নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

পাখি দেখার এইতো সময় (টাঙ্গুয়ার হাওর)

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৬


টাঙ্গুয়ার হাওর বা টাঙ্গুয়া হাওর, বাংলাদেশের বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এ হাওর বাংলাদেশর দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান, প্রথমটি সুন্দরবন।

শীত মৌসুমে পানি শুকিয়ে কমে গেলে এখানকার প্রায় ২৪টি বিলের পাড় (স্থানীয় ভাষায় কান্দা) জেগে উঠলে শুধু কান্দা'র ভিতরের অংশেই আদি বিল থাকে, আর শুকিয়ে যাওয়া অংশে স্থানীয় কৃষকেরা রবিশস্য ও বোরো ধানের আবাদ করেন। এসময় এলাকাটি গোচারণভূমি হিসেবেও ব্যবহৃত হয়। বর্ষায় থৈ থৈ পানিতে নিমগ্ন হাওরের জেগে থাকা উঁচু কান্দাগুলোতে আশ্রয় নেয় পরিযায়ী পাখিরা। রোদ পোহায়, জিরিয়ে নেয়। কান্দাগুলো এখন (২০১২) আর দেখা যায় না বলে স্থানীয় এনজিও ও সরকারি ব্যবস্থাপনায় সেখানে পুঁতে দেয়া হয়েছে বাঁশ বা কাঠের ছোট ছোট বিশ্রাম-দণ্ড।

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্যের মধ্যে অন্যতম হলো বিভিন্ন জাতের পাখি। স্থানীয় বাংলাদেশী জাতের পাখি ছাড়াও শীতকালে, সুদূর সাইবেরিয়া থেকে আগত পরিযায়ী পাখিরও আবাস এই হাওর। এ হাওরে প্রায় ৫১ প্রজাতির পাখি বিচরণ করে। পরিযায়ী পাখিদের মধ্যে বিরল প্রজাতির প্যালাসেস ঈগল, বড় আকারের গ্রে কিংস্টর্ক রয়েছে এই হাওড়ে। স্থানীয় জাতের মধ্যে শকুন, পানকৌড়ি, বেগুনি কালেম, ডাহুক, বালিহাঁস, গাঙচিল, বক, সারস, কাক, শঙ্খ চিল, পাতি কুট (এই হাওরের ২৮-২৯%) ইত্যাদি পাখির নিয়মিত বিচরণ এই হাওরে। এছাড়া আছে বিপন্ন প্রজাতির পরিযায়ী পাখি কুড়ুল (বাংলাদেশে এর নমুনাসংখ্যা ১০০টির মতো)। ২০১১'র পাখিশুমারীতে এই হাওরে চটাইন্নার বিল ও তার খাল, রোয়া বিল, লেচুয়ামারা বিল, রুপাবই বিল, হাতির গাতা বিল, বেরবেরিয়া বিল, বাইল্লার ডুবি, তেকুন্না ও আন্না বিলে প্রায় ৪৭ প্রজাতির জলচর পাখি বা ওয়াটারফাউলের মোট ২৮,৮৭৬টি পাখি গণনা করা হয়। এই শুমারিতে অন্যান্য পাখির পাশাপাশি নজরে আসে কুট, মরিচা ভুতিহাঁস, পিয়ংহাস; সাধারণ ভুতিহাঁস, পান্তামুখী বা শোভেলার, লালচে মাথা ভুতিহাঁস, লালশির, নীলশির, পাতিহাঁস, লেনজা, ডুবুরি, পানকৌড়ি ইত্যাদি পাখিও।


(২) শ্রীপুর বাজার/ডাম্পের বাজার থেকে ট্রলার যোগে টাঙ্গুয়ার হাওড় যাওয়ার সময় দেখা যাবে নদীর দুইপাশে অনেক মানুষ মাছ ধরছে বা গরু চড়াচ্ছে।


(৩) হাওড়ে ঢোকার আগে নদীর দুই ধারে করচের এমন চমৎকার সাড়ি দেখে মনটা খুশিতে ভড়ে উঠবে।


(৪/৫) হাওড়ে ঢোকার পরই দেখা যাবে এমন চমৎকার দৃশ্য, অবশ্য পাখিরা ইঞ্জিন নৌকার শব্দে দূরে চলে যেতে থাকে।



(৬) হাওড়ের পানি এতো স্বচ্ছ যে, নিচের শ্যাওলাে ভেতর মাছের ছুটোছুটি দেখা যায় স্পষ্ট।


(৭) যেকানে শ্যাওলা নাই ওখানকার মাটিতে গিয়ে সূর্য্য কিরণ গিয়ে খেলায় মাতে।


(৮/৯) পাশের ঝোপঝাড়ের ভেতর থেকে পাখিরা ঢেকে চলছে অবিরত, যেনএ এক স্বর্গীয় জগৎ।



(১০/১১) কোথাও পাখিরা অলস বসে আছে, আবার কোথাও কিচির মিচির করে উড়াউড়ি করছে, এ যেন পুরোপুরি একটা পাখির জগৎ।



(১২) নলখাগড়ার বনে বসে উঁকিঝুকি মারছে দুটো কালিম পাখি।


(১৩) এখানে পানকৌড়ি ব্যতীত অন্য কারো প্রবেশ নিষেধ।


(১৪) ধুপনি বকদের গোপন মিটিং চলছিল অন্যত্র।


(১৫) ট্রলারে পাখিদের কাছে যাওয়ার সুযোগ ছিলোনা বলে বৈঠা ওয়ালা নৌকা নিয়ে এগোলাম পাখিদের অরণ্যের দিকে। এবং কোন সময় মনে হচ্ছিল নিজেও পাখিদের সাথে উড়াল দেই।


(১৬) মাছের রাজ্যে মাছরাঙা থাকবেনা এটা কিভাবে হয়?


(১৭) একদল কালিম পাখি মাথা উচিয়ে আমাদের দেখে নিচ্ছিল।


(১৮) বিলের মাঝখানে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, মেজিষ্ট্রেট ওনাদের জন্য অস্থায়ী আবাস।


(১৯) জেলেদের ধরা মাছ, সাজিয়ে নিচ্ছে তারা।


(২০) এই ছবিটা টাঙ্গুয়ার হাওড়ের বর্যাকালীন ছবি। এই হাওড় শীতে কিংবা বর্যায় সমান সুন্দর।

মন্তব্য ৭৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আহ! এই তো আমার জন্মভূমি, আমার বাংলাদেশ!

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমিও টাই বলি, আমার দেশ স্বর্গ, "এই রূপ দেখে আমি মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে"

২| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আচ্ছা, এত সুন্দর পাখিগুলোকে মানুষ গুলি করে মারে কীভাবে?

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: কে বলল ওদেরকে মানুষরা মারে? যারা মারে তারা কখনো মানুষ হতে পারেনা।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩২

পুলহ বলেছেন: এই হাওড় শীতে কিংবা বর্যায় সমান সুন্দর।"- একমত।
+++

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: তবে শীত বর্ষা ব্যতিত আরো একটা সময় আছে, ঐ সময়টায় ওখানে যাওয়া হয়নি, তবে যাবার ইচ্ছে আছে। ধন্যবাদ ভাই।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৬) হাওড়ের পানি এতো স্বচ্ছ যে, নিচের শ্যাওলাে ভেতর মাছের ছুটোছুটি দেখা যায় স্পষ্ট।

কী দারুণ!

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এই দারুণগুলোর কথা মনে হলে ইচ্ছে করে সব ফেলে ছুটে যাই ওই দারুণ পাণে।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১০/১১) কোথাও পাখিরা অলস বসে আছে, আবার কোথাও কিচির মিচির করে উড়াউড়ি করছে, এ যেন পুরোপুরি একটা পাখির জগৎ।

এদের জগতে এরাই রাজা। মানুষের কোন অধিকার নেই এদের জগতকে তছনছ করার।

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: এটা যদি আমরা সবাই বুঝতে পারতাম তাহলে আমাদের পৃথিবীটা অবশ্যই স্বর্গ থাকতো, সুন্দর উপলব্দির জন্য শ্রদ্ধা জানিয়ে গেলাম ভাই।

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৭

পুলহ বলেছেন: "তবে শীত বর্ষা ব্যতিত আরো একটা সময় আছে..."কোন সময়টা ভাই? কৌতূহলী হয়ে উঠলাম...

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: কেন চৈত্র-বৈশাখ, যখন থাকবে শুধুই ফসলের মাঠ :D

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৯) জেলেদের ধরা মাছ, সাজিয়ে নিচ্ছে তারা।

হাওরের মাছ খেতে নিশ্চয় সুস্বাদু। আপনি কী খেয়েছেন কামাল ভাই?

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪২

সাদা মনের মানুষ বলেছেন: খেয়েছি মানে! একেবারে হাওড়ে বসে জেলেদের রান্না করা মাছ ভাতই খেয়ে এসেছি, চলেন একবার আপনি আর আমি আবার কেয়ে আসি :D

২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন:

৮| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৮

প্রামানিক বলেছেন: আপনার এত এত ছবি দেখার পরে আর হাওরে যাওয়ার দরকার মনে করি না। মনটা ছবি দেখেই জুড়িয়ে গেল।

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫০

সাদা মনের মানুষ বলেছেন: এসব কি বলেন? ঠিক আছে তাহলে আমার যাওয়ার ভাড়াটা দিয়া দিয়েন। আর আপনি ব্লগ থেকে নিখোজ কেন? সেটা আগে বলেন।

৯| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


স্হানীয়ভাবে, মাচের দাম কেমন?

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫১

সাদা মনের মানুষ বলেছেন: ধারণা নাই, তবে কমই হওয়ার কথা।

১০| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:



আপনি যে এভাবে ঘুরে বেড়ান, আপনার আয়ের উৎস কি?

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: আমি সীমিত আয়ের মানুষ ভাই। ছোট একটা ব্যবসা আছে, ওখান থেকেই সময় এবং কিছু টাকা সংগ্রহ করে স্বল্প খরচে ঘুরার চেষ্টা করি সব সময়। আমার বন্ধু বান্ধবরা বেশীর ভাগই অঢেল টাকার মালিক। এই ঘুরাফেরার জন্য আমি পিছিয়ে পরেছি অনেক। তবু নেশার পিছনে ছুটে চলতেই আমি ভালোবাসি.....ধন্যবাদ ভাই।

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৫

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !

২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা

১২| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

ধ্রুবক আলো বলেছেন: ছবিগুলো দেখলে মনে হয় এরকম সুন্দর আর কোখাও নেই; এবং তা সত্য। কি অপরুপ এই দেশ, আমরা চাইলে আর সরকারি পৃষ্ঠোপোষকতা যদি থাকতো এই খাতে তাহলে বিদেশী পর্যোটকের মাধ্যমে অনেক বড় একটা বিদেশী অর্থ আয় করা যেতো।
এরকম সুন্দর ছবি সম্বলিত পোষ্টের জন্য অনেক ধন্যবাদ...
এদেশের সৌন্দর্য রক্ষার জন্যেও সরকার সহ সকলেরই অনেক সচেতনতারও প্রয়োজন...,

২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন: পর্যটকদের আকর্ষণ করার মতো প্রচুর সুন্দর স্থান আমাদের দেশে রয়েছে, কিন্তু উপযুক্ত প্রচার এবং যোগাযোগ ব্যবস্থা ও স্থান গুলোর সৌন্দর্য্য রক্ষণাবেক্ষণের অভাব ভালোই পরিলক্ষিত হয়। তাই আপনার সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই এদেশের সৌন্দর্য রক্ষার জন্যেও সরকার সহ সকলেরই অনেক সচেতনতারও প্রয়োজন...,

১৩| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: নিখোঁজ হই নাই, আমার বাড়ির কম্পিউটার ক্রাশ করছে, অনেক ছবি হারানো গেছে, সেই জন্য আমি আমার নিজের সাথে গোস্বা করছি।

২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: ওও......কম্পিউটারের সাথে গোস্বা? যাক ভাবীর সাথে যে করেন্নাই, তাহলে তো এই কয়দিন আপনাকে না খেয়েই কাটাতে হতো =p~

১৪| ২০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:১১

ক্লে ডল বলেছেন: আপনার ঘোরাঘুরি দেখে মাঝে মাঝে ঈর্ষা হয়!! :)

মন ভাল করা সব ছবি। খুব সুন্দর!

২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: আমি সব সময়ই বলি আমনাদের ইর্ষা মানেই হলো আমার জন্য শুভকামনা।

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪২

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর সব ছবি। পানির নিচের ছবিতে এত স্বচ্ছ পানি, দেখে মনে হচ্ছে সাগরের তলদেশ।

২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সত্যিই পানির নিচটা দেখে আমিও খুব অভিভুত হয়েছিলাম।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: ছবি সুন্দর হয়েছে । ধন্যবাদ

২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: বেশী পেয়ে অভ্যেস হয়ে গেলে মানুষ অল্পতে সন্তষ্ট থাকেনা, এটা হয়েছে আমার মন্তব্যের মতো, আপনার মতো নয়।

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫

ফাহিম সাদি বলেছেন: অনেক ধন্যবাদ কামাল ভাই , সিমপ্লি অসাধারন । গত পূর্নিমা রাতে (১৪ ডিসেম্বর ) টাংগুয়ার হাওড় বার্বি কিউর প্ল্যান ছিলো , অনেক টাল বাহানার পর প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে । আমি সত্যিই হতভাগা সিলেটে থেকেও গত ৪ বছরে যেতে পারি নি ।
ছবিগুলো দেখে ভালো লাগছে ।

২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

সাদা মনের মানুষ বলেছেন: কন কি সাদী ভাই, সিলেটে থাকলে তো এক দিনেও টাঙ্গুয়ার হাওর দেখা যায় ইচ্ছে থাকলে.....ইচ্ছেরা পূর্ণতা পাক এই কামনা করছি।

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫১

মোস্তফা সোহেল বলেছেন: ছবি ভাল লাগছে। আরও বেশি ভাল লাগছে সাদা মনের মানুষ নামের পাখিটারে

২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

সাদা মনের মানুষ বলেছেন: হ ভাই, পাখিদের এতো উড়াউড়ি দেখে আমারও কিছুটা ইচ্ছে করছিলো, ধন্যবাদ

১৯| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৫) ট্রলারে পাখিদের কাছে যাওয়ার সুযোগ ছিলোনা বলে বৈঠা ওয়ালা নৌকা নিয়ে এগোলাম পাখিদের অরণ্যের দিকে। এবং কোন সময় মনে হচ্ছিল নিজেও পাখিদের সাথে উড়াল দেই।

বক পাখিদের সাথে, নাকি উট পাখিদের সাথে?

২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৯

সাদা মনের মানুষ বলেছেন: পেঙ্গুইনদের সাথে :D

২০| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৮

সারাফাত রাজ বলেছেন: পাখি এবং পর্যবেক্ষকের প্রতি ভালোলাগা জানাচ্ছি :)

২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩১

সাদা মনের মানুষ বলেছেন: আপনার প্রতিও জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা

২১| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খেয়েছি মানে! একেবারে হাওড়ে বসে জেলেদের রান্না করা মাছ ভাতই খেয়ে এসেছি, চলেন একবার আপনি আর আমি আবার কেয়ে আসি

প্রস্তাব মন্দ না। তবে আমার কবিরাজ জাহাঙ্গীর পাগলাকে সাথে নিতে চাই। সম্ভব হবে কী? ব্লগার বন্ধুদেরকে আমার কবিরাজের ছবিটা দেখাইয়া দেন। সবাই তার মুরিদ হতে চায়।

২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: প্রামানিক ভাইকে বলেন এই কবিরাজকে নিয়া একখান ছন্দ লিখে পোষ্টাইয়া দিতে, তাহলে সবাই ওখানে মুরিদ হওয়ার সুযোগ পাবে :D

২২| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৬

আলোরিকা বলেছেন: সুন্দর ! :)

২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

২৩| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: সাদা মনের মানুষ,

সুন্দর সব ছবির সমন্বয়ে দারুণ এক পোস্ট!!:)

ভালোলাগা +

২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রহমান ভাই, ভালো থাকুন, সব সময়।

২৪| ২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

বরাবরেরমত চমৎকার ভাই।
অনেক অনেক শুভকামনা রইলো।

২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শোভন ভাই, শ্রদ্ধা জানবেন।

২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬

প্রামানিক বলেছেন: হে হে হে কন কি, গিন্নির সাথে গোস্বা? তাইলে তো দুইন্নাডা অচল হইয়া যাইবো।

২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৮

সাদা মনের মানুষ বলেছেন:
আশরাফুল ভাই এই জাহাঙ্গীর পাগলার কাছে মুরিদ হইছে। ওনি কইতাছে আপনি এই পাগলাকে নিয়া ছড়া লেখে ব্লগে পোষ্ট দিতেন, তাহলে নাকি আরো অনেক ব্লগার ওনার কাছে মুরিদ হওয়ার সুযোগ পাবে। কুদ্দুসনামা দেখে নিয়েন।

২৬| ২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩

রানা আমান বলেছেন: আপনার ঘোরাঘুরি দেখে আমারো মাঝে মাঝে ঈর্ষা হয় , তবে আপনার অসাধারন সব ছবি সমৃদ্ধ ব্লগ পড়ে আরও বেশি ঈর্ষা হয় , আমি যদি আপনার মত এমন সুন্দর করে লিখতে পারতুম !!

২১ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: লিখতে তো ভাই আমি ভালো জানিনা, তবে ছবির সাথে কিছুটা ক্যাপশন দিয়ে মোটামুটি চালিয়ে নিতে চেষ্টা করি সব সময়। ইর্ষা মানে শুভ কামনা, সেটা আমি ভালোই জানি :D

২৭| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

হাসান রাজু বলেছেন: সামু নিচে স্ক্রল করতে করতে যখনই দেখি কালো বর্ডার দেয়া একটি ছবি, বুঝি আপনার নতুন পোস্ট এসে গেছে । " সুন্দর ছবি " আর কত লিখব ? ওইটা এখন থেকে by default পড়ে নিবেন । অনেক ভালো থাকবেন ।

২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

সাদা মনের মানুষ বলেছেন: by default পড়ে নিবেন.......হাঃ হাঃ হাঃ মজা পাইলাম ভাই।

২৮| ২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: @ প্রামানিক ভাই, কামাল ভাই ঠিকই বলেছেন। আমি জাহাঙ্গীর পাগলার মুরিদ হয়েছি। তার পিছনে যে মাইয়াগুলা দেখতাছেন, তারা সবাই মুরিদ। জাহাঙ্গীর পাগলার কাছে পানি পড়া নিতে আইছে। কারো স্বামী ভাত দেয় না, কারো স্বামী খ্যাদাইয়া দিছে, কারো স্বামী ২য় নিকা করছে, কারো স্বামী ছোট বউরে বেশি ভালোবাসে, কারো স্বামী নারী নির্যাতনের মামলায় জেল খাটতাছে। এইরকম নানান সমস্যা।
আমি পানি পড়া নিছি বিবাহের মতো বাজে কাম যেন আর না করতে হয়। আমি যাতে আবার নিকা না করি, সে জন্য আমার বিবিও গোপনে পানি পড়া নিতে আইছে। পিছনে বোরকা পরা মাইয়াডা আমার বিবি। হে হে হে। আমি ঠিকই চিন্যা ফালাইছি।

২১ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১১

সাদা মনের মানুষ বলেছেন: এই ব্লগ যদি ভাবী দেখে তাহলে ১৬টা বাজাইব, আমি পালাই।

২৯| ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৯

প্রামানিক বলেছেন: জাহাঙ্গীর পাগলা গামছা বাবা
দেখতে চমৎকার
হেনা ভাই চুরি কইরা
মুরীদ হইছে তার।

সবার সাথে তিনিও নাকি
নিছেন পানি পড়া
ভাবির কাছে এই ঘটনায়
পড়ছেন নাকি ধরা।

কামাল ভাই এই ঘটনা
কেমনে যেন দেখছে
মনের রসে সেই কথাডা
মন্তব্যতে লেখছে।

কামাল ভাইও মুরীদ হইছে
করমু নাকো ফাস
ভাবী শুনলে জাইনা রাখেন
হইবো সর্বনাশ।

২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আমিও মুরিদ হইছি, তয় আশরাফুল ভাইয়ের মতো বুড়ো বয়সেও কিজানি নতুন আবদার করছে পাগলার কাছে ঐটা করিনাই B-)

৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: প্রায় ৯/১০টা বছরের বেশীর ভাগ সিলেটে থাকা সত্বেও এসব দেখার চোখ ছিল না বলে আজ হূতাশে মরছি।। (থেকেছি জল্লার পাড়, ঝর্নার পাড়, আম্বরখানায়ও) সময়,সুযোগ দুটোই ছিল।। িন্তু ঘুরে বেড়িয়েছি লাক্কাতুড়া আর মালনীছড়ার চা বাগানে।। আঁকাবাকা পথে হারিয়ে যেতাম, পথের প্রান্তে।। সাথে অবশ্য আপনর মত বন্ধুরাও থাকতো।। ঠিক পানকৌড়ি আর বকদের মতই।। কিন্তু এমন ভাবে থেকে যে কি হারিয়েছি, তা যদি বুঝতাম!!

২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: সিলেটের প্রায় সর্বত্রই অত্যন্ত চমৎকার যায়গা, প্রায় ১০ বছর োখানে থাকতে পারা সত্যিই খুব ভালো অভিজ্ঞতা.........শুভেচ্ছা জানবেন ভাই।

৩১| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: আপনাদের মত কয়েকজন আছেন বলেই বাংলাকে চিনছি বারবার।। কারন আমরা সেই দলে যে, দেখা হয় নাই চক্ষু মেলিয়া ;) ;)

৩২| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামাল ভাইও মুরীদ হইছে
করমু নাকো ফাস
ভাবী শুনলে জাইনা রাখেন
হইবো সর্বনাশ।



পাগলের মুরিদ পাগল হইছে, ভাবীর তাতে কী?
কামাল ভাইয়ের জন্যে একটা গামছা নিয়েছি।
প্রামানিক ভাই আপনিও যদি মুরিদ হতে চান
চলে আসেন সাথে নিয়ে গামছা এক খান
মুরিদ হইলে গামছা ছাড়া কোন উপায় নাই
ওটা দিয়েই ঢেকে রাখবেন মান ইজ্জত ভাই।

২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৯

সাদা মনের মানুষ বলেছেন:

আমি গামছা নিয়া হাজির

৩৩| ২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হে হে হে। মান ইজ্জত সবার আগে।

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কিন্তু আপনারটা কই?

৩৪| ২২ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৮

ভিটামিন সি বলেছেন: শুধু দেখেই গেলাম। স্বচক্ষে দেখা আর হলো না। প্রথম জীবন গেল প্রবাসে, ২য় জীবন শুরু করলাম ব্যাংকের গোলামী করতে।

অসাম সুন্দর ছবি দিয়েছেন কামাল ভাই। ভালো লাগল।

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: জীবনটাকে এভাবে দেকেন কেন ভাই? জীবিকার জন্য তো কিছুনা কিছু করতেই হবে, মনের ইচ্ছেটা ষোল আনা থাকলে অল্প অল্প করে দুনিয়াটা দেখা হয়ে যায়।

৩৫| ২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১০

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




"নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল" নামটিতে টাঙ্গুয়ার হাওরের মতোই উচ্ছলতা ।
আপনার চোখেই দেখে নিতে হচ্ছে সব । আফসোস..................

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪২

সাদা মনের মানুষ বলেছেন: নিজে যেতে না পারলে সমস্যা নাই, আমি তো আছিই ;)

৩৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: ছবি দেখে দুধের স্বাদ ঘোলে মেটালাম!

২৩ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৫১

সাদা মনের মানুষ বলেছেন: ঘোল কিন্তু মন্দ নয় :D

৩৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭

প্রামানিক বলেছেন: ছোটকালে দিন দুপুরে গামছা কত পরছি
সকাল বিকাল পানিত নেমে কত মাছ যে ধরছি
তখন কিন্তু গামছা বাবা কাউকে বলে নাই
বর্তমানে গামছা বাবা বটের তলায় পাই।ছোটকালে দিন দুপুরে গামছা কত পরছি
সকাল বিকাল পানিত নেমে কত মাছ যে ধরছি
তখন কিন্তু গামছা বাবা কাউকে বলে নাই
বর্তমানে গামছা বাবা বটের তলায় পাই।

২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:০৭

সাদা মনের মানুষ বলেছেন: কাধে কাথা, নাকে টাকা, এই লুকটা কি আপ্বে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.