নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ইতিহাস: শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধই নয়, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম যেসব গণহত্যা সংঘটিত হয়েছে, সেগুলোর মধ্যে একটি চুকনগর গণহত্যা। ১৯৭১ সালের ২০ মে মহান মুক্তিযুদ্ধ চলাকালে খুলনার ডুমুরিয়ার ছোট্ট শহর চুকনগরে পাকিস্তানি বর্বর সেনারা নির্মম এ হত্যাকাণ্ড ঘটায়।
অতর্কিত এ হামলা চালিয়ে মুক্তিকামী ১০ থেকে ১২ হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে তারা। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চুকনগরের গণহত্যা এক কালো অধ্যায় রচনা করেছে। মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনারা যে নির্মম অত্যাচার, নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তারও এক নীরব সাক্ষী হয়ে আছে আজকের চুকনগর।
ওই দিন যাদের হত্যা করা হয়েছে, তাদের বেশিরভাগ পুরুষ হলেও বহু নারী ও শিশুকেও হত্যা করে পাকিস্তানি সেনারা। অনেক শিশু মায়ের বুকের দুধ খাচ্ছিল, সে অবস্থায়ই চলে ঘাতকের কামান। ঘাতকের বুলেট মায়ের বুকে বিদ্ধ হয়ে শহীদ হয়েছেন মা, কিন্তু অবুঝ শিশু তখনও মায়ের স্তন মুখের মধ্যে রেখে ক্ষুধা নিবারণের ব্যর্থ চেষ্টা করেছে।এমনই কতো ঘটনা যে সেদিন ঘটেছিল, তার সঠিক ধারণা পাওয়া আজ কঠিন।
এলাকার প্রবীণেরা জানান, পাকিস্তানি বাহিনীর অত্যাচার সহ্য করতে না পেরে বাংলাদেশের খুলনাসহ দক্ষিণাঞ্চলের একটি জনগোষ্ঠী জীবন বাঁচানোর তাগিদে পার্শ্ববর্তী দেশ ভারতে যাবার সিদ্ধান্ত নেয়। মে মাসের মাঝামাঝি সময় বৃহত্তর খুলনার বাগেরহাট, রামপাল, মোড়েলগঞ্জ, কচুয়া, শরণখোলা, মংলা, দাকোপ, বটিয়াঘাটা, চালনা, ফরিদপুর, বরিশালসহ বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ ভারতে যাবার উদ্দেশে রওনা হন। ভারতে যাবার জন্যে তারা ট্রানজিট হিসেবে বেছে নেন ডুমুরিয়ার চুকনগরকে।
১৯ মে রাতে সবাই চুকনগরে এসে পৌঁছান। পরদিন সকালে সাতক্ষীরা এবং কলারোয়ার বিভিন্ন সীমানন্ত দিয়ে ভারতে প্রবেশ করার জন্য চুকনগরে সমাবেত হন তারা। সেখানে কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। হাজার হাজার মানুষ চুকনগরের পাতোখোলা বিল, কাঁচাবাজার চাঁদনী, ফুটবল মাঠ, কালী মন্দিরসহ বিভিন্ন শশ্মানে আশ্রয় নেন।সারা রাত নির্ঘুম রাত কাটে শরণার্থী হতে যাওয়া এসব মানুষের। সকালে বিশ্রাম সেরে ভাত রান্না শুরু করেন তারা। কেউ চিড়ে-মুড়ি ও অন্যান্য শুকনো খাবার দিয়ে শরীরে চলার শক্তি সঞ্চার করে নিচ্ছলেন।
কিন্তু ২০ মে সকাল ১০টার দিকে তিনটি ট্রাকে করে হঠাৎ পাকিস্তানি সেনারা চুকনগর বাজারের ঝাউতলায় (তৎকালীন পাতখোলা) এসে থামে। তাদের সঙ্গে ছিল হালকা মেশিনগান ও সেমি-অটোমেটিক রাইফেল। সাদা পোশাকে মুখঢাকা লোকজনও আসে। দুপুর ৩টা পর্যন্ত তারা নির্বিচারে মানুষ হত্যা করতে থাকে। হত্যাযজ্ঞ থেকে বাঁচার আশায় অনেকে নদীতে লাফিয়ে পড়েন। তাদের অনেকেই ডুবে মারা যান। লাশের গন্ধে ভারি হয়ে যায় চুকনগর ও এর আশপাশের বাতাস। মাঠে, ক্ষেতে, খালে-বিলে পড়ে থাকে লাশ আর লাশ। বর্বর পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞ শেষে এসব স্থান থেকে লাশ নিয়ে নদীতে ফেলার কাজ শুরু করেন স্থানীয়রা। চুকনগরের ফসলি জমিগুলোয় আজও পাওয়া যায় সেদিনের শহীদদের হাড়গোড়, তাদের শরীরে থাকা বিভিন্ন অলঙ্কার। চুকনগরে সেদিন কতো লোক জমায়েত হয়েছিলেন তার কোনো পরিসংখ্যান নেই। অনেকের ধারণা লক্ষাধিক। সূত্র
১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জী এস ভাই, আপনি ঠিকই বলেছেন।
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন এক ঐতিহাসিক পোষ্ট!
বিজয়ের দিনে নতুন প্রজন্মের জন্য অসাধারন উপহার
বিজয়ের শুভেচ্ছা ভ্রাতা
১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬
সাদা মনের মানুষ বলেছেন: বিজয়ের দিনে নতুন প্রজন্মের জন্য অসাধারন উপহার .......হুমম, আশা করছি মানুষজন চুকনগর সম্পর্কে জানতে পারবে।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
জুন বলেছেন: চুকনগরের এই গনহত্যাটি ছিল অত্যন্ত নৃশংস ও মর্মান্তিক সাদা মনের মানুষ। মনভারী করা ছবি আর বিবরণ। সেদিন নিহত প্রতিটি প্রানের জন্য রইলো অকৃত্রিম শ্রদ্ধা।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
সাদা মনের মানুষ বলেছেন: নিঃসীম নিরবতায় চুকনগর বধ্যভুমিতে গেলে মনের ভেতর কেমন যেন একটা হাহাকারে ভড়ে উঠে, শুভেচ্ছা।
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: এমন মুক্তিযুদ্ধ নিয়ে এবং ইতিহাস নিয়ে লেখা নিয়মিত থাকলে ভালো হতো। অনেক কিছুই জানলাম। বিজয়ের শুভেচ্ছা।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের প্রত্যেকেরই উচিৎ যার যার জানা ইতিহাসগুলো অন্যদের সাথে শেয়ার করা, ধন্যবাদ ভাই
৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ এই গুরুত্বপুর্ণ তথ্যটি সচিত্র সকলের সাথে শেয়ার করার জন্য ।
এখানে প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায় যে গত ২২ শে ডিসেম্বর, ২০১৫ তারিখে সামুর পাতায়
নিয়মের লিখায়
দেখতে পাওয়া দেখা যায় অনেকের প্রশ্নের জবাবে বলা হয়েছে
আপনার গ্রামে কেউ মারা যায় নাই
চুক নগরে এক ঘন্টার ১৫,০০০ মানুষকে মারা হয়েছিলো।
আপনার শহরে কোন বধ্যভূমি নাই;
কিন্তু এক চট্রগ্রাম শহরে ১১৬টা চিহ্নিত বধ্যভূমি আছে।
সেই চট্রগ্রামের ১১৬ টা বধ্যভূমির একটা বধ্যভূমি নাম পাহাড়তলি বধ্যভূমি যার কেবল একটা গর্ত থেকে ১ হাজার ১০০ টা মাথার খুলি পাওয়া গিয়েছিলো, আর সেই একটা বধ্যভূমিতে এরকম প্রায় একশটি গর্ত ছিলো। WCFC-র হিসাব অনুসারে- সারাদেশে এখন পর্যন্ত বধ্যভূমি আবিস্কার হয়েছে ৯৪২টা।
চুক নগরের নিহতদের স্বরণে রইল শ্রদ্ধা ।
সাদা মনের মানুষ ভাই দেশের বিভিন্ন প্রান্তরে ঘুরে অনেক পরিশ্রম করে নিয়মিতভাবে দেশের অনেক অদেখা দৃশ্যকে আমাদের সন্মুখে তুলে ধরছেন । আমরা খুশী হব কিছু কিছু বধ্যভুমির সচিত্র বিষয়া দি যদি তার ক্যমেরায় বন্দী করে আমাদেরকে দেখান ।
বিজয় দিবসের শুভেচ্ছা রইল ।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: আমি চুকনগরের সাধারণ মানুষদের সাথে যখন কথা বলেছিলাম ওরা কিন্তু সংখ্যাটা আরো অনেক বেশী বলেছিলো। কিন্তু আমি ডুমুরিয়া উপজেলার সাইটে যেটা পেয়েছি সেটাই এখানে লিখে দিয়েছি, মূলত কপিপেষ্ট করেছি.......ধন্যবাদ আলী ভাই।
৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
সুমন কর বলেছেন: চুকনগরের ঘটনাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।
১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা, আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা
৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
পুলহ বলেছেন: এই নিয়ে তিনবার সম্ভবত আপনার পোস্টে ঢুকেও যথাযথ কিছু লেখার মত পাচ্ছি না....
সকল অত্যাচারিত মানুষ শান্তি লাভ করুক- বিজয় দিবসে এই শুভকামনা
১৬ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
সাদা মনের মানুষ বলেছেন: সকল অত্যাচারিত মানুষ শান্তি লাভ করুক- বিজয় দিবসে এই শুভকামনা .....সেই সাথে যারা এই অপকর্মের হোতা তাদের যথাযথ শাস্তি হোক।
৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৩
অরুনি মায়া অনু বলেছেন: ছবির মাধ্যমে তুলে ধরলেন এক নির্মম ইতিহাস। সুন্দর উপস্থাপন।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, সব ঐতিহাসিক স্থান বা স্থাপনা নিয়েই রয়েছে আমার অনেক আগ্রহ।
৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৬
ধ্রুবক আলো বলেছেন: অসাধারন এক পোষ্ট; ঐতিহাসিক!
বিজয় দিবসের অনন্য এক পোষ্ট
+++++
বিজয় দিবসের শুভেচ্ছা.....
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: বিজয় দিবসের শুভেচ্ছা আপনার জন্যও
১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য । চুকনগরের প্রকৃত মৃতের সংখা নিয়ে বিভিন্ন প্রকাশনা মাধ্যমে রয়েছে বিভিন্ন রকম তথ্য। তবে সকল লিখাতেই উঠে এসেছে সেখানে ঐদিন খুব কম সময়ের ভিতরেই ১২ থেকে ১৫হাজার মানূষ নিহত হয়েছেন । আপনার পোস্ট এর তথ্য নিয়ে আমার বিভ্রান্তি নেই । সামুর পাতায় পাওয়া অন্য একটি লিখা হতে কিছু তথ্য দিয়ে আপনার লিখাটিকে্ই করতে চেয়েছিলাম আরো সমৃদ্ধ , সে সাথে দেশে থাকা আরো বধ্যভুমির ব্যপারে আমাদের কিছু তথ্য দিয়ে অবহিত করার জন্য ছিল আপনার প্রতি একটি বিনম্র অনুরোধ । সময় সুযোগ না থাকায় যাওয়া হয়ে উঠে নাই দেশের অনেক বড় বড় বধ্যভুমি দেখার । তবে সেই সব বধ্যভুমীগুলির ব্যপারে জানার আগ্রহ অনেক ।
শুভেচ্ছা রইল ।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: আমি আসলে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় ঘুরতে যাই, তখন আশে পাশের মানুষ যদি বলে এখানে এমন কিছু আছে তাহলে আমার নির্ধারিত দেখার স্থান ছাড়াও সেই নতুন কিছু দেখতে চেষ্টা করি। আপনি যেহেতু বলেছেন আমি অবশ্যই চেষ্টা করবো, ধন্যবাদ।
১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন: নির্মম কাহিনী চিত্র সহ সজলের সামনে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিজয়ের শুভেচ্ছা।
জয় বাংলা!
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: দেশের আনাচে কানাচে এমন কত নির্মম কাহিনী নিরবে হারিয়ে গেছে কে জানে? শুভেচ্ছা জানবেন ভাই
১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৮
কালীদাস বলেছেন: আসলেই এরকম আরও কত বধ্যভূমি হারিয়ে গেছে দেশের আনাচে কানাচে, হয়ত সবগুলো কোনদিন জানাও হবে না। কয়দিন আগে পেপারে দেখলাম এক বধ্যভূমিতে এখন বিয়াবাড়ির রান্নাবান্না হয়।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ওরা তো আর সবগুলো প্রকাশ্যে করেনি, তাই বিয়ে বাড়ির রান্না হয়তো আরো অনেক যায়গায়ই হচ্ছে, ধন্যবাদ।
১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি যখন চাকরি সুত্রে খুলনায় ছিলাম, তখন এই চুকনগরের বধ্যভুমি দেখেছি এবং আপনার সংগৃহীত তথ্যগুলোসহ ডঃ আলী সাহেবের তথ্যগুলো সম্পর্কে জেনেছি। চুকনগরে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।
বিজয়ের মাসে চুকনগরসহ দেশের সকল বধ্যভূমির শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনি কোথায় থাকেন ভাই, আপনাকে আজ ফোন দিয়াও পাইলাম না।
১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩
কথাকথিকেথিকথন বলেছেন: এসব নির্মমতাগুলো বুক কাঁপিয়ে দেয় ।
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ । নতুন প্রজন্ম ৭১ এর মর্মান্তিক চিত্রগুলো উপলব্দি করার সুযোগ পাবে এসব ইতিহাস জেনে ।
বিজয়ের শুভেচ্ছা ।
শুভ কামনা রইলো ।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, এই নির্মমতার বিচার চলছে, আশা করছি সব কুলাঙ্গারগুলোর ফাঁসি হবে।
১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৫
মো: অাজগর আলী বলেছেন: ১৬ ই ডিসেম্বরে এই উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আজগর ভাই, শুভেচ্ছা নিবেন।
১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনি কোথায় থাকেন ভাই, আপনাকে আজ ফোন দিয়াও পাইলাম না।
ফোন দিয়েছিলেন, সেটা এখন দেখলাম। সকালে ফোনটা সাইলেন্ট মোডে রেখে সারাদিন পকেটে নিয়ে ঘুরে বেড়ালাম। সাইলেন্ট মোড অফ করার কথা মনেই ছিল না। ৮ টা কল আর ৩ টা এসএমএস জমা হয়ে আছে।
বুইড়া মাইনষের শতেক দুষ।
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: এসএমএস লিখলে টাকা খরচ হয়, মিস কলে টাকা লাগেনা, তাই মিস কলই সই
১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এসএমএস লিখলে টাকা খরচ হয়, মিস কলে টাকা লাগেনা, তাই মিস কলই সই
এই কথা আগে কইবেন না? এতদিন আমার কতো টাকা বাচতো! হায় হায়!
১৭ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, সব গোমর ফাঁস করোন লাগেনা
১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৪
কামরুন নাহার বীথি বলেছেন: এক নির্মম ইতিহাস ছবির মাধ্যমে তুলে এনেছেন আপনি।
সুন্দর উপস্থাপন। কত যে বদ্ধভূমি অজানাই রয়েছে এই দেশে!!!
অনেক অনেক ধন্যবাদ ভাই!!
১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু
১৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:৪০
সোহানী বলেছেন: সত্যিই সাদা ভাই এটা জানা ছিল না। অনেক ধন্যবাদ সামনে আনার জন্য।
১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ, ভালো থাকুন আপু।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:০৮
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
এমনি শত চুকনগর হয়তো আমাদের চোখের আড়ালে চুপ করে আছে । বিভ্রান্ত এ প্রজন্মের জন্যে এমন পোস্ট ভ্রান্তি ঘোচাবে ।