নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছে গুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) নদী, গরু, মাঠ, টাঙ্গুয়ার হাওড় যাওয়ার পথে শ্রীপুর বাজারের পাশ থেকে তোলা ছবি।
(৩/৪) পর্যটকদের নিয়ে ছুটে চলা স্পীডবোট ও জেলেদের মাছ ধরা নৌকাটার ছবি তুলেছি কক্সবাজার থেকে।
(৫) জোড়া বুলবুলির ছবিটা তুলেছি মায়াদ্বীপ, সোনারগাঁ থেকে।
(৬) শেখ রাসেল এভিয়ারী এন্ড ইকো পার্ক, রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে তোলা ছবি।
(৭) শিমুল ফুলে হলুদ পাখি ইষ্টিকুটুম, নরসিংদীর পলাশ থেকে তোলা ছবি।
(৮) কাপ্তাই এর লেক ভিউ আইল্যান্ড থেকে তোলা ছবি।
(৯) নীলরাজা, বা নীল কটকটিয়া বা ছোট লেজনাচুনে পাখি। নরসিংদীর বেলাব থানার বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।
(১০) দেওয়ান শরীফ খাঁ মাজার শরীফ, পলাশের পারুলিয়া থেকে তোলা ছবি।
(১১) এই ফুলটার নাম জানিনা, মাধবপুরের তেলিয়া পাড়া থেকে তোলা ছবি।
(১২) বান্দরবানের কাইক্ষংঝিরি থেকে সাঙ্গু নদী দিয়ে রুমার দিকে যাওয়ার সময় তোলা ছবি এটা।
(১৩) ছেড়াদিয়া দ্বীপ, সেন্টমার্টিন কক্সবাজার থেকে তোলা ছবি।
(১৪) আদিবাসী শিশু মা, রোয়াংছড়ির রোনিন পাড়া থেকে তোলা ছবি।
(১৫) হিজল গাছ, হবিগঞ্জের বানিয়াচং থেকে তোলা ছবি।
(১৬) ২নং রাজবাড়ী মসজিদ বানিয়াচং হাবিগাঞ্জ।
(১৭) সুন্দর বনের কেওড়া বনে বিশ্রামরত একদল হরিণ, কটকা থেকে তোলা ছবি।
(১৮) নিঝুম দ্বীপ, নোয়াখালির হাতিয়া থেকে তোলা ছবি।
(১৯) রাসিমণি হাজং বা রশিমনি হাজং (অন্য বানানে: রাসমণি) (১৯০১ - জানুয়ারি ৩১, ১৯৪৬) ১৯৪৬ সালে সংঘটিত ময়মনসিংহের টঙ্ক আন্দোলনের অন্যতম বিপ্লবী নেত্রী। তিনি এ আন্দোলনের প্রথম শহীদ। রাসিমনি হাজং-এর স্মরণে নির্মিত মৃতিসৌধ এটি। বিজয়পুর
(২০) বিজয়পুর সীমান্তের সোমেশ্বরী নদী, ওপারে ভারত।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন:
২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০৫
সুমন কর বলেছেন: চমৎকার। +।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা
৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০৫
পুলহ বলেছেন: রনিন পাড়ার ছোট্ট মেয়েটার ছবি বুকের ভেতর আলোড়ন তোলার মত সুন্দর!
কাপ্তাই এর ছবিটাও ভালো লেগেছে।
শুভকামনা জানবেন ভাই!
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন
৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৫) জোড়া বুলবুলির ছবিটা তুলেছি মায়াদ্বীপ, সোনারগাঁ থেকে।
এরা কী স্বামী স্ত্রী?
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: মনে হয় প্রেমিক প্রেমিকা
৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৭) শিমুল ফুলে হলুদ পাখি ইষ্টিকুটুম, নরসিংদীর পলাশ থেকে তোলা ছবি।
ছোটবেলায় ইষ্টিকুটুম পাখিকে নিয়ে ছড়া পড়েছি। ছড়াটা মনে করতে পারলাম না। বুড়ো হয়ে গেলে এই একটা সমস্যা।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে একটা বুড়ো ছড়া নিজেই লেখে ফেলেন
৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৯) নীলরাজা, বা নীল কটকটিয়া বা ছোট লেজনাচুনে পাখি। নরসিংদীর বেলাব থানার বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।
অদ্ভুত সুন্দর পাখি। এই রঙ কৃত্রিমভাবে বানানো সম্ভব নয়।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, অনেক দিন আগে এই পাখির একটা ছবি তুলেছিলাম তাও মন মতো হয়নি, এবার মোটামুটি মন মত উঠাইতে পেরে তৃপ্ত হয়েছি।
৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:১৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১০) দেওয়ান শরীফ খাঁ মাজার শরীফ, পলাশের পারুলিয়া থেকে তোলা ছবি।
ছবির মতোই সুন্দর মাজার শরীফ।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: এটা তো ছবিই নাকি?
৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:১৫
জুন বলেছেন: অন্য ছবির কথা বলবোনা সাদা মনের মানুষ তবে আপনার তোলা পাখির ছবিগুলো আমার অনেক অনেক প্রিয়
বুলবুলিগুলো কি দুষ্ট দুষ্ট মায়া ভরা চেহারা । আর তেমনি হলদে আর নীল কটকটিয়া । খুবই সুন্দর ।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনার প্রশংসা সব সময়ই আমাকে উৎসাহিত করে।
৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:২০
ওমেরা বলেছেন: বলতেই হবে আপনি অনেক ভাল ছবি তোল্বেন ।অনেক ধন্যবাদ ভাইয়া ।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: আমি চেষ্টাটা সব সময় করি ভাই, শুভেচ্ছা জানবেন।
১০| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:২৫
পুলক ঢালী বলেছেন: খুব সুন্দর ছবি পোস্ট। প্রথম ছবিটা অর্কিডের মত দেখতে। ১১ নং টা মাসুন্ডা বা মোচন্ডার মত লাগছে বাট শিওর নই। খুব সুন্দর লাগছে লাল শিমুলের সাথে হলুদ বৌ কথা কও বা ইষ্টিকুটুম পাখীটা।
ছড়া লেখা হেনা ভাইয়ের কাছে নস্যি।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: ১মটা সত্যিই অর্কিড, হেনা ভাই কিন্তু চোরের ভয়ে এখন আর লেখে না
১১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:২৭
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
৫ , ১২ , ১৪ , আর ১৮ নম্বর ছবিগুলো বেশি ভালো লাগলো ।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বড় ভাই, শ্রদ্ধা জানবেন।
১২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৩১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছড়া লেখা হেনা ভাইয়ের কাছে নস্যি।
এই যে দেখেন পুলক ঢালী ঠিকই চিনছে আমারে। কিন্তু আপনার লগে এতদিন বলগিং করি, আপনি চিনেন নাই। আর চিনবেন ক্যামনে? আমি তো আপনার ঘরের মুরগি। আমার স্বাদ আপনার কাছে ডাইলের মতো (ফেন্সিডিল কই নাই কইলাম)।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৩৬
সাদা মনের মানুষ বলেছেন:
আমি তো আপনার ঘরের মুরগি[ ........আপনি মোরগ থেকে মুরগী হলেন কেম্নে!!
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৩৩
আলভী রহমান শোভন বলেছেন: বরাবরের মত সুন্দর ছবি ব্লগ, সেই সাথে অসাধারন বর্ণনা।
ছবি ব্লগ আমিও দেই। কিন্তু আপনার মত সুন্দর করে বর্ণনা করতে পারি না। তাই বর্ণনা ছাড়াই ছবি দেই।
অনেক অনেক শুভ কামনা ভাইয়া।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: না পারার কিছুই নেই ভাই, আমিও ভালো লেখতে পারিনা বলেই ছবি দিয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা করি। আপনিও পারবেন নিঃসন্দেহে, ধন্যবাদ শোভন ভাই, ভালো থাকুন, সব সময়।
১৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৩৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৪) আদিবাসী শিশু মা, রোয়াংছড়ির রোনিন পাড়া থেকে তোলা ছবি।
জাত ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল শিশুর অন্তর একই।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: ঘুমিয়ে আছে শিশুর মাতা সব শিশুরই অন্তরে
১৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৩৬
পুলক ঢালী বলেছেন: আমারটা ১৮-৫৫ । কোন লেন্স নিলে ছবি জুম হলেও ঝাপসা হবেনা। এটাতে ২৪ এমবি পর্যন্ত ছবি উঠে পরে, সামুর জন্য জ্বালা ফেবুতে সমুইস্যা নাইক্ক্যা।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: এ ব্যাপারে আমার কাছ থেকে পরামর্শ পাওয়ার কোন সুযোগ নাই, আমি সব সময় অটোতে দিয়া ক্যামেরা টিপি.........
১৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৪১
নিষ বলেছেন: সুন্দর লাগলো আপনার পোস্ট।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
১৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৪২
পুলক ঢালী বলেছেন: আমার স্বাদ আপনার কাছে ডাইলের মতো (ফেন্সিডিল কই নাই কইলাম)।
হা হা হা হাসতে হাসতে শেষ।
হেনা ভাই চুর কে ডরায় সেইটা ঠিক আছে, কিন্তু ইলেক্ট্রনিক মিডিয়া ছাইড়্যা উনি পলাইলে আমরা খুব মিস করমু।
০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: প্রতিবাদ স্বরূপ ওনার পুরোনো পোষ্টে আমি প্রায় প্রতিদিন একটা করে মন্তব্য করে যাচ্ছি।
১৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:১৬
মৌলবাদীদের বিরুদ্ধে বলেছেন: আপনার প্রশংসা না করে পারলাম না।
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৮:১৫
সাদা মনের মানুষ বলেছেন: আমিও আপনার সাথে আছি মৌলবাদীদের বিরুদ্ধে
১৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:১৭
পুলক ঢালী বলেছেন: সেটা আমি দেখেছি কিন্তু শানে নজুল এখন বুঝলাম । বুদ্ধিটা খুব দারুন, ভাবছি আপনার পথ অবলম্বন করে হেনা ভাইকে ভাগতে দিমুনা
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পুলক ভাই, এবার আমরা দ্বিগুণ শক্তিতে ওনার বিরুদ্ধে ঝাপিয়ে পড়তে পারবো, দেখি লুকটা পালায় কিভাবে?
২০| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:১৭
সামিউল ইসলাম বাবু বলেছেন: একটা লাইক!
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: মাত্র!
২১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর হইছে এখন কি কমু? অনেক ভাল লেগেছে যেহেতু ছবি।
এখানে শিল্প আছে, নিপুণ হাতের আঁকা থুক্কুু নিপুণ হাতের তোলা ছবি গুলো প্রত্যেকটিকে লাইক দিতে মুন চাইছে।
আহা ভাই আপনার চোখ এত সুন্দর করে দেখে কেমনে!
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই, আপনাদের এমন মন্তব্যে আমি সব সময়ই উৎসাহিত হই।
২২| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১১:১৫
ইউনিয়ন বলেছেন: সুন্দর কে সুন্দর বলতে হয়, আমিও তাই বলে গেলাম।
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই, ধন্যবাদ।
২৩| ০৫ ই মার্চ, ২০১৭ রাত ১:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর ভাই। এবারও সব সুন্দর সুন্দর ছবির সাথে জায়গা পরিচয় করিয়ে দিলেন।
১৪ ছবি, রোয়াংছড়ি থানা প্রফারে থেকেছি প্রায় অনেকদিন। পাঁচ বছর আগের কথা। আপনার কাছে ছবি দেখে কিছু ঝালাই হল পুরনো স্মৃতি।
ভালো লাগা রইল ভাই।
০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৮:২৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, রোয়াংছড়ির গহিনে রয়েছে সৌন্দর্য্যের আধার।
২৪| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৫৬
মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই সুন্দর।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
২৫| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৪
চাঁদগাজী বলেছেন:
আপনি অনেক ঘুরছেন, আমরা খাঁচায় বসে ছবি দেখছি।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:২৯
সাদা মনের মানুষ বলেছেন: খাচার ভেতর অচিন পাখি কেম্নে..........
২৬| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৮
নীলসাধু বলেছেন: গ্রেট। অসাধারণ সব ছবি।
হিজল গাছের ছবিটা দেখে মনে হল এখনই সেখানে চলে যাই।
সেদিন বইমেলায় সৌম্য এসেছিল।
তিন বছর দেখা হল। তিনি বছর আগে এমন এক বইমেলাতেই ওর সাথে দেখা হয়েছিল।
কথায় কথায় আপনার এবং নোমানের কথা উঠে এলো। সৌম্যই বলছিল।
ভালো লাগলো।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩০
সাদা মনের মানুষ বলেছেন: এবার খুবই সমস্যা পূর্ণ সময় কাটছে বলে বই মেলায় আমার যাওয়া হয়নি, সৌম্য ভাই হল আমার ছবির গুরু।
২৭| ০৫ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: কয়েকদিন আগে টাকা দিয়ে একটা মুভি(ছবি) দেখেছিলাম। ছবি দেখার সময় বারবার আপনার কথাই মনে হচ্ছিল এবং মন থেকে আপনার জন্য অসংখ্য ধন্যবাদ বেরিয়ে আসছিল!
কারন থিয়েটারে টাকার বিনিময়ে ওরা যা দেখাচ্ছিল তার থেকে ভালো ভালো ছবি আপনি আমাদের ফ্রি ফ্রি ই দেখাচ্ছেন!
তাই আপনাকে একটা বোল্ট, ইটালিক এবং আন্ডারলাইন সহ ধন্যবাদ
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩১
সাদা মনের মানুষ বলেছেন: বোল্ট, ইটালিক এবং আন্ডারলাইন সহ ধন্যবাদে অন্য রকম ভাইটামিন আছে
২৮| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ পুলক ভাই, এবার আমরা দ্বিগুণ শক্তিতে ওনার বিরুদ্ধে ঝাপিয়ে পড়তে পারবো, দেখি লুকটা পালায় কিভাবে?
আরে ভাই, আমি তো পালাচ্ছি না। পালিয়ে যাওয়ার রিহার্সাল দিচ্ছি। হে হে হে।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩২
সাদা মনের মানুষ বলেছেন: তার মানে এটা আসল পালানো নয়, যাক বাবা বাঁচা গেল
২৯| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৮) নিঝুম দ্বীপ, নোয়াখালির হাতিয়া থেকে তোলা ছবি।
এই দ্বীপের নাম বহুবার শুনেছি। এই দ্বীপে নাকি অনেক হরিণ আছে? সত্য, না মিথ্যা? এক কথায় উত্তর দিন।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩
সাদা মনের মানুষ বলেছেন: ওটাকে আপনি হরিণের আড়ত ও বলতে পারেন
৩০| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৮
রানা আমান বলেছেন: আপনার ছবি ব্লগের মতই মন্তব্য এবং উত্তর পর্বটুকুও আমাকে সমানভাবেই আকৃষ্ করে । অসাধারন ।
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: কিন্তু শর্ত হলো সেখানে হেনা ভাইয়ের উপস্থিতি বাধ্যতা মূলক
৩১| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:১৪
নাগরিক কবি বলেছেন: সবই সুন্দর খালি নোয়াখালী ছাড়া কয়দিন পর তারাও আন্দোলন করবে " নোয়াখালী বিভাগ চাই "
০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৪
সাদা মনের মানুষ বলেছেন:
কবির নোয়াখালির প্রতি এমন বিরুপ মনোভাব ক্যান?
ওরা কি আপনার কবিতা পড়তে চায় না?
৩২| ০৫ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৫
হাসান রাজু বলেছেন: ২নং রাজবাড়ী মসজিদ বানিয়াচং হাবিগঞ্জ।
১৯৯২-৯৪ পর্যন্ত ঐখানে ছিলাম। স্কুলে পড়তাম। অনেক বছর পর দেখে ঠিক চিনতে পারছি না । এটা কি বাজারের পাশের মসজিদটা ?
সুন্দর ছবি । অসাধারণ বর্ণনা । সব সময়ের মত ।
০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: হ্যাঁ ভাই, এই মসজিদটা বাজারের পাশেই, ধন্যবাদ।
৩৩| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ছবিগুলো মন কেড়ে নেয়।
অফটপিক- শব্দটি 'বাদাড়ে'। চন্দ্রবিন্দুটি তুলে দেবেন দয়া করে।
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪১
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, এই বানানটা নিয়ে আমি খুবই সন্দিহান ছিলাম, অথচ দেখেন আমার দীর্ঘ এই সিরিজে ক্রমাগত ভুল শব্ৎাই প্রয়োগ করে গেছি। এখনি সংশোধন নিচ্ছি।
৩৪| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:০০
কামরুন নাহার বীথি বলেছেন:
(১৮) নিঝুম দ্বীপ, নোয়াখালির হাতিয়া থেকে তোলা ছবি। ---
আপনার এই ক্যাপশন নিয়ে একটা প্রশ্ন, নিঝুম দ্বিপ আর হাতিয়া, দু'টো পৃথক দ্বীপ নয়?
এখানে হাতিয়া কি নিঝুম দ্বীপের কোন অংশ?
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: নিঝুম দ্বীপটা হাতিয়া থানার অন্তর্গত একটা দ্বীপ বলেই আমি জানি।
৩৫| ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৪
কামরুন নাহার বীথি বলেছেন:
১ নাম্বার ফুলের নাম বলুন। ১১ নাম্বারের জন্য আমি আছিতো!!!!
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: ১ নম্বরটা অর্কিড
৩৬| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বারবার আসি আসি আর চুপচাপ চলে যাই। এবার জানিয়েই গেলাম। সবগুলি ছবিই খুব সুন্দর। ৭, ১২, ১৮ নং ছবি গুলো বেশি ভালো লাগলো
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শ্রদ্ধা জানবেন নয়ন ভাই, আপনাদের এমন ভালোবাসা আমাকে অনুপ্রেরণা যোগায়।
৩৭| ০৫ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই যে পোস্ট ফালাইয়া যেখানে সেখানে চইলা যান, আপনার এই রোগ ভালো হইব কবে?
০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ভাইজান খুব ব্যস্ত সময় কাটাইটাছি, মে মাস নাগাত ব্যস্ততা কমে আসার সম্ভাবনা আছে, অবশ্য বাড়তেও পারে
৩৮| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ৭:৩১
তারেক৭০৭ বলেছেন: অসাধারন ।
০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন তারেক ভাই
৩৯| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৪৭
আমির ইশতিয়াক বলেছেন: বনে বাঁদাড়ে ঘুরে শরীরটা কালো কইরা ফালাইছেন।
০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: ফেয়ার এন্ড লাভলী কিন্না বাড়িতে আনছি
৪০| ০৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৬
আমির ইশতিয়াক বলেছেন: ফেয়ার এন্ড লাভলী কিন্না বাড়িতে আনছি
এটাতো মেয়েদের জন্য। এটা মাখলে আপনি সাদা হবেন না। বরং উল্টা আরো কালো হবেন। বরং আপনি এটা ভাবীরে দিয়ে দিতে পারেন।
০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ফেয়ার এন্ড লাভলী জেনস আছে না?
৪১| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৭
মোঃ গাউছুল আজম বলেছেন: সুন্দর
০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আজম ভাই
৪২| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৬
আমির ইশতিয়াক বলেছেন: ফেয়ার এন্ড লাভলী জেনস আছে না?
মাইখা দেখেন। তবে বেশি মাখবেন না। তাহলে কিন্তু চামড়া উঠে যাবে।
০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: আগে আপনারে মাখামু, তার পর হেনা ভাইরে, পরে চিন্তা কইরা দেখমু আমি মাখমু কিনা
৪৩| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:১৮
আমির ইশতিয়াক বলেছেন: (৫) জোড়া বুলবুলির ছবিটা তুলেছি মায়াদ্বীপ, সোনারগাঁ থেকে।
এটা সোনার গাঁয়ের কোন দিকে? যাইনি কোনদিন। যাওয়া দরকার।
০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১২
সাদা মনের মানুষ বলেছেন: এটা সোনারগাঁ এর আনন্দ বাজার থেকে ট্রলারে যেতে হয়, যার আরেক নাম নুনের টেক।
৪৪| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৩) ছেড়াদিয়া দ্বীপ, সেন্টমার্টিন কক্সবাজার থেকে তোলা ছবি।
ছেড়াদিয়া দ্বীপ আছে, জোড়াদিয়া বা তালিদিয়া দ্বীপ নাই?
০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, ওটা আপনারে দিয়া আবিস্কার করতে হবে
৪৫| ০৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ফেয়ার এন্ড লাভলী লেডিস, জেন্টস ও হিজড়া তিন রকমই কিনতে পাওয়া যায়।
০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: আপ্নে কোন্টা কিনেন?
৪৬| ০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
আমির ইশতিয়াক বলেছেন: আগে আপনারে মাখামু, তার পর হেনা ভাইরে, পরে চিন্তা কইরা দেখমু আমি মাখমু কিনা আমার মুখে যে দাগ এই দাগ ফেয়ার এন্ড লাভলি দিয়ে যাবে যাবে না। তারচেয়ে বরং আপনিই মাখুন।
০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: ফেয়ার এন্ড লাভলিতে কাজ না হলে ফেয়ার এন্ড হ্যান্ডসাম লাগামু
৪৭| ০৭ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
আমির ইশতিয়াক বলেছেন: লেখক বলেছেন: এটা সোনারগাঁ এর আনন্দ বাজার থেকে ট্রলারে যেতে হয়, যার আরেক নাম নুনের টেক।[/sb
নুনের টেক! নিশ্চয় অনেক নুন আছে সেখানে।
০৮ ই মার্চ, ২০১৭ সকাল ৮:২৮
সাদা মনের মানুষ বলেছেন: মানুষ যখন আছে, ওদের বেঁচে থাকার জন্য তো অবশ্যই নুনও আছে
৪৮| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৩
মামুন ইসলাম বলেছেন: চমৎকার ++++++++
৪৯| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:০৭
প্রামানিক বলেছেন: অনেক কিছু দেখা হলো। ধন্যবাদ আপনাকে।
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
৫০| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
মেহবুবা বলেছেন: অপূর্ব!
হিজল গাছের ছবিটা মনোরম ।
১৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:১৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আমারদেশ সত্যিই অনন্য
৫১| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
শেয়াল বলেছেন: খেকজ
১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৮
সাদা মনের মানুষ বলেছেন:
৫২| ১৩ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৩০
নীলপরি বলেছেন: নীলরাজা, বা নীল কটকটিয়া -- কিউট । আর সবছবিগুলোই সুন্দর ।
১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পরি, শুভেচ্ছা অবিরত
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১ম।