নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

সুপার মুন না দেইখা যারা ঘুমাইয়া গেছিলেন তাদের জন্য ;)

১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৮


সুপারমুনের বৈজ্ঞানিক নাম হচ্ছে ‘পেরিগি মুন’। পেরিগি অর্থ হচ্ছে ‘পৃথিবীর নিকটতম’। চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে, তখন একে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়।
সুপারমুন হলে চাঁদ পৃথিবীর কাছাকাছি আসে। সাধারণ সুপারমুনের ক্ষেত্রে চাঁদ ১২ শতাংশ বড় ও ১৪ শতাংশ উজ্জ্বল দেখায়। কিন্তু এবারের সুপারমুন ১৪ শতাংশ বড় ও ৩০ শতাংশ উজ্জ্বল দেখা গেছে। সুপারমুন হওয়ার সময় তীব্র জোয়ার-ভাটা প্রত্যক্ষ করা যাবে।
মহাজাগতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ এ ঘটনা পর্যবেক্ষণের জন্য মুখিয়ে ছিলেন জ্যোতির্বিদেরা। তাঁদের ব্যাখ্যা অনুযায়ী, চাঁদ পৃথিবীর নিকটতম স্থানে এলেই সুপারমুন দেখা যায়। প্রদক্ষিণরত চাঁদটি নিজের কক্ষপথে পৃথিবীর যত কাছে, ততই বেশি উজ্জ্বল ও বড় আকারে দৃশ্যমান হয়। ডিম্বাকার কক্ষপথের কারণে চাঁদের আকৃতি একেক সময় একেক রকম দেখায়। জ্যোতির্বিদদের মতে, ১৯৪৮ সালের পর পৃথিবীর এতটা কাছে এসেছে চাঁদ।


(২)


(৩)


(৪)


(৫)


(৬)


(৭)


(৮)

মন্তব্য ৬৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৯

সুমন কর বলেছেন: দেখতে পারি নি, আপনার ছবিগুলো দেখলাম। ধন্যবাদ।

১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, শুভ সকাল।

২| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:



এতো বিপদ, চাঁদ এত কাছে আসলে ছেলেমেয়েরা বেশী আকর্ষণ অনুভব করা শুরু করবে, সমাজে সমস্যা হবে।

১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৫

সাদা মনের মানুষ বলেছেন: আহা আগে তো বিষয়টা মনে ছিল না :)

৩| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৫

দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর ছবি এবং বর্ণনা ভাল লাগল । শুভ সকাল :)

১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভ সকাল

৪| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৭

মার্কো পোলো বলেছেন:
বাহ! দেখি নাই। আপনার ছবির কল্যাণে দেখা হইলো। :)

১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আমিও ভুলে গিয়েছিলাম, রাত দশটার খবর দেখতে গিয়েই আবার মনে পড়ায় কিছু ছবি তুলতে পেরেছি।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুপার সুপারমুন পোষ্টে সুপার মুগ্ধতা :)

সুপার প্লাস +++++++++++++++++

:)

১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৬

সাদা মনের মানুষ বলেছেন: সুপার শুভেচ্ছা :-B

৬| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪২

দৃষ্টিসীমানা বলেছেন: কি ব্যাপার , শুধু লাল চা ? যাক সাধা জিনিস ফেলতে হয় না , তা গ্রিন টি না নর্মাল বুঝতে পারছিনা আর চিনি ছাড়াত ?

১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

সাদা মনের মানুষ বলেছেন: মিষ্টি মুখ করবেন, চিনি ছাড়া কেম্নে দেই

৭| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: হুম ......

১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

৮| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৩

বনমহুয়া বলেছেন: আমি দেখছি।

ছাঁদে চাঁদ ভ্রমনে ছিলাম ঘন্টা তিনেক।

১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩১

সাদা মনের মানুষ বলেছেন: আমি আধা ঘন্টার বেশী ছিলাম না, ধন্যবাদ

৯| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

কলাবাগান১ বলেছেন: "জ্যোতির্বিদদের মতে, ১৯৪৮ সালের পর পৃথিবীর এতটা কাছে এসেছে চাঁদ। "
প্রতি বছর ই এত কাছে আসে কিন্তু ১৯৪৮ এর পর আবার ভরা পূর্নিমায় এল।

১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ও এই খবর? ধন্যবাদ।

১০| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭

সামিয়া বলেছেন: যেইখানে যাই খালি সুপার মুন সুপার মুন !!!!!

১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

সাদা মনের মানুষ বলেছেন: হুজুগে বাঙাল :D

১১| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪২

মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ভাবছি আপনার ছবিটাকে জাতীয় পতাকা বানানো যায় কিনা।

১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩

সাদা মনের মানুষ বলেছেন: বানানো যাবে, তবে রংটা একটু পবিবর্তন করতে হবে এই যা.......শুভেচ্ছা জানবেন ভাই।

১২| ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

কানিজ রিনা বলেছেন: এবার চাঁদটার কলংক বেশী বেশী চোখে
ফুটে উঠল। এত কাছে আসায় ওর ভিতরের
কালটা বেশী ফুটে উঠল, তাই মুন গ্লাস
লাগিয়ে দেখলাম। হা হা হা
ওকে একটু অনুভব করতে রাস্তায় হাটা শুরু
করলাম দেখলাম ছোট কালের মতই আমার
আমার সাথে সাথেই আছে। কেন জানি চোখে
দুইটা চাঁদ মনে হচ্ছিল। ওকে নিয়ে রম্য।

১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে তো চাঁদটার দুরত্ব বজায় রাখাই ভালো ছিলো, অন্তত কলঙ্কটা কম চোখে পড়তো, ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়।

১৩| ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

আরজু পনি বলেছেন:
টাইম পাই নাই :P =p~

১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ভাবিষ্যতে পাবেন বলে আশা রাখছি আপু :)

১৪| ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১০

শাহরিয়ার কবীর বলেছেন: মামুরে কাল জটিল লাগচ্ছে B-) B-)

১৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: হ, আমিও তাই কই :D

১৫| ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২২

কাবিল বলেছেন: জানতাম না, তবে গত রাত্রে সুপারমুন দেখেছি। ভাবছিলাম আকাশটা হয়তো পরিস্কার তাই এতো উজ্জ্বল দেখাচ্ছে। আগে জানলে আরও ভাল করে উপভোগ করতাম।
যদি বেঁচে থাকি আর নয়ন জোরা ভাল থাকে তাহলে ১৮ বছর পর ২০৩৪ সালের ২৫ নভেম্বর আবার দেখতে পাব।
আপনিও রেডি থাইকেন ছবি তোলার জন্য।

১৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনি আমাকে একটু স্বরণ করাইয়া দিয়েন কাবিল ভাই B-)

১৬| ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

বন্দী কন্ঠস্বর। বলেছেন:

১৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সে হয়তো এমন কিছুই বলছে :D

১৭| ১৫ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর

১৫ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শুভেচ্ছা নিবেন।

১৮| ১৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

আলী আজম গওহর বলেছেন: আগে বলবেন না।রাতে ঘুম আসছিল না।মজা করে সুপার মুন দেখতাম।যাই হোক ছবিতে দেখানোর জন্য ধনিয়াপাতা সাদা মনের মানুষ ভাই।

১৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আলী ভাই

১৯| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২৪

ভ্রমরের ডানা বলেছেন:



দারুন ছবি তুলছেন। বিশেষ করে দুই নাম্বারটা অসাম!

১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ডানা, উৎসাহিট হলাম।

২০| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৩

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




ঘুমাইয়া গেছিলাম । উইট্টা দেহি একখান পোস্ট । চক্ষু ডইল্লা দেহি পোস্টে কয়ডা পোড়া রুডি পিডার ( রুটি পিঠা ) ছবি । :( :P ;)

সুপার মুনের সুপার্ব ছবি । থাম্বস আপ ..............

১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনি মনে হয় সুকান্তের কবিতা পড়ে ঘুমাইছিলেন :-B

২১| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:২৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুপার মুনের ছবি দেখানোর জন্য । যারা ঘুমিয়ে যাওয়ার কারণে সুপারমুন দেখতে পারেন নি তাদের হতাশ হওয়ার কারণ নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এ্যারোনটিকস এ্যান্ড স্পেস এ্যাডমিনিস্ট্রেশন (নাসা) জানিয়েছে, চাঁদ পৃথিবীর খুব কাছে ২ লাখ ২১ হাজার ৫শ’ ২৪ মাইল (৩ লাখ ৫৪ হাজার ৪শ’৩৮ কিলোমিটার) দূরত্বে অবস্থান করবে আরও অন্তত তিন দিন। এই তিন দিন রাতের আকাশের ভরা চাঁদের বড় পূর্ণিমা তার উজ্জ্বলতা অন্য সময়ের চেয়ে এক শ’গুণ বেশি ধরে থাকবে। আর চাঁদের আকৃতি স্বাভাবিকের চেয়ে প্রায় ১৪ শতাংশই বড় থাকবে। এরপর দ্রুত স্বাভাবিক দূরত্বে চাঁদ চলে যাবে। এমন একটি চাঁদ ফের ফিরে আসবে ২ হাজার ৩৪ সালের ২৫ নবেম্বর। তার আগের আগামী ২৮ বছরেও ১৪টি চন্দ্রমাস পরে একটি করে বড় চাঁদ আসবে সুপার মুনের কথা মনে করিয়ে দেয়ার জন্য। তবে সেই চাঁদ সুপারমুন নয়।

দৈনিক সংবাদপত্র মাধ্যমে জানা যায় সোমবার রাতে বগুড়ার আকাশে যে সুপারমুন দেখা গেছে তার উজ্জ্বলতা এত বেশি ছিল ছবিতে গাছের শাখা প্রশাখা অস্বাভাবিক স্নিগ্ধ আলোয় ক্যামেরায় ধরা দেয়। রাত দু’টার দিকে অনেক পাখি ভোর হয়েছে ভেবে কিচিরমিচির ডাক দিয়ে উড়ে ওঠে আকাশপানে। পরে ভ্রান্তি বিলাসে ফিরে আসে। পাখিদের এমন কলতানে বাসাবাড়ির অনেকে জেগে ওঠে। কেউ জানালায়, কেউ ছাদে উঠে আকাশ পানে চেয়ে দেখে প্রকৃতির এক অপার রহস্যের উজ্জ্বলতায় চাঁদ নেমে এসেছে ভুবনে। ৬৮ বছর পর এ যেন অন্যরকম এক ভুবন। চাঁদের হাসিতে মেতে উঠেছে পুরো আকাশ। এই সময়ের মাঝরাতের শিশিরকণা যেন ছন্দের তালে নেচে উঠেছে। মেঘেরা মুখ লুকিয়ে মুচকি হেসে চাঁদকে কয়েকদিনের জন্য আকাশের অধিকার দিয়েছে। সারাদেশের মানুষ আরও তিন দিন চাঁদের অধিকারের পূর্ণ আকাশ দেখতে পাবে।

শুভেচ্ছা রইল ।

১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৬

সাদা মনের মানুষ বলেছেন:
রাত দু’টার দিকে অনেক পাখি ভোর হয়েছে ভেবে কিচিরমিচির ডাক দিয়ে উড়ে ওঠে আকাশপানে। পরে ভ্রান্তি বিলাসে ফিরে আসে।........মনে হচ্ছে পাখিদের জন্য ঘড়ির ব্যবস্থা করা উচিৎ B-)

২২| ১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৫:২৮

সামু পাগলা০০৭ বলেছেন: আমার জন্যে পোষ্টটি খুবই কার্যকরী। কেননা শিরোনামের যথার্থতা প্রমান করে আমার দেখা হয়ে ওঠেনি। আপনাকে অনেক ধন্যবাদ সুপার মুনের ছবি দেখানোর জন্য।

ভালো থাকুন, সুখে থাকুন সর্বদা!

১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনি পাগলী মানুষ, আপনি দেখলেই কি আর না দেখলেই কি? ;)

২৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ ভোর ৬:৩৮

শাব্দিক হিমু বলেছেন: সন্ধায় একবার দেখলাম। দেখে ঘুম পেলো। ঘুমিয়ে গেলাম। :( ;)

১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ভালো করছেন, অন্তত একটা ঘুমের ট্যাবলেট বাচাইয়া দিলেন :-B

২৪| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:১৫

আলোরিকা বলেছেন: পরশুরাতে দেখা হয়নি গতকাল দেখলাম --------- আপনার ছবিগুলো দেখে মনে হচ্ছে খুব একটা মিস হয়নি ;) ডঃ এম এ আলীর মন্তব্য থেকে কারণটা জানা হলো । ভাল থাকুন আর আজও চাইলে ছবি তুলতে পারবেন :)

১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২

সাদা মনের মানুষ বলেছেন: আজকেও ছবি তোলা যাবে, তবে সেই চাঁদটা এক পাশ কিছুটা ক্ষয়ে যাওয়া........শুভেচ্ছা

২৫| ১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সারারাত দেখছি, এক্কেবারে ফজর পর্যন্ত। কিন্তু দুঃখের ব্যাপারে, সন্ধ্যের পর পর বিশাল আকৃতিরটা দেখতে পারি নাই। তবে শেষ রাতের দিকে চাঁদের উজ্জ্বলতা দেখে অবাক হয়েছি, তাকানো যাচ্ছিল না যেন। :)

ধন্যবাদ সুপারমুন নিয়ে সুপার পোস্ট দেয়ার জন্য। :)

১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে ব্লগে পেয়ে ভালো লাগছে হাসান ভাই, এবার হয়তো কিছু ভ্রমণ পোষ্ট পাবো।

২৬| ১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

প্রামানিক বলেছেন: ছাদে উইঠা চাঁদ দেখলাম নতুন কিছু পাইলাম না। ধন্যবাদ সুপার মুন দেখানোর জন্য।

১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

সাদা মনের মানুষ বলেছেন: আমিও ছাদেরটাই উঠাইছি, জঙ্গলে যেতে পারিনি :)

২৭| ১৬ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২

আমি ইহতিব বলেছেন: দেখেছি কিছু সময়ের জন্য, খুব ঝকঝকে ছিল আর কিছুটা বড়ও মনে হয়েছে। আপনার ছবিগুলো সুন্দর হয়েছে ভাইয়া।

১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, অনেক দিন পর আপনাকে পেলাম।

২৮| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৫

অরুনি মায়া অনু বলেছেন: সুপার মুন দেখেছি। ছবিও তুলে রেখেছি।
আপনার তোলা ছবি গুলোকে খুব পরিষ্কার। বেশ দেখাচ্ছে।

১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা করি সব সময় ভালো ছবি তুলতে, ধন্যবাদ আপু।

২৯| ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুপার মুন দেখার সৌভাগ্য হয় নাই। আপনার তোলা ছবিতে সুপার মুন দেখে আমের স্বাদ জুসে মেটালাম। আচ্ছা, সুপার সান কবে আসবে বলতে পারেন? অথবা সুপার স্টার?

১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: সুপার সান কবে আসবে বলতে পারেন? অথবা সুপার স্টার? ........এইগুলো আপনার মতো গেয়ানী লুক ছাড়া বলা সম্ভব নয় :-B

৩০| ১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুপার ওয়ার্ল্ড দেখার জন্য আমি চাঁদে যাইতে চাই। নাসারে হাত পা ধইরা কোন ব্যবস্থা করা যায়? =p~

১৭ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনি ট্রাম্পের সাথে যুগাযুগ করেন, ওনিই এখন নাসার প্রধান :D

৩১| ১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৫

নীলপরি বলেছেন: আপনার পোষ্ট খুবই ভালো লাগলো । আর স্বচক্ষেও দেখেছি ।

১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩

সাদা মনের মানুষ বলেছেন: পরীরা আকাশে উড়ে বেড়ায়, ওদের না দেখার তো কোন কারণ থাকতে পারেনা B-)

৩২| ১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

ফাহিম সাদি বলেছেন: চন্দ্রাহত ❤

১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২০

সাদা মনের মানুষ বলেছেন: এ্যাম্বুল্যান্স খবর দিমু? :-B

৩৩| ১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

ফাহিম সাদি বলেছেন: এইডা দিয়া যদি চান্দের যাওয়া যায় তাইলে তড়াতাড়ি দিয়া দেন :D

১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: সাইদী সাবে কিভাবে গেছে ওনার কাছ থেকে রেসিপি নিতে পারেন :D

৩৪| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

ফাহিম সাদি বলেছেন: হা হা হা , তাইলে আর যাইবার কাম নাই B-))

১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ডর পাইছেন্নাকি ভাই? B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.