নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

নববর্ষে রবি ঠাকুরের একটি কবিতাও আমার কিছু ছবি

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৬


নিশি অবসানপ্রায়, ওই পুরাতন
বর্ষ হয় গত!
আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন
করিলাম নত ।

বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,
ক্ষমা করো আজিকার মতো
পুরাতন বরষের সাথে
পুরাতন অপরাধ যত ।

আজি বাঁধিতেছি বসি সংকল্প নূতন
অন্তরে আমার,
সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন
ভুলিব আবার ।

তখন কঠিন ঘাতে এনো অশ্রু আঁখিপাতে
অধমের করিয়ো বিচার ।
আজি নব-বরষ-প্রভাতে
ভিক্ষা চাহি মার্জনা সবার ।

আজ চলে গেলে কাল কী হবে না-হবে
নাহি জানে কেহ ,
আজিকার প্রীতিসুখ রবে কি না-রবে
আজিকার স্নেহ ।

যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে ,
অন্ধকারে ঢেকে যায় গেহ —
আজ এসো নববর্ষদিনে
যতটুকু আছে তাই দেহ ।


(২) বোতাম ফুল।


(৩)


(৪) নীল অপরাজিতা।


(৫) হাইড্রাঞ্জিয়া।


(৬) ঝুমকো জবা।


(৭) চন্দ্র মল্লিকা।


(৮) সোনালু।


(৯) ঝুমকো লতা।


(১০) মধুমালতি।


(১১) কড়ই ফুল


(১২) গোলাপ।


(১৩) সিম ফুল।


(১৪) ওরিয়েন্টাল সোর্ড / সোর্ড লিলি।


(১৫) বোতলব্রাস ফুল।


(১৬) রেইন লিলি।


(১৭) টরেনিয়া।


(১৮) হিজল ফুল।


(১৯) সর্ষে ফুল।


(২০) ল্যান্টানা ফুল।

মন্তব্য ৭২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৫

বিজন রয় বলেছেন: ছবিতায়-কবিতার মুখর একটি পোস্ট।
অপূর্ব!!

শুভেচ্ছা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, আপনার প্রতিও রইল নববর্ষের শুভেচ্ছা

২| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৫

শাহরিয়ার কবীর বলেছেন:
ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা রইল, ভাই।

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও তাই, ধন্যবাদ

৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৩

ধ্রুবক আলো বলেছেন: মনমুগ্ধকর কবিতায় +++
ফুল পরিচিতির জন্যও ধন্যবাদ

শুভ হোক নতুন বছর... শুভ কামনা রইলো

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভ হোক নতুন বছর, এই শুভ কামনা সবার জন্য, ধন্যবাদ

৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফুলের ছবিগুলো তো ঝাক্কাস! এর মধ্যে আবার রবীন্দ্রনাথকে নিয়ে টানাটানি কেন? নববর্ষের কবিতা লিখেছেন বলে?
ফটো মাস্টার রবিভক্ত তা' তো জানতাম না।

শুভ নববর্ষ কামাল ভাই।

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪০

সাদা মনের মানুষ বলেছেন: রবি ভক্ত নাকি জানিনা, তবে সুযোগ পেলে রবি বাবুর লেখা টেখা কিছু পড়ি........শুভ নববর্ষ আপনার জন্যও

৫| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৯) সর্ষে ফুল।

চোখে সর্ষে ফুল দেখলাম।

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ২০১৬ সালে তো জানতাম আপনি কানেও সর্ষে ফুল দেখতেন ;)

৬| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৭)


? ? ?

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১

সাদা মনের মানুষ বলেছেন: বেশ কিছু ফুলের নাম আমি জানিনা, কেউ জানলে আওয়াজ দিয়েন এড করে দেবো। :)

৭| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৫) বোতলব্রাস ফুল।


এই ফুল দিয়ে কী বাচ্চাদের দুধের বোতল ব্রাস করা হয়?

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: করা যাইব না ক্যান? না করা গেলে এই নাম দিছেন ক্যান??

৮| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৫)


এই ফুলের নাম ঝাকানাকা ফুল।

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, কলম্বাস আমেরিকা আবিস্কার করছে, আর আপনে করলেন ফুলের নাম আবিস্কার :D

৯| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কলম্বাস আমেরিকা আবিস্কার করে খাল কেটে কুমির এনেছে। এখন ট্রাম্পের ভয়ে সবাই অস্থির।

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২

সাদা মনের মানুষ বলেছেন: আমি এই ব্যাটাকে এতো ভয় পাইনা, সাহস থাকলে সে আমার সামনে এসে দাঁড়াক দেখি :-B

১০| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৩

কামরুন নাহার বীথি বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা!!!!

আমার এটা ডালিয়া ফুল। আপনারটা চন্দ্র মল্লিকা প্রতি বছর মল্লিকা বনে নিয় যাই তারপরেও ভুল হয়!!! আপনি ছাত্র বেশী ভাল না!!" ;)

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: আপু আপনাকেই আমি খুজতাছ। আরো কিছু ফুলের নাম জানিনা, ঐগুলোর নামগুলো বলে দেন তো। এখনি আমি এডিট করছি।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫

রানা আমান বলেছেন: প্রতিটি ছবিই একেকটি কবিতা সমতুল্য । তাই শিরোনাম টা "নববর্ষে রবি ঠাকুরের একটি কবিতাও আমার বিশটি কবিতা" হলে ভালো হত ।

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০০

সাদা মনের মানুষ বলেছেন: আমারগুলো তো ছবিতা রানা ভাই.......নববর্ষের শুভেচ্ছা জানবেন।

১২| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৪

কামরুন নাহার বীথি বলেছেন: আমিতো সব জানি না । যেগুলো জানি বলছি। (১) ন্যাষ্টারসিয়া, (৩) পাওডার পাফ/ভেলভেট (৪) নাম্বার কি নীলকন্ঠ? গাছের পাতা বলছে নীল অপরাজিতা (৫) হাইড্রাঞ্জিয়া, (৭) চন্দ্রমল্লিকা (১১) আমি জানি না, (১৪) ওরিয়েন্টাল সোর্ড / সোর্ড লিলি (১৬) ঘাস ফুল নয়, রেইন লিলি , (১৭) টরেনিয়া ।


আপনার (১৪) নাম্বারের গাছটা কি এমন ছিল?

০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনি আমারে ফুলের নাম শেখার স্কুলে ভর্তি করবেন্নি আপু? এখন নামগুলোর সংশোধন নিচ্ছি

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২২

কামরুন নাহার বীথি বলেছেন: আপনার নববর্ষের পোষ্টটা কিন্তু অস্বাধারণ হয়েছে!!!! আপনার জন্য আমার চন্দ্র মল্লিকা বন রইল।

০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ছাদ বাগানটা কবে যে আমার হাতে চুরি হয়ে যায় কে জানে? মল্লিকার শুভেচ্ছা আপনার জন্যও

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: লেখক বলেছেন: আপনি আমারে ফুলের নাম শেখার স্কুলে ভর্তি করবেন্নি আপু? --------

আমারতো আর খেয়ে কাজ নেই, আপনার মত উড়নচন্ডী ছাত্র আমি আমার স্কুলে ভর্তি করি।
ক্লাশ কি একদিনও করবেন আপনি? আজ সিলেটের দিকে হাঁটা তো কাল তেঁতুলিয়ার দিকে।

০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনি নিজেও তো কম উড়নচন্ডি না, আপনার সাথে উড়তে উড়তে কিছুটা তো শেখা হয়েই যাবে।

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: আপনার তোলা ছবি সব সময়ই সুন্দর । এত সুন্দর ছবি ক্যামনে তোলেন ভাইয়া

০১ লা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

সাদা মনের মানুষ বলেছেন: মোস্তফা ভাই, আন্তরিক চেষ্টাটা আমি সব সময় করি.......ধন্যবাদ।

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৩

আখেনাটেন বলেছেন: সুন্দর ছবির পোষ্ট। বিশেষ করে ৪নং নীল অপরাজিতা।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা জানবেন ভাই

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩

পুলহ বলেছেন: পোস্টটা দেখে আমারো বিথী আপুর কথাই মনে হয়েছে প্রথমে!
নতুন বছরের শুভেচ্ছা জানবেন সাদা মনের মানুষ ভাই।
পোস্ট প্রিয়তে সংগ্রহে রাখলাম

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: ফুল দেখলে আমিও প্রথমে নাহার আপুর কথাই ভাবী, আপনার আর দোষ কি? নববর্ষের শুভেচ্ছা

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দেখছেন, ফুলের রানী কামরুন নাহার বলেছেন, ৫ নং ফুলের নাম হাইড্রান্জিয়া। মানে বাংলায় ঝাকানাকা। তাহলে আমি কী ভুল বলেছি?

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: কখনো ভুল হতে পারেনা, ১৫০ পার্সেন্ট ঠিক

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কামরুন নাহার ১১ নং ফুলের নাম বলেছেন, আমি জানি না।

কিন্তু আমি জানি। এই ফুলের নাম হচ্ছে 'মনহারা'। মানে এই ফুল দেখলে মন হারিয়ে যায়। হারিয়ে কোথায় যায়, সেটা জানি না।

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: এটা কড়ই গাছের ফুল, শিল কড়ই না কি যেন বলে :(

২০| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩১

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !

০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা অবিরত

২১| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ;) ব্লগে ক্যাচর ম্যাচরের মাঝে এই ধরণের পোস্ট আসলে ভালো লাগে।

০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সাহাদাত ভাই, তবে ক্যাচর ম্যাচর ও মাঝে মাঝে কম খারাপ লাগেনা :D

২২| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৪

সোহানী বলেছেন: আরে আপনি ঘোরাঘুরি ছেড়ে কবিতার পোস্ট.... ভালোলাগলো ফুলময় কবিতার পোস্ট........

০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা আমি লিখিনাই, রবি বাবু লিখে পাঠিয়ে বললো সামুতে পোষ্ট করতে :D

২৩| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫০

ডঃ এম এ আলী বলেছেন: ইংরেজী নববর্ষে রবিন্ত্রনাথের কবিতার সাথে বাংলার প্রকৃতির ফুল দিয়ে সাজানো অপরূপ ছবিগুলি দেখে আমি মুগ্ধ ও বিমোহিত ।

কিছু নাম উল্লেখ না করা ফুলের নাম দেয়ার জন্য বলেছেন , আর তাতে শ্রদ্ধেয় আশরাফুল ভাই সুন্দরকরে কয়েকটি ফুলের নাম দিয়েছেন সাথে আছেন ফুল রানী কামরুন নাহার বিথী । সব গুলি নাম না জানা ফুলের নাম পেয়ে যাবেন অচিরেই । এখানে আমার নীজেরই বিভ্রান্তি কিছুটা ছিল পোস্টের ১০ নম্বরে দেয়া মাধবী লতা ফুলের নামটি নিয়ে । তাই এ বিষয়ে কটি কথা আনতে চাই আপনার গোচরে ।

মাধবী লতার নামটি নিয়ে আমিও করেছিলাম ভুল । মেঘদূত ৩য় পর্বে অরুনিমায়া অনু আমার ভুলটি ধরিয়ে দিয়ে ছবি দিয়ে বলেছে মাধবী লতা আসলে কি ফুল । নাম নিয়ে বেশ কিছু বিভ্রান্তি থাকায় এ মাধবীলতা নামটি নিয়ে কিছু গবেষনা করে তাঁর মন্তব্যের প্রতি উত্তরে আমার বলা কথা হতে কিয়দংশ তুলে দিলাম নীচে । এটা পাঠে বিবেচনা করতে পারেন ছবির সাথে দেয়া মাধবী লতা নামটি এডিটের প্রয়োজনীয়তা আছে কিনা কিংবা রেখে দিতে পারেন যেমন আছে তেমনি করে, সেটা আপনার ইচ্ছা ।

আপনার এই পোস্টের মত রবিন্দ্রনাথের কবিতা দিয়েই হোক না কথা বলা শুরু।
রবিন্দ্রনাথ ঠাকুরের কবিতার কটি চরণের কথাকে ঘিরে মাধবীলতাকে নিয়ে হয়েছিল আমার নীজের বিভ্রান্তির সুচনা যেমনটি সেখানে ছিল বলা :
আমার দুয়ারে এসেছিল নাম ভুলি
পাতা ঝলমল অলঙকারখানি তুলি
মোর আঁখিপানে চেয়েছিল দুলি দুলি
করুন প্রশ্নরতা।
তার পরে কবে দাঁড়াল যেদিন ভোরে
ফুলে ফুলে তার পরিচয়লিপি ধরে
নাম দিয়ে আমি নিলাম আপন করে
মধুমঞ্জরিলতা ।

রবিন্দ্রনাথের এ হেন কবিতায় আমার নীজেরই মধুমঞ্জরি /মধুমালতি ও মাধবীলতাকে নিয়ে কিছু বিভ্রান্তি ঘটে যায় । কিন্তু এবার নিশ্চিত হলাম অরুনি মায়া আপনারি কথায় এরা সম্পুর্ণ আলাদা আলাদাভাবে দুটি ভিন্ন ফুল স্বমহিমায় । মেঘদুতের পরবর্তী পর্বে এটা আবার আসবে বিধায় এ বিষয়ে আরো একটু গবেষনায় জানতে পারলাম মধুমঞ্জরির সমনাম মধুমালতি আর মাধবীলতা সম্পুর্ণ আলাদা গোত্রের একটি ফুল । মধুমঞ্জরী/মধুমালতি ( Quisqualis indica ) যা combretaceae পরিবারের বনেদি সদস্য ইংরেজীতে যা রেংগুনক্রিপার নামেই সমধিক পরিচিত ।

এটাও জানা গেল যে মাধবী লতা ( Malpighiaceae) হলো বঙ্গদেশীয় ফুল যা বৈজ্ঞানিকভাবে Hiptage benghalensis) নামে অভিহিত । যতদুর জানা গেল তাতে বলতে গেলে দেখা যায় বাংলাদেশে এটা আছে এখন অস্তিত্ব সংকটে । কাস্টল লতা জাতীয় উদ্ভিদ মাধবী লতা শীতে তার পাতা ঝরে যায় প্রায় পত্রহীন ডালপালায় থোকা থোকা সুগন্ধিযুক্ত সাদা রঙের ফুল ফোটায় যার স্থায়িত্ব খুবই স্বল্প সময় , সেজন্যইতো মনে হয় কবি লিখেছেন
মাধবী হঠাত কোথা হতে এলো
ফাগুন দিনের স্রোতে
এসেই বলে, যা’ই যা’ই যাই ।
জানাগেল মাধবীলতাকে দেখা যাবে রমনা উদ্যানে মৎস ভবনের পাশের গেট দিয়ে ঢুকে কিছুটা সামনে এগুলে ।

আরো জানা গেল মধুমঞ্জরির মত আরো দুটি ফুল আছে ।একটি হলো মালতি লতা , অপরটি মাধুরি লতা । মালতিলতা হলো Apocynaceae পরিবারের Aganosma dichotoma প্রজাতির উদ্ভিদ । এটা চিরসবুজ কাস্টল লতা, অনেক উপর পর্যন্ত আরোহন করে , বর্ষাকালে কাক্ষিক মঞ্জরীতে কয়েকটি করে সাদা ফুল ফুটে । আর মাধুরিলতা/কম্বেট্রাম ( combretum coceineum) যা Combretaceae পরিবারেই কাস্টল লতা জাতীয় উদ্ভিদ । এরও ঝাড় অনেক বড় হয় , কচি ডালপালা সবুজ ও বাদামী রোম বিশিস্ট , ডালের আগায় চ্যাপ্টা মঞ্জুরিতে কমলা লালে মিশানো ফুল ফুটে গ্রিস্ম ও হেমন্তকালে । যতটুকু জানা হল তাতে দেখা গেল, যদিও উপরে বর্নিত সবকটি ফুল কাস্টল লতা জাতীয়, তবে এদের ফুল নীজ নীজ বৈশিষ্টে ও রঙে সম্পুর্ণ অলাদা আলাদা ফুল , ফুটার সময়েও রয়েছে ভিন্নতা। পাতা ও ফুলের আকৃতিতেও রয়েছে বেশ পার্থক্য, সব কটির পরিবার ও আলাদা আলাদা গোত্র যেমনটি দেখা যাবে নীচের চিত্রে ।


অনেক অনেক শুভেচ্ছা রইল

০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: নামটা পরিবর্তন করে দিলাম ভাই।

২৪| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: উপরের ছবিটি ভাল দেখা যায় না বলে একটু বড় করে দেয়া হলো

০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, প্রথমটা সত্যিই পড়তে কষ্ট হচ্ছিল

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৪

জেন রসি বলেছেন: হ্যাপি নিউ ইয়ার। :)












০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: হ্যাপি নিউ ইয়ার :-B

২৬| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪০

কাবিল বলেছেন: সুন্দর

নতুন বছরের শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও তাই

২৭| ০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৯

মিস লিজা বলেছেন: সাইটটি অনেক সুন্দর একটি সাইট। এই সাইটের পোষ্টগুলি আমার খুব ভালো লাগে। আমার একটি সাইট অছে যেখানে ফ্রি কেনা বেচা করা যায় ও বিজ্ঞাপন দেয়া যায়। সাইটটি হলো http://www.hl-bd.com

০২ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: অবসরে দেখে নেবো।

২৮| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯

জুন বলেছেন: যেমন কবিতা তেমনি ফুল অসাধারন সাদা মনের মানুষ ।
১১ নংটা খালি কেনো ? ওটা কড়ই ফুল :)
+

০২ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১১

সাদা মনের মানুষ বলেছেন: এডিট করে দিচ্ছি এখনি, কড়ই গাছের ফুল সেটা তো জানি, এটার বিশেষ কোন নাম আছে কিনা ভেবেই তো দিলাম না। ধন্যবাদ আপু।

২৯| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৫

সিগনেচার নসিব বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা অবিরত কামাল ভাই
ছবি কবিতা দারুণ

০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা

৩০| ০২ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: সিগনেচার নসিব বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা অবিরত কামাল ভাই
ছবি কবিতা দারুণ

০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: লেখক বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা :D

৩১| ০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

সারাফাত রাজ বলেছেন: নূতন বছরের প্রথম মন্তব্য রবীন্দ্রনাথের কবিতা আর আপনার অসাধারণ ছবিগুলোতে করতে পেরে খুবই ভালো লাগছে।

অসাধারণ সব ছবির ভিড়ে ১০ নম্বর ছবিটা সবচাইতে অসাধারণ লাগছে আমার কাছে।

সকালে দেখলাম ওটার নাম মাধবীলতা, বিকালে মধুমালতী হয়ে গেল ?!!!!

হা হা

ভাই, আমিও ছোটবেলা থেকে জেনে এসেছি যে ওটা মাধবীলতা। পরে শুনি যে তা নয়।


২৪ নম্বর মন্তব্যের মাধুরীলতা ফুলটির নাম বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়া।

০২ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ২৪ নম্বর মন্তব্যের মাধুরীলতা ফুলটির নাম বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়া। .......তাহলে তো মিলেই গেলো, যার কবিতা তার দেওয়া ফুলের নাম।

আসলে অনেক ফুলের নামই আমি জানিনা, কামরুন্নাহার আপু, ডঃ এম আলী ভাই, এবং জুন আপুর কাছে জানার পরই ফুলের নামগুলো এড করেছি বা সংশোধন নিয়েছি।

৩২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১১) কড়ই ফুল


এই ফুল কী কড়ই গাছে ফোটে?

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৬

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কড়ই ফুল আম গাছে ফোটার কথানা ;)

৩৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এত ফুল আছে, গাঁদা বা দোপাটি ফুল কই?

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আমি তো ভাবছিলাম এই দুইটা ফুল আপনি নিয়া আসবেন।

৩৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৩ নং ফুলের নাম হবে 'রক্তলাল'।

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: হতে পারে :)

৩৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

প্রামানিক বলেছেন: কবিতা, ফুল, মন মাতানো দারুণ পোষ্টে নববর্ষের শুভেচ্ছা রইল।

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল আপনার জন্যও

৩৬| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৫

খায়রুল আহসান বলেছেন: সুন্দর একটি কবিতার সাথে সুন্দর কিছু ফুলের সমাহার। কবিতায় মন ভরে গেল, ছবি দেখে চোখ জুড়িয়ে গেল...
সুন্দর এই ছবি ব্লগে প্লাস রেখে গেলাম + +

১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বড় ভাই, আপনার মন্তব্যেও প্লাস..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.