নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) সুন্দরবনের ভেতরে পশুদের পানি খাওয়ার জন্য কেটে রাখা পুকুর, কচিখালি থেকে তোলা ছবি।
(৩) বিরুপাক্ষ মন্দির, শীতাকুন্ড পাহাড়ের প্রথম চুড়া থেকে তোলা ছবি।
(৪) কাকড়া শিকারি, টেকনাফ বীচ থেকে তোলা ছবি।
(৫) বেদে নাও, রায়পুরার মেঘনা নদী থেকে তোলা ছবি।
(৬) পানাম নগর নারায়ণগঞ্জ জেলার, সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড় নগর, খাস নগর, পানাম নগর -প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিলো সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার বার ভূইয়াঁদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই নগরী গড়ে ওঠে।
(৭) পাহাড়ি ফুল, বান্দরবানের মেঘলা থেকে তোলা ছবি।
(৮) নদী নৌকা, এই ছবিটা তুলেছি টেকনাফের নাফ নদী থেকে।
(৯) দুরন্ত শৈশব, বালুসাইর গ্রাম, নরসিংদী থেকে তোলা ছবি।
(১০) কাশ্মীরের চন্দনওয়ারি থেকে তোলা একটা স্যুভেনির সপের ছবি এটা।
(১১) শিশির ভেজা সিম ফুল, সোনারগাঁও এর মায়াদ্বীপ থেকে তোলা ছবি।
(১২) কচুরী পানায় ডাহুক পাখি, এই ছবিটাও সোনারগাঁও এর মায়াদ্বীপ থেকে তোলা।
(১৩) মাছ ধরার নাও, কক্সবাজার থেকে তোলা ছবি।
(১৪) কাপ্তাই লেক, রাঙামাটি থেকে তোলা ছবি।
(১৫) ফিঙে দু'টো খেজুরের রস খাচ্ছে, কুমিল্লার সদর রসুলপুর থেকে তোলা ছবি।
(১৬) প্রজাপতি প্রণয়, চট্টগ্রামের চিনকি আস্তানা থেকে তোলা ছবি।
(১৭) বঙ্গবন্ধু যমুনা সেতু।
(১৮) বালাপুর জমিদার বাড়ি, মাধবদী থেকে তোলা ছবি।
(১৯/২০) ফড়িং এবং সন্ধ্যামালতি ফুলের ছবিটা তুলেছি ওয়ারী বটেশ্বর থেকে।
২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনি যে পরে আসবেন আপনার মন্তব্য দেখেই বুঝেছি, কারণ আপনি সাধারণত এতো ছোট মন্তব্য করেন না।
২| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
সুন্দর ছবি, বাংলার রূপ-মাধুরী
২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা অবিরত
৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !
২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
কানিজ রিনা বলেছেন: খেজুর গাছের পাখি দুইটা এত পরিচিত শীত
কালে খেজুরের রস মানুষের পাশাপাশি অনেক
রকম পাখিও খায়। নিজের দেশের ছবি
সুন্দরই আলাদা। ধন্যবাদ,
২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: খেজুর গাছের পাখি দুইটা এত পরিচিত শীত
কালে খেজুরের রস মানুষের পাশাপাশি অনেক
রকম পাখিও খায়। নিজের দেশের ছবি
সুন্দরই আলাদা।
...........ঠিক বলেছেন আপু, ভালো থাকুন, সব সময়।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নেট বড় জ্বালাতন করছে। কচ্ছপগতিতে পেজ লোড হচ্ছে। আপাতত ছবিগুলো আংশিক দেখলাম। কাল ভালো করে দেখবো।
২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: অন্য দিনের তুলনায় আজ সন্ধ্যায় ব্লগ কিন্তু যথেষ্ট ফাষ্ট, তবে সব চেয়ে ফাষ্ট হয় সকালে.......আসেন সকালে দু'জন এক সাথে চা নাস্তা করি
৬| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫১
ডঃ এম এ আলী বলেছেন: লেপটপের ব্যাক ডিলিট চাবিটা হঠাৎকরে ছুটে যায়, লিখতে সমস্যা হচ্ছিল ।
কোনমতেই ছুটে যাওয়া চাবি জায়গামত বসানো যাচ্ছিলনা । তাই ও বেলায়
রণে ভঙ্গ দিতে হয়েছিল। নরসিংদীর রায়পুরার মেঘনা নতীর তীরে বেদে নৌকার
ছবিটা ভাল লেগেছে । একবার রায়পুরায় নদীর বাকে এরকম বেদে নৌকা
দেখেছিলাম । রায়পুরার আর একটি বিশেষত্ব হলো সেখানে ভাল তাঁতের
কাপর তৈরী হয়, যা মাধবতীতে বাংলার মানচেস্টারে বেচাকেনা হয় ।
জোড়ায় জোড়ায় ফিংগে ও প্রজাপতির ছবি বড়ই দুর্লভ বিশেষ করে
সুর্যালোকের বিপরীতে , কারণ এ সময় ছবিটা ভাল আসে , ছবি
তোলার জন্য এরকম মাহেন্দ্রক্ষন পাওয়া বেশ কঠিন , কদাচিত
ভাগ্যে এমন সুযোগ মেলে ।
ভাল লাগল শুনে
ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো
কার না ইচ্ছে করে এমন করে সাতার কাটতে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: মানুষ কারো কাছে ভালো কিছু পেলে বার বার তা পেতে চায়, আমিও তেমনি। আমি নিজে মন্তব্য করি খুবই ছোট ছোট, কিন্তু আপনার কাছে আমি বড় মন্তব্য বা পোষ্টের বিশ্লেষণ কামনা করি.......প্রত্যাশিত মন্তব্যের জন্য রইল অনেক অনেক শ্রদ্ধা।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১১
পুলক ঢালী বলেছেন: প্রকৃতি আমার ভাললাগে, প্রকৃতি আমাকে টানে, মাঝে মাঝে প্রকৃতির মাঝে চুপটি করে বসে থেকে প্রকৃতির অবারিত রূপসুধা পান করতে ইচ্ছে করে, কিন্তু' ঐ যে বললেন সংসারের যাতাকল------ সেই তুলনায় আপনি ভাগ্যবান, মাঝে মাঝে অন্তত বেড়িয়ে পড়তে পারেন। ছবিগুলি খুব ভাল হয়েছে। আমার ক্যামেরা এত ভাল ছবি তুলেনা ।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ক্যামেরা যদি ভালো ছবি না তুলে ফটোশপের কাছ থেকে কিছুটা সাহায্য নিতে পারেন।
৮| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৮
ঢাকাবাসী বলেছেন: বাংলার অপরুপ চেহারা দারুণ ফুটেছে আপনার ছবিগুলোতে। বেশ সুন্দর পোস্ট, ভাল লাগল।
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন ঢাকাবাসী
৯| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: উপররে কয়কেটা কি এলো-মেলো হয়েছে!! ক্যাপশন আর ছবি??
বরাবরের মতোই দারুন!!!
+++
২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: কই আমিতো খুজে পেলাম না!
১০| ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৬
ভ্রমরের ডানা বলেছেন:
অসাধারণ সব ছবি। ফোটোগ্রাফি শিখতে মন চায়।
ছবি ব্লগে প্লাস ++++
২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: আমারো
১১| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:০২
শাহরিয়ার কবীর বলেছেন:
ছবি ব্লগে ভালো লাগা ।
++++
২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়
১২| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৫১
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সব ছবি ! তবে সিম ফুল এর সরলতা মনে গেঁথে রইলো
২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শুভেচ্ছা অবিরত
১৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:০২
আজহারুল ইসলাম সোহাগ বলেছেন: সোনডোর
২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
১৪| ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫২
ভ্রমরের ডানা বলেছেন:
দুঃখিত সাদা মনের মানুষ ভাই। নেটওয়ার্কিং এররের কারনে মনে হয় এত গুলো কমেন্ট অনেক বার চলে গেছে।
২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৮
সাদা মনের মানুষ বলেছেন: আমিও তো ভাবছি, এতোগুলো ক্যান??
২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: সবগুলো মুছে দিয়ে একটা রেখেছি
১৫| ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬
ভ্রমরের ডানা বলেছেন:
ছবি গুলো সবগুলোই সুন্দর। তবে ৭ নাম্বার কেন যেন একটু বেশিই ভাল লাগল। আপনার জন্য একটা ফুল দিয়ে দিলাম।
২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
১৬| ২৮ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর ছবি গুলো । আরও অনেক ছবি দেখার আশায় রইলাম
২৮ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, বেঁচে থাকলে অবশ্যই দেখতে পাবেন
১৭| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪১
ধ্রুবক আলো বলেছেন: কি অপরুপ আমার দেশ, বাংলাদেশ
যতই দেখা প্রান ভরেনা.,,, ছবি গুলো খুব সুন্দর হইছে.,,
২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই, আপনার কথাগুলো আমারও মনের কথা।
১৮| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৯) দুরন্ত শৈশব, বালুসাইর গ্রাম, নরসিংদী থেকে তোলা ছবি।
হায়রে সেই দিন গুলো কোথায় গেল? ছোটবেলার কথা মনে পড়ে গেল ছবিটা দেখে।
২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১
সাদা মনের মানুষ বলেছেন: ইমুন লাফালাফি করছিলেন্নি ভাই?
১৯| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৬) পানাম নগর নারায়ণগঞ্জ জেলার, সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড় নগর, খাস নগর, পানাম নগর -প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে পানাম ছিলো সবচেয়ে আকর্ষণীয়।
পানাম নগরের ইতিহাস কম বেশি জানি। কিন্তু বড় নগর ও খাস নগরের কিছুই জানি না। নেটে সার্চ দিলে কী পাওয়া যাবে?
২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২
সাদা মনের মানুষ বলেছেন: পাওয়া যেতেও পারে, আমি জানিনা ভাই।
২০| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৪) কাপ্তাই লেক, রাঙামাটি থেকে তোলা ছবি।
এই লেক দেখেছি। ১৯৭৪ সালে।
২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
সাদা মনের মানুষ বলেছেন: তখন হয়তো একেবারে ভার্জিন ছিলো, ছবি আছেনি কোন?
২১| ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৫) ফিঙে দু'টো খেজুরের রস খাচ্ছে, কুমিল্লার সদর রসুলপুর থেকে তোলা ছবি।
কী অপরূপ দৃশ্য! শহুরে জীবনে এমন দৃশ্য মিস করি আমরা।
২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
সাদা মনের মানুষ বলেছেন: আহেন আমি আর আপনে গেরাম দিয়া হাটি
২২| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
সারাফাত রাজ বলেছেন: বরাবরের মতোই অসাধারণ
২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত হলাম ভাই
২৩| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দুঃখিত কামাল ভাই। ১৯৭৪ সালে দেখা কাপ্তাই লেকের ছবি নাই। তখন তো ছবি তোলার ব্যাপারটা আজকের মতো এত রেগুলার প্র্যাকটিস ছিল না। আর আমার ক্যামেরাও ছিল না। তবে এটা মনে আছে, তখন এই লেকে অনেক বেশি পানি ছিল। আর শুনেছিলাম এই লেক নাকি ষাটের দশকে পাকিস্তান সরকার কর্তৃক জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছিল।
তথ্যগুলো সঠিক কী না জানি না।
২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনি সঠিক তথ্য না জানলে আমি জানমু কেম্নে......
২৪| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
পুলহ বলেছেন: সারাফাত রাজ ভাইয়ের কমেন্টেরই পুনরাবৃত্তি করছি- "বরাবরের মতোই অসাধারণ "
২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
সাদা মনের মানুষ বলেছেন: লেখকের পুনরাবৃত্তিঃ উৎসাহিত হলাম ভাই
২৫| ২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৪৭
হাসান রাজু বলেছেন:
মধ্যরাতের চা। আর ঘুম হবে না । আপনারই উদ্ভাবিত পদ্ধতি । বুমেরাং । আমি অবশ্য চা খেয়ে দিব্যি ঘুমাতে পারি ।
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: চায়ে আমারো ঘুমের কোন ক্ষতি করেনা, সুতরাং নো চিন্তা
২৬| ২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৫
সাহসী সন্তান বলেছেন: সব গুলো ছবিই সুন্দর, তবে ৯ নাম্বার ছবিটা অসাধারণ! খুব মিস করি, দুরন্ত সেই শৈশবকে......
২৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, সাহস করে আসল কথাটা বলার জন্য........শুভেচ্ছা
২৭| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৪৪
অরুনি মায়া অনু বলেছেন: প্রতিটা ছবিই অসাধারণ। আমাদের দেশ যে কত সুন্দর, তা আপনার তোলা ছবিগুলো দেখলে বোঝা যায়।
৩০ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাড আপু, ভালো থাকুন, সব সময়
২৮| ৩০ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
প্রামানিক বলেছেন: চোখ জুড়ানো ছবি
০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার চোখ জুড়িয়েছে জেনে খুশি হলাম
২৯| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৭
আমির হোসেন বলেছেন: বাংলার রূপ ফুটে উঠেছে আপনার ক্যামেরায়।
২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: সব সময় গ্রাম বাংলাকে আমার ক্যামেরায় ধরার চেষ্টা করি আমির ভাই, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ দৃস্টি নন্দন মনোমুগ্ধকর ছবির জন্য । পরে অাবার আসব।
শুভেচ্ছা রইল ।