নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

শতবর্ষী খান মোহাম্মদ মৃধা মসজিদ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৮


পুরনো ঢাকার লালবাগে বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে। খান মোহাম্মাদ মৃধা মসজিদ তার মধ্যে একটি। ধারণা করা হয়ে থাকে কাজী খান মোহাম্মাদ এবাদউল্লাহ এর নির্দেশে ১৭০৪-১৭০৫ খ্রিষ্টাব্দে খান মোহাম্মদ মৃধা এই মসজিদটি নির্মাণ করেন। এই তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির ভিত্তি প্রায় পনের ফুট উঁচু একটি প্ল্যাটফর্মের ওপর। প্ল্যাটফর্মের নীচে টানা করিডোর, পাশে ছোট ছোট প্রকোষ্ঠ।

প্রাচীর দিয়ে ঘেরা এই মসজিদ কম্পাউন্ডে মূল ফটক দিয়ে প্রবেশ করলে হাতের বাম দিকে রয়েছে মূল মসজিদ কাঠামো। ডানদিকে বিস্তৃত বাগান এবং এই বাগানের উত্তরপূর্ব কোনে একটি পরিত্যাক্ত কুয়া রয়েছে, একসময় সেই কুয়ার পানি দিয়ে মুসল্লিদের অজু এবং অন্যান্য ব্যবহার্য পানি সরবরাহ করা হত। মূল মসজিদের কাঠামো তিন গুম্বজ বিশিষ্ট এবং এর চারিদিকে ছোট ছোট প্রায় বিশ-পঁচিশটি মিনারের মত কাঠামো রয়েছে। মসজিদটি বর্তমানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে থাকলেও নামাজের জন্য তা স্থানীয়দের রক্ষণাবেক্ষণে রয়েছ। লালবাগ কেল্লা থেকে ২০০ গজ পশ্চিমে এই মসজিদের অবস্থান।


(২) মজদিদের বরাবর পূর্ব দিকের গেইটের কাছে দাঁড়িয়ে তোলা ছবি এটি, এবে মসজিদের মূল প্রবেশ পথ দক্ষিণ পাশ দিয়ে।


(৩) এই সাইনবোর্ডটায় লেখা আছে " বিজ্ঞপ্তি, সংরক্ষিত পুরাকীর্তি। কোন ব্যাক্তি এই পুরাকীর্তির কোন রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোন বিকৃতি বা অংগচ্ছেদ ঘটালে বা খোদাই করলে বা কোন চিহ্ন বা দাগ কাটলে ১৯৬৮ সালের ১৪নং পুরাকীর্তি আইনের ১৯ ধারার অধীনে তিনি সর্বাধিক এক বৎসর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় প্রকার দন্ডে দন্ডনীয় হবেন। পরিচালক, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ সরকার।"


(৪) মসজিদে প্রবেশ করতে হলে সিড়ি ভেঙ্গে উপড়ে উঠতে হবে। মূল মসজিদটা উপরে।


(৫/৬) উপরের মুল ফটকে দাড়িয়ে তোলা দুটি ছবি।



(৭) এটাই হল মুল মসজিদ।


(৮) দক্ষিণ পশ্চিম দিক থেকে তোলা ছবি এটি।


(৯) ডান পাশে উপরের ফটক, বাম পাশে মুল মসজিদ এবং সামনে ইমামের ঘর।


(১০/১১) নিচে উত্তর পুর্ব দিক থেকে তোলা ছবি এই দুটি।



(১২) এটি তুলেছি দক্ষিণ পুর্ব দিক থেকে।


(১৩) তিলোত্তমা বা হুরহুরে ফুলের ছোট একটা বাগানও আছে।


(১৪/১৫) এই ২০০ গজ পূর্বেই রয়েছে লালবাগ কেল্লা।



(১৬) লালবাগ কেল্লায়ও রয়েছে একটা চমৎকার প্রাচিন মসজিদ।

মন্তব্য ৭২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৩

নিরব জ্ঞানী বলেছেন: লাল বাগের কেল্লায় কয়েকবার গিয়েছি। কিন্তু এই মসজিদটিকে আলাদা ভাবে দেখা হয়নি। ধন্যবাদ এমন একটা পোস্ট দেওয়ার জন্য।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩০

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা কষ্ট করে পড়ার জন্য।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন:
হ্যা আমি এটাই জানতে চাইছিলাম লালবাগ কেল্লার কাছেই কিনা ?
শেষ এসেই জবাবটা পেয়ে গেলাম।

লালবাগ কেল্লায় অনেকদিন যাওয়া হয় না। যখন ঢাকায় থাকতাম না, তখন বেড়াতে এসে লালবাগ গিয়েছিলাম।
আর এখন ঢাকায় থেকেও যাওয়া হয় না!!

বেশ ভাল লাগল মসজিদটি সম্মন্ধে জেনে!! আর আপনার তোলা ছবি? কিচ্ছু বললাম না!! ;)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: এতো কথা কইলেন অথচ কিছুই বললেন না, ঠিক আছে তাহলে আমিও চুপ :D

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৬

কামরুন নাহার বীথি বলেছেন:
আর হ্যা, ওই হুরুহুরে ফুলের বীজ যখন পাকবে, তখন আবার যাবেন ওখানে!!
আমার জন্যতো গাছ আনেন নাই, বীজ নিয়ে আসবেন!!! :D

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫০

সাদা মনের মানুষ বলেছেন: আপনি ঢাকা থাকেন, আমি নরসিংদী........সুতরাং একটু কষ্ট আপনিই করে নিয়েন :D

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মসজিদটির নির্মাণ কাল ১৭০৪-১৭০৫ হলে এটি শতবর্ষী ( একশত বছর পুরনো ) হবার কথা নয়। এটি তিন শতাধিক বছর পুরনো মসজিদ।

(৭) এটাই হল মুল মসজিদ।

মূল মসজিদটি এখনো বেশ শক্ত পোক্ত আছে বলে মনে হয়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, দেখতেও বেশ চমৎকার!

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৫

ANIKAT KAMAL বলেছেন: শিক্ষতে পার‌ছি অ‌নেক কিছু ধন্যবাদ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

সাদা মনের মানুষ বলেছেন: জীবনের প্রতিটা মুহুর্তই শেখার সময়, আমরা প্রত্যেকেই শিখছি, ধন্যবাদ।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২

আমির ইশতিয়াক বলেছেন: লালবাগ কেল্লায় এখনও যাওয়া হয়নি। চলেন একদিন ঘুরে আসি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: দেখি আবার কখন সময় যুযোগ হয়।

৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৬) লালবাগ কেল্লায়ও রয়েছে একটা চমৎকার প্রাচিন মসজিদ।

এই মসজিদের নাম কী?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: সম্ভবত লালবাগ কেল্লা মসজিদই বলে

৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯

পুলহ বলেছেন: এমন একটা গুরুত্বপূর্ণ স্থাপনা, সংরক্ষিত পুরাকীর্তির সামনে কাথা, প্যান্ট, গামছা ইত্যাদি শোভা পাওয়াটা সম্ভবত শুধু বাংলাদেশেই সম্ভব(১০ নং ছবি)।
অনেকদিন বাদে পড়লাম আপনার লেখা। ভালো লাগা জানবেন !

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, এটা সব সম্ভবের দেশ বলে একটা কথা আছে।

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০

প্রামানিক বলেছেন: ঘরের কাছেই অথচ কত কিছু যে দেখা হয় না সেটা আবারো প্রমাণ করল সাদা মনের মানুষ। এমন একটি ঐতিহাসিক বিষয় তুলে ধরারা জন্য অসংখ্য ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০২

সাদা মনের মানুষ বলেছেন: প্রামানিক ভাই কেমন আছেন, আমার খুব ব্যস্ততা যাচ্ছে ইদানিং, তাই হয়তো আপনাদের দেখা সাক্ষাৎ কম হচ্ছে।

১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪

নীলপরি বলেছেন: অপূর্ব পোষ্ট । ভালো লাগলো ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা নিবেন।

১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৩

কামরুন নাহার বীথি বলেছেন:
আপনি ঢাকা থাকেন, আমি নরসিংদী........সুতরাং একটু কষ্ট আপনিই করে নিয়েন। ---

এত হিংসুটে ক্যান আপনি? :-B
নতুন নতুন ফুল দেখলে, বোনটার কথা একবারও মনে হয় না আপনার !!!! :(

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৯

সাদা মনের মানুষ বলেছেন: ঢাকা যেতে আমার অনেক কষ্ট হয়, আপনি ছোট ভাইটাকে কষ্ট দিতে চান কেন আপু?

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৭

কামরুন নাহার বীথি বলেছেন:
(১৩) নাম্বার ফুলের বানান এডিট করে নিন!!!! গাছপ্রেমীরা তাদের গাছে নাম লিখে রাখে!!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, সংশোধন করে নিলাম।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:১৩

খোলা মনের কথা বলেছেন: (১৩) তিলোত্তমা বা হুরহুরে ফুলের ছোট একটা বানানও আছে। “বাগানও” হবে না বানানও হবে বুঝলাম না।

লালবাগ কেল্লার এতো কাছাকাছি থেকেও কোনদিন যাওয়া হয়নি। আপনার মাধ্যেমে যাওয়া হলো। ধন্যবাদ ভাই আপনাকে

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভুলটা ধরিয়ে দেওয়ার জন্যে, ওটা বানান নয় বাগানই হবে, সংশোধন করে নিয়েছি।

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: ভালো লাগল। লেখকে ধন্যবাদ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০১

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হুরপরি ফুল একখান পাইলে কাম হইত।

এই পোস্টে ৪ টা ছবি কিন্তু কম আছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

সাদা মনের মানুষ বলেছেন: অন্য একটা পোষ্টে ৪টা ছবি বাড়িয়ে দিয়ে কাফফারাটা আদায় করে নিমুনে।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০০

প্রামানিক বলেছেন: সময় আমারো খুব কম তারপরেও মাঝে মাঝে হাজিরা দিয়া যাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আহেন আমরা গলাগলি ধইরা কান্দি :D

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৫

সাঈদ হাসান চউধুরী বলেছেন: photos are beautiful.where your photos of freshroom("ojukhana";) and prayer room?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নিজের দেশের কত বিখ্যাত জায়গা স্থাপনা অজানায় রয়ে গেছে! ঢাকায় ছ'য় বছর পার করেছি চাকরির খাতিরে। এমনিতেও অনেকবার গেছি কিন্তু আজ পর্যন্ত এতসুন্দর স্থাপনা অদেখাই রেয়ে গেছে, ছিল অজানাও।


আপনার পোষ্টে কৃতজ্ঞতা রইল ভাই। আপনার জন্যেই কতশত বছর পুরনো এই মসজিদ দেখতে ও জানতে পারলাম।
ভালোবাসা রইল ভাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, ভালো থাকুন সব সময়।

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১১

জুন বলেছেন: ভালোলাগলো আপনার ছবি ব্লগ সাদা মনের মানুষ ।
আর হুরহুরে ফুলের রূপ দেখে সব সময়ই মুগ্ধ হই, আপনারটা দেখেও হোলাম ।
+

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু, আপনার উপস্থিতি আমার জন্য সব সময়ই অনুপ্রেরণা।

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬

সুমন কর বলেছেন: চমৎকার, শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা, কেমন আছেন আপনি?

২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৯

অতৃপ্তচোখ বলেছেন: সুন্দর একটা পোষ্ট দিয়েছেন ভাই। আমাদের দেশের বিখ্যাত ও পুরনো স্থাপনা আর সুন্দর প্রকৃতি রূপ আপনার মাধ্যমেই বেশি জানতে পারছি। কৃতজ্ঞতা জানবেন ভাই।
ভালো লাগা জানবেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: এমন মন্তব্যে আমি বরাবরই উৎসাহিত হই ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫১

তোমার জন্য মিনতি বলেছেন: ভালো লাগলো পোষ্টটি। দেশের বিখ্যাত ও সুপ্রাচীন স্থাপনা দেখা ও জানা হলো কিছু।



ভালোবাসা রইল পোষ্টে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৬

সাদা মনের মানুষ বলেছেন: আমার চেষ্টা আছে দেশের এমন প্রাচীন কিছু স্থাপনা নিজে দেখে ব্লগেও পোষ্ট করার, ধন্যবাদ।

২৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৬

খোলা মনের কথা বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হুরপরি ফুল একখান পাইলে কাম হইত।

এই পোস্টে ৪ টা ছবি কিন্তু কম আছে।


দিন দিন হেনা ভাইয়ের ভীমরুতি রোগের লক্ষণ দেখা দিচ্ছে :P :P :P

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭

সাদা মনের মানুষ বলেছেন: খোলা মনে হাছা কতা কইছেন ভাই, আমিও বিষয়টা নিয়া ভাবতাছি :)

২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: ছবি খুব সুন্দর তুলেছেন , দেখে ভাল লাগল ।
শুভেচ্ছা রইল ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলী ভাই, আমার মনে হক্চ্ছে এটা আপনার মন্তব্য না, শুধু উপস্থিতি জানিয়ে গেলেন :)

২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪

ভাবুক কবি বলেছেন: লালবাগ কয়েকবার গিয়েছি তবে এভাবে সকল তথ্য তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কবি, আপনাকে দেখা যাচ্ছে পরি বিবির সমাধীর সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন।

২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষ চলে যায় তার স্মৃতি রয়ে যায়, রয়ে যায় স্থাপনা!

পুরানো স্মৃতি তাজা করায় ধন্যবাদ। :)

++++++++

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১০

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন বিদ্রোহী।

২৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩

সায়ান তানভি বলেছেন: এই মসজিদের কথা আগে শুনি নি, যদিও কয়েকবার লালবাগ কেল্লা দেখতে গিয়েছি। দারুন একটা স্থাপনা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: বাংলার আনাচে কানাচে এমন কতো স্থাপনা যে লুকিয়ে আছে, আমরা তার কতটাই বা খোজ রাখি, ধন্যবাদ ভাই।

২৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

বিলিয়ার রহমান বলেছেন: আমার লেখাগুলো চুরি হয়ে যাচ্ছে!! উপদেশ পরামর্শ থেকে থাকলে সাহায্য করুন

বিস্তারিত

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: উপদেশ নাই আমার গোডাউনে, তয় চোরের লেখার লিঙ্ক ব্লগে বা ফেজবুকে দিয়ে দিলে আমরা যাইত্তা ধরতে পারমু।

২৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


মসজিদ করেছে ভালো, সেই টাকায় স্কুল কলেজ করলে, ইংরেজেরা ঢাকা দখল করতে পারতো না।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: কিজানি!

৩০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

অরুনি মায়া অনু বলেছেন: মাঝে মাঝে আপনার পোস্টে মন্তব্য দিতে খুব লজ্জিত হই। ভাবি কিছুই দেখলাম না দেশের। শুধু তাই নয় পুরনো ঢাকার বাসিন্দা হয়েও ঐতিহ্যবাহী স্থান সব দেখতে পারিনি। সত্যিই লজ্জার কথা। :(

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: এখন থেকে লেগে যান, অনেক কিছুই দেখা হয়ে যাবে.......শুভেচ্ছা জানবেন আপু

৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হুরপরি ফুল একখান পাইলে কাম হইত।

এই পোস্টে ৪ টা ছবি কিন্তু কম আছে।

দিন দিন হেনা ভাইয়ের ভীমরুতি রোগের লক্ষণ দেখা দিচ্ছে :P :P :P
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৭ ০
লেখক বলেছেন: খোলা মনে হাছা কতা কইছেন ভাই, আমিও বিষয়টা নিয়া ভাবতাছি :


আমিও খুব চিন্তার মধ্যে আছি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১২

সাদা মনের মানুষ বলেছেন: চিন্তা করেন কোন ব্যাপার না, তয় কোন টেনশন নিয়েন্না কিন্তু :-B

৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৯

অপু দ্যা গ্রেট বলেছেন: সব ই বুঝলাম

কিন্তু লেপ তোশক আর জামা কাপড় এর ছবি কেন?

হা হা হা হা হা

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২

সাদা মনের মানুষ বলেছেন: এ সবই আমাদের নিত্যপ্রয়োজনীয় :)

৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০০

পলাশমিঞা বলেছেন: মেভাই, ভালা আছেন্নি?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

সাদা মনের মানুষ বলেছেন: হ ভাই, বালা আছি, আপ্নে কেমন?

৩৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

পলাশমিঞা বলেছেন: আপনেগো দোয়ায় আমিও ভালাছি।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ভালো থাকলেই ভালো, আজকে আইকনের ছবি পাল্টাইছি, তাই নিজের কাছেই ধোক্কা ধোক্কা লাগে :)

৩৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

পলাশমিঞা বলেছেন: ছবি সান্দরাছে। B-)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

সাদা মনের মানুষ বলেছেন: :``>> :``>> :``>> :``>> :``>> :``>>

৩৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার এই নতুন ছবিতে বয়স কম কম লাগে। ব্যাপার কী? জাহাঙ্গীর পাগলার 'মর্দে জোশ' বটিকা সেবন করেছেন নাকি?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনি মনে হয় গান শোনেন না, ঐ একটা গান আছে না? সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমেরে........ :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.