নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

পাখি দেখার এইতো সময় (জাহাঙ্গীরনগর)

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪


প্রতি শীতে পরিযায়ী পাখিদের আড্ডায় ভরে উঠে প্রকৃতির অপরূপ রূপে সজ্জিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শীত আসার আগেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নানা রকম পরিযায়ী পাখি আসতে থাকে এবং আবাস হিসেবে তারা বেছে নিত এই বিশ্ববিদ্যালয়ের লেকগুলো। অবশ্য শুধু পাখি দেখার জন্যই জাহাঙ্গীরনগর যেতে হবে এমনটি ভাবার কোন কারণ নেই, শুধু প্রকৃতি দেখার জন্যও একদিন ঘুরে কাটানো যায় জাহাঙ্গীরনগরে অবলীলায়।

(২) বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখেই পড়বে ‘অমর একুশে’ ভাস্কর্য।


(৩) বিশ্ববিদ্যালয়ে এমন বেশ কিছু পুকুর আছে, যেগুলোতে পাখির জন্য রয়েছে প্রচুর খাবার, যার জন্য পরিযায়ী পাখিরা এখানে এসে আবাস গড়ে তোলে।


(৪) এই শীতের সময় দূর থেকেই দেখা যায় ওখানে প্রচুর পাখির উড়াউড়ি এবং শোনা যায় কিচির মিচির ডাক।


(৫) ওখানে এই সময় দেখা যায় ঝাঁকে ঝাঁকে পাখি পুকুরে এসে নামছে।


(৬) অনেক পাখি পানির উপর পানাতে বসে বসে ঝিমাচ্ছে।


(৭) পাখি ছাড়াও এখানের বাগানগুলোতে রয়েছে নানা রকম ফুলে ভরপুর।


(৮) এমন রঙিন ফুলের সান্নিধ্য পেলে ক্লান্তি দূর হয় নিমেষে।


(৯) ফুলের সুবাসে ক্লান্তি না কাটলে এমন কিছু খেয়ে দেখতে পারেন, এতে কাজ না হলে টাকা ফেরৎ ;)


(১০) কাঠ বাদাম গাছের পাতাগুলোকে কেমন অসাধারণ লাগছে দেখছেন?


(১১) ডাহুক পাখিরা খেলছে রক্ত কমলের মাঝে।


(১২) ডাহুক পাখিদের সাথে অন্য পাখিগুলো কি কালিম নাকি আমি ঠিক বুঝতে পারছিনা।


(১৩) ভাট শালিকটাকে শীতে কাবু মনে হচ্ছে।


(১৪) চৌরঙ্গীর মোড়ের ভাসমান পিঠা বিক্রেতারা পিঠা নিয়ে অপেক্ষায় আছে পাখি প্রেমিদের।


(১৫) নানা রকম পিঠা, রসনা তৃপ্তি হবে নিশ্চিৎ।


(১৬) একটা ধ্যানমগ্ন কানি বক।


(১৭) এমন পরগাছা ফুলগুলো দেখেও মনটা ফ্রেস হবে সবার।


(১৮) জাহাঙ্গীর নগরের কেএফসিতে না খেলে জীবনটাই বৃথা।


(১৯) সরাদিন ঘুরে ক্লান্ত দেহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের ফুল বাগানে জিরিয়ে একটু রিফ্রেস হয়ে বাড়ি ফেরার কথা ভাবা যায়।


(২০) পিছনে আ ফ ম কামাল উদ্দিন হল। নিজের নামের সাথে মিল থাকায় এই হলের সামনে অন্য দু'জন ব্লগারের সাথে একটা পোজ।

মন্তব্য ৬৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৮) জাহাঙ্গীর নগরের কেএফসিতে না খেলে জীবনটাই বৃথা।


কাদের ফুড সেন্টারে ইলিশ মাছ দিয়া ভাত খামু।

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৮

সাদা মনের মানুষ বলেছেন: চইলা আসেন, আপনার টাকায় আমিও খামু :)

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২০) পিছনে আ ফ ম কামাল উদ্দিন হল। নিজের নামের সাথে মিল থাকায় এই হলের সামনে অন্য দু'জন ব্লগারের সাথে একটা পোজ।


পোজ মন্দ হয় নাই। তয় আপনার নামে হল হইল কবে? আপনি তো বিখ্যাত লোক ভাই।

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৯

সাদা মনের মানুষ বলেছেন: হ ভাই, কম খারাপ কন্নাই B-)

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৭

মোস্তফা সোহেল বলেছেন: আজ মনে হয় একটু ফাঁকি দিয়েছেন। ছবি কম মনে হচ্ছে। পাখির ছবি আরও দিলে ভাল হত। ছবি গুলো বরাবরের মতই সুন্দর। আচার ওয়ালা, পিঠা বানোর ছবি গুলো সাধারন কিন্তু অসাধারনও বটে। ভাল থাকুন ভাইয়া। আর এভাবেই আরও অনেক সুন্দর সুন্দর ছবি আমাদের সাথে শেয়ার করতে থাকুন।

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১২

সাদা মনের মানুষ বলেছেন: মাঝা মাঝে একটু ফাঁকিবাজী করতে মুন্চায়, ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৯) ফুলের সুবাসে ক্লান্তি না কাটলে এমন কিছু খেয়ে দেখতে পারেন, এতে কাজ না হলে টাকা ফেরৎ


ক্লান্তি কাটে নাই। আমার টাকা ফেরত দেন।

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: টাকা নিতে হলে নরসিংদী আসতে হবে আপনাকে। আপনি তো বুড়ো মানুষ, আসতেও পারবেন না, নিতেও পারবেন না, আফসোস!! :-B

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১০

মোস্তফা সোহেল বলেছেন: ও হ্যা আরেকটি কথা , আপনার নাম কামাল আজই জানলাম। আমার বড় ভাইয়ের নামও কিন্তু কামাল

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনি কামাল ভাইয়ের ভাই

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৪

ধ্রুবক আলো বলেছেন: পাখি দেখার এইই তো সময়,,,
++++
কতদিন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে যাই না! শীতে অতিথী পাখি দেখা হয় না!
ছবিগুলো কিন্তু খুব সুন্দর হইছে....
শুভ কামনা জানবেন

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইল ভাই।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

আমির হোসেন বলেছেন: জাহাঙ্গীর নগর একদিন গিয়েছিলা পাখির দেখা পায়নি। আপনার ক্যামেোয় পাখি দেখে ভাল লাগল।

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

সাদা মনের মানুষ বলেছেন: এখন গেলে সম্ভবত পাইবেন

৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩১

বিমূর্ত নীল বলেছেন: ভাইগো ,আমাগো সুইজারল্যান্ডের কথা কি একবারো মনে পড়ে নাই? :(

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪১

সাদা মনের মানুষ বলেছেন: আপনাগো সুইজারল্যান্ড কোনটা নীল ভাই??

৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

সুমন কর বলেছেন: আপনার ব্লগের মাধ্যমেই পাখি-ফুল-পিঠা দেখে নিলাম। ;)

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: তাই বলে সরাসরি যাওয়ার পরিকল্পনাটা বাতিল করে দিবেন?

১০| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

রানা আমান বলেছেন: যাওয়ার পরিকল্পনাটা করেও আপাতত বাতিল করতে হলো , হিসেব করে দেখলুম ৩১শে জানুয়ারি পর্যন্ত প্রতিটি শুক্র ও শনিবার আমি কোন না কোন কাজে এনগেজড । কপাল খারাপ হলে যা হয় ।

১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে থাকলে উপায় হয়, কথাটার তাহলে ভবিষ্যত কি?

১১| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!

দারুন পাখি দর্শন পোষ্টে ভাললাগা!

কেএফসি- ফাটাফাটি হইছে নামকরণ ;)
হা হা হা

বরাবরের মতোই মুগ্ধতা একরাশ


১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাদের এমন উৎসাহমূলক মন্তব্যে বরাবরই অনুপ্রাণিত হই

১২| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৪২

ভিটামিন সি বলেছেন: ওখানে ঘুরে আসার ইচ্ছটো জেগে ওঠল। কিন্তু হাতে তো একদমই সময় থাকে না। অনেক অনেক সুন্দর হয়েছে ছবিগুলো। দেখতে হবে না, কামাল ভাই এর হাত বলে কথা।

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

সাদা মনের মানুষ বলেছেন: সময় না থাকলে কি আর করা, আমিই আরেক বার যামুনে :D

১৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

অশ্রুত প্রহর বলেছেন: বাহ!
সবকিছুর দেখা মিলল !
সত্যি অনেক,
ভালই লাগল !! :D :-B

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ প্রহর, ভালো থাকুন, সব সময়।

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: : আজ মনে হয় একটু ফাঁকি দিয়েছেন। ছবি কম মনে হচ্ছে। পাখির ছবি আরও দিলে ভাল হত। ছবি গুলো বরাবরের মতই সুন্দর। ( মোস্তফা সোহেল )

হেকমত। ফাঁকি দেওয়া বন্ধ করেন। কুদ্দুসের মতো মিথ্যা কথা কইয়েন না।

১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

সাদা মনের মানুষ বলেছেন: কুদ্দুসকে কাছে পাইলে আমি ওর কাছে মুরিদ হইতাম :D

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

সারাফাত রাজ বলেছেন: ১০ নম্বর ছবিটা সবচাইতে অসাধারণ

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: কাঠবাদাম গাছের লাল পাতা, শুভেচ্ছা জানবেন ভাই।

১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

আবু মুছা আল আজাদ বলেছেন: সাদা মনের মানুষ।
ভাই ছবিগুলো পোস্ট করে আামকে অনেকটাই কস্ট দিলেন। আমার প্রিয় ক্যাম্পাস। খুবই ফিল করছি ক্যাম্পাসকে । প্রায় ১ বছর তারে দেখা হয় নাই।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ক্যাম্পাসে জীবনে মাত্র দুইবার যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার, তাতেই আমি ওর প্রেমে পরে গেছ। ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,



বরাবরের মতোই সুন্দর ।
তবে বিশ্ববিদ্যালয়ে ঢোকার মুখেই পড়া ‘অমর একুশে’ ভাস্কর্য আমার কাছে মোটেও সুন্দর লাগেনি । ডিসপ্রোপোরশনেট । বুঝিনা, আমাদের ভাস্কররা কেন যে একটাও নান্দনিক ভাস্কর্য্য গড়তে জানেন না , কোনও ছাঁদ শ্রী কেন যে থাকেনা তাতে ? বুঝিনা কেন যে
তাতে থাকেনা রিয়েলিষ্টিক কোনও ছাঁপ । এরা কি বাইরের পৃথিবীর কোনও ভাস্কর্য্য কি কখনও দেখেনি ?

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: এই বিষয়ে আমার জ্ঞান নাই, আপনার কথাই হয়তো ঠিক। তবে ওটাতে রং করে একটু পরিচ্ছন্ন রাখলে হয়তো আর একটু ভালো লাগতো, ধন্যবাদ জী এস ভাই।

১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১০

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার সাথে আর কোন কথা নেই!!! :(
এই জাহাংগীরনগর বিশ্ববিদ্যালয় -এ এলেন আর আমাকে সাথে নেয়া দূরে থাক, একবার জানালেনও না!!!

অস্বাধারণ ছবিগুলো!!

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: দুই বছর আগে গিয়েছিলাম আপু

১৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: সুন্দর সুন্দর ছবিগুলো দেখে চোখ জুড়িয়ে গেল!
জাহাঙ্গীর নগরের কেএফসিতে না খেলে জীবনটাই বৃথা - :)
শীতে কাবু ভাট শালিকটাকে দেখে মনটা একটু খারাপ হয়ে গেল।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, পাখিকে দেখে মন খারাপ করে লাভ কি বলুন, ওদেরকে তো আমরা আর কাপড় গিফট্ দিতে পারবোনা।

২০| ১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: ভাই,
পিঠার ছবি দেখে তো এখন আমার খুব পিঠা খেতে ইচ্ছে করছে কিন্তু এতো রাতে আর কারে কমু?
আমাকে আরো কিছু পিঠার ছবি পাঠান। আপাতত ছবিতে খাওয়ার স্বাদ নেই।
পাখি দেখা বাদ।

দারুন ছবি ব্লগ ।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৪

সাদা মনের মানুষ বলেছেন: পিঠা তো ওনাদের দোকান থেকে কিনে খেতে হবে, ঘর হতে দুই পা বারায়া চক্ষু মেলিয়া গিয়া খেয়ে আসেন :)

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: একটা লাইক

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্য লাইক দুইটা :-B

২২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২১

ডঃ এম এ আলী বলেছেন: অপরূপ ছবিগুলি দেখে মুগ্ধ । যেমনি মনোমুগ্ধকর ছবি
তেমনি তার হৃদয়গ্রাহী বিবরন । শুধু মুগ্ধতাই মুগ্ধতা ।

আপনার রাজবন বিহারের বানরের পোস্ট ও বান্দরের ফটো
ব্লগ থেকে আমার একটি লিখার জন্য ১ টি করে মোট
২ টি ছবি নিতে আগ্রহী । সদয় অনুমতি দিলে যথাযথভাবে আপনার
নাম সহ সুত্র উল্লেখ করে কৃতজ্ঞতা জানাব । আপনার উত্তরের অপেক্ষায়
রইলাম ।
শুভেচ্ছা রইল ।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: এসব কি বলেন ভাই, আমি তো বরঞ্চ খুশি হই এই যে, অন্তত আমার ছবিটা কোথাও কাজে লেগেছে বা কারো পছন্দ হয়েছে। আমার আগের পোষ্টগুলোতে ছবিতে নাম দিয়া দিতাম, পরে দেখলাম নাম দেওয়া ছবি মানুষ পছন্দ করেনা, তাই এখন আর নাম দেইনা। ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

২৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৪৯

জুন বলেছেন: আপনার ছবি আর তার বিষয়বস্তু নিয়ে নতুন করে কিচ্ছু বলার নাই সাদা মনের মানুষ ।
" অপুর্ব " বলাটাই ঠিক মনে হলো । আর ডাহুকের সাথে ওগুলো মনে হয় হাস । কালিম পাখি কি জাবিতে আসে ? আমার অবশ্য এ ব্যপারে ধারনা নেই ।
আপনার কাছে কি কোকিলের কোন ছবি আছে সাদা মন? আমি যেখানে থাকি তার আশে পাশে প্রচুর গাছ । আর তাতে চব্বিশ ঘন্টাই কোকিল ডেকে যাচ্ছে কূ কূ করে । কিন্ত তাদের দেখা মেলা ভার । ছবি ছাড়া এ জীবনে আর কোকিল দেখা হলো না মনে হয় ।
+

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: কোকিলের ছবি থাকার কথা, খুজে দেখতে হবে। শুভেচ্ছা জানবেন আপু।

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাই , সদয় অনুমতি
দানের জন্য কৃতজ্ঞতা জানবেন ।
আশা করি আজকে শেষ বেলায়
লিখাটি পোস্ট করতে পারব ।
শুভেচ্ছা রইল ।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার পোষ্ট মানেই বিশাল কিছু

২৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৫

আলোরিকা বলেছেন: +++++++++++++++-----------

আমি এই রূপসীর সাথে জীবনের পাঁচটি শ্রেষ্ঠ বছর কাটিয়ে ছিলাম ! আমার কাছে বরাবরই সে অপরূপা আর আপনার ক্যামেরাতেও তা জীবন্ত হয়েই ধরা দিয়েছে ।

অসংখ্য ধন্যবাদ এ পোস্টটির জন্য :)

পোস্টটি শেয়ার করলাম ----

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলোরিকা, শুভেচ্ছা জানবেন।

২৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

অরুনি মায়া অনু বলেছেন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এত পাখি! চমৎকার ব্যাপার। প্রতিটা ছবিই খুব সুন্দর।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু

২৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

অরুনি মায়া অনু বলেছেন: বরাবরের মতই সুন্দর ছবি ব্লগ।

১৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন:

২৮| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সব ছবিগুলো আপনি একাই তুলে নিয়ে এলেন। কামরুন নাহারের জন্য কিছু রাখলেন না (১৮ নং কমেন্ট)। আপনি তো ভাই খুব স্বার্থপর!

২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: ১৪ সালে আমি সর্বশেষ গিয়েছিলাম, তার পরের বছরগুলোতো আমি ওনার জন্য ছেড়েই দিলাম। আপনি ওনার বিষয়ে কথা বলছেন ক্যান? নতুন করে উকালতি ব্যবসা শুরু করছেন্নি?

২৯| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৪ সালের বাসি ছবি? আমি ভেবেছি, এ বছরের টাটকা ছবি।

১) ১৪ সালে কতজন গিয়েছিলেন জা বিতে?
২) ক্যামেরা কী ছিল?
৩) হেঁটে গিয়েছিলেন (রেল লাইন ধরে), নাকি গাড়িতে গিয়েছিলেন?
৪) গাড়িতে গেলে কী গাড়ি ছিল?
৫) দুপুরে কী কেএফসিতে খেয়েছিলেন, নাকি রোজা থেকে পয়সা বাঁচিয়েছেন?
৬) ১৪ সালের ছবি এতদিন পরে কেন?
৭) পাখির ছবি তোলার উদ্দেশ্য কী? শিকারীদের সাথে লেন দেন নাই তো?
৮) সব সত্য কথা বলবেন। কুদ্দুসের মতো দুই নম্বরি কথা বলবেন না।

২০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

সাদা মনের মানুষ বলেছেন: আমাকে কি হট সিটে বসইয়া দিলেন্নাকি আশরাফুল ভাই। হট সিট না হলে এত্তোগুলো প্রশ্নের উত্তর একসাথে দিতে আমি বাধ্য নই B-)

৩০| ২০ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আমার পোস্ট আর বিশাল হতে পারল কৈ, তবে একটু বড় হয়ে যায় সাইজে এই টুকুই ।

২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: তথ্য উপাত্বে সেরাও হয় বটে

৩১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৯

বিমূর্ত নীল বলেছেন: বটতলা থেকে সোজা ১০০গজ পশ্চিম দক্ষিণে।আরো বিস্তারিতভাবে বলতে গেলে, মাওলানা ভাসানী হলের দক্ষিণ দিকে! জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুইজারল্যান্ড! মিস করে ফেলেছেন মনে হয়।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০২

সাদা মনের মানুষ বলেছেন: মনে হয় তাই, আসলে ওখানকার কোন কিছুই ভালোভাবে চিনিনা তো......ভবিষ্যতে সুইজারল্যান্ড মিস করবোনা ইনশাআল্লাহ :)

৩২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫২

বিমূর্ত নীল বলেছেন: দুঃখিত । কেন জানি ঠিকমতো কাজ করছিলো না ।তাই ক্লিক কয়েকবার করেছি ।আশা করি মন্তব্যগুলো মুছে ফেলবেন।

৩৩| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

মারিয়া ফেরদৌসী বলেছেন: খুবই ভালো লাগলো লেখাটি পড়ে। স্মৃতিকাতর হয়ে গেলাম । প্রিয় ক্যাম্পাস।

১১ ই মে, ২০১৭ সকাল ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: হূম, কিছু স্মৃতি মনটাকে নষ্ট্যালজিক করে তোলে, শুভেচ্ছা জানবেন আপু।

৩৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৮

মো: আব্দুল মোমেন বলেছেন: অসাধারণ সব ছবি। অনেক ভালো লাগছে।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মোমেন ভাই, শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.