলেছেন: আমি হুঠাট ভ্রমণ করি, যেমন আগের দিন সিদ্ধান্ত নিয়ে গতকালকে ছোট কক্সবাজার হিসাবে ইদানিং পরিচিত হওয়া মৈনট ঘাটে ছুটে গেলাম, ফেরার পথে বিকেলটা কাটালাম কেন্দ্রীয় কারাগারের ভেতর.....তবে আশা করছি কোন একদিন আপনার সঙ্গী হতে পারবো, ধন্যবাদ।
১২| ০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ! দারুন ছবি ব্লগ।
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন শাহরিয়ার ভাই
১৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
জুন বলেছেন: আপনার এই সিরিজে আমাদের প্রিয় মাতৃভূমির চিরায়ত রূপকে তুলে ধরছেন সাদা মনের মানুষ যা দেখে শুধু মুগ্ধ হই। এত দেখেও আশ মেটে না। মনে হয় সবাইকে ডেকে ডেকে দেখাই
" দেখো এই আমাদের বাংলাদেশ, ঢাকা শহরের কংক্রিট এর জঞ্জাল দেখে পুরো দেশটিকে এমন ভেবোনা "।
+
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন মন্তব্যে আমি ব্যপক উৎসাহিত হই আপু........আন্তরিক শ্রদ্ধা জানবেন।
১৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাফ সেঞ্চুরির জন্য হাফ অভিনন্দন।
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৫
সাদা মনের মানুষ বলেছেন: হাফ সেঞ্চুরী মানে হলো গিয়া ৫০*২০=১০০০ টা ছবি, সেক্ষেত্রে আমাকে ১০০০ কানেক অভিনন্দন জানাতে পরতেন।
১৫| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১১ নং ছবি। বেতাব ভ্যালী, কাশ্মীরে যাইতে মুঞ্চায়। চেন্নাই গিয়া মন ভরে নাই। হোটেলের খানাপিনা বেসম্ভব খারাপ। জিলাপীর সোন্দর রঙ দেইখা কিনলাম, কিন্তু খাইতে গিয়া দেখি টক। এরা সব খাবারে টক দেয়। খাওয়ার শেষে মহিষের দুধের টক দই কম্পালসারি।
০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৬
সাদা মনের মানুষ বলেছেন: টক জিলাপী খাইতে মুন্চায়, আপনার হাত পুরোপুরি ঠিক হইছেনি ভাই?
১৬| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯
আখেনাটেন বলেছেন: অসাধারণ কিছু ছবি।
০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, উৎসাহিত হলাম
১৭| ০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে না, হাত ঠিক হইতে সময় লাগবো। ওষুধ আর ফিজিওথেরাপীর ব্যায়াম দিছে। দেখি কী হয়! আন্নেরা ইন্নালিল্লাহ পড়নের আগে ঠিক হইব কী না কইতে পারি না।
০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১
সাদা মনের মানুষ বলেছেন: আমরা ইন্নালিল্লাহ পড়তে চাই না
১৮| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিননন্দন
সুন্দর ছবি দেখলেই মন ভরে যায়
০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়
১৯| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৭
সুজন চন্দ্র পাল বলেছেন: বাউন্ডারি ছাড়া দিলে অসীম সৌন্দর্য্য উপভোগ করতে পারতাম। আশাকরি বিষয়টা মনে রাখবেন।
০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: আমার কাছে তো মনে হয় বাউন্ডারিতেই ছবির সুরক্ষা হয়
২০| ০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৬
মেহেদী রবিন বলেছেন: আমারও ঘোরাঘুরির খুব শখ। আপনার ছবিগুলো দেখে মনের কোথায় যেন একটা কেমন কেমন লাগছে। প্রকৃতির অংশ আমরা প্রকৃতি থেকে কত দূরে!
০৩ রা নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ছোট ছোট অবসর সময়গুলোতে নিজেকে প্রকৃতির কাছে নিয়ে যান, দেখবেন ভালো লাগছে, ধন্যবাদ রবিন ভাই।
২১| ০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১২
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা জানবেন। অভিনন্দন কামাল ভাই।
দারুণ সব ছবি!!
অনেকদিন পর আপনার পোষ্টে।
বেশ কদিন পর এলাম ব্লগে।
আশা করি ভালো আছেন।
শুভকামনা রইল।
০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮
সাদা মনের মানুষ বলেছেন: আছেন কেমন ভাইজান? ব্যস্ততা কি খুব বেশী? আসেন ব্লগ নিয়া আগের মতো আবার মেতে উঠি
২২| ০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৭
ভ্রমরের ডানা বলেছেন: অভিনন্দন! ছবি ব্লগ ভাল লেগেছে!
০৩ রা নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১০
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক শুভেচ্ছা ডানা
২৩| ০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৭) মারমাদের সাংগ্রাই উৎসব, খাগড়াছড়ি থেকে তোলা ছবি।
খুব কালারফুল উৎসব মনে হচ্ছে। প্রাণোচ্ছল মারমা মেয়েদের ছবি ভালো লাগলো।
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: বুড়ো বয়সে এসব কি কন আশরাফুল ভাই
২৪| ০৩ রা নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৩) আধখানা নৌকা নিয়ে দুটি শিশু জেলে সাগরে মাছ ধরছে, কক্সবাজার থেকে তোলা ছবি।
আধখানা নৌকা? তাও আবার সাগরে নিয়ে মাছ ধরা? তার ওপর আবার দুটি শিশু? ইয়া আল্লাহ!
০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: দায়ে পড়লে সবই সম্ভব, এমন আরো অনেক দেখছি সাগরের বিভিন্ন এলাকায়।
২৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৬
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । নরবাঘ বলতে বনদস্যুদের কথা বুঝাতে চেয়েছিলাম । এরাইতো আমাদের জঙ্গলকে শেষ করে দিয়েছে । এদের ভয়ে বাঘ বিলুপ্তির পথে । বনের বাঘকে তেমন ভয় পাইনা তবে ভয় পাই নরবাঘ তথা বন দস্যুদেরকে । ভাউয়াল গড়ের উপকন্ঠেই আমার পৈত্রিক নিবাস । ছোটকালে নীজে তো গেছো ও মেছো বাঘের কবলে পরেছি অনেকবার, এদের খুঁজ পেলে পাড়ার সকলে মিলে ঝোপ ঝার পিটিয়ে এদের তারানো হতো গভীর বনে । তারপর বাপ দাদাদের মুখে শুনেছি এলাকায় বাঘের অনেক গল্প কাহিনী । দাদার ছোটভাইয়ের এক পা পঙ্গু হয়েছিল বাঘের আক্রমনে ।যাহোক আপনি ঠিকই বলেচেন একমাত্র সুন্দরবন ছাড়া এখন দেশের অভ্যন্তরে কোথাও আর বাঘ নেই । সুন্দরবনেও এখন মানুষ খেকো বাঘের উৎপাতের কথা আর তেমন শুনা যায়না । তবে বছর চল্লীশেক আগেও সুন্দর বনে পচাব্দী গাজীদের মত বাঘ শীকারীদেরকে নিয়োগ করা হত সরকারী উদ্যোগে বাঘ আক্রান্ত গ্রাম বাসীদেরকে বাচাবার জন্য । সুন্দরবনে যখন কোনো মানুষখেকো বাঘের অস্তিত্ব পাওয়া যেত তখন বন-বিভাগ লিস্টেড শিকারী যারা থাকত তাদেরকে ডেকে পাঠাত। প্রতিটি বাঘ শিকারের জন্য শিকারীরা বন বিভাগ থেকে টাকা পেত। তবে মানুষখেকো বাঘ ছাড়া অন্যান্য বাঘ শিকার করা নিষেধ ছিল । শুনেছি পচাব্দি গাজীর বংশ বাঘ শিকারী হিসেবে ঐতিহ্য বহন করে । তার পিতা মেহের গাজী ২০টির ( কেও কেও বলে ৫০ টির মত ) অধিক বাঘ শিকার করেছে এবং পরবর্তীতে বাঘের পেটে জীবন শেষ হয়েছে। আর পচাব্দি গাজীও ২০টি ( কেও কেও বলে ৫০ টি) বাঘ মারার পর এক রাত্রে স্বপ্নে দেখেন তার শ্রদ্ধেয় পিতা তাকে বাঘ শিকার করতে নিষেধ করছেন। এর পর পচাব্দি গাজী আর কখনও বাঘ শিকার করেন নাই বলে জানা যায় ,এখন তাদের কি অবস্থা তা জানা নাই । বাঘ মারার সংখ্যার কথা সকলই গল্প কাহিনীতে শুনা, জানিনা এর কতটুকু সত্য । আপনি বন বাদারে ঘোরা মানুষ নিশ্চয়ই আপনার কাছে এই বাঘ শিকাড়ীদের কাহিনী অনেক বেশী জানা ।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৯:০২
সাদা মনের মানুষ বলেছেন: পচাব্দী গাজীর একটা বই পড়েছিলাম, বাঘ মারার বা বাঘের চলাচল নিয়া অনেক তথ্যবহুল ছিল বইটা এখন সেসব ঠিক মনে নাই, শুভেচ্ছা জানবেন ভাই।
২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩০
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক শুভকামনা
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনা আপনার জন্যও
২৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৩
মাদিহা মৌ বলেছেন: আহসান মঞ্জিলের ছবি নিশ্চয়ই অনেক আগের তোলা? আহসান মঞ্জিল তো এখন বিচ্ছিরি গোলাপি রং করছে!
আধখানা নৌকায় ভেসে আছে!!!!
৫ নাম্বার ছবিটা পদ্ম, শিওর? পদ্ম আর শাপলার তফাৎ চিনলাম না!
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: আহসান মঞ্জিলের ছবিটা তুলেছি ২০১৪ সালে, আধখানা নৌকাগুলো তৈরী করার পর ভেতরে ঠেসে কর্কসীট ভড়ে দেওয়া হয়, যার কারণে এটা কখনো ডুববে না, এগুলো পদ্ম ফুল না আপু লাল শাপলা বা পুস্তকিয় ভাষায় রক্ত কমল......নিচে আমি পদ্ম ফুলের ছবি দিতেছি, পদ্ম আর শাপলা অনেকটাই আলাদা, দেখলেই চেনা যায়, ধন্যবাদ।
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন:
২৮| ০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৫
নীলপরি বলেছেন: অনেক শুভেচ্ছা ।
০৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়
২৯| ০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিগুলো দারুণ। এই ৫০টা পোস্ট একটা পোস্টে আনলে একটা ছোটখাটো বাংলাদেশ কি হবে?
+ দিয়েছি। পাইলে কনফার্ম কইরেন।
০৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন: বাংলাদেশের অনেক যায়গাই এখনো দেখার বাকী রয়ে গেছে, কিছুটা তো হবেই......তবে আমি মনে করি এমন কিছু ছবি েখানে আছে যেটা একাই একটা বাংলাদেশ, ধন্যবাদ রাজপুত্র।
৩০| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৩০
সংক্ষিপ্ত যোগাযোগ বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
১১ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।
৩১| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪১
পুলহ বলেছেন: হাঁসের ছবিটা ইউনিক একটা ছবি। সাগরে মাছ ধরার ছবিটাও অসাধারণ!
আজ ৫০, কাল ৫০০ হবে- এই শুভকামনা রইলো ভাই।
১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ৫০০ পোষ্ট, সত্যিই এমনটা হলে অনন্য হবে।
৩২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৮
গেম চেঞ্জার বলেছেন: হাফ সেঞ্চুরি পোস্টের অভিনন্দন! হাঁস বোন/ভাইজানের ছবিটা দেখে মজা পাচ্ছিলাম! বানরের সংসার দেখেও!!
//
একটা ছবিতে, নৌকায় জীবন; এখনো মানুষকে নৌকায় থাকতে হচ্ছে, জাতির জন্য ভালো খবর নয়।//
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: মাস শেষ তো তাই হিসাব নিকাশ চলছে, আপনার এই কষ্টের কাজটা আমরা সবাই এনজয় করি ভাই।
৩৩| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রতিটি ছবিই অনবদ্য কামাল ভাই। তবে তারচেয়ে অনবদ্য আপনার শুরুর লাইন'কটিঃ "প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।"
অর্ধ-শতক মোবারক হো, ভাল থাকুন সবসময়।
২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের সান্নিধ্যেই আমার অর্ধশতক পূর্ণতা পেল, আন্তরিক শুভেচ্ছা জানবেন হাসান ভাই
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ৯:২৩
প্রামানিক বলেছেন: এত রাতে পোষ্ট দিছেন- - -- এখন তো খাওনের টাইম - -- - ১ম হইছি -- দেন তাড়াতাড়ি খাওন দেন।