নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

রহমতের পাহাড়

০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২


আল্লাহর আদেশ অমান্য করে গন্ধম ফল খাওয়ায় প্রথম মানব মানবী আদম ও হাওয়াকে স্বর্গোদ্যান থেকে নামিয়ে দেওয়া হলো পৃথিবীতে। আদমকে সরনদীপে (শ্রীলংকা) ও হাওয়াকে জেদ্দায় (সঊদী আরব)। অবশ্য বিষয়টা নিয়ে অনেক মতভেদ আছে। দীর্ঘ সময় পর তাদের দু'জনের দেখা হয়েছিলো আরাফাতের পাহাড়ে।

আরাফাতের পাহাড় সৌদি আরবের মক্কার পূর্ব দিকে আরাফাতে অবস্থিত একটি পাহাড়। একে জাবালে রহমত (রহমতের পাহাড়) বলেও উল্লেখ করা হয়। রাসূল মুহাম্মদ (সা) এখানে দাঁড়িয়ে হজযাত্রীদের সামনে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। পাহাড়টি গ্রানাইটে গঠিত এবং উচ্চতা প্রায় ৭০ মি।

এই পাহাড়ের চতুর্দিকে দৈর্ঘ্যে প্রস্থে দুই মাইল। এই বিরাট সমতল ময়দানের নাম আরাফাত। ময়দানের তিন দিক পাহাড়বেষ্টিত। ময়দানের দক্ষিণ পাশ ঘেঁষে মক্কা হাদা তায়েফ রিং রোড। এই সড়কের দক্ষিণ পাশে আবেদি উপত্যকায় মক্কার উম্মুল কুরআ বিশ্ববিদ্যালয়। উত্তরে সাদ পাহাড়। সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে প্রায় এক কিলোমিটার। সেখান থেকে দক্ষিণে মসজিদে নামিরায় গিয়ে আরাফাত সীমান্ত শেষ হয়েছে।

ময়দানের অনেকাংশ জুড়ে রয়েছে অনেকগুলো নিমগাছ। এই সব নিমের চারা নাকি বাংলাদেশ থেকে নিয়ে ওখানে রোপণ করা হয়েছে। নিমগাছ রোপণের পর প্রতিদিন গাছের গোড়ায় পানি দেওয়া হয়। পানি দেওয়ার কাজ করেন বাংলাদেশি শ্রমিকেরা। কিছু দূর পর পর পানির ট্যাপ বসানো আছে। শ্রমিকেরা তাতে পাইপ লাগিয়ে গাছে পানি দেন, গাছের পরিচর্যা করেন।..........জাবাল মানে পাহাড়। জাবালে রহমত হলো, রহমতের পাহাড়। এই পাহাড়ে একটি উঁচু পিলার আছে। একে কেউ কেউ দোয়ার পাহাড়ও বলেন। পিলারের কাছে যাওয়ার জন্য পাহাড়ের গায়ে সিঁড়ি করা আছে।


(২) ওখানে গিয়ে প্রথমেই চমৎকৃত হলাম পাহাড়ের নামটা বিভিন্ন ভাষায় লেখা, তার মাঝে বাংলাও আছে।


(৩/৪) আরাফাতের ময়দানটা অনেক বড়, তবে রহমতের পাহাড়ের আশেপাশে বেশ কিছুটা এলাকা পাকা করা। এবং উপরে উঠার জন্য সিড়ি বানানো রয়েছে।



(৫) পাকা সিড়ি বেশ প্রসস্ত।


(৬) সিড়িতে উঠার শুরুতেই এমন ভাগ্য ফেরানো রংবেরংএর পাথরের পসার সাজানো।


(৭) ওখানেও মানুষ কম যায় না, পাহাড়ের গায়ে আরবী ইংরেজীতে নানা কিছু লিখে রেখেছে।


(৮) পাহাড়ের উপরটা মোটামুটি সমতল, সেখানে আবার বেদীর মতো কিছুটা অংশ উঁচু করে তার উপর দন্ডায়মান একটা পিলার।


(৯/১০) পাহাড়ের উপর দাঁড়িয়ে নিচের ডান বাম দিকের ছবি।



(১১) জ্বালালী কবুতরগুলো মক্কার সর্বত্র ব্যপকভাবে রয়েছে।


(১২/১৩) পাহাড়ের উপরের সমতলভুমিতে রয়েছে প্রচুর দোকান পাঠ।



(১৪/১৫) মহিলা দোকানি বা ক্রেতাও রয়েছে অনেক।



(১৬) বাংলাদেশী নিমগাছগুলোর ওপারে মসজিদে নামিরা‍। আরাফার ময়দানের পশ্চিম সীমান্তে অবস্থিত মসজিদে নামিরা‍। বিদায় হজের সময় আরাফার দিনে যেখানে হজরত রাসূলুল্লাহ (সা.) নামাজের ইমামতি করেছিলেন এবং খুতবা দিয়েছিলেন সেখানেই হিজরী দ্বিতীয় শতকে নামিরা মসজিদটি নির্মিত হয়।
মসজিদের বর্তমান নান্দনিক রূপটি গ্রহণ করেছে সাম্প্রতিককালের সৌদি শাসনামলে। মসজিদটি শীতাতপ নিয়ন্ত্রিত। মসজিদের কিবলাহমুখি সামনের অংশ আরাফার ময়দানের বাইরে পড়েছে এবং এর পিছনের অংশ আরাফার মধ্যেই রয়েছে। মসজিদটির আয়তন ১,১০০০০ বর্গমিটার। এখানে একত্রে ৩,৫০,০০০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদটিতে রয়েছে ৬০ মিটার উঁচু ৬টি মিনার, তিনটি গম্বুজ ও ১০টি প্রধান দরজা। সুবৃহৎ এ মসজিদটির কাছে রয়েছে জাবালের রহমত হাসপাতাল।
ইসলামি স্কলারদের অভিমত হলো, এই মসজিদের স্থানেই ফেরেশতা হজরত জিবরাইল (আ.) হজরত ইবরাহিম (আ.) কে হজের নিয়মকানুন শিক্ষা দিয়েছিলেন।


(১৭) উঁচু স্তম্বটায় এখানে কি কি করা নিষেধ তার দিকনির্দেশনা রয়েছে। এতে বাংলা লেখাও রয়েছে।


(১৮/১৯) এখানের দোকানগুলোতে বেশীরভাগই ধর্মীয় সম্পৃক্ততা সম্পন্ন মালামাল বেচা কেনা হয়।



(২০) সব শেষে নীল স্তম্বটার সাথে মেচিং করা একটা টিশার্ট গায়ে দিয়েই ওখানে গিয়েছিলাম :-B

মন্তব্য ৬৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জাবালে রহমতের রহমত একা না রেখে আমাদের সাথে শেয়ার করায় কৃতজ্ঞতা :)

শুধূ নামেই চেনা ছিল- আজ বিস্তারিত জানলাম।

কৃতজ্ঞতা আবারও।

+++++++++++++

০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, শুভেচ্ছা জানবেন।

২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২০) সব শেষে নীল স্তম্বটার সাথে মেচিং করা একটা টিশার্ট গায়ে দিয়েই ওখানে গিয়েছিলাম :-B


ম্যাচিং ভালো হয়েছে।

০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আপনি তাহলে আমার বিষয়টা ঠিকই বুঝলেন :D

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল । এবং এমন ভাল একটি পোষ্টে প্রথম মন্তব্য করতে পেরে ভাল লাগছে । ভাল থাকুন ।

০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার প্রথম মন্তব্যটা তৃতীয় হয়ে গেছে ভাই, ধন্যবাদ।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

দৃষ্টিসীমানা বলেছেন: আপনার পোষ্টে প্রথম হওয়ার কোন উপায় আছে ?

০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

সাদা মনের মানুষ বলেছেন: উপায় আছে, আপনার মোবাইল নাম্বারটা আমাকে দিয়েন :-B

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একত্রে তিন লক্ষ পঞ্চাশ হাজার মুসল্লীর নামাজ পড়া মানে অতি বিশাল স্থানের প্রয়োজন। মসজিদে নামিরার ১১০০০০ বর্গমিটার বিশাল আয়তন সত্যিই অবাক করে দেওয়ার মতো।

তথ্যগুলো জেনে ভালো লাগলো।

০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

সাদা মনের মানুষ বলেছেন: তথ্যগুলো আমি নেট থেকে নিয়েছি, এটার সত্য মিথ্যা যাচাই করার সুযোগ হয়নি আমার, ধন্যবাদ আশরাফুল ভাই।

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৭) উঁচু স্তম্বটায় এখানে কি কি করা নিষেধ তার দিকনির্দেশনা রয়েছে। এতে বাংলা লেখাও রয়েছে।


এখানে বাংলা লেখার কথা আর বাংলাদেশ থেকে যাওয়া নিম গাছের কথা আগে শুনেছি। এখন ছবিতে দেখলাম।

০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

সাদা মনের মানুষ বলেছেন: আমি যতটুকু শুনেছি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি ওখানে নিম গাছগুলো রোপন করে দিয়েছিলো। তথ্য সঠিক না বেঠিক তা জানিনা।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৬) সিড়িতে উঠার শুরুতেই এমন ভাগ্য ফেরানো রংবেরংএর পাথরের পসার সাজানো।


এগুলো আমাদের শরিয়া বিরোধী। সৌদি আরবে এসবের ব্যবসা চলে কিভাবে বুঝি না।

০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনি কি মনে করেন ওরা শরিয়ত মেনে চলে মোটেওনা, জেদ্দা এয়ারপোর্টে আমাদের লাইনে দাড় করিয়ে রেখে ওরা অন্য যায়গায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সিগারেট ফুকে পরে এসে আবার কাজ শুরু করছে। এমন আরো অনেক বিষয়েই শুনি যারা ওখানে চাকুরী করে তাদের কাছ থেকে।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি যতটুকু শুনেছি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি ওখানে নিম গাছগুলো রোপন করে দিয়েছিলো। তথ্য সঠিক না বেঠিক তা জানিনা।

হাঁ, এরকমটা আমিও শুনেছি। আপনার মতো আমিও সত্য মিথ্যা যাচাই করার সুযোগ পাইনি।

০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আপনি সিনিয়র হইয়া আর কি লাভ হলো =p~

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

সাহসী সন্তান বলেছেন: আপনার ছবি ব্লগ মানেই নতুন কিছু প্রাপ্তি! সত্যিই অসাধারণ লাগলো! ইয়ে এবার গেলে আমার লাইগা একটা ভাগ্য ফেরানো পাত্থর নিয়া আইসেন তো ভাই! দেখি পোড়া কোপাইল্লা ভাগ্যটা ফেরানো যায় কিনা.... ;)

পোস্টে ভাল লাগা! শুভ কামনা কামাল ভাই!

০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ভাগ্য ফেরানোর আর দরকার কি? এইতো চলে যাচ্ছে জীবন, উপভোগ করার চেষ্টা থাকলে সব সময়ই করা যায়, আর ভাগ্য চাইয়েন না ভাই, আমিও চাই না। তবে ওতে ভাগ্য ফেরে যারা সেগুলো বিক্রি করে, কারণ ঐ লাভের টাকায় তাদের কিছুটা খানা খাদ্য জুটে :D

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার তোলা ছবিতে সৌদি আরবের রহমতের পাহাড় দেখে নিলাম ।

শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ শাহরিয়ার ভাই

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

ধ্রুবক আলো বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা হলো।
+++

০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শ্রদ্ধা জানবেন।

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

খায়রুল আহসান বলেছেন: রহমতের পাহাড়, আরাফা'র ময়দান, মাসজিদে নামিরা, ইত্যাদি পবিত্র স্থানের ছবি দেখে ও বর্ণনা পড়ে অভিভূত হয়ে গেলাম।
নিজের নামের প্রচার প্রসার হোক, অক্ষয় হোক- এমন চাওয়াটা মানুষের সহজাত প্রবৃত্তি। এ জন্যই মানুষ সুউচ্চ পাহাড়ে, পাথরের গায়ে নিজের নামটা খোদাই করে রাখতে চায়। ৭ নং ছবিটাও তাই বলে।
আমি যতটুকু শুনেছি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি ওখানে নিম গাছগুলো রোপন করে দিয়েছিলো। তথ্য সঠিক না বেঠিক তা জানিনা -- সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব হয়তো সেখানে একটি চাড়া রোপন করে থাকতে পারেন, বাকীগুলো সম্ভবতঃ রোপন করেছিলেন বাঙালী শ্রমিকেরাই। আমার মনে আছে, তিনি প্রথম সৌদি আরব সফরকালেই সেখানকার বাদশাহকে আরাফা'র ময়দানে রোপনের জন্য বাঙলাদেশ থেকে কয়েক শ' নিমের চাড়া শুভেচ্ছা উপহার হিসেবে পাঠাবেন বলে বলেছিলেন এবং ফিরে এসে তা পাঠিয়েছিলেন।

০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ঠিকই বলেছেন খায়রুল ভাই, আপনার কল্যানে বেশ কিছুটা জানা হলো।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জদ্দুর জেনেছিলাম , সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিমগাছের চারা গুলি সউদী বাদশাহকে উপহার হিসেবে দিয়েছিলেন, সাথে অনুরোধ করেছিলেন গাছ গুলি রক্ষনাবেক্ষনের জন্য জেন বাংলাদেশ থেকে লোক নেয়া হয়।

০২ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: হতে পারে এমনটিই, ধন্যবাদ লিটন ভাই, ভালো একটা তথ্য দেওয়ার জন্য।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তাহলে আপনি সিনিয়র হইয়া আর কি লাভ হলো


আমি অত সিনিয়র না তো। অল্প সিনিয়র। :-P

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, লুকটা ডরাইছে :D

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



৫০০০ বছর আগে, মেসোপোটেমিয়ায় লেখা বই, গিলগমেসে লিখিত আকারে আসে "আদম হাওয়ার" গল্প; পরে তা তোরাহ, ও বাইবেলে যোগ করা হয়।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ গাজী ভাই

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪২

আবু মুছা আল আজাদ বলেছেন: চমৎকার! শেয়ার করার জন্য ধন্যবাদ

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আজাদ ভাই

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১১

ক্লে ডল বলেছেন: ভাগ্য ফেরানো পাথার? সৌদিআরবে বিক্রি হয়? খুব আবাক হলাম!!

বরাবরের মত অসাধারণ ছবি ব্লগ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: এদের অধিকাংশই বাঙালী ও আফ্রিকান, শুভেচ্ছা জানবেন ভাই।

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাই , পবিত্র অআরাফাত ময়দানের অনেক অজানা কথা জানা হলো এ পোস্টের লিখা ও ছবিতে । প্লথম মানব অবতরণ স্থান, হযরত জীবরাইল কতৃক হযরত ইবরাহিম( আ) হজের নিয়ম কানুন শিখানোর স্থান , মহানবীর বিদায় হজের ভাষনের স্থানের বিস্তারিত বিবরন , সাথে ঐখানে মুল্যবান পাথরের বিপনন, মুল্যবান গ্রানাইট পাথরের পাহারের সুন্দর ছবি দেখ হল বিলক্ষন , সৌদির কাঠখোট্টা পরিবেশ মিস্টি বাংলা ভাষার প্রচলন সেই সাথে বাংলার অতি পরিচিত নীম গাছের কথন সবই খুবই ভাল লাগল
নীম গাছের রোপনের ইতিহাস সমন্পর্কে শ্রদ্ধেয় আশরাফুল ভাই করেছেন কিছুটা সংসয় যথা আমি যতটুকু শুনেছি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি ওখানে নিম গাছগুলো রোপন করে দিয়েছিলো। তথ্য সঠিক না বেঠিক তা জানিনা

শ্রদ্ধেয় আহসান ভাই বিষয়টির সাথে হয়তো লাগিয়ে বলেছেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব হয়তো সেখানে একটি চাড়া রোপন করে থাকতে পারেন
শ্রদ্ধেয় গিয়াশ ভাইএর কথাতেও দেখা যায় কিছুটা সংসয় যেমনটি তিনি বলেছেন জদ্দুর জেনেছিলাম , সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিমগাছের চারা গুলি সউদী বাদশাহকে উপহার হিসেবে দিয়েছিলেন
তাই সৌদী আরবে নীমের প্লানটেশন নিয়ে কিছুটা পড়াশুনা করার কালে যা দেখতে পেয়েছিলাম তা তুলে দেয়া হল নীচে, আমার নীজের কোন কমেন্ট নেই এতে , শুধু পাবলিশড গবেষনামুলক লিটারেচারে যা আছে তার কিছু অংশ তুলে দেয়া হল এতে , তাতে দেখা যায় প্রায় অর্ধ শতবছর আগে থেকেই নীম গাছ ছিল সৌদি আরবে । যাহোক এই নীমগাছ প্লানটেশনের সাথে বাংগালীদের নাম যুক্ত হওয়ায় নীজেদেরকে গর্বিত বোধ করি সকলের সাথে ।

Prospect of Neem Plantation at Arafat, Saudi Arabia
M. A. U Mridha* and N. A. Al-Suhaibani
( Click This Link)
Distribution of Neem in Saudi Arabia . The world’s largest Neem plantations are available in 10 sq km areas in the plains of Arafat, Saudi Arabia (Saleem et al. 1989). The plantation of fifty thousand Neem trees was initiated on the plains of Arafat near Makkah by a Saudi philanthropist. Khattab and El-Hadidi (1971) reported from the results of a botanical expedition to Saudi Arabia in 1944-45 that mature Neem trees were found in a garden west of Medinah. Now- aday’s mature (appx. 50-60 years old)Neem trees are found in many houses in Jeddah. In Makkah one tree was found which is more than 100 years old. Many mature Neem trees are found also in Medinah, Taif and elsewhere (Saleem et al. 1989). Neem trees are for landscaping in Saudi Arabia and are found as common avenue trees in Jeddah.

Khattab AB, El-Hadidi MN. Results of a botanical expedition to Saudi Arabia in 1944-45. Publ. No.4. Cairo Univ. Herbarium.Cairo Univ. press. Cairo, (1971)


অনেক ধন্যবাদ তথ্য সমৃদ্ধ ছবি পোস্টটির জন্য ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: তারমানে নিম গাছের চারাগুলো বাংলাদেশ থেকে যায়নি, আরো অনেক আগে থেকেই ওখানে নিম গাছের প্রসার ছিলো। বরং পরিচর্যায় বাংগালীরা রয়েছে.......ধন্যবাদ আলী ভাই, শ্রদ্ধা জানবেন।

২০| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

বিজন রয় বলেছেন: দেখলাম।
++++

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

২১| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০১

শূণ্য পুরাণ বলেছেন: খুব ভাল লাগল,হুমায়ুন অাহমাদের দেয়ালে জিয়াউর রহমানের কাবার পাশে নিম গাছ লাগিয়েছেন এমন তথ্য অাছে, পড়ে দেখতে পারেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, পড়ে দেখার চেষ্টা করবো।

২২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৫

নেবুলাস বলেছেন: পড়ে খুবই ভালো লাগলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা অবিরত

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৩৯

মোহামেদ বলেছেন:
পবিত্র আরাফাত ময়দানের অনেক অজানা কথা জানা হলো। ধন্যবাড

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক শুভেচ্ছা

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: যাহোক এই নীমগাছ প্লানটেশনের সাথে বাংগালীদের নাম যুক্ত হওয়ায় নীজেদেরকে গর্বিত বোধ করি সকলের সাথে ।


ডঃ এম এ আলী সাহেবের এই মন্তব্যের সাথে একাত্মতা জানাচ্ছি।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: আমাকেও সঙ্গে নিয়েন :D

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩১

এই আমি রবীন বলেছেন: নিমগাছ গুলু সম্ভবত মেজর জিয়ার গিফট।
বাংলা লেখা দেখতে পারা, আন্তর্জাতিক পরিমন্ডলে, গর্বের।
ছবি ও বিবরণ ভাল হয়েছে ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রবীন ভাই.......আন্তরিক ভালোবাসা জানবেন।

২৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: নিশ্চয় এমন স্থানে ঘুরে আসার অভিজ্ঞতা বেশ চমৎকার । ছবি আর বর্ণনায় বেশ পরিচ্ছন্ন উপস্থাপণ । অবশ্য আপনার সব ভ্রমণ গল্পই দারুণ হয় !

অনেক ভাল লাগলো ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন মন্তব্যে আমি বরাবরই উৎসাহিত হই।

২৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫

হাসান রাজু বলেছেন: ছবির সাথে বর্ণনা । মনে হচ্ছে আমিও ছিলাম সেখানে । অসাধারণ পোস্ট । আপনার পোস্টগুলোতে ভালো লাগা মিশে থাকে ।

০৩ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রাজু ভাই

২৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ইসসস কবে যেতে পারবো এমন একটা জায়গায়! খুব ভালো লাগলো ভাই !

০৩ রা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে যখন আছে অবশ্যই যেতে পারবেন......ধন্যবাদ।

২৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৭

অরুনি মায়া অনু বলেছেন: ইশ কবে দেখব স্বচক্ষে। কবে যাব পাহাড়ে। কবে পাব রহমতের পরশ। অপেক্ষায় কাটে জীবন।
নীমের চারাগুলোর বিরাট এক অংশ আমার সেজ চাচা মেজর জেনারেল সরদার আলী হাসান পাঠিয়েছিলেন। সেগুলোই এখন বড় হয়ে সোভা বৃদ্ধি করছে।
খুব সুন্দর পোস্ট দিয়েছেন। পবিত্রতায় মন ভরে গেল।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনার চাচা ওগুলো পাঠিয়ে থাকলে নিশ্চয়ই ওগুলোতে স্পর্ষ করলে আপনার চাচার ছোয়া পাবেন।

৩০| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৪২

বাবুলবাদশাগ বলেছেন: খুবই ভাল লাগল ভাইয়া। ইচ্ছা আছে ওখানে গিয়ে একবার দেখে আসব। দোয়া করবেন_

০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ইনশাআল্লাহ ইচ্ছে যেহেতু আছে হয়ে যাবে।

৩১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২২

প্রামানিক বলেছেন: আপনি রমতের পাহাড়ে গেলেন ম্যাচিং করা টি শার্ট পইরা। কি সৌভাগ্য আপনার ম্যাচিং দারুণ হইছে তবে আপনার টি শার্ট ছুঁইয়া কিছুটা রহমতের পরশ নিতে হইবো।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে ভালো ভালো রান্না করে দাওয়াত দেন আমি আইয়া পরি :D

৩২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

আনোয়ার হুসাইন খান বলেছেন: শুকরিয়া। খুব ভালো লাগলো। মনে আশা আছে আল্লাহ যদি পূরণ করেন।

১২ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

সাদা মনের মানুষ বলেছেন: আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.