নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

স্বর্গ সুন্দর ভাটিয়ারী লেক

০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩০


চট্রগ্রামের ভাটিয়ারীর নাম শুনলে আমার কাছে সব সময় মনে হতো বিশাল বিশাল বিদেশী জাহাজ কাটার বিষাক্ত ধোয়া, লোহা লক্কড়ের ঝনঝনানি আর শ্রমিকদের বিরামহীন কর্ম কোলাহলপূর্ণ পরিবেশ। অথচ এই ভাটিয়ারীর পাহাড়ের উপর যে রয়েছে অসাধারণ এক নৈস্বর্গিক লেক তা আমার জানা ছিলোনা। চট্টগ্রামের দর্শনীয় যায়গার নামের তালিকায় ভাটিয়ারী গলফ ক্লাব সংলগ্ন ভাটিয়ারী লেকের নাম শুনেই ওখানে গিয়েছিলাম দেখতে। সত্যিই এতোটা সৌন্দর্য্য ওখানে লুকিয়ে থাকবে এটা ছিলো আমার কল্পনার অতীত। সেনা বাহিনীর এলাকা হওয়ায় এলাকাটা অত্যন্ত পরিচ্ছন্ন, ভালোমানের রাস্তাঘাট আর নিরাপত্তার কোন অভাব নাই। আর এমন একটা এলাকায় যদি এক টুকরো স্বর্গ এনে বসিয়ে দেওয়া হয় তা হলে কেমন হয়? আমি নিশ্চিৎ ওখানে তাই হয়েছে।

ভাটিয়ারী বাসষ্টেন্ড থেকে দুই কিলোমিটার উত্তরে সমতল থেকে অনেক ওপরে এ লেকের অবস্থান। অনেক পাহাড়ের পাদদেশে জমে থাকা পানি থেকেই এখানে লেকের উৎপত্তি হয়েছে। ততটা চওড়া না হলেও লেক দুটি অনেকটা সাপের লেজের মতো এঁকেবেঁকে চলে গেছে অনেক দূর। সেনা বাহিনী চালিত স্পীড বোটগুলো ৩০০ টাকায় রিজার্ভ নিয়ে ওদের নির্ধারিত এলাকায় ঘুরে আসা যায় বিশ মিনিটে। প্যাডাল চালিত বোট নিলে ঘন্টায় দিতে হবে ১০০ টাকা, সেক্ষেত্রে নিজ ইচ্ছে মতো যতো ঘন্টা ইচ্ছে যেখানে ইচ্ছে বোট নিয়ে ঘুরা যায়। চাইলে নির্ধারিত ফি দিয়ে বড়শি দিয়া মাছ ও ধরা যায়।

(২) ভাটিয়ারী বাসষ্টেন্ড থেকে দুই কিলোমিটার গেলেই ভাটিয়ারী লেক শুরু, কিন্তু ট্রলার ঘাটটা আরো প্রায় এক কিলোমিটার অর্থাৎ তিন কিলোমিটার দূরে। এখানে ইঞ্জিন চালিত এবং পায়ে চালিত দুই ধরনেরই বোট আছে।


(৩) সূর্যের আলোক রশ্মির সাথে পানির এমন খেলা চলে নিরন্তর।


(৪) পাশ দিয়ে ট্রলার নিয়ে যাওয়ার সময়ও পানকৌড়ি পাখিগুলো খুব একটা গা করেনা, ওরা ভাবে এটা ওদের এলাকা, আমাদের প্রবেশটা অনধিকার চর্চা মাত্র।



(৫/৬) ৬০০ টাকা ফি দিয়ে এমনভাবে বড়শি নিয়ে মাছ ধরতে পারবেন যে কেউ একদিনের জন্য।


(৭) এই পাখিগুলো পানকৌড়িদের মতো সাহসী নয়, আমাদের দেখে পালিয়ে গিয়েছিলো কচুরী বনে।


(৮) পাশে ফুটে থাকা কলমী ফুলগুলো মনটাকে নিঃসন্দেহে পবিত্র করে দেবে।


(৯) ধ্যানী বকেরাও কলমীর ফাকে ফাকে খুঁজে বেড়ায় নিজের খাবার।


(১০) লেকের স্বচ্ছ জল, করে টলমল, এমন যায়গা ছেড়ে ঘরে ফিরি কি করে বল?


(১১) সবুজ রঙের সুই চোরা পাখিটা ক্ষনে ক্ষনেই আমাদের মাথার উপর চক্কর দিয়ে গিয়ে বসছিলো এই সবুজ লতায়। সুইচোরা সরু ও লম্বা গড়নের পতঙ্গভুক পাখি। এদের লেজ হয় দেহের দৈর্ঘ্যের প্রায় অর্ধেক। মুখে থাকে লম্বা বাঁকা ঠোঁট। ডানা থাকে দীর্ঘ। আর লেজে থাকে গুনে গুনে ১২টি পালক। পায়ের পাতায় আছে চারটি আঙুল। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় আঙুল আংশিক যুক্ত। আর তৃতীয় ও চতুর্থ আঙুল থাকে পুরো জোড়া দেওয়া। বিশ্বে ২২ প্রজাতির সুইচোরা পাখি থাকলেও বাংলাদেশে দেখা যায় তিন প্রজাতির সুইচোরা। এগুলোর কোনোটির নাম নীলদাড়ি সুইচোরা। কোনোটি পরিচিত খয়রা মাথা সুইচোরা নামে। কোনোটি সবুজ সুইচোরা নামে পরিচিত।


(১২) প্যাডাল বোট নিয়ে গেলে সুবিধা বেশী, ট্রলারের চেয়ে বেশী যায়গায় ঘুরা যায়, নিজের ইচ্ছে মতো।


(১৩) লেকের পাড়ের বুলবুলি পাখিগুলোরও যেন ছুটাছুটির অন্ত নাই, ইতিউতি উড়ে বেড়ায় আবার ফিরে এসে কাশফুলে বসে।


(১৪) ওখানে এমন কিছু প্রাণী দেখাটাও অস্বাভাবিক কিছুনা।


(১৫) ট্রলারে ঘুরে নামার আগে পানিতে থেকে ট্রলার ঘাটের ছবি।



(১৬/১৭) ট্রলার ঘাটেই রয়েছে বেশ কিছু বোতল ব্রাস ফুলের গাছ, ওখান থেকেই তুলেছি এই ছবি দুটি।



(১৮/১৯) উপরে দাঁড়িয়ে তোলা লেকের দুটি ছবি।



(২০/২১) লেকের উপরের অংশে রয়েছে নানা রকম ফুল, আমার মনে হয় কম করে নানা প্রকারের অন্তত ১০ রকম ফুল ওখানে ফুটে আছে, যা সত্যিই খুব মনোমুগ্ধকর।


(২২) গুগুল ম্যাপে ভাটিয়ারী লেক।

মন্তব্য ৮৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪২

নিরব জ্ঞানী বলেছেন: চমৎকার পোস্ট। :)

আপনি আবারো বাসা থেকে পালালেন। B-)

০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: কি করবো ভাই, বেশী দিন না পালিয়ে টিকতে পারিনা.......শুভেচ্ছা জানবেন।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৭

ধ্রুবক আলো বলেছেন: এতো সুন্দর প্রকৃতির দিকে তাকালে আর ঘরে থাকতে ইচ্ছে করেনা.,,, মনে চায় বের হয়ে পরি.,,,


ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য...

০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই আলো, আপনার মতো আমারও এই চমৎকার প্রকৃতি দেখলে ঘরে আর মন টেকে না।

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১১

ফৈরা দার্শনিক বলেছেন: দারুন কামাল ভাই

০৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ফরিদ ভাই, কেমন আছেন? অ-নে-ক দিন পর আপনার উপস্থিতি পাইলাম।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৮

রানা আমান বলেছেন: চমৎকার সব ছবি আর আপনার অসাধারন সব বর্ণনা মিলিয়ে আরো একটি সুখপাঠ্য দৃষ্টিনন্দন পোস্ট্। ধন্যবাদ কামাল ভাই ।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রানা ভাই, কেমন আছেন আপনি?

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭

কথাকথিকেথিকথন বলেছেন: ছবিগুলো বেশ আকর্ষণীয় । খুব ভালো লেগেছে ।

শেয়ার করায় অসংখ্য ধন্যবাদ । চট্টগ্রাম গেলে যাওয়ার ইচ্ছে থাকবে ।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা জানবেন ভাই।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪

এই আমি রবীন বলেছেন: মনটা উতলা করে দিলেন!
প্যাডাল বোটে ও ট্রলারের এক সাথে কতজন করে বসা যায়?

ধন্যবাদ, ধন্যবাদ................ অনেক অনেক ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

সাদা মনের মানুষ বলেছেন: প্যাডাল বোটে ৪ জন, ট্রলারে ৭ জন করে ভ্রমণ করা যায়.........

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১০

এই আমি রবীন বলেছেন: মানে প্যাডাল বোটে ৪ জন ১ ঘন্টায় ১০০ টাকা, ট্রলারে ৭ জন ২০ মিনিটে ৩০০ টাকায় ভ্রমণ করা যায়, ঠিক?

০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ঠিক ধরেছেন, তবে আমার খুব লস হয়েছিল, আমরা দুইজন ট্রলারে ৩০০ টাকা দিয়েছিলাম।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৬

শাহরিয়ার কবীর বলেছেন:
দারুন ভাই ।

ভালো লাগলো।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালোলাগার মতো একটা জায়গা এটা অবশ্যই।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪০

অবনি মণি বলেছেন: হুম। অসাধারণ একটা জায়গা। আমি গিয়েছিলাম একদা। ফিরে আসতে ইচ্ছে করছিলনা।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

সাদা মনের মানুষ বলেছেন: আমারই ইচ্ছে করছিলো না, আর খুব ইচ্ছে ছিলো পুরো লেকের পাড়টা একবার চক্কার মেরে দেখতে.....কিন্তু সেক্ষেত্রে কমপক্ষে একটা দিন দরকার।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সত্যিই অসাধারণ একটা জায়গা। ভাটিয়ারী নাম শুনলে আমার মিলিটারি একাডেমীর কথা মনে হয়ে যায়। কিন্তু সেখানে যে প্রকৃতির এমন সৌন্দর্য লুকিয়ে আছে, জানতাম না।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

সাদা মনের মানুষ বলেছেন: জেনেছেন যখন এবার চলেন একদিন বেড়িয়ে পরি :) নাকি বাতের ব্যাথা?

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৩) সূর্যের আলোক রশ্মির সাথে পানির এমন খেলা চলে নিরন্তর।

সুইজারল্যান্ডের চেয়ে আমার বাংলা মা কম কিসে?

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

সাদা মনের মানুষ বলেছেন: এই তো আপনি বুঝছেন, আমরা যে কবে বুঝবো? :)

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১০) লেকের স্বচ্ছ জল, করে টলমল, এমন যায়গা ছেড়ে ঘরে ফিরি কি করে বল?

কাশ্মীরের সৌন্দর্য যেন ঠাই নিয়েছে বাংলা মায়ের কোলে।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: কথা সত্য, আমাদের দেশে এতো েতো সুন্দর জায়গা আছে, আর মানুষগুলোও এতো ভালো আমরা তার কতোটাই বা খবর রাখি।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১১) সবুজ রঙের সুই চোরা পাখিটা ক্ষনে ক্ষনেই আমাদের মাথার উপর চক্কর দিয়ে গিয়ে বসছিলো এই সবুজ লতায়। সুইচোরা সরু ও লম্বা গড়নের পতঙ্গভুক পাখি। এদের লেজ হয় দেহের দৈর্ঘ্যের প্রায় অর্ধেক। মুখে থাকে লম্বা বাঁকা ঠোঁট। ডানা থাকে দীর্ঘ। আর লেজে থাকে গুনে গুনে ১২টি পালক। পায়ের পাতায় আছে চারটি আঙুল। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় আঙুল আংশিক যুক্ত। আর তৃতীয় ও চতুর্থ আঙুল থাকে পুরো জোড়া দেওয়া। বিশ্বে ২২ প্রজাতির সুইচোরা পাখি থাকলেও বাংলাদেশে দেখা যায় তিন প্রজাতির সুইচোরা। এগুলোর কোনোটির নাম নীলদাড়ি সুইচোরা। কোনোটি পরিচিত খয়রা মাথা সুইচোরা নামে। কোনোটি সবুজ সুইচোরা নামে পরিচিত।

সাদা মনের মানুষ ফটো মাস্টার থেকে পক্ষী বিশেষজ্ঞ হইল কবে? এই পাখিগুলা কী মানুষের বাড়ি থেকে সুঁই চুরি করে?

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

সাদা মনের মানুষ বলেছেন: গুগুল মামুর ভাগ্নে হলে যা হয় আরকি ;)

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাতের ব্যথা না রে ভাই, হাতের ব্যথা।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

সাদা মনের মানুষ বলেছেন: হাটবেন তো পায়ে, হাত না হয় গলায় ঝুলিয়ে নেওয়া যাবে (খিক খিক খিক) =p~

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাটবেন তো পায়ে, হাত না হয় গলায় ঝুলিয়ে নেওয়া যাবে (খিক খিক খিক)


হাসেন, হাসেন। খুব হাসেন। ঘুঁটে পোড়ে, আর গোবর হাসে। :-P

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: তার মানে আমার কষ্টও আসন্ন :(

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৫) ট্রলারে ঘুরে নামার আগে পানিতে থেকে ট্রলার ঘাটের ছবি।

কাশ্মীরের ডাল লেকের মত।

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আমি নিঃসন্দেহে বলতে পারি, ইহা ডাল লেকের চাইতে অনেক সুন্দর, ডাল লেকে এখন যেই পরিমান বোট হাউজ আর শিকারা ঘুরে বেড়ায় তাতে ওখানকার পানি আমাদের ভাটিয়ারী লেক থেকে অনেক নোংরা হয়ে গেছে।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৪) পাশ দিয়ে ট্রলার নিয়ে যাওয়ার সময়ও পানকৌড়ি পাখিগুলো খুব একটা গা করেনা, ওরা ভাবে এটা ওদের এলাকা, আমাদের প্রবেশটা অনধিকার চর্চা মাত্র।

নিশ্চয় ওটা ওদেরই এলাকা। ওরা প্রকৃতির সন্তান। আর আমরা প্রকৃতির শত্রু। তা' না হলে সুন্দরবনের কাছে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে যাবো কেন? ননসেন্স! এ্যাবসলিউটলি ননসেন্স!

০৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: আমিও তাই বলি, সব চেয়ে মজার ব্যাপার হলো ভাটিয়ারী লেকের আশেপাশে প্রচুর নানা জাতের পাখির কলকাকলীতে মুখর থাকে। ........সুন্দর বন নিয়ে আমার কিছু বলার নাই, শুধুই আক্ষেপ :(

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৫

ডঃ এম এ আলী বলেছেন: চট্টগারাম শহর সিটি গেইট থেকে মাত্র ২০ মিনিটের দূরত্বে ভাটিয়ারীর অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্যর দৃশ্য ফুটে এসেছে এ ব্লগে । এই ব্লগে ভাটিয়ারী লেকের সব সুন্দর দৃশ্যই দেখতে পেলাম নিমিষে একসাথে , পাহাড়, পানকৌড়ির চক্ষুর মত স্বচ্ছ লেকের পানি। যায়গাটি চট্রগ্রাম সেনানিবাস নিয়ন্ত্রিত এলাকা বলে এখানে নিরাপত্তা নিয়ে হতে হয়না চিন্তিত । ভাটিয়ারী লেকের স্বচ্ছ পানি দেখে শিহরিত হয় দেহ মন একই সাথে পাহাড় এবং পাহাড়ের গায়ে সূর্যাস্ত মনকে ভরিয়ে দিতে যথেষ্ট। জানা গেল চাইলে লেকে নৌকা চড়তে পারা যাবে নির্দিষ্ট টাকা দিয়ে, লেকের পানিতে ছিপ দিয়ে মাছ শিকারো করা যাবে । মোট কথা জানা হল শহরের খুব কাছেই ভাটিয়ারী লেকে একবার গেলে সময়টি অসাধারণ কাটবে। এছাড়া এখান থেকে চলে যাওয়া যেতে পারে ভাটিয়ারী সান সেট পয়েন্টে। সেখানে সূর্যাস্ত দেখার অসাধারণ সুবিধাও রয়েছে । আরো একটি দেখার মত মন মাতানো দৃশ্য আছে একদিকে দেখা যাবে ভাটিয়ারী লেকে সারি সারী পাহাড় কেমন করে গেছে নেমে , আর দিকে সমৃন সবুজ গালিচার মত বিছানো বিস্তৃত ভাটিয়ারী লগফ ক্লাব , যা দেখলেও নয়ন জুড়ায় । তবে সব কিছু ছাপিয়ে ফুটে উঠেছে ৪ নং ছবিতে দেয়া পানকৌড়ি ও লেকের পাড়ে মাটি কেটে গড়া সুন্দর ঘাটটি দেখে । ছবির উপরে ক্যাপসন ভাল লগেছে , বিবরনটি পাঠের সাথে ছবিটি দেখে তা মনে গেথে গিয়েছে , সুবিধা হয়েছে পাঠে ধাপে ধাপে আগাতে আমার কাছে । আমার নীজের মনের মাধুরী মিশিয়ে এই সুন্দর ব্লগে ভাটিয়ারীর আরো দুটি ছবি লাগিয়ে গেলাম এ সাথে ।
১) লেকের বুকে নেমে আসা সারি সবুজের পাহাড়

২) ভাটিয়ারী গলফ ক্লাবের গালিচার মত বিছানো সুজের সমারোহ


শুভেচ্ছা রইল

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলী ভাই, সব বিষয়েই আপনি আমার থেকে বেশী জানেন.......আপনার কথায় ক্যাপশন উপরে দেওয়াতে আমার নিজের যেনো পড়তে বা বুঝতে কষ্ট হয়, বুঝলামনা কিছু :(

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৯

ডঃ এম এ আলী বলেছেন: সুজের < সবুজের

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৫

সাদা মনের মানুষ বলেছেন: আমি ওটাকে সবুজেরই পড়েছি, আপনার এই লেখা দেখার পর দেখলাম ওটা সুজের :)

২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২১

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




ওয়াও...........
এক টুকরো স্বর্গের মতো অতো সুন্দর লেকে ইঞ্জিন এবং পায়ে চালিত বোট পল্টুনটি আমাদের রুচির দৈন্যতা প্রকাশ করছে । ছবি দেখে যা বুঝতে পারছি । ব্যথিত হলুম ।

সাদা মনের মানুষের সকল ছবিপোস্ট ব্লগের পাতায় করে টলমল, এমন পোস্টে নতুন আর কি প্রশংসা করি বল?

০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই, আপনাদের এমন মন্তব্যে বরাবরই উৎসাহিত হই

২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনার সব পোস্টের ছবিগুলো এতোটাই জীবন্ত হয়! যে তা দেখতে দেখতে অল্পস্বল্প লেখা পড়তেই ভুলে যাই। +++

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনি দিশেহারা মানুষ, ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না B-)

২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ বেশী কম জানার প্রশ্ন উঠেনা, মানুয়ের জানার নেই কোন সীমা পরিসীমা , আপনার ভ্রমনের ভিত্তিতে বাস্তব চিত্র দেখে জ্ঞানের পরিধি হয় বিস্তৃত । ভাল লাগার একটি পোস্ট দেখার সময় যতটুকু পারি মিশে যাই তার গভীরে । তাই সে সময় সে বিষয়ে প্রাসঙ্গীক কিছু কথামালাও উঠে আসে যা বলে দিই অকপটে খোলা মনে । উপরে ক্যপশসন দিলে কস্ট অনুভুত হলে এডিটের সুযোগ তো রয়েই গেছে ।
শুভেচ্ছা রইল

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: এটাতে আর এডিট করার ইচ্ছে নাই, আরো দুয়েকটা একনভাবে দিয়ে যদি অভ্যস্থ হয়ে যাই তাহলে তো ব্যাপারটা কেচেই গেলো.....শুভেচ্ছা

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৯

লিট্রিমিসটিক বলেছেন: অত্যন্ত চমৎকার ও মনমুগ্ধকর পোস্ট। অনেক ভাল লাগল। জায়গাটা ঘুরে দেখার লোভ লাগিয়ে দিলেন নিঃসন্দেহে। সুযোগ হলে অবশ্যই ঘুরে দেখব ইন শা আল্লাহ। ভাল থাকবেন।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: আমার ইচ্ছে আছে ভবিষ্যতে কোন দিন সারাটা দিন ঘুরে ঘুরে এই লেকের সবটাই দেখে নেব। ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

এডওয়ার্ড মায়া বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ।
শুভ্র মন্তব্যে লাইক :)
আপনার সব পোস্টের ছবিগুলো এতোটাই জীবন্ত হয়! যে তা দেখতে দেখতে অল্পস্বল্প লেখা পড়তেই ভুলে যাই। +++

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: আমিও লাইক দিলাম মায়া ভাই :)

২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৫

প্রামানিক বলেছেন: আপনার ছবি দেখে মনে হয় নিজেই ঘুরতেছি।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: দেইখেন আবার মাথা ঘুরে পরবেন্না যেন B-)

২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৭

কালীদাস বলেছেন: চমৎকার ছবির কালেকশন।
মাছ ধরতে ৬০০ টাকা লাগে কেন?

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: মাছের দামটা মনে হয় একটু বেশী :-B

২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪২

চাঁদগাজী বলেছেন:



যাক, আপনার ক্যামেরায় নিজের এলাকাটা দেখলাম; আশে পলুশান হচ্ছে?

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনার নিজ এলাকা কোন্টা?

২৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৩২

এম এ কাশেম বলেছেন: আমার ক্যামেরাটা চুরি হয়েছিলো, কিন্তু সেটা যে আপনি নিয়েছেন সেটা জানতাম না ,
অত সুন্দর ছবিগুলা দেখে এখন বুঝলাম আমার ক্যামেরা চোর কেডা।

পাবলিকে জানে এত সুন্দর ছবি আমি ছাড়া আর কেউ তোলতে পারে না।
তাছাড়া আমি চট্টগ্রামের মানুষ।

যাক মাফ করে দিলাম।

শুভ কামনা সাদা মনের চোর মানুষ।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: কাশেম ভাই, ক্যামেরা ধার দিয়া চুরি হইছে কইয়া নিজেই ক্যান নিজেরে ছুটু করেন? আপনি চট্টগ্রামের মানুষ হলে আমি ওখানে গিয়া আপ্নাকে পাইনা ক্যান? ট্রাম্পের শরীরটা কেমন?

২৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০০

মোস্তফা সোহেল বলেছেন: আহ কি সব মন ভুলানো ছবি। অনেক ধন্যবাদ এমন সুন্দর পোষ্টের জন্য

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা ভাই।

৩০| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ছবি তোলার হাত আপনার বরাবরই ভালো। এবং সেই সাথে বর্ননা। দারুণ লাগলো।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শামীম ভাই, ভালো থাকুন, সব সময়।

৩১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২২) গুগুল ম্যাপে ভাটিয়ারী লেক।

গুগল মামা এখানেও হানা দিছে? পুরা দুনিয়াটা গিলে খাবে।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, একেই বলে মামুর জোর B-)

৩২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৯

প্রামানিক বলেছেন: কিছু কিছু ছবি দেইখা মাথাও ঘুরছে।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: প্যারাসিটামল দুই বেলা =p~

৩৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা রাশি রাশি

:)

আহা নিজে চোখে দেখায় কতইনা আনন্দ!!!!!

++++++

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, প্রকৃতির কাছে গেলে কিজে আনন্দ হয় তা ভাষায় প্রকাশ করার মতো না।

৩৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সব ছবি

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন সব ছবি ...........আমি বলি ছবিরা দারুণই হয় :)

৩৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২

সারাফাত রাজ বলেছেন: ভাই, আপনি সাধারণ জায়গা থেকেও অসাধারণ সৌন্দর্য টেনে বের করতে পারেন। আর চট্টগ্রাম তো এমনিতেই অসাধারণ সুন্দর। আপনার ব্লগের ছবিগুলো দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। :)

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

সাদা মনের মানুষ বলেছেন: রাজ ভাই, আমি সব সময় বলি দেখার চোখ থাকলে একটা গাছকেও সারাদিন দেখে তার সৌন্দর্য্য শেষ করা যাবেনা, ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

৩৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিগুলা দেখার লোভে বার বার এই পোস্টে আসা যাওয়া করতে করতে আমার মেগাবাইট গিগাবাইট সব শেষ।


(৫/৬) ৬০০ টাকা ফি দিয়ে এমনভাবে বড়শি নিয়ে মাছ ধরতে পারবেন যে কেউ একদিনের জন্য।

আমি বড়শি দিয়ে মাছ ধরতে পারি। তবে এখানে বোধহয় পারবো না। কারণ এই লেকে তো বড় বড় মহিলা রুই কাতলা আছে। ওরা বুড়ো মানুষের বড়শির টোপ খাবে না।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: বুড়ো মানুষদের মেগাবাইট তো এমনিতেই শেষ পর্যায়ে.........সুতরাং ;)

৩৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

অরুনি মায়া অনু বলেছেন: কখনো চট্টগ্রাম যাওয়া হয়নি। খুব সুন্দর ছবিগুলো। আপনার পোস্টগুলো থেকে দেশের বিভিন্ন অঞ্চলগুলো সম্পর্কে ধারণা জন্মে। ধন্যবাদ আপনাকে।

০৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: আমি সব সময় চেষ্টা করে দেশের ভেতরের সব সৌন্দর্য্যকে পকেটে পুরার। শুভেচ্ছা আপু

৩৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩২

হাসান রাজু বলেছেন: সত্যি সত্যি স্বর্গ থেকেই ঘুর এসে স্বর্গরাজ্যের ছবি সহ বর্ণনা দিলেন। অনেক অনেক ভাললাগা জেনে রাখবেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভ সকাল রাজু ভাই, শুভেচ্ছা জানবেন।

৩৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:২১

প্রামানিক বলেছেন: অনেক রাইতে আইছি এখন খিচুরী দেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১১

সাদা মনের মানুষ বলেছেন: সকাল বেলা খিচুরী পামু কই, রাতেই তো শেষ :D

৪০| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৫০

উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: সীমিত গন্ডি পেরিয়ে প্রকৃতিকে দেখা আমার পক্ষে সম্ভব না।। তাই কিছু ভ্রমনকাহিনী আর নিজের কল্পনা শক্তিকে সম্বল মনে করি।।

০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: জীবনে বেঁচে থাকার জন্য অবশ্যই কিছুনা কিছু অবলম্বন চাই, আপনার হয়তো এটাই অবলম্বন........ধন্যবাদ ভাই।

৪১| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

নীল-দর্পণ বলেছেন: কলমী ফুল দেখে কিছু সময়ের জন্যে থমকে গিয়েছিলাম। ভাবছিলাম শেষ কবে দেখেছি। ভুলে গেছি। গ্রামে গেলেও সেভাবে খেয়াল করি না হয়ত। খুব-ই সুন্দর ছবি গুলো। :)

০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: আমি সব সময় প্রকৃতির সবটাই দেখতে চাই.......শুভেচ্ছা আপনাকে।

৪২| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১২

শেরজা তপন বলেছেন: দারুন সব ছবি- মোহিত হলাম!

০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তপন ভাই, অনেক দিন পর আপনাকে পেলাম।

৪৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দেখা হয় নাই চক্ষু মেলিয়া................ :(



(নির্ধারিত ফি দিলে কি ইচ্ছেমতো মাছ ধরে বাড়িতে নিয়ে আসা যায়?)

০৯ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০১

সাদা মনের মানুষ বলেছেন:
দেখা হয় নাই চক্ষু মেলিয়া................ :(........ এবার ঘুম থেকে একটু উঠেন



(নির্ধারিত ফি দিলে কি ইচ্ছেমতো মাছ ধরে বাড়িতে নিয়ে আসা যায়?) ......বাড়িতে আনা নিষেধ, ওখানে বসেই কাঁচা খাওয়ার নিয়ম :-B

৪৪| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩

নীলসাধু বলেছেন: চমৎকার ছবি পোষ্ট। সঙ্গে পর্যাপত তথ্য দেয়া হয়েছে। আর ছবির কথা কি বলবো।
সব মিলিয়ে অনবদ্য


ভালো লাগা রইল। শুভেচ্ছা কামাল ভাই।

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা আরনার জন্যও, দেখিনা ক্যান ভাইজান?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.