নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) নিঝুম দ্বিপের একটা বাড়ি।
(৩) হালচাষ, মাধবদী থানার বালাপুর গ্রাম থেকে তোলা ছবি।
(৪) খেয়া পারাপার, সুনামগঞ্জের তাহিরপুর থেকে তোলা ছবি।
(৫) ফুলের নাম চাঁদমালা, বরিশালের দুর্গা সাগর দীঘি থেকে তোলা ছবি।
(৬) মদিনা শরীফ থেকে তোলা ছবি, স্থাপনাটা কি, আমার জানা নাই।
(৭) স্বর্ণ মন্দিরের ভেতরের মুর্তি, বান্দরবান থেকে তোলা ছবি।
(৮) বৃষ্টিতে ভিজে পাথর তুলছে নৌকায়, বিছানা কান্দি থেকে তোলা ছবি।
(৯/১০) দুবলার চরের জেলে পল্লীর ছবি।
(১১) ফেউয়া লেক, নেপালের পোখারা থেকে তোলা ছবি।
(১২) মাছরাঙ্গা, শিবপুরের জাল্লারা থেকে তোলা ছবি।
(১৩) কক্সবাজার সীবিচ।
(১৪) পাখির নাম সাদা খঞ্জনা, মৈনট ঘাট দোহার থেকে তোলা ছবি।
(১৫) ছোট্ট এই বেগুনী ফুলগুলোর নাম জানিনা, বান্দরবান থেকে রুমা যাওয়ার পথে পাহাড়ের কোন একটা অংশ থেকে তোলা ছবি।
(১৬) কাপ্তাই লেক, রাঙামাটি ঠেকে তোলা ছবি।
(১৭) উড়ন্ত পাখিগুলোর ছবি তুলেছি শ্রীমঙ্গলের বাইক্কাবিল থেকে।
(১৮) বান্দরবানের রুমা থানার নৌকাঘাট থেকে তোলা ছবি।
(১৯) বালিয়াটি জমিদার বাড়ি, সাটুরিয়া মানিকগঞ্জ থেকে তোলা ছবি।
(২০) ইলিশ, নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি।
১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
সাদা মনের মানুষ বলেছেন: ২য়
২| ১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৬) কাপ্তাই লেক, রাঙামাটি ঠেকে তোলা ছবি।
১৯৭৪ সালে এই কাপ্তাই লেক দেখেছি। স্মৃতির খাতায় এখনো জ্বল জ্বল করে।
১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
সাদা মনের মানুষ বলেছেন: মাত্র চুয়াত্তুর সাল!! ঐ সময় হয়তো কাপ্তাই লেকটা ভার্জিন ছিল, ছবি আছেনি আশরাফুল ভাই?
৩| ১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২) নিঝুম দ্বিপের একটা বাড়ি।
ঝড় জলোচ্ছ্বাসের সময় এসব বাড়ি ঘর নিশ্চয় ধ্বংস হয়ে যায়। ঠিক বলছি কী কামাল ভাই?
১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
সাদা মনের মানুষ বলেছেন: তাতো অবশ্যই, তবে আমার তোলা বাড়িটাকে লাউ গাছগুলো যে ভাবে জড়িয়ে রাখছে আমার মনে হয়না ঝড়ে তার কিছু করতে পারবে
৪| ১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২০) ইলিশ, নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি।
শর্ষে বাটা দিয়ে রান্না করা ইলিশ খেতে চাই।
১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক যেমনটি আপনার বাড়িতে খেয়েছিলাম, আবার রান্না করলে আমাকে দাওয়াত দিয়েন আশরাফুল ভাই
৫| ১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪
আলী আজম গওহর বলেছেন: বনে বাঁদাড়ে ঘুরলাম। ভালো লাগল, ১২ নম্বর ছবি সবচেয়ে বেশি ভালো লেগেছে।ধন্যবাদ সাদা মনের মানুষ ভাই।
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলী ভাই, শুভেচ্ছা জানবেন।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০২
প্রামানিক বলেছেন: ইলিশের পেটি খামু। তাড়াতাড়ি দাওয়াত দেন। খাওনের পরে কমু- -- ছবি চমৎকার হইছে।
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: খাওনের আগে কি কইবেন হেইডা কন
৭| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১৩
প্রামানিক বলেছেন: বালিয়াটির জমিদার বাড়ির পুকুর ঘাটের পূর্ব পাড়ের ছবি কই?
১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১৫
সাদা মনের মানুষ বলেছেন: এইটা কোন পাড়ের ছবি আমি কইতারিনা, ঘুরতে গেলে আমি পুব পছিম নিয়া ভাবার সময় পাইনা
৮| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:১৭
প্রামানিক বলেছেন: খাওনের আগে নিঝুম দ্বীপের বাড়ি দেইখা ক্লান্ত হইয়া পড়ছি, খিদা লাইগা গেছে।
১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২১
সাদা মনের মানুষ বলেছেন: এবার নিঝুম দ্বীপের ইলিশের দিকে নজর দেন।
৯| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৫২
অন্তু নীল বলেছেন:
একেকটা মাস্টার পিস।
অসাধারণ।
১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই নীল, আপনাদের এমন মন্তব্যে আমি বরাবরই উৎসাহিত হই।
১০| ১৪ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবন, প্রকৃতি, বৈচিত্র....................
সবসময় তার সমৃদ্ধ সম্ভার নিয়ে থােক আপনার প্রতিটি পোষ্টে!!!! বরাবরের মতোই মুগ্ধতা আনলিমিটেড!!
+++
১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মতো প্রকৃত বন্ধুর জন্যও রইল আমার শুভেচ্ছা আনলিমিটেড!!
১১| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৪
চাঁদগাজী বলেছেন:
নিঝুম দ্বীপে ইলিশ মাছের দাম কেমন ছিলো?
১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ওখানে ইলিশ পানির দামে পাওয়া যায়, ধন্যবাদ ভাই।
১২| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৫১
ডঃ এম এ আলী বলেছেন: বৈচিত্রময় প্রকৃতির সকল ছবিই ভাল লাগছে ।
ফুলেল শুভেচ্ছা রইল
১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্য
১৩| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:০২
নিরব জ্ঞানী বলেছেন: ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে।
কি বলেন ভাইয়া, ছবি দেখে তো মনে হয় আপনি সারাদিন বাইরে বাইরে ঘুরেন। সময় পেলে সংসারে গিয়ে একটু ঢুঁ মেরে আসেন।
১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনি যে সত্যিই নিরব জ্ঞানী আপনার কথায় তা স্পষ্ট......শুভেচ্ছা জানবেন ভাই।
১৪| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৫
শাহরিয়ার কবীর বলেছেন: বাহ! দারুন ছবি ব্লগ।
দুনিয়া দেখার স্বাদ আছে কিন্তু সময়ের অভাবে তা পারিনা।
আপনি কত সুন্দর দেশ-বিদেশে ঘুরে বেড়ান..
+++
১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: দুনিয়া দেখাটা খুব কঠিন কিছুনা ভাই, সপ্তাহে বা পনের দিনেও তো একদিন ছুটি নেওয়া যায়, তখন খুব কাছের কিছু গ্রাম বা নদীর ধারেও ঘুরতে বের হলে কিন্তু আস্তে আস্তে দুনিয়ার কিছুটা হলেও দেখা যায়, অবশ্য সেক্ষেত্রে মনের প্রবল ইচ্ছেটা থাকা লাগে.....নইলে মনে এমন ভাবনা আসে, সপ্তাহে একদিন ছুটি পাই, আজকের দিনটা ঘুমিয়েই কাটিয়ে দেই, ধন্যবাদ।
১৫| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনাকে (পরিবারসহ) ঠিক মতো আপ্যায়ন করতে পারিনি, সেটা আমার একটা দুঃখ হয়ে আছে কামাল ভাই।
১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: বলেন কি ভাই!! এটো কিছুর পরও যদি আপয়ায়ন না হয়ে থাকে তাহলে তো আবার যাইতে হবে আপনার বাসায়।
১৬| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৩
শাহরিয়ার কবীর বলেছেন: সময় পেলে আমিও যাই। দেশের দশনীয় স্থান সবগুলো মোটামুটি দেখেছি,শুধু ময়মনসিংহ বাদে।
১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: তারমানে আপনি আমার চেয়ে অনেক এগিয়ে,,,,,,,,,,,ধন্যবাদ
১৭| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওখানে ইলিশ পানির দামে পাওয়া যায়, ধন্যবাদ ভাই।
পানির দামটা কত?
১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: এই ধরেন হাফ লিটার ১৫টাকা
১৮| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫২
মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই ছবি গুলো খুব সুন্দর।
১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মোস্তফা ভাই, শ্রদ্ধা জানবেন।
১৯| ১৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৩
হাসান রাজু বলেছেন: মন ভালো করার ছবি ।
১৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজু ভাই, সুন্দর মন্তব্যে আমারও মন ভালো হয়
২০| ১৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই ধরেন হাফ লিটার ১৫টাকা
তাইলে তো পানি না খাইয়া কোকই খামু। লাল পানির বেসম্ভব স্বাদ।
১৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: লাল পানি খেলে পেটে ক্রিমি হবে
২১| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সাদামনে বনে বাদাড়ে ঘুরে বেড়ান, আমাগো চবিগুলা দেখান, আমরাও সাদামনে দেখি। চমৎকার না বলে উপায় কি!
১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই, আমি সব সময় আমার সুন্দর ছবিগুলো ব্লগে দেওয়ার চেষ্টা করি।
২২| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ইলিশ মাছ গুলা পাইলে ক’দিন খাওয়া যেত। আমার উনি বেশ পছন্দ করে।
১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪
সাদা মনের মানুষ বলেছেন: সোজা চলে যান, নিঝুম দ্বীপে, তারপর ওখান থেকে এসে নিজেও কিছু নেন, আমাকেও কিছু দিয়েন
২৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওখানে ইলিশ পানির দামে পাওয়া যায়, ধন্যবাদ ভাই।
পানির দামটা কত?
লেখক বলেছেন: এই ধরেন হাফ লিটার ১৫টাকা...
১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০১
সাদা মনের মানুষ বলেছেন: হাসান ভাই, আপনি আবার কোথা থেকে বের হইলেন, ব্লগে তো আপনাকে এখন দেখাই যায় না
২৪| ১৮ ই নভেম্বর, ২০১৬ ভোর ৪:৩০
স্নিগ্ধ শোভন বলেছেন: গ্রেট জব ভাই। ++++++
১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শোভন ভাই, শুভেচ্ছা নিবেন।
২৫| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫২
মাদিহা মৌ বলেছেন: দুনিয়ার সব সৌন্দর্য আপনার ক্যামেরায় বন্দী …
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে আছে আপু, দুনিয়ার সব সৌন্দর্য্যের কিছুনা কিছু ছবি তোলার, জানিনা কতোটা সফল হতে পারবো......শুভেচছা জানবেন।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১ম।