নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
সকাল বেলা আমার রুমের সামনে একটা চেচামেচি শুনতে পেলাম, দেখলাম ছুটে যাচ্ছে দুটি বেড়াল। একটার মুখে কোন একটা পাখি রয়েছে, পাখিটা প্রথমে চিৎকার করতে পারলেও পরে আর কোন শব্দ পাচ্ছিলাম না। আমিও ছুট লাগালাম বিড়ালদের পিছু পিছু। বাড়ির পেছনের দিকে বিড়ালটি দৌড় লাগাল, আমি ছুটলাম পিছু পিছু। এক পর্যায়ে বাড়ির শেষ সীমানায় পৌছে বিড়ালদুটো কোনঠাসা হয়ে পড়লো, আমি পাখি মুখে থাকা বিড়ালটার ওপর ঝাপিয়ে পড়লাম, বাধ্য হয়ে বিড়ালটা তার শিকার দোয়েল পাখিটা ছেড়ে দিলো। পাখিটা উড়ে গিয়ে পাশের উলট কমল গাছে বসল। পাখিটা গাছে বসে হাপাচ্ছে, বিড়ালটা পালিয়ে বাঁচল আর আমিও চলে এলাম।
একটু পড় ভাবলাম দেখিতো পাখিটা চলে গেল কিনা, গিয়ে দেখলাম সেই একই যায়গায় বসে আছে। ভাবলাম পাখিটা দুর্বল হয়ে গেছে ওকে ধরে একটু সেবা করে সুস্থ্য করে তুলি, এটা ভেবে যেইনা উলট কমল গাছের দিকে এগিয়ে গেলাম অমনি পাখিটা ফুরুৎ, সেই সাথে ঝড়ে পড়ল উলট কমল ফুলের খয়েরি রঙের কয়েকটি পাপড়ি। পাখিটা বোধ হয় কৃতজ্ঞতা স্বরূপ আমাকে ফুলের পাপড়ি দিয়ে শুভেচ্ছা জানিয়ে গেল।
বরাবরই সাদা বিড়ালটা আমার বাড়ির ভেতরে ঘুরাফেরা করে, প্রতিদিনের ন্যায় আজকে ওকে তাড়িয়ে দিলাম না। মাছ দিয়ে ভালোভাবে ভাত মেখে ওকে খেতে দিলাম। সকালে ওর মুখ থেকে দোয়েল পাখিটি কেড়ে নিয়েছি বলে আজ সে আমার কাছে খাবার পাওনা হয়ে গেছে।
১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ধন্যবাদ
২| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সাদা মনের মানুষ
আপনি প্রকৃতই তাই
তবে এদের অনুভবের তীক্ষনতায় মাঝে মাঝে অবাক হতে হয়। অসাধরন কৃতজ্ঞতা বোধ! বিস্মিত করে।
+++++++++++++
১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: অসাধরন কৃতজ্ঞতা বোধ.......সত্যিই তাই
৩| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০০
চাঁদগাজী বলেছেন:
ভালো কাজ করেছেন
১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: আমিও তাই মনে করি
৪| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন:
১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন:
৫| ১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৬
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল । আজ কিন্তু চায়ের সাথে সল্টেড বিস্কুট চাই । ।
১৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ক্যান ডায়াবেটিসে ধরছেনি?
৬| ১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭
প্রামানিক বলেছেন:
মহৎ কাজ করেছেন। তবে মাছের বদলে বিড়ালরে এক বাটি দুধ দিতেন আরো খুশি হইতো। দুই হাত তুইলা দোয়া করতো।মহৎ কাজ করেছেন। তবে মাছের বদলে বিড়ালরে এক বাটি দুধ দিতেন আরো খুশি হইতো। দুই হাত তুইলা দোয়া করতো আর ইন্দুর মাইরা আপনারে দিত।
১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৩
সাদা মনের মানুষ বলেছেন: আমিতো বিড়ালের পেছনে ছুট লাগাইছিলাম, এই ফাকে আপনি কখন এর ছবি তুলে রাখলেন আমি তো কিছুই দেখলাম না......ভবিষ্যতে না হয় এক বাটি দুধ ওকে খাইয়ে দিবো।
৭| ১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২২
গেম চেঞ্জার বলেছেন: প্রামানিক ভাইয়ের কথার সুত্র ধইরা কইতাসি- দুধ খাওয়ালে গরু/গাভীরা কি শাপ দিবে নাহ?
১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৪
সাদা মনের মানুষ বলেছেন: প্রামানিক ভাই কয়, গরু শাপ দিলে ছাগলের দুধ খাওয়াতে
৮| ১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
বাবুরাম সাপুড়ে১ বলেছেন: ফটো গুলো আপনি মাইরি দারুন তোলেন!
১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, তা কেমন আছেন বাবু?
৯| ১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০
প্রামানিক বলেছেন: গেম চেঞ্জার আবার কি শুরু করল, আমি তো গরুর দুধ উল্লেক করি নাই, পাউডার দুধ পানি দিয়া গুলায়া দিলেও খাইত।
১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: কিংবা সেম্পু দিয়া বানানো দুধও হতে পারে
১০| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:১৯
জুন বলেছেন: খুব ভালোলাগলো পশু পাখিদের প্রতি আপনার ভালোবাসা দেখে সাদা মনের মানুষ ।
+
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮
সাদা মনের মানুষ বলেছেন: ওরা প্রকৃতিরই অংশ, তাই ওদের বাঁচিয়ে রাখাটা মানুষ হিসাবে অবশ্যই আমাদের কর্তব্য.......ধন্যবাদ আপু।
১১| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
প্রামানিক বলেছেন: সেম্পু দুধ দিলে তো আরো ভালো-- বিলাই দুধও খাইল পেটও পরিষ্কার হইল।
২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৯
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, কম খারাপ কন্নাই
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
প্রকৃতির বন্ধুমানুষ আপনি! পশুপাখিদেরও কৃতজ্ঞতাবোধ থাকে!!