নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
চট্টগ্রাম শহর থেকে পারকি সমুদ্র সৈকত এর দূরত্ব প্রায় ২৫ কিঃমিঃ। চট্টগ্রামের নেভাল একাডেমি কিংবা বিমানবন্দর এলাকা থেকে কর্ণফুলী নদী পেরোলেই পারকি সমুদ্র সৈকত যাকে স্থানীয়রা বলে পারকির চর। কর্ণফুলী নদীর মোহনার পশ্চিম তীরে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং পূর্বদক্ষিণ তীরে এই পারকী সমুদ্র্র সৈকত। চট্টগ্রামের যে কোন জায়গা থেকে ট্যাক্সি বা সিএনজি করে দক্ষিণ পতেঙ্গার ১৫ নং ঘাটে গিয়ে ট্রলারে কর্ণফুলী পাড় হয়ে আবার ১০০ টাকায় সিএনজি রিজার্ভ করলেই চলে যাওয়া যায় এই মনোরম সৈকতে। এখানে কক্সবাজারের মতো এতোটা পর্যটক নেই, নেই তেমন থাকা খাওয়ার ভাল ব্যবস্থা, তবে নির্মল একটা সমুদ্র সৈকত রয়েছে এখানটাতে।
অনেকটা যেন গ্রামীন পরিবেশ। জেলেদের মাছ ধরা, ঝাউ বনে বাতাসের কানাকানি, উত্তাল সমুদ্রের ফেনায়িত তরঙ্গমালা আর বালুকারাশির ভেতরে কাকড়াদের খেলা করা, এ এক অনন্য সৌন্দর্য্য। বাম দিকে দূরে দেখা যায় গহিরার জেলে পল্লী, যেখানে জেলেদের কর্মযজ্ঞে মুখরিত থাকে সারা বেলা, ইচ্ছে করলে সৈকত ধরে বাইক নিয়ে ওখানে গিয়ে দেখে আসা যায় স্বল্প সময়ে। সব মিলিয়ে একটা অনন্য সমুদ্র সৈকত। চট্টগ্রাম জেলার আনোয়ার থানায় অবস্থিত এই উপকূলীয় সমুদ্র সৈকতটি। আসুন এবার নেমে পড়া যাক এই সৈকতে।
(২) চট্টগ্রামের যে কোন যায়গা থেকে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট দিয়ে কর্ণফুলি পারি দিয়ে ওপারের সিইউএফএল ঘাটে যেতে হবে।
(৩) ১৫ নং ঘাটের পাশেই বিমান বন্দর হওয়ায় ক্ষণে ক্ষনেই মাথার উপরে খুব নিচু দিয়া বিমান আসা যাওয়া করতে দেখা যায়।
(৪) ১৫ নং ঘাটের পাশের ঘাটেই বাধা রয়েছে কোষ্ট গার্ডদের বিলশালাকার জাহাজগুলো।
(৫) কর্ণফুলী নদীর তরঙ্গমালায় খেলা করছে সীগার্লরা।
(৬) মাঝ নদীতে সারিবদ্ধ দাঁড়িয়ে কার্গো জাহাজগুলো।
(৭) ওপারে সিইউএফএল ঘাট, (যেখানে দেশের সর্ব বৃহৎ ১০ ট্রাক অস্র খালাস করে দেশের ভেতরে ঢোকানোর চেষ্টা হয়েছিল) আপাতত আমাদের গন্তব্য ওখানে।
(৮) সিইউএফএল ঘাটে উঠেই দেখলাম সাপে নেওলের যুদ্ধ, কিছুটা সময় এখানে ক্ষেপন করে ছুলটাম পারকির উদ্দেশ্যে।
(৯) সিএনজি নিয়ে যাওয়ার পথে ডান পাশে এই স্থাপনাটা কি জানিনা, সম্ভবত সারকারখানার কোন অংশ।
(১০) ২০/২৫ মিনিটেই এলে এলাম পারকি সৈকতে। সকালের দিকে হওয়াতে সৈকতে একেবারেই সুনসান। একপাশে ঝাউ বন, অন্য পাশে বিশাল বালুকাবেলায় আছড়ে পরছে সমুদ্র।
(১১/১২) সমুদ্রের দিকে কিছু জেলে মাছ ধরছে।
(১৩) ওদের জালে ধরা পড়া কিছু মাছ।
(১৪) মাছ ধরে আবার নেমে যাচ্ছে পানিতে, এভাবেই সমুদ্রের সাথে চলছে ওদের নিরন্তর খেলা।
(১৫) কিছুক্ষণের মাঝেই এক ঝাঁক তরুণ সাইক্লিষ্ট চলে এল সৈকতে, কিছুটা প্রাণ চাঞ্চল্য দেখা দিল পারকিতে।
(১৬) সওয়ারির আশায় ঘোড়াওয়ালাও তার ঘোরা নিয়ে চলে চলো সৈকতে।
(১৭) দূরে দেখা যাচ্ছে কিছু জেলে নৌকা অলস বসে আছে বীচে, হয়তো একটু পড়েই পাড়ি দিতে হবে উত্তাল তরঙ্গমালা, তাই হয়তো একটু জিরিয়ে নেওয়া।
(১৮) পাশের খাবারের দোকানিরা ঝাউ বনের ভেতরে সুন্দর করে চেয়ার টেবিল সাজিয়ে রেখেছে, ক্লান্ত হয়ে এখানে বসে অনায়াসেই কিছুটা খেয়ে নেওয়া যায়।
(১৯) একটি খঞ্জনা পাখি ঝাউ বনের ছায়ায় আনমনে ঘুরে বেড়াচ্ছিল।
(২০) আমার সফর সঙ্গী আবার ডাব খাওয়ার আগে ওদের সাথে সেলফি তুলে নেয়
২১ শে মে, ২০১৭ সকাল ৮:৩০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজ ভাই, সকাল বেলা আপনার সুন্দর মন্তব্যে আমারও মন ভরে গেল
২| ২১ শে মে, ২০১৭ সকাল ৮:৪৯
মোস্তফা সোহেল বলেছেন: ভাল আছেন ভাইয়া?
পোষ্টের কথা কি আর বলব। বরাবরের মতই সুন্দর ।
সুযোগ পেলে একদিন যাব। তবে আপনার ঘোরাঘুরি যে আমাদের সাথে শেয়ার করেন তাতে আমাদেরও কিছুটা ঘোরা হয়ে যায়।
২১ শে মে, ২০১৭ সকাল ৯:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: ভালো আছি সোহেল ভাই, শুভেচ্ছা জানবেন।
৩| ২১ শে মে, ২০১৭ সকাল ৮:৫৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: দেখা হয়েগেলো এক পলকে।
বেড়ানোর অপেক্ষায় রইলাম...
২১ শে মে, ২০১৭ সকাল ৯:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: আমিও আরো কয়েকবার বেড়ানোর অপেক্ষায় রইলাম, ধন্যবাদ।
৪| ২১ শে মে, ২০১৭ সকাল ৯:০৬
ডঃ এম এ আলী বলেছেন:
খুব সুন্দর ছবি ও বিবরণ ।
অনেক দিন পর
খঞ্জন পাখীটিকে দেখলাম
মনে পরে গেল
একে নিয়ে গানের কথা
ছোট্ট পাখী খঞ্জনা
একটি শিশে জাগিয়ে গেল
লাগছে তাও মন্দনা ,
ছোট চাপার কলি শুনো
আমার এ মন জাগিয়ে গেল
সে তো আর গন্ধনা
ছোট্ট দুটি কথা ভরা মুখরতা
মন আমার মাতিয়ে গেল
সে শুধু আর ছন্দনা ।
খঞ্জনার সাথে সকল ছবিই ভাল লাগল ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
২১ শে মে, ২০১৭ সকাল ১০:৩২
সাদা মনের মানুষ বলেছেন: গানটা কখনো শুনেছি বলে মনে পড়ে না, ধন্যবাদ আলী ভাই, শ্রদ্ধা জানবেন।
৫| ২১ শে মে, ২০১৭ সকাল ৯:০৭
ডঃ এম এ আলী বলেছেন: পোষ্ট টি প্রিয়তে গেল
২১ শে মে, ২০১৭ সকাল ১০:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
৬| ২১ শে মে, ২০১৭ সকাল ৯:১০
সত্যের ছায়া বলেছেন: ছবিগুলো চমৎকার। পাখির ছবিগুলো ভাল লেগেছে।
২১ শে মে, ২০১৭ সকাল ১০:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত হলাম অনেক, ধন্যবাদ।
৭| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:১৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৮) পাশের খাবারের দোকানিরা ঝাউ বনের ভেতরে সুন্দর করে চেয়ার টেবিল সাজিয়ে রেখেছে, ক্লান্ত হয়ে এখানে বসে অনায়াসেই কিছুটা খেয়ে নেওয়া যায়।
বাহ! চমৎকার ব্যবস্থা। যাইতে খাইতে মুঞ্চায়।
২১ শে মে, ২০১৭ সকাল ১০:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: যাইতে না করছে কেডা? দৌড় লাগান
৮| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:১৬
ওমেরা বলেছেন: ছবি বর্ননা দুটুই ভাল লেগেছে ধন্যবাদ ভাইয়া ।
২১ শে মে, ২০১৭ সকাল ১০:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু
৯| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:২৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৬) সওয়ারির আশায় ঘোড়াওয়ালাও তার ঘোরা নিয়ে চলে চলো সৈকতে।
পারকিতে নয়, কক্সবাজার সমুদ্র সৈকতে আমি এরকম একটা ঘোড়ায় চড়েছিলাম। বুড়ো মানুষ ঘোড়া থেকে পড়ে গেলে হাড় গোড় ভেঙ্গে অনাসৃষ্টি হতে পারে এই আশঙ্কায় আমার পরিবারের সদস্যরা আমার জন্য এমন একটা ঘোড়া বাছাই করেছিল, যা অনেকটা গাধার মতো ছোট খাটো এবং দুর্বল। দৌড়ানো তো দূরের কথা, ঘোড়াটি ঠিকমতো হাঁটতেও পারছিল না। আমার অবস্থা হয়েছিল অনেকটা 'ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল'-এর মতো।
আমার লেখা 'ক্যামেরা ফেস' গল্পে নিশ্চয় পড়েছেন এই ঘটনা।
২১ শে মে, ২০১৭ সকাল ১০:৪০
সাদা মনের মানুষ বলেছেন: গাদায় বা খচ্চরে চড়ছেন নিশ্চয়ই
১০| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:২৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৫) কর্ণফুলী নদীর তরঙ্গমালায় খেলা করছে সীগার্লরা।
ফ্যান্টাসটিক! এমন সুন্দর ছবি তুলেন কীভাবে?
২১ শে মে, ২০১৭ সকাল ১০:৪১
সাদা মনের মানুষ বলেছেন: ক্যামেরা টিপে ছবি তুলি এইডাও জানেন্না?
১১| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:৪৪
জীবন সাগর বলেছেন: মুগ্ধতা নিয়ে ফিরলাম ভাই
শুভকামনা আপনার জন্য
২১ শে মে, ২০১৭ দুপুর ১:১৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা সাগর ভাই।
১২| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:৪৬
নায়না নাসরিন বলেছেন: কর্ণফুলী নদীর তরঙ্গমালায় খেলা করছে সীগার্লরা। সুন্দর সব ছবি ভাইয়া ++++
২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নাসরিন আপু, চেষ্টা করি সব সময় কিছু সুন্দরকে প্রকৃতি থেকে আমার ক্যামেরায় তুলে আনার।
১৩| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৯) একটি খঞ্জনা পাখি ঝাউ বনের ছায়ায় আনমনে ঘুরে বেড়াচ্ছিল।
এই পাখি এর আগেও দেখেছি। খঞ্জনা নামটা দারুণ তাই না? খঞ্জনা পাখির নামে একটা সুন্দর কবিতা আছে। এই মুহূর্তে মনে পড়ছে না। মনে পড়লে দুই ছত্র শুনিয়ে দেব। সরি! দুই ছত্র লিখে দেব।
২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৫১
সাদা মনের মানুষ বলেছেন: ডঃ এম আলী ভাইয়ের গানটা পড়ে নিয়েন
১৪| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:৫৮
শূন্যনীড় বলেছেন: আল্লাহ্ আপনার মঙ্গল করুক
২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৫২
সাদা মনের মানুষ বলেছেন: আপনারও
১৫| ২১ শে মে, ২০১৭ সকাল ১০:৫৯
রক বেনন বলেছেন: আপনার ব্লগে আপনি আমাদের প্রিয় চট্টগ্রাম শহরটিকে খুব সুন্দর করে তুলে ধরছেন। ধন্যবাদ আপনাকে। পোষ্টে +++++
২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই বেনন, পৃথিবীর সব সৌন্দর্য্য উপভোগ করার আমার অনন্ত তৃষা, আর সেই সৌন্দর্য্য থেকে কিছুটা ব্লগে তুলে ধরে আমি তৃপ্তি পাই অনেক।
১৬| ২১ শে মে, ২০১৭ সকাল ১১:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো ছবি গুলো দেখে। জানা হলো নতুন কিছু। কৃতজ্ঞতা রেখে গেলাম পোষ্টে।
শুভকামনা আপনার জন্য।
২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও অনেক শুভ কামনা নয়ন ভাই, ইদানিং আপনারাই প্রিয় ব্লগটাকে মাতিয়ে রেখেছেন।
১৭| ২১ শে মে, ২০১৭ সকাল ১১:৪২
সাঈদ মুহাম্মাদ আশরাফুল ইসলাম বলেছেন: আরো একটি চমৎকার ছবি পোস্ট! আপনার জন্য শুভ কামনা।
২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: আশরাফুল ভাই, আপনার আইকনে লিচুর ছবি দিলেন ক্যান? খেতে ইচ্ছে করছে পকেট ফাকা, সমাধান চাই
১৮| ২১ শে মে, ২০১৭ দুপুর ২:২১
ধ্রুবক আলো বলেছেন: মনোমুগ্ধকর সব ছবি +++
২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০২
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও প্লাস আলো ভাই
১৯| ২১ শে মে, ২০১৭ দুপুর ২:৩৯
কানিজ রিনা বলেছেন: বেশ কয়েক বার যাওয়া হয়েছে, ভাল লাগার
জন্য কয়েক বার গিয়েছি। খুব চেনা জায়গা
তাই আপনার ছবিতে আরও ভাল লাগল।
শুভ কামনা।
২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: মাত্র একবারই গিয়েছি, সময় পেলে আমি আবারও যাবো, ভালো থাকুন আপু।
২০| ২১ শে মে, ২০১৭ বিকাল ৪:৩১
রানা আমান বলেছেন: আপনার পোস্ট মানেই একরাশ মুগ্ধতা । ধন্যবাদ কামাল ভাই ,সুন্দর পোস্টের জন্য ।
২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: এমন মন্তব্য আমাকে সব সময় উৎসাহিত করে, ধন্যবাদ আমান ভাই।
২১| ২১ শে মে, ২০১৭ বিকাল ৫:১৪
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক ভাল লাগা এবং অনেক মুগ্ধতা। চিরন্তন সুন্দরের প্রতিচ্ছবি।
২২ শে মে, ২০১৭ সকাল ৭:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই, ভালো থাকুন, সব সময়।
২২| ২১ শে মে, ২০১৭ বিকাল ৫:১৮
এরশাদ বাদশা বলেছেন: সুন্দর পোস্ট।
২২ শে মে, ২০১৭ সকাল ৭:০৮
সাদা মনের মানুষ বলেছেন: রাজা বাদশাহ রা আমার পোষ্টে আগমন করছে এ যে আমার বিশাল পাওয়া.......শুভেচ্ছা জানবেন বাদশা
২৩| ২১ শে মে, ২০১৭ বিকাল ৫:৫১
ডঃ এম এ আলী বলেছেন: গানটা খুবই অপ্রচলিত, তাই হয়ত শুনা হয়নি । ডাবের ছবি ও সাথে সেলফি তুলার বিষয়টি দৃষ্টি আকর্ষন করেছে । দিন কয়েক আগে একটি সংবাদ ভাষ্যে দেখেছিলাম ক্রেতাদের এ চাহিদা মেটাতে গ্রাম থেকে হাজার হাজার ডাব প্রতিদিন সরবরাহ করা হচ্ছে বিভিন্ন শহরে। কাঠফাটা গরমে তৃঞ্চা মেটাতে ডাবের পানি উপদেয় ফলে এর চাহিদা ব্যপক । ভোক্তদের এ চাহিদাকে পুঁজি করে প্রতিটি ডাবের দাম ২০/২৫ টাকা হারে আদায় করা হচ্ছে বিভিন্ন শহর-বন্দরে। অথচ গ্রামের গৃহস্থদের থেকে ডাব কেনা হচ্ছে প্রতিটি মাত্র ১০/১৫ টাকা হারে। এভাবে গলাকাটা বাণিজ্যের শিকার হচ্ছে গ্রামের গৃহস্থ ও শহরের ক্রেতারা। মাঝখান দিয়ে মধ্যস্বত্ত্ব ভোগী দালাল-ফাঁড়িয়া ব্যাবসায়ীরা আঙ্গুল ফুলে কলাগাছ বনে যাচ্ছে।
কথা হলো কৃষকেরা ডাবের জন্য উপযুক্ত দাম কিভাবে পেতে পারে , এ ব্যপারে কৃষকের কি বক্তব্য তা যদি উঠে আসে আপনার মুল্যবান লেখার ভিতরে তাহলে তাদের অনেক উপকার হতে পারে । এখন মনে হল গৃহস্থের এই অবস্থা দেখে প্রিয় ছড়াকার প্রামানিক ভাই হয়তবা ডাবের বদলে কাঁচা আমের সরবত পছন্দ করে !!!
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
২২ শে মে, ২০১৭ সকাল ৮:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলী ভাই, কোন এক সময় সুযোগ পেলে কৃষকদের কাছ থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। আর প্রামানিক ভাইকে কাঁচা আমের শরবত খাওয়ানোর জন্য উনি আপনাকে ধন্যবাদ দিতে আমাকে বলে দিয়েছে।
২৪| ২১ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।
২২ শে মে, ২০১৭ সকাল ৯:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: পোষ্টে মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা
২৫| ২১ শে মে, ২০১৭ রাত ৮:১১
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
" এখানে কক্সবাজারের মতো এতোটা পর্যটক নেই, নেই তেমন থাকা খাওয়ার ভাল ব্যবস্থা, তবে নির্মল একটা সমুদ্র সৈকত রয়েছে এখানটাতে। " একটা সৈকতের জন্যে এর চে' আর বেশী কি চাই !!!!!!
কিছু যে চাওয়ার থাকেনা তা ১০, ১২ আর ১৬ নং ছবিই বলে দেয় । একেবারেই সুনসান।
২২ শে মে, ২০১৭ রাত ৮:২৯
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, তবে বিকেলটা নাকি বেশ জমজমাট ভাব থাকে, ভাবছি কোন এক দিন সকাল থেকে সন্ধ্যা অবদি ওখানে কাটিয়ে দেওয়া যায় কিনা, ধন্যবাদ জী এস ভাই
২৬| ২১ শে মে, ২০১৭ রাত ৮:৩৪
করুণাধারা বলেছেন: এমন একটি জায়গা আছে জানা ছিল না। চমৎকার ছবিগুলোর।মাধ্যমে।দেখা হয়ে গেল।
২২ শে মে, ২০১৭ রাত ৮:৩২
সাদা মনের মানুষ বলেছেন: বাংলাদেশের অনেক চমৎকার যায়গাই এখনো আমাদের দেখার বাকী, এদেশে সৌন্দর্য্যের কোন শেষ নেই, শুভেচ্ছা জানবেন ধারা।
২৭| ২১ শে মে, ২০১৭ রাত ৮:৫৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সুন্দর পরিবেশ এবং ছবি।
২২ শে মে, ২০১৭ রাত ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: কোথায় আপনি ব্লগ তলে না পটল তলে?
২৮| ২২ শে মে, ২০১৭ রাত ১২:৫৯
একটি বালুকণা বলেছেন: /
কি চমৎকার!
গ্রামে গেলেই আমি সমুদ্র তটে হেঁটে বেড়াই।
বিস্তৃত জলরাশি,সুদীর্ঘ সৈকত,ঘন ঝাউবন আর সূর্যাস্তের দারূণ মুহূর্তটা খুব উপভোগ করি।
যদিও পারকির চরে যাওয়া হয়নি এখনও।
আপনার ছবি সম্বলিত বিবরন দারূণ লেগেছে।
২২ শে মে, ২০১৭ রাত ৮:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: গ্রামে গেলেই আমি সমুদ্র তটে হেঁটে বেড়াই।
বিস্তৃত জলরাশি,সুদীর্ঘ সৈকত,ঘন ঝাউবন আর সূর্যাস্তের দারূণ মুহূর্তটা খুব উপভোগ করি।........আপনার গ্রাম কি সমুদ্রের ধারে? তাহলে তো আপনি সৌভাগ্যবান।
২৯| ২২ শে মে, ২০১৭ রাত ২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট +
২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই, কেমন আছেন?
৩০| ২২ শে মে, ২০১৭ সকাল ১০:০৮
সামু পাগলা০০৭ বলেছেন: আপনার অন্যসব ভ্রমণ পোষ্টের মতো এটিও অসাধারণ!
শেয়ারে কৃতজ্ঞতা।
অনেক অনেক ভালো থাকুন ভাই।
২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আমি সব সময়ই চেষ্টা করি নিজের ভ্রমঙুলোকে ব্লগে ফুটিয়ে তুলতে। আপনিও ভালো থাকুন, সব সময়।
৩১| ২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর এসেছে সব ছবি। বরাবরের মত মুগ্ধ আপনার পোস্টে।
২৫ শে মে, ২০১৭ সকাল ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শোভন ভাই, শুভেচ্ছা অবিরত
৩২| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১:৪৬
হাসান রাজু বলেছেন: আপনার আর দশটা পোস্টের মতই অনন্য একটা পোস্ট । একটা বিশেষত্ব হল, "অনন্য পারকি সমুদ্র সৈকত" পোস্টটিতে শুধু পারকি সমুদ্র সৈকতের ছবি ই পোস্ট করেছেন । হা হা ......
২৫ শে মে, ২০১৭ সকাল ১১:২০
সাদা মনের মানুষ বলেছেন: মানে হলো বিপরিত, পারকির চাইতে অন্যান্য ছবিই বেশী, আমি এমনি করি সব সময়, যেখানে যাই ওখানের আশেপাশের কিছু ছবিও থাকে, আমার পোষ্টে ধন্যবাদ রাজু ভাই।
৩৩| ২৫ শে মে, ২০১৭ সকাল ১০:৫৫
নীলপরি বলেছেন: দারুন লাগলো ।
২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:২৯
সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত হলাম পরি
৩৪| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:২৬
চাঁদগাজী বলেছেন:
যারা জাল টেনে মাছ ধরছিলেন, তারা কয়জন মিলে কেমন মাছ পাচ্ছিলেন?
২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩২
সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হচ্ছিল খাটুনির তুলনায় মাছ কম
৩৫| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১১
সালমান মাহফুজ বলেছেন: নতুন কিছু জানলাম ।
ছবিতে ভালো লাগা ।
২৫ শে মে, ২০১৭ রাত ৮:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মাহফুজ ভাই, ভালো থাকুন, সব সময়।
৩৬| ২৫ শে মে, ২০১৭ রাত ১০:৩৭
প্রামানিক বলেছেন: কত কি যে দেখাইলেন - -
২৬ শে মে, ২০১৭ ভোর ৬:৩২
সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো কম দেহাইতাছেন্না
৩৭| ৩১ শে মে, ২০১৭ সকাল ১১:৪৮
আমির ইশতিয়াক বলেছেন: অনেক দিন পর আসলাম। কেমন আছেন কামাল ভাই?
০১ লা জুন, ২০১৭ সকাল ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: ভালো আছি ভাই, আপনাকে ব্লগে দেখি না ক্যান?
৩৮| ২০ শে জুন, ২০১৭ রাত ২:৪২
নীল মনি বলেছেন: চমৎকার বর্ণনা,ছবির সাথে সাথে মনে হল চলে গেছি পারকীর চরে
২০ শে জুন, ২০১৭ সকাল ৭:২৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মনি আপু, শুভেচ্ছা অবিরত
©somewhere in net ltd.
১| ২১ শে মে, ২০১৭ সকাল ৮:২২
সারাফাত রাজ বলেছেন: সকালবেলাতেই আপনার পোস্ট দেখে মনটা ভালো হয়ে গেল।
ভালো থাকবেন ভাই।