নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
কাশ্মীর ভ্রমণটা আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। সব গুছিয়ে প্রথম যখন কাশ্মীর যাওয়ার পাকা দিন তারিখ ঠিক করলাম তখন ওখানে বড় ধরণের বন্যা হওয়ায় ভ্রমণ বাতিল করা হল। মোদী সরকার ক্ষমতায় আসার পর আবার যখন কাশ্মীর যাওয়ার পরিকল্পনা করলাম তখন ভারতে গরুর মাংস খাওয়া নিয়ে কাশ্মীরে একজন ট্রাক ড্রাইভারকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। অনেক বাধা সত্বেও যেদিন জম্মুতে নামলাম সেদিন ওখানে চলছিল অবরোধ। সর্বশেষ কিছুদিন আগে আবার কাশ্মীরের লাদাখ যাওয়ার জন্য যখন ভিসা লাগিয়ে রেডি তখনই পাকিস্তানের সাথে সীমান্ত উত্তেজনায় এবারও যাওয়া স্থগিত বা বাতিল হলো।
আর কোন দিন ভুস্বর্গ খ্যাত কাশ্মীরে যাওয়া হবে কিনা জানিনা। তবে ওখানে একবার যাওয়ার যেটুকু দেখেছিলাম তাকে আমি নিঃসন্দেহে স্বর্গই বলব। কাশ্মীরের অন্যতম দর্শনীয় স্থান গুলোর মধ্যে পেহেলগাম এর বেতাব ভ্যালী অন্যতম। হিন্দি ছবি বেতাব এর শুটিং হয়েছিল এখানে। তাই এর নাম হয়ে গেছে বেতাব ভ্যালী। আসুন আমরা ঢুকে পড়ি বেতাব ভ্যালীতে।
(২/৩) পেহেলগাম থেকে চন্দনওয়ারি যাওয়ার মাঝ পথেই পড়ে এই বেতাব ভ্যালী। চন্দনওয়ারির উঁচু পথে দাঁড়িয়ে তোলা বেতাব ভ্যালী।
(৪) আঁকাবাঁকা পাহাড়ি পথে এক সময় আমরা চলে এলাম বেতাব ভ্যালীর কার পার্কিংএ।
(৫) প্রধান ফটকের ডান পাশের ঘরটাই টিকেট কাউন্টার।
(৬) একটি ভাসমান চানাচুরের দোকান। সব চাইতে মজা পাইছি, দোকানদার একটা বিশালাকার পেয়াজ কেটে পদ্মফুলের মতো করে বানিয়ে রেখেছে দেখে।
(৭) ওখানে যাওয়ার আগে কোথাও পড়েছিলাম যে, বেতাব ভ্যালীতে ঢোকার টিকেটের দাম দশ রুপি। কিন্তু না, প্রত্যেকের জন্য গুনতে হয়েছিলো ১০০ রুপী।
(৮/৯) ইচ্ছে করলেই বেতাব ভ্যালীর এই গেষ্ট হাউজে থাকা যায়। চারিদিকে পাহাড় বেষ্টিত এই উপত্যকার একটি পাশ দিয়ে পাথুরে ঝর্ণার অবিরাম ছুটে চলা, তার পাশেই এমন নির্জন কুটির। জায়গাটা আমার খুবই পছন্দ হলেও থাকার ভাগ্য হয়ে উঠেনি।
(১০) কাশ্মীরকে ফুলের রাজ্য বলা হলেও, আমাদের ভ্রমণের সময়টায় মনে হয় ফুল অনেক কমই ছিলো।
(১১/১২) বেতাব ভ্যালীতে গেলে নিশ্চিৎ স্বর্গের ছোয়া পাবেন।
(১৩) চমৎকার এই ব্রীজের নিচে এখন পানির প্রবাহ কিছুটা থাকলেও শীতে থাকে শুধুই বরফের আস্তরণ।
(১৪) উপরের যেই চুড়াগুলোতে এখনো কিছুটা বরফ রয়ে গেছে সেখান থেকেই এখনো বরফ গলে বেতাব ভ্যালীর ভেতর দিয়ে এই স্রোত ধারা ছুটে চলছে লিডার নদীর দিকে।
(১৫) আর বরফ গলা জলগুলো প্রথমে এমন ভাবে কালো পাথরের ভেতর দিয়া উপর থেকে নেমে আসছে অবিরত।
(১৬) পর্যটকদের আনাগোনায় এখানটা মুখরিত থাকে সব সময়।
(১৭) পাহাড়ে কাশ্মীরীদের প্রধান বাহন ঘোড়া ইতিউতি ঘুরে বেড়াতে দেখা যায় বেতাব ভ্যালীতে।
(১৮) বেতাব ভ্যালীর পাশের একটি গ্রাম।
(১৯) গ্রামের ভেতর থেকে তোলা একটা ছবি।
(২০) বেতাব ভ্যালীর মালিক না, এটা আমার ছবি
(২১) বরফ ঢাকা বেতাব ভ্যালীর এই ছবিটা নেট থেকে নেওয়া।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১
সাদা মনের মানুষ বলেছেন: ওয়েলকাম
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নেটের ছবিটা অবশ্যই সুন্দর। কিন্তু আমরা আপনার পোস্টে আপনার তোলা ছবি দেখতে চাই। আপনার ছবির একটা সম্মোহনী ক্ষমতা আছে, যা অন্য ছবিতে পাই না।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪২
সাদা মনের মানুষ বলেছেন: নেটের ছবিটা দেওয়ার কারণ হলো, এমন ছবি তোলার ইচ্ছে আমার নিজেরও আছে, যদি কখনো সোয়ভাগ্য হয়।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৭) পাহাড়ে কাশ্মীরীদের প্রধান বাহন ঘোড়া ইতিউতি ঘুরে বেড়াতে দেখা যায় বেতাব ভ্যালীতে।
এই ঘোড়ার পিঠে চড়ে বেতাব ভ্যালীতে যামু। হে হে হে।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: আমারে সাথে নিয়েন, বুড়া মানুষ ঘোড়ায় লাফ মারলে তার উপরে বইসা থাকতে পারবেন না। সাথে থাকলে আপনার ঠেং ধরে হলেও আমি রাখার চেষ্টা করবো
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৮/৯) ইচ্ছে করলেই বেতাব ভ্যালীর এই গেষ্ট হাউজে থাকা যায়। চারিদিকে পাহাড় বেষ্টিত এই উপত্যকার একটি পাশ দিয়ে পাথুরে ঝর্ণার অবিরাম ছুটে চলা, তার পাশেই এমন নির্জন কুটির। জায়গাটা আমার খুবই পছন্দ হলেও থাকার ভাগ্য হয়ে উঠেনি।
তাহলে চলেন আবার যাই। এই গেস্ট হাউজে থাকতে আমারও মুঞ্চায়।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হয় এই জানুয়ারীতেই সব থেকে ভালো হবে, শেষ ছবিটাতে দেখছেন কেমন চমৎকার বরফ জমেছে।
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২০
রানা আমান বলেছেন: আমি ৪র্থ । অসাধারন সুন্দর , কিংবা তারচে বেশি ।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার উপরে একজনই আছে, রাজশাহীর বুড়া লোকটা। সুতরাং আপনি দ্বিতীয়.......আপনাকে ডাবল শুভেচ্ছা
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২০) বেতাব ভ্যালীর মালিক না, এটা আমার ছবি
চেনা বামুনের পৈতা লাগে না।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: মাঝে মাঝে পৈতা লাগাইতে মুন্চায়
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২১
মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলি খুব সুন্দর
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মোস্তফা ভাই, কেমন আছেন?
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১১/১২) বেতাব ভ্যালীতে গেলে নিশ্চিৎ স্বর্গের ছোয়া পাবেন।
আমার পীর জাহাঙ্গীর পাগলারে সাথে নিয়া যামু।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: আগে আমারে মুরিদ কইরা লন.......আর সামনে পীর-ফকির, মাঝার নিয়া আমার অনেক পোষ্ট আসার সম্ভাবনা আছে, রেডি থাইকেন
৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কাস্মির অনেক সুন্দর। ছবিতে আরো সুন্দর লাগছে।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, যেদিকে তাকিয়েছি কোন দিকেই সৌন্দর্য্যের কোন ঘাটতি ছিলনা........শুভেচ্ছা জানবেন শাহাদাৎ ভাই
১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৬) একটি ভাসমান চানাচুরের দোকান। সব চাইতে মজা পাইছি, দোকানদার একটা বিশালাকার পেয়াজ কেটে পদ্মফুলের মতো করে বানিয়ে রেখেছে দেখে।
শিল্পী দোকানদার।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২
সাদা মনের মানুষ বলেছেন: কম খারাপ কন্নাই
১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর!!!
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শোভন ভাই, ভালো থাকুন, সব সময়।
১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
কাশ্মীর ইজ অলওয়েজ কাশ্মীর !!!!! মনমুগ্ধকর ।
এইটাই জোস হইছে ---
বেতাব ভ্যালীর মালিক না .................... বেতাল কেউ একজন !!!!
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: বেতাব ভ্যালীর মালিক না .................... বেতাল কেউ একজন !!!!------------ব্যাপক ভাইটামিন পাইলাম ভাই
১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৬
মোস্তফা সোহেল বলেছেন: আমি ভাল আছি ভাইয়া । আপনি কেমন আছেন। আজ একটি পোষ্ট দিয়েছি দেখার অনুরোধ রইল। সাথে মন্তব্য চাই
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ঢু মেরে এলাম ভাই
১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৫
আখেনাটেন বলেছেন: অসাধারণ ছবিগুলো। বিশেষ করে ৭, ১০, ১৩ নংগুলো।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাদের এমন মূল্যায়ণ আমাকে বরাবরই উৎসাহিত করে।
১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৬
জুন বলেছেন: কাশ্মীর দেখার বহুদিনের সুপ্ত বাসনা পুরন হচ্ছে আপনার ছবিতে সাদা মনের মানুষ । অনেক ভালোলাগলো বেতাব ভ্যালীকে আপনার চোখে দেখে
+
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে আমি বরাবরই হিংসে করি, কিন্তু আপনিও কাশ্মীর যাননি শুনে আমি সত্যিই অবাক হই.......শ্রদ্ধা জানবেন আপু।
১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন:
দারুন ছবি ব্লগ ++
আপনার ছবিতে কাশ্মীর ভ্রমণটা ঘুরে আসলাম । ধন্যবাদ ।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: কোন এক শীতে ওখানে যাওয়ার খুব ইচ্ছে, জানিনা ইচ্ছেটা কখনো বাস্তব রূপ পাবে কিনা......শুভেচ্ছা জানবেন ভাই।
১৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮
কিংবদন্তির জার্নাল বলেছেন: কিছুক্ষনের জন্য বেতাব ভ্যালীতে হারিয়ে গিয়েছিলাম।
ধন্যবাদ এত সুন্দর ছবি ব্লগ উফার দেওয়ার জন্য।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: দোয়া করবেন ভাই, আরো সুন্দর সুন্দর ছবি ব্লগ যেন আপনাদের উপহার দিতে পারি.......ধন্যবাদ।
১৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬
হাসান রাজু বলেছেন: আহারে এমুন সুন্দর যায়গায় ক্যামনে রক্ত ঝরে । কাশ্মীরে হামলা, যুদ্ধ, সন্ত্রাসের ঘোষণা যে সব আমলা-কামলা, ধুরন্দররা দেয় তাদের পাড়লে, কাশ্মীরের মাঠিতে দাড়িয়ে এমন বর্বর ঘোষণা দিতে বলা উচিৎ । আমি নিশ্চিত এই স্বর্গে দাড়িয়ে কোন হিটলার চরিত্রের অমানুষ ও এমন ভয়ানক ঘোষণা দিতে পারবে না ।
নোংরা চেয়ারে বসে বসে স্বর্গ-নাশের ষড়যন্ত্র !!!! আফসোস ........
*** আপনার এতো সুন্দর পোস্টের জন্য অশেষ ধন্যবাদ ।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯
সাদা মনের মানুষ বলেছেন: নোংরা চেয়ারে বসে বসে স্বর্গ-নাশের ষড়যন্ত্র !!!! আফসোস ........ দারুণ বলেছে ভাই, এমন একটা শব্দই আমি খুঁজে বেড়াচ্ছিলাম, শুভেচ্ছা জানবেন।
১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০২
সারাফাত রাজ বলেছেন: ভাই, আপনার ছবিগুলো দেখে পুরানো স্মৃতি রোমন্থিত হলো। আপনি এতো ভালো ছবি তোলেন আমার মনে হয় যে আমি বুঝি ছবির জায়গাটাতেই আছি।
কাশ্মীরের অস্থিতিশীলতা সবসময়েই ব্যাথিত করে। আমি যখন সেখানে যাই তখন জম্মু অঞ্চলে একজন মুসলমানকে হত্যা করা নিয়ে কাশ্মীর বেশ অশান্ত ছিলো। ব্যাপারটা খুবই দুঃখজ্বনক।
কাশ্মীরের প্রতি ভারতের আচরন কি কিছুটা বিমাতাসুলভ? আমার অনেকটা তাই মনে হয়েছে। অস্ত্রধারী শাস্ত্রী কিছুদূর পরপরই পাহারারত, সাধারন কাশ্মীরিরা সেদিকে ঘৃণার চোখে তাকাচ্ছে।
কাশ্মীরের মানুষেরা অসাধারণ। এরা এতো মিশুক এবং বন্ধুভাবাপন্ন যে বলার নয়। এরা খুবই আড্ডাবাজ। বাংলাদেশীদেরকে কাশ্মীরিরা খুবই পছন্দ করে। সাকিব-আল-হাসান তাদের সবচেয়ে পছন্দের ক্রিকেট তারকা। গতো বিশ্বকাপে ভারত যে বাংলাদেশকে দু'নম্বরি করে হারিয়েছে সে কারণে কাশ্মীরবাসীরা খুবই বিব্রত, তাঁরা মোটেও এটা পছন্দ করেনি।
চট্টগ্রাম থেকে প্রকাশিত একটা অনলাইন ম্যাগাজিন "মানচিত্রে" আমি কাশ্মীর নিয়ে লিখছি, আপনি আগ্রহী থাকলে পড়তে পারেন। কাশ্মীর: স্বর্গের রাজধানীতে
আপনার ছবিগুলো খুবই অসাধারণ। ভালো থাকবেন।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
সাদা মনের মানুষ বলেছেন: কাশ্মীরিরা নিজেদেরকে কখনো ভারতীয় মনে করেনা। আমি যখন পেহেলগাম একটা হোটেলে খেতে বসেছিলাম, দেখলাম টিভিতে ভারত আর দক্ষিণ আফ্রিকার রুদ্ধশ্বাস ক্রিকেট ম্যাচ চলছে। যখন তখন যে কেউ জিতে যাবে, এমতাবস্থায় ভারত হেরে যাওয়াতে ওরা খুবই খুশি হয়েছিলো। জিজ্ঞেস করেছিলাম তোমরা ভারতীয় হয়েও ভারত হারায় খুশি হওয়ার কারণটা কি? ওরা বলেছিলো আমরা শুধুই কাশ্মীরি। তবে একই দেশে থেকে ওরা হিন্দুদেরকে এতো বেশী ঘৃণা করে যে, এটা অবশ্যই ওদের পরিত্যাগ করা উচিৎ। সাকিব আল হাসান বলতে ওরা অজ্ঞান, আর পাকিস্থান প্রীতিও ওনাদের ভেতর ভালোভাবেই আছে। তবে মানুষ হিসাবে ওদেরকে আমার চমৎকার মনে হয়েছে।
আপনার লিঙ্কে গিয়ে কোন পোষ্ট পাচ্ছিনা, শুধু মানচিত্রের পেজটা আসে।
২০| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৭) ওখানে যাওয়ার আগে কোথাও পড়েছিলাম যে, বেতাব ভ্যালীতে ঢোকার টিকেটের দাম দশ রুপি। কিন্তু না, প্রত্যেকের জন্য গুনতে হয়েছিলো ১০০ রুপী।
চিটিংবাজির জন্য ওদের শাস্তি দিতে হবে। আমাদের দেশে বেড়াতে এলে হোটেলে খাওয়ার সময় ওদেরকে নিমপাতার রসে সিদ্ধ করা করলার ভর্তা দিয়ে ভাত দিতে হবে।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ওরা লেখে নাই ভাইজান, আমাদের মধ্য থেকেই কেউ লিখেছে, আমি বাঙলায় পড়েছি। তাছাড়া টিকেটের দাম পরেও বাড়তে পারে
২১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০
সারাফাত রাজ বলেছেন: ভাই, আপনাকে আমি যে লিঙ্ক দিই তা কখনো কাজ করে না কেন তা কে জানে!!!
আবার লিঙ্ক দিচ্ছি। কাশ্মীর: স্বর্গের রাজধানীতে
এই লিঙ্কে প্রবেশ না করতে পারলেও মানচিত্রে দেখবেন এই নামে লেখা আছে। ভালো থাকবেন।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, দেখে এলাম আপনার পোষ্ট। বরাবরের মতোই চমৎকার ছবি আর লেখনিতে সাজানো। শুভেচ্ছা জানবেন ভাই।
২২| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
নুর ইসলাম রফিক বলেছেন: কেমন আছেন?
অনেক দিন পর আপনার সাথে দেখা।
আপনার ছবি গুলি দেখে মনে হচ্ছে সিনারি গুলি কোন চিত্র শিল্পির রং তুলির কর্ম।
বিশ্বাস করতে খুব কষ্ট হয় যে এটা রং তুলির নয় বাস্তব্য প্রকৃতি।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? মন্তব্য পড়ে উৎসাহ বোধ করছি।
২৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
আমিই মিসির আলী বলেছেন: ভ্রমন বিলাসী মানুষের জীবন অনেক সুন্দর। সুন্দর সুন্দর জায়গার সৌন্দর্যে উদ্ভাসিত জীবন।
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা করি মিসির ভাই জীবনটাকে সুন্দর করার, কিন্তু জীবনের সব জটিলতা পিছনে ফেলে সৌন্দর্যে উদ্ভাসিত করা সত্যিই কঠিন ভাই।
২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫
বিলিয়ার রহমান বলেছেন:
এই ছবিটাই সবথেকে সুন্দর!
২৭ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
সাদা মনের মানুষ বলেছেন: আমি লজ্জা পাইলাম রহমান ভাই।
২৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
ওরা লেখে নাই ভাইজান, আমাদের মধ্য থেকেই কেউ লিখেছে, আমি বাঙলায় পড়েছি। তাছাড়া টিকেটের দাম পরেও বাড়তে পারে
তাহলে থাক, নিমপাতার রসে সিদ্ধ করা করলার ভর্তা দিয়ে ওদের আপ্যায়ন করার দরকার নাই।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে ওটা আপনার জন্যই বরাদ্ধ থাকুক
২৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৯
কথাকথিকেথিকথন বলেছেন: বেশ মনোমুগ্ধকর ছবিগুলো । কাশ্মীরকে তো ভূস্বর্গ বলা হয় । কিন্তু সেখানে রাজনীতিক অবস্থান এবং এদিক ওদিক টানাহেছড়া এমন সৌন্দর্যকে মলিনই করে দিচ্ছে দিনকে দিন ।
অনেক ধন্যবাদ আপনাকে কিছু সৌন্দর্য শেয়ারে !
২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ওখানকার মানুষদের কষ্টের শেষ নাই, রাজনৈতিক এবং প্রাকৃতিক। ধন্যবাদ ভাই, শুভেচ্ছা অবিরত
২৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩০
প্রামানিক বলেছেন: ১০ টাকার টিকিট ১০০ টাকা হইলেও দেইখা শান্তি। ধন্যবাদ এমন মনমুগ্ধকর ছবি পোষ্ট দেয়ার জন্য।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনি কোথায় থাকেন প্রামানিক ভাই
২৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৩
ডঃ এম এ আলী বলেছেন:
ছবিগুলি খুবই সুন্দর ও মনোমুগ্ধকর হয়েছে
অনেকের মত আমার কাছেও এই ছবিটিই
সবচেয়ে ভাল লেগেছে ।
একটি প্রফেশনাল লিখা নিয়ে ব্যস্ত সময় কাটছে ।
পরে আবার আসার ইচ্ছা আছে ।
শুভেচ্ছা রইল
২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০
সাদা মনের মানুষ বলেছেন: এটা যদি ভালোও হয়, আমি নিশ্চিৎ করেই বলতে পারি এটা আমার তোলানা, ধন্যবাদ ভাই, শ্রদ্ধা জানবেন।
২৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৫৮
উম্মে সায়মা বলেছেন: ইশ স্বপ্নের জায়গা কাশ্মীর! আল্লাহ জানে কখনো যাওয়ার সৌভাগ্য হবে কিনা। আপনার পোস্ট দেখে যাওয়ার ইচ্ছা আরো বেড়ে গেল....
২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে তো আমাদের বাড়েই, ওদিকে ওখানকার অস্থিতিশীলতাও বাড়ে,,,,,,,,,,,,আপনার ইচ্ছেটা পূরণ হোক, এই কামনা করছি।
৩০| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০৭
নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো ।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম, শুভেচ্ছা
৩১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২৩
খায়রুল আহসান বলেছেন: খুবই সুন্দর ছবি ব্লগ, নয়ন জুড়িয়ে গেল।
২০ নম্বর ছবিটা এবং কথাগুলো দারুণ হয়েছে। ৮/৯ ছবির ঘর দুটোতে ক'টা দিন থাকতে ইচ্ছে করছে।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
সাদা মনের মানুষ বলেছেন: আহমদ জী এস বলেছেনঃ বেতাব ভ্যালীর মালিক না .................... বেতাল কেউ একজন বেতাল !!!!
৩২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪১
সচেতনহ্যাপী বলেছেন: কাশ্মীরের অভিজ্ঞতা শুধু বইয়ের লেখায়।। তাই সমৃদ্ধ হলো এখানে এসে।।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২২
সাদা মনের মানুষ বলেছেন: বেঁচে থাকলে আরো অভিজ্ঞতার মুখোমুখি হতে চাই.....ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
৩৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:১৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একদম প্রথম ছবিটার ছাউনি কিসের?
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬
সাদা মনের মানুষ বলেছেন: বাদাম হাতে নিয়ে বসে খাওয়ার জন্য করে রেখেছে। তবে বাদাম ছাড়া প্রবেশ নিষেধ
৩৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহ!!! বেতাব ভ্যালী। কবে যে আবার যাওয়া হবে আল্লাহ্ই জানে।
ইয়ে ছবিটা কে জানি তুলছিল...
বেতাবভ্যালীর এই ছবিটা আমার খুব প্রিয়
২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: এটা তো আমাদের টিম লিডার হাসান ভাইয়ের তোলা ছবি, আপনি পাইলেন কই??
৩৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাদাম কেনার দায়িত্ব তো টিম লিডার হাসান ভাই আপনারে দিছে। আপনি কিনবেন, আর আমরা বইসা বইসা খামু। হে হে হে।
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: হাসান ভাই বুকা মানুষ, ওনারে বাদাম কিন্তে দিলে কলা কিন্না নিয়া আইব
৩৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাইজান আমি আপনার বেঞ্চে বসা ছবিটার কথা জিজ্ঞাসা করিছিলুম
২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ওটা বলতে পারছিনা, মনির কিংবা শামীম তুলেছিল বোধ হয়।
৩৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: জ্বী না মশাই, ঐ ছবিখান আপনাদের দলনেতা তুলিয়া দিয়াছিলেন। বেঞ্চের ডান, বাম এবং মাঝখান তিন জায়গাতেই বসাইয়া ছবি তুলিয়াছিলেন। মনে পড়ছে কি? আমি কিন্তু গোপন তদন্তে এই তথ্য উদ্ধার করিয়াছি।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লাহ আমার একটুও মনে ছিলোনা.........সবাই ছবিটা চমৎকার বলেছে, এর কৃতিত্ব নিঃসন্দেহে আপনার।
৩৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫
প্রামানিক বলেছেন: হে হে হে বোকা ভাইয়ের স্মরণ শক্তির তারিফ করতে হয় দেখি।
আমি ঢাকাতেই থাকি তবে আগের মত কোন কিছু ভালো লাগে না।
২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ঢাকা থাকলে ভাল্লাগবে কেম্নে? কাথার নিচ থেকে বের হন
৩৯| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
মোহাম্মদ জাকারিয়া বলেছেন: আপনার পোস্টের বর্ণনা আমার খুবই ভাল লাগে। ছবিগুলোও ভাল, কিন্তু আরেকটু ভাল হতে পারত যদি আপনি ছবিগুলোর চারপাশে কোন ফ্রেম ব্যবহার না করতেন। কেমন যেন পুরনো এনালগ ক্যামেরায় তোলা ছবির স্ক্যান ভার্সন মনে হয়। আপনার এই পোস্টেরই সর্বশেষ ছবিটা (নেট থেকে) আপনি ফ্রেম ছাড়াই দিয়েছেন তাই অনেক নান্দনিক লাগছে।
এটা একান্তই আমার নিজস্ব মতামত।
০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: আমার কাছে ফ্রেম দিলে ছবি ভালোলাগে, তাছাড়া অন্য একটা কারণ ও আছে ছবি ফ্রেমিং করার। আপনার কথায় সামনের পোষ্টখানা আমি ফ্রেম ছাড়া দিয়ে পরখ করবো, ধন্যবাদ ভাই পরামর্শ দেওয়ার জন্য।
৪০| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
Mashkura বলেছেন: OsadharoN sob post
১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের দোয়ায় চেষ্টা থাকে সব সময়।
৪১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
অতৃপ্তচোখ বলেছেন: কাশ্মীর জায়গাটা খুব সুন্দর শুনেছি গল্পে সিনেমায়। আজ দেখলাম। সত্যিই খুব সুন্দর কাশ্মীরি ভূখণ্ড।
১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সত্যিই অসাধারণ, ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১ম, ২য় এবং ৩য়। আমাকে থ্যাঙ্কু দেন।