নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছে গুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) সাগরলতা বা ছাগলখুরী লতার ফুল। সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে তোলা ছবি।
(৩) ক্ষুদে জেলে, বিষনন্দি, আড়াই হাজার, নাঃগঞ্জ থেকে তোলা ছবি।
(৪) বাঘের ঢেরা, গাজীপুরের সাফারী পার্ক থেকে তোলা ছবি।
(৫) নিঝুম দ্বীপের একটা কুঁড়ে, হাতিয়া, নোয়াখালী থেকে তোলা ছবি।
(৬) বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা এই নারকেল বনটা মায়ানমারে, টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে তোলা ছবি।
(৭) কাটাতারের বেড়ার ওপাড়ে মায়ানমার, এপারের নাফ নদীতে মাছ ধরছে বাংলাদেশী জেলে।
(৮) ঘুটে কুরোনি, নরসিংদী সদর থানার বালুচর গ্রাম থেকে তোলা ছবি।
(৯) লেকভিউ আইল্যান্ড, কাপ্তাই থেকে তোলা ছবি।
(১০) কুবো, কানা কুয়া বা বনকুক্কা পাখি। পলাশ থানার পারুলিয়া থেকে তোলা ছবি।
(১১) ভাটফুলের বনের ভেতর দিয়া রেল লাইন, তার ভেটর দিয়ে হেটে চলার মজাই আলাদা। কুমিল্লার শশীদল থেকে তোলা ছবি।
(১২) ভুইয়া বাড়ি নামে খ্যাত জমিদার বাড়ি, এটা আড়াই হাজার থানার গোপালদীর সদাসদি গ্রাম থেকে তোলা ছবি।
(১৩) ভাবছেন এক শালিকের দুই মাথা? মোটেও না, এখানে দুইটা গো-শালিক। নরসিংদীর বালুসাইর গ্রাম থেকে তোলা ছবি।
(১৪) পদ্মা রিসোর্ট, লৌহজং, মুন্সিগঞ্জ থেকে তোলা ছবি।
(১৫) বাইক্কা বিল, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে তোলা ছবি।
(১৬) গ্রামের নাম সিমপ্লাম্পি পাড়া, দূরে দেখা যাচ্ছে তাজিংডং এর চুড়া।
(১৭) দূরে গ্রাম, মাঠ, সবুজ গাছ, নীল আকাশের পটভুমিতে খেজুর গাছ, নরসিংদীর পলাশ থেকে তোলা ছবি।
(১৮) সোনালী আঁশ, নরসিংদীর শিবপুর থানার কোন এক গ্রাম থেকে তোলা ছবি।
(১৯) জাফলং গিয়ে আমরা বাংলাদেশে থেকে যে ডাউকি ব্রীজ দেখি এটা সেই ব্রীজ, এটা ভারতের ভেতর গিয়ে তোলা।
(২০) অখাদ্য মার্কা ছবি পোষ্ট দেখে যারা ক্লান্ত তারা আখাউড়ার খড়মপুরের কেল্লা শহীদ মাজারের মিষ্টি পান খেয়ে মুখটা মিষ্টি না করে কিন্তু যাবেন না
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: আমি দ্বিতীয়
২| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৪) বাঘের ঢেরা, গাজীপুরের সাফারী পার্ক থেকে তোলা ছবি।
ওরে বাবা!
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: বুড়াদের প্রবেশ নিষেধ, ডরায় বলে
৩| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৯) লেকভিউ আইল্যান্ড, কাপ্তাই থেকে তোলা ছবি।
ক্যালেন্ডারের ছবি করা যায়। অসাধারণ!
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: করতে না করছে কেডা? করে ফেলেন
৪| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৩) ভাবছেন এক শালিকের দুই মাথা? মোটেও না, এখানে দুইটা গো-শালিক। নরসিংদীর বালুসাইর গ্রাম থেকে তোলা ছবি।
যতই কেরামতি কইরা ছবি তুলেন, শালিক যে দুইটা সেটা ছবি দেইখাই বুঝছি।
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: গেয়ানী লুকের মাথা দেখলেই বুজা যায়
৫| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১০) কুবো, কানা কুয়া বা বনকুক্কা পাখি। পলাশ থানার পারুলিয়া থেকে তোলা ছবি।
এক পাখির তিন নাম? এই পাখির ম্যাট্রিক সার্টিফিকেটে কী নাম আছে, সেইডা কন।
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন: মনে হয় রাজনীতিবিধ পাখি.....খিক খিক খিক
৬| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
দৃষ্টিসীমানা বলেছেন: সুন্দর , ভাল লাগা রইল । শুভ কামনা ।
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনার দৃষ্টির সীমানায় আছি দেখে ভালো লাগছে
৭| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর এবারের পর্বও। প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় প্রাণবন্ত সবগুলি ছবিই মনকাড়া।
অনেক ভালো লাগা রইল ভাই।
শুভকামনা আপনার জন্য
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও রইল অনেক অনেক শুভ কামনা।
৮| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবুহেনা ভাইয়ের মন্তব্য গুলো পড়ে খুব হাসলাম হা হা হা। খুব রসিকতাপূর্ণ, খুব প্রাণবন্ত থাকেন সবসময়। আমার খুব ভালো লাগে।
হেনা ভাই ও সাদা ভাই দুজনকেই আন্তরিক ভালোবাসা জানিয়ে গেলাম। দুজনের জন্যই শুভকামনা সবসময়।
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাই ও সাদা ভাই দুজনকেই আন্তরিক ভালোবাসা জানিয়ে গেলাম। দুজনের জন্যই শুভকামনা সবসময়। ........এই দুজনের পক্ষ থেকেও আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
৯| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাই সুন্দর ছবি পোষ্ট করলে কি পোষ্ট দাতাকে সুন্দর বলতে হবে তাইলে আপনি অনেক সুন্দর। থুক্কু সুন্দর মনের মানুষ।
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই, ভালো থাকুন, সব সময়।
১০| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১২
সারাফাত রাজ বলেছেন: অস্থির ভাই অস্থির
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: রাজ ভাই, আপনার এক্লুসিভ ট্যুরগুলো দেখে কিন্তু আমিও অস্থির হই......শুভেচ্ছা জানবেন।
১১| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১২
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
বরাবরের মতোই সুন্দর ।
বেশি ভালো লেগেছে "লেকভিউ আইল্যান্ড" আর "ভাটফুলের বনের ভেতর দিয়া রেল লাইন" এর ছবি ।
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন জঈ এস ভাই..........আর ভালো থাকুন, সব সময়।
১২| ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৫
অবনি মণি বলেছেন: ভাইয়া,কিছু কইতাম না!!
০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:১৩
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আমিও আপনার সাথে একই লাইনে দাঁড়াইলাম
১৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৮
কানিজ রিনা বলেছেন: নিজের দেশের ছবি অহংকাই আলাদা।
আমার কাছে সব চেয়ে ভাল লাগল
রেল লাইনের ফুলের গাছ। শালিক
পাখির দুই মাথা। ধন্যবাদ,
০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৪১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রিনা আপু, আমি আপনার সাথে সুর মিলিয়ে বলি নিজের দেশের ছবি অহংকারই আলাদা
১৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:২২
সুমন কর বলেছেন: আপনার অখাদ্য মার্কা ছবি পোষ্ট দেখে ভালো লাগল। +।
০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: প্লাস দেয়ে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা
১৫| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৪
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল দেখে । আরো ভালো লাগত ঘুরে আসতে পারলে ।
০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ঘুরতে পারলে আমারও ভালো লাগে, শুভেচ্ছা জানবেন সার্চম্যান
১৬| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:২৪
নিরব জ্ঞানী বলেছেন: অসাধারণ ছবি ব্লগ!!!!
পোস্ট প্রিয়তে।
০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন নিরব ভাই।
১৭| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:১৩
মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই সুন্দর ।
ছবি কত কথা কয়
শুধু নিরবে কান পেতে
শুনে নিতে হয়।
০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: বেশতো কাব্য কমেন্ট.........ভালোবাসা জানবেন সোহেল ভাই।
১৮| ০৬ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪২
রাসেল ০০৭ বলেছেন: বেসম্ভব সৌন্দর্য!!!
০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন:
১৯| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৭
আবু মুছা আল আজাদ বলেছেন: সাদা ভাই = সুন্দর + সুন্দ কিছু
০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মুছা ভাই, ভালো থাকুন, সব সময়।
২০| ০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫১
হাসান রাজু বলেছেন: ইঞ্জিনের কল্যাণে একেবারে উপরের ছবিটা ক্লাসিক হয়ে যাচ্ছে । বলতে গেলে, দেখাই যায় না ।
৬ নং ছবিটার পেছনের পাহাড়টা যদি আরও স্পষ্ট হত । পরিষ্কার একটা আকাশ থাকলেই হয়ত হত ।
১৭ নং ছবিটা অসাধারণ ।
১৪ নং ছবিটার একদম ডানের রুম/কামরাটায় একরাত থেকেছিলাম ।
*** আপনার পোস্ট দেখলে আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই যেন হাতে চাঁদ পেয়ে যান । ভাবটা এমন " পাইয়াছি আমি ইহাকে পাইয়াছি। "
এক পাখির তিন নাম? এই পাখির ম্যাট্রিক সার্টিফিকেটে কী নাম আছে, সেইডা কন। ভাই যে কইত্তে এই ডায়লগ গুলান আমদানি করে । আর আপনার উত্তরটাও চার/ছক্কা .... ।
ভালো, ভালো ......... আরও ভালো থাকবেন ।
০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ৬ নং ছবিটা উঠানোর সময় ওখানটা একেবারেই কুয়াশায় ঢাকা ছিল, ফটোশপে কিছুটা আধার কাটিয়েছি।
১৪ নং ছবিটার একদম ডানের রুম/কামরাটায় একরাত থেকেছিলাম .........আমি নিশ্চিৎ আপনি একজন এ্যডভেঞ্চার প্রিয় ট্রাকার
২১| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৩
বর্ষন হোমস বলেছেন:
ছবি গুলো বেশ সুন্দর।সব ছবি কি একই স্থানের?
০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: না ভাই, সব ছবি একই স্থানের না, ছবিগুলো তোলার স্থান ক্যাপশনে আছে, ধন্যবাদ।
২২| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: *** আপনার পোস্ট দেখলে আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই যেন হাতে চাঁদ পেয়ে যান । ভাবটা এমন " পাইয়াছি আমি ইহাকে পাইয়াছি। "
এক পাখির তিন নাম? এই পাখির ম্যাট্রিক সার্টিফিকেটে কী নাম আছে, সেইডা কন। ভাই যে কইত্তে এই ডায়লগ গুলান আমদানি করে । আর আপনার উত্তরটাও চার/ছক্কা .... ।
২০ নম্বর কমেন্টে হাসান রাজু ভাইয়ের উপরোক্ত মন্তব্যের উত্তরে সাদা মন ভাই কী বলবেন জানি না। আমি একটা কথা না বলে পারছি না। সেটা হলো, ভাই, সাদা মন ভাইয়ের ছবি ব্লগ গুলো মনোযোগ দিয়ে দেখলে ছবি সম্পর্কে একেবারে অজ্ঞ লোকও বলতে বাধ্য হবেন যে অসাধারণ ক্যামেরার কাজ। সাদা মন ভাই তাঁর ক্যামেরা দিয়ে কথা বলাতে পারেন। শুধু এই ব্লগ নয়, উনার সাথে আমি দীর্ঘদিন থেকে বিভিন্ন ব্লগে ব্লগিং করে আসছি। কিন্তু তার তোলা ছবিগুলোর কাছাকাছি মানের ছবিও কাউকে তুলতে দেখিনি। উনি শুধু একজন ভ্রমন পাগল মানুষই নন, ক্যামেরার কাজে এক অসাধারণ প্রতিভা।
এরকম একজনের ছবি ব্লগ পেলে আমি সত্যিই চাঁদ হাতে পেয়ে যাই। রাজু সাহেব, আপনি একটুও ভুল বলেননি। একদম সত্যি কথাটাই বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: তবে আমি সব সময় আতঙ্কে থাকি আপনি বুড়ো মানুষ কখন কি হয়, আপনি না থাকলে মনে হয় পোষ্ট দিয়ে কোন মজাই নাই
২৩| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২০) অখাদ্য মার্কা ছবি পোষ্ট দেখে যারা ক্লান্ত তারা আখাউড়ার খড়মপুরের কেল্লা শহীদ মাজারের মিষ্টি পান খেয়ে মুখটা মিষ্টি না করে কিন্তু যাবেন না
আমি খুব ক্লান্ত। মিষ্টি পান তো একটা খেতেই হবে। কিন্তু তার আগে বলুন মাজারে গেলে আমার একমাত্র কল্লাটা কেটে কেউ শহীদ করে ফেলবে না তো? অথবা কারো খড়ম পেটা খেতে হবে না তো? আগের দিনে টোল পাঠশালায় পড়া না পারলে ছাত্রদেরকে পণ্ডিত মশাই খড়ম পেটা করতেন।
০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫২
সাদা মনের মানুষ বলেছেন: আপনি বড় হইলে গেয়ানী হবেন দেখলেই বুঝা যায়, মিষ্টি পান আপনার জন্য না, ভাবীর জন্য
২৪| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৮
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর সব ছবি । বালুসাইর গ্রাম থেকে তোলা গো-শালিকের ছবিটি বেশী ভাল লাগছে , এটা একটা দুর্লভ মহুর্ত যা সচরাচর দেখা যায়না । উপরে শ্রদ্ধেয় আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই এর ২০ নং মন্তব্য উনি ( সাদা মনের মানুষ) শুধু একজন ভ্রমন পাগল মানুষই নন, ক্যামেরার কাজে এক অসাধারণ প্রতিভা সাথে সহমত ।
শুভেচ্ছা রইল ।
০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ডঃ এম আলী ভাই, আপনার কাছ থেকে সব সময় বেশী পেয়ে অভ্যস্থ.......ভালো থাকুন, সব সময়।
২৫| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: বরাবরের মতোই। অনেক চমৎকার। অনুকরণীয়।
০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন বাবু ভাই
২৬| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৯
ডঃ এম এ আলী বলেছেন: ভাই ইচ্ছেতো হয় মন খুলে অনেক কথাই বলি , কিন্তু নীজের পেটের ধান্ধায় অনেক সময় কিছু প্রফেশনাল লিখালিখে নিয়ে যখন সময় বেশি দিতে তখন ইচ্ছে থাকলেও বেশী সময় দিতে পারিনা বলে দু:খিত । সময় পেলে পরে আবার আসব । ইচ্ছেকরে আপনার প্রতিটি ছবির সাথেই আরো কিছু আমার জানা কিংবা ভাবনার বিষয় যুক্ত করে আপনার অগনিত পাঠকের সাথে শেয়ার করি ।
সুন্দর প্রতি উত্তরের জন্য অনেক শুভেচ্ছা রইল ।
০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: বুঝতে পেরেছি ভাই, আমি নিজেও ইদানিং বেশ চাপে আছি, তবে ক্রমান্বয়ে চাপ কাটিয়ে উঠছি, আশা করছি পরিপূর্ণ ভাবে ঝামেলা মুক্ত হতে সক্ষম হবো।
২৭| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৮
হাসান রাজু বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই ও আপনার খুনসুটি আমি সবসময় এনজয় করি। আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাইয়ের মন্তব্য পড়লে বুঝি উনি কতটা হিউমার সম্পন্ন মানুষ। প্রতি উত্তরে আপনিও কম যান ননা। আপনারা ভাল ও সুস্থ থাকুন। প্রতিনিয়ত আপনাদের খুনসুটি কামনা করি। হা হা হা....
০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৯
সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাইয়ের মন্তব্যগুলো মজাদার হয় বলে আমি সব সময় অপেক্ষা করি উনি কখন আসবে, ধন্যবাদ রাজু ভাই।
২৮| ০৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১:০৬
হাসান রাজু বলেছেন: ভাই, আপনি কাউকে ' এডভেঞ্চার প্রিয় মানুষ ' উপাধি দিয়েন না। সে লজ্জা পেতে বাধ্য। কেন বললাম? যারা আপনার ব্লগে মাঝে মাঝে ঢু দেন তারা সবাই জানেন।
আবু হেনা ভাই, আপনার মন্তব্যের সাথে ১০০+ ভাগ সহমত। উনার ছবি ব্লগের প্লাস ও মন্তব্য সংখ্যাই সব বলে দেয়।
এই নগন্যের মন্তব্য আপনার দৃষ্টিগোচর হয়েছে সেটাই বড় পাওয়া। অনেক ভালো থাকবেন।
০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১২
সাদা মনের মানুষ বলেছেন: কি যে বলেন ভাই, এ্যডভেঞ্চার প্রিয় মানুষদের আমি সব থেকে বেশী শ্রদ্ধার চোখে দেখি।
২৯| ০৭ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৫০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: পদ্মার ছবি, মুন্সিগঞ্জ... বুকটা হু হু করে উঠে । লৌহজং সেই জায়গাটা তে এল জি আর ডি সরকারী বাসায় আমার বোনের পরিবার থাকতো। নদী ভেংগে নতুন ইতিহাস দিয়ে যায়। ছবি সহ সবটায় ভাল লাগা রইলো।
০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৩
সাদা মনের মানুষ বলেছেন: কিছু ছবি আছে, যা মনটাকে নষ্ট্যালজিক করে দেয়, আপনার হয়তো তেমনটিই হচ্ছে.......শুভেচ্ছা জানবেন আপু।
৩০| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৬
শাহিন-৯৯ বলেছেন: ভাবতাছি- আপনার কাছ থেকে ছবি তোলার ট্রেনিং নিব।
০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ১০০ তে শূন্য পাবার এটাই মনে হয় সব থেকে ভালো উপায় হবে
৩১| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:০৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বুঝতে পেরেছি ভাই, আমি নিজেও ইদানিং বেশ চাপে আছি
উচ্চচাপ, না নিম্নচাপ? আমি তো উচ্চচাপে ভুগছি। প্রতিদিন দুটো হাইপারটেনশনের ট্যাবলেট সহ সাতটা ট্যাবলেট খেতে হয়।
০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:১১
সাদা মনের মানুষ বলেছেন: এই চাপ সেই চাপ না, অবসরে যাওয়া মানুষদের এই চাপগুলো না বোঝাটাই ভালো
৩২| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:২১
শাহিন-৯৯ বলেছেন: তবুও এমন গুরুর দর্শণ হারাতে চাই না।
০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫২
সাদা মনের মানুষ বলেছেন: মানেটা কি ভাই?
৩৩| ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৫
নিশাত১২৩ বলেছেন: সাদা মনের মানু্ষ,
কি চমৎকার সব ছবির সমারোহ ।
০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
৩৪| ০৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:১০
আখেনাটেন বলেছেন: প্রথম ছবিটা অসম্ভব সুন্দর হয়েছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে ছিলাম। ++++++++++
তবে বাকিগুলো তেমন ভালো লাগে নি বলে দুঃখিত।
০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: দুঃখিত হওয়ার কিছু নেই ভাই, আমার তোলা সব ছবি সবার ভালোলাগার কোন কারণ নেই, অনেকেই ভালো না হলেও বলে ভালো, তবে আপনি মন খুলে বলেছেন বলে ধন্যবাদ আপনাকে।
৩৫| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৪
আমির ইশতিয়াক বলেছেন: (৬) বঙ্গোপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা এই নারকেল বনটা মায়ানমারে, টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে তোলা ছবি।[/sb
বাংলাদেশে থেকে মায়ানমারের ছবি তুলেন! এত দূর চোখ গেল কিভাবে?
০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৫
সাদা মনের মানুষ বলেছেন: চোখ এত দূরে যায়নি, চোখের দৃষ্টি গিয়েছিল আমির ভাই.......আন্তরিক শুভেচ্ছা জানবেন ভাই।
৩৬| ০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবি ও হেনা ভাইএর কমেন্ট দুটোই উপভোগ করলাম।
০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাইয়ের কমেন্ট না থাকলে জীবনটা ষোল আনাই বৃথা
৩৭| ০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলাদেশ দল সবগুলো সিরিজ ড্র করে ফিরে আসার পর মোষের ঘন দুধ দিয়ে বানানো এক কাপ চা খেয়েছিলাম। সেই চায়ের স্বাদ এখনো মুখে লেগে আছে। আজ আবার মোষের দুধ কিনে এনেছি। জ্বাল দিয়ে ঘন করার কাজ চলছে। উপরে ঘি ভেসে উঠলেই চা বানানোর উপযোগী হবে।
আমার বাসায় কেউ মোষের দুধের চা খায় না শুধু আমি ছাড়া। সবাই ছি ছি করে। ওরা গরুর দুধের চা অথবা লাল চা খায়। মোষের দুধের প্রোটিন, ভিটামিন, মিনারেলস সহ অন্যান্য উপকার সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ বক্তব্য দেবার সময় সবাই উঠে নিজ নিজ কাজে চলে যায়। শুধু আমাদের বুয়া গালে হাত দিয়ে আমার কথা শোনে। তবে বুড়ির ধমক খেলে সেও উঠে চলে যায়। ভালো কথা আজকাল কেউ শোনে না কামাল ভাই।
০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫০
সাদা মনের মানুষ বলেছেন: আমি আগে বগুড়ার দই খুব পছন্দ করতাম, যখন শুনেছি ঐগুলো মোষের দুধ দিয়া বানায় তখন থেকে পছন্দে কিছুটা ভাটার টান........আইচ্ছা কাজের বুয়াটা আপনার এতো ভক্ত হলো কেম্নে???
৩৮| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কাজের বুয়া আমার ভক্ত নয় কামাল ভাই। সে বুঝার চেষ্টা করে, এই বুড়া লোকটা কী আবোল তাবোল কথা বলে? জীবনে কোনদিন শোনে নাই তো!
০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: বুড়া লোকের ভক্ত বয়ড়ি, ব্যাপারটা কম খারাপ নয়
৩৯| ০৯ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:২২
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো খুব। সুন্দর ছবি দেখে আবারো মনে হলো, সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মোস্তফা ভাই, আপনার সাথে আমি অবশ্যই একমত।
৪০| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: ৭ নম্বর ছবিটার মতো কুড়ে ঘড় জীবনে অনেক দেখেছি!
ও ঘড় গুলোর সৌন্দর্য চিরন্তন! আর ওতে যে মানুষগুলো বাস করে তাদের সরলতাও খাঁটি!
পোস্টে প্লাস!
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ছহিহ কথা কইছেন, শুভেচ্ছা জানবেন বিলিয়ার ভাই।
৪১| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কামাল ভাই অনেক ঘুরাঘুরি করেছেন ক্লান হয়ে আছেন। এই গরমে একটি ঠান্ডা শরবত খান দিলাম। কাঁচা আমের শরবত।
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৫
সাদা মনের মানুষ বলেছেন: কাঁচা আমের শরবত কই? এতো সেদ্ধ আম
৪২| ১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এইটা কাঁচা চোখে দেখছি।
১০ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১
সাদা মনের মানুষ বলেছেন: এই বার ঠিকাছে
৪৩| ১৪ ই এপ্রিল, ২০১৭ রাত ২:৫৬
ডঃ এম এ আলী বলেছেন:
১৪ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: আমি ইলিশ ছাড়া পাম্তা খামু, ইলিশে ঝাঝ বড় বেশী......শুভ নববর্ষ
৪৪| ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যে ভাবে বনে বাদাড়ের তালিম দিচ্ছেন তাতে শেষমেষ সবাই লোকালয় ছেড়ে বনে বাদাড়ে চলে গেলে কি উপায় হবে।
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০৬
সাদা মনের মানুষ বলেছেন: তখন আমি এসে সবার বাড়িঘর দখল করবো, বুদ্ধিটা কি কম খারাপ হইছেনি ফরিদ ভাই?
৪৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১০
জুন বলেছেন: সাদা মনের মানুষ আপনি কি কোনো কারনে আমার উপর মনক্ষুন্ন ভাই ? অনেকদিন আপনাকে দেখি না । নাকি ব্যাক্তিগত ব্যাস্ততায় ব্যাস্ত !! যেটাই হোক জানাবেন অবশ্যই ।
৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫১
সাদা মনের মানুষ বলেছেন: ব্যস্ততা অনেক বেড়েছে, তবে মনটা এখানেই পড়ে থাকে সব সময়।
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১ম হলাম।