নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

সাদা মনের কথকতা

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৫


সাদা মনের মানুষ বিশেষণটা তাদের জন্য মানায়, যারা সত্যিকারের পরোপকারী, কখনো মিথ্যে বলেনা, নিজের ক্ষতি করে হলেও অন্যের ভালোটা করতে পিছপা হয়না এমন মানুষ। সামহোয়্যারইন ব্লগে আমার নিক সাদা মনের মানুষ বলে কেউ হয়তো আমাকে বাঁকা চোখে দেখে থাকতে পারেন, বলতে পারেন কতোটা সাদা মনের মানুষ তা জানা আছে। তবে এটা ঠিক যে আমি প্রকৃত পক্ষে সাদা মনের মানুষ নই, যদিও নামের সাথে কাজের মিল রাখার চেষ্টাটা কিছুটা হলেও করে থাকি।

এবার বলি আমার সাদা মনের মানুষ হওয়ার ইতিহাস। প্রথম আলো পত্রিকায় তখন সারা দেশে খুঁজে খুঁজে সাদা মনের মানুষদের বের করার একটা পক্রিয়া চলছিল মনে হয়। আমি নিয়মিত প্রথম আলোর পাঠক হিসাবে ওটা আমার মনে গেথে যায়। এছাড়া সামুতে নিজ নাম কামাল উদ্দিন নামে একটা একাউন্ট খুল দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছিলাম প্রথম পেজে লেখার। কিন্তু আমি সামুর ওয়াচ লেভেল অতিক্রম করতে পারছিলাম না। বাধ্য হয়ে নতুন একটা মেইল খুলে ওটা দিয়ে সাদা মনের মানুষ নিক নিয়ে সামুকে মালিশ করে একটা পোষ্ট দিলাম। দ্বিতীয় দিনই আমি সেফ ব্লগার হয়ে প্রথম পাতায় লেখার অনুমতি পেয়ে গেলাম। সেই যে সেফ তা ৮ বছর ২ মাস হয়ে গেল। সুতরাং সবাইকে আমি সতর্ক করে বলতে চাই, আমাকে প্রকৃত সাদা মনের মানুষ ভেবে কেউ আবার ধোকা খাবেন না যেন।

এবার আমার ঘুরে বেড়ানোর নেশার কথা বলি। ঘুরে বেড়ানোর নেশাটা আমার সেই ছোট কাল থেকেই। এই নেশায় পড়ে আমি ছোট বেলা বারে বারে বাড়ি থেকে পালাতাম। কখনো হোটেলের মেসিয়ার, কখনো ট্রেনে চকলেট বিক্রেতা এমন সব কাজ আমি অনেক করেছি। একবার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে পালিয়ে সোজা কলকাতায় গিয়ে হাজির, ওখানে আবার একটা চাকুরীও জুটিয়ে নিয়েছিলাম। দুইমাস চাকুরী করার পর হঠাৎ একদিন বাড়ির জন্য আমি মহা ফাপড়ে পড়ে গেলাম। চাকুরী থেকে পালিয়ে আবার চলে এলাম বাড়িতে। সুতরাং আমার আশেপাশের মানুষ না খেয়ে আছে আমি ঘুরে টাকা খরচ করছি এটা বলে আমাকে কেউ বকতে পারেন, শোধরানো হয়তো আদৌ সম্ভব না।

মন্তব্য ১১৭ টি রেটিং +১৮/-০

মন্তব্য (১১৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৯

সাদা মনের মানুষ বলেছেন: নিজেল ঢোল নিজে পেটানো আর নিজের ছবি দিয়ে পোষ্ট দেওয়া দুটোই আমার অপছন্দের। তবু কিছু মানুষের ভুল ভাঙ্গার জন্য পোষ্টখানা দিলাম। আর ছবি ছাড়া পোষ্ট দিলে কেমন যেন নিরামিষ মনে হয়, তাই নিজের একটা ছবিও লাগাইয়া দিলাম, কেউ কিছু মনে করবেন না।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কখনো হোটেলের মেসিয়ার, কখনো ট্রেনে চকলেট বিক্রেতা এমন সব কাজ আমি অনেক করেছি। একবার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে পালিয়ে সোজা কলকাতায় গিয়ে হাজির, ওখানে আবার একটা চাকুরীও জুটিয়ে নিয়েছিলাম।

মাশাল্লাহ! আপনি তো ভাই একখানা জিনিষ বটে!

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনারা জিনিয়াস হতে পারেন আমি জিনিসও হতে পারবো না? :D

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তাই নিজের একটা ছবিও লাগাইয়া দিলাম, কেউ কিছু মনে করবেন না।

না, না, আমরা কিছু মনে করি নাই। বরং মাত্র একটা ছবি দেখে মন ভরলো না।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: এটা ঠিকই বলেছেন, সব সময় ছবি দেই এক কুড়ি, আজ মাত্র একটা :-B

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার এসব উল্টাপাল্টা কাজের জন্য বাবার হাতে কতবার ধোলাই খেয়েছেন?

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: বাবার হাতের ধোলাইয়ের কথাটা উল্লেখ করতে চেয়ে ও করিনি, এতো বেশী পরিমানে খেয়েছি যে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব না।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
সবাইকে আমি সতর্ক করে বলতে চাই, আমাকে প্রকৃত সাদা মনের মানুষ ভেবে কেউ আবার ধোকা খাবেন না যেন।

মজা পেলুম B-) =p~

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪০

সাদা মনের মানুষ বলেছেন: বাস্তব কথা কিন্তু ভাই, হেসে উড়িয়ে দিলে নিজ দায়িত্বে উড়াবেন B:-)

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন:
কামাল উদ্দিন ভাই ব্লগিং করার সুবাধে আপনাকে চিনি-জানি ।
আর কিছু কমুনা এবার যাই।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৬

সাদা মনের মানুষ বলেছেন:
কই যান ভাই, সকাল বেলা এসেছেন, অন্তত এক কাপ চা তো খেয়ে যান :D

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি প্রকৃতই সাদা মনের মানুষ!

হা হা হা - অনেক ভাল লাগল সব জেনে। সামুতে তেলে কাজ হয়- এইডা কি কইলেন ;) হা হা হা

ভাগ্যিস কামাল উদ্দিন একটিভ হয় নাই-নইলে সাদা মনের মানুষ পেতাম কোথায়????

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: এই নাম হয়তো পেতেন না, কাজটা কিন্তু ঠিকই এ্যকটিভ থাতো, ধন্যবাদ ভাই

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৪

কামরুন নাহার বীথি বলেছেন: ঘুরে বেড়ানোর নেশাটা আমার সেই ছোট কাল থেকেই। এই নেশায় পড়ে আমি ছোট বেলা বারে বারে বাড়ি থেকে পালাতাম। কখনো হোটেলের মেসিয়ার, কখনো ট্রেনে চকলেট বিক্রেতা এমন সব কাজ আমি অনেক করেছি। একবার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে পালিয়ে সোজা কলকাতায় গিয়ে হাজির, ওখানে আবার একটা চাকুরীও জুটিয়ে নিয়েছিলাম। দুইমাস চাকুরী করার পর হঠাৎ একদিন বাড়ির জন্য আমি মহা ফাপড়ে পড়ে গেলাম। চাকুরী থেকে পালিয়ে আবার চলে এলাম বাড়িতে। সুতরাং আমার আশেপাশের মানুষ না খেয়ে আছে আমি ঘুরে টাকা খরচ করছি এটা বলে আমাকে কেউ বকতে পারেন, শোধরানো হয়তো আদৌ সম্ভব না। --------------

এতদিনের পরিচয়, এতকিছুর কিছুই জানি না।
এখন মনে হচ্ছে সাদা মনের মধ্যে কোন ভ্যাজাল থাকলেও থাকতে পারে!!!! ;)

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: এখন মনে হচ্ছে সাদা মনের মধ্যে কোন ভ্যাজাল থাকলেও থাকতে পারে!!!!........আমিও তাই বলি, কেমন আছেন আপু?

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: নিমন্ত্রণ দিলাম
সরাসরি চলে আসুন।

সকাল সকাল ......

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: একটু ভাজি হলে ভালো হতো

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: মুলার মত তরকারিরও যে দাম
শুধু রুটি খেয়ে যান।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০০

সাদা মনের মানুষ বলেছেন: কি আর করা? দেন মুলাই কাই। কিন্তু মুলার নাগাল তো পাইতাছি না।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন:
অনেক ভালো লাগলো পড়ে।

শুভকামনা রইলো।

সাদা মনের মানুষ হিসাবেই যেনো সারা জীবন থাকতে পারেন এই কামনা করি

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০২

সাদা মনের মানুষ বলেছেন: সাদা মনের মানুষ হিসাবেই যেনো সারা জীবন থাকতে পারেন এই কামনা করি .........আপনার শুভ কামনা সফল করার চেষ্টাটা আমার থাকবে সব সময়।

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০১

সামু পাগলা০০৭ বলেছেন: আপনি আসলেই ভালো মানুষ, সাদা মনের মানুষ ভাই। সবার অনেক প্রিয় আন্তরিক, ভ্রমনপ্রেমী একজন ব্লগার! সবসময় সবার প্রিয় হয়েই থাকুন, সে কামনাই করি।
শুভকামনা জানবেন!

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনাদের শুভ কামনা আমি মাথা পেতে নিলাম।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০২

শায়মা বলেছেন: কি মজার জীবন ভাইয়া!!!!!!!

আমার যেতে ইচ্ছে করে
নদীটির ওই পারে
যেথায় ধারে ধারে
বাঁশের খোঁটায় ডিঙি নৌকো
বাঁধা সারে সারে।

কৃষণেরা পার হয়ে যায়
লাঙল কাঁধে ফেলে,
জাল টেনে নেয় জেলে,
গরু মহিষ সাঁতরে নিয়ে
যায় রাখালের ছেলে।

সন্ধ্যে হলে যেখান থেকে
সবাই ফেরে ঘরে,
শুধু রাত দুপুরে
শেয়ালগুলো ডেকে ওঠে
ঝাউ ডাঙাটার পরে।

মা, যদি হও রাজি,
বড় হলে আমি হব
খেয়াঘাটের মাঝি।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৪

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ! অনেক দিন পর পড়ে হৃদয় ছুয়ে গেলো আপু। আমার ইচ্ছের সাথে মিলে যায় খুব।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:
ছবিওয়ালা ভাই, একটু ধরার চেষ্টা করুন পেয়ে যাবেন।

থাক আর কষ্ট করে খেতে হবে না ।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৪

সাদা মনের মানুষ বলেছেন: এটা ও আমার নাগালের বাইরে, ইদানি হাই ব্লাড প্রেসার দেখা দিচ্ছে মাঝে মাঝেই.......তাই ডিম খাওয়া মানা :D

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬

শায়মা বলেছেন: আমার তো এমন সাপওয়ালী বেঁদেনীও হতে ইচ্ছে হয়েছিলো। যদিও সাপ ধরা তো দূরের কথা টিভিতে দেখলেই অজ্ঞান হয়ে যাই।
তবুও সেই দুঃসাহসিক কাজটাই যারা করে তাই হতে ইচ্ছে হবে না বলো!!!!!!! :(

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৬

সাদা মনের মানুষ বলেছেন: এমন ইচ্ছেগুলো মনে হয় সবারই মনে থাকে, তবে আমার মনে হয় একটু বেশীই আছে.....শুভেচ্ছা জানবেন আপু।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৪

মোস্তফা সোহেল বলেছেন: মাঝে মাঝে নিজের ঢোল পেটানো খারাপ না

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৭

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, অন্যের হাতে পড়লে ছিড়ে ফেলতে পারে, তাই......... ;)

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭

ধ্রুবক আলো বলেছেন: শুভ সকাল ভাই,
নিজের সমালোচনা একমাত্র ভালো মানুষেরাই করে.....!
শুভ কামনা রইলো

( আমিও মাঝে মাঝে সাইকেলে চড়ে অনেকদূরে ঘুরতে যাই ভাবছি এবার ব্লগে ছবি পোষ্ট করবো, গাজীপুর অঞ্চলের কিছু স্থানের ছবি পোষ্ট করবো )

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ছবি পোষ্টের অপেক্ষায় থাকলাম, গাজীপুর অঞ্চলটা অনেক সুন্দর....আমি আপনার পাশের জেলা নরসিংদীর মানুষ।

১৮| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৭

আহলান বলেছেন: অজানাকে জানিয়ে দিলেন ... চমৎকৃত হলাম!

০৩ রা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই

১৯| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০

বিলিয়ার রহমান বলেছেন: আমার আশেপাশের মানুষ না খেয়ে আছে আমি ঘুরে টাকা খরচ করছি এটা বলে আমাকে কেউ বকতে পারেন, শোধরানো হয়তো আদৌ সম্ভব না। :):)

সাদা মনের মানুষ আপনে ভাই মানুষটা ভালা!:)

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৫

সাদা মনের মানুষ বলেছেন: এমন কথা আমায় শুনতে হয়েছে, তাই বললাম.....ধন্যবাদ ভাই।

২০| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি ঘুরে বেড়াতে থাকেন, হয়ত চলতি পথে আপনার সাথে আমার দেখা হয়েও যেতে পারে।

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮

সাদা মনের মানুষ বলেছেন: গোলাকার পৃথিবী, দেখা হতেই পারে যখন তখন......শুভেচ্ছা জানবেন ভাই।

২১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২

রানা আমান বলেছেন: লেখাটা এত ছোট কেন ? আরও একটু বিস্তারিত হলে ভালো হত । সাদা মনের মানুষের আদ্যোপান্ত জানার আগ্রহ টা রয়েই গেল ।

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৮

সাদা মনের মানুষ বলেছেন: লেখায় দুর্বলতা প্রবল, তাই একটু লিখেই পোষ্ট দিয়ে দিলাম......শুভেচ্ছা জানবেন ভাই

২২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬

রানা আমান বলেছেন: সাদা মনের কথকতা ভালো লেগেছে আমার ।

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২০

সাদা মনের মানুষ বলেছেন:

২৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৩

বিজন রয় বলেছেন: ভাল কাহিনী। এমন যাযাবর হতে পারলে আমারও ভাল লাগত। কিন্তু সেরকম পরিস্থিতি তৈরী করতে পারিনি।

শুভকামনা রইল। আরো আরো ভ্রমণ কাহিনী পাবো।

০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯

সাদা মনের মানুষ বলেছেন: বেঁচে থাকলে ভ্রমণ কাহিনী চলতেই থাকবে। আমার জীবনের ঘটনা খুব কমই এই পর্যন্ত ব্লগে লিখেছি। আসলে লিখায় আমি বেশ কাঁচা তাই লিখা হয়ে উঠেনা। শুভেচ্ছা জানবেন দাদা।

২৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩

বিজন রয় বলেছেন: আপনাকে আরো জানতে চাই।

যারা ভ্রমণ করে তাদের জীবন কাহিনী অনেক লম্বা, বিচিত্র ও ভরপুর হয়।

আপনার জীবন নিয়ে একটি সিরিজ ব্লগে লেখা শুরু করেন। অন্য পোস্ট চলুক সাথে বায়োগ্রাফীও চলুক।

ছবিতে যেখানে দাঁড়িয়ে আছেন ওটা কোথায়।

সাথে থাকুন।

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৮

সাদা মনের মানুষ বলেছেন: আমিও মনে করি আমার জীবনে বৈচিত্রের কমতি নেই, আমার দাঁড়িয়ে থাকার জায়গাটা সফিপুর আনসার একাডেমীতে। গত সপ্তাহে ওখানে গিয়েছিলাম। ধন্যবাদ দাদা, আবারও এসে আমায় উৎসাহিত করায় কৃতজ্ঞ।

২৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভ্রমনে চোখ সেত ক্যামেরা ভাই। আর হৃদয় সেত আনন্দে থাকে ভরপুর। কিন্তু সময় আর অর্থ এই দুই দারুন প্রতিবন্ধক আমার ইচ্ছার বেলায়। তাইতো আপনার মতো যারা ভ্রমন পোষ্ট দেন তাদের পোষ্ট দেখে তৃপ্তি মেলে।

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ভ্রমণে সময় আর অর্থ দুটোই জরুরী, তবে কোনটারই অভাব থাকেনা কিছুটা বুদ্ধি খাটিয়ে নিতে পারলে। সময় বের করার কৌশলটা বলি। সপ্তাহে যদি আমার একদিন ছুটি থাকে সেক্ষেত্রে খুব ভোরে উঠে সংসারের দরকারী কাজগুলো সেরেই নাস্তা সেরে বেড়িয়ে পরা যায়। প্রথমে সিদ্ধান্ত নেবেন গ্রাম বা নদীর পাড় কোনটা দেখবেন। সেদিকের কোন বাসে চড়ে বসুন। ১০/২০ বা ৫০ টাকা ভাড়া দিয়ে নেমে যান। সারাদিন নদীর পাড় বা গায়ের মেটো পথে হেটে বেড়ান। দুপুরে ছোট কোন লোকালয়ের দোকান থেকে ২০/৫০ টাকার খাবার খেয়ে নেবেন। সন্ধ্যার আগেই হেটে আবার সেই বাসস্টপে ফিরে আসুন। সেই বাসে চড়ে আবার গন্তব্যে ফিরে আসুন। বলতে পারেন সপ্তাহে একটা দিন ছুটি, এদিন রেষ্টে থাকবো। তাহলে দুই সপ্তাহে একবার বের হোন।

.........এমন ভাবে আমি অনেক ভ্রমণ করি, আমি নিজেও ছোট বাজেটের লোক।

২৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬

রূপক বিধৌত সাধু বলেছেন: I also like travelling.

০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮

সাদা মনের মানুষ বলেছেন: সাধু, সাধু :D

২৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪০

সারাফাত রাজ বলেছেন: ভাই, আপনি যে সত্যিই একজন সাদা মনের মানুষ তা আপনার অসাধারণ ছবিগুলো দেখলেই বোঝা যায়।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন মন্তব্যে অনুপ্রাণিত হই রাজ ভাই।

২৮| ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৬

সাহসী সন্তান বলেছেন: কোন ভ্রমণ পিপাসু মানুষকে যদি কেউ কখনো বলে, 'দেশের মানুষ না খেয়ে মরছে; অথচ আপনি ঘুরে ঘুরে এত টাকা খরচ করছেন কেন?' তাহলে আমি সরাসরি বলবো নিশ্চিৎ তার মাথা সিট গ্রস্থ! আর জীবনে কখনো যদি আপনি এমন প্রশ্নের সম্মূখিন হন, তাহলে তাকে বলবেন- 'আপনি কয়জনকে খেতে দিচ্ছেন?'

যাহোক, আপনার প্রতিটা ছবি ব্লগই আমার অনেক প্রিয় এবং সেলক্ষে আপনি আমার একজন পছন্দের ব্লগারও! সত্যি বলতে আপনার ব্লগের ছবিতে আমি যেসমস্থ বিষয়গুলো দেখেছি, হয়তো চাইলেও সেসব জায়গায় যাওয়া আমার জন্য আদৌ সম্ভব না; আর গেলেও যে দেখতে পাবো তেমন নয়! কাংখিত জিনিস না পেয়ে কাছাকাছি কিছু নিয়ে যেমন মানুষ দুধের স্বাদ ঘোলে মিটায়! আপনার ছবি ব্লগ আর আমার ব্লগিংটাও ঠিক সেরকম!

শুভ কামনা কামাল ভাই! ভাল থাকবেন!

০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

সাদা মনের মানুষ বলেছেন: কোন ভ্রমণ পিপাসু মানুষকে যদি কেউ কখনো বলে, 'দেশের মানুষ না খেয়ে মরছে; অথচ আপনি ঘুরে ঘুরে এত টাকা খরচ করছেন কেন?' তাহলে আমি সরাসরি বলবো নিশ্চিৎ তার মাথা সিট গ্রস্থ! আর জীবনে কখনো যদি আপনি এমন প্রশ্নের সম্মূখিন হন, তাহলে তাকে বলবেন- 'আপনি কয়জনকে খেতে দিচ্ছেন?' .........ধন্যবাদ ভাই, এই তো সেদিনই আমাকে একজন কথাটা বললো, আর সেখান থেকেই আমার এই পোষ্টের সৃষ্টি।

২৯| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩

হাসান রাজু বলেছেন: আপনি কে????

এই নেশায় পড়ে আমি ছোট বেলা বারে বারে বাড়ি থেকে পালাতাম।

আপনি কী লাকি আখন্দ এর -
আমায় ডেকো না.. ফেরানো যাবে না
ফেরারী পাখিরা কুলায় ফেরে না ।

...... পর হঠাৎ একদিন বাড়ির জন্য আমি মহা ফাপড়ে পড়ে গেলাম। চাকুরী থেকে পালিয়ে আবার চলে এলাম বাড়িতে।

নাকি, স্করপিওনস এর
Year after year out on the road
It's great to be here to see you all
I know, for me it is like
Coming home......

০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১০

সাদা মনের মানুষ বলেছেন: আপনি কে????.....সেই উত্তর আজো খুঁজে পাইনি, তাইতো ছুটছি নিরন্তর

৩০| ০৩ রা জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৫

রাসেল ০০৭ বলেছেন: ধুর! কথকতা এত ছোট হয় নাকি?
+++ দিমুনা !

০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১২

সাদা মনের মানুষ বলেছেন: যারা ভালোবাসে তাদের মুখে দিতে হয়না, মন থেকে এমনিতেই দেওয়া হয়ে যায়, শুভেচ্ছা জানবেন রাসেল ভাই।

৩১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০২

সুমন কর বলেছেন: সাদা মনের মানুষ-এর কিছু অজানা কথা জেনে ভালো লাগল। ভালো থাকবেন।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, আপনিও ভালো থাকুন, সব সময়।

৩২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার বেগম কী এই লেখাটা দেখেছেন? দেখে থাকলে তার মন্তব্য কী?

০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ওনি ব্লগে আসেন না, তবে লেখার চাইতে অনেক অনেক বেশী জানেন :D

৩৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বেগম সাহেবাকে আমার সালাম দিয়ে জিজ্ঞেস করবেন, এত জানার পরেও এরকম একজন বেদুঈন লোকের সাথে তিনি আছেন কীভাবে?

০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

সাদা মনের মানুষ বলেছেন: আল্লাহ যাদেরকে জীবন চলার পথের সঠিক সঙ্গী দান করেন তাদের মধ্যে আমি অন্যতম। আপনিও কিন্তু তাই, না হলে স্বপ্ন বাসর লেখার পর থালা হাতে আপনাকে ভিক্ষায় নামতে হতো। =p~

৩৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

প্রামানিক বলেছেন: একবার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে পালিয়ে সোজা কলকাতায় গিয়ে হাজির, ওখানে আবার একটা চাকুরীও জুটিয়ে নিয়েছিলাম। দুইমাস চাকুরী করার পর হঠাৎ একদিন বাড়ির জন্য আমি মহা ফাপড়ে পড়ে গেলাম। চাকুরী থেকে পালিয়ে আবার চলে এলাম বাড়িতে। সুতরাং আমার আশেপাশের মানুষ না খেয়ে আছে আমি ঘুরে টাকা খরচ করছি এটা বলে আমাকে কেউ বকতে পারেন, শোধরানো হয়তো আদৌ সম্ভব না।

একেবারে খাপের খাপ। ছোটকালে আমিও এই অপকর্ম বহুবার করেছি। একবার পালিয়ে ছয়মাস ছিলাম। বাড়ি এসে দেখি এই ছয়মাস ধরেই মা সারাদিন সারারাত কেঁদেছেন। এর পর থেকে আর পালাই না।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

সাদা মনের মানুষ বলেছেন: আপনি অপকর্ম করতে পারেন, আমি সাদা মনের মানুষ, অপকর্ম করার প্রশ্নই আসেনা। =p~

৩৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২০

প্রামানিক বলেছেন: নিজের ঢোল নিজে যখন পিটাইলেন এত আস্তে পিটাইলেন ক্যান? ছবি মাত্র একটা দিয়ে ব্লগের সৌন্দর্য কি কখনও বাড়ে?

০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

সাদা মনের মানুষ বলেছেন: একটা দিয়াই বহুত ডরে আছি, সমালোচনা না শুরু হয়ে যায়। নিজের ছবি দিয়ে পোষ্ট করার সমালোচকদের মধ্যে আমিও একজন। :D

৩৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আল্লাহ যাদেরকে জীবন চলার পথের সঠিক সঙ্গী দান করেন তাদের মধ্যে আমি অন্যতম। আপনিও কিন্তু তাই, না হলে স্বপ্ন বাসর লেখার পর থালা হাতে আপনাকে ভিক্ষায় নামতে হতো। =p~

হে হে হে। ওই বইটা লেখার আগে আমি আমার বুড়ির অনুমতি নিয়েছিলাম। আমি অত বুকা না।

০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, বুঝতে পার্ছি, বড় হইলে আপ্নি গেয়ানী হইবেন :D

৩৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হে হে হে, বুঝতে পার্ছি, বড় হইলে আপ্নি গেয়ানী হইবেন :D



হি হি হি, হে হে হে, খিক খিক খিক। =p~

০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: আরেকটু হলে তো আপনি হেসেই ফেলছিলেন :-B

৩৮| ০৩ রা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

জাহিদ অনিক বলেছেন: আপনি এত বনে বাদাড়ে , রিসোর্টে , পাহাড় পর্বত ঘুরে বেড়ান যে আমার মাঝে মাঝে হিংসা হয় ।
কত কিছুই দেখে ফেলছেন আপনি বলুন ।


সুনীল গঙ্গোপাধ্যায় এর কেউ কথা রাখে নি থেকে বলতে ইচ্ছে করছে

আমাদের দেখা হয়নি কিছুই

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: হয়তো এক সময় দেখা হয়ে যাবে, ইচ্ছে থাকলে উপায় হয়.......শুভেচ্ছা জানবেন ভাই।

৩৯| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩০

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




সাদা মনের মানুষ যে কেন সাদা তার শানে নযুল পড়তে গিয়ে এক্কেরে শেষে এই ওসিহতনামা - ".............আমাকে কেউ বকতে পারেন, শোধরানো হয়তো আদৌ সম্ভব না।" দেখে কালো মনে একটা শয়তান উঁকি দিয়ে বলে গেলো ---
" কুকুরের লেজ সোজা হয়না ............" :P :( B:-/

"বিদ্রোহী ভৃগু"র মন্তব্যের শেষ লাইনটির সাথে একশত ভাগ সহমত ।
আপনি যেন এমন সাদা মনের মানুষ টি হয়েই থাকেন আমাদের কাছে ।

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: কুকুরের লেজ সোজা হয়না ............, একেবারে পারফেক্ট ওপমা, আপনাকেই আমি এতোক্ষণ ধরে খুজে বেড়াইছি জী এস ভাই :D

৪০| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬

প্রামানিক বলেছেন: বাড়ি থেকে পালিয়ে গিয়ে হোটেলে মেচিয়ারগিরি করলেন তারপরেও কন অপকর্ম করি নাই, এইডা একটা কথা কইলেন?

০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: কাজ কইরা খাইলাম অপকর্ম হইল কেম্নে??

৪১| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৩

কালীদাস বলেছেন: সেফ আছেন ভাল আছেন, নিজের মত লিখে যান। ব্যান হওয়া টাইমটা খুব আনন্দদায়ক না, ট্রাস্ট মি :( সবাই লিখতে পারে বকবক করতে পারে আর নিজের জবান বন্ধ- খুব বাজে একটা এক্সপেরিয়েন্স।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২১

সাদা মনের মানুষ বলেছেন: ব্লগে আমি এখন আমন আসক্ত হয়ে গেছি। ব্যন থাকাটা সত্যিই কষ্টের হবে.......ধন্যবাদ ভাই, নিশ্চয়ই আপনি অভিজ্ঞতার আলোকে বলছেন।

৪২| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ৯:১০

সোহানী বলেছেন: সাদা মনের ভাই, সামুতে সেইফ হবার তড়িকাটা বা্ৎলে দিলেন....হাহাহাহাহা

তবে আপনি ব্লগে বা ভার্চুয়াল জগতে সাদা মন এটাই সত্য ,বাস্তবে কালো নাকি খয়েরী সেটা নিয়ে আমরা ভাবছি না বা ভাবার প্রয়োজন ও নেই।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: সাদা থাকার চেষ্টা করা হলেও বাস্তবে সেটা না, এটা জানিয়ে দেওয়ার জন্যই আমার এই পোষ্ট.....ধন্যবাদ।

৪৩| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: পালানোতে দেখছি আপনি বেশ অভিজ্ঞ, পৃথিবীতে লেজেন্ডারি পর্যায়ের অনেক ব্যক্তিত্বের এমন ইতিহাস আছে বটে !

আমি আপনার নিক নিয়ে কখনো এমনটা মনে করতাম না । ভাবতাম এই, যাক আমার দেখা একটা লোক অন্তত সাদা মনের মানুষ !
আপনার নিক এবং আপনার সম্পর্কে জেনে ভাল লাগলো । তাই এখন মনে শুধু উঁকি দিচ্ছে সাদামন... সাদামন... !

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: সত্যি বলতে কি? আমি যখন বাড়ি থেকে পালিয়ে ট্রেনে করে আসানসোল স্টেশনে গিয়েছিলাম, তখন কবি নজরুলের কথা খুব মনে পড়েছিল।

৪৪| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৩

জুন বলেছেন: +

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন:

৪৫| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩০

চিন্তক মাস্টারদা বলেছেন: নিজের ঢোল নিজে পেটানোই ভাল, ওপরকে দিয়ে পেটালে ফেটে যাওয়ার ভয় থাকে! যদিও নিজে ফাটালে সমস্যা নাই!! নিজের বেলুন বলে কথা।



(পাম দিলাম) আশা করি এক কাপ কফি পাব।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: মাষ্টার মশায়কে কফি না দিলে বেঅন্যায় হবে

৪৬| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৩

চিন্তক মাস্টারদা বলেছেন: চরি!
আপনার যে ঢোল আছে জানতাম না!!
আমি মনে করেছি বেলুন-টেলুন হবে হয়তো। ;)

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: জেনেছেন যেহেতু একটু পিটিয়ে যান :D

৪৭| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:

মাশাল্লাহ! আপনি তো ভাই একখানা জিনিষ বটে!
দারুন বলেছেন আশরাফুল ভাই।
আর সাদা ভাইর জন্য শুভ কামনা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, জিনিসে জিনিস চিনে বলে একটা কথা আছে না? কেমন আছেন লিটন ভাই?

৪৮| ০৩ রা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪০

কাছের-মানুষ বলেছেন: কখনো হোটেলের মেসিয়ার, কখনো ট্রেনে চকলেট বিক্রেতা এমন সব কাজ আমি অনেক করেছি। একবার বাড়ি থেকে কিছু টাকা নিয়ে পালিয়ে সোজা কলকাতায় গিয়ে হাজির, ওখানে আবার একটা চাকুরীও জুটিয়ে নিয়েছিলাম।

আপনিতো দেখি অভিজ্ঞ জানু লোক !! আপনি সত্যিই সাদা মনের মানুষ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: কাছের মানুষ, আপনি দূরে থাকেন কেন ভাই? অনেক দিন পর আপনাকে দেখলাম।

৪৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১১

জুন বলেছেন: নেট স্লো থাকায় কাল শুধু প্লাস লিখে গেছি তবে অবশ্যই পড়েছি মনযোগ দিয়ে ☺ । পড়েছি আমাদের প্রকৃতই একজন সাদা মনের মানুষের কালো কালো কান্ড :P হোটেলে কাজ , ট্রেনে চকোলেট বিক্রী , কলকাতা পালিয়ে যাওয়া :-*
বাব্বাহ এই ভ্রমন পিপাসু ব্যাক্তিটিকে ইবনে বতুতার পক্ষ থেকে প্রানঢালা শুভেচ্ছা :)
মজার অভিজ্ঞতায় আগেই রেখেছি ভালোলাগা ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন: ইবনে বতুতাকেও আমার সালাম, ওনিই তো আমার প্রেরণা.......শ্রদ্ধা রইল

৫০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৩

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল জীবন কথা । একটু ফ্লুতে ভুগছি । আজ আর বেশী কথা লিখতে পারলাম না ।
শুভ কামনা রইল ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৯

সাদা মনের মানুষ বলেছেন: দ্রুত সুস্থ্যতা কামনা করছি।

৫১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার শরীর ভালো থাকলে আপনার সাথে ঘুরে বেড়াতাম। টাকার সমস্যা জীবনের সব ক্ষেত্রেই আছে, শুধু ভ্রমণের ক্ষেত্রে নয়। তাই ওটা আমি ধর্তব্যের মধ্যে নিতে চাই না। কিন্তু শরীর সাপোর্ট দেয় না রে ভাই। মুঠো মুঠো ওষুধ খাওয়া আর কঠোর নিয়মের মধ্যে চলতে হয় বলে ভ্রমণের সাহস পাই না।

আপনার ছবিগুলো দেখে যে কোন মানুষের ভ্রমণের ইচ্ছা জেগে উঠতে বাধ্য। একেবারে নির্দোষ একটা বিনোদন, যার মাধ্যমে মানুষের মনের উদারতা বিকাশ লাভ করে, জ্ঞান বৃদ্ধি পায় এবং মানুষ হয়ে শুধু মানুষ নয়, পশু পাখি গাছপালাসহ প্রকৃতিকে ভালবাসতে শেখা যায়। কিন্তু আফসোস! আপনি রোগমুক্ত যুবক, আর আমি জরাগ্রস্থ বৃদ্ধ। আমার জীবনের সূর্য অস্তায়মান।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৪

সাদা মনের মানুষ বলেছেন: আমি মনে করিনা আপনি ততোটা জরাগ্রস্থ। আপনার মন্তব্য পড়ে আমি খুবই উৎসাহের মাঝে থাকি, তাছাড়া আপনার গল্প লেখার অসীম ক্ষমতাকে সর্বদা করি শ্রদ্ধা। আর আপনার আতিথেয়তার কথাটা নাইবা বললাম।

৫২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৫

খায়রুল আহসান বলেছেন: আপনি সাদা না কালো মনের মানুষ, এ নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। আপনার ছবি, আপনার লেখা, এসব কিছুই বলে দেয় আপনার মনের রঙের কথা। আপনি একজন যাযাবর পরিব্রাজকের মত ঘুরে ঘুরে বেড়ান, সাথে আমরা আপনার পিছু পিছু থাকি, আপনার অভিজ্ঞতা থেকে আমরাও আমাদের মনের খোরাক মিটিয়ে নেই।
ঘর পালানো এই ছেলের বিচিত্র অভিজ্ঞতার কথা জেনে যুগপৎ বিস্মিত এবং আনন্দিত হ'লাম। আপনি ঠিকই বলেছেন, আপনার ঘর পালানোর কথা পড়ে আমারও নজরুলের কথাই মনে পড়ছিলো।
চলতে থাকুক আপনার এ পথ পরিক্রমা, সাথে আমরা পেতে থাকি সাদা চোখে দেখা কিছু রঙিন ছবি।
ছবিটার পটভূমি আমার পরিচিত। কয়েকমাস আগে আমিও সেখানে বেড়াতে গিয়েছিলাম এবং একটি রাত্রিও কাটিয়েছিলাম সেখানে। ঢাকা মহানগরের এত কাছেই এতটা নৈসর্গিক শোভা সমৃদ্ধ স্থান রয়েছে, সেখানে না গেলে আমার মোটেই জানা হতোনা।
১৭তম প্লাস + +।

আপনি সাদা না কালো মনের মানুষ, এ নিয়ে আপনাকে না ভাবলেও চলবে। আপনার ছবি, আপনার লেখা, এসব কিছুই বলে দেয় আপনার মনের রঙের কথা। আপনি একজন যাযাবর পরিব্রাজকের মত ঘুরে ঘুরে বেড়ান, সাথে আমরা আপনার পিছু পিছু থাকি, আপনার অভিজ্ঞতা থেকে আমরাও আমাদের মনের খোরাক মিটিয়ে নেই।
ঘর পালানো এই ছেলের বিচিত্র অভিজ্ঞতার কথা জেনে যুগপৎ বিস্মিত এবং আনন্দিত হ'লাম। আপনি ঠিকই বলেছেন, আপনার ঘর পালানোর কথা পড়ে আমারও নজরুলের কথাই মনে পড়ছিলো।
চলতে থাকুক আপনার এ পথ পরিক্রমা, সাথে আমরা পেতে থাকি সাদা চোখে দেখা কিছু রঙিন ছবি।
ছবিটার পটভূমি আমার পরিচিত। কয়েকমাস আগে আমিও সেখানে বেড়াতে গিয়েছিলাম এবং একটি রাত্রিও কাটিয়েছিলাম সেখানে। ঢাকা মহানগরের এত কাছেই এতটা নৈসর্গিক শোভা সমৃদ্ধ স্থান রয়েছে, সেখানে না গেলে আমার মোটেই জানা হতোনা।
১৭তম প্লাস + +।

একই জায়গায় আমার একটি স্মৃতি...



০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ছবিটা দেখে মনে হচ্ছে এখানটায় আপনাকেই মানায়, আমার মতো ভবঘুরেদের নয়.....শুভ কামনা সব সময়।

৫৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: কেমন করে যেন একই কথা দু'বার টাইপ হয়ে গেল। সংশোধনের উপায়ও জানা নেই। এ জন্য লজ্জিত ও দুঃখিত বোধ করছি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮

সাদা মনের মানুষ বলেছেন: সমস্যা নাই, আমার পোষ্টে আপনার উপস্থিতি কিছুটা বাড়ল। গুণী লোকদের পদধূলি থাকলে নিজেকে হোমড়া চোমড়া টাইপ কিছু মনে হয় :)

৫৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮

হাসান রাজু বলেছেন: গুরু গেয়ে ছিলেন -

পথের দুখই দুখরে মনা
পথের সুখই সুখ
পথের ভীড়েই খুজে পাবি
অচিন প্রিয় মুখ
এই পথেই ওড়ে পথের ঘুড়ি
লাল নীল সাদা লাল
পথ থেকে পথে
বুনে যাব খালি নকশী কাথার মাঠ।


আপনি ই ভালো জানেন এই গানের মর্ম ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: গানটা শুনে মনটা উতলা হলো ভাই

৫৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গুণী লোকদের পদধূলি থাকলে নিজেকে হোমড়া চোমড়া টাইপ কিছু মনে হয় :)


খায়রুল আহসান সাহেবের মন্তব্যের উত্তরে আপনি উপরের কথাগুলো বলেছেন। এখন আমার প্রশ্ন হলো, হোমড়া মানে কী, আর চোমড়া মানে কী?

ফাঁকিবাজি উত্তর চলবে না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: মানে হলো আমিও একটু গুণীর ভাব ধরতে পারি, এই আর কি :D

৫৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গুনী তো আপনি আগে থেকেই আছেন। এটার আবার ভাব ধরতে হবে কেন? আপনারে জাহাঙ্গীর পাগলার কাছে নিতে হইব। সে পাগল না হইলেও পাগলের ভাব ধইরা থাকে। আপনার চিকিৎসা সে ছাড়া আর কেউ করতে পারবে না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: জাহাঙ্গীর পাগলায় আমারে মুরিদ করেনা, কালি কয় আপ্নের অনুমতি লইয়া যাইতে :D

৫৭| ০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৪

আমির হোসেন বলেছেন: আপনি প্রকৃতএকজন সাদা মনের মানুষ। তা আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকেই বুঝতে পারছি। সামুতো আমাকে নাম সংশোধন করার সুযোগ দেয় নাই। তাই সামুতে লিখতে ইচ্ছে করে না। তারপরও আপনার জন্য মাঝে মাঝে এখানে আসি। দেখি এবার আপনার মত তেল মালিশ করে আমার সংশোধিত নামে লেখা প্রকাশ করতে পারি কিনা।

০৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার নাম সংশোধনের প্রয়োজন আছে বলে আমি মনে করিনা আমির ভাই। মুল নাম যেহেতু ঠিক আছে, চালিয়ে যান আপনার চমৎকার সব গল্প কবিতা।

৫৮| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

নতুন নকিব বলেছেন: কামাল ভাই,

নামের আড়ালে লুকানো প্রেক্ষাপট জানানোয় ভালো লাগলো। আমারও দীর্ঘ দিনের জিজ্ঞাসা মনের কোনে উঁকি দিচ্ছিল। সাত নদী তের খাল সাতরে বেড়ানো আপনার সাথে অামরাও কিন্তু কম যাই না। আপনার অনেক লেখার মাধ্যমে অদেখাকে দেখেছি।

ভালো থাকবেন নিরন্তর।

১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নকিব ভাই, আপনাদের অনুপ্রেরণায়ই আমার ছুটে চলা,,,,,,,,,ভালো থাকুন, সব সময়।

৫৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৫

শামীম সরদার নিশু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। আশা রাখি আরো ভালো কিছু পাবো।
চালিয়ে যান ভাই।


যাই হোক আমি ব্লগে নতুন।
আমার প্রোফাইল ঘুড়ে আসবেন।

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২১

সাদা মনের মানুষ বলেছেন: আমার ব্লগে শুভেচ্ছা আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.