নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

পঞ্চদশ শতকে নির্মিত সিঙ্গাইর মসজিদ

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০১


সিঙ্গাইর মসজিদ একটি মধ্যযুগীয় ঐতিহাসিক মসজিদ। ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ থেকে মাত্র ২৫ মিটার দক্ষিণ-পূর্বে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাশে সুন্দরঘোনা গ্রামে অবস্থিত এ মসজিদটি।

সিঙ্গাইর মসজিদ একগম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। বর্গাকারে নির্মিত সিঙ্গাইর মসজিদের আয়তন (১২.০৪x১২.০৪) মিটার এবং দেয়ালগুলোর পুরুত্ত গড়ে ২.১০মিটার।

প্রত্যেক কোনে বাইরের দিকে গোলাকারে বর্ধিত একটি করে সংলগ্ন বুরুজ রয়েছে। বিশেষভাবে লক্ষ্যণীয় যে, মসজিদের চর্তুদিকে কার্ণিশ গুলো বক্রকার।

মসজিদের পূর্ব দেয়ালে ৩টি খিলান যুক্ত দরজার এবং উত্তর ও দক্ষিণের দেয়ালে রয়েছে ১টি করে খিলান দরজা। পূর্ব দেয়ালের মাঝের দরজাটির আকার অন্যগুলোর চেয়ে বড়। এ থেকে ধরা হয় এটিই ছিল মসজিদের প্রধান ফটক।

মসজিদের ভিতরে পশ্চিম দেয়ালের মাঝা-মাঝি অংশে একটি অলংকৃত মেহরাব আছে। অনুরূপ অলংকৃত পোড়া মাটির সাজ চোখে পড়ে দরজাগুলোর দু’পাশে।

অন্যান্য সাধারণ বৈশিষ্ট্য ষাটগম্বুজ মসজিদের অনুরূপ। কেবলমাত্র চার কোনে সংলগন চারটি গোলাকার বরুজ মসজিদের কার্ণিস পর্যমত্ম উঠানো। মসজিদটির নির্মানশৈলী দেখে ধারণা করা হয় এটি পঞ্চদশ শতকে নির্মিত।


(২/৩) প্রধান ফটক ও ফটকে দাঁড়িয়ে তোলা মসজিদের ছবি।



(৪) মসজিদের সামনে থেকে তোলা ছবি।


(৫) এই সাইনবোর্ডটায় লেখা আছে " বিজ্ঞপ্তি, সংরক্ষিত পুরাকীর্তি। কোন ব্যাক্তি এই পুরাকীর্তির কোন রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোন বিকৃতি বা অংগচ্ছেদ ঘটালে বা খোদাই করলে বা কোন চিহ্ন বা দাগ কাটলে ১৯৬৮ সালের ১৪নং পুরাকীর্তি আইনের ১৯ ধারার অধীনে তিনি সর্বাধিক এক বৎসর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় প্রকার দন্ডে দন্ডনীয় হবেন। পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ সরকার।"


(৬) এই সাইনবোর্ডটায় লেখা আছে "সিঙ্গাইর মসজিদ একগম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। বর্গাকারে নির্মিত সিঙ্গাইর মসজিদের আয়তন (১২.০৪x১২.০৪) মিটার এবং দেয়ালগুলোর পুরুত্ত গড়ে ২.১০মিটার। প্রত্যেক কোনে বাইরের দিকে গোলাকারে বর্ধিত একটি করে সংলগ্ন বুরুজ রয়েছে। বিশেষভাবে লক্ষ্যণীয় যে, মসজিদের চর্তুদিকের কার্ণিশ গুলো বক্রকার করে নির্মিত। পূর্ব কোনে তিনটি এবং উত্তর-দক্ষিন দেয়ালে একটি করে খিলান যুক্ত দরজা আছে। পশ্চিম দেয়ালে আছে একটি অলংকৃত মেহরাব। এই মসজিদটি পঞ্চদশ শতকে নির্মিত হয়।"


(৭) এই ছবিটা মসজিদের উত্তর পাশ থেকে তোলা।


(৮) এই মসজিদের ঠিক উল্টো পাশেই আরেক ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ অবস্থিত। আমরা অনেকেই ষাটগম্বুজ মসজিদটা দেখে চলে আসি। অথচ এতো কাছাকাছি আরেকটা ঐতিহাসিন মসজিদ আছে সেটা নজরেই আসেনা।

মন্তব্য ৬৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রাজশাহীর বাঘা উপজিলায় পঞ্চদশ শতকে নির্মিত হুবহু এই রকম একটা মসজিদ আছে। হজরত শাহ দৌলা মসজিদ বলা হয়।

আপনার আমন্ত্রণ রইল মসজিদটি দেখার জন্য।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: কবে আসবো বলেন, রাজশাহীতে অনেক কিছু দেখার এখনো বাকী :)

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


"ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ থেকে মাত্র ২৫ মিটার দক্ষিণ-পূর্বে "

-টাইপো, ২৫ মিটার।

এসব অন্চলের মানুষ তখন ইটও দেখেনি হয়তো, থাকতো কুঁড়ে ঘরে; হতবাক হওয়ার মতো ব্যাপার, এ ধরণের মসজিদ করেছে!

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: কিজানি! কিভাবে কোথ্থেকে ওনারা ইন আনলো, মসজিদ বানালো, আর সেই মসজিদ এখনো বহাল তবিয়তে :)

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৮) এই মসজিদের ঠিক উল্টো পাশেই আরেক ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ অবস্থিত। আমরা অনেকেই ষাটগম্বুজ মসজিদটা দেখে চলে আসি। অথচ এতো কাছাকাছি আরেকটা ঐতিহাসিন মসজিদ আছে সেটা নজরেই আসেনা।

এই মসজিদ আমি দেখেছি বলে মনে করতে পারছি না। তবে ষাটগম্বুজ মসজিদ দেখেছি।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: নিশ্চয়ই চশমাটা বাসায় ফেলে গেছিলেন :-B

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবে আসবো বলেন, রাজশাহীতে অনেক কিছু দেখার এখনো বাকী

সবচেয়ে ভালো হবে আমের সময় এলে। রথ দেখা কলা বেচা দুটোই হবে। হে হে হে।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: বার বারে খালি আমের সময়ই যাবো? অন্য সময় কি ওখানে কিছুই দেখার বা খাওয়ার থাকেনা!!!!

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চলে আসেন কামাল ভাই যে কোন দিন। কোন সমস্যা নাই।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: এই তো লাইনে আসছেন, আপনি নরসিংদী কবে আসবেন সেইটা আগে বলেন :D

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: না ভাই, এই বদলাবদলি সফর চলবে না। আপনি ভ্রমণ করতে ভালোবাসেন। দেশ বিদেশ ঘুরে বেড়ান। সুতরাং আপনারই অগ্রাধিকার।

আমি সময় সুযোগ মতো যাবো একদিন। ঢাকায় চোখ দেখাতে যাওয়ার কথাবার্তা চলছে। সেরকম হলে হয়তো তখন নরসিংদী যেতে পারি। কিছু মনে কইরেন না ভাই।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: ওকে, আপনার জন্য তো আমি আর থেকে থাকতে পারিনা :)

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৬

আশফাক ওশান বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য।যাবো খুব শীঘ্রই

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৮

গিরি গোহা বলেছেন: অনেক সুন্দর।

ভালোলাগলো

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

কিংবদন্তির জার্নাল বলেছেন: সাদা মনের মানুষ ভাই আপনার নামটা যেমন কর্মও তেমন। আপনার ঘুরে বেড়ানোর পোস্ট সাথে কেমেরার জাদু দেখে দেখে আমার আর তর সইছে না। হৃদয়ের মাঝে সুপ্ত ইচ্ছেগুলো উকি ঝুঁকি মারছে। আপনার মতো ঘুরে বেড়াতে ইচ্ছা করে।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৮

সাদা মনের মানুষ বলেছেন: সুপ্ত ইচ্ছেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মনের ইচ্ছেটাই সব চেয়ে বেশী দরকার......শুভ কামনা

১০| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
দারুন ছবি ব্লগ
সাথে বর্ননা।

ভালো লাগা রইল ভাই ।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই, শ্রদ্ধা জানবেন

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এই মসজিদের যথাযথ সংস্কার করলে দেখতে আরও সুন্দর হতো।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

সাদা মনের মানুষ বলেছেন: হতে পারে, সকাল বেলা চা খাইবেন্নি?

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪২

সিগনেচার নসিব বলেছেন: বরাবরের মতই
সুন্দর ছবি ব্লগ




আন্তরিক ধন্যবাদ কামাল ভাই

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার জন্যও আন্তরিক শুভেচ্ছা

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চা খেয়েছি। এখন দুপুর হতে চললো। ভাতের ব্যবস্থা করেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭

সাদা মনের মানুষ বলেছেন:
নেন, আপাতত এই আছে :D

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬

আখেনাটেন বলেছেন: ভালো লাগল পড়ে ও ছবি দেখে।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন ভালোলাগা আমার জন্য উৎসাহিত হওয়ার রসদ........শুভ কামনা।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮

রানা আমান বলেছেন: সবসময়কার মতই আরও একটি চমৎকার ছবি ব্লগ , সাথে বর্ননা । ভালোলেগে গেছে ।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রানা ভাই

১৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮

পৌষ বলেছেন: অনেক সুন্দর প্রতিটা ছবি। ভাই আপনার কি ক্যামেরা দিয়ে ছবি তোলেন। আমি একটা DSLR কিনবো ভাবছি। একটু সাজেশন আরকি...

২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: ক্যামেরা সম্পর্কে আমার কাছ থেকে সাজেশন পাওয়ার কোন সুযোগ নাই, আমি কেনন এর সেমি এসেলার একটা নিয়ে নিয়েছি, যা সব সময়ই অটো মুডে চালাই........ধন্যবাদ ভাই।

পৌষ মাস, কিন্তু শীত নাই ক্যান?? :D

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২

সাহসী সন্তান বলেছেন: যতদূর জানি, আপনি তো সাধারণত ২০টা ছবি দিয়েই ছবি ব্লগ সাজান? কিন্তু আজ এত কম যে? ছবি দেখে মন ভরে নাই, বিশেষ করে আপনার মত ফটোগ্রাফারের ছবি গুলো দেখতে অনেক ভাল লাগে; তথাপিও পোস্টে ভাল লাগা!

শুভ কামনা জানবেন!

২৬ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই, আমি সব সময়ই বিশটা ছবি দেওয়ার চেষ্টা করি। কিন্তু সময় স্বল্পতায় এই মসজিদের ছবি উঠানো হয়েছে খুবই কম, তাই এই বিকল্প ব্যবস্থা..........ভালোবাসা নিবেন।

১৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পান্তা ভাতে ঘি কই? আপনি জানেন না, আমি ঘি ছাড়া পান্তা ভাত খেতে পারি না?

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

সাদা মনের মানুষ বলেছেন: ঘিয়ের ডিব্বা প্রামানিক ভাই নিয়া দৌড় লাগাইছে, আমি ওনার নাগাল পাই নাই, আপনি একটু পা চালাইয়া দেখতে পারেন :D

১৯| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুধ্রই ভ্রমন নয় সাথে সমৃদ্ধ ইতহিাস আর ঐতহ্যি!! দারুন ভ্রাতা:)

অনেক ধন্যবাদ মুক্ত মানিক কুড়িয়ে সংকলিত করায়! আটপৗড়ে আমাদের তো ভ্রমন যেন বিলাস!!!!
দুধরে স্বাদ ঘোলেই মিটাই আপনার পোষ্ট দেখে, ঘুরে, পড়ে!

অনেক ধণ্যবাদ
++++

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ঘোল কিন্তু খাদ্য হিসাবে খারাপ না.......শুভেচ্ছা জানবেন ভ্রাতা

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

পৌষ বলেছেন: পৌষ মাস কিন্তু শীত নাই কেন? আমারও এটা প্রশ্ন। এবারে শীত কেমন যেন টালবালটি করছে। ভাই আমি আবহাওয়া অফিসে চাকরি করি তো রাডার পর্যবেক্ষণে আমার মনে হচ্ছে ২/১ দিনের মধ্যে মোটামুটি ভালোই শীত নামবে। কারণ সারা দেশের আকাশে মেঘের ঘনঘটা। মানে বৃষ্টি হলেই শীত পুরোপুরি জেকে বসবে। বাকিটা আল্লাহ ভরসা

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: পৌষ মাঘে শীত না থাকলে কি জমে? বৃষ্টি না হয়ে শীত নামলে ভালো, বৃষ্টিটা এখন ক্ষতিকর হতে পারে।

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

পুলহ বলেছেন: আমি মনে করেছিলাম সিঙ্গাইর মসজিদ বুঝি মানিকগঞ্জে, আপনার লেখা পড়ে ভুল ভাঙ্গলো।
সুন্দর পোস্টে ভালোলাগা।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, সব সময় সাথে থেকে উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞ

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে প্রামানিক ভাই ঘিয়ের ডিব্বা নিয়া যায় নাই। নিম্নচাপের কারণে সে তো খালি ডিব্বায় পানি নিয়া জঙ্গলে দৌড় দিছে।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: মন্তব্য দুইবার ক্যান? ডিব্বা কি দুইডা নিছেনি? B-)

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে প্রামানিক ভাই ঘিয়ের ডিব্বা নিয়া যায় নাই। নিম্নচাপের কারণে সে তো খালি ডিব্বায় পানি নিয়া জঙ্গলে দৌড় দিছে।

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দুইটা হইল ক্যামনে?

একটা মুইছা দেন কামাল ভাই।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ইরেজার হারাইয়া ফালািছি, আগে একটা কিনে পাঠান :-B

২৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইরেজার না থাকলে আঙ্গুলে থুতু নিয়ে ঘষে ঘষে তুলে ফেলেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: থুথু দিয়া মনিটরে ধরলে খালি সর্ট করে, কম্পু বন্ধ কইরা টেরাই মারতে গিয়া দেখি কিছুই দেকা যায়না, কি এক বেসম্ভব বিপদে পড়লাম :((

২৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

সোহানী বলেছেন: সত্যিই তো ষাটগম্বুজ মসজিদ দেখেচি অথচ এটা খবর জানিই না....

২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: তো আমি আর কি কইলাম :)

২৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কম্পু বন্ধ কইরা টেরাই মারতে গিয়া দেখি কিছুই দেকা যায়না, কি এক বেসম্ভব বিপদে পড়লাম :((


কম্পু বন্ধ করতে আপনারে কে কইছে? কারেন্টের প্লাগটা সকেট থাইকা খুইলা নিলেই তো হইত।

২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: এই জন্যই মুরব্বীদের পরামর্শ দরকার হয়,,,,,,,,ঠিকাছে আমি পেলাগ খুইকা মুইছা দিতাছি =p~

২৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৩

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর একটা ছবি ব্লগ!:)

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

২৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই যে এবার আপনি বুদ্ধি পাইছেন! মুরুব্বিদের কথা না শুনলে কী হয় দেখলেন তো?

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪০

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে =p~

৩০| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৮

বিলিয়ার রহমান বলেছেন: ভাই কেবল ধন্যবাদ দিলে চলবেনা !:)

সাথে অন্য কিছুও চাইতেছি!!!:):)

২৭ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪১

সাদা মনের মানুষ বলেছেন:

৩১| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

খায়রুল আহসান বলেছেন: পঞ্চদশ শতকে নির্মিত ঐতিহাসিক সিঙ্গাইর মসজিদটির উপর ছবি ব্লগ দেখে ও পড়ে ভাল লাগলো। ষাটগম্বুজ মসজিদে কয়েকবার গিয়েছি, অথচ অনতিদূরে এই মসজিদটিতে যাওয়া হয় নাই, কারণ এ সম্পর্কে জানা ছিলনা।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০০

সাদা মনের মানুষ বলেছেন: ষাটগম্বুজ মসজিদের প্রবেশ পথের ঠিক উল্টো দিকেই দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক স্থাপনা, ধন্যবাদ বড় ভাই।

৩২| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

প্রামানিক বলেছেন: ওখানে গিয়েছিলাম তারপরেও আপনার ছবি দেখে ভালো লাগছে। ধন্যবাদ

২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

সাদা মনের মানুষ বলেছেন: ভালো লাগলে চা খাওয়ান :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.