নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
শীতকালে বাংলাদেশে পরিযায়ী পাখির আধিক্য দেখা যায়। তার মধ্যে অন্যতম হলো মৌলভীবাজার জেলার প্রখ্যাত চা-সমৃদ্ধ শহর শ্রীমঙ্গলের হাইল হাওড়ের পূর্বদিকের প্রায় ১০০ হেক্টর আয়তনের জলাভূমি বাইক্কা বিল। এই বিল শ্রীমঙ্গল শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। ১ জুলাই ২০০৩ তারিখে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় এই বিলটিকে মৎস্য সম্পদের একটি অভয়াশ্রম হিসেবে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। আইড়, কই, মেনি, ফলি, পাবদাসহ আরো অনেক প্রজাতির মাছ এখানে বংশবৃদ্ধি করে পুরো হাওড়ে ছড়িয়ে পড়ে। এই বিল মাছের জন্যেই শুধু নয়, পাখি এবং অন্যান্য অনেক প্রাণীর জন্যও একটি চমৎকার নিরাপদ আবাসস্থল। এটি একটি নয়নাভিরাম জলাভূমি যেখানে হাজারো শাপলা আর পদ্ম ফুল ফোটে। এছাড়া এই বিলের বুনো বাসিন্দা আর শীতে আগত পরিযায়ী পাখিদের ভালোভাবে দেখার জন্য তৈরি করা হয়েছে একটি পর্যবেক্ষণ টাওয়ার।
(২) বাইক্কা বিল যেতে পুরো রাস্তাটা এখনো পাকা হয়নি, তাই শেষাংশে কিছুটা কাঁচা রাস্তাও পারি দিতে হবে। সেই রাস্তায় মাছ বিক্রি করে ফেরৎ আসছে কয়েকজন জেলে।
(৩) রাস্তার ধারে একটি সবুজ বীজতলা।
(৪) জমিতে সেচ দিচ্ছে কৃষক।
(৫) মাছ ধরার জাল টেনে শুকনোতে উঠিয়ে নিচ্ছে জেলেরা।
(৬) আগে বাঁশের সাকো দিয়ে পার হয়ে বাইক্কা বিলে যেতে হতো, এখন পাকা ব্রীজ করে দিয়েছে, সেই সাথে টিকেট কাটার সিষ্টেমটাও চালু করেছে।
(৭) টিকেট কাউন্টার পার হয়ে উপারে গেলেই যেন অন্য এক জগৎ, হিজল, করচের বনের ভেতর দিয়ে শুকনো পাতার মর্মর ধ্বনীর সাথে নানা রকম পাখির ডাকে সত্যিই অভিভুত হবেন সবাই।
(৮) সেই সাথে হিজলের চমৎকার ফুলেরা স্বাগত জানায় অতিথীদেরকে।
(৯) হিজলের ফলেরাও যেন মালা নিয়ে ডেকে বলে এসো আমায় কন্ঠে ধারণ করো।
(১০) ওখানে নানা রঙের পাখিদের কলকাকলীর মধেই দেখা যেবে কেউ মাথার উপড় দিয়ে উড়ে যাচ্ছে তো কেউ বিলের পানিতে নেমে আসছে।
(১১) পাখি দেখতে সুবিধার জন্য একটা ওয়াচ টাওয়ারও সেখানে রয়েছে। ওখানে উঠলে পাখিদের দেখাটা অনেক সহজ হয়ে যায়।
(১২) এমন হাঁস জাতিয় পাখিগুলোই ওখানে বেশী দেখা যায়।
(১৩) ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে অনেক দূর দেখা যায়, আর দূরের পাখিদেরকে দেখার জন্য এখানে রয়েছে একটা বায়নোকুলার।
(১৪) লম্বা পা ওয়ালা এই পাখির নাম জানিনা।
(১৫) একটা বিশাল সাইজের ধুপনি বক।
(১৬) বায়নোকুলার নিয়ে আমার একটু কসরত।
(১৭) বেগুনী কালেম আর পানকৌড়ি পাখিদের খেলা চলে এখানে নিরন্তর।
(১৮) একটা বিশাল সাইজের সাদা বক ল্যান্ড করছে বিলের পানিতে।
(১৯) কসাইয়ের মতো দেশী পাখিদের আনাগোনাও এখানে পর্যাপ্ত পরিমানে।
(২০)ফেরার সময় কলমি ফুলেরা হেসে বলবে আবার এসো, তোমাদের অপেক্ষায় থাকবো।
১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৭
সাদা মনের মানুষ বলেছেন: প্রকৃতির কাছে মন ভালো হয়, তাই ইচ্ছে করে জীবনটা ফুল পাখিদের সনেই কাটিয়ে দেই, ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: অপুর্ব নজরকাড়া সব ছবি দেখে ও বিবরণ পাঠে খুব ভাল লাগল ।
ধন্যবাদ ।
১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলী ভাই, আপনার উপস্থিতি সব সময় আমাকে অনুপ্রেরণা দেয়।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মন ভাল যার,
সব ভাল তার
দেখায়, ভাবনায়, প্রকাশে সেই ভালর, সুন্দরের প্রকাশে আপ্লুত!!!
শুভেচ্ছা অফুরান
১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৯
সাদা মনের মানুষ বলেছেন:
মন ভাল যার,
সব ভাল তার
........আপনাদের মতো কিছু ভালো মানুষদের সংস্পর্শে এলে ভালো না হয়ে উপায় কি ভাই বলুন, শুভেচ্ছা আপনাকেও
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৬
চাঁদগাজী বলেছেন:
মাছের অভয় কেন্দ্র সব জেলায় দরকার ছিলো।
আপনার তোলা ছবিতে নিজের দেশটাকে দেখছি!
১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩০
সাদা মনের মানুষ বলেছেন: মাছ পাখিদের অভয়ারন্য সব জেলায় জেলায় না থাকলেও দুই চারটা জেলা মিলিয়ে একটা করে থাকলেও আমরা অনেক উপকৃত হতাম......শুভেচ্ছা জানবেন গাজী ভাই।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪১
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
সাত সকালে চমৎকার ।
ওহ.... কতোদিন পরে হিজলের ফুল দেখলুম ।
১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: কানে কানে কই, ক্যামেরা দিয়া হিজল ফুলের ছবি তোলা এটাই আমার প্রথম, শুভেচ্ছা জানবেন ভাই।
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬
রানা আমান বলেছেন: চমৎকার ছবি ব্লগ ।
১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রানা ভাই, ভালো থাকুন, সব সময়।
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯
মোস্তফা সোহেল বলেছেন: কলমি ফুলের মত আমরাও হেসে হেসে বলছি আপনার তোলা আরও অনেক ছবি দেখার আশায় থাকব
১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মোস্তফা ভাই, বেঁচে থাকলে ছবি উঠতেই থাকবে।
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১০
জেন রসি বলেছেন: একবার যাওয়ার প্ল্যান করেছিলাম। যাওয়া হয়নি। চমৎকার সব ছবি। শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১২
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে থাকলে কখনো যাওয়া হবেই, শুভেচ্ছা জানবেন ভাই
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০
ইমরান আহামেদ বলেছেন: ভাল লাগলো
১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা অবিরাম
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১
শাহরিয়ার কবীর বলেছেন:
কবে যাই তাই ভাবছি !
চমৎকার ছবি ব্লগ।
১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ভাবনা শেষ করে ব্যাগ গুছান তাড়াতাড়ি
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৩
পুলহ বলেছেন: মাথার ব্যাকগ্রাউন্ডে ঘুরছে কালকে বিজয় দিবস, তাই সম্ভবত আপনার ছবি ব্লগ দেখার সময়ও অবচেতনে চিন্তা করছিলাম- আহা ! এটাই তো বাংলা। আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ !
বরাবরের মতই মন ভালো করিয়ে দেওয়ার মত পোস্ট।
বাইনোকুলারটা দেখে অবাক হলাম। এরকম প্রত্যন্ত জায়গায় বাইনোকুলারটা এখনো টিকে আছে কেমন করে ! এখনো চুরি হয় নি !
এতো সুন্দর একটা পাখির নাম কসাই শুনে কিছুটা মর্মাহত হয়েছি।
শুভকামনা জানবেন ভাই।
১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, উইকিতে কসাই পাখির বর্ণনাঃ কসাই পাখি (ইংরেজি: Shrike) বা লাটোরা একদল ছোট ও মাঝারি আকারের মাংসাশী পাখি। পৃথিবীতে ৪ গণে যে ৩১ প্রজাতির (মতান্তরে ৩ গণে ৩০ প্রজাতি) কসাই দেখতে পাওয়া যায়, তারা সকলেই Laniidae (ল্যানিডি) গোত্রের অন্তর্গত। এরা সকলেই প্যাসারিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত। সবচেয়ে বড় গণ ল্যানিয়াস নাম এসেছে ল্যাটিন lanius থেকে যার অর্থ কসাই। এদের অদ্ভুত শিকার ধরার এবং সংরক্ষণ করার প্রবণতার জন্য এদের নাম হয়েছে কসাই। এরা শিকার ধরে ঠিক কসাইয়ের দোকানে মাংস গাঁথার মত করে শিকারকে কাঁটা বা অন্য কোন চোখা জিনিসে গেঁথে রাখে।
১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন: বরাবরের মত সুন্দর। শীতে গ্রামের কথা মনে করিয়ে দিলেন।
ভালো থাকুন সবসময়।
১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শোভন ভাই, শুভেচ্ছা অবিরত
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৬
ডি মুন বলেছেন: সুন্দর সব ছবি।
খুব ভালো লাগল পাখিদের দেখে। কয়েকদিন আগে জাহাংগীরনগর ক্যাম্পাসে গিয়েও দেখেছিলাম অনেক অতিথি পাখি।
পাখি দেখতে খুব ভালো লাগে।
১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪
সাদা মনের মানুষ বলেছেন: সত্যি তাই, ওরা আসলে অতিথী পাখি না, পরিযায়ী পাখি।
১৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮
সুমন কর বলেছেন: আহ্ ! সুন্দর।
১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা
১৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
প্রামানিক বলেছেন: দেখলাম আপনার চোখ দিয়া বাইক্কা বিল।
১৫ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: কেন? আপনার চক্ষে সমসয়া কি?
১৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১১
অশ্রুকারিগর বলেছেন: বাইক্কা বিলে যাওয়া হয়নাই। আপনার ছবিব্লগ দেখে যাওয়ার আগ্রহ বাড়লো।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: এবার নিয়ে চারবার যাওয়া হলো আমার, তবু যেন স্বাদ মিটে নাই.......ধন্যবাদ কারিগর, শুভেচ্ছা নিবেন।
১৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৫
নীলপরি বলেছেন: দারুন লাগলো ছবিগুলো । আর সাথের লেখাও ।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা
১৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পাখি দেখলে মায়া লাগে... হারিয়ে যাচ্ছে! সভ্য মানুষ প্রাণীর বসবাসকে কঠিন করে তুলছে...
১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪১
সাদা মনের মানুষ বলেছেন: সভ্য মানুষ প্রাণীর বসবাসকে কঠিন করে তুলছে........কঠিন সতয় কথা বলেছেন ভাই, ভবিষ্যতে আমাদের সন্তানেরা এসবের কতটা পাবে কে জানে? শুভেচ্ছা জানবেন।
১৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৯
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর । ভাল থাকুন সব সময় ।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাকুন, সব সময়।
২০| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৫
জুন বলেছেন: আপনার দক্ষ হাতে তোলা অসাধারণ সব ছবির মাধ্যমে নিজের দেশকে খুজে পাই সাদা মনের মানুষ, এটা যে কত ভালোলাগার তা আশাকরি বুঝতে পারছেন। ১০ নং মাথার উপর দিয়ে ঊড়ে যাওয়া পাখির দলটি মন কেড়ে নিল।
+
১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: এবার আমি যেই সঙ্গীদের নিয়ে গিয়েছিলাম ওনারা ওখানে খুব একটা সময় দিতে পারেনি, তাই আমি কিছুটা অতৃপ্তি নিয়াই বাইক্কাবিল থেকে ফিরেছি। সময় দিতে পারলে পাখিদের দেখা যায়। ধন্যবাদ আপু, ইদানিং তো আপনাকে বেশ কম দেখি।
২১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৩
সিগনেচার নসিব বলেছেন: অাপনার ক্যামেরার কারিস্মায় দেখে নিলাম!
ধন্যবাদ কামাল ভাই!!
১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন ভাই
২২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৮
শুভ্র মারুফ বলেছেন: বাংলার অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে ছবিগুলতে । এবার শীতের পাখি দেখা হয় নি এখনও । আপনার ছবিগুলো দেখে লোভ ধরে গেল !
১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ছুটি থাকলে চলে যান কোথাও, নিরিবিলি পাখিদের সাথে কথা বলে আসুন
২৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৫
শুভ্র মারুফ বলেছেন: হ্যাঁ এবার যাব কোথাও । শীত উৎযাপন করতে ।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৫
সাদা মনের মানুষ বলেছেন: আমি কিছুটা গিয়েছি, আরো যাওয়ার ইচ্ছেটা ষোল আনা
২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩
আমির হোসেন বলেছেন: পাখি দেখলে ভাল লাগে।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আমির ভাই, আপনার নিয়মিত উপস্থিতি চাই ব্লগে।
২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পাখিদের সাথে সাথে প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ হলাম।
ধন্যবাদ কামাল ভাই।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে কয়েকদিন যাবৎ দেখিনা ক্যান? সেইটা আগে কন।
২৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে ভাই, আমার একটা স্টাইল আছে না, মাঝে মাঝে অনলাইন থেকে গায়েব হয়ে যাওয়া। আবুহেনা স্টাইল বলতে পারেন। হে হে হে।
একটু সাংসারিক কাজ কাম ছিল কামাল ভাই। তা' ছাড়া একটা লেখা তৈরি করছিলাম। আশা করি আগামীকাল পোস্ট দিতে পারবো। ঢাকার একটি মাসিক পত্রিকার জন্যও লিখতে হবে। সম্পাদক সাহেব ফোন করে তাগাদা দিচ্ছেন। সুতরাং আবার গায়েব হয়ে যেতে পারি। আমার কুন ইষ্টিশন নাই।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনার কিন্তু আমার এলাকায় আসার কথা ছিল, কোন পরিকল্পনা নিয়েছেন কি?
২৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পরিকল্পনা তো একটা নিছিলাম অনেক আগে। পরিবার পরিকল্পনা। এখন আর এই বয়সে.
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২
সাদা মনের মানুষ বলেছেন: খিক খিক খিক, আমার শরম লাগে
২৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৪
সামু পাগলা০০৭ বলেছেন: নিদারুন ছবি, লেখা সবমিলিয়ে ফাটাফাটি ভ্রমন পোষ্ট বরাবরের মতো।
অনেক অনেক শুভাকামনা আপনার জন্যে ভাই।
১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভাকামনা আপনারও জন্য
২৯| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫
কামরুন নাহার বীথি বলেছেন: আপনার এই পর্বগুলো পড়েছিলাম অফলাইনে, এখন দেখছি মন্তব্য করা হয়ই নাই, হায় হায়!!!
আপনার ছবি ব্লগের তুলনা যে হয়ই না, বারবার এই কথা বলতে হবে??
বাইক্কা বিলের পথনির্দেশনা দিন।
এইতো সময় কি চলে গেছে, না এখনো সময় আছে?
১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩২
সাদা মনের মানুষ বলেছেন: বাইক্কা বিল যাওয়া একেবারে সহজ, গাড়ি নিয়ে সোজা শ্রীমঙ্গল চলে যান, ওখানে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই বাইক্কা বিলের পথ দেখিয়ে দিবে। গাড়ি নিয়ে যাওয়া যায় বলে অত্যন্ত সহজ পথ।
©somewhere in net ltd.
১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪১
ধ্রুবক আলো বলেছেন: শীতকাল পাখি দেখার এইতো সময়!
ছবিগুলো দারুন হইছে; বাংলার অপরুপ প্রকৃতি....,