নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ছড়াকার শহিদুল ইসলাম প্রামানিকের আজ জন্মদিন

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫১


আজকেরই এই দিনে
সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে
দু:খগুলো যাক দুরে।
জড়া জীর্ণ অতীতটাকে
রেখোনা আর মনে
নব উদ্দমে কাজ করো
নতুন এই দিনে।
ছড়া

১৯৬০ সালের ১০ ডিসেম্বরে জন্মগ্রহণ করা এই মানুষটার হেন কোন বিষয় নাই যা নিয়ে উনি ছড়া লিখেন না। ছড়া লিখে সামুতে হাতে গোনা যে ক'জন সেরা ব্লগার রয়েছেন তার মধ্যে আমাদের প্রামানিক ভাই অন্যতম। হাজার বছর বেঁচে থাকুক আর লক্ষ কোটি ছড়া লিখে আমাদের মনকে ভরিয়ে তুলুক এই শুভ কামনায়........শুভ জন্মদিন



মন্তব্য ৫৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: প্রথম ছবিটা শিল্পী ফেরদৌসী আপার ডিজাইন করা আর শেষ ছবিটা তুলেছেন ব্লগার আমির ইসতিয়াক ভাই

২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০২

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,



আন্তরিক অভিনন্দন ।
সুখে থাকুক আমাদের প্রিয় ছড়াকার ।
শতবর্ষায়ু হোন তিনি ।

সব ব্লগারদের পক্ষ থেকে বলি - শুভ জন্ম বার্ষিকী আরো শত বছরে গড়াক ।

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৫

সাদা মনের মানুষ বলেছেন:
সব ব্লগারদের পক্ষ থেকে বলি - শুভ জন্ম বার্ষিকী আরো শত বছরে গড়াক ।

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০২

শাহরিয়ার কবীর বলেছেন:


শুভ জন্মদিন প্রামাণিক ভাই।



এতো গুলো রসগোল্লা আপনার জন্য।

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৬

সাদা মনের মানুষ বলেছেন: রসগোল্লায় খেয়ে গোল্লায় যাক আমাদের প্রামানিক ভাই ;)

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:



অনেক অনেক শুভেচ্ছা রলো প্রামাণিকের জন্য; উনি সুখে থাকুক, আনন্দে থাকুক

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৭

সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা রলো প্রামাণিকের জন্য; উনি সুখে থাকুক, আনন্দে থাকুক

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: প্রমাণিক ভাইয়ের জন্মদিন।তা মনে করিয়ে দেওয়ার জন্য
সাদা ভাইকে দিয়ে গেলাম এককাপ আয়ুর্বেদিক চা। B-)


১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৯

সাদা মনের মানুষ বলেছেন:
আপনার জন্য প্রামানিক ভাই পাঠাইছে :D

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৯

সাদা মনের মানুষ বলেছেন:

৭| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৬

পুলহ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা প্রামানিক ভাই !

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: পুলহ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা প্রামানিক ভাই !

৮| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইডা কিরাম হইল ;)

আপিন লিখলেন ৮:৫১.. আমি লিখলাম ৯:১১ :)

- আপনি ফাস্টো হইছেন, পরথম হইছেন- প্রামািনক দার চা' কি হপে :((

হা হাহা

শুভ জন্মদিনের শুভেচ্ছা প্রামানিক ভাই :)

শুভেচ্ছা সাদা মনের মানুষ ভাই :)


১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: সেকেন্ড হইলেও সমস্যা নাই, থার্ড তো আর হন্নাই........আর ওখানে আপনার ছড়াটাও হইছে জম্পেস

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৮

জগতারন বলেছেন:

শুভ জন্মদিন, কবি প্রামানিক !!!

আপনি আর আমি সমবয়সি, ৪ দিনের ছোট্ট-বড় এই আর কি।

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: ৪ দিন কোন সমস্যাই না, আপনারা গলাগলি ধইরা কান্তার্বেন :-B

১০| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: আমার সাদা মনে কাঁদা নাই :)
প্রামানিক'দার জন্মদিনে শুভেচ্ছা তাই...

১১ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:১২

সাদা মনের মানুষ বলেছেন: অসমাপ্ত কাব্যরে জন্মদিনে দাওয়াত দিছে প্রামানিক ভাই :)

১১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৬

প্রণব দেবনাথ বলেছেন: শুভ জন্মদিনের ফুলেল, ফলেল শুভেচ্ছা প্রামানিক দা' র জন্য ।

১১ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:১৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভ জন্মদিনের ফুলেল, ফলেল শুভেচ্ছা প্রামানিক দা' র জন্য ।

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৩

সুমন কর বলেছেন: হাজার বছর বেঁচে থাকুক আর লক্ষ কোটি ছড়া লিখে আমাদের মনকে ভরিয়ে তুলুক এই শুভ কামনায়........শুভ জন্মদিন

১১ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:১৪

সাদা মনের মানুষ বলেছেন: হাজার বছর বেঁচে থাকুক আর লক্ষ কোটি ছড়া লিখে আমাদের মনকে ভরিয়ে তুলুক এই শুভ কামনায়........শুভ জন্মদিন

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৯

ধ্রুবক আলো বলেছেন: শুভ জন্মদিন প্রামানিক ভাই

১১ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:১৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভ জন্মদিন প্রামানিক ভাই

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৮

ডঃ এম এ আলী বলেছেন:




প্রামানিক ভা্‌ই এর শুভ জন্মদিনে ফূলেল শুভেচ্ছা
জীবন সুন্দর হোক , সমৃদ্ধি বয়ে আনুক তাঁর জীবনে



পোস্ট লিখকের প্রতি রইল ধন্যবাদ

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: প্রামানিক ভা্‌ই এর শুভ জন্মদিনে ফূলেল শুভেচ্ছা
জীবন সুন্দর হোক , সমৃদ্ধি বয়ে আনুক তাঁর জীবনে

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৬

এই আমি রবীন বলেছেন: শুভ জন্মদিন প্রামানিক ভাই। পরিবার পরিজন নিয়ে আগামী দিনগুলু সুখে ভরে উঠুক, এই কামনা।

"পোস্ট লিখকের প্রতি রইল ধন্যবাদ "

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভ জন্মদিন প্রামানিক ভাই। পরিবার পরিজন নিয়ে আগামী দিনগুলু সুখে ভরে উঠুক, এই কামনা।

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১০

বোরহাান বলেছেন: অনেক অনেক শুভ কামনা জ্ঞাপন করছি ছড়াকার শ্রদ্ধেয় 'শহীদুল ইসলাম প্রামাণিক ' ভাইয়ের তরে।
ভালোবাসা অবিরামমমম! ♥

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক শুভ কামনা জ্ঞাপন করছি ছড়াকার শ্রদ্ধেয় 'শহীদুল ইসলাম প্রামাণিক ' ভাইয়ের তরে।
ভালোবাসা অবিরামমমম! ♥

১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২২

এডওয়ার্ড মায়া বলেছেন: শুভেচ্ছা পোষ্টদাতা এবং প্রামানিক দাকে

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৭

কাবিল বলেছেন: শুভ জন্মদিন প্রামাণিক ভাই।




পারমানিক ভাই--- এই লন।


সাদা মনের মানুষ ভাই ---- ইয়ে মানে কচ্ছিলাম কি---
খাওন-দাওন কি ফুরাইয়া গ্যাছে নাকি লাইনে খারামু???

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: খাওনের খবর কইতে পারবো প্রামানিক ভাই, ওনার তো কোন খোজ খবর পাইতাছিনা

১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ জন্মদিন প্রমানিক ভাইকে :(

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভ জন্মদিন

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১০

দৃষ্টিসীমানা বলেছেন: বার্তাটি সবার কাছে পৌঁছানর জন্য আপনাকে অনেক ধন্যবাদ । চললাম আমাদের সবার প্রিয় প্রামানিক ভাই এর ব্লগে ।

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: দৃষ্টিসীমানা বলেছেন: বার্তাটি সবার কাছে পৌঁছানর জন্য আপনাকে অনেক ধন্যবাদ । চললাম আমাদের সবার প্রিয় প্রামানিক ভাই এর ব্লগে ।

২১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

অরুনি মায়া অনু বলেছেন: প্রামানিক ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। আর আপনাকে পোস্ট দেবার জন্য ধন্যবাদ।

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: অরুনি মায়া অনু বলেছেন: প্রামানিক ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। আর আপনাকে পোস্ট দেবার জন্য ধন্যবাদ।

২২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

প্রামানিক বলেছেন: আপনি আমার নামে ছড়া দিবেন আগে কইবেন না। আমি হুদা মুখে দিন কাটাইছি। :#)

ধন্যবাদ কামাল ভাই, আমার জন্মদিনে এই ক্ষুদ্র মানুষটার নামে পোষ্ট দিয়ে যে কাজটি করেছেন তা তুলনাহীন। আপনার এই অবদান জীবনেও ভুলতে পারবো না।

ব্লগে সবাই আমার জন্মদিনে যে ভালোবাসা দিয়েছেন তাতে আমি মুগ্ধ। সবার প্রতি রইল আমার প্রাণঢালা আন্তরিক শুভেচ্ছা।

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: প্রাণ যে ঢালছেন প্রমান কি?

২৩| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

আহা রুবন বলেছেন: প্রামানিক ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। তার স্বাস্থ্য কামনা করছি। নিত্য-নতুন ছড়া দিয়ে সবার মন ভরিয়ে রাখুন।

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: আহা রুবন বলেছেন: প্রামানিক ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। তার স্বাস্থ্য কামনা করছি। নিত্য-নতুন ছড়া দিয়ে সবার মন ভরিয়ে রাখুন।

২৪| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা নিন প্রামানিক ভাই।
আমার প্রিয় ছড়াকারকে নিয়ে পোস্ট দেয়ায় সাদা মনের মানুষ এর জন্যও শুভ কামনা।

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা নিন প্রামানিক ভাই।
আমার প্রিয় ছড়াকারকে নিয়ে পোস্ট দেয়ায় সাদা মনের মানুষ এর জন্যও শুভ কামনা।

২৫| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৩

মিখু বলেছেন: প্রমানিক ভাই শুভেচ্ছা জন্মদিনের।

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: মিখু বলেছেন: প্রমানিক ভাই শুভেচ্ছা জন্মদিনের।

২৬| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩১

হামিদ আহসান বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা নিন প্রামানিক ভাই

১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: হামিদ ভাই, আপনি ব্লগে লিখেন না কেন??

২৭| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

খায়রুল আহসান বলেছেন: প্রথমেই, প্রিয় ছড়াকার শহিদুল ইসলাম প্রামানিকের জন্মদিন উপলক্ষে তাকে জানাই অন্তরের উষ্ণতম অভিনন্দন আর শুভেচ্ছা (যদিও দু'দিন বিলম্বিত হয়ে গেছে)। আরো বহু বছর ধরে দিনটি তার জন্য শুভবারতা আর সাফল্য বয়ে আনুক! সপরিবারে দিনটি তার আনন্দে কাটুক!
তারপর, একজন সহ ব্লগারের প্রতি এই নিখাদ ভালবাসা প্রদর্শনের জন্য আপনাকেও প্রাণঢালা শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ। এই সহমর্মিতা দেখে অত্যন্ত প্রীত বোধ করছি।
(এই সুযোগে জানিয়ে রাখি, আজ মধ্যরাতের পর শুরু হবে আমারটাও! আমি আর প্রামানিক তিন দিনের ছোট বড় :) :))

১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩

সাদা মনের মানুষ বলেছেন: তিন দিনে কিছু যায় আসে না.......গলাগলি ধইরা হাটেন আপনারা :D

২৮| ১২ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮

খায়রুল আহসান বলেছেন: দৃষ্টিসীমানা[/sb মত আমিও চললাম আমাদের সবার প্রিয় প্রামানিক ভাই এর ব্লগে। তবে যাবার আগে আপনার এ লেখাতায় প্লাস + + দিয়ে গেলাম!

১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে ডাবল প্লাস :-B

২৯| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৩

প্রামানিক বলেছেন: প্রাণ যে ঢালছেন প্রমান কি?
মুখের কথাই প্রমাণ

১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৪

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, মুখের কঠা তো শুনতে পাইতাছি না B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.