নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....৫৩

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩২


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছে গুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।

(২) রঙিন প্রজাপতি, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তোলা ছবি।


(৩) কৃষকের ধান লওয়ার এই ছবিটা তুলেছি নরসিংদীর চিনিশপুর থেকে।


(৪) নদীর জলে বাঁশের আকিবুকি, তার মাঝে বসে আছে অনেকগুলো পানকৌড়ি। পেছনে জল ছাপের মতো ফুটে আছে মায়াদ্বীপের কিছু অংশ। নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে তোলা ছবি।


(৫) মনোবাসনা পূরণ হওয়ার দোকান, নরসিংদীর কাবুল শাহের মাজার সংলগ্ন দোকান এটি। আগড় বাতি মোম বাতি কিনে মাজারে দিয়ে মনের আশা পূরণ করার নিরন্তর চেষ্টা চলে এখানে।


(৬) মাইনী নদী, এটা মিশেছে গিয়ে কাপ্তাই লেকে।


(৭) আদিবাসিদের দোকান, বান্দরবানের চিম্বুক পাহাড় থেকে তোলা ছবি।


(৮) ভড়া বর্ষায় সিলেটের বিছানাকান্দি।


(৯) কেয়া বনের ভেতর একটা বাড়ি, সেন্টমার্টিন থেকে তোলা ছবি।


(১০) ফুলটার নাম মনে পড়ছেনা। ইমন গার্ডেন, মাধবদী, নরসিংদী থেকে তোলা ছবি।


(১১) হরিয়াল পাখি, শিবপুরের জাল্লারা বাজার থেকে তোলা ছবি।


(১২) কাপ্তাই লেক থেকে তোলা রাঙামাটির ছবি।


(১৩) চট্টগ্রামের ওয়ার সিমেট্টি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের একাংশ এখানে সমাহিত করা হয়েছে। ফুলের বাগান বেষ্টিত মনোরম এ স্থান স্মরণ করিয়ে দেয় সেইসব সৈন্যদের শৌর্যবীর্য ও বীরত্বগাথা।


(১৪) পরিযায়ী পাখি রামচ্যাগা, সাদাচোরা, সাদা কাঁচিচোরা, রণপা পাখি বা গুলিন্দা, কাট্টলী বীচ, চট্টগ্রাম থেকে তোলা ছবি।


(১৫) জেলে পল্লী, গহিরা সৈকত থেকে তোলা ছবি।


(১৬) কেওড়া বনে হরিণ, সুন্দর বনের কটকা থেকে তোলা ছবি।


(১৭) কাত্রিক ব্রত, বারদীর লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম থেকে তোলা ছবি।


(১৮) পাহাড়ের ভেতর জাদিপাই গ্রাম, বান্দরবান থেকে তোলা ছবি।


(১৯) পুনাখা জং, ভুটান থেকে তোলা ছবি।


(২০) ছয়াবিন ফুল, নরসিংদীর শান্তির বাজার এলাকা ঠেকে তোলা ছবি।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



বাংলার মুখ

১২ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

২| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৩

পৌষ বলেছেন: আপনার ব্লক নিয়মিত দেখি। আর মুগ্ধ হয়ে চেয়ে থাকি। এত সুন্দর সুন্দর সব ছবি। অসাধারণ!

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই, ধন্যবাদ।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৪

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, ভালো থাকুন, সব সময়।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: সবগুলি ছবিই সুন্দর । আমার যতদুর মনে পরে
১০ নং ছবির ফুলটির নাম
Sago palm flower
এর রয়েছে আনেকগুলি গোত্র

ধন্যবাদ সাথে শুভেচ্ছা রইল

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলী ভাই......শুভেচ্ছা অবিরত

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৫

আলী আজম গওহর বলেছেন: বনে বাঁদাড়ে.....৫২ থেকে বনে বাঁদাড়ে.....৫৩।সবগুলো মনোযোগ দিয়ে পড়েছি।একসাথে ভালোলাগা জানিয়ে গেলাম।চমৎকার সব পোষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ সাদা মনের মানুষ ভাই।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত করার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আলী আজম ভাই

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩

রানা আমান বলেছেন: অসাধারণ শব্দটি সম্ভাব্য সবচে বড় ফন্টে লিখলেও আপনার ছবিগুলোর অসাধারণত্ব পুরোপুরি বোঝানো যাবেনা । আমি কিন্তু আপনার ছবির একজন ভক্ত ।

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

সাদা মনের মানুষ বলেছেন: পনাদের এমন বক্তব্যে আমি বরাবরই উৎসাহিত হই, শুভেচ্ছা জানবেন রানা ভাই।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২২

মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই সব ছবি গুলোই সুন্দর।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৩

সাদা মনের মানুষ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাই

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১২

প্রামানিক বলেছেন: ছবি দেখে চোখ জুড়িয়ে গেল। শেষের ছবিটা তো কাঁটাওয়ালা ফুলগাছ।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কাঁটাওয়ালা ফুলগাছ :D

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২) রঙিন প্রজাপতি, চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তোলা ছবি।


সেরা ছবি।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

সাদা মনের মানুষ বলেছেন:

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১১) হরিয়াল পাখি, শিবপুরের জাল্লারা বাজার থেকে তোলা ছবি।


অসাধারণ সুন্দর।

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

সাদা মনের মানুষ বলেছেন: জীবনে একবারই আমি এই পাখিদের দেখা পেয়েছি......ধন্যবাদ আশরাফুল ভাই

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
(১৩) চট্টগ্রামের ওয়ার সিমেট্টি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের একাংশ এখানে সমাহিত করা হয়েছে। ফুলের বাগান বেষ্টিত মনোরম এ স্থান স্মরণ করিয়ে দেয় সেইসব সৈন্যদের শৌর্যবীর্য ও বীরত্বগাথা।

এইরকম একটা ওয়ার সিমেট্রি কুমিল্লার ময়নামতিতে আছে না?

১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

সাদা মনের মানুষ বলেছেন: এইরকম একটা ওয়ার সিমেট্রি কুমিল্লার ময়নামতিতে আছে না? .......আছে, আজই কোন একটা চ্যানেলে সেটা দেখিয়েছিল, আমার যাওয়া হয়নি ওখানে, ধন্যবাদ।

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১

আমির হোসেন বলেছেন: ইমন গার্ডেন, মাধবদী, নরসিংদী থেকে তোলা ছবি

২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর ছবিটা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.