নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

তানজুং বেনুয়া বীচ অব বালি আইল্যান্ড

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১২


বালি ইন্দোনেশিয়ার একটা বৃহৎ দ্বীপ এবং ৩৪টি প্রদেশের মধ্যে ক্ষুদ্রতম প্রদেশ, যার আয়তন মাত্র ৫ হাজার ৭৮০ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ৪২.২ লাখ। বালির রাজধানী হলো ডেনপাসার। এখানে রয়েছে কয়েক হাজার বছরের পুরনো অনেক হিন্দু মন্দির। তিন দশক আগেও বালি পুরোপুরি কৃষিনির্ভর ছিল। কিন্তু বর্তমানে বালির মোট অর্থনীতির ৮০ শতাংশ পর্যটন শিল্পের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং একে ইন্দোনেশিয়ার অন্যতম ধনী প্রদেশ হিসেবে বিবেচনা করা হয়।

পৃথিবীর সবচেয়ে বেশিসংখ্যক মুসলিম বসবাসকারী দেশ ইন্দোনেশিয়া হলেও বালির চিত্র পুরোপুরি ভিন্ন। বালিতে বসবাসকারীদের মধ্যে ৮৩.৫% শতাংশই হিন্দু এবং মন্দিরের আধিক্যের কারণে বালিকে বলা হয় দেবতাদের দ্বীপ, শান্তির দ্বীপ। এখানে হিন্দু (৮৩.৫%), মুসলিম (১৩.৪%), খ্রিস্টান (২.৫%), বৌদ্ধ (০.৫%)। রাজধানী জাকার্তা থেকে এর দূরত্ব ১১৪৭ কিলোমিটার। তানজুং বেনুয়া বীচটা মূলত একটা হৃদের মতোই শান্ত জলের সাগর। এই বীচে কোন কারণে অনবরত আছড়ে পড়া সাগরের ঢেউগুলো সরাসরি না পড়ার কারণে এখানটার পানি একেবারে শান্ত ও স্বচ্ছ। বালির দানাগুলো অত্যন্ত মোটা বলে পানির সাথে বালিগুলো গুলিয়ে যায় নাএবং পানির তলার সব কিছুই ঝকঝকে কাঁচের মতো স্বচ্ছ দেখায়। আর এজন্যই ওখানটায় জল ক্রীড়া কার্যক্রমের বিশাল পসার। এক বেলায় আমার দেখা তানজুং বেনুয়াটা আসেন দেখে নেই ফটোগ্রাফির মাধ্যমে।


(২) সাগরের একটা অংশ দ্বীপের বেশ ভেতরে ঢুকে গিয়াছে, সেখানেই নির্মিত হয়েছে এই বিশাল ব্রীজ, যা ধরে তানজুং বেনুয়া দ্বীপে যেতে হয়। বিকল্প রাস্তাও অবশ্য আছে ওখানে যাওয়ার।


(৩/৪) বিমানের জানালায় দ্বীপের কিছু অংশ।



(৫) এর ভেতর দিয়া ঢুকলে ওপাশেই তানজুং বেনুয়া বীচ।


(৬/৭) স্পীড বোডের টানে বেলুন নিয়া আকাশে চরার মজার খেলা। পর্যটকরা এটায় চড়ে বেশ মজা পায়।



(৮) স্পীড বোডের টানে আকাশে উড়ে আবার ক্ষণে ক্ষণে পানিতে আছড়ে পড়ে বেশ এ্যডভেঞ্চার আছে এই টিউবে।


(৯) এর নাম ব্যানানা বোট, এটাও স্পীড বোডের টানেই চলে, খুব মজা হয়।


(১০) এখানের ঘরগুলোর চালাতে ব্যবহৃত হয় মাটির টালি, যার কারণে পুরো এলাকাটা অত্যন্ত চমৎকার দেখতে লাগে।


(১১) বলের ভেতর মানুষ, ছুটে চলেছে স্পীড বোটের টানে।


(১২) কখনো মনে হবে বেলুনগুলো বুঝি বিমানের চাইতেও উপরে চলে গেছে, আসলে পাশেই এয়ারপোর্ট থাকায় এখানে যখন বিমান উঠানামা করে তখন নিচে নামতেই হয়।


(১৩) ঐ তো আরেকটা বিমান এয়ারপোর্ট থেকে উড়াল দিল।


(১৪/১৫) এই বোডগুলোও দুর্দান্ত, খুবই গতি আছে এদের, নিচ দিয়া গ্লাস লাগানো রয়েছে বোডগুলোতে। সাগরের তলা এবং মাছ দেখা যায় সেখান দিয়ে।



(১৬) বালি দ্বীপকে কাঠ গোলাপের রাজ্যও বলা যায়, এখানে এতো বেশী কাঠ গোলাপ গাছ রয়েছে যে, আমার মনে হয় অন্য সব গাছের সাথে তুলনা করলে সংখায় ওরাই হবে প্রায় অর্ধেক।


(১৭) রয়েছে এমন সব পানির রাইড।


(১৮) সব বেলুনে একজন না, কোন কোন বেলুনে দুইজনও চড়ার ব্যবস্থা রয়েছে।


(১৯) তানজুং বেনুয়া বীচ দেখার একটা চমৎকার পয়েন্ট।


(২০) এই ছবিটা তুলেছিলাম বালি দ্বীপ থেকে ফিরে আসার বিমানে বসে।

মন্তব্য ১০৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (১০৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: চমৎকার+

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন বাবু ভাই

২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: কবেগেছিলেন

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

সাদা মনের মানুষ বলেছেন: জানুয়ারীর ৮ তারিখ হতে ১২ তারিখ পর্যন্ত ওখানে ছিলাম।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২২

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২২

Syeed Rafiqul Haque বলেছেন: আপনার ছবিব্লগ দেখেশুনে মনে হলো বালি-দ্বীপ খুব আমোদের জায়গা।
ভালো লাগলো।

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৯

সাদা মনের মানুষ বলেছেন: হাছা কতা, ওটা পুরোপুরি আমোদেরই জায়গা :)

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!!!!!!!!!!!!!!!!

মজার মজার সব পানির রাইড!!!

দেখেই রোমাঞ্চিত!! চড়লেতো কথাই নাই :)


+++++++++++++

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১

সাদা মনের মানুষ বলেছেন: প্রকৃতি সব সৌন্দর্য্য যেন ওখানে ঢেলে দিয়েছে, সেই সাথে মজা করার জন্য অনেক অনেক অনুষঙ্গ....ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬

বিলুনী বলেছেন: ভাল লাগল ছবিগুলি দেখে। একটু অবাক লাগে তানজুং বেনুয়া বীচ অব বালি আইল্যান্ড এত নিরব কেন
পর্যটকেরা গেল কোথায় ? তানজুং বেনুয়া বীচে কোলাহলহীন এমনক্ষন কি সহজে পাওয়া যায় । অথচ আমাদের
কক্সবাজার বীচে সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার লোকে পরিপুর্ণ থাকে । হা এই ব্লগের ছবিগুলিতে গুটি কয়েক লোকের ছবি অবশ্য দেখা যায় , তবে তা পর্যটক ভীরে কোলাহলময় একটি বীচকে তুলে ধরেনা । যাহোক , কিছু মনে করবেন না
নিছক কৌতুহলবসে কথা কয়টি জানতে চাওয়া।
ধন্যবাদ ।

১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের কক্সবাজারে মুলত একটা বীচ, আর বালি হল একটা দ্বীপ, তার মাঝে আরো ছোট ছোট কিছু উপদ্বীপ রয়েছে। আর সবগুলোর চারিপাশেই বীচ........আর আমি যখন বীচে গিয়েছিলাম তখন ছিল দুপুর টাইম এবং প্রখর রোদ্র, এই জন্য সময়টাতে পর্যটক ছিল কম।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

পুলহ বলেছেন: বীচটা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি না লাগলেও রাইডগুলা সব ফাটাফাটি। এমন 'ফান' করার পর্যাপ্ত সুবিধা দেখে কিছুটা হলেও অনুমান করা যায় কেন এখানকার আয়ের প্রধানতম উৎস পর্যটন সংশ্লিষ্ট খাত..
ধন্যবাদ ভাই!

১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, মজার জন্যই পর্যটকদের ওখানে যাওয়। ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৭) রয়েছে এমন সব পানির রাইড।


এই রাইডটা আমার পছন্দ হইছে। বড়ই সৌন্দর্য।

১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

সাদা মনের মানুষ বলেছেন: আপনি একবার গিয়ে এই রাইডে চড়তে পারেন কিন্তু

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৮) সব বেলুনে একজন না, কোন কোন বেলুনে দুইজনও চড়ার ব্যবস্থা রয়েছে।


এটাতে আমি আর আমার বুড়ি দু'জন একসাথে চড়ে ঘুরে বেড়াতে চাই।

১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আপনার জন্যই মনে হয় দুইজনের সেষ্টেমটা চালু করছে, দৌড় লাগান।

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৩/৪) বিমানের জানালায় দ্বীপের কিছু অংশ।

(২০) এই ছবিটা তুলেছিলাম বালি দ্বীপ থেকে ফিরে আসার বিমানে বসে।



বিমান থেকে ছবি তুলতে অসুবিধা হয় না? মানে বলতে চাচ্ছি, ক্যামেরা সঠিক এ্যাঙ্গেলে ফোকাস করতে অসুবিধা হয় কী না!

১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

সাদা মনের মানুষ বলেছেন: বিমানের ড্রাইভারকে বলি বিমান সোজা রাখতে, তারপর ফোকাস করি :D

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিমানের ড্রাইভার কী আপনার মতো ফটো পাগল মানুষের কথা বুঝতে পেরেছে? নাকি ক্যামেরা দেখাইয়া তারে লাইনে আনছেন? আমাদের দেশের বাস ড্রাইভারদের মতো বিমানের ড্রাইভাররা ঘুমাইয়া ঘুমাইয়া বিমান চালায় নাকি?

১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের দেশের বাস ড্রাইভারদের মতো বিমানের ড্রাইভাররা ঘুমাইয়া ঘুমাইয়া বিমান চালায় নাকি? ........ওনারা চালাই চালাইতে ঘুমায়, সামনে তো আর সিএনজি নাই, ডরের কি আছে?

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৯) এর নাম ব্যানানা বোট, এটাও স্পীড বোডের টানেই চলে, খুব মজা হয়।


ব্যানানার রঙ হলুদ না হইয়া কমলা হইল ক্যামনে?

১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: এইটা বেশী পেকে গেছে B-)

১৩| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ ছবি ব্লগ, সাথে বিবরণ ।
রাইডিং ছবিগুলি মনোমুগ্ধকর ।
আশরাফুল ইসলাম ভাই এর
মত আমার কাছেও ১৭ নং
ছবিটি বেশী চমৎকার মনে
হয়েছে । তানজুং বেনুয়া বীচের
একটি ছবি এসাথে যোগ
করলাম ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলী ভাই, আপনি কি সুস্থ্য হয়েছেন?

১৪| ১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ফাটা ফাটি পোষ্ট ভাই। দেখাই দিলেনতো বালি দ্বীপ । মজা পাইলাম। তবে আবুহেনা ভাই ইচ্ছার কি হবে?আরেকবার যাওয়ার সাথে নিয়া যাবেন আবুহেনা ভাইকে।

১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: আমিও ভাব্তাছি তাই :)

১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:০১

বিলিয়ার রহমান বলেছেন: দারুণ সব ছবি!:)

প্লাস

১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রহমান ভাই

১৬| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:০২

খোলা মনের কথা বলেছেন: ভাই আপনার পোষ্টগুলো যত দেখি তত লোভ লাগে.....
আর আপনি বার বার লোভ দেখান। আপনার সাগরেদ হতে পারলে মন্দ হতো না...

আপনার ছবিগুলো অসাধারন....

১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: আসেন একদিন আমরা গলাগলি ধইরা হাটি :D

১৭| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৭

শাহরিয়ার কবীর বলেছেন:
দারুন সব ছবি !
কেমন আছেন ভাই ?

১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কবির ভাই, আমি ভালো আছি, আপনি কেমন?

১৮| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩০

নিরব জ্ঞানী বলেছেন: আপনার ছবিব্লগ গুলো বরাবরই সুন্দর হয়। প্রতিটি ব্লগেই আমি আপনার সাথে ভ্রমণের একটা স্বাদ পাই। :)

দেশে আসলে আমি অবশ্যই আপনার সাথে কোথাও ঘুরতে যাব। :#)

১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নিরব ভাই, তবে আপনার ছবিগুলোই সেরা হয়। আপনি কোন দেশে থাকেন ভাই?

১৯| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৬

নিরব জ্ঞানী বলেছেন: আমি জাপানে থাকি। তবে এই বছরই মনে হয় দেশে ফিরব। :)

১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, চলে আসুন, হয়তো বা দেখা হবে।

২০| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১০

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো কি সুন্দর। একদম ছবির মত ভাইয়া

১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ছবিগুলো সত্যিই ছবির মতো :D ........শুভেচ্ছা জানবেন ভাই

২১| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১২) কখনো মনে হবে বেলুনগুলো বুঝি বিমানের চাইতেও উপরে চলে গেছে, আসলে পাশেই এয়ারপোর্ট থাকায় এখানে যখন বিমান উঠানামা করে তখন নিনে নামতেই হয়।

বেলুনের লুকটা ছিলাম আমি। আজ ম্যায় উপর, আসমা নিচে

১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: কল্পনার ঘুড়ি উড়াতে বাধা নাই.......শুভ সকাল

২২| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫

বিলিয়ার রহমান বলেছেন:

১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, চা টা ভালো হয়েছে :-B

২৩| ১৮ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪

রাতু০১ বলেছেন: চমৎকার+।
ভাই খরচাপাতি কেমন।

১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: মোটামুটি হাজার পঞ্চাশ হলে ৫/৬ দিনের ট্যুর দেওয়া সম্ভব।

২৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাল্গাচ্ছে।

পোস্ট- পিলাস.. পিলাস... পিলাস.........

১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: আপানর মন্তব্য ও পিলাচ :D

২৫| ১৮ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯

নীলপরি বলেছেন: প্রতিটা ছবিই খুব সুন্দর লাগলো ।

১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পরি, শুভ কামনা থাকল

২৬| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

প্রামানিক বলেছেন: গেলেন কবে আইলেন কবে?

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ৮ তারিখে গেলাম, ১২ তারিখে আইলাম

২৭| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

প্রামানিক বলেছেন: খালি বালি দ্বীপের ছবি দেশের ভিতরের ছবি কই?

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: পাবেন সবই, ওয়েট এন্ড সি :D

২৮| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মোটামুটি হাজার পঞ্চাশ হলে ৫/৬ দিনের ট্যুর দেওয়া সম্ভব।

একা, না বিবিসহ?

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: বিবি সহ গেলে দ্বিগুন লাগবে।

২৯| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৬) বালি দ্বীপকে কাঠ গোলাপের রাজ্যও বলা যায়, এখানে এতো বেশী কাঠ গোলাপ গাছ রয়েছে যে, আমার মনে হয় অন্য সব গাছের সাথে তুলনা করলে সংখায় ওরাই হবে প্রায় অর্ধেক।


ইন্দোনেশিয়ায় আমার এক বন্ধু থাকে। সে ডাক্তার এবং বর্তমানে ইন্দোনেশিয়ার নাগরিক। বালির একটি মেয়েকেই সে বিয়ে করেছে। রাজধানী জাকার্তায় থাকে। গত বছর সে তার বাবার মৃত্যুর কারণে দেশে এসেছিল। শুধু বালি নয়, ইন্দোনেশিয়ার অন্যান্য দ্বীপেও কাঠ গোলাপের আধিপত্যের কথা তার কাছে শুনেছি।

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: কাঠ গোলাপ গাছ এলাকার সৌন্দর্য্য অনেকাংশে বৃদ্ধি করে, তথ্যটা জেনে ভালো লাগলো।

৩০| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । শীতকালীন ফ্লোর আছর এখনো কাটিয়ে উঠতে পারিনি, বেড রেস্টে আছি । শুয়ে শুয়ে লেপটপ কুলে নিয়ে কিছু ঘাটাঘাটি করছি । মনে মনে আপনার মত বনে বাদারে ঘুরছি । দোয়া করবেন ।
এ পোস্টের কিছু দৃশ্য আবার মনযোগ দিয়ে দেখলাম ও ভাল লাগা জানিয়ে গেলাম ।
শুভেচ্ছা রইল ।

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: মনে মনে বনে বাদারে ঘুরা বেশ ভালো......আশা করছি খুব দ্রুত সেরে উঠবেন।

৩১| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,



যথারীতি চমৎকার ।
খেজুরের গাছে চড়ে রস খেলেন আর এইসব রাইডে একবারও চড়লেন না ? :(

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ক্যামেরা সাথে থাকার জন্য আসলে এসবে উঠতে চাইনি, তবে স্পীডবোডে চড়েছিলাম।

৩২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৭

সারাফাত রাজ বলেছেন: একটা শব্দই শুধু বলা যায়।
অস্থির, অস্থির এবং অস্থির।


১৭ নম্বরে চড়তে খুবই মন চাচ্ছে।


এজন্যই আপনাকে কদিন খুঁজে পাওয়া যায়নি? ;)

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: অনেকগুলো রাইডই বেশ মজাদার, হুমম এজন্যই কয়দিন অনুপস্থিত ছিলাম ব্লগে।

৩৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৮

তারেক ফাহিম বলেছেন: ধারুন সব ছবি তবে সবচেয়ে ভাল লাগছে পানির রাইড,. ওয়াও, ধন্যবাদ দেখার সুযোগ করে দেওয়ার জন্য

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৩

সাদা মনের মানুষ বলেছেন: বালি দ্বীপটা পুরোটাই অত্যন্ত চমৎকার, আর পানির রাইডগুলো সত্যিই অনন্য।

৩৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

হাসান রাজু বলেছেন: বিচ কম ওয়াটার রাইড সমৃদ্ধ এমুউইজমেন্ট পার্ক বেশি মনে হচ্ছে । কবে যে আমাদের এখানে ও এই রাইড গুলো সুলভ আর সহজলভ্য হবে ?

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১১

সাদা মনের মানুষ বলেছেন: এই রাইডগুলো থাকলে আমাদের পর্যটনে আরো লাভবান হওয়ার সুযোগ বাড়বে, ধন্যবাদ রাজু ভাই।

৩৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৪

হাসান রাজু বলেছেন: অসাধারণ ছবি । অসাধারণ বর্ণনা । অসাধারণ পোস্ট । ভালো লাগা .....

১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৭

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ মন্তব্য.......শুভেচ্ছা অবিরত

৩৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫

জুন বলেছেন: অপুর্ব সুন্দর এক বীচের সব ছবি আর চমৎকার সব রাইডের সংক্ষিপ্ত বর্ননা ভালোলাগলো সাদা মনের মানুষ ।
বীচের ঝক ঝকে পানিতে পা ডুবিয়ে বসে থাকতে চাইলেও কোন রাইডে চড়তে রাজী না । দেখেই আমার মাথা ঘুরাচ্ছে ।
ভালোলাগা রইলো নাম না জানা এক দ্বীপের ছবিগুলোতে ।
+

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

সাদা মনের মানুষ বলেছেন: সত্যি বলেছেন, অনেকগুলো রাইডই বেশ ভয়ঙ্কর মনে হয়েছে আমার কাছে......শুভেচ্ছা জানবেন আপু।

৩৭| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৬

কামরুন নাহার বীথি বলেছেন:
হানিমুনে যেয়ে এত তাড়াতাড়ি চলে এলেন যে? এই কি কোন কাম হইল!! :P

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

সাদা মনের মানুষ বলেছেন: বুড়ো বয়সের হানিমুনে যা হয় আরকি :D

৩৮| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৮

কামরুন নাহার বীথি বলেছেন:
আপনার ক্যামেরায় বালি দ্বীপ দেখে বিস্মিত আমি!! এত্ত সুন্দর হতে পারে!!!!

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই সুন্দর এই দ্বীপটা, ইদানিং আপনাকে কম দেখি ক্যন আপু?

৩৯| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার বিবিরে নিয়া বালি দ্বীপে যাইতে চাই। মাইয়া মানুষের জন্য বিমানের টিকিট হাফ দামে পামু কী না এইডা আগে কন।

১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: মাইয়া মানুষের জন্য টিকিট ফিরি, তয় অল্প বয়স্ক হতে হবে, বুড়ো হলে চলবে না :D

৪০| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৩

পুলক ঢালী বলেছেন: চমৎকার বললে কম বলা হয় ভাই। দারুন পরিষ্কার ঝকঝকে ছবি প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছিনা। বিশটা ছবি কিভাবে দিলেন! আমার তো কয়েকটা ছবি দিলেই সামু হুমকী দেওয়া শুরু করে বরাদ্দ শেষ আর ছবি দেওয়া যাবেনা :D । আপনার পোষ্ট দেখে বালিতে যাওয়ার লোভ হচ্ছে। আপনার ফটোগ্রাফির হাত দারুন খুব উচুমানের অনেক ভাললাগা জানিয়ে গেলাম। ভাল থাকুন।

২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: এমন প্রশংসা শুনতে ভালোলাগে, কিন্তু সতয় কথা হল ফটোগ্রাফির কিছুই আমি জানিনা.......পোষ্টে ছবি দেওয়ার জন্য আপনি এই কোডটা ব্যভার করবেন তবে মাঝখানে কোন স্পেস থাকতে পারবেনা। লিঙ্ক দিন লেখার পরে আমি একটা স্পেস রেখেছি যাতে এটা ছবি হয়ে না যায়। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে ছবি কোথাও আপলোড করে নিতে হবে, এভাবে আপনি পোষ্টে যত ইচ্ছে ছবি দিতে পারেন। ধন্যবাদ

২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২০

সাদা মনের মানুষ বলেছেন:

কোডটা ইমেজ আকারে করে দিলাম, এবার এই কোড দিয়ে চেষ্টা করে দেখেন, আশা করছি হয়ে যাবে।

৪১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার বিবির বয়স তো কমই। ৫০/৫২ বছর বয়স কোন বয়সই না। শাবানা তো এই বয়সেও নায়িকার রোল করেছে।

২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২১

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে ভাবীকে নিয়ে আপনি নায়ক হয়ে একটা ছবি করে ফেলুন, সেটার শুটিং হবে বালো বীচে ;)

৪২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর সুন্দর নজরকাড়া সিনারির সাথে ইন্দোনেশিয়া, বালি'র সম্পর্কে একটা ধারণা হয়ে গেল।



খুব ভালো লাগলো পোষ্টটি। সত্যিই খুব সুন্দর জায়গা মনে হচ্ছে বেনুয়া বিচ।

২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, শুভেচ্ছা নিবেন

৪৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯

কামরুন নাহার বীথি বলেছেন:
আমার সবগুলো মাধ্যম বিট্রে শুরু করেছে।
ডেক্সটপ -এ ব্লগ ওপেন হতেই চায় না।
এখন মোবাইলের পয়সা দিয়ে মন্তব্য করলাম :)

২০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ফুল বাগানে বসিয়ে আমাদের না খাওয়াইলে এই বিট্রে শেষ হবে না B-)

৪৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১২

পুলক ঢালী বলেছেন: সাদা মনের মানুষ ভাই আপনার কোড টা দেখা যাচ্ছেনা ইমেজটা এসেছে। :)
কোথাও আপলোড মানে কি গুগল ড্রাইভ? একটা ছবির জন্য একটা লিঙ্ক নাকি সব ছবি আপলোড করার পর একটা লিঙ্ক সে ক্ষেত্রে ছবির মাঝখানে লেখা যাবে কি?

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০১

সাদা মনের মানুষ বলেছেন:
প্রত্যেকটা ছবির জন্য আলাদা করে কোডটা লিখতে হবে, আর কোডের উপরে বা নিচে আপনি ইচ্ছে করলে ক্যাপশন দিতে পারবেন। আমার এই পোষ্ট খানা কিভাবে দিয়েছি তার কিছু অংশ আমি ইমেজ আকারে দিলাম, আশা করছি আপনি বুঝতে পারবেন।

আপনি যে কোন জায়গায় ছবি আগে আপলোড করে নিতে পারেন, আমি ফ্লিকারে করি।

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ৮/৯/১০/১১/১২ এই নাম্বারের ছবিগুলো কিভাবে সেট করেছি তা ইমেজ আকারে দিলাম। প্রত্যেকটা ছবির লিঙ্কও এখানে দেওয়া আছে, তবে ৯ এবং ১০ এই দুইটা ছবির লিঙ্ক আমি নীল কালি দিয়ে সিলেক্ট করে দিয়েছি যাতে আপনার বুঝতে সহজ হয়।

৪৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩১

পুলক ঢালী বলেছেন: ধন্যবাদ কামাল ভাই। সামুতে ছবি দেওয়ার ২টা অপশন আছে ওগুলোতে ক্লিক করলে কম্পিউটারে রাখা ফাইল ওপেন হয় এখানে লিঙ্ক অপশন ব্যবহার করতে হবে তাইনা? ঠিক আছে চেষ্টা করে দেখবো।অনেক ধন্যবাদ।

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: ২য় অপশনটাই মনে হয় সহজ, আমি অবশ্য লিঙ্ক দিয়াই ছবি দেই। ধন্যবাদ

৪৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

বেলুনের সাথে বিমানের প্রতিযোগিতা লাগিয়ে ছবিটা কীভাবে টাইমিংয়ে আনলেন ফডু ভাই?

আচ্ছা বালি দ্বীপের সংখ্যাগরিষ্ঠ হিন্দুর সাথে সংখ্যাগরিষ্ঠ গোলাপের কি কোন সামঞ্জস্য ছিল, যা অনেকেই জানে না?

মূল্যাবান একটি ভ্রমণ পোস্ট!

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: সংখ্যাগরিষ্ঠ হিন্দুর সাথে সংখ্যাগরিষ্ঠ গোলাপের সামঞ্জস্য কিছুটা হলেও খুজে পেয়েছি, আর তা হলো এই ফুল ওরা পুজায় ব্যবহার করে। কেমন আছেন ভাইজান?

৪৭| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৯

শোভন শামস বলেছেন: চমৎকার+++

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন শোভন ভাই

৪৮| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪৫

কালীদাস বলেছেন: সাগর ঘেষা এয়ারপোর্টগুলো খুবই ইন্টারেস্টিং লাগে আমার :)
ছবিগুলো সুন্দর যথারীতি, উপভোগ করলাম বালি দ্বীপের রং তামাশা ;)

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯

সাদা মনের মানুষ বলেছেন: সতয়িই এটা একটা রং তামাশার জায়গা.......শুভেচ্ছা জানবেন ভাই

৪৯| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কেমন আছি? এই তো... যাচ্ছে চলে...


আবুহেনা ভাইকে দেওয়া আপনার পরামর্শটি বেশ জুতসই হয়েছে। আশা করছি এই প্রস্তাবে তিনি বালুদ্বীপকে হ্যাঁ বলবেন ;)

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: আমি তো সব সময়ই জুতসই চিকিৎসা ওনারে দিয়া যাইটাছি, কিন্তু কে শোনে কার কথা?? :D

৫০| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৩

তোমার জন্য মিনতি বলেছেন: ছবিগুলো খুব সুন্দর লাগলো। সাথে বালী বিচ সম্পর্কীয় কিছু জানা গেল।


ভালো লাগা রেখে গেলাম পোষ্টে।

২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সস সময়।

৫১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮

আমির হোসেন বলেছেন: আপনার ভ্রমণের ছবিগুলি দেখে আমি স্বপ্ন দেখি আমিও একদিন আপনার মত ঐসব জায়গায় ভ্রমণ করব। কারণ স্বপ্ন দেখতো আর পয়সা লাগে না! আমিও আপনার মতো একজন ভ্রমণ পাগল মানুষ হলেও সময় ও অর্থ আমাকে পিছুটানে। বালি দ্বীপের ছবি দেখে মুগ্ধ হলাম। বিশেষ করে পানির রাইডগুলো দেখে। আপনি কি এইসব রাইডে চড়েছেন?

২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: স্বপ্ন দেখতে পয়সা লাগেনা, সুন্দর বলেছেন। স্পীডবোড ছাড়া অন্য কোনটাতেই আমি চড়িনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.