নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

চট্টগ্রামের ফয়েজ লেক

২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৮


ফয়েজ লেক (ইংরেজি: Foy's Lake) চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থিত একটি কৃত্রিম হ্রদ। এটি ১৯২৪ সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয় এবং সেসময় পাহাড়তলী লেক হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে ইংরেজ রেল প্রকৌশলী ফয়-এর(Foy) নামে নামকরণ করা হয়। এই লেকটি তৈরির উদ্দেশ্য ছিল রেল কলোনিতে বসবাসকারী লোকদের কাছে পানি পৌঁছানো।

বর্তমানে এটির মালিকানা বাংলাদেশ রেলওয়ের। বেশ বড় মাপের (৩৩৬ একর জমির উপর) এই লেকটি পাহাড়ের এক শীর্ষ থেকে আরেক শীর্ষের মধ্যবর্তী একটি সংকীর্ণ উপত্যকায় আড়াআড়ি ভাবে বাঁধ নির্মাণের মাধ্যমে সৃষ্ট। বাঁধটি চট্টগ্রাম শহরের উত্তর দিকের পাহাড় শ্রেণীর থেকে নেমে আসা পানির প্রবাহের দিক পরিবর্তনের মাধ্যমে এই লেকটিকে সৃষ্টি করেছে। ভূ-তাত্ত্বিকভাবে এইসব পাহাড় শ্রেণী দুপিটিলা স্তর সমষ্টির শিলা দ্বারা গঠিত। ফয়’স লেকের পাশেই আছে চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি পাহাড়

বর্তমানে হ্রদটি কেন্দ্র করে বাংলাদেশের সর্ববৃহৎ নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ড একটি বিনোদন পার্ক স্থাপন করেছে যেখানে দর্শনার্থীদের জন্য লেকে নৌকা ভ্রমন, রেস্তোরাঁ, ট্র্যাকিং এবং কনসার্ট এর আয়োজন করা হয়ে থাকে। বর্তমানে এখানে বিরল প্রজাতির পাখি এবং ডিয়ার পার্কে হরিণ দেখার ব্যবস্থা আছে। ফয়’স লেকের পাশেই অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানা। এছাড়াও দর্শনার্থীরা কটেজ ভাড়া করে থাকতে পারেন। ফয়’স লেকের আশেপাশের মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে প্রতি বছর দেশি বিদেশি বহু পর্যটক ছুটে আসেন।


(২) ফয়েজ লেক এর বাহিরের বাউন্ডারি ও গেইট।


(৩/৪) মেইন গেইট দিয়া প্রবেশ করেই প্রথম পড়বে এমন কিছু কৃত্রিম রাইড।



(৫) লেক দেখতে হলে সিড়ি বেয়ে একটু উপরে উঠে যেতে হবে।


(৬) লেকের মাঝখানে একটা দর্শনার্থী চত্বর আছে যাতে যাওয়ার জন্য কাঠের পাটাতন দিয়ে একটা যাওয়ার একটা রাস্তা রয়েছে। এখান থেকে বোট ভাড়া করে লেক ঘুরে আসা যায়।


(৭) লেক ধরে ছুটে চলা বোট।


(৮) এমন কিছু ভাসমান রেস্তোরাও আছে ওখানে।


(৯) সুন্দর প্রকৃতি দেখতে চাইলে এন সিড়ি আছে সেটা বেয়ে আরো উপরে চলে যাওয়াটাই শ্রেয়।


(১০) আছে এমন চমৎকার সিঁদুরে কলমী ফুল।


(১১) আছে এমন চমৎকার ঝুটিওয়ালা হলুদ পাখি, এটা কি বুলবুলি কিনা বুঝতে পারছি না।


(১২) আছে সাদা কালো দোয়েল পাখিও।


(১৩) নানা রঙের প্রজাপতি আর হরেক রকম পাখি্তে ভড়পুর এলাকাটা।


(১৪) আবার লেকের ধার দিয়ে রয়েছে এমন পাকা করা পায়ে চলা পথ।


(১৫) সাতরে লেক পার হচ্ছে একটা গুইসাপ।


(১৬/১৭) নাম না জানা এমন ফল ফুল রয়েছে অনেক।



(১৮) গাছের ছায়া ঘেরা পাখির কলতান মুখর এমন রাস্তায় ইচ্ছে করবে হেটে চলি অনন্তকাল......


(১৯) লেকের শেষ প্রান্তে রয়েছে এমন কিছু বানানো মাছ ও পাখি।


(২০) ফয়েজ লেক থেকে বের হওয়ার সময়ই সামনে পড়বে চট্টগ্রাম চিড়িয়াখানার এমন গেইট। সময় থাকলে একদিনেই ফয়েজ লেক এবং চিড়িয়া খানা ঘুরে আসতে পারেন।

মন্তব্য ১০৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৯

ওমেরা বলেছেন: খুব সুন্দর তো !! খুব ভাল লাগল । ঢাকার যানজট ছাড়া জীবনে আর কিছু দেখা হয়নি । দেশে আসলে যাব । ইনশা আল্লাহ ।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ছবির জন্য ।

২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপনাকেও প্রথম মন্তব্যের জন্য।

২| ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৪৯

এম এ কাশেম বলেছেন: ফয়েস লেকের ছবি তুলে অনুমতি ছাড়া পোস্ট দেয়ার জন্য আপানাকে ৯৯ পয়সা জরিমানা করা হইল।

তবে শুভ কামনাও সাথে রইলো।

২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনি আমাকে ৯৯ টাকা ১ পয়সা ফেরৎ দেন

৩| ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩

ধ্রুবক আলো বলেছেন: (১৫) সাতরে লেক পার হচ্ছে একটা গুইসাপ। গুই সাপ তো এখন বিরল আর কয়েক বছর পর দেখাই যাবে না।

পোষ্টে ভালো লাগা রইলো ।

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন।

৪| ২৬ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৫

ধ্রুবক আলো বলেছেন: ১০, ১১, ১২ নং ছবি গুলো মন ভরিয়ে দিলো।

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ফুল পাখি আমার সব সময়ই খুব পছন্দ।

৫| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৪

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর সব ছবি নিয়ে বেশ গোছানো একটা পোস্ট!:)

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রহমান ভাই, ভালো থাকুন, সব সময়।

৬| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০৩

বর্ষন হোমস বলেছেন:
আমি আগের বছর গিয়েছিলাম ঘুরতে।তবে চিড়িয়াখানায় যাওয়া হয়নি।ভ্রমণের জন্য বেশ উপযুক্ত একটি স্থান।

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩২

সাদা মনের মানুষ বলেছেন: আমিও ৯৪/৯৫ সালে ওখানে গিয়েছিলাম, তখন ওটা ছিল ভার্জিন........এখন আর তখনে আকাশ পাতাল ফারাক।

৭| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর পোস্ট।
ভিড় কেমন হয়?
আমার দেখা সব টুরিস্ট স্পটেই খুব বেশি মানুষ যায়। প্রাকৃতিক আবহটা আর থাকে না তখন

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪১

সাদা মনের মানুষ বলেছেন: আমি সব সময় কোথাও গেলে সরকারী ছুটি এবং উৎসবের দিনগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করি, যাতে ভীর কম হয়। আমি ওয়ার্কিং ডে তে যাওয়ায় উল্লেখযোগ্য ভীর ছিল না, ধন্যবাদ রাখাল ভাই।

৮| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৬

বিলিয়ার রহমান বলেছেন: ধন্যবাদ দিয়ে কি হবে ভাই!!!:)


আমার চা চাই চা!:)

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: গরম চা খাইবেন না ঠান্ডা? :-B

৯| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি যখন গিয়েছিলাম তখন এম বর্নাঢ্য সাজে সাজানো ছিলনা। সময়টা ছিল ১৯৯৫ তবে তখনো কিছু জন্তু জানুয়ার ছিল চিরিয়াখানায়। আপনি সুন্দর সব ছবি আর বর্ননাতে ফুটিয়ে তুলেছেন। অাপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই, ঐ সময়টাতে আমিও ফয়েজ লেকে গিয়েছিলাম, বাহিরে থেকে চিড়িয়াখানাটা দেখেছিলাম, এখন থেকে তখন সবই আকাশ পাতাল ফারাক ছিল।

১০| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: দুইটাই দেন!!:)

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩৯

সাদা মনের মানুষ বলেছেন:
নেন গরম চা দিলাম, পাশে বরফের টুকরো আছে দিলেই ঠান্ডা চা পাবেন :D

১১| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪১

বিলিয়ার রহমান বলেছেন: পাশেরটা বরফ নাকি পনির???

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: সম্ভবত পনিরটাকে ডিপ ফ্রীজে রেখে বরফ করা হয়েছে :-B

১২| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৭

বিলিয়ার রহমান বলেছেন: ও আইচ্ছা!:)

এইবার বুঝলুম!:):)

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: যাক বাবা শেষ পর্যন্ত তাহলে বুঝতে পেরেছেন B-)

১৩| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫১

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট। +।

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানবেন।

১৪| ২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৯

বিলিয়ার রহমান বলেছেন: মাঝে মাঝে দেরিতে হলেও কাউকে কিছু বোঝেতে সক্ষম হওয়ায় অনেক ভাইটামিন আছে, এটা কম খারাপ না! ;)

২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৩

সাদা মনের মানুষ বলেছেন: কপিরাইট আইনত দন্ডনীয় B-)

১৫| ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আচ্ছা ভাই এখন কি লেকে মাছ ধরা যায়? দর্শনার্থি যদি চায় বর্শি নিয়ে লেক থেকে কি মাছ ধরতে পারবে?

২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১৪

সাদা মনের মানুষ বলেছেন: সেটা জানা নাই, কাউকে তো মাছ ধরতে দেখলাম না।

১৬| ২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আচ্ছা ভাই, এই পোস্ট কি আবু হেনা ভাই এর দৃষ্টিগত হয়নি? ওনাকে আপনার সবকয়টা পোস্টে দেখিছি। আড্ডাতে এসে শুভ সকাল বলে গেল। এরপর উদাও। হয়তো সন্ধ্যাতে পাবেন।

২৬ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০

সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাই বুড়ো মানুষ, কখন শরীর ভালো খারাপ থাকে কে জানে? তবে উনি না আসলে আমার পোষ্ট অন্তত জমে না।

১৭| ২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার সৌভাগ্য হয়েছে এই লেক দেখার। ২০০৭ সালে আমি সপরিবারে চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার ইত্যাদি জায়গায় বেড়াতে গিয়েছিলাম। সঙ্গ দিয়েছিল আমার ছোট ভায়রা বিটিসিএল-এর ডাইরেক্টর (এস্টেট) মাশরেকি ও তার পরিবার। তখন আমরা ঘণ্টা চুক্তিতে বোট ভাড়া করে পুরো ফয়'স লেক ঘুরে বেড়িয়েছি। আপনার পোস্ট দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেল।

২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

সাদা মনের মানুষ বলেছেন: হুমম বুঝলাম, তয় আমারে সাথে নিলেন না ক্যান?

১৮| ২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১১) আছে এমন চমৎকার ঝুটিওয়ালা হলুদ পাখি, এটা কি বুলবুলি কিনা বুঝতে পারছি না।


বুলবুলি না, অন্য পাখি। আমিও ঠিক বুঝতে পারছি না। এই ছোট্ট দেশে কত রকমের যে পাখি আছে বলে শেষ করা যাবে না।

২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

সাদা মনের মানুষ বলেছেন: মনে হয় হিরামন পাখি হতে পারে, কি বলেন আপনি? :D

১৯| ২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১২) আছে সাদা কালো দোয়েল পাখিও।


এটা দোয়েল? আপনি ভুল ভাল বকা শুরু করছেন।

২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ভুল বকিনা, তয় মনে আমার একটা দুঃখই আছে, কখনো দোয়েলের রঙিন ছবি তুলতে পারিনি, সবই সাদাকালা =p~

২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: আর আপনি যে পাখি বিশেষজ্ঞ (বিশেষ+অজ্ঞ) আজই প্রথম টের পেলাম :-B

২০| ২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৯) লেকের শেষ প্রান্তে রয়েছে এমন কিছু বানানো মাছ ও পাখি।


আমরা যখন গিয়েছিলাম, তখন সম্ভবত এগুলো ছিল না।

২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন:

এক হিসাবে আমি আপনার সিনিয়র, আপনি ২০০৭ সালে গিয়েছেন আর আমি গিয়াছিলাম ১৯৯৫ সালে।

২১| ২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আর আপনি যে পাখি বিশেষজ্ঞ (বিশেষ+অজ্ঞ) আজই প্রথম টের পেলাম


হে হে হে। কাক ছাড়া অন্য পাখি তেমন চিনি না। তয় পাখি দেখতে খুব ভালো লাগে।

২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: কাউয়া পাখির গান আপনার মতো আমারও খুব পছন্দ --------খিক খিক খিক B-)

২২| ২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এক হিসাবে আমি আপনার সিনিয়র, আপনি ২০০৭ সালে গিয়েছেন আর আমি গিয়াছিলাম ১৯৯৫ সালে।


তখন তো আপনি পোলাপান ছিলেন। লেকের পানি আর গুইসাপ দেইখা ভয় পান নাই?

২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: না ভাই, এই ছবি ২০১৬ সালের। ১৯৯৫ সালের তোলা কোন ছবি আমার কাছে নাই। তখন পরিত্যক্ত পাহাড় আর লেক ছাড়া অন্য কিছুই ছিল না।

২৩| ২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৬/১৭) নাম না জানা এমন ফল ফুল রয়েছে অনেক।


এই ফলের নাম তো জানেন না। আমার কাছে শিখে নেন। এই ফল হলো ডুমুরের জ্ঞাতি ভাই। তাই এর নাম হচ্ছে ঝুমুর।

২৬ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ঝুমুর নামটা আপনার মুখে প্রায়ই শুনি, ডাল মে কুচ কালা নেহি হায় তো? ;)

২৪| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১২:১০

সচেতনহ্যাপী বলেছেন: গিয়েছিলাম কিন্তু তখন আর আজকের মত এত বর্নাঢ্ঢ আয়োজন ছিল না।। এখানেই সেটা দেখে নিলাম।। ধন্যবাদ।।

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমার কাছে আগের ফ্রেস প্রকৃতিটাই ভালো লেগেছিলো, এমন জমকালো কৃত্রিমতা আমার কখনো ভালোলাগে না, ধন্যবাদ।

২৫| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৫০

জুন বলেছেন: আমি যখন সেই অনেক আগে ফয়েজ লেকে গিয়েছিলাম তখন ছিল একেবারে নির্জন নৈশব্দে বিছিয়ে থাকা এক শান্ত সৌম্য এক লেক। ছিলনা কোনো ইট পাথরের স্থাপনা সাদা মনের মানুষ ।
আপনার ছবি দেখে মুগ্ধ হোলাম ।
+

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: তখন ছিল একেবারে নির্জন নৈশব্দে বিছিয়ে থাকা এক শান্ত সৌম্য এক লেক........ঠিক এমনটিই আমার পছন্দ, শুভেচ্ছা জানবেন আপু।

২৬| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: আমি অনেক ছোটবেলায় গিয়েছি। আবার সেই পুরানো দিনের কথা মনে করিয়ে দিলেন। ছবি বরাবরের মতই সুন্দর।
আবার যাওয়ার ইচ্ছে আছে।

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, তখন আর এখনের মাঝে প্রচুর ব্যবধান, খুব একটা মিল খুজে পাওয়া কঠিন। আমিও মিল খুজতে চেষ্টা করেছিলাম, খুব একটা হয়ে উঠেনি। বিশেষ করে নিচের সমতলটা, ধন্যবাদ।

২৭| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০০

রক বেনন বলেছেন: কিন্তু সব থেকে খারাপ হলো এর চারপাশের দোকানদার গুলো! সব গলা কাটা ডাকাত! খাবারের বিলের সাথে চেয়ার টেবিলের ভাড়াও নিয়ে নেয়!!!

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪০

সাদা মনের মানুষ বলেছেন: ঐ অভিজ্ঞতাটা নেওয়া হয়নি, ধন্যবাদ।

২৮| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ঝুমুর নামটা আপনার মুখে প্রায়ই শুনি, ডাল মে কুচ কালা নেহি হায় তো?



না রে ভাই, ডাল মে স্রেফ সফেদ হ্যায়। প্রেম তো জীবনে একটাই করেছিলাম, যার ফলাফল ডাঁহা ফেল। তার নাম তো ঝুমুর ছিল না। আপনি সেটা ভালো করেই জানেন। প্রেম হলে সেটা প্রকাশ করতে ভয় কিসের? পেয়ার কিয়া তো ডরনা কেয়া?

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪২

সাদা মনের মানুষ বলেছেন: কিছুটা গোপন তো থাকতেও পারে, গোপনীয়তা থাকা ভালো :)

২৯| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:১৮

সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: ''পেয়ার কিয়া তো ডরনা কেয়া''-আমার ত্রিরত্ন্রের দু'রত্ন বেশ ভালই জমাতে পারে। নীরব দর্শক আর চুপচাপ পাঠক হলেই সময় কাটে দারুণ ! আমি ফয়'স লেক গিয়েছিলাম ১৯৯৫ এবং ২০০৪ সালে, তখন অত উন্নত ছিল না। আপনার ছবি ব্লগ তো নিঃসন্দেহে আমার কাছে সবার সেরা !

২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আশরাফুল ভাই, এমন মন্তব্যে উৎসাহিত হই বরাবরই।

৩০| ২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ১:২৯

রানা আমান বলেছেন: প্রথম যখন ফয়স লেকে যাই তখন ছিল এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপূর শান্ত এলাকা । আর এখন টাকার কাছে বিকিয়ে গেছে সব । আমাদের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন চিটাগাং এর সবচে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয় এখানে । অজস্র মানুষকে এখানে ধরে নিয়ে এসে জবাই করা হয়, একটা বড় পাথর ছিলো এখানে , তার উপরে শুইয়ে । মাথার খুলিগুলো ফেলে রাখা হয়েছিলো পাশেই একটা গুহাতে । এ গণহত্যা সংঘটিত হয়েছিল পাকিস্তানী সেনাবাহিনীর এদেশিয় সহচর দের দ্বারা । আজ ওই পাথর সরিয়ে গুহা বুঁজিয়ে ফেলে গড়ে উঠেছে তথাকথিত বিনোদন কেন্দ্র । আমাদের স্বাধীনতা যুদ্ধের এই অগণিত শহীদ দের স্মরণে অন্তত একটা স্মৃতিস্তম্ভ রাখা যেত এখানে । মেয়রপদে তো তখনো মুক্তিযুদ্ধের সপক্ষশক্তির একজন ছিলেন অথচ কর্পোরেটবডির টাকার প্রলোভনে সবাই সবকিছু ভূলে যায় ।

২৭ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

সাদা মনের মানুষ বলেছেন: এমন ঐতিহাসিক তথ্যটা আমার জানা ছিল না, যদিও অনেক আগে যাওয়া হয়েছিল.......ধন্যবাদ আমান ভাই।

৩১| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর ভাই। ফয়েজ লেক সম্পর্কে বিস্তারিত কিছু জানতে পারলাম, ভালো লাগছে। ছবিগুলোও চমৎকার লাগলো ভাই। শুভকামনা রইল।

২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনার প্রতিও আন্তরিক শুভ কামনা, আপনার ভাইয়ের অবস্থা কেমন এখন?

৩২| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আপনাদের দোআ আর আল্লাহর রহমতে এখন মোটামুটি সুস্থ। তবে হার্ডে নাকি রিং লাগাতে হবে। আর একটা কি জনি পরীক্ষা করতে হবে, তাই আজ পিজিতে নিয়ে যাচ্ছে। অনেকের মত যে হার্ডে রিং লাগালে নাকি মাদ্রাজ নিয়ে যাওয়াই ভালো। আমাদের লোক স্বল্পতা, তবুও মাদ্রাজ নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে সবাই। দোআ করবেন ভাই।
আন্তরিক খোজ খবরে কৃতজ্ঞতা জানবেন ভাই। অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা জানবেন ভাই।

২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৮

সাদা মনের মানুষ বলেছেন: আশা করছি সব ঠিক হয়ে যাবে।

৩৩| ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫১

হাসান রাজু বলেছেন: মনে পড়ে গেলো । অনেকদিন আগে গিয়েছিলাম । সময় নিয়ে দেখা হয়নি তাই বুঝিনি কি দেখেছি । এখন আপনার ব্লগ দেখে একটু একটু মনে পড়ছে । অনেকটা বাংলা সিনেমার নায়কের স্মৃতি ফিরে আসার মত ।
ভাই চা খাওয়াবেন ?

২৭ শে মার্চ, ২০১৭ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: বাংলা সিনেমা বুঝি খুব দেখেন? :)

৩৪| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: আমিও সেখানে গিয়েছিলাম সেই ১৯৯৫ সালে। তখনো সেটা বেশ নিরিবিলি ছিল।
এখন আবার যেতে হবে ভাবছি। বোট রাইডে খরচ কেমন হবে, পোস্টে তার একটা আনুমানিক উল্লেখ থাকলে ভাল হতো।
পোস্টে ভাল লাগা + +

২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, বোট রাইডের খরচের কথাটা মনে নাই, বোটে চড়িনি তো :)

৩৫| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ৯:১৩

হাসান রাজু বলেছেন: এক সময় খুব দেখতাম। প্রিয় নায়ক ছিলো, রুবেল, নায়িকা - মিশেলা, ভিলেন খলিল আর ডেনি সিডাক।

২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১০

সাদা মনের মানুষ বলেছেন: আমার প্রিয় নায়ক ছিল সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন ও মান্না, ভিলেনরা আমার প্রিয় ছিল না :D

৩৬| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৭

বিষাদ সময় বলেছেন: আমার যাওয়ার দৌড় ক্রিসেন্ট লেক পর্যন্ত, তবে আপনার পোস্টের মাধ্যমে অনেক জাগায় ঘোরা হয়ে যায়। গুই সাপের ছবি দেখে তো কুমির ভেবে রোমাঞ্চ অনুভব করছিলাম, পরে আপনি দিলেন সব শেষ করে।

ছবি এবং লেখা সবমিলে চমৎকার।





২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১১

সাদা মনের মানুষ বলেছেন: গুই সাপের ছবি দেখে কুমিরের রোমাঞ্চ? কম খারাপ না :-B

৩৭| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৯

কোলড বলেছেন: I was there in 2014. It was hot, humid. I took a boat ride and the dirty browning water immediately put me off. Everything looked decayed and lifeless. It was so different than all the pictures I saw beforehand.

২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

সাদা মনের মানুষ বলেছেন: আমি এই লেকটাকে কখনো নোংড়া দেখিনি, সব সময়ই আমার ভালো লেগেছে।

৩৮| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:০০

মহিউদ্দিন হায়দার বলেছেন: ছবিগুলু অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ

২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ হায়দার ভাই

৩৯| ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:০০

মহিউদ্দিন হায়দার বলেছেন: ছবিগুলু অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ

৪০| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ২:৪৪

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: আহা! চিটাগাং টাকে মনে পড়ছে। ছবি গুলো সুন্দর হয়েছে।

২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শুভেচ্ছা জানবেন।

৪১| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।







ভালো থাকবেন নিরন্তর। ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বাঙালী, আপনিও ভালো থাকুন, সব সময়।

৪২| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৫

অপু তানভীর বলেছেন: চমৎকার পোস্ট !

২৯ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই

৪৩| ২৯ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: দেশের এই বেশ বড় মাপের কিত্রিম লেকটির ছবি দেখে ও বিবরণ পাঠে ভাল লাগল । ছবি ও বিবরণ খুব সুন্দর হয়েছে । পোষ্টটিতে এই লেককে ঘিরে শিশুদের জন্য নানা রকম রাইডের ব্যবস্থার ছবি খুবই চমৎকার অনুভুত হয়েছে । লেকের বুকে নৌকা ভ্রমন , দুই দিকে সবুজ পাহাড়, গাছে গাছে বসা নাম না জানা হরেক রকম পাখি এ সব কিছুই পোষ্টের ছবিতে দেখে ভাল লাগল । লেকের ল্যান্ডস্কেপিং, , ভাসমান ধাপ, নাটুকে হাটার পথ এবং অন্যান্য যে সকল মজার ও উপভোগের জিনিস দেখানো হয়েছে তাও বেশ মনোমুগ্ধকর বলেই অনুভুত হয়েছে ।

অনেক ধন্যবাদ ফয়েজ লেকের উপর সুন্দর পোষ্টটির জন্য ।

শুভেচ্ছা রইল ।

২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দঃ আলী ভাই, আপনার মন্তব্যে সব সময় নতুন কিছু থাকে, আজই শুধু পেলাম না :)

৪৪| ২৯ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

আমির ইশতিয়াক বলেছেন: চট্টগ্রাম চিড়িয়াখানায় দুইবার এবং ফয়েজ লেকে একবার গেলাম। কিন্তু একবারও ছবি তুলতে পারিনি। আবার গেলে অবশ্যই ছবি তুলে নিয়ে আসব। নতুন করে আপনার ক্যামেরায় দৃশ্যগুলো দেখে স্মৃতিগুলো মনে পড়ে গেল।

৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আমির ভাই, ভাবিষ্যতে ভালো কিছু ছবি পাওয়ার অপেক্ষায় থাকলাম

৪৫| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ৮:২১

কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক অনেক শুভেচ্ছা, আপনার সাথে ফয়েস লেক-এ ঘুরে এলাম।
এর আগে পরিবারের সাথে ঘুরে এসেছি, তবে এত পাখির ছবি তুলতে পারিনি।
কামাল ভাই, আপনার তুলনা আপনি নিজেই!!

সুস্থ থাকুন, ভাল থাকুন।

০১ লা এপ্রিল, ২০১৭ রাত ১২:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন, সব সময়।

৪৬| ৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৩১

সিগনেচার নসিব বলেছেন: ছবি ব্লগ ভাল লেগেছে কামাল ভাই




শুভেচ্ছা জানবেন অবিরত

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার জন্যও রইল অফুরন্ত শুভেচ্ছা

৪৭| ০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাই , আমার জানার পরিমান খুবই কম তাই নতুন কিছু এই মুল্যবান পোষ্টে যোগ করতে পারি নাই বরং নতুন অনেক কিছু জেনে গেলাম ।
শুভেচ্ছা রইল ।

০২ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা,

৪৮| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩৫

নতুন নকিব বলেছেন:



ঘোরাঘুরি ডট কম,
নামটা মনে আছে তো! কেমন অাছেন ভাই?

প্রানবন্ত ভ্রমন বিবরন। অনেক ভাললাগা থাকল।

০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই, কেমন আছেন?

৪৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪২

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,





কতো ডজনবার যে চিটাগং গিয়েছি , কতো শতবার যে ফয়ে'স লেক এর কথা শুনেছি, তেমনি ততোবারই নিজেকে অপদার্থ মনে হয়েছে এই সত্যটা জেনে যে , ফয়ে'স লেক যাওয়া হয়নি আমার কখনও ।
এখন কি, আপনার ছবি ও লেখা দেখে দেখে দুধের স্বাদ ঘোলে মেটাবো ?
প্রথম ছবিটাই তো - আহা.. মরি. মরি ...

০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৩

সাদা মনের মানুষ বলেছেন: অপদার্থ মনে হওয়ার কোন কারণ নাই ভাই, ব্যস্ততা ভরা এই জীবনে অনেকেরই সময় বের করাটা কঠিন হয়ে পড়ে, যেমন ইদানিং আমার হচ্ছে।

৫০| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৪

জীবন সাগর বলেছেন: অনেক সুন্দর ছবি গুলো। অনেক ভালো লাগলো অচেনা জায়গা দেখে ও জেনে
শুভকামনা রইল ভাই আপনার জন্য।

০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও শুভ কামনা সব সময়

৫১| ০৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৩১

মো নিয়াজ হোসেন বলেছেন: খুব সুন্দর পোষ্ট, খুব ভাল লেগেছে।

০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই

৫২| ০৫ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্যবসার কাজে খুব ব্যস্ত আছেন মনে হচ্ছে। নতুন পোস্ট পাচ্ছি না।

০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

সাদা মনের মানুষ বলেছেন: মাত্র দিলাম নতুন পোষ্ট, তবে ব্যবসার কাজে ব্যস্ত বেশী এটা ঠিক।

৫৩| ১২ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৮

মোশাররফ হোসেন সৈকত বলেছেন: আপনার তোলা সব ছবির ব্যাকগ্রাউন্ড একই রকম দেখায় কেন?

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৫

সাদা মনের মানুষ বলেছেন: আমি তো ছবির লািনে বর্ডার দেই, ব্যাকগ্রাউন্ডে তো কোন পরিবর্তন আনিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.