নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
সুন্দরবনে গিয়ে হরিণদের নিজ হাতে চিপস খাওয়ানোর কথা কেউ বললে মানুষ ভাববে লোকটা নিশ্চিৎ পাগল। যেখানে ল্যান্স ক্যামেরা ছাড়া ওদের ছবি তোলাও কঠিন, এমনকি ক্যামেরার ক্লিক আওয়াজটাও যেখানে হরিণদের দৌড়ে পালানোর অন্যতম কারণ হতে পারে। আমি বলি এটা অবাস্তব না, সুন্দর বনের এমন একটা অংশ আছে যেখানে হরিণ ও বানররা আপনার হাত থেকে খাবার খাবে আর কুমিরদের দেখতে পাবেন একেবারে হাতের নাগাল থেকে। যারা আগে গিয়েছেন সুন্দবনে তারা নিশ্চিৎ ধরে ফেলেছেন এটা সুন্দরবনের করমজল ইকো ট্যুরিজম কেন্দ্র। পশুর নদীর তীরে ৩০ হেক্টর জমির ওপর বন বিভাগ এই পর্যটন কেন্দ্রটি গড়ে তুলেছে। এটা মুলত সুন্দর বনের অংশেই একটা হরিণ ও কুমিরের প্রজনন কেন্দ্র। তবে এখানে বাঘও দেখতে পাবেন, আমি আপনাদের দেখাবো, ছবি তুলে এনেছি
(২) নদী পথে খুলনা থেকে প্রায় ৬০ কিলোমিটার এবং মংলা থেকে প্রায় আট কিলোমিটার দূরে এ পর্যটন কেন্দ্রটির অবস্থান। আমি করমজল দুইবার গিয়েছি, প্রথম বার গিয়েছিলাম এই লঞ্চে।
(৩) ট্রলার নিয়াও অনেকে চলে আসছে এখানে। এই খালটা পশুর নদী থেকে সুন্দর বনের ভেতরের দিকে চলে গেছে।
(৪) করমজল ঘাটেই রয়েছে সুন্দরবনের একটি মানচিত্র। এই মানচিত্রে এক নজরে সুন্দরবনটাকে দেখা যাবে।
(৫) কুমিরের ডিম। পাশেই রয়েছে একটি সুন্দরবন সংগ্রহশালা, ওখানেই এগুলো রয়েছে।
(৬) এটাই আমার তোলা বাঘের ছবি, আসলে বাঘের কংকাল, পেছনে হরিণের চামড়া, এগুলোও ঐ সংগ্রহশালায়ই রয়েছে।
(৭) হরিণগুলো পর্যটকদের হাত থেকে খাবার খাচ্ছে।
(৮) এগুলো টিকটিকি না, সবই কুমিরের ছানা।
(৯) এখানে রয়েছে ছোট ছোট অনেকগুলো চৌবাচ্চা। কোনটিতে ডিম ফুটে বের হওয়া কুমির ছানা, কোনটিতে মাঝারি আকৃতির আবার কোনটিতে আরও একটু বড় বয়সের লোনা জলের কুমিরের বাচ্চা।
(১০) এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, তবে ভাঙ্গাচোরা বিধায় খুবই সাবধানে উঠতে হয়, এখন মেরামত করেছে কিনা কে জানে?
(১১) ওয়াচ টাওয়ারে উঠে তোলা কুমিরের চৌবাচ্চাও হরিণদের জন্য করে রাখা দেয়াল ঘেরা আবাস।
(১২) মানচিত্র পেছনে ফেলে বনের মধ্যে দক্ষিণে চলে গেছে আঁকাবাঁকা কাঠের তৈরি হাঁটা পথ। পথের নাম মাঙ্কি ট্রেইল। এই নামের স্বার্থকতা খুঁজে পাওয়া যায় ট্রেইলে পা ফেলার সঙ্গে সঙ্গেই। পুরো ট্রেইল জুড়েই দেখা মিলবে সুন্দরবনের অন্যতম বাসিন্দা রেসাস বানরের।পথের দুই ধারে ঘন জঙ্গল। এ বনে বাইন গাছের সংখ্যা বেশি। রয়েছে সুন্দরী গাছও, সেই সাথে দেখা মিলবে প্রচুর শ্বাসমুলের।
(১৩) একজন বসে আছে একেবারে পথ আগলে।
(১৪) কাঠের ট্রেইলটা এক কিলোমিটারের বেশী দীর্ঘ আর নির্জন, একা হাটলে গা ছমছম করবে নিশ্চিৎ।
(১৫) তিনি বসে কিছু একটা ভাবছে।
(১৬) মাথার উপড় ডানা ঝাপটানোর শব্দে খুঁজে পেলাম একটি বুলবুলি পাখি।
(১৭) ট্রেইলের শেষ মাথায় একেবারে পশুর নদীর ধারে একটা ছোট্ট কুঁড়ে, সেখানে বসে জিরিয়ে নেওয়া যায় অনায়াসে।
(১৮) ভেতরের দিকের সরু খালের পাড়ে গাছের ডালে বসে আছে বেশ কিছু পাখি।
(১৯) একেবারে দক্ষিণ পাশে দেয়াল ঘেরা বড় পুকুরে আছে রোমিও, জুলিয়েট আর পিলপিল। জেলেদের জালে ধরা পড়া এই তিন লোনা পানির কুমিরকে ২০০২ সালে সুন্দরবনের করমজলে আনা হয়। রোমিও-জুলিয়েটের বয়স এখন ২৩। এই জুটি প্রজননক্ষম হয় ২০০৫ সালে। বাংলাদেশে প্রথমবারের মতো কৃত্রিম উপায়ে কুমির উৎপাদনে মূল অবদান তাদেরই। জুলিয়েট আকারে রোমিওর চেয়ে সামান্য ছোট। লোনা পানির এই প্রজাতির কুমির আশি থেকে একশো বছর বাঁচে। ওনি কোন জন জানা হলোনা।
(২০) আপন মনে বসে আছে একটা ঘুঘু পাখি।
(২১) সদয় পরিদর্শনের জন্য কর্তৃপক্ষ ধন্যবাদ জানিয়ে আবার যেতে বলেছে।
(২২) ঘুরে যথেষ্ট ক্লান্ত ছিলাম, তাই সফেদা ফলগুলোকে মনে হয়েছিল অমৃত।
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৮
সাদা মনের মানুষ বলেছেন:
নেন শুরু করেন, লজ্জাইয়েন্না, আরো লাগলে বইলেন
২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনেক কিছু দেখা ও জানা হল।
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ ভাই, শুভেচ্ছা নিবেন।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৫
চিন্তক মাস্টারদা বলেছেন: আসলে এইসব মানুষগুলোর উপর কিভাবে জিডি করা যায় সেই চিন্তাই করছি! :'(
শুধু একা একা ঘুরতে যায়! বলেও যায় না :'(
এই শীত সকালে এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫১
সাদা মনের মানুষ বলেছেন: মাস্টার দা, বিষয়টা একটু চিন্তা করে সমাধান দেন
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: খুব ভাল্লাগছে পোস্ট; আমারও বন-বনান্তে হারিয়ে যেতে ইচ্ছে হচ্ছে!
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২
সাদা মনের মানুষ বলেছেন: সাধুরা বন-বনান্তে লোক চক্ষুর অন্তরালে থাকবে এটাই তো স্বাভাবিক, ব্লগ তো সাধুদের জন্য না
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫১
সামিউল ইসলাম বাবু বলেছেন: পরান ভরে খাইলাম। একটু ফসকরা পানি হইলে অারো ভালা হইতো।
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৪
সাদা মনের মানুষ বলেছেন:
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০১
মোস্তফা কামাল পলাশ বলেছেন:
সংরক্ষিত এলাকাটি কি ঘেরা দেওয়া নাকি? সমুদ্র থেকে স্হানটি কত দূর? কোন রেষ্ট হাউজ আছে থাকার জন্য? অনেক গুলো প্রশ্ন করে ফেললাম।
পোষ্টে পিলাচ ও নববর্ষের শুভেচ্ছা।
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৯
সাদা মনের মানুষ বলেছেন: জায়গাটা নদীও খাল দিয়ে ঘেরা, এছাড়া অন্য কোন ধরণের ঘেরাও দেওয়া নাই করমজলে। সুন্দরবনের অন্য এলাকায় গেলে অনুমতি নিতে হয়। একমাত্র করমজলেই সেটা করতে হয়না, একটা প্রবেশ পথ আছে সেখান দিয়াই টিকেট কেটে প্রবেশ করতে হয়। সমুদ্র থেকে স্হানটির দুরত্ব সম্পর্কে আমার ধারণা নাই। এবং ওখানে থাকার কোন জায়গাও নাই।
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৩
ফটোডিক্টেড বলেছেন: অপূর্ব সব ছবি। ইচ্চে করছে ঘুরে আসতে। শুভেচ্ছা নিবেন ভাই।
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা নিলাম এবং দিলাম
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১২
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দরবনের স্মৃতি মনে পড়ে গেলো।
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬
সাদা মনের মানুষ বলেছেন: নষ্টলজিকতায় না ভুগে লিখে ফেলুন, আমরাও কিছু জানি.......শুভেচ্ছা
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩
চিন্তক মাস্টারদা বলেছেন: সমাধান খোঁজব পরে! আগে সকালের নাস্তা!
সবার জন্য শীতের পিঠা
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮
সাদা মনের মানুষ বলেছেন: পিঠার নাম কি ভাই? এগুলো তো আলুর মতো দেখা যাচ্ছে
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৫) কুমিরের ডিম, পাশেই রয়েছে একটি সুন্দরবন সংগ্রহশালায় এগুলো রয়েছে।
কুমিরের ডিমের অমলেট দিয়ে নাস্তা খাবো।
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২০
সাদা মনের মানুষ বলেছেন: কুমিরেরা মাইন্ড খাইবো, পরে আর ওদিকে যাওয়া যাবে না.......সুতরাং
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২০) আপন মনে বসে আছে একটা ঘুঘু পাখি।
এই ঘুঘুটার সঙ্গী নাই। তাই তার মন খারাপ।
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২২
সাদা মনের মানুষ বলেছেন: এতোদিনে হয়তো সঙ্গীর খোজ পেয়ে গেছে
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৮) এগুলো টিকটিকি না, সবই কুমিরের ছানা।
আপনি ভুল বলেছেন। এইগুলা টিকটিকিই। তবে হাইব্রিড।
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আপনার মতো গেয়ানী লুক হইলে আমি আগেই বুঝে যেতাম
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারন! অসাধারন পোস্ট !!
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন লিটন ভাই
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮
ধ্রুবক আলো বলেছেন: ভাই বেলা বেশি গড়ায় নাই, এক কাপ চা হয়ে যাক....ভাই বেলা বেশি গড়ায় নাই, এক কাপ চা হয়ে যাক....
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, হলে কম খারাপ হয়না
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০
ধ্রুবক আলো বলেছেন: বাঘের কংকাল, আর কুমিরের ডিম দেইখা একটু শরীরে কাপুনি দিয়া উঠলো...!!!!
আর সব ছবি অসাধারন!!! অনেক ভালোলাগা.....
শুভ কামনা..,,,,,
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: বাঘ দেখিনি তো কি হয়েছে? বাঘের কংকাল তো দেখলাম
১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১
সাহসী সন্তান বলেছেন: প্রথম লাইক! চমৎকার ছবি ব্লগ! চিড়িয়াখানা ব্যাতীত জীবনে বেশ কয়েকবার খোলা স্থানে বাঘ দেখার সৌভাগ্য হইছে! ২০০৮ সালের দিকে একবার আমাদের পাশের এলাকাতেও বাঘ আসছিল! সেইটারই একটা ভিডিও আমি নিচে শেয়ার দিলাম! ভিডিওটা আমার নিজেরই করা- Click This Link
শুভ কামনা কামাল ভাই!
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনার লিঙ্কটা কিন্তু কাজ করছেনা........শুভেচ্ছা জানবেন ভাই।
১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৩) একজন বসে আছে একেবারে পথ আগলে।
আরে না, আপনারে ক্যামেরা হাতে দেইখা ফটু তোলার জন্য পোজ দিছে। আপনি জীবনে বহুত বান্দর দেখছেন, কিন্তু অগো মনের কথা বুঝতে পারেন না।
০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: আসলে মনের কথা বুঝার জন্য বুড়ো বান্দরেরাই পারফেক্ট
১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৭
সাহসী সন্তান বলেছেন: ঐটা তো ফেসবুক লিংক! কাজ না করার কোন কারণ দেখছি না! আমার তো কাজ করছে! তবে লিংক-এ ঢুকতে হলে আপনাকে ফেসবুকে লগইন করতে হবে, নয়তো কাজ হবে না!
০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০
সাদা মনের মানুষ বলেছেন: দুঃখিত, এই পৃষ্ঠাটি পাওয়া যাচ্ছে না
আপনি যে লিঙ্কটি অনুসরণ করছেন সেটি অকেজো, অথবা পাতাটি অপসারণ করা হয়েছে।
..........বুঝলাম না কিছুই, তবে ফেজবুকের সাদা পেজ আসে এবং উপরোক্ত লেকাটি ভেসে উঠে।
১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭
সাহসী সন্তান বলেছেন: ওহঃ তবে সম্ভাবত মোবাইল থেকে লিংকটা দেওয়া বলেই হয়তো এমনটা হতে পারে! আচ্ছা আমি পিসিতে বসে পরে লিংকটা ঠিক করে দিবানে!
০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯
সাদা মনের মানুষ বলেছেন: ওকে আপনার টাইগারটা দেখতেই হবে
২০| ০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৬) এটাই আমার তোলা বাঘের ছবি, আসলে বাঘের কংকাল, পেছনে হরিণের চামড়া, এগুলোও ঐ সংগ্রহশালায়ই রয়েছে।
বাঘের কংকাল দেখে ভয় পাই না। তবে মানুষের কংকাল দেখে ভয় পাই।
০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনার ভেতরও তো একটা কংকাল আছে, ওকেও কি ভয় পান?
২১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার ভেতরও তো একটা কংকাল আছে, ওকেও কি ভয় পান?
মরার পরে যখন কংকালটা দেখতে পাবো, তখন নিশ্চয় ভয় লাগবে।
০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০১
সাদা মনের মানুষ বলেছেন: তখন আমারে ডাক দিয়েন
২২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১
সাহসী সন্তান বলেছেন: আপনার জন্য আমাকে আবার পিসি ওপেন করতে হল। যাহোক, এবার এখানে ক্লিক করে দেখেন তো ভিডিওটা দেখতে পান কিনা? যদি না পান তাহলে ইউটিউবে আপলোড করে ছাড়া আর দেখানোর কোন উপায় নাই।
তবে আবারও বলছি, ভিডিওটা দেখতে হলে কিন্তু ফেসবুকে লগইন থাকতে হবে!
০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩১
সাদা মনের মানুষ বলেছেন: এবার দেখতে পেলাম, সত্যিই আপনি সাহসী সন্তান
২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১
সুপ্ত শিপন বলেছেন: ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা শিপন ভাই
২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন:
গিয়েছিলাম মনে হয় একবার কিন্তু বাঘ মামার দর্শন পাইনি
০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫
সাদা মনের মানুষ বলেছেন: আমি পেয়েছি, তাই আমি ভাগ্যবান
২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭
পুলহ বলেছেন: কনভেনশনাল ন্যাচারাল ট্যুরিস্ট স্পটগুলার মধ্যে সুন্দরবনই বাকি আছে এখনো। আল্লাহ চাইলে অবশ্যই যাবার ইচ্ছে রাখি।
ট্রাভেল পোস্টগুলোতে আপনি প্রায়ই টুকিটাকি নানা তথ্য উল্লেখ করেন, এজন্য পড়তে আরো ভালো লাগে।
এটাও ভালো লাগলো।
শুভকামনা ভাই!
০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে যেহেতু আছে, আপনাকে ঠেকায় কে? ধন্যবাদ পুলহ ভাই, ভালো থাকুন, সব সময়।
২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯
সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !
০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, শুভেচ্ছা জানবেন।
২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪
সারাফাত রাজ বলেছেন: ভাইরে, আপনারে দেখে যথেষ্ট পরিমানে হিংসিত।
লঞ্চ কি একেবারে ঢাকা থেকেই যায় সরাসরি?
কাঠের ট্রেইলটাতো অসাধারণ। এতোদিন এই ট্রেইলের ছবিটা বিভিন্ন ক্যালেন্ডারে দেখেছি। আমি ভেবেছি এটা বুঝি বাইরের কোন দেশে হবে। অনেক ধন্যবাদ ভাই এতো সুন্দর জায়গাটা দেখানোর জন্য।
০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: খুলনা থেকে লঞ্চে গিয়েছিলাম, কাঠের এমন ট্রেইল সুন্দরবনের আরো বেশ কয়েকটি জায়গায় রয়েছে, ধন্যবাদ।
২৮| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
আমির হোসেন বলেছেন: দুইবারতো গেলেন আরো যাওয়ার ইচ্ছা আছে কি?
০৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে তো আছে, যাওয়া হবে কিনা কে জানে?? কেমন আছেন আমির ভাই?
২৯| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৭
ডঃ এম এ আলী বলেছেন: দেখলাম , ছবিগুলি খুবই সুন্দর , বিবরণগুলিও প্রাঞ্জল ।
দোয়া করবেন ভাই,শরীরটা খুব খারাপ যাচ্ছে ।
শুভেচ্ছা রইল ।
০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনি তাড়াতাড়ি সুস্থ হোন সেই কামনা করছি আলী ভাই।
৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ।
০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন:
৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫০
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
পোষ্ট অনবদ্য সন্দেহ নেই তবে একটি ট্যুরিজম কেন্দ্র যেভাবে সাজানো গোছানো , দৃষ্টিনন্দন হবার কথা তা নেই দেখলুম । কেমন যেন যত্নহীন আর হতচ্ছাড়া মনে হলো ।
০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: এটা ঠিক বলেছেন এখানটা তেমন করে গোছানো না, তবে আগে মনে হয় গোছানো ছিল, যেমন ভাঙ্গাচোরা ওয়াচ টাওয়ারটাই তার প্রমাণ।
৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৪
পৌষ বলেছেন: অসাধারণ সব ছবি। আমিও গেছি ওখানে। কিন্তু ওখানে গিয়ে কয়েকটা ছবি তোলার পর ক্যামেরা আমার নষ্ট হয়ে গিয়েছিল। কি যে কষ্ট পেয়েছিলাম। আবার যাওয়ার ইচ্ছে আছে!
০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: ভ্রমণে গিয়ে ক্যামেরা নষ্ট মানে তো জীবনই শেষ, আমি এমন পরিস্থিতিতে পড়েছিলাম বান্দরবানের আমিয়াখুম ঝর্ণায় গিয়ে। আমার ক্যামেরা পানিতে পড়ে গিয়েছিল।
৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৩
জাহিদ অনিক বলেছেন: বাহ বাহ বাহ ।
কুমিরের বাচ্চাগুলো দেখে আদর করতে ইচ্ছে হচ্ছিল ।
বনের পথা আগলে রাখা বানরটা বুঝি আপনার অপেক্ষাতেই ছিল ।
আর যেটা না বললেই নয়, আপনার ক্যামেরার টিপ ভাল।
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নাকি আপনে ?
এতটা পথ ঘুরে কষ্ট করে আমাদের সর্বসাধারনের জন্য ছবি তুলে দেখবার সুযোগ করে দেয়ার জন্য অনেক কৃতজ্ঞতা ।
০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন জাহিদ ভাই। আমি কোন ফটোগ্রাফার নই, বলতে পারেন সৌখিন ফটোগ্রাফার। তবে ভ্রমণটা আমার রক্তে মিশে গেছে।
৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩০
প্রামানিক বলেছেন: ছবি দেখে পরানটা জুড়িয়ে গেল। এখন করমজলে না গেলেও চলবে। দারুণ ছবি।
০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩২
সাদা মনের মানুষ বলেছেন: কিছুটা ফ্ল্যাক্সি পাডায়া দিয়েন
৩৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২২
চাঁদগাজী বলেছেন:
কি পরিমাণ দর্শক ছিলো? যেখানে সফেদা ফল কিনলেন, তার আশেপাশে খাবারের দোকান আছে?
০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: দর্শক ছিল সীমিত, তিনটে লঞ্চ আর কয়েকটা ট্রলারের যাত্রীরাই ছিল ওখানকার দর্শক। সফেডা ফলের পাশের একটা ছোট্ট দোকানে কিছু পানীয় আর চানাচুর, বিস্কুট পাওয়া যায়।
৩৬| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৪
জুন বলেছেন: বহুবার দেখা প্রিয় সুন্দরবনের প্রিয় প্রিয় ছবিতে অনেক ভালোলাগা সাদা মনের মানুষ ।
+
০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু
৩৭| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রে ঢুকতে কী কোন ফী দিতে হয়?
আমার ছোট ছেলেটা তার ভার্সিটির দশজন বন্ধুর সাথে গত পরশু রাঙ্গামাটি বান্দরবান বেড়াতে গেছে। এক সপ্তাহের প্রোগ্রাম। সুন্দরবনের দিকে বেড়াতে গেলে এই করমজলে যেতে বলতাম। বেড়াবার হুজুগ এই ছেলেটারও আছে। নেক্সট টাইম ওকে সুন্দরবনে যেতে বলবো। কে জানে, রামপালের কারণে ভবিষ্যতে আর সুন্দরবনে যাওয়ার সুযোগ থাকবে কী না।
০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দরবন ট্যুরে কিন্তু আপনিও যেতে পারেন অনায়াসে। এর চাইতে রাজসিক ট্যুর আর হতেই পারেনা। লঞ্চে সুন্দরবনের নির্ধারিত যায়গায়ই আপনাকে যেতে হবে, ইচ্ছে করলেও নির্ধারিত জায়গার বাইরে যাওয়ার ক্ষমতা নাই। লঞ্চেই খাওয়া দাওয়া সব হবে। নির্ধারিত জায়গায় গিয়ে যদি হাটতর ইচ্ছে না করে লঞ্চেই থাকতে পারেন। প্রতি বছর আমাদের ভ্রমণ বাংলাদেশ ছাড়াও অনেক ট্রাভেল ট্যুর কোম্পানীর মাধ্যমে সুন্দরবনে যাওয়া যায়।
শুধু করমজল গেলে বাগের হাট থেকে ট্রলার নিয়ে এক বেলায়ই দেখে আসা সম্ভব।
৩৮| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জানা থাকলো। আমি যাই বা না যাই, আমার ছোট সাহেবের সুবিধা হবে।
০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই
৩৯| ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৬
মোহাম্মদ আরিফ উদ্ দ্বীন চৌধুরী বলেছেন: অসাধারণ উপস্থাপনা।
আপনার সব ছবি গুলোই আমার খুব চেনা।
গত নভেম্বরেই গেছিলাম।
স্মৃতি চারনে হেল্প করাই অশেষ ধন্যবাদ।
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে তো আপনার স্মৃতি টাটকা........ভালো থাকবেন ভাই।
৪০| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫
মোস্তফা সোহেল বলেছেন: ছবি যেন শুধু ছবি নয়।
খুব ভাল পোষ্ট ধন্যবাদ ভাই।
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন মোস্তফা ভাই।
৪১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮
খোলা মনের কথা বলেছেন: কথায় আছে স্টেশনের কাছের মানুষ ট্রেন ফেল করে। আমার সেই অবস্থা। যশোর বাড়ি হয়ে অনেক জায়গাতে গেলেও সুন্দরবনে যাওয়া হয়নি।
কুমিরের ডিম আজ প্রথম দেখলাম যদিও ছবিতে। তবে আকারটা ঠাওর করতে পারতেছি না।
১৬ নং ছবিতে বুলবুলি পাখি। পিছনে একটু লাল আছে তাই আমাদের যশোর অঞ্চলে বুলবুলি পাখিকে ...... নামে ডাকে । ওটা আর একদিন বলবো ভাই.....
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: কুমিরের ডিম বাস্তবে খুব একটা বড় না, রাঝাশের ডিমের সমান হবে। যশোর অঞ্চলে বুলবুলিকে কি নামে ডাকে শুনতে খুবই ইচ্ছে করছে ভাই।
৪২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
বিলিয়ার রহমান বলেছেন:
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০
সাদা মনের মানুষ বলেছেন: ব্লগে বেশির ভাগ সময় আমি একাই চা পরিবেশন করি, আমার একজন সহপাঠি পেয়ে ভালোই লাগছে
৪৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: দারুন পোস্ট!
প্লাস
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও প্লাস
৪৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১
বিলিয়ার রহমান বলেছেন: সহব্লগার থেকে সহপাঠি!!!!
০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
সাদা মনের মানুষ বলেছেন: কম খারাপ না, কি বলেন?
৪৫| ০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: সুন্দর সব ছবি তুলেছেন দাদা।
আমি দুবার গিয়েছি এখানে, সুন্দরবনে তিনবার। একটি ভালো ক্যামেরা আর লেন্সের অভাবে ছবি তুলে খায়েস মিটেনি। ভালো ক্যামেরা আর লেন্সে কিনতে পারলে আরো কয়েক বার যাবকার ইচ্ছে আছে।
০৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনার তোলা ছবিগুলো তো আমার ছবির চেয়ে ভালো হয় সব সময়। যেতে থাকুন, আমারও আবার ইচ্ছে আছে।
৪৬| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৩
রানা আমান বলেছেন: চমৎকার পোস্ট । ছবি ও বর্ণনা সবসময়ের মতই অনবদ্য ।
০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রানা ভাই, আপনাদের উৎসাহেই আমি সব সময় চেষ্টা করি।
৪৭| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আচ্ছা, কেওক্রাডাং না কী একটা পাহাড়ের কথা বললো আমার ছেলে। আছে নাকি এরকম পাহাড়? আমার ছেলেদের ভ্রমণ দলের সদস্যরা আজ সকাল থেকে ওই পাহাড়ে ওঠা শুরু করেছে।
০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯
সাদা মনের মানুষ বলেছেন: কেওকারাডাং দুইবার যাওয়ার অভিজ্ঞতা আমার আছে, আপনার ছেলেকেও মনে হয় আমার মতো নেশায় পাইছি, পাহাড়ের নেশা খুব কঠিন নেশা। দার্জিলিং পাড়ার আগে একটা পয়েন্ট ওঠা এবং কেওকারাডাং এর একেবারে শেষ পর্যায়ে উঠাটা একটু কষ্টকর। তবে ঝুকিপূর্ণ না, অনায়াসেই আপনার ছেলে উঠে যাবে।
৪৮| ০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওখানে নেটওয়ার্ক খুব দুর্বল। এজন্য ছেলের কণ্ঠ পরিস্কার শুনতে পাইনি। পাহাড়ের নাম কিছুটা আন্দাজের ওপর বলেছি। আপনার জানামতে এরকম পাহাড় যদি থাকে, তাহলে সেই পাহাড়ে উঠা কী খুব কষ্টকর? আমার ছেলের মোটর সাইকেল দুর্ঘটনায় ডান পায়ে একটু সমস্যা হয়েছিল গত বছর। পোলাপান মানুষ। ওসব তো কেয়ার করবে না। কিন্তু আমার ভয় লাগছে।
০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০
সাদা মনের মানুষ বলেছেন: ওখানে ভয়ের কোন কারণ নাই, এটা কোন ঝুকিপূর্ণ ট্রেইল না। তবে শারিরীক পরিশ্রম অবশ্যই হবে, বিশেষ করে পাহারে চড়ার পুর্ব অভিজ্ঞতা না থাকলে।
০৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১
সাদা মনের মানুষ বলেছেন: ইন্দোনেশিয়ার বালি দ্বীপে যাচ্ছি, আগামী শুক্রবারের আগে মনে হয় আর দেখা হবেনা।
৪৯| ০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার বালি ভ্রমণ আনন্দময় হোক। বেশি বেশি ছবি তুলে আনবেন।
০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৩
সাদা মনের মানুষ বলেছেন: সেটা কি আর বলার অপেক্ষা রাখে? দোয়া করবেন।
৫০| ০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭
কামরুন নাহার বীথি বলেছেন: অনেক অনেক অনেক ভাল লাগল। কয়েকদিন ধরেই আমার রাঊটার সমস্যার কারণে মোবাইলে পড়েছি। মন্তব্য আর পোষ্ট করা হয় নাই। দুইবার গেলেন, একবারও বলেন নাই। মানুষটা কি আপনি ভাল?
০৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ভবিষ্যতে ইনশাআল্লাহ আওয়াজ দিমু, আর আওয়াজ না দিলেই কি, আপনার ভ্রমণ গাড়িতো চলছেই
৫১| ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ২:৩৫
সিগনেচার নসিব বলেছেন: কামাল ভাই দারুণ আপনার ক্যামেরার ক্যারিষ্মা
একরাশ ভাললাগা রেখে গেলাম
১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাইজান, কেমন আছেন আপনি?
৫২| ১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:০৭
নীলপরি বলেছেন: দারুন লাগলো ।
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন পরি
৫৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৫
সারাফাত রাজ বলেছেন: ভাই, বেশ কিছুদিন যাবত আপনার কোন ছবি পাচ্ছি না। আপনি ঠিক আছেন তো?
১৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: হ্যাঁ ভাই ঠিক আছি, তবে স্থিতিশীল নাই
৫৪| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৫
সৈয়দ তাজুল বলেছেন: ইচ্ছে করে হারিয়ে যেতে!
এমন সুন্দর দৃশ্য দেখানোর জন্য ধন্যবাদ
১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৫
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
৫৫| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৭
Mashkura বলেছেন: OsadharoN
১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই
৫৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৬
সৈয়দ তাজুল বলেছেন: অসম্ভব দৃশ্যগুলোকে বেসম্ভব ভাবে ফুটিয়ে তুলার চেষ্টা
১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ঠিক ধরেছেন ভাই
৫৭| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৮
সৈয়দ তাজুল বলেছেন: ধন্যবাদ পাওয়ার পুরাটাই যোগ্য
১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই
৫৮| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সবগুলি ছবিই মুগ্ধ হয়ে দেখলাম। তবে কুমিরের ডিম আমি প্রথম দেখলাম।
কৃতজ্ঞতা রেখে গেলাম পোষ্টে।
২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, শুভেচ্ছা জানবেন।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১
সামিউল ইসলাম বাবু বলেছেন: পেত্তম হইছি ভাই। সকালে নাস্তা হয়নি। নাস্তা দেন।