নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
চট্টগ্রাম শহর থেকে কিছুটা দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে আকর্ষণীয় সমুদ্র সৈকতটির নাম কাট্টলী সমুদ্র সৈকত। পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের এই সমুদ্র সৈকতটি অনেকের কাছেই অজানা। এই সৈকতটির আরেকটি নাম হল জেলেপাড়া সমুদ্র সৈকত। এখানে খুব কাছ থেকে জেলেদের জীবনযাত্রা দেখা যায় এবং ইচ্ছে হলে তাদের কাছ থেকে মাছ কিনেও আনা যায়।
একদিকে সমুদ্র সৈকত আর একদিকে গ্রামীণ পরিবেশ অন্য কোন সৈকতে খুজে পাওয়া যাবে না। আর সব থেকে ভালো লাগবে এখানকার কেওড়া বনে প্রচুর পাখি দেখে। আর এই কেওড়া বনের ভেতরে বসে সাগরের মৃদু হাওয়া আর গর্জন শুনে কাটিয়ে দেওয়া যায় একটা দিন। সাগর সৈকতে সাধারণত সামুদ্রিক পাখিদেরই দেখা যায়। এখানকার সৈকতে সামুদ্রিক পাখি ছাড়াও ঘুঘু, কাঠ শালিক, দোয়েল, ভাট শালিক, খঞ্জনা এমন সব পাখিদের ব্যপক প্রাধান্য রয়েছে। তাই কাট্টলী সমুদ্র সৈকত নিঃসন্দেহে একটা ব্যাতিক্রমী সৈকত।
(২) জেলে পাড়াকে ডান পাশে রেখে এমন অপ্রশস্ত একটা পায়ে হাটা রাস্তা দিয়ে সাগরের দিকে এগিয়ে যেতে হয়।
(৩) দূরে সাগরের পাড়ে প্রতিদিন ভোরে জেলে নৌকা ঘিরে এমন জটলা নিত্য দিনের।
(৪/৫) তাদের মাছের জুড়িগুলোর চিত্র কম বেশী এমন।
(৬/৭) জেলে পাড়া থেকে বাম পাশটা অর্থাৎ যে পাশটা দিয়ে জেলেরা যাতায়াত করে এ পাশটা কাদাময় সৈকত, অন্য কো্থাও সাধারণত এমন কাদাময় সৈকত দেখা যায় না।
(৮) জেলে পাড়া পার হয়ে সামনের ডান পাশের অংশে রয়েছে বিশাল কেওড়া বন। অন্য সৈকতে সাধারণত থাকে ঝাউ বন।
(৯) কেওড়া বনের যে অংশটা জোয়ারের সময় পানিতে তলিয়ে যায় সেখান দিয়ে রয়েছে বেশ কিছু ছোট ছোট গর্তময় এলাকা, এসব গর্তে আমি অনেক সাপ দেখেছি। তাই যারা ওখানে যাবে তাদের প্রতি পরামর্শ থাকবে আরো ডানে সরে গিয়ে যে অংশটা সমতল কেওড়া বনের ঐ অংশটায় ঘুরাফেরা করার জন্য।
(১০) পরিযায়ী পাখি রামচ্যাগা, সাদাচোরা, সাদা কাঁচিচোরা, রণপা পাখি বা গুলিন্দা, এখানে একটা পাখির নামই বললাম
(১১) জেলে পাড়ার গরুগুলো ঘুরে বেড়াচ্ছে বনের ভেতর।
(১২) অচেনা একটা মিষ্টি কন্ঠ শুনে তাকিয়ে দেখলাম সকালের মিঠে রোদকে আরো মিঠে করে তুলছেন তিনি।
(১৩) কেওড়া বনের ভেতরের সমতল অংশ, এখানটায় পাখির মধুর গান, সাগরের গর্জন আর কেওড়া বনের মৃদুমন্দ বাতাসে গা এলিয়ে দিয়ে কাটিয়ে দেওয়া যায় একটা দিন অনায়াসেই। যারা টক খেতে ভালোবাসেন তারা চাইলে কেওড়া ফলও পেরে খেতে পারেন।
(১৪/১৫) সাগর পাড়ে সাধারণত দোয়েল বা ঘুঘু পাখিদের দেখা যায়না, কিন্তু এখানে ওদের বিচরণ অবাধ।
(১৬/১৭) সাগর থেকে মাছ ধরে ফিরছে ওরা।
(১৮) কেওড়া বনের ফাঁকে এক টুকরো সাগর।
(১৯) সবুজ পাতার ফাঁকে এই সবুজ মাছরাঙাদের দেখাটা বেশ কঠিন।
(২০) ফিরে আসার সময় দেখা জেলে পাড়ার কর্মব্যস্ততা।
(২১) বীচে ঢুকতে হয় জেলে পাড়াকে ডানে রেখে, আর ঠিক বাম পাশেই কিছুটা উঁচু জায়গা রয়েছে ওখানে চটপটি ফুসকা, নাগর দোলা, ঘোড়ায় চড়া ইত্যাদি কার্যক্রমের পসার বসে। আমি খুব ভোরে ওখানে গিয়েছিলাম এবং পসার বসার আগেই চলে এসেছি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ওখানে গেলে আরো বেশী ভালো লাগার কথা, আমি ভবিষ্যতে আরো যাওয়ার ইচ্ছা মনের মাঝে পুষে রেখেছি।
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই সমুদ্র সৈকতের পানি সম্ভবত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকেও দেখা যায়। সম্ভবত কুমিল্লার চৌদ্দগ্রাম অংশ থেকে। আমি কী ঠিক বলছি?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আমি জানিনা, কারণ আমি চৌদ্দগ্রাম থেকে সমুদ্র দেখিনি
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনার কিন্তু চা খাওয়ার কথা ছিল, অথচ সেটা থেকে বঞ্চিত হলেন
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৬/৭) জেলে পাড়া থেকে বাম পাশটা অর্থাৎ যে পাশটা দিয়ে জেলেরা যাতায়াত করে এ পাশটা কাদাময় সৈকত, অন্য কো্থাও সাধারণত এমন কাদাময় সৈকত দেখা যায় না
এমন কাদাময় হওয়ার কারণ কী?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: কে জানে? এটা কি নকল সাগর কিনা!
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চা না দিলে কফি দেন।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন:
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৮) জেলে পাড়া পার হয়ে সামনের ডান পাশের অংশে রয়েছে বিশাল কেওড়া বন। অন্য সৈকতে সাধারণত থাকে ঝাউ বন।
এই সৈকতের সবই দেখি উল্টা। ব্যাপার কী?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: তবে ঠেং উপরে আর মাথা নিচে দিয়ে দেখলে আবার সব কিছু সঠিক দেখা যায়
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৮) সবুজ পাতার ফাঁকে এই সবুজ মাছরাঙাদের দেখাটা বেশ কঠিন।
কিন্তু ছবি তো তুলেছেন মাশাল্লাহ ঝাক্কাস।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: ওর পেছনে আমার কতটা ছুটোছুটি করতে হয়েছে সেটা আমিই বুঝি, গতকালকেও একটা নতুন পাখির পেছিনে অনেকক্ষণ ছুটে তারপর মোটামুটি একটা ছবি তুলতে পেরেছি। পাকিদের ছবি তোলা সব সময়ই কঠিন, কিশেষ করে ছোট চঞ্চল পাখিদের।
৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হে হে হে। দেরিতে আইসা লাভই হইল। মহিষের দুধ দিয়া কফি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আপনাদের প্রিয় দুধ, অবশ্য মহিষের দুধ শোনার পর থেকে বগুড়ার দই খেতে আমার ঠিক কেন জানি রুচি হয় না।
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২২
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
এ শহুরে জীবনে কাঠ শালিক, দোয়েল, ভাট শালিক, খঞ্জনা পাখিদের দেখা তো দূর, নামও বোধহয় ভুলে গেছি । ভুলে গেছি কেওড়া, গোলপাতার নামও ।
আপনার এই লেখাতে মনে হলো, হাযার বছর পরে আবার এসেছি ফিরে , এই বাংলার বুকে আছি দাঁড়িয়ে ...........................
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: মাঝে মাঝে শহুরে জীবন থেকে অল্পস্বল্প ছুটি নিয়ে চলে যান এমন কোন চমৎকার জায়গায়, মনে নতুন উৎসাহ উদ্দিপনা তৈরী হবে, সেতো আমার থেকে আপনারাই ভালো জানেন। শুভেচ্ছা জানবেন জী এস ভাই।
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তবে ঠেং উপরে আর মাথা নিচে দিয়ে দেখলে আবার সব কিছু সঠিক দেখা যায়
আমি ঠ্যাং উপরে তুলবো ক্যামনে? আমি তো লুঙ্গি পিন্ধ্যা আছি। ভিতরে জাঙ্গিয়া নাই।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৮
সাদা মনের মানুষ বলেছেন: বুঝছি আপনারে নিয়া পারা যাইব না, আপনার বুড়া বয়সে ঐসব যায়গায় যাইতে কইছে কেডা?
১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার মতো বনে জঙ্গলে ঘুরে বেড়াতে ভয় লাগে। বিশেষ করে আমার সাপের ভয় বেশি। এইডারে দেখলে আমার পেটের ভিতরে গুড় গুড় করে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: আপনার পক্ষ থেকে আমি ঘুরতে রাজী আছি, আপনি শুধু খরচটা দিয়া দিয়েন
১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৯
অতৃপ্তচোখ বলেছেন: সুন্দর ছবিগুলো, সঙ্গে জায়গা সম্পর্কে বিস্তারিত। মুগ্ধতা নিয়ে ফিরছি ভাই।
চিংড়িমাছের প্রেমে পড়ে গেলাম!!! আমার প্রিয় তো ..
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: চিংড়ি মাছ আমারো প্রিয়, আমার পোষ্টে আশার জন্য ধন্যবাদ।
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১০) পরিযায়ী পাখি রামচ্যাগা, সাদাচোরা, সাদা কাঁচিচোরা, রণপা পাখি বা গুলিন্দা, এখানে একটা পাখির নামই বললাম
এতগুলা নাম কইয়া শেষে কইলেন এখানে একটা পাখির নাম। তার মানে আদালতে আসামীর নাম বলার সময় যেমন বলে, রমজান মিয়া, ওরফে জান মিয়া, ওরফে রমিজ, ওরফে ট্যারা রমজান হাজির হ্যায়?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: আদালতে দৌড়াইছেন তো অনেক আগে, এখনো দেখছি সবই আপনার মনে আছে
১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার পক্ষ থেকে আমি ঘুরতে রাজী আছি, আপনি শুধু খরচটা দিয়া দিয়েন
আমারে বুকা পাইছেন? খরচ দিয়া বদলী হজ করাইলে নেকি পামু। আপনারে বনে জঙ্গলে ঘুরাইয়া আমার লাভ কী?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: সেক্ষেত্রে পশু পক্ষীরা আপনারে চিন্তে জান্তে পারবো
১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪
জীবন সাগর বলেছেন: অসাধারণ সব ছবি দেখলাম ভাই। নিখুঁত ফটোগ্রাফি।
ভালো লাগা জানিয়ে গেলাম ভাই। লাইক ++++++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সাগর ভাই, উৎসাহিত হলাম অনেক।
১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭
শূন্যনীড় বলেছেন: সুন্দর সুন্দর মন কাড়া ছবিসহ নতুন এক সমুদ্র সৈকত সম্পর্কে জানতে পারলাম।
ভালোবাসা রইলো ভাই
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৩
সাদা মনের মানুষ বলেছেন:
১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭
শূন্যনীড় বলেছেন: সুন্দর সুন্দর মন কাড়া ছবিসহ নতুন এক সমুদ্র সৈকত সম্পর্কে জানতে পারলাম।
ভালোবাসা রইলো ভাই
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭
আমির ইশতিয়াক বলেছেন: (১০) পরিযায়ী পাখি রামচ্যাগা, সাদাচোরা, সাদা কাঁচিচোরা, রণপা পাখি বা গুলিন্দা, এখানে একটা পাখির নামই বললাম[/sb
একটা পাখির নাম যে এতগুলো হতে পারে তা আমার জানা ছিলো না।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৫
সাদা মনের মানুষ বলেছেন: নেট থেকে নামগুলো পেয়েছি আমি, ধন্যবাদ আমির ভাই
১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এমন সৌন্দর্যময় ছবিসহ বিস্তারিত জানতে পারাও ভাগ্যের ব্যাপার আমার কাছে। কারণ, আমার পক্ষে এসব জায়গা ঘুরাফেরা খুব সহজ নয়। সেজন্য আমি কৃতজ্ঞতা রেখে যাচ্ছি।
আল্লাহ আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখুক সবসময়। তবেই আমরা দেশবিদেশ সম্পর্কে জানতে পারবো।
ভালো লাগা রেখে গেলাম ভাই।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, আপনিও ভালো থাকুন, সব সময়।
১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুধু ভালো লাগা রেখে গেলে হয় না। তাই লাইক সঙ্গে অনেক অনেক ভালোবাসা ♥♥♥♥♥
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৮
সাদা মনের মানুষ বলেছেন: আবারো শুভেচ্ছা জানবেন ভাই
২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
আমার যা বলার ছিল, সব দেখি উপরের সবাই বলে গেছে ।
আপনি কেমন আছেন ভাই?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১০
সাদা মনের মানুষ বলেছেন: ভালো াছি ভাই, আপনি কেমন আছেন?
২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কাট্টলী সমুদ্র সৈকতের বিবরণ পড়ে আর ছবিগুলো দেখে ভালো লাগল।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই, শ্রদ্ধা জানবেন
২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১২
শাহরিয়ার কবীর বলেছেন:
আমিও ভালো আছি ভাই ।
প্রমাণিক ভাই কি সবকিছু ছেড়ে দিয়ে বনবাসে গেল নাকি ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, প্রামানিক ভাইকে গুগুলে সার্চ দিয়া বাইর করতে হবে
২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪
পুলহ বলেছেন: বাহ! খুবই সুন্দর!
সম্ভবত কেওড়া বনের কারণেই এ পাখিগুলোকে দেখা যায় সেখানে।
খুবই ভালো লাগলো ভাই পোস্ট।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: হতে পারে, শ্বাসমূলওয়ালা কেওড়া বন, সেই সাথে প্রচুর পাখি সত্যিই যায়গাটাকে করেছে অনবদ্য.......ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০৩
কালীদাস বলেছেন: চিটাগাং যাওয়া হয়না অনেক বছর, শেষবার গিয়েছিলাম রাঙামাটি যাওয়ার সময় সেটাও নাইট জার্নি। আদৌ হাইওয়ের কোন অংশ কোস্টাল এরিয়ার কাছাকাছি ছিল কিনা তাও মনে নেই যাক আপনার পোস্ট থেকে নতুন একটা বীচের নাম জানলাম
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: এই চমৎকার বীচটাতে আরো একটু সময় দেওয়ার দরকার ছিল, তাহলে এটা সম্পর্কে আরো জানতে পারতাম, কিন্তু এমন টাইট শিডিউলের ভেতর ছিলাম যে, সময় বের করতে পারি নাই......ধন্যবাদ ভাই, আন্তরিক শুভেচ্ছা জানবেন।
২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৮
কামরুন নাহার বীথি বলেছেন:
(১৭) কেওড়া বনের ফাঁকে এক টুকরো সাগর। ------ স্বপ্নের মত সুন্দর!!!
(৪/৫) তাদের মাছের ঝুড়িগুলোর চিত্র কম বেশী এমন।----- কী সুন্দর চিংড়ি মাছ, উম্মম্মম --------
পাখিগুলো চমৎকার!!!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: নিশ্চয়ই যাওয়ার পরিকল্পটা এটে ফেলেছেন......শুভেচ্ছা জানবেন।
২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৭
আলভী রহমান শোভন বলেছেন: বাহ ! অসাধারন সব ছবি, সেই সাথে সুন্দর বর্ণনা।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শোভন ভাই, ভালো থাকুন, সব সময়।
২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুণ ভালো লেগেছে আপনার পোস্ট।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মামা, আপনাদের উৎসাহই আমার পথচলার অনুপ্রেরণা।
২৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:২৪
মোস্তফা সোহেল বলেছেন: আপনার তোলা ছবি গুলি দেখে আমাদের ও কিছুটা বেড়ানো হয়ে যায়।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৩
সাদা মনের মানুষ বলেছেন: আমিও নিজে নিজে আবার ছবির মাধ্যমে কিছুটা বেড়ানোর সুখানুভুতি নিতে পারি.....শুভেচ্ছা জানবেন ভাই।
২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৩
সঞ্জয় নিপু বলেছেন: অনেক বছর থেকেই এই জায়গাটা তে যেতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরেছি, স্থানীয় লোকজন মনে হয় তেমন চেনে না, এক ঈদে আমি ঢাকা থেকে একা একা চলে গিয়েছিলাম এই বীচ দেখতে নেট থেকে পাওয়া তথ্যানুসারে চট্টগ্রাম স্টেডিয়াম পর্যন্ত গিয়ে আর কোন মানুষের কাছ থেকে শুনে এই নামক বীচের কোন হদিস পাই নি তাই দুঃখ মনে বান্দরবন চলে গিয়েছিলাম।
আপনার ছবি গুলো দেখে যাবার জন্য অনেক লোভ হচ্ছে, কিন্তু সাপ দেখেই তো মন টা আবার খারাপ হয়ে গেল, আমি অনেক অনেক বেশী ভয় পাই সাপ কে, যদি দেখি বা শুনি এইখানে সাপের অস্তিত্ত বেশী সেখান থেকে ১০০ হাত দূরে থাকি, মনে হয় এই জীবনে আর যাওয়া হবে না এই জায়গায়।
অনেক ধন্যবাদ পোস্টের জন্য।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৬
সাদা মনের মানুষ বলেছেন: বলেন কি ভাই, সাপ মানুষকে এমনিতে কামড়ায় না, আক্রান্ত হলেই কামড় দেওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া ওখানকার সাপগুলোকে আমার একেবারেই নিরিহ মনে হয়েছে। আমি ওদের খুব কাছে দাঁড়িয়ে থেকেই ছবি তুলেছি......সব থেকে বড় কথা ঐ গর্ত এলাকাটাতে না গেলেই হলো, ধন্যবাদ।
৩০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১২
সামিউল ইসলাম বাবু বলেছেন: কদিন অাগে, ছবি খুজতে গিয়ে দেখি কালো বর্ডারের ছবি। চিন্তা করলাম নিশ্চয় সাদা ভাইয়ের ছবি। ক্লিক করে দেখি, 100%
পোষ্টের জন্য ধন্যবাদ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৮
সাদা মনের মানুষ বলেছেন: আমার ইদানিংকার ছবিগুলোতে কালো বর্ডার দেওয়া, আগে এমন ছিলনা। নেটে সার্চ দিলে আমার তোলা অজস্র ছবি আসে। ধন্যবাদ বাবু ভাই, ভালো থাকুন, সব সময়।
৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই, অাপনি কিন্তু খুব ভার্চুয়াল চা খাওয়াইলেন। বাস্তবে কবে হবে!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯
সাদা মনের মানুষ বলেছেন: হবে হয়তো কোন একদিন
৩২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯
নিয়াজ সুমন বলেছেন: আজ থেকে ৫-৬ বছর আগে গিয়েছিলাম এই বীচে। আপনার পোস্ট দেখে ভাবছি আবার যাব। অনেক সুন্দর ছবি তুলতে পারেন আপনি। আপনি চট্টগ্রাম আসলেন কখন ? আমার পাশ দিয়ে চলে গেলেন একটুও বুঝতে পারলাম না !!
+++
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১
সাদা মনের মানুষ বলেছেন: আমার মাথায় সব সময় অনেকগুলো ভ্রমণ কিলবিল করে ঘুরে বেরায়। সব দিক দিয়ে যখন মিলে যায় তখনই ছুট লাগাই কোন একদিকে। তাই আমি নিজেও খুব একটা আগে থেকে ভালো জানিনা কখন কোথায় যাওয়া হয়ে উঠে.....ধন্যবাদ সুমন ভাই।
৩৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৫
হাসান রাজু বলেছেন: আবারো একটা পদ্যময়, ছবিময় পোস্ট । ভালো লাগলো । একেবারে যা যা দেখেছেন তার নিখুত বর্ণনা ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রাজু ভাই, চেষ্টা সব সময় করি ভালো কিছু উপস্থাপন করার জন্য।
৩৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২১
বিলিয়ার রহমান বলেছেন: কাট্টলী নিজের চর্ম চোখে দেখেছি!
আজ দেখালাম আপনার ক্যামেরার চোখে!
আমার চর্ম চোখ আর আপনার ক্যামেরার চোখের মধ্যে তুলনা করে দেখলাম আপনার ক্যামেরাই এগিয়ে!
লাইক!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ক্যামেরা এগিয়ে থাকার কথানা, কারণ বাস্তবে যতটা দেখি ক্যামেরায় তার কিয়দাংশই ধারণ করা যায়, তারপর আছে বর্ণনায় দুর্বলতা......শুভেচ্ছা জানবেন ভাই।
৩৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২
ওমেরা বলেছেন: একেবারে মন থেকে বলছি , খুব ---খুব ভাল লেগেছে ভাইয়া ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ওমেরা আপনাকে। আপনাদের এমন মন্তব্যে আমি বরাবরই উৎসাহিত হই।
৩৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৫
অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর ছবি ব্লগ। মনকাড়া সব দৃশ্য।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, কেমন আছেন আপনি?
৩৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৬
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: ছবি দেখে তো এখুনি যেতে ইচ্ছে করছে!!!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক আমারই মতো, আমি কোন গ্রামিন বা প্রকৃতির ছবি দেখলেই ছুটে যেতে ইচ্ছে করে......শুভেচ্ছা
৩৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩
মিথুন আহমেদ বলেছেন: সাপ দেখে যাওয়ার ইচ্ছাটা দমে গেল।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: এ্যডভেঞ্চারের একটা বাড়তি উপকরণ থাকলে মন্দ কি?
৩৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৬
ফারিয়া আলম বলেছেন: বর্ণনা আর ছবি দুটাই চমৎকার. অনেক ধন্যবাদ জায়গাটার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়।
৪০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০
নাগরিক কবি বলেছেন: আপনার এই লেখাটা দেখতে পাইনি। আপনাকে মনে করতে এসে পেয়ে গেলাম। খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। আমি কিন্তু এই বিচে ফুটবল খেলেছি তখন আমি হাফ প্যান্ট পরতাম।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে করলে এখনো ওখানে হাফপ্যান্ট পড়ে খেলতে পারেন, কিংবা বসে কবিতাও লিখতে পারেন
৪১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭
পুলক ঢালী বলেছেন: খুব সুন্দর ছবি পোষ্ট । আমি ঐ এলাকায় গিয়েছিলাম তবে ঠিক কাট্টলী দিয়ে নয় সলিমপুর দিয়ে যেখানে শেভরনের ল্যান্ড স্টেশন ছিল/আছে। অনেকগুলি তরতাজা লইট্টা মাছ কিনেছিলাম। আপনার পোস্টের কল্যানে পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ধন্যবাদ কামাল ভাই।
আপনার পোষ্টের আরেকটা আকর্ষন হলো মন্তব্যে হেনা ভাউয়ের সাথে রসালো আড্ডা ব্যায়াপুক বিনুদুন।
০১ লা মার্চ, ২০১৭ সকাল ৭:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাই মজার মানুষ, ওনার সাথে মন্তব্য বিনিময়ে অন্যরকম ভাইটামিন পাই.....ধন্যবাদ ভাই।
৪২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৯
নিষ বলেছেন: সাগর দেখলেই কেমন যেন নস্টালজিক হয়ে পড়ি
০১ লা মার্চ, ২০১৭ সকাল ৭:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ক্যান? এক কালে সাগরের খুব কাছাকাছি ছিলেন বুঝি?
৪৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৩
সানহিমেল বলেছেন: সুন্দর পোস্ট। ভাল লাগলো।
০১ লা মার্চ, ২০১৭ সকাল ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন হিমেল ভাই
৪৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩২
নাগরিক কবি বলেছেন: এখন নাগরিক জীবনের বিড়ম্বনা
০১ লা মার্চ, ২০১৭ সকাল ৯:১৯
সাদা মনের মানুষ বলেছেন: এটাই স্বাভাবিক
৪৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফাটাফাটি পোস্ট। আবার আইলাম। আমার পোস্টে খাবার দিয়া আসছেন, কিন্তু চা তো দেন নাই।
০১ লা মার্চ, ২০১৭ সকাল ৯:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: চায়ের দোকানের ছেলেটা এখনো এসে পৌছায়নি, এলেই আপনার চা পাঠিয়ে দিচ্ছি
৪৬| ০১ লা মার্চ, ২০১৭ সকাল ৯:২১
জুন বলেছেন: কাট্টলী সৈকতে যাওয়া হয়নি সাদা মনের মানুষ । তবে সেখানে না গেলেও যখন সীত্কুন্ড থেকে ফৌজদারহাট পর্যন্ত রাস্তার অদুরে সমুদ্রের ঢেউ এসে তীর ছুয়ে যেত বিরামহীনভাবে , যখন জাহাজ ভাংগা শিল্পের দগদগে ঘায়ে বেলাভুমি ক্ষতবিক্ষত হয়নি তখনকার সেই কুমারী সমুদ্র সৈকত দেখার সৌভাগ্য আমার অনেকবারই হয়েছিল।
আপনার ছবি নিয়ে বলার কিছু নেই শুধু চেয়ে রই বাংলার রূপ আর আপনার হাতের দক্ষতায়
+
০১ লা মার্চ, ২০১৭ দুপুর ১:২১
সাদা মনের মানুষ বলেছেন: এই মনে হয় প্রথম আমি দেখলাম আপনি কোন যায়গায় যাননি, অথচ আমি গিয়াছি......কিভাবে এমনটা হলো আপু?
৪৭| ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
ডঃ এম এ আলী বলেছেন: আমার একটি মোটামুটি বড় পোষ্ট ( বড় মানে আপনেরটির তুলনায় মানে নয় অক্ষরের আকাড়ে, বাংলা টাইপে আনারী হওয়ার কারণে এক অক্ষর কয়েক বার টাইপ করতে হয়ায় সময়টাও অনেক দিতে হয় আমাকে ) এদিকে আসা হয় নাই । আজকে এসে দেখলাম এযে বিশাল কান্ড । নদী, সাগর এবং পাহাড়ে ঘেরা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ কাট্টলী সমুদ্র সৈকত যাকে সাগরিকা সমুদ্র সৈকতও বলা হয় ! জায়গাটির নৈসর্গিক সৌন্দর্য সহজেই বিমোহিত করে প্রকৃতিপ্রেমীদের, এই কাট্টলীর সচিত্র বিবরণ এই পোষ্টে দেখে ভাল লাগল ।একদিকে সমুদ্র সৈকত আর একদিকে গ্রামীণ পরিবেশ অন্য কোন সৈকতে খুজে পাওয়া যাবে না। সৈকতটি একটি আদর্শ ভ্রমন স্পট তাতে কোন সন্দেহ নাই । দীর্ঘ এই সমুদ্র সৈকতের রয়েছে অপার পর্যটন সম্ভাবনা ।
এই পোষ্টেই দেখতে পেলাম ধীরে ধীরে এই সমুদ্র সৈকতকে ঘিরে গড়ে উঠেছে একটি স্থানীয় অর্থনৈতিক ব্যাবস্থা যার মূলে রয়েছে সামুদ্রিক মৎস্যসম্পদ আহরণ। সৈকতের খুব কাছেই গড়ে উঠেছে জেলে পাড়া , জেলে পাড়ার ছবি দেখে বুঝা গেল তা । সৈকতের বালুচরে বিক্ষিপ্ত জেলে নৌকা গুলো মনে ভরিয়ে দেয় এক দৃষ্টি নন্দন দৃশ্য ! জেলেদের মাছ ধরা আর তাদের জীবনযাপনের ছবি এই পোষ্টে দেখে দিয়েছে আমাকে এক রাশ মুদ্ধতা। সাথে মাছ বহনের রংগীন ঝুরীগুলি এনে দেয় এক রাশ মুগ্ধতা । এই সমুদ্র সৈকতে দেখা যায় এক দিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, আর দিকে রয়েছে বিশুদ্ধ বাতাস যা একটি স্বস্থির নিঃশ্বাসের জন্য যথেষ্ট। সন্ধ্যার সূর্যাস্তের দৃশ্য আমার মত যে কাওকে খুব সহজেই মোহিত করবে। এমন নিরিবিলি সূর্যাস্ত অবলোকনের জায়গা দেশে খুব বিরল, এর সাথে রয়েছে অআরো অনেক বিরল দৃশ্য যথা পারিজাত পাখী , সাপ ইত্যাদি ।
একটি বিষয এখানে উল্লেখ করতে চাই কাট্টলী সমুদ্র সৈকত হিন্দু পুণ্যার্থীদের জন্যও একটি বিশেষ স্থান, এখানে রানি রাসমণি বারুণী ঘাটে প্রতি বছর চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সনাতনী সম্প্রদায়ের অসংখ্য পুণ্যার্থীর ঢল নামে। প্রত্যেকেই এখানে পাপমুক্তির প্রত্যাশায় পুণ্যতোয়া বঙ্গোপসাগরে স্নান করেন।
জোয়ারের সময় জেলেরা দলে দলে নৌকা ভাসায় সাগরজলে মৎস্য আহরণের উদ্দেশ্যে , এ সুন্দর দৃশ্যটাও উঠে এসেছে এ পোষ্টে । জোয়ার ভাটার সময় প্রতিদিন তারতম্য থাকে আর এই সময় পরিবর্তিত হয় প্রাকৃতিক নিয়মেই , সে সাথে পাল্টায় জেলেদের কাজে যাবার সময়ও, জোয়ারের সময় হলেই দলে দলে জেলেরা জাল আর অন্যান্য জিনিস নিয়ে হাজির হয় সৈকতে চলে শেষ মূহুর্তের প্রস্তুতি ! এই পোষ্টের ছবিতেও দেখা গেল উচু জায়গায় রয়েছে চটপটি ফুসকা, নাগর দোলা, ঘোড়ায় চড়া ইত্যাদি কার্যক্রমের পসার ছবি( ২১)।
জোয়ারের পানি বাড়ার সাথে সাথে একে একে সাগরপানে যাত্রা করে নৌকাগুলো , চট্টগ্রামের লোক সাহিত্যে সাম্পানের সরব উপস্থিতি থেকে সহজেই বোঝা যায় এ অঞ্চলের মানুষের জীবন ও জীবীকার সাথে কত গভীর ভাবে জড়িয়ে আছে সাম্পান , এ পোষ্টেও দেখা গেল কেওরা গাছের ফাক দিয়ে সাগরে মাছ ধরার জন্য সাম্পান ভাসার দৃশ্য ।
এক কথায় আপনার চোখের দেখা ও কেমেরায় ছবি তোলা রেখে যাচ্ছে দক্ষতার অপরূপ ছাপ ।
শুভেচ্ছা ও উত্তরোত্তর সাফল্য কামনা রইল ।
০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: আমার পোষ্টের চেয়ে বেশী তথ্য থাকে আপনার মন্তব্যে, এই জন্যই সব সময় আপনার মন্তব্যের জন্য অপেক্ষায় থাকি.......ধন্যবাদ ভাই, শ্রদ্ধা জানবেন।
৪৮| ০৩ রা মার্চ, ২০১৭ রাত ১০:৫৮
টুনটুনি০৪ বলেছেন: আপনার পোষ্ট মানেই জ্ঞান ভান্ডার! আমাদের জন্য অনেক কষ্ট করে পোষ্ট দেন বলে অনেক ধন্যবাদ।
০৮ ই মার্চ, ২০১৭ সকাল ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: জেনে ভালো লাগলো, ধন্যবাদ। দুঃখিত টুনটুনি আপু উত্তর দিতে দেরী হওয়ায়।
৪৯| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৯
প্রামানিক বলেছেন: দুই চোখ ভরে ছবি দেখলাম। ধন্যবাদ
০৮ ই মার্চ, ২০১৭ সকাল ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: ভড়ার পর উপচাইয়া পড়েনি তো?
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
সুমন কর বলেছেন: কাট্টলী সমুদ্র সৈকতের বিবরণ পড়ে আর ছবিগুলো দেখে ভালো লাগল।
+।