নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....৫৫

২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছে গুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।


(২) তুরাগ নদীতে বিশ্ব এস্তেমার মুসল্লীদের নিয়ে আসা লঞ্চ ও ট্রলার।


(৩) শেয়াল মামার এই ছবিটা তুলেছি সফিপুর আনসার ক্যাম্প থেকে।


(৪) ফড়িং, এই ছবিটা তুলেছি রায়পুরার নিলক্ষা গ্রাম থেকে।


(৫) পাহাড়টাকে মনে হয় যেন কোন প্রাসাদ, এটা শীলখালী ও ইনানী বীচ এর মাঝামাঝি জায়গায় স্বগর্বে দাঁড়িয়ে।


(৬) সাগরের ঢেউ এর সাথে মাছ ভেসে আসে, সেই মাছ দেখে জাল মারে এই জেলেরা। মাছের অপেক্ষায় দাঁড়িয়ে ওনারা। এটাও শীলখালী ও ইনানী বীচ এর মাঝামাঝি জায়গায় থেকে তোলা ছবি।


(৭) নরসিংদীর সোনাইমুড়ি পাহাড় থেকে তোলা ছবি।


(৮) বালি দ্বীপের দক্ষিণ অংশে Pura Luhur Uluwatu মন্দির। নিচে আছড়ে পড়ছে ভারত মহাসাগরে সফেদ ঢেউ। মন্দিরের নামটার প্রথম অংশের অর্থ জানা নাই তবে শেষের অংশের অর্থ এমন Ulu "দেশের শেষ" এবং Watu "শিলা"


(৯) ক্ষুদে কাকড়া, পারকি সমুদ্র সৈকত থেকে তোলা ছবি।


(১০) সুইচোরা পাখি, সোনার গাঁয়ের নুনের টেক গ্রাম থেকে তোলা ছবি।


(১১/১২) দোপাটি ফুল এবং নাম না জানা পাখি দুটোর ছবি তুলেছি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাসেল পার্ক থেকে।



(১৩) বালিহঁসের এই ছবিটা তুলেছি শ্রীমঙ্গলের বাইক্কা বিল থেকে।


(১৪) লাঙ্গলবন্দে স্নান করতে আসা পূণ্যার্থীরা নিজেদের রান্নাবান্নায় ব্যস্ত।


(১৫) পদ্ম ফুল, মিরপুরের বোটানিক্যাল গার্ডেন থেকে তোলা ছবি।


(১৬) গাড়ি চালাচ্ছে এক ড্রাইভার। নরসিংদীর উদিংগা গ্রাম থেকে তোলা ছবি।


(১৭) চায়ের দেশে স্বাগতম, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় রয়েছে ৪৪ টি চা বাগান। এই শ্রীমঙ্গলে প্রবেশ করলেই চোখে পড়বে এই "চা কন্যা ভাস্কর্য" যে অতিথীদের স্বাগতম জানাচ্ছে।


(১৮) কুমোর বাড়ি, কুমিল্লার দক্ষিণ সদরের গাংকুল গ্রাম থেকে তোলা ছবি।


(১৯) নাগলিঙ্গম ফুল, মিরপুরের বোটানিক্যাল গার্ডেন থেকে তোলা ছবি।


(২০) পাহাড়ি গ্রাম বাকলাই পাড়া, বান্দরবান থেকে তোলা ছবি।

মন্তব্য ৮৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপনার বনে বাঁদাড়' এর সবগুলো ছবিই। এতগুলো জায়গার ছবিগুলো সংগ্রহ করতে আপনাকে অনেক চেষ্টা করতে হয়েছে। যাক, আমি দেখে তৃপ্তি পেলাম।

থাকবো আপনার বনে বাঁদাড়ের পরবর্তী পোষ্ট পাওয়ার আশায়।
শুভকামনা আপনার জন্য

২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা নয়ন ভাই, ভালো থাকুন, সব সময়।

২| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

একজন সত্যিকার হিমু বলেছেন: দারুন লাগলো ।ছবি ব্লগগুলিই ব্লগের সবচেয়ে বড় আকর্ষণ ।এই কয়দিনে সেটাই টের পেয়েছি ।

২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: অন্যের কাছে কতটুকু আকর্ষণ জানিনা, তবে ছবি ব্লগগুলো আমার কাছে বেশী ভালো লাগ। ধন্যবাদ হিমু ভাই, শুভেচ্ছা নিবেন।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

জুন বলেছেন: সাদা মনের মানুষ আবার আসলেন গ্রাম বাংলার কিছু অসাধারন ছবি নিয়ে । প্রথম ছবিটি মনে হয় হাওড় অঞ্চলের ?
শেয়াল টাকে কুকুরের মত লাগছে দেখতে । পিচ্চি ড্রাইভারকে দেখে মুগ্ধ হোলাম ।

আর ৫ নং ছবিতে টাইপো
স্বগর্বে
গর্ভে নয় :)
+

২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: প্রথম ছবিটা ভৈরব নদীর তীরে খুলনা থেকে তোলা। একটু কালচে রং থাকলেও ওটা প্রকৃত শেয়াল, সাথে আরো একটা ছিল, আমাদের দেকে পালিয়ে যায় দ্রুত। পিচ্ছির গাড়িতে চড়লে আরো মুগ্ধ হতেন। টাইপো বলে কিচ্ছু নাই ;)

শুভেচ্ছা জানবেন আপু

৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



বাকলাই গ্রামের ছবি কোন সময়ের, ওখানে কোন সমস্যা লক্ষ্য করেছিলেন, মানুষের চলাফেরায় ভয়ভীতি?

২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: বাকলাই গ্রামটা একেবারে সুনসান গ্রাম। গ্রামের পাশেই বাকলাই আর্মী ক্যাম্প, মানুষদের মাঝে কোন ব্যতিক্রম্য চোখে পড়েনি। তবে মায়ানমার সংলগ্ন নেফিউ পাড়ার মানুষদের ঘরে আমি বেশ কিছু বন্দুক দেখেছি, ওটা বাংলাদেশের সর্বোচ্চ চুড়ার সব চেয়ে কাছের গ্রাম।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩

মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই ছবি গুলি খুব সুন্দর। ভাইয়া আরও অনেক বেশি বেশি বনে বাদাড়ে ঘুরে বেড়ান আর এমন সুন্দর সুন্দর ছবি আমাদের সাথে শেয়ার করতে থাকুন।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই, সংসারের যাটাকল না থাকলে ঘুরেই বেড়াতাম।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা মুগ্ধতা আর মুগ্ধতা!!!!

যতদেখি অপার বিস্ময়ে চেয়ে রই!!

জীবেনর মাত্রা যেন অসীমত্বেক পেরিয়ে যায়-বৈচিত্রের পথ বেয়ে!!!!

+++++

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: এমন মন্তব্য অবশ্য আমার জন্য অনুপ্রেরণা.......শুভেচ্ছা জানবেন ভাই।

৭| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫

সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগল। সুন্দর।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সব সময়

৮| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৯

ধ্রুবক আলো বলেছেন: প্রকৃতির সৌন্দর্যের সাথে আমারও প্রেম
পোষ্ট বরাবরের মত অনবদ্য +++
শুভ কামনা রইলো....

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০১

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও রল আন্তরক শুভ কামনা

৯| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩২

গেম চেঞ্জার বলেছেন: সবগুলাই ভাল লাগার মতো!! তবে তিনটা না বললেই নয়-

শেয়াল মামার অভিমান কেন? পোজ তোলার সময় ঐদিকে নজর কেন? ;)

সুইচোরা পাখি এততো কিউট!!!!!!!!!!!!

গাঁয়ের ন্যাংটা ড্রাইভারদের দেখি না কত দিন!!!




(দারুণ পোস্টে + নিন ভ্রাতা!)

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাজান, ডিসেম্বরের সানে নুযুল কই?? :)

১০| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৮

বিলিয়ার রহমান বলেছেন: ভাই ১৫ নং ছবিতে এক ট্রাক লাইক!:):):)

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৮

সাদা মনের মানুষ বলেছেন:

১১| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৪

জাহিদ অনিক বলেছেন: কোথায় কোথায় ঘুরলেন তাহলে এবার,

বিশ্ব এস্তেমা , সফিপুর আনসার ক্যাম্প রায়পুরার নিলক্ষা গ্রাম , শীলখালী ও ইনানী বীচ, সোনাইমুড়ি পাহাড়, নুনের টেক, রাঙ্গুনিয়া , শ্রীমঙ্গল , লাঙ্গলবন্দ, মিরপুরের বোটানিক্যাল গার্ডেন, চায়ের দেশ, কুমিল্লা, বান্দরবান !!!


পুরো দেশের একটা মিনি সফর হয়ে গেল শুধু দক্ষিণ এলাকাতা বাকী রয়ে গেল ।

মুগ্ধতা ও ভালো লাগা ।

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: দক্ষিন এলাকা ভবিষ্যতে হয়তো বাকী থাকবে না ভাই.........শুভেচ্ছা জানবেন।

১২| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০৫

সচেতনহ্যাপী বলেছেন: কিছু কিছু লেখায় ফুটে উঠে আমার চির পরিচিত সেই গ্রাম বাংলার ছবি।। আসলে ভুল বা মিথ্যেও বললাম।। জন্মাবধি যে কয়বার গ্রামে গিয়েছি, তাও হাতে গোনা যাবে।। কিন্তু ইট-পাথরের দঙ্গল থেকে যে, একটু শ্বাস নিতে পেরেছিলাম তাও মিথ্যে নয়।। আবর এটাও মিথ্যে নয় যে, শেষ সময়ে "পৈত্রিক ভিটা"ই টানে বেশী।।

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: শেষ সময়ে "পৈত্রিক ভিটা"ই টানে বেশী, সত্যি কথা.......শুভেচ্ছা জানবেন

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:০০

ডঃ এম এ আলী বলেছেন: সবগুলি ছবিই সুন্দর ও মনোমুগ্ধকর ।তবে এই পোস্টে আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে দোপাটি ফুলটিকে । কারণ ‘দোপাটি’ ফুল আমাদের দেশীয় ফুলের মধ্যে অন্যতম। আমাদের দেশে প্রায় প্রতিটি গ্রামের আঙিনায় একে দেখা যায়। বর্তমানে বিদেশী ফুলের কারণে দোপাটি ফুল শহরে খুব একটা দেখা যায় না। কারণ দোপাটি দেখতে খুব সুন্দর হলেও গৃহসজ্জার কাজে বা ফুলদানিতে ব্যবহার করা যায় না। তবে বাগানের শোভা বাড়াতে অদ্বিতীয়। সাদা মনের মানুষের বনে বাদারের সবগুলি পোস্টেই দেখা যায় হরেক রকম জানা অজানা ও নামহীন দেশী ফুলের সমাহার । তাঁর পোস্টে দেশের বন বাদারের অপার মহিমাময় প্রকৃতির বিভিন্ন দৃশ্যের সাথে সমান তালে উঠে আসে ফুল । ফুল পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুব কম অথবা নেই-ই। আর এই ব্লগে আসা আমার দেখা পোস্ট গুলির মধ্যে সাদা মনের মানুষের পোস্টে ভেসে আসে অসংখ্য ফুল । পোস্টকে বৈচিত্র্যময়ী ও সমৃদ্ধ করার জন্য জানা-অজানা, খ্যাত-অখ্যাত ফুলকে সুন্দরভাবে চয়ন ও গেথে দেয়া হয় যা দেখে মন ভরে যায় । বনে বাদারের পোস্ট গুলিতে যেসব ফুলের ছবি দেখা যায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো জুঁই, টগর, যূথী, শেফালী, চামেলী, কামিনী, গাঁদা, গোলাপ, বকুল, বেলী, হাস্নাহেনা, দোপাটি, বেল, পিয়াল, করবী, ধুতরা, সরষে, বৈচি, সোনালু, মঞ্জরি, মালতী, , কনকচাঁপা, আমের মুকুল, দোলনচাঁপা, অপরাজিতা, কদম, কেয়া, মহুয়া, গোলাপ চাঁপা, মল্লিকা, , চম্পা, পারুল, কদম ফুল, মধুমালতী, চৈতালি-চাঁপা, সূর্যমুখী, সন্ধ্যামণি, ঝুমকোজবা, , গিরিমল্লিকা, কুন্দ ফুল, কাশফুল, ঝিঙে ফুল, সীম ফুল সন্ধ্যামালতী, শিমুল, পলাশ, , কৃষ্ণচূড়া, রাধাচূড়া , শিউলি, হেনা, সাজনে ফুল, নেবু ফুল, লাউ ফুল, বাবলা ফুল, , কস্তুরী , রাশনা, জামরুল, ইত্যাদি এ ছাড়া আরো অনেক ফুল আছে সেগুলি এ মহুর্তে মনে করতে পারছিনা । আশা করি সামনের পোস্টগুলিতেও সৃন্দর সুন্দর আরো দেশী ফুলের ছবি দেখতে পাব ।

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: যতগুলো ফুলের নাম দিয়াছেন, ততগুলো আমি দেখেছি কিনা সন্দেহ আছে.......শ্রদ্ধা জানবেন আলী ভাই

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৪

ধ্রুবক আলো বলেছেন: সু প্রভাত

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: চায়ের আগে নাস্তাটা হলে আরো ভালো হতো :D

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫

পৌষ বলেছেন:
বরাবরের মতো সুন্দর। এজন্য আপনাকে গরম ধোয়া উঠা কফি

২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৮

সাদা মনের মানুষ বলেছেন: পৌষ মাসের কফি মাঘ মাসে দিলেন :D

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২১

পৌষ বলেছেন: পৌষের পরেই তো মাঘ। তো আর কি করা :D

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম B-)

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৫

অতঃপর হৃদয় বলেছেন: বিভিন্ন জায়গা থেকে তোলা ছবি গুলো আমায় মুগ্ধ করেছে। ধন্যবাদ।

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:

ভালো লাগলো B-)

২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:১৭

শামীম সরদার নিশু বলেছেন: ফটোগ্রাফির প্রশংসা না করে পারা যায়না। এক কথাং চমৎকার।

২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নিশু ভাই, আন্তরিক শুভেচ্ছা জানবেন।

২০| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৯

অপরিচিত মানব শুণ্য বলেছেন: অসাধারণ চবিগুলো

২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১

সাদা মনের মানুষ বলেছেন:

২১| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
বনে বাদাড়ে অনেক ঘুরলেন, এবার পুষ্টিকর খাবার খান।

২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০২

সাদা মনের মানুষ বলেছেন: কি দিলেন ফরিদ ভাই, চটপটি নাকি? এটা আমার খুব পছন্দের খাবার।

২২| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪

সাহসী সন্তান বলেছেন: চমৎকার ছবি ব্লগ! স্পেসেফিক ভাবে একটার প্রশংসা করলে অন্যটা রাগ করতে পারে বলে আর কইলাম না! বরং সব গুলো ছবিকেই অসাধারণ কইয়া গেলাম!

তবে অফটিপকে একটা জিনিস না বললেই নয়! ব্লগে গত কয়েকদিন ধইরা দেখতেছি ফরিদ আহমদ চৌধুরী নামক ব্লগারটা সবার পোস্টে গিয়া খাবার বিলাইতেছেন, ঘটনা কি? উনি কি ব্লগে সরাই খানা-টানা খুইলা বসলেন নাকি?

@ চৌধুরী সাহেব, এইটা কিন্তু ঠিক না! আমি জানি, আপনি ব্যাপারটা আন্তরিকতার সহিত করতেছেন; কিন্তু সেই আন্তরিকতাটা যখন মাত্রা ক্রস করে তখনই কিন্তু সেটা অন্যদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়? ব্লগে আমরাও অনেকের পোস্টে গিয়ে আন্তরিকতা দেখিয়ে চা-চু দিয়ে আসি! কিন্তু আপনি ঢালাও ভাবে যেভাবে সবার পোস্টে গিয়া গিয়া এইটা করতেছেন, তাতে খুব শীঘ্রোই তো ফকির হইয়া যাইবেন!

আমার মনে হয়, এবার আপনার থামা উচিৎ! বিশেষ করে এই কাজটা আপনি এমন কোন পোস্টে গিয়া কইরেন না, যে পোস্টটা শুধু ব্লগারদের কাছেই নয়; বরং সামুর কাছেও অনেক গুরুত্বপূর্ণ!

যাহোক, কামাল ভাই অফটপিকে কথাটা বলার জন্য আমি দুঃখিত! কিন্তু ব্যাপারটাতে বিরক্ত হইয়া যাইতেছি, সেজন্য আর না বলে পারলাম না! ভাল থাকবেন! শুভ কামনা রইলো!

২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ফরিদ আহমেদ চৌধুরীর ব্যাপারটা আমি জানিনা, তবে অন্য কেউ একজন মনে হয় আমাকে দাওয়াত দিয়ে ওনার ব্লগে নিয়ে গিয়েছিল, এবং আরো অনেকের ব্লগেও দেখেছিলাম অনুরূপ আহব্বান জানিয়েছে। ধন্যবাদ ভাই, এমন আহব্বানে আমারও বিরক্তি উৎপাদন হয়।

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০

কামরুন নাহার বীথি বলেছেন:
চমৎকার এবারের ছবিব্লগ।
ফুল, পাখি, ফড়িং, কাকড়া, শেয়াল, গ্রামণী জীবনযাত্রা নিয়ে সাজিয়েছেন!!
শেয়ালের চেহারাইতো ভুলতে বসেছিলাম, আপনি না দেখালে কি হতো এবার বুঝুন!! ;)

বালি দ্বীপের ছবিটা অসাধারণ!!
ভাই, আপনার এই বনে বাদাড়ে পোষ্টে বিদেশী ছবি দিয়েন না।
আপনার ছবির ভান্ডার বিশাল!!!
বালি দ্বীপের ছবি নিয়ে আরো আরো পোষ্ট দিন।

অনেক ধন্যবাদ ভাই।

২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক আছে বিদেশী ছবি দিবনা, আমি বনে বাদাড়ে পোষ্টে একটা করে বিদেশী ছবি দিতাম।

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাল লাগছে।

উপহার হিসেবে প্রদান করিলাম।

২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: এটা জাল টাকা, নিমু না।

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

গেম চেঞ্জার বলেছেন: এ কি কইলেন ভ্রাতা!! :||

সেই কবেই তো সেটা দেওয়া আছে!~!!! :)

২১ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ৯ তারিখে আমি দেশে ছিলাম না, তাই মনে হয় মিস করে ফেলেছি, এখনি মাত্র দেখলাম।

২৬| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৯

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




আপনার সাথে পাল্লা দিয়ে আর পারছিনে । কতো আর ঘনঘন 'সুন্দর" বলা যায় ? একবারে এই বছরের সবকটা দিয়ে রাখলুম এ্যাডভান্স । :P

৪নং , ৭নং আর ১৬ নং অপূর্ব ।

২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: আমিও আর ধন্যবাদ বা শুভেচ্ছা দিতে পারমুনা, সবই দিয়ে দিলাম এ্যডভান্স :-B

২৭| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর সব ছবি দেখার সুযোগ করার জন্য ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই, আপনিও ভালো থাকুন, সব সময়।

২৮| ২২ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫

রানা আমান বলেছেন: অপুর্ব সুন্দর একটি ছবি ব্লগ ।

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা করি সব সময় ভালো কিছু ছবি তোলার, ধন্যবাদ রানা ভাই

২৯| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দুই দিন অনলাইনে ছিলাম না। এই ফাঁকে পুষ্ট দিয়ালাইছেন?

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

সাদা মনের মানুষ বলেছেন: ছিলেন্না ক্যান, কাফফারা দেন :)

৩০| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১১/১২) দোপাটি ফুল এবং নাম না জানা পাখি দুটোর ছবি তুলেছি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাসেল পার্ক থেকে।


এই পাখির নাম ব্ল্যাক এ্যান্ড হোয়াইট।

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: এই জন্যই গেয়ানী লুকদের আশে পাশে থাকা ভালো B-)

৩১| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৯) ক্ষুদে কাকড়া, পারকি সমুদ্র সৈকত থেকে তোলা ছবি।


আমি কাঁকড়ার মাংস খেয়েছি। একটু ঝাল ঝাল করে ভুনা করলে ভালোই লাগে। তবে কাঁকড়া নাকি চিংড়ির মতো মকরুহ। না খাওয়াই ভালো।

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে চিংড়িই খামু, কি কন?

৩২| ২২ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৬) গাড়ি চালাচ্ছে এক ড্রাইভার। নরসিংদীর উদিংগা গ্রাম থেকে তোলা ছবি।

উদিংগা গ্রামের উলঙ্গ পোলা। এই পোলার বয়সে আমিও উলঙ্গ হয়ে ডোবার পানিতে লম্ফ ঝম্ফ করেছি। কাউরে কইয়েন না কইলাম।

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ঐরকম একটা ফুটু দেখতে চাই

৩৩| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দেখার কিছু নাই। পোলাপানের যা থাকে, আমারও তাই ছিল।

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১

সাদা মনের মানুষ বলেছেন: কিন্তু আপ্নের ফুটুটা আমার দেকার খুব দরকার ছিল ;)

৩৪| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নিজের একটা ছুডু বেলার ফটু দেখলেই তো হয়। চেহারা ছাড়া সবই তো এক। হে হে হে। =p~

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: আইচ্ছা দেহি আমার কুনু ফুডু পাইনি B-)

৩৫| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৪) লাঙ্গলবন্দে স্নান করতে আসা পূণ্যার্থীরা নিজেদের রান্নাবান্নায় ব্যস্ত।


এদের সাথে বসে ভাত খেতে মন চায়। শুনেছি এরা নাকি চমৎকার নিরামিষ রান্না করতে পারে। গরম গরম ভাত, ডাল আর নিরামিষ। আহ! সাথে লেবু আর কাঁচামরিচ থাকলে তো কথাই নাই।

২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: এতো কইরা কইলে আমি কিন্তু এখনি কাইতে বইসা পরমু B-)

৩৬| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১০) সুইচোরা পাখি, সোনার গাঁয়ের নুনের টেক গ্রাম থেকে তোলা ছবি।


যথার্থ নাম। এই পাখির ঠোঁট দিয়ে সুঁই চুরি করা খুবই সহজ। কত বাড়ির মাইয়া লোকের কাঁথা সেলাইয়ের সুঁই চুরি করছে পাখিটা কে জানে?

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৭

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এই জন্যই আমার বাড়ির সুইগুলো পাইতাছিনা B-)

৩৭| ২২ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

তোমার জন্য মিনতি বলেছেন: আমার কাছে সবগুলোই ভালো লাগলো।
++++++++++

২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাকেও প্লাস :)

৩৮| ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪

অরুনি মায়া অনু বলেছেন: প্রতিটা ছবিই চমৎকার। সুন্দর ছবিব্লগ।

২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, কেমন আছেন আপনি?

৩৯| ২৪ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫

আমির হোসেন বলেছেন: সবগুলো ছবিই ভাল লাগল।

২৫ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: আমির ভাই, আপনাকে ব্লগে দেখলে ভালোলাগে, নিয়মিত আসেন না কেন?

৪০| ২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৭

প্রামানিক বলেছেন: গ্রাম বাংলার অসাধারণ ছবি। দেখে চোখ ভরে গেল।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: এবার তো শু ভড়লো, সামনে উপচে পড়বে :D

৪১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪

প্রামানিক বলেছেন: সুঁইচোরা পাখি, কার সুঁই চুরি করল আর এই নামডা কেডায় দিল ভাই?

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাবীর সুি চুরি গেছে, বলে হেনা ভাই এই নাম দিয়াছে, আমার কুনু দুষ নাই B-)

৪২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০

আমির ইশতিয়াক বলেছেন: এখন থেকে নিয়মিত থাকার চেষ্টা করব।

২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৩

সাদা মনের মানুষ বলেছেন: শুনে ভালো লাগছে

৪৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৮

শামীম সরদার নিশু বলেছেন: মিস ইউ প্রিয় সাদা মনের মানুষ

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: আছি তো ভাই

৪৪| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

অপরিচিত মানব শুণ্য বলেছেন: আপনি ছবি তুলবেন দেইখা শিয়াল মামাও মুড নিয়ে দাড়িয়ে গেল।


১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, একমাত্র আপনিই বিষয়টা জানলেন, ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.