নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

আমার অতিথীরা

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯


পাখি প্রকৃতির অনন্য দান। পাখির ডাকে সূচিত হয় শুভ সকাল। আবার পাখির ডাকে নেমে আসে গোধূলির শেষ আলো। আমরা যখন নিজেদের একটু শান্তি দিতে চাই তখন পাখির কোলাহল যুক্ত কোন প্রকৃতিই খুজে নিতে চাই। কিন্তু আমরা পাখিদের আবাস ও খাবার ধ্বংস করে চলেছি নিরন্তর। আমার এলাকায়ও খুব দ্রুত গাছপালা নিশ্বেষ হয়ে যাচ্ছে, সেই সাথে নিরুদ্ধেশ হচ্ছে পাখিকুল। আমার বাড়িতে কিছু চড়ুই পাখির বাসা আছে, ভোরে উঠেই ওদের কিচির মিচির শুনে মনটা ভালো হয়ে যায়। সেই চড়ুই পাখিদেরকে মাঝে মাঝে আমি খাবার দেই নিচু একটা চালার উপর, খাবার বলতে ভাত বা চাউল।
কিছুদিন থেকে দেখছি সেই খাবার খেতে বেশ কিছু বুলবুলি পাখিও নিয়মিত আসছে, তাই খাবার দেওয়ার পরিমান বাড়িয়ে দিয়েছি আমিও। এখন কাক বা শলিকেরাও মাঝে মাঝে আসতে শুরু করেছে। আসবেই না কেন প্রকৃতিতেকে আমরা ধ্বংস করে ওদের খাবার সীমিত করেছিয়েছি তো আমরাই। পাখিদের পানি খাওয়ার যথেষ্ট সংকট থাকায় চালের উপর একটা পাত্রে পানিও দিয়ে দিয়েছি, ওরা যখন খাবার খেয়ে পানি পান করে তখন আমি মনে প্রশান্তি পাই। আসুন আপনাদেরকে পরিচয় করিয়ে দেই আমার অতিথীদের সাথে।


(২/৩) মাঝে মাঝে ওরা বেশ বড় দল নিয়েই আসে। আমিও ওদের কখনো সাদা ভা্ত, কখনো তরকারী মাখানো ভাত বা চাউল ছিটিয়ে ওদের আপ্যায়ন করি।



(৪/৫) চড়ুইদের সাথে বুলবুলিদের ঝগড়া খুব একটা হয়না, যতটা বুলবুলিরা নিজেদের মধ্যে করে।



(৬/৭) ওদের খাবার খেতে দেখলে আমার ভালোলাগে।



(৮/৯) খাবার খেয়ে পানি খেয়ে ওরা চলে যায়, আমাদের জামরুল বা সজনের ডালে।



(১০) পেট ভড়া, একটা বুলবুলি এবার আরাম করে গায়ে রোদ লাগিয়ে নিচ্ছে জামরুলের মরা ডালে বসে।


(১১) সজনে ডালে বসে তিনি বিশেষ কিছু নিয়ে ভাবনায় মগ্ন এটা বলাই যায়।


(১২) মাঝে মাঝে এই ভাট শালিকটা আসে, তখন বুলবুলিরা দুরত্ব বজায় রাখে। উনি আবার কিছুটা সন্ত্রাসী টাইপের B-)


(১৩) খাবার শেষে গলা ভেজাচ্ছে একটা চড়ুই পাখি।


(১৪) অন্য একটা আপন মনে বসে খেলছে ইলেকট্রিক তারে।


(১৫) সজনে ডালে বসে কেউবা খুনসুটি করছে।


(১৬) কেউবা ভবিষ্যত পরিকল্পনায় ব্যস্ত।


(১৭) কাকদের আনাগোনাও ইদানিং বেশ লক্ষ্যণীয়।


(১৮) মিলেমিশে ওরা খাবার খায় নিয়মিত।


(১৯) ওর পায়ে কোন সমস্যা কিনা কে জানে!


(২০) এই ছবিটা তুলেছি উপর থেকে।

মন্তব্য ১০৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (১০৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

জাহিদ অনিক বলেছেন: ও পাখি তোর যন্ত্রণা , আর তো প্রাণে সহে না,
যখন তখন তোর জ্বালাতন ভালো লাগে না !!


প্রথম হইছি, চা দেন !! B-)

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন:
চা শেষ, নেন দুই কাপ কফি

২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রথম হওয়ার ভাষনা ছিল কিন্তু দেখাই যাচ্ছে চা পাওয়া যাবেনা।তবে ছবি জাক্কা নাক্কা হয়েছে। ভাল লাগল।

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: প্রথম জন খেয়ে কিছুটা থাকলে সেটা তো আপনারই থাকবে, সুতরাং সিরিয়ালে থাকেন সুজন ভাই ;)

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

জাহিদ অনিক বলেছেন: বাহ !!! কি ভালোবাসার চা !! ধন্যবাদ ;)

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ভুল, ওগুলো কফি :D

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

পুলহ বলেছেন: একটা ভালো কাজ করছেন নিঃসন্দেহে। আল্লাহ আপনাকে এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করুন- এই শুভকামনা!
ইদানীং কি ব্লগে একটু কম আসছেন ভাই?
ভালো থাকুন সব সময়।

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: কিছু একটা নিয়া বেশ ব্যস্ততায় আছি ভাই, আপনি কেমন আছেন?

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাপ দুটো আগে দেখিনি তো অাশার সঞ্চার হলো কপালে কিছু একটা আছে, কফি মন্ধ নয়। ভাল থাকবেন।

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

সাদা মনের মানুষ বলেছেন:
নেন, অবশেষে পাওয়া গেছে

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: পাখিরে তুই দূরে থাকলে
কিছূই আমার ভাল লাগে না ;)

দেখাদেখি মনে হল ;)

দারুন জীবে প্রেম। সাধূবাদ ভাই। সুন্দর ছবি আর সুন্দর শিরোনামে দারুন পাখি পোষ্টের জন্য ধন্যবাদ :)

+++++

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাকে আন্তরিক শুভেচ্ছা

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার অতিথিদের দেখে এবং আপনার দ্বারা তাদের আপ্যায়নের কথা জেনে মনটা ভালো হয়ে গেল। চালিয়ে যান কামাল ভাই। খুব ভালো একটা কাজ করছেন আপনি।

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: আজ গিন্নি বাড়িতে নাই, ভাত রেধে দিবে কে? :D

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলাদেশের প্রেক্ষাপটে এই অসহায় পাখিদের দেখলে আমার খুব মায়া লাগে।

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, পর্যায়ক্রমে ওরা আবাস ও খাদ্যহারা হয়ে বিলুপ্তির দিকে এগোচ্ছে

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভাত রাঁধা কোন ব্যাপার হলো? চাল ধুয়ে প্রেসার কুকারে দিয়ে পানি দিবেন। তারপর চুলায় তুলে দিয়ে বসে বসে স্মার্ট ফোনে ব্লগিং করবেন। তারপর কুকারে তিনটা হুইশল বাজলে নামিয়ে নিবেন। ব্যস! তেল মসলা দেওয়ার ঝামেলা নাই। কত্ত সহজ। এই কাজের জন্য আবার বিবির দরকার হয় নাকি?

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লাহ আগে কইবেন্না? তাহলে তো আমার আর বিয়ে করারই দরকার ছিল না :P

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

নেক্সাস বলেছেন: দারুন

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৪/৫) চড়ুইদের সাথে বুলবুলিদের ঝগড়া খুব একটা হয়না, যতটা বুলবুলিরা নিজেদের মধ্যে করে।

ছেলে মেয়ের বিয়ে দিয়ে বুলবুলিরা অশান্তিতে থাকে তো, তাই।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: আগে মনে হয়েছিলো আপনি কুকার বিশেষজ্ঞ (বিশেষ+অজ্ঞ) এবার মনে হচ্ছে বুলবুলি বিশেষজ্ঞ =p~

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১১) সজনে ডালে বসে তিনি বিশেষ কিছু নিয়ে ভাবনায় মগ্ন এটা বলাই যায়।


ভাবনা আর কি? ওই বাবারে বাবা কারে করলাম বিয়া!

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: নিজেরে দিয়া সবারে বিচার করলে হইবো? :P

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১২) মাঝে মাঝে এই ভাট শালিকটা আসে, তখন বুলবুলিরা দুরত্ব বজায় রাখে। উনি আবার কিছুটা সন্ত্রাসী টাইপের B-)


সাত খুন মামলার আসামী নাকি?

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, স্বাস্থ্যটাও খুব ভালো, মাথা সব সময় পরিপাটি করে আচড়ানো, দেখতে কিন্তু ওনারে বেশ হ্যান্ডসাম মনে হয় :)

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গিন্নি বাড়িতে নাই মানে কী? রাগ কইরা বাপের বাড়ি গেছে নাকি? যান, শ্বশুরবাড়ি গিয়া তারে পটাইয়া নিয়া আসেন। :-P

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: শ্বশুরবাড়ি যাওয়ার ভাড়া দিবো কেডা? তাছাড়া মিস্টি কেনার টাকাটাও তো যোগার করতে হবে :(

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সত্যিই ভাই, আপনি সত্যিই সাদা মনের মানুষ।



আপনার পাখি প্রেম আমাকে মুগ্ধ করেছে। মুগ্ধ অবশ্য সকলেই হবে। এটি একটি ভালো কাজ।
ছবিগুলোও সুন্দর ধারণ করেছেন। কৃতজ্ঞতা রইল পোষ্টে।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের সবারই উচিৎ বিপন্ন প্রায় এই পাখিদের প্রতি সদয় হওয়া, ধন্যবাদ নয়ন ভাই, মন্তব্যে প্রীত হলাম।

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২০) এই ছবিটা তুলেছি উপর থেকে।


টিনের নিচে থেকে তোলা ছবি কই?

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: ওটা আপনাকে ফ্ল্যাক্সিলোড কইরা পাডায়া দিমুনে =p~

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লাগলো !

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন কবীর ভাই

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১১

পুলহ বলেছেন: ভালো আছি ! আবারো শুভকামনা জানিয়ে গেলাম।

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পুলহ ভাই, ভালো থাকুন, সব সময়।

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৮

ধ্রুবক আলো বলেছেন: পাখির ছবি কথা দুটোই ভালো লাগলো,
আপনার ধৈর্যে ++++ অভিনন্দন

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাদের উৎসাহজনক মন্তব্যে আমি আরো অনুপ্রাণিত হই।

২০| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩১

এফ.কে আশিক বলেছেন: অসাধারণ, অনেক ভালো লাগলো......।।
খুবি ভালো কাজ এটা...

সাদা মনের মানুষ,
নিরন্তর শুভকামনা আপনার জন্য....

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও শুভ কামনা আশিক ভাই

২১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৪

জুন বলেছেন: সাদা মনের মানুষ
আপনার অতিথিদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা । আর আপনার মতন এক জন পাখি প্রেমিক দেখে খুব ভালোলাগলো ।
আপনার অতিথি দেখে আমার অত্রিথিদের কথা মনে পড়লো । ওদের নিয়ে আমি একটা পোষ্টও দিয়েছিলাম আপনি দেখেছেন কি না জানি না । এত মায়া লাগে । বিদেশে গেলে শুধু মনে হয় ওরা এসে ফিরে যাচ্ছে ।
আমি প্রতিদিন একটা সেদ্ধ ডিম খাই । কিন্ত কুসুম খাওয়ার বাসায় কেউ নেই । একদিন পাখির খাবারের জায়গায় দিলাম । কেউ ছুয়েও দেখলো না । কিন্ত হঠাৎ একদিন একটা কাক এসে সেটা নিয়ে পাশের বাসার ছাদে বসে খুব মজা করে খেলো । এখন এই কুসুম খেতে তারা প্রতিদিন সকালে হাজির । মাঝে মাঝে আমি রুটি টুকরো করে দেই কুসুম টা হাতে রাখি । কাকরা এসে শুধু রুটি দেখে মন খারাপ করে আমার দিকে তাকিয়ে থাকে । রুটি খায় না । তারপর কুসুমটা ভাগ করে দিলেই তারা খুশিতে ঝাপিয়ে পরে । আমাকে তখন আর একটুও ভয় করে না ।
আপনি বলেছেন বুলবুলিরা ঝগড়া করে । আমারগুলো দেখুন কেমন ঝগড়া করছে B-)

আমার অতিথি টিয়াদের ঝগড়া ।

বুলবুলির খাবারে ভাগ বসাতে টিয়াকে যেন বলছে "কিরে গেলি তুই "!
+


২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ওদের খেতে দিয়ে আমি নিজের মনে খুবই তৃপ্তি পাই, তাছাড়া আজকে আবার আরো নতুন কিছু পাখিদেরও আগমন লক্ষ করেছি।

২২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শ্বশুরবাড়ি যাওয়ার ভাড়া দিবো কেডা? তাছাড়া মিস্টি কেনার টাকাটাও তো যোগার করতে হবে :(

এই টাকা নিবেন শ্বশুরের কাছ থেকে, শ্বশুর না থাকলে শাশুড়ি, শাশুড়ি না থাকলে শালা সম্বন্ধি বা ভায়রা ভাই, তাও যদি না থাকে তো কী আর করবেন, গিন্নিরে ফোন দিয়া ভাড়া নিয়া রেডি থাকতে কন।

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: বুদ্ধিটা কম খারাপ না, তবে সব চেয়ে সহজ হয় আপনি দিলে। বড় ভাইয়ের কাছে টাইতে কুনু লইজ্জা শরম করতে নাই :-B

২৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৪

আমির ইশতিয়াক বলেছেন: আমার বাসার বারান্দায়ও বেশ কয়েকটি চড়ুই পাখির বাসা আছে। তাদের কিচিরমিচির আওয়াজেই আমার ঘুম ভাঙ্গে। কিন্তু আপনার মতো তাদেরকে আপ্যায়ন করতে পারি না।

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে থাকলেও সবার সমান যুযোগ থাকেনা আমির ভাই, ধন্যবাদ।

২৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২০

বিলিয়ার রহমান বলেছেন: এতো পাখি!:)


ভাবছি এগুলারে নিয়া একটা ছড়া লিখমু!:):)


পাখিগুলা ভাল্লাগছে!:)


লাইক!:)

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ছড়া লেখেন, আমি পাখিদের পড়ে শুনাবো, বুঝা না বুঝা ওদের ব্যাপার........ধন্যবাদ রহমান ভাই

২৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:২৪

বিলিয়ার রহমান বলেছেন:

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: দুধ চা কে ইদানিং আমি এ্যভয়েড করছি, লিকার চা হলে ভালো হতো :-B

২৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
সাদা মনে লিখেছেন খুশী হয়েছি।

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে মুখ গোমড়া কেন ফরিদ ভাই :D

২৭| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৯

কালীদাস বলেছেন: সব তো দেখি খালি সুন্দর সুন্দর পাখী, এমনকি কাউয়াও নাই :| টিনের চালে মেকুর ওঠে না কখনও?

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: চালে পাখিরা তো সব সময় থাকেনা, মাঝে মাঝে বিড়াল উঠে, আমি দেখলে তাড়াই.......ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

২৮| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৩৫

সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর লাগল।

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা, কেমন আছেন আপনি?

২৯| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:১৬

প্রামানিক বলেছেন: পাখিদের জন্য নোংগোর খানা খোলার জন্য অসংখ্য ধন্যবাদ।

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনিও একটা খোলেন, ওদের বাঁচানোটা আমাদের জন্য খুবই দরকারী।

৩০| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:৫৭

ফাহমিদা বারী বলেছেন: খুব ভালো লাগলো আপনার লেখাটি।

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু

৩১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:



উইকএন্ডে( শুক্র, শনি) পানির বদলে কোক, বা পেপসি দিলে মেহমানদারীর মান উপরে উঠতো, হয়তো!

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: পানির বদলে কোক দেইনি, তবে শীতের কারণে পানিকে আমি কুসুম গরম করে দেই। আর আজ পাউরুটি দিয়েছিলাম, দেখলাম বেশ স্বানন্দেই ওরা তা খেল।

৩২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০৬

ডঃ এম এ আলী বলেছেন: পোস্টের ছবি দেখে ভাল লাগল ।
আপনার পাখীদেরকে খাবার দেয়ার জন্য নিন্মের মত একটা ব্যবস্থা ছাদে কিংবা বাড়ীর বাগানে বা উঠানে বা বারান্দার এক কোনে করে দিতে পারলে মন্দ হয়না ।
শুভেচ্ছা রইল

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: এমন একটা ভালো ব্যবস্থা করার চিন্তা আমার আছে, দেখা যাক কি করা যায়, ধন্যবাদ আলী ভাই।

৩৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৫

জুন বলেছেন: দেখেন আজ আবার তিনজন অতিথি এসেছে :)

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৩

সাদা মনের মানুষ বলেছেন: আমার এখানেও আজ নতুন কিছু পাখি দেখেছি, তবে টিয়া পাখি আমাদের এলাকায় এখন দুর্লভ হয়ে গেছে, ধন্যবাদ আপু।

৩৪| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:



ধন্যবাদ , ছবিটা দেখে সঠিক বুঝা যাচ্ছেনা , একটু বড় করে দিলাম ।

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:১৯

সাদা মনের মানুষ বলেছেন: এখানে আসলে কিভাবে কি করেছে সব ঠিক বুঝতেও পারছিনা, তবে পাখিদের জন্য আমার নিজস্ব পরিকল্পনা আছে। যখন বাস্তবায়ন শুরু করবো তখন হয়তো আপনাদের পরামর্শ লাগতে পারে আলী ভাই।

৩৫| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২০

নতুন নকিব বলেছেন:



মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রথম হওয়ার ভাষনা ছিল কিন্তু দেখাই যাচ্ছে চা পাওয়া যাবেনা।তবে ছবি জাক্কা নাক্কা হয়েছে। ভাল লাগল।
-সেই রকম লেখারে ভাই, সেই রকম! সামু ব্লগে এসে তো দেখি মাথাই খারাপ হওয়ার অবস্থা। সুজন ভাই লিখেছেন- 'প্রথম হওয়ার ভাষনা ছিল'। 'ভাষনা' নয়রে ভাই 'বাসনা'। আবার 'জাক্কা নাক্কা'। এই শব্দটি ডিকশনারি খুজলে পাওয়া যাবে কি না জানি না। তবে এটির সামান্য ব্যবহার লক্ষ্য করা যায়। আর যদি এটি লিখতে চান তাহলে বোধ হয় 'ঝাকানাকা' লিখলেই সঠিক হবে- যতটুকু জানি।

কামাল ভাই,
আপনাকেতো এত দিন ভ্রমন পিয়াসু হালের ইবনে বতুতা হিসেবেই জানতুম। প্রানী জগতের প্রতি অবারিত মমতা দেখে হৃদয় ছুঁয়ে গেল।

আর নানা নাতির অনবদ্য ডায়ালগের মত হেনা ভাইয়ের সাথে আপনার প্রশ্নোত্তর পর্বগুলো দারুন উপভোগ্য হয়ে ওঠে।

ভাল থাকবেন।

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৬

সাদা মনের মানুষ বলেছেন: সত্যি বলেছেন ভাই, হেনা ভাই সত্যিই বেশ রসিক মানুষ, ওনার সাথে কথা বলে আমিও খুবই মজা পাই।

৩৬| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮

বিলিয়ার রহমান বলেছেন: লাল চা!:)

২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৭

সাদা মনের মানুষ বলেছেন: মজা হইছে, আপনিও এক চুমুক খান :D

৩৭| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪০

বিলিয়ার রহমান বলেছেন: হারবাল চা!:)





এটাও উপকারি

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৭

সাদা মনের মানুষ বলেছেন: আজকে খালি উপকার আর উপকার :D

৩৮| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই পাখিরা কী চা খায়? অথবা কফি?

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৮

সাদা মনের মানুষ বলেছেন: চা কফি খায়না, তয় গরম পানি খায়। শীতে পানি বেশী ঠান্ডা বলে ওদের আমি কুসুম গরম পানি দেই খাওয়ার জন্য।

৩৯| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৬) কেউবা ভবিষ্যত পরিকল্পনায় ব্যস্ত।


ভুল লিখেছেন। ওরা পরিবার পরিকল্পনায় ব্যস্ত।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১

সাদা মনের মানুষ বলেছেন: এটাই সত্য হতে পারে, কারণ ওদের ভবিষ্যত সন্তানদের কাওয়া পড়া নিয়ে চিন্তিত হয়ে হয়তো পরিবার পরিকল্পনায় ব্যস্ত। কারণ আপরা ওদের থাকা খাওয়ার সব উৎস ধ্বংস করছি।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১

সাদা মনের মানুষ বলেছেন: এটাই সত্য হতে পারে, কারণ ওদের ভবিষ্যত সন্তানদের কাওয়া পড়া নিয়ে চিন্তিত হয়ে হয়তো পরিবার পরিকল্পনায় ব্যস্ত। কারণ আপরা ওদের থাকা খাওয়ার সব উৎস ধ্বংস করছি।

৪০| ২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৫

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: 'জীবে প্রেম করে যেই জন.............

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২২

সাদা মনের মানুষ বলেছেন: কাব্যটা অসমাপ্ত রয়ে গেল :-B

৪১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক চমৎকার। প্রিয়তে।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন বাবু ভাই

৪২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১১

নতুন নকিব বলেছেন:



আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৬) কেউবা ভবিষ্যত পরিকল্পনায় ব্যস্ত।


ভুল লিখেছেন। ওরা পরিবার পরিকল্পনায় ব্যস্ত।


-হেনা ভাইকে ধন্যবাদ লেখকের ভুল ধরিয়ে দেয়ার জন্য! আর ভুলটাও তো সেই... মারাত্মক ভুলই বটে!

ভাল থাকবেন। দু'জনকেই ডায়ালগ কন্টিনিউ করার...।

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ডায়লক কন্টিনিউ করে আশরাফুল ভাইয়ের সাথে আমি পারবোনা, কারণ উনি খুবই গেয়ানী লুক :D

৪৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

আমির ইশতিয়াক বলেছেন: পাখিদের জন্য একটি আবাস্থল তৈরি করতে পারেন।

২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ছোটখাট একটা পরিকল্পনা আমার আছে।

৪৪| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

ক্লে ডল বলেছেন: খুব ভাল লাগল।

২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৫

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন ভাই

৪৫| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

ভাবুক কবি বলেছেন: এখানে দেখি বড়দের মিলনমেলা

একা একা পাখি দেখার মজাই আলাদা ।

আমি নতুন, আমাকেও পাখি দেখার সুযোগ দিয়েন।

২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৭

সাদা মনের মানুষ বলেছেন: কবি ভাই, বড় কে? ব্লগে আমরা সবাই সমান এবং ব্লগার। তবে হ্যাঁ কর্মগুণে অনেকেই শ্রদ্ধার পাত্র বটে........শুভেচ্ছা কবিকে।

৪৬| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৬

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ,



আপনার অনিন্দ্য সুন্দর পাখিদের দিনযাপনের ছবিগুলো দেখে এই গানের কথাই মনে পড়লো প্রথমে -----
কোন পাখি, ধরা দিতে চায়
অসীম আকাশ ছেড়ে সোনার খাঁচায় .......................

২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন জী এস ভাই, ইদানিং আপনাকে মনে হয় কম দেখছি

৪৭| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৮

অরুনি মায়া অনু বলেছেন: খুব ভাল কাজ করছেন আপনি। নিষ্পাপ এই পাখিদের সেবায় আপনি সৃষ্টিকর্তার প্রিয় পাত্র হয়ে উঠবেন। ভাল লাগল আপনার অতিথিদের সাথে পরিচিত হতে পেরে।

২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ওদের খাইয়ে আমি তৃপ্তি পাই।

৪৮| ২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৬

সাহসী সন্তান বলেছেন: আপনার অতিথীদেরকে ভাল পাইলাম! দেইখেন, অতিথী সৎকারে যেন কোন প্রকারের ত্রুটি দেখা না দেয়..... ;)

পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!

২৭ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, জেনে শুনে ত্রুটি করার লোক আমি নই, শুভেচ্ছা জানবেন।

৪৯| ২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


দেশের মানুষ পশু পাখীর প্রতি ক্রমেই দয়ালু হচ্ছেন, খুবই ভালো লক্ষণ; লন্ডন শহরে ৪০ হাজার শিয়াল বাসবাস করে।

২৭ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে তো মনে হয় ওখানে শেয়ালের তেল বিক্রির ব্যবসাটা ভালো জমবে :D

৫০| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

হাতুড়ে লেখক বলেছেন: ভাবতেসি তেল বিক্রির ব্যবসাটা আমিই নেব কিনা? #:-S

২৭ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আমারে পার্টনার রাইখেন :D

৫১| ২৮ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৩

নিয়াজ সুমন বলেছেন:
এমন দৃশ্য এখন তেমন চোখে পড়ে না। যাইহোক, ভাললেগেছে পাখি নিয়ে আলোচনা। ভালোবাসা থাকলো...

২৮ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, বাবুইদের আমি ভালা পাই :D

৫২| ২৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৩

রানা আমান বলেছেন: সামুতে যে কজনের ব্লগ ও প্রতিটি পোস্টের বিপরীতে মন্তব্য ও প্রত্যুত্তর পর্বগুলো আমি পড়তে ছাড়িনা , তার একজন আপনি । দারুন উপভোগ্য এবারেরটিও ।
আমার প্রিয়তে থাকলো ।

২৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রানা ভাই, আপনার মন্তব্যে উৎসাহিত হলাম।

৫৩| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫০

কামরুন নাহার বীথি বলেছেন: খুব খুউব ভাল কাজ করছেন আপনি!!!! পোস্টে ভাল লাগা! শুভ কামনা জানবেন!

৩০ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: ইদানিং ওদের কিছু ফলও খাওয়াচ্ছি আপু, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.