নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

উলুয়াতু মন্দির

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৮


ইন্দোনেশিয়ার বালি দ্বীপটায় গেলে মনে হয় এটা অনেক প্রাচীন শহর। ৮৫ ভাগ হিন্দু হওয়ায় প্রচুর মন্দির রয়েছে এখানে। উলুয়াতু মন্দিরটা তার মধ্যে অন্যতম। শ্রী হারি মারাকাটা রাজার রাজত্বকালে (১০৩২-৩৬ খ্রিস্টাব্দ) মাজাফাহিত সন্ন্যাসী মপু কুটুরান এই মন্দিরটি নির্মাণ করেন। উলুয়াতু মন্দিরকে বিবেচনা করা হয় বালির আধ্যাত্মিক স্তম্ভ হিসেবে পরিচিত ছয় মন্দিরের একটি হিসেবে। বালির হিন্দুরা বিশ্বাস তিনটি স্বর্গীয় শক্তি ব্রহ্মা, বিষ্ণু ও শিভা এখানে এসে এক হয়েছেন। তাই মন্দিরটিকে বালিনীয় হিন্দুরা তাদের সর্বোময় দেবতা শিভার প্রার্থনা কেন্দ্র হিসেবে বিবেচনা করে। আর তাদের বিশ্বাস রয়েছে যে, মন্দিরটি সমুদ্রের কুপ্রভাব থেকে তাদের রক্ষা করবে। মন্দিরটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে আড়াইশ' ফুট উপরে একটা চূড়াতে।

এই মন্দিরের আশেপাশের বনভুমিতে রয়েছে প্রচুর বানর। তারা খারাপ প্রভাব থেকে মন্দির পাহারা দেয় বলে বিশ্বাস করা হয়। বাস্তবে বানরগুলো পর্যটকদের জন্য বেশ বিব্রতকর। কারো চশমা, টুপি, বা মোবাইল নিয়ে যখন তখন ওরা গাছে চড়ে যায় এবং তা ভেঙ্গে ফেলে। আমাদের গাইড টমি মিয়া আগেই বানরদের ব্যাপারে সতর্ক করে বলেছিল ওরা আধুনিকতায় বিশ্বাসী না বলে আধুক সব জিনিস নিয়ে ওরা ভেঙ্গে ফেলে।

ভারত মহাসাগরের দিগন্তজোড়া নিলাভ জলরাশি অনবরত পাহাড়ের পায়ের কাছে আছড়ে পড়ে মাথা কুটে মরছে। উপরে এক পাশে সবুজ বনভূমি আর সমুদ্র পাশের অংশে কাঠ গোলাপও নাম না জানা কিছু ফুলগাছ বেষ্টিত প্রাচীন মন্দির, নিঃসন্দেহে বলা চলে নৈসর্গ। চলুন আমার ক্যামেরায় ভ্রমণ করে আসি উলুয়াতু মন্দির।


(২) কুতা থেকে প্রায় প্রায় দেড় ঘন্টা বাস ভ্রমণ করে চলে এলাম উলুয়াতু মন্দির এলাকায়। বাস পার্কিং এর জায়গাটা বিশাল এবং চমৎকার।


(৩) মন্দিরে প্রবেশ করতে হলে এখান থেকে দুই টুকরো কাপড় পরিধান করতে হয়। বালিনীয়দের পোষাক নিয়ে আমাদের গাইড যতটুকু বলেছিল যে, এক টুকরোর অর্থ আমরা প্রকৃতিকে ভালোবাসি, আর অন্য টুকরোর অর্থ আমরা মানুষ কেও ভালোবাসি। আর ওদের মাথায় যে টুপিটা পরিধান করে এর অর্থ হলো আমরা স্রষ্টায় বিশবাসী। অবশ্য মন্দিরে প্রবেশের জন্য ঐ বিশেষ টুপিটার বাধ্যবাধকতা নাই।


(৪) বিশেষ পোষাক পড়ে পর্যটকরা হেটে যাচ্ছে মন্দিরের দিকে।


(৫) কিছু পর্যটক তখন মেইন গেইট দিয়া বেড়িয়ে আসছিল।


(৬) মেইন গেইট দিয়া ঢুকার পর কিছুটা সামনে হেটে এগোলেই ডানে পড়বে এই উঁচু একটা বেদীর উপর বিশাল একটা রাক্ষস টাইপের মুর্তি, এবং তার নিচেই একটা মা বানরের মুর্তি। বলে রাখা ভালো যে, ওখানকার হিন্দুরা বাংলাদেশ ভারতের মতো মা কালী, দূর্গা এসবের মুর্তি তাদের মন্দিরে রাখেনা। সবই যেন কোন প্রাচীন ধরণের মুর্তি, তাছাড়া ন্যুড নারী মুর্তিও যেখানে সেখানে দেখা যায়।


(৭) নিচের মা বানরের মুর্তি, বুকে ধরা আছে তার ছানা।


(৮/৯) নিচে ভারত মহাসাগরের ফেনীল ঢেউ অনবরত আছড়ে পরছে। দুদিক থেকে তোলা দুটি ছবি।



(১০) আমি সাধারণত নিজের ছবি খুবই কম তুলি, তবে এমন চমৎকার জায়গার একটা স্মৃতি না রাখলে কেমনে হয়?


(১১/১২) ডান বান কিংবা মাঝখান দিয়েও মন্দিরে উঠা যায়, কিন্তু সব দিক দিয়াই অনেকটা সিড়ি পথ বেয়ে ক্লান্ত হতে হয়।



(১৩) এটা মন্দিরের বরাবর মাঝখান দিয়ে উঠার সিড়িপথ। দুইপাশেই অনেক পুরোনো কাঠ গোলাপ গাছে আচ্ছাদিত পথটা সত্যিই অসাধারণ।


(১৪) মূল মন্দির তো এখানটায়।


(১৫) মন্দিরের পাশে সম্ভবত এটা একটা বিশ্রামাগার।


(১৬) ঢোকার আগে দেখেছিলাম অনেক কৃষ্ণচুড়া, মন্দিরের পাশে এসে পেলাম এই ফুলগুলো।


(১৭/১৮) আমাদের গাইড টমি মিয়ার কথা সত্যি প্রমাণ করার জন্যই হয়তো বানরগুলো কারো ক্যাপ কারো বা সানগ্লাস নিয়ে পালাল।



(১৯/২০) সান গ্লাস উদ্ধারে ত্রাণকর্তার ভুমিয়া আসলো এই নারী, তার ঝোলা থেকে কিছু খাবার বের করে দেওয়ার পরই সান গ্লাস ফেলে দিয়ে খাবার নিয়ে ব্যাস্ত হয়ে পড়লো বানর।



(২১) সান গ্লাস ফেরৎ দিয়ে কিছু বকশিস ও কামিয়ে নিল এই মহিলা, অনেকে বলে বানরদের সাথে নাকি এমন মহিলাদের চুক্তিপত্র আছে।


(২২) অনেক তো বাদরামী হলো, এবার গলাটা ভেজানো দরকার। কিন্তু বেচারা দাঁত দিয়ে কামড়ে নিচে দিয়া ফুটা করে খাচ্ছে।


(২৩) এখানে মনে হয় আরো কয়েকটি মন্দির আছে, সময় স্বল্পতায় সবগুলো ভালোভাবে দেখা সম্ভব হয়নি।

মন্তব্য ১০১ টি রেটিং +১০/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


জীবনে কোথায়ও ১টা ইট রাখার সুযোগ পেলাম না, কিভাবে মানুষ এত বড় মন্দির ফন্দির বানালো, কি কারণে বানালো?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: এমন কেন আপনার জীবনটা! একটা দুইটা ইট তো কোথাও রাখা উচিৎ

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মুগ্ধতা ভাই। তৃপ্তিকর প্রতিটি ছবিতে যেনো প্রাণ অাছে লেগে।



ভালো লাগলো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন নয়ন ভাই, আপনি সব সময় সঙ্গে থেকে উৎসাহিত করে যাচ্ছেন আমাকে।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৬

সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগল, সাথে লেখাও।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সব সময়

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৫

গেম চেঞ্জার বলেছেন: চাঁদগাজী বলেছেন:

জীবনে কোথায়ও ১টা ইট রাখার সুযোগ পেলাম না, কিভাবে মানুষ এত বড় মন্দির ফন্দির বানালো, কি কারণে বানালো?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৮ ০
লেখক বলেছেন: এমন কেন আপনার জীবনটা! একটা দুইটা ইট তো কোথাও রাখা উচিৎ


আসলেই তো। :||

বান্দর দেখে দারুণ মজা পাইসি!!!!!!!!!!!!! :) =p~

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: বান্দর দেখে মাত্র মজা পাওয়া শুরু করছিলাম, কিন্তু গাইড সময়ের কথা স্মরণ করে দিতেই দৌড় লাগালাম :)

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৪

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




নয়নাভিরাম । ভারত মহাসাগরের ফেনীল ঢেউয়ের অনবরত আছড়ে পড়া ।

(৩) এর ছবি- মন্দিরে প্রবেশ করতে হলে এখান থেকে দুই টুকরো কাপড় পরিধান করতে হয়।
এটা দেখে ভাবছিলুম আপনিও পরিধান করলেন কিনা । পরলেও একখানা ছবি দিলেন কিনা । নীচে নামতে নামতে দেখি .... আছেন .... একদম সুপারম্যান ষ্টাইলে । :(

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: সুপারম্যান হতে পারলে, উড়ে গিয়ে সাগরের পানিতে একটু পা ভিজিয়ে আসতাম :D

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৪

পলাশমিঞা বলেছেন: আঁন্নের শখ আছে মেভাই!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

সাদা মনের মানুষ বলেছেন: এতো সখ কেনো নিজেই বুঝিনা, আন্নে বুজেন্নি??

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১০

পলাশমিঞা বলেছেন: শখের তুল লাখ টাকা।

এটা একটা রোগ! যেমন আমার জন্য লেখালেখি। দেশে আসলে আপনার গলা ধরে কাঁদব। :D

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৫

সাদা মনের মানুষ বলেছেন: গলা ধরে কাঁদবেন ক্যান, ওটাও কি আপনার একটা রোগ নাকি মেবাই? :-B

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৮

পলাশমিঞা বলেছেন: হাহাহাহাহাহা, হ মেভাই, মনের দুক্ক প্রকাশ করতে হইলে গলা ধরে কাঁদতে হয়! :P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৯

সাদা মনের মানুষ বলেছেন: আহারে আমরা উন্নত দেশে যাইতে না পাইরা দুঃখিত হই, আর আপ্নারা ওখানে থাইকাও দুঃখিত হইতাছেন :((

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৩

পলাশমিঞা বলেছেন: মেভাই, দেশে আছেন ভালো আছেন। আমি এখানে ভালো আছি।
যে যেখানে আছি আসলে আমরা ভালোই আছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: এইডাই আসল কথা, ভালো থাকার চেষ্টা করা সদা সর্বদা

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:



দূর আকাশের নীল দেবো তোকে,
রঙিন সাত রঙে দেবো সাজিয়ে।
সাদা মেঘের শুভ্রতা গায়ে মেখে,
হারিয়ে যাবো দুজন অজানাতে। - এইটুকু আপনার ১০ নম্বরের জন্য।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: বেশ চমৎকৃত হলাম আপনার কাব্য প্রতিভায়.......শুভেচ্ছা জানবেন নয়ন ভাই।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

শূন্যনীড় বলেছেন: অসাধারণ সৌন্দর্যময় ছবিগুলো। কিছু ধারণাও হলো।

ভালো লাগা রইল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নীড়, শুভেচ্ছা জানবেন

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর!
আপনার দেশী ছবিগুলো বেশী স্পষ্ট ঝকঝকে।
কিন্তু বিদেশী এত কষ্টের ছবিগুলো এত ঝাপাসা ...

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: হতে পারে, কারণ তীব্র রোদে তোলা হয়েছে ছবিগুলো, ধন্যবাদ ভাই।

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৩

হাসান কালবৈশাখী বলেছেন:
সব না সুধু কয়েকটা ছবি ঝাপসা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন:

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: X(( ফ্রিতে উলুয়াতু মন্দির ঘুরে আসলাম। ছবি ও লেখা মিলিয়ে ভাল লেগেছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন শাহাদাৎ ভাই

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫২

নিয়াজ সুমন বলেছেন: লেখা পড়ে ভাল লাগছে কিন্তু লেখার সাথে কোন ছবি দেখতে পাচ্ছি না কেন?
সবাই দেখলো?
আজীব তো! আমার কম্পউটারেরর সমস্যা না তো !

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫

সাদা মনের মানুষ বলেছেন: কন কি ভাই! আপনি কোন ব্রাউজার ব্যবহার করেন? ব্রাউজার পরিবর্তন করে দেখতে পারেন।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫২

সামিউল ইসলাম বাবু বলেছেন: অামিতো ভাবতাম ইন্দোনেশিয়াতে শুধু মুসলিম।
নতুন কিছু জানলাম।
:) :)

শুভকামনা জানবেন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১১

সাদা মনের মানুষ বলেছেন: বালি দ্বীপটা ইন্দোনেশিয়ার মূল দ্বীপ থেকে বিচ্ছিন্ন, এবং ওখানে মুসলমানের সংখ্যা ১৩ ভাগ মাত্র, ধন্যবাদ বাবু ভাই।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৮

নিয়াজ সুমন বলেছেন: আমি তো মজিলা ফায়ার ফক্স ব্যবহার করি। বুঝতে ছিনা ঘটনা কি। অন্যদের পোস্ট এ ছবি গুলা তো দেখতেছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১০

সাদা মনের মানুষ বলেছেন: আজকে মজিলা আমাকে সামুতে লগইন করতেই দিচ্ছে না, বাধ্য হয়ে গুগুল ক্রোম নিলাম, এটা মজিলার চাইতে অনেক ফাষ্ট, আপনিও নিয়ে দেখতে পারেন।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৭

নিয়াজ সুমন বলেছেন: বেশ কিছুদিন যাবত আমার জমে থাকা নোটিফিকেশগুলো ও চেক করতে পারছি না। কিছু সো করে না। না দেখার আগেই জিরো চলে আসে। কি করা যায়? আমি এই সমস্যা নিয়ে সামু হেল্প লাইনে মেসেজ দিয়েছি কিন্তু কোন প্রতিকার পায়নি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৭

সাদা মনের মানুষ বলেছেন: নোটিফিকেশনের সমস্যাটা আমিও ফিল করছি, এটা মনে হয় সামুর নিজস্ব সমস্যা

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনার সাবলীল বর্ননায় ছবি গুলি আরও জীবন্ত হয়ে উঠে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মোস্তফা ভাই, ভালো থাকুন, সব সময়।

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৩

বিলিয়ার রহমান বলেছেন: ৯ নম্বর ছবির ভদ্র লোককে চেনা চেনা লাগতেছে!!!!!!!:):)


উনি কেঠা ভাইজান?????;)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৮

সাদা মনের মানুষ বলেছেন: দেখা হলে ওনার নামটা জেনে রাখবো বিলিয়ার ভাই :)

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৪

বিলিয়ার রহমান বলেছেন: আইচ্ছা!!!!

তাইলে আশায় থাকলাম!!!!;)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৯

সাদা মনের মানুষ বলেছেন:
তয় আপাতত একটু চা খান :)

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১

অরুনি মায়া অনু বলেছেন: আজকাল বানররাও দেখি পলিটিক্স করে :)
কি দুষ্টুরে বাবা।
কমলা রঙের ফুলটা মন কেড়েছে। অদ্ভুত ভাল লাগল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, মানুষ পলিটিক্স করলে তাদের পূর্ব পুরুষরা থেমে থাকবে কেন? :D

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ছবির সাথে লেখার পরিমাণ বাড়ছে দেখে আমি আনন্দিত...



এত নীল আকাশ.... আর এত্ত নীল পানি!!!
আমরা কি সব 'নীলত্ব' হারাতে বসলাম, সাদামন ভাইয়া??

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০২

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের সান্নিধ্যে থাকলে লেখার পরিমান কিছুটা হলেও বাড়তে বাধ্য, কেমন আছেন মইনুল ভাই?

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ভালো আছি সাদামন ভাই.... আর তো দেখা হলো না :(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: গোলাকার পৃথিবীতে দেখা হতে কতক্ষণ?

২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬

নেক্সাস বলেছেন: আপনার ছবি তোলার কোয়ালিটিই আলাদা। গ্রেট জব

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: শুনতে ভালোলাগে, তবে আমি বাস্তবে ততটা নই।

২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৩

নতুন নকিব বলেছেন:



প্রিয় কামাল ভাই,

পারেনও আপনি!

'ঘোরাঘুরি ডটকম',

ইট'স ইউর নিউ নেইম!

অনেক মজা পেলুম।

অব্যহত রাখেন। আল্লাহ পাক আপনাকে দীর্ঘজীবি করুন। সুস্থ রাখুন। অর্থ-বিত্ত-প্রজ্ঞা-বৈভব আরও বৃদ্ধি করুন।

ভাল থাকবেন, ভাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন:

'ঘোরাঘুরি ডটকম',.....কম খারাপ না, শুভেচ্ছা জানবেন নকিব ভাই।

২৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৭

খোলা মনের কথা বলেছেন: মন্দিরের নির্দিষ্ট পোশাকে বেশ মানিয়েছে আপনাকে ভাই। :P

বান্দরের ছবি বরাবরই আপনি খুন জোশের সাথে তুলেন। ওৎ পেতে থাকেন কখন বান্দর একটু বাদরামী করবে আর আমিও একটি শর্ট দিয়ে দিবো!!!! :P :P :P বান্দরের ছবিদেখে খুব মজা পেলাম।

কতো জায়গা ঘুরলেন রে.... ভাই..... আর আমার জীবনটা পানতা ভাতের সাথে ঘি মিক্স হয়ে পানতাহালুয়া হয়ে গেল। যখনই আপনার ছবি গুলো দেখি তখনই মনে মনে রাগ হয়, এবার আর থাকবো না কো বদ্ধ ঘরে!!! তারপর যখন একটু বের হতে যায় তখনই মনে পড়ে, সামনে একটি শুভকাজ বাকী আছে!!!!! :P :P :P

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন:
ওৎ পেতে থাকেন কখন বান্দর একটু বাদরামী করবে আর আমিও একটি শর্ট দিয়ে দিবো!.......এক্কেবারে সত্য কথা।


পানতা ভাতের সাথে ঘি মিক্স হয়ে পানতাহালুয়া হয়ে গেল।[/sb......পান্তা হালুয়া খাইতে মুন্চায় :)

২৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৯

ভিটামিন সি বলেছেন: সত্যিই অনেক সুন্দর কিছু দেখলাম। ভালো লাগলো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২১

সাদা মনের মানুষ বলেছেন: কেমন আছেন ভাই, অনেক দিন পর আপনাকে পেলাম।

২৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

রানা আমান বলেছেন: একরাশ ভালোলাগা ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রানা ভাই, শুভেচ্ছা জানবেন।

৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: সবগুলি ছবি ও বিবরণ সুন্দর হয়েছে ।
বিবরণ থেকে অনেক অজানা তথ্য জানা গেল ।
মন্দিরের আশেপাশে থাকা বানরদেরকে
দিয়ে পরিদর্শকদের জিনিষপত্র ছিনতাই
ও পরে তা খাবারের বিনিময়ে উদ্ধারের
ফলে মনে হয় বানরেরা আরো নব
উদ্যমে ছিনতাইএ লেগে পরে !!!

অনেক অনেক শুভেচ্ছা রইল ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, বানররা গোপন রহস্যটা জেনে গিয়াছে, ধন্যবাদ আলী ভাই, শ্রদ্ধা জানবেন।

৩১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ওরা আধুনিকতায় বিশ্বাসী না বলে আধুক সব জিনিস নিয়ে ওরা ভেঙ্গে ফেলে।


হাঃ হাঃ হাঃ। বানর আর বলেছে কাকে?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১

সাদা মনের মানুষ বলেছেন: হ, আস্তা বান্দর :-B

৩২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৮/৯) নিচে ভারত মহাসাগরের ফেনীল ঢেউ অনবরত আছড়ে পরছে। দুদিক থেকে তোলা দুটি ছবি।


চোখ জুড়ানো মনোরম দৃশ্য।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

সাদা মনের মানুষ বলেছেন: চশমা খুলে দেখলে আরো মনোরম লাগবে =p~

৩৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১০) আমি সাধারণত নিজের ছবি খুবই কম তুলি, তবে এমন চমৎকার জায়গার একটা স্মৃতি না রাখলে কেমনে হয়?



পোজ মন্দ হয় নাই। বালির বানরদের নিশ্চয় পসন্দ হইছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

সাদা মনের মানুষ বলেছেন: আমি আগেই সব লুকিয়ে রেখে বানরদের বলেছিলাম আমার কাছে কিছুই নাই, আর ক্যামেরাটা হাতে শক্ত করে পেচিয়ে রেখেছিলাম।

৩৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৫) মন্দিরের পাশে সম্ভবত এটা একটা বিশ্রামাগার।



সম্ভবত বলছেন কেন? ভালোভাবে জেনে আসবেন না? আমি ওখানে বেড়াতে গেলে বিশ্রাম নেব কোথায়?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: খুবই দৌড়ের উপর ছিলাম ভাই, হিসাবে কিছুই জেনে আসতে পারি নাই।

৩৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৭/১৮) আমাদের গাইড টমি মিয়ার কথা সত্যি প্রমাণ করার জন্যই হয়তো বানরগুলো কারো ক্যাপ কারো বা সাং্লাস নিয়ে পালাল।

এই ফটো ব্লগের সবচেয়ে দর্শনীয় ছবি। হাঃ হাঃ হাঃ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

সাদা মনের মানুষ বলেছেন: চশমা চোখে দিয়া ক্যাপটা মাথায় দিয়ে দিলে আরো বেশী আকর্ষনীয় হতো :D

৩৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭

আমির ইশতিয়াক বলেছেন: কাপড়ের টুকরা দুটো কি নিয়ে আসছেন নাকি ওখানেই রেখে আসছেন?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০০

সাদা মনের মানুষ বলেছেন: ওগুলো ফেরৎ দিয়ে আসাই নিয়ম, কেমন আছেন আমির ভাই?

৩৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৪

শামীম সরদার নিশু বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শামীম ভাই, ভালো থাকুন, সব সময়

৩৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৭

গেম চেঞ্জার বলেছেন: বান্দররা কি হ্যান্ডশেক করেছিল? ;) ;)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: খালি দাঁত দেখাইতেছিল বলে ভেগে চলে এসেছিলাম :D

৩৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

হাসান রাজু বলেছেন: ভাই ভালো আছেন ? দোয়া করি ভালো থাকবেন ।

ছবি আছে, বর্ণনা আছে, মন্তব্যের প্রত্যুত্তরে চা আছে । আপনার ব্লগের সব উপাদানই আছে । (ISO Certified) ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ISO Certified .......ভাইটামিন পাইলাম রাজু ভাই।

৪০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

নাগরিক কবি বলেছেন: ইন্দোনেশীয়ায় আমি গিয়েছি। বালি যাওয়া হয় নি। ইচ্ছে আছে। আপনার লেখা পড়ে ইচ্ছে আরো তীব্র হলো।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কবি, ওখানে গেলে ভালো কিছু কবিতা আমরা পাব এটা নিশ্চিৎ

৪১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৯

সচেতনহ্যাপী বলেছেন: কিছু মনে করবেন না, লেখার মাঝে বখশিসের ব্যাপারটাই মজা লেগেছে।।
ডাব গাছের বানরকে ঢিল ছুড়লে যা হয়!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: বখশিশ যিনি নিয়েছেন তিনি নিশ্চয়ই আরো বেশি মজা পেয়েছেন :)

৪২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আপনার তোলা ছবি দেখলেই চোখ জুড়িয়ে যায়।

ঘুরাঘুরিটা ভালই হইছে.....। :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ঘুরাঘুরিটা আমার মজ্জার সাথে মিশে গেছে ভাই

৪৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:১২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবে যাব মাটি থেকে "বালি"তে? হিংসিত, হিংসিত আর হিংসিত। /:)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: মাটি ছেড়ে বালিতে, বেশ ভালো বলেছেন :)

৪৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক দেরী হয়ে গেল আপনার এই চমৎকার পোষ্টটিতে আসতে!! :(
অস্বাধারণ!!! নীলে নীলে নীলময়!!!

অনেক অনেক শুভেচ্ছা, আল্লাহ্‌ আপনাকে দীর্ঘায়ু দান করুন!!
আমরা এমন আরো আরো পোষ্ট পেতে চাই!!!!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনাদের পদাঙ্ক অনুসরণ করেই তো আমার পথচলা......

৪৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৫৬

কামরুন নাহার বীথি বলেছেন:
: ধন্যবাদ আপু, আপনাদের পদাঙ্ক অনুসরণ করেই তো আমার পথচলা......

এতটা বিনয়ী আপনি!!! কিছু অনুসরণ করলে আমি করেছি, আপনি নন!! :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৬

সাদা মনের মানুষ বলেছেন: কি কন আপু, আপনিও তো দেখি সব সময় ভ্রমণ আর ছবি নিয়েই মেতে থাকেন, আমিও সেটাই করার চেষ্টা করি সব সময়।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:০৭

সাদা মনের মানুষ বলেছেন: তারমধ্যে আপনি ফুলের বাগান করে আমার থেকে ঢের বেশী এগিয়ে রয়েছেন।

৪৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:১৪

শামীম সরদার নিশু বলেছেন: মুগ্ধ হলাম প্রিয়।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই

৪৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭

কামরুন নাহার বীথি বলেছেন:
তারমধ্যে আপনি ফুলের বাগান করে আমার থেকে ঢের বেশী এগিয়ে রয়েছেন। ----

হ্যা, এইটা বলেছেন শতভাগ খাঁটি কথা!!! :)
এখানে আপনি আমাকে অনুসরণ করবেন! :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৮

সাদা মনের মানুষ বলেছেন: অবশ্যই করার ইচ্ছে আছে আপু

৪৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২০

শোভন শামস বলেছেন: লেখা ও ছবি দেখে ভালো লাগল +++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ইদানিং তো আপনাকে দেখা যায়না ভাই, ব্যস্ততা কি বেশি?

৪৯| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৫

প্রামানিক বলেছেন: দেখা হলো আপনার দৌলতে অজানা বালির ছবি। ধন্যবাদ

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: আরো দেখাবো, মালয়েশিয়া যাচ্ছি এই মাসের ১১ তারিখে :D

৫০| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

ভিটামিন সি বলেছেন: ভাই, বেশী ভালো নাই। আইটি সাপোর্ট এর জব করা আর লাল রঙ এর পাগলা ষাঁড় পিছনে রেখে তার সামনে দৌড়ানো অথবা তিনটা গার্লফ্রেন্ড একসাথে পালা একই কথা। তবে আছি আপনাদের আশে পাশেই। শাহবাগেই কাটে সারাদিন।

৩১ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: তিনটা গার্লফ্রেন্ড.....বিস্তর অভিজ্ঞ লোক দেখছি :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.