নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাঁদাড়ে.....৫৬

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪১


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছে গুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।


(২) মা ও ছানা, ভেড়াদের এই ছবিটা তুলেছি নরসিংদীর বালুচর গ্রাম থেকে।


(৩) সাগরলতা বা ছাগলখুরী লতার ফুল। শীলখালি বীচ টেকনফ থেকে তোলা ছবি।


(৪) ফেউয়া লেক, নেপালের পোখারা থেকে তোলা ছবি।


(৫) মাছ ধরা, সুনামগঞ্জের শ্রীপুর বাজার থেকে টাঙ্গুয়ার হাউরে যাওয়ার পথে তোলা ছবি।


(৬) আদিবাসী দোকান, বান্দরবান থেকে তোলা ছবি।


(৭) লেবু ফুল, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।


(৮) বসন্ত বাউরির বাড়ি থেকে তুলেছি ছবিটা। ওনার বাড়ি সফিপুর আনসার একাডেমিতে।


(৯) রামজাদী, বান্দরবান থেকে তোলা ছবি।


(১০) মায়াদ্বীপ, সোনারগাঁ এর বারদী থেকে তোলা ছবি।


(১১) গাভী ও বাছুর, নরসিংদী সদরের বালুচর গ্রাম থেকে তোলা ছবি।


(১২) গজনী অবকাশ এ যাওয়ার রাস্তা এটা, শেরপুরের ঝিনাইগাতী থেকে তোলা ছবি।


(১৩) কমলা, মৌলভী বাজারের জুড়ি থেকে তোলা ছবি।


(১৪) জাতীয় স্মৃতিসৌধ, সাভার থেকে তোলা ছবি।


(১৫/১৬) এই দুটি ছবিই তুলেছি সিলেট যাওয়ার পথে। মাধবপুরের আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভেতরেই এই ছবিগুলো তোলা হয়েছে।



(১৭) এক আদিম পুজার নাম চড়ক পুজা, তার প্রস্ততি চলছে এখানে। এই হুকে ঝুলিয়ে ওকে অনেক উপড়ের চড়কে ঘোড়ানো হবে। ধামরাই থেকে তোলা ছবি।


(১৮) বলধা গার্ডেন থেকে তোলা কাঞ্চন ফুল।


(১৯) স্থানীয় নাম আসটে ফল, পুস্তকিয় নাম জানা নাই। উপড়ের খোসা ছাড়ালে ভেতরে লিচুর মতো হয়, খেতে হয় চুষে। ভেতরের বিচি ফেলে দিতে হয়। মিষ্টি এই ফলটা খেয়ে মুখে অনেকটা কাঁচা মাছের মতো আসটে গন্ধ লেগে থাকে বলে এই নামেই ওকে ডাকা হয়।


(২০) দুটি বক ও তিনটি পানকৌড়ি বসে আছে ধানের ক্ষেতে, এই ছবিটা তুলেছি নরসিংদীর পলাশ থানার রাবান গ্রাম থেকে।

মন্তব্য ৬৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

পলাশমিঞা বলেছেন: আমি আছি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: আমিও :D

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমিও আছি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: তাইলে আমি নাই :-B

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫০

পলাশমিঞা বলেছেন: পানভোজন করাবেন না।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: আজকে আশরাফুল ভাইকে এর দায়িত্ব দিয়া দিয়াছি, দেখি উনি কি ব্যবস্থা করে :D

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৭) এক আদিম পুজার নাম চড়ক পুজা, তার প্রস্ততি চলছে এখানে। এই হুকে ঝুলিয়ে ওকে অনেক উপড়ের চড়কে ঘোড়ানো হবে। ধামরাই থেকে তোলা ছবি।


খাইছে আমারে!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: কিন্তু ওনারা কিন্তু এটা বেশ স্বাচ্ছন্দেই করে থাকে।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৯) রামজাদী, বান্দরবান থেকে তোলা ছবি।

এটা কী কোন বৌদ্ধ মঠ?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ঠিক ধরেছেন, অনেকে অযথাই বলে আপনি বুড়ো হয়েছেন, আপনার এখনো জ্ঞানই হলোনা =p~

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৯) স্থানীয় নাম আসটে ফল, পুস্তকিয় নাম জানা নাই। উপড়ের খোসা ছাড়ালে ভেতরে লিচুর মতো হয়, খেতে হয় চুষে। ভেতরের বিচি ফেলে দিতে হয়। মিষ্টি এই ফলটা খেয়ে মুখে অনেকটা কাঁচা মাছের মতো আসটে গন্ধ লেগে থাকে বলে এই নামেই ওকে ডাকা হয়।

নামটা খুবই সোন্দর। ফলটার গায়ে মাছের মতো আঁশ থাকলে আরও সৌন্দর্য হইত।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ফটোশপ করে গাছে ঝুলিয়ে দিলে কেমন হয় :)

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পলাশ, তুমি পানভোজনের জন্য নরসিংদী আসো, আমিও রওনা দিলাম।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০১

সাদা মনের মানুষ বলেছেন: মিঞা ভাইরে বলে বাংলাদেশের ভিসা দেয়না, লুক্টা কতো যে চেষ্টা কর্লো দেশে আইতে!!

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


১৭ নং ছবি, শিক্ষিতদের দরকার বুঝিয়ে এই পুজাটার অবসান ঘটানো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এমন আদিমতা এই যুগেও চলতে পারে তা ভেবে সত্যিই অবাক হতে হয়, ধন্যবাদ ভাই।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪৯

সুমন কর বলেছেন: বিভিন্ন বিষয় মিলিয়ে ছবিগুলো দারুণ হয়েছে। +।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা, ভালো থাকুন, সব সময়।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
দারণ ছবি ব্লগ +

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন কবির ভাই

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১১

জুন বলেছেন: এক কথায় অপুর্ব আমার দেশ বাংলাদেশ সাদা মনের মানুষ। আপনার চোখে দেখছি ।ছাগলখুরি নামটা একেবারেই প্রযোজ্য সমুদ্রতীরের বালুকাবেলায় ঐ লতানে গাছটির জন্য । আমিও ভেবেছি এর আকৃতি নিয়ে ।
অনেক ভালোলাগা রইলো ।
+

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, সাগরের শুস্ক বালুকাবেলায় এই লতা কোথা থেকে জীবনী শক্তি খুজে পায় আমি ঠিক বুঝে উঠতে পারিনা।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার বনে বাঁদাড়ে ঘুরে বেড়ানোর বদৌলতে দেখতে পাই অজানা সব প্রকৃতি রূপ। সেখানেই আমার কৃতজ্ঞতা।



সবগুলি ছবিই ভালো লাগলো ভাই।
ঘুরতেই থাকেন, সাথেই থাকবো।
শুভকামনা সবসময়।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, সংসারের যাতাকলটা ইদানিং আমাকে বেশী ভোগাচ্ছে, ছুটতে পারছি না।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৭

আমির ইশতিয়াক বলেছেন: চমৎকার সব ছবিগুলো দেখে ভাল লাগল।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আমির ভাই, কেমন আছেন আপনি?

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩০

মোস্তফা সোহেল বলেছেন: ফেউয়া লেকের ছবিটি সব থেকে ভাল লাগল । এমন মেঘ পাহাড় দেখলে কেমন নেশা ধরে। মন চাই এক ছুটে চলে যায়।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০০

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ এক সুন্দর জায়গা এই ফেউয়া লেক। ভোর ভেলা যখন পাশের অন্নপূর্ণা রেঞ্জের বরফ মালাগুলোতে সুর্য্যের আলো পড়ে সোনালী আভা সৃষ্টি করে তখন মনে হয় যেন ওটা একটা অপ্রার্থিব জগৎ.....ধন্যবাদ সোহেল ভাই।

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশ-বিদেশের মিক্স ছবিতে দারুন একটা ব্যাপার ঘটে! নিজেকে চেনার মতো :)

++++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৪

সাদা মনের মানুষ বলেছেন: বনে বাঁদাড়ে পোষ্ট মূলত আমাদের দেশী ছবি নিয়েই সাজানো থাকে, একটা ছবি দেই অন্য দেশের। এমনটাই আমি দীর্ঘ দিন করে করে আসছি.......শুভেচ্ছা জানবেন ভাই।

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৩) সাগরলতা বা ছাগলখুরী লতার ফুল। শীলখালি বীচ টেকনফ থেকে তোলা ছবি।



সাগরলতা নামটা তো ভালোই। বিকল্প নাম ছাগলখুরী না হয়ে গাঁজাখুরী হইলে মনে হয় সবাই পসন্দ করতো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৪

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে ওকে নিয়ে গাঁজাখুরী গলপটা ভালো ভাবে জমে উঠত......খিক খিক খিক

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৬

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন পরি

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মিঞা ভাইরে বলে বাংলাদেশের ভিসা দেয়না, লুক্টা কতো যে চেষ্টা কর্লো দেশে আইতে!!


ভিসা না পাইলে অসুবিধা কী? কার্গো বিমানের পাখার নিচে লুকাইয়া আইতে পারে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আপ্নে অনেক গেয়ানী লুক, আপ্নে লন্ডন গিয়া মেবাইরে বুদ্ধিটা দিয়া আইলে কম খারাপ অয় না B-)

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩

রানা আমান বলেছেন: আপনার এই সিরিজটা আমার খুব ভালো লাগে ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন: আমারও তাই, ধন্যবাদ রানা ভাই।

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনার ছবি ব্লগগুলো অসাধারণ হয়ে থাকে এটাও এর ব্যতিক্রম নয়। অনেক ভাল লাগলো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই, শ্রদ্ধা জানবেন।

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

হাসান রাজু বলেছেন: এতদিন বনে বাঁদাড়ে সিরিজগুলো পড়ে পড়ে একটা জিনিস বুঝছি যে স্ক্রল ডাউন করলে এর পরে কিসের ছবি আসবে সেটা বুঝা দুষ্কর :( । কোন নির্দিষ্ট বিষয়, স্থান বা সময় নেই, একেবারে যা তা X(( । কোন স্থান, কাল, পাত্রের সমন্বয় ছাড়াই ছবি পোস্ট করে যাচ্ছেন |-) । এই যে এখানেই নরসিংদী, টেকনাফ বীচ থেকে সোজা নেপাল। নদী, বাজার, পাখি, লেবু, চড়ক পুজা .......

আর আমার এটাই ভালো লাগে :D । এলোমেলোতে যে সৌন্দর্য, তা নেই গোছানো কিছুতে :-B

ভাই চা খাওয়ান ....

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: রাজু ভাই, আমি তো ডরাইয়া গেছিলাম গা..........চায়ের পানি বসাইছে, গরম হোক, তারপর :D

২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: সবগুলি ছবি সুন্দর
কেপশনগুলি্ও যথোপযুক্ত হয়েছে।
১৭ নং ছবিটা রেয়ার কালেকশন
এটা একেবারেই জানা ছিলনা
ছোট বেলাতে দেখেছি
এরকম বাঁকানো লোহার
রড আগুনে গরম করে
গরুকে কপালে ও গালে
ছেকা দেয়া হতো বিভিন্ন
রোগের চিকিৎসা উপলক্ষে।

শুভেচ্ছা রইল ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: চড়ক পুজা নিয়ে আমার একটা পোষ্ট আছে, এখানে টোকা দিয়ে দেখে নিতে পারেন আলী ভাই।

২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

ডঃ এম এ আলী বলেছেন:



ধন্যবাদ ভাই,
দেখে এসেছি
অসাধারন পোষ্ট
সেখানেই মন্তব্য
রেখে এসেছি ।

শুভেচ্ছা রইল

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক শুভেচ্ছা ভাইজান।

২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




সবই সাদা মনের মানুষীয় ষ্টাইল তবে ভালো লাগলো বেশি (৩) সাগরলতা ... , (৫) মাছ ধরা...., (১৯) আসটে ফল ছবিগুলো ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাদের এমন ভালোলাগার মন্তব্যগুলোই আমাকে উৎসাহিত করে সব সময়।

২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাই ১৯ পিকচার এর ফলটি প্রথম দেখলাম।
অনেক সুন্দর পোষ্ট।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ইদানিং এই ফলটা কম দেখি, আগে আমাদের এলাকায় প্রচুর ছিল, ধন্যবাদ সুজন ভাই, ভালো থাকুন, সব সময়।

২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

পুলক ঢালী বলেছেন: বরাবরের মতই সুন্দর ছবি সহ সুন্দর পোষ্ট । তবে ভেড়ার সাথে ছাগলের বাচ্চা কেন বুঝলাম না (হে হে হে মজা নিলাম =p~ =p~ =p~ )

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৫

সাদা মনের মানুষ বলেছেন: শুধুই কি মজা নিলেন? দিলেন ও যে সেটা বললেন না কেন ভাই........শুভেচ্ছা

২৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: সবগুলো ছবিই খুব সুন্দর। একটার চেয়ে আরেকটা ভাল। একটা গাই আর বাছুড়ের ছবিও মনে কতটা প্রশান্তি এনে দিতে পারে!
বান্দরবান থেকে তোলা আদিবাসীদের দোকানের ছবিতে কাচা সব্জী আর পাকা মানুষগুলোর ছবি বেশ জীবন্ত হয়ে ফুটে উঠেছে।
পোস্টে প্লাস + +

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৭

সাদা মনের মানুষ বলেছেন: কাচা সব্জী আর পাকা মানুষ, বাহ বেশ কাব্য ভাব নিয়ে এসেছেন আপনার মন্তব্যে, শ্রদ্ধা জানবেন বড় ভাই।

২৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪০

কামরুন নাহার বীথি বলেছেন:
(১৯) স্থানীয় নাম আসটে ফল, পুস্তকিয় নাম জানা নাই। উপড়ের খোসা ছাড়ালে ভেতরে লিচুর মতো হয়, খেতে হয় চুষে। ভেতরের বিচি ফেলে দিতে হয়। মিষ্টি এই ফলটা খেয়ে মুখে অনেকটা কাঁচা মাছের মতো আসটে গন্ধ লেগে থাকে বলে এই নামেই ওকে ডাকা হয়। ----

ফলটা দেখতে কী দারূণ!! আপনি খেয়েছেন কখনও? :)
সবগুলো ছবিই জীবন্ত!!

ফাগুনের শুভেচ্ছা জানিয়ে গেলাম!! :)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: খেয়েছি মানে, আমাদের বাড়িতে এক সময় আসটে ফলের বিশাল গাছ ছিলো, এখনো আমি এই ফলের ভক্ত........ফাগুন শুভেচ্ছা আপনাকেও

২৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৬

সিগনেচার নসিব বলেছেন: চমৎকার সব ছবি






ভাল থাকুন কামাল ভাই

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৫

সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ ভাই।

৩০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৫

কামরুন নাহার বীথি বলেছেন:

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

সাদা মনের মানুষ বলেছেন:

৩১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চড়ক পুজা নিয়ে আমার একটা পোষ্ট আছে, এখানে টোকা দিয়ে দেখে নিতে পারেন আলী ভাই।


আমিও টোকা দিয়া দেইখা আইলাম। আলী ভাই ভয় না পাইলেও আমি ভয় পাইছি। আর টোকা দিমু না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: ডা এর আগায় নিয়া লবন খাইলে ডর সাইরা যায় :)

৩২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রভাত রইল ভাই।
একুশের শুভেচ্ছা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, আপনার জন্যও রইল বাসন্তি শুভেচ্ছা

৩৩| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ছবি ও বর্ণনা দুটি চমৎকার।
মাধবপুরের ঠিক আগের জায়গাটার নাম সাতবর্গ। তার আগেরটার নাম ইসলামপুর।

০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪০

সাদা মনের মানুষ বলেছেন: এই স্থান গুলোর নাম আমার জানা নাই, ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.