নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

রাজবন বিহারের বান্দরগুলো

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮


রাজবন বিহার বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার। এটি রাঙামাটি শহরের অদূরেই অবস্থিত। এবার রাঙামটি যাওয়ার আগে থেকেই জানতাম নিরাপত্তার কারণে দর্শনার্থীদের রাজবন বিহার দেখা সাময়িকভাবে বন্ধ আছে। তবু কোনভাবে দেখা যায় কিনা সেই আশা নিয়ে গিয়েছিলাম ওখানে, কিন্তু ভাগ্য সদয় হয়নি। তো কি আর করা ওখানকার বানরদের ছুটাছুটি দেখেই ফিরে আসতে হয়েছে। রাজবন বিহার এলাকায় প্রচুর বানর মুক্তভাবে ঘুরে বেড়ায় এবং দর্শকরা তা দেখে মজা পায়। ওখানে গিয়ে আমিও অনেক বানরের ছবি উঠিয়েছি, ওখান থেকে কিছু ছবি নিয়াই আজকের পোষ্ট। আপনাদের কাছ থেকে ক্যাপশন আশা করছি, যা পরে আমি সন্নিবেশিত করে দিবো। বান্দর নিয়া আমার অন্য একটা পোষ্টও আছে, এখানে টোকা দিয়ে দেখে নিতে পারেন "বান্দর - একটি ফটোপোষ্ট"


(২) নোটিশ পইড়া না বুঝলে আমগো কইয়েন। (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম)।


(৩) ঘাসের বিতরে ওইডা কী একশো ট্যাহার নোট? (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম।


(৪) মামী, তোমার ল্যাজে এত উকুন হইল ক্যামনে? (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম)।


(৫) আহ! কী আরাম! (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম)।


(৬) যা ভাগ! কুত্তা খালু দুইজনরে পিঠে লইবার পারবো না। (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম)।


(৭) আমরা রোহিঙ্গা বানর। মিয়ানমার থাইকা আমাগো খ্যাদাইয়া দিছে। (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম)।


(৮) সাদা মনের মানুষ আমাগো লাইগা নরসিংদীর কলা আনতে গেছে। এখনো আসে না ক্যান? (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম)।


(৯) বড় পোলাডা বাঁদরামি করতে গিয়া হাঁটু ছিঁড়া ফালাইছে। ছুডুডা এখনো এইসব শিখে নাই (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম)।


(১০) ওরে আমার কলিজার টুকরা। এতক্ষণ কই ছিলি বাপ? (আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম)।


(১১) "নিচে একটা কি জানি দেখছি! তোরা আমারে ধর, আমি দেইখা আসি জিনিসটা সোনা-দানা টাইপের কোন বস্তু কিনা!" (সাহসী সন্তান)।


(১২) "ফিচলে হাসিতে গেটআপ মারাটা আপাতত সম্ভব না! গত দুইদিন থিকা না খাইয়া আছি! মুখ ভার করা ছবি উঠাইতে পারলে ওঠান, না পারলে দূরে গিয়া মরেন!" ;) (সাহসী সন্তান)।


(১৩) "ভাবতেছি আগামীবার অলেম্পিকে নাম লেখামু! আপাতত সেইটারই প্রিপারেশান লইতাছি! আমার জন্য কয়টা লাইক হবে ফ্রান্স.....!!" ;) (সাহসী সন্তান)।


(১৪) "আমি কি দোষ করলাম!!!" (কলাবাগান১)


(১৫) তোমাগো গুলা কি শান্ত আমারটা বান্দর হইসে =p~ (পুলক ঢালী)।


(১৬) আমাগো নাম ভুটার লিস্টে রাইখেন কামাল ভাই। এইবার ভুট দিমুই দিমু (আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম)।


(১৭) এই পোলার বাপে সৌদি আরব গিয়া আর ফিরে নাই। এরে যে ক্যামনে মানুষ থুক্কু বানর করি! (আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম)।


(১৮) "আয়নাবাজির ভেল্কি তো বহুত দেখছেন, এহন আমার ভেল্কি দেখেন!" (পিচ্চিটার দাঁড়ানোর ভাব দেখে কইলাম) (সাহসী সন্তান)।


(১৯) আপেলটা নীচের দিকে পড়লো ক্যান এই ভাবনায় বিভোর কি চাবাইতাছে খবর নাই (পুলক ঢালী)।


(২০) ওই! বিপদ (সাদা মনের মানুষ)আইতাছে ল পালাই দুধ ছাড়! (পুলক ঢালী)।

মন্তব্য ৮৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

কলাবাগান১ বলেছেন: হোয়াই মাথায় টুপি পায়ে জুতা নিয়ে প্রবেশ নিষেধ!!!!!!!!

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

সাদা মনের মানুষ বলেছেন: বৌদ্ধদের প্রার্থনা গৃহের নিয়ম এটা

২| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

কলাবাগান১ বলেছেন: ১৪ নং ছবি এমেইজিং..পুুরস্কার পাওয়ার মত। পিচ্চির চেহারা দেখার মত... "আমি কি দোষ করলাম!!!"

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আপনার "আমি কি দোষ করলাম!!!" ক্যাপশনটা দিয়ে দিচ্ছি :D

৩| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই বানরদের সাথেও ভ্রমণ করেছেন? সাবাস!

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ওরা খালি আপ্নার কথা জিগায় :D

৪| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্যাপশনঃ কামাইল্যা আমার ফটু তুলে কিল্লাই? আই ডি কার্ড দিব নাকি?

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: খিক খিক খিক, আপ্নে সাথে থাকলে আমাকে এই বকাটা দিতো না :-B

৫| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্যাপশনঃ ২) নোটিশ পইড়া না বুঝলে আমগো কইয়েন।

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: দিয়া দিলাম

৬| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্যাপশনঃ ৩) ঘাসের বিতরে ওইডা কী একশো ট্যাহার নোট?

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আমার তো মনে হচ্ছে নিউটনের সুত্রের আপেল খুজতাছে ওখানে।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্যাপশনঃ ৪) মামী, তোমার ল্যাজে এত উকুন হইল ক্যামনে?

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আমার তো মনে হয় বানরের লেজ দিয়া কান চুলকানের ধান্ধায় আছে অপর বানরটা।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্যাপশনঃ ৫) আহ! কী আরাম!

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: চলে আমার ঘোড়া হাওয়ার বেগে ...........

৯| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্যাপশনঃ ৬) যা ভাগ! কুত্তা খালু দুইজনরে পিঠে লইবার পারবো না।

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, কম খারাপ কন্নাই :D

১০| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্যাপশনঃ ৭) আমরা রোহিঙ্গা বানর। মিয়ানমার থাইকা আমাগো খ্যাদাইয়া দিছে।

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

সাদা মনের মানুষ বলেছেন: সমসাময়িক ভাবনার সাথে মিলে যায়।

১১| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্যাপশনঃ ৮) সাদা মনের মানুষ আমাগো লাইগা নরসিংদীর কলা আনতে গেছে। এখনো আসে না ক্যান?

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: আমার তো মনে হয় ওরা ফটোসেশনে ব্যস্ত

১২| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্যাপশনঃ ৯) বড় পোলাডা বাঁদরামি করতে গিয়া হাঁটু ছিঁড়া ফালাইছে। ছুডুডা এখনো এইসব শিখে নাই।

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: একটু স্যাভলন আইনা দিলে পার্তেন :-B

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্যাপশনঃ ১০) ওরে আমার কলিজার টুকরা। এতক্ষণ কই ছিলি বাপ?

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: পারফেক্ট

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাকি দশটার ক্যাপশন অন্য ব্লগার বন্ধুরা দিবেন প্লিজ!

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: টায়ার্ড হইয়া হেলেন গা??

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৫

ভ্রমরের ডানা বলেছেন: প্রথম পোলা ডা সেই হ্যান্ডসাম!

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আপনাকে দেকে মনে হয় গাছের আড়ালে লুকাতে চাইছে

১৬| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে না কামাল ভাই। এশার নামাজ পড়তে যাচ্ছি। তা' ছাড়া অন্যদেরও সুযোগ দিতে হবে তো।

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০১

সাদা মনের মানুষ বলেছেন: দয়ালদার মানুষরা অন্যদেরকে সব সময় সুযোগ দেয় :D

১৭| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৭

ডঃ এম এ আলী বলেছেন: দেখে ভাল লাগল, ছবি স্বব্যাখ্যাত ।
ধন্যবাদ ।

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আলী ভাই

১৮| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

১৯| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:
তা ভাই, এত বানর সেনা নিয়া করবেন টা কি?


লংকা তো এখন মুরালিধরনের দখলে!

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৬

সাদা মনের মানুষ বলেছেন: আমি কিছুই করবোনা, দেখেন আপনি কিছু করতে পারেন কিনা :D

২০| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৩

সাহসী সন্তান বলেছেন: ক্যাপশন নং-১১ "নিচে একটা কি জানি দেখছি! তোরা আমারে ধর, আমি দেইখা আসি জিনিসটা সোনা-দানা টাইপের কোন বস্তু কিনা!"

ক্যাপশন নং-১২ "ফিচলে হাসিতে গেটআপ মারাটা আপাতত সম্ভব না! গত দুইদিন থিকা না খাইয়া আছি! মুখ ভার করা ছবি উঠাইতে পারলে ওঠান, না পারলে দূরে গিয়া মরেন!" ;)

ক্যাপশন নং-১৩ "ভাবতেছি আগামীবার অলেম্পিকে নাম লেখামু! আপাতত সেইটারই প্রিপারেশান লইতাছি! আমার জন্য কয়টা লাইক হবে ফ্রান্স.....!!" ;)

ক্যাপশন নং-১৮ "আয়নাবাজির ভেল্কি তো বহুত দেখছেন, এহন আমার ভেল্কি দেখেন!" (পিচ্চিটার দাঁড়ানোর ভাব দেখে কইলাম)

বাকি গুলা অন্য কেউ দিক! হেনা ভাইয়ের ক্যাপশন গুলাও জোস্ হইছে! আর আপনার ছবি গুলোও খুব সুন্দর! আমি কলাবাগান ভাইয়ের সাথে সহমত! ১৪ নাম্বার ছবিটা নিঃসন্দেহে পুরষ্কার পাওয়ার যোগ্য!

শুভ কামনা কামাল ভাই!

২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ক্যাপসনগুলোও জুড়ে দিলাম, ধন্যবাদ।

২১| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:০৯

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,



বেশ মজার । আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম এর ক্যাপসনগুলো জোস হইছে । হেরে একটা বান্দরের মুখ খিচাইন্না ছবি পুরুস্কার দ্যান । :P

২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে তো আপনাকে দিতে হবে বান্দরের দুইটা মুখ খিচান্না ছবি, কারণ এমন সফল প্রস্তাব আর কেইবা দিতে পারে?

২২| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩১

অন্তু নীল বলেছেন:
বাহহ বেশ বেশ
আজকাল বান্দরে ভইরা গেছে দেশ।

২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: এক্কেরে হাচা কতা

২৩| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৩

পুলক ঢালী বলেছেন: ১৫ নং। তোমাগো গুলা কি শান্ত আমারটা বান্দর হইসে। =p~

২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এক্কেরে বান্দর হইছে :D

২৪| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ৩:০৭

বিলুনী বলেছেন:



বাহ বাহ ভাল আসর
সোহাগ চাদ বদনী বালা নাচত দেখি!!

ভাল লাগল বানর দেখতে অনেকেই
বার বার আসেন ।

২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: বানরের খেলা দেখতে আমার হেব্বি লাগে, ধন্যবাদ

২৫| ২০ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন B-) B-)

২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৭

সাদা মনের মানুষ বলেছেন:

২৬| ২০ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: =p~ =p~ =p~

২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

২৭| ২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০৭

মোস্তফা সোহেল বলেছেন: ক্যাপশন গুলো পড়ে খুব মজা লাগল

২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনিও কিছু দিতে পারেন সোহেল ভাই

২৮| ২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৭

পুলক ঢালী বলেছেন: ২০ নং। ওই! বিপদ (সাদা মনের মানুষ)আইতাছে ল পালাই দুধ ছাড়!

২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: এড করে দিলাম :D

২৯| ২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫২

অরুনি মায়া অনু বলেছেন: হা হা হা কি দুষ্টু এই বানর গুলো। ১০ নং ছবিটি বেশি সুন্দর। মা বানর কিভাবে তার সন্তানকে বুকে জড়িয়ে আদর করছে। বাকি ছবিগুলোও সুন্দর।

২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

সাদা মনের মানুষ বলেছেন: বানররা তাদের বাচ্চাদেরকে খুবই আদর করে, অনেক সময় আমার মনে হয় মানুষের চাইতেও বেশী, ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়।

৩০| ২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৫২

পুলক ঢালী বলেছেন: ১৯নং। আপেলটা নীচের দিকে পড়লো ক্যান এই ভাবনায় বিভোর কি চাবাইতাছে খবর নাই।

২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

সাদা মনের মানুষ বলেছেন: হ, এমনই তো মনে হইতাছে :D

৩১| ২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন বান্দর পোষ্ট :)

সবার ক্যাপশন গুলাও ফাটাফাটি :)

++++++++

২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনিও কিছু ক্যাপশন দিতে পারেন, এক ছবিতে একাধিক ক্যাপশন থাকতেই পারে, ধন্যবাদ।

৩২| ২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্যাপশনঃ ১৬) আমাগো নাম ভুটার লিস্টে রাইখেন কামাল ভাই। এইবার ভুট দিমুই দিমু।

২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: বুটের সাথে কিছু মুরালী দিলে আরো ভালো হতো

৩৩| ২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ক্যাপশনঃ ১৭) এই পোলার বাপে সৌদি আরব গিয়া আর ফিরে নাই। এরে যে ক্যামনে মানুষ থুক্কু বানর করি!

২০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনি সৌদি আরবের সরকারের সাথে একটু কথা বইলা দেখতেন? ;)

৩৪| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:২৭

জুন বলেছেন: আপনার ছবি আর সবার মজার মজার ক্যাপশনে পোষ্টটি অনন্য এক মাত্রা পেয়েছে সাদা মনের মানুষ ।
+
শুধু বানরের ভয়ে প্রাচীন এক ঐতিহ্যবাহী নগরীতে আমাদের যাওয়াই হলো না। ট্রিপ এডভাইজার এ বারবার এই বানরের উৎপাতের কথা উল্লেখ আছে :(

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ক্যাপশন কিছু দেওয়ার থাকলে আপনিও দিতে পারেন আপু, সেই প্রাচীন ঐতিহ্যবাহী নগরীটা কোথায় আপু?

৩৫| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১২

প্রামানিক বলেছেন: কামাল ভাইয়ের ছুবি আর হেনা ভাইয়ের ক্যাপসুন আর সাহসী সন্তানের গ্যাটিস পইড়া ব্যাফুক মজা পাইলাম।

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনিও তো আমাদের জন্য কিছু মজা নিয়া আইতে পার্তেন B-)

৩৬| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩১

ফাহিম সাদি বলেছেন: বাহ , বান্দররেও দেখি সুন্দর লাগে ।
সুন্দর পোস্ট কামাল ভাই ।

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: মানুষ আর বানর একই গোত্রের কিনা :D

৩৭| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৩৮

রমজান আহমেদ সিয়াম বলেছেন: সুন্দর পোষ্ট ৷ আর ক্যাপসন গুলোও সেই লেভেলের ৷

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ক্যাপশনের কৃতিত্ব আমার না রমজান ভাই, ধন্যবাদ।

৩৮| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩

মার্কো পোলো বলেছেন:
বান্দর তো দেখি ভালই বাঁদরামি করছে। :) :)

২২ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: পূর্বপুরুষ বলে কথা :D

৩৯| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৯

প্রামানিক বলেছেন:
আপনার লাইগা মজা আনছি।

২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: মজার পোটলা বান্তে এতো সময় নিটাছেন ক্যান?

৪০| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৬

গেম চেঞ্জার বলেছেন: এত্তো চমৎকার পোস্ট! আমার চোখ থেকে বাদ গেছিল প্রায়!! :||


প্রামানিক ভাই মজার দোকান খুলে বসেছে আপনার জন্য! ব্যাপার কি!!

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: নিজের ব্যবসার প্রসার ঘটানোর জন্যই ওনার এই সচিত্র প্রতিবেদন :D

৪১| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: কামাল ভাই, বান্দর ক্যাপশন প্রতিযোগিতায়, প্রতিযোগী কাউকে পুরস্কৃত করেন নাই আপনি!
এত কঞ্জুস (কিপটে) হলে চলে কি?!??!?!? ;)

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আমি ভাবছিলাম আপনাকে বিচারকের দায়িত্ব দেবো, কিন্তু আপনাকে পাচ্ছিলাম না। এসেই যখন পড়েছেন এবার কে কোন পুরস্কার পাবে সেটা আপনিই নির্ধারিত করে দেন :D

৪২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আবার বান্দরগুলারে দেইখা গেলাম। মানুষ দেখার চাইতে বান্দর দেখা ভালো। ওরা কিচির মিচির করলেও মানুষের মতো খিচির মিচির করে না। =p~

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১১

সাদা মনের মানুষ বলেছেন: কামরুন্নাহার আপু আইতাছে আপনার জন্য পুরস্কার লইয়া :D

৪৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রামানিক ভাইয়ের দোকানে কলা কই? বান্দরগুলা কী খাইব?

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: প্রামানিক ভাই নিজেই কয়েক দিন যাবৎ নিখোজ, ওনার দোকানের কলার খোজ পাবেন কই?

৪৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৪

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জটিল পোস্ট, পোস্টের সাথের ক্যাপশন অসাম.... +++

২২ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ক্যাপশনের দায়দায়িত্ব আমার না, আমি শুধু ছবিগুলোই দিছি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.