নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাদাড়ে.....৫৯

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৩১


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছে গুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।


(২) পাহাড়ি গ্রাম জাদিপাই পাড়া, বান্দরবান থেকে তোলা ছবি।


(৩) পাতা বাহার, নরসিংদীর মনোহরদীর রামপুরা গ্রাম থেকে তোলা ছবি।


(৪) অলস বসে থাকা জেলে নাও, সেন্টমার্টিন, কক্সবাজার থেকে তোলা ছবি।


(৫) ফুলে প্রজাপতি, নরসিংদীর আমীরগঞ্জ থেকে তোলা ছবি।


(৬) দুইপাশে সবুজ গাছ, মাঝখানে রাস্তা, বোটানীক্যাল গার্ডেন, মিরপুর থেকে তোলা ছবি।


(৭) মাছরাঙা, সফিপুর আনসার ক্যাম্প থেকে তোলা ছবি।


(৮) গেদে স্টেশন, ট্রেনে ঢাকা থেকে কলকাতা গেলে বাংলাদেশের শেষ স্টেশন দর্শনা, আর ভারতের ভেতরের প্রথম স্টেশন হলো এই গেদে।


(৯) রেল লাইন ধরে ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত হেটে যাওয়ার ইতিহাস অনেকেই জানেন, পরবর্তিতে আমি আখাউড়া থেকে সিলেটের পথে হাটছি, যদিও ইদানিং হাটাটা স্থগিত আছে। এটা আখাউড়া হতে সিলেট যাবার পথে মেরাসনী এলাকা থেকে তোলা ছবি।


(১০) বট গাছে হরিয়াল পাখি। এটা নরসিংদীর শিবপুরের জাল্লারা বাজার থেকে তোলা ছবি।


(১১) কাপ্তাই লেক, রাঙামাটি থেকে তোলা ছবি।


(১২) সিঁদুরে রঙা আপেল, কাশ্মীর থেকে তোলা ছবি।


(১৩) সামনে কেওকারাডাং এর আগের গ্রাম দার্জিলিং পাড়া, বান্দরবান থেকে তোলা ছবি।


(১৪) সুন্দরী গাছের বনের ভেতরে কাঠের মাচা বাধানো পথ, সুন্দর বনের হাড়বাড়িয়া থেকে তোলা ছবি।


(১৫) রাঝাঁস ও তার ছানারা, নরসিংদীর উদিংগা গরাম থেকে তোলা ছবি।


(১৬) যাদুকাটা নদী, পাশে বারেক টিলা, দূরে ভারত। সুনামগঞ্জের তাহিরপুর থেকে তোলা ছবি।


(১৭) কৃষ্ণচুড়া ফুল, পাশে বসে আছে একটি বসন্ত বাউড়ি পাখি, নরসিংদীর ভেলানগর থেকে তোলা ছবি।


(১৮) গোধূলী বেলা, নরসিংদীর বর্দ গ্রাম থেকে তোলা ছবি।


(১৯) পশুর নদীতে জেলেদের খেলা, দূরে দেখা যাচ্ছে কিছু বাড়ীঘর, খুলনা থেকে তোলা ছবি।


(২০) জারুল ফুল, শিবপুরের জয়নগর থেকে তোলা ছবি।

মন্তব্য ৬৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সিলেট হাটা তবে বন্ধ!!!!!

তাইতো বলি সিরিজে হঠাৎ ছন্দপতন!!! :)

মুগ্ধতার প্রকৃতিতে মুগ্ধতা চিরকালীন।


++++++++++++++++++

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

সাদা মনের মানুষ বলেছেন: মুগ্ধতার প্রকৃতিতে মুগ্ধতা চিরকালীন। .........কাব্যিক মন্তব্যে অনুপ্রাণিত সব সময়।

২| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বনে বাদাড়ে ....৫৯ ঘুরে মুগ্ধতা রেখে গেলাম ভাই। ছবিগুলো খুব সুন্দর ধারণ করেছেন। পার্ফেক্ট ফটোগ্রাফার আপনি।

শুভকামনা জানবেন সবসময়।

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

সাদা মনের মানুষ বলেছেন: পার্ফেক্ট ফটোগ্রাফার শব্দটিতে আমার কঠিন আপত্তি.......শুভ কামনা জানবেন নয়ন ভাই।

৩| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নামাজ পড়ে আসছি।

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ঠিকাছে

৪| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


পশুর নদীতে মাছ আছে এখনো?

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: নদী যেহেতু, থাকা উচিৎ

৫| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

সারাফাত রাজ বলেছেন: ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই
কি অসাধারণ কথা!! মুগ্ধ হলাম।

জাদিপাই ঝরনার ছবিও দেখতে চাই।

কৃষ্ণচুড়া ফুল ভীষণভাবে হাতছানি দিচ্ছে।

পাতাবাহারের সত্যিই কি অপূর্ব বাহার!!

ভাই, একটা অনুরোধ করতে পারি কি? আপনার বনে বাদাড়ে..... সিরিজটির সবগুলো পর্বের লিঙ্ক দিয়ে যদি সূচীকরণ করতেন তাহলে খুবই ভালো হতো। আমরা আপনার যারা গুণমুগ্ধ পাঠক আছি তারা সবগুলো বন আর বাদাড় একই ছাতার তলায় পেতাম। পুরো বাংলাদেশটা আপনার পোস্ট দেখলেই এক লহমায় দেখা হয়ে যেত। আশাকরি ব্যাপারটা ভেবে দেখবেন। :)

২৫ শে মে, ২০১৭ রাত ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনার কথাটা আমি অবশ্য ভেবে দেখবো ভাই। জাদিপাই ঝর্ণা নিয়ে একটা পোষ্ট আছে, খুজে বের করে পরে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো.......আপনার মন্তব আমাকে ব্যপক উৎসাহিত করল রাজ ভাই।

৬| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৯) রেল লাইন ধরে ঢাকা থেকে চিটাগাং পর্যন্ত হেটে যাওয়ার ইতিহাস অনেকেই জানেন, পরবর্তিতে আমি আখাউড়া থেকে সিলেটের পথে হাটছি, যদিও ইদানিং হাটাটা স্থগিত আছে। এটা আখাউড়া হতে সিলেট যাবার পথে মেরাসনী এলাকা থেকে তোলা ছবি।

হাঁটা স্থগিত আছে কেন? সঙ্গী সাথী না পাইলে আমারে নেন। আমি সারাদিনে দেড় কিলোমিটার হাঁটতে পারি।

২৫ শে মে, ২০১৭ রাত ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: আপ্নেরেই আমি এতো দিন ধরে খুজে বেড়াইতাছি :-B

৭| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১২) সিঁদুরে রঙা আপেল, কাশ্মীর থেকে তোলা ছবি।


আহা! দেখলেই চুরি কইরা খাইতে মুঞ্চায়। আপনি কয়ডা আপেল চুরি করছেন?

২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: কিনে খাইলে সমস্যা কি??

৮| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৩) সামনে কেওকারাডাং এর আগের গ্রাম দার্জিলিং পাড়া, বান্দরবান থেকে তোলা ছবি।

আমার ছোট ছেলে তার ভার্সিটির বন্ধুদের সাথে এখানে গিয়েছিল। আমারও যাইতে মুঞ্চায়। কিন্তু ডাক্তারে যাইতে না করছে দুইবার, আর আমার পোলার মায়ে না করছে দশবার।

২৫ শে মে, ২০১৭ রাত ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: মোট এক ডজন না আপনার উপর আছে, আমি দুই ডজন বার আপনাকে যািতে কইতাছি =p~

৯| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:২৫

শাহরিয়ার কবীর বলেছেন:
বাহ ! দারুণ ছবি ব্লগ ।


মনটা চায় একটু ঘুরতে কিন্তু নানান ব্যস্ততার কারণে আর যাওয়া হয় না । :-<

২৬ শে মে, ২০১৭ ভোর ৬:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ইদানিং আমারও ব্যস্ততা অনেক বেড়েছে ভাই, তবু ব্যস্ততাকে পাশ কাটিয়ে মাঝে মাঝেই আমি ছুটে পালাই, ধন্যবাদ।

১০| ২৫ শে মে, ২০১৭ রাত ৯:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মুগ্ধতা শুধু

২৬ শে মে, ২০১৭ ভোর ৬:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু, আপনার অলরাউন্ড নৈপুন্যে আমি বরাবরই মুগ্ধ

১১| ২৫ শে মে, ২০১৭ রাত ১০:৩৩

প্রামানিক বলেছেন: ছবি দেখে মুগ্ধ, তবে আপনার মত হাঁটতে পারি না এটাই আমার দুঃখ।

২৬ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:২০

সাদা মনের মানুষ বলেছেন: আহেন আপনারে নিয়া আমি বাইকে চড়ে ঘুরব।

১২| ২৬ শে মে, ২০১৭ রাত ২:২০

ওমেরা বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর , হাঁসের বাচ্চাগুলো আমার ধরতে ইচ্ছে করছে ।অনেক ধন্যবাদ ভাইয়া ।

২৬ শে মে, ২০১৭ রাত ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: হাঁসের বাচ্চাগুলো ধরতে গেলে মা হাঁস কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না, ধন্যবাদ আপু।

১৩| ২৬ শে মে, ২০১৭ দুপুর ১২:১৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ছবিগুলো সত্যি প্রশংসার দাবী রাখে, সাথে মুসাফিরও।


আমার খুব প্রিয় মানুষের দেওয়া চা'টা আপনাকেই দিলাম!

২৬ শে মে, ২০১৭ রাত ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: চায়ে চিনি কম ;)

১৪| ২৬ শে মে, ২০১৭ বিকাল ৫:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৬) যাদুকাটা নদী, পাশে বারেক টিলা, দূরে ভারত। সুনামগঞ্জের তাহিরপুর থেকে তোলা ছবি।


নদীর নাম যাদুকাটা? মানে এই নদীতে গোসল করলে যাদু টোনার প্রভাব কেটে যাবে?

২৬ শে মে, ২০১৭ রাত ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: এই তো বুঝে গেছেন, গেয়ানীরাই শুধু এসব বুঝে :-B

১৫| ২৬ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কিনে খাইলে সমস্যা কি??

কিনে খাওয়া আর চুরি করে খাওয়ার মধ্যে অনেক তফাৎ। চুরি করে খাওয়ার মধ্যে বেসম্ভব মজা। অন্যের গাছের আম, জাম, লিচু, কলা, পেঁপে, লেবু এসব চুরি করে খেয়ে দেখবেন স্বাদই আলাদা।

২৬ শে মে, ২০১৭ রাত ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: বুঝছি ছুডু বেলায় আপ্নে যে কি করছেন, খিক খিক খিক =p~

১৬| ২৬ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৬

শাহিন-৯৯ বলেছেন: পশুর নদীতে জেলেদের খেলা, দূরে দেখা যাচ্ছে কিছু বাড়ীঘর, খুলনা থেকে তোলা ছবি খুব ভাল লাগল, আমার এলাকার একটা ছবি আপনার এ্যালবামে যুক্ত করেছেন।

আমাকে ছবি তুলা শিখাবেন না?

২৬ শে মে, ২০১৭ রাত ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: এই অঞ্চলটা মনে হয় দাকোপ থানায় পড়ছে, আপনার বাড়ি কোন থানায় শাহিন ভাই?

১৭| ২৬ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০০

নীলপরি বলেছেন: প্রতিটা ছবিই অসাধারণ । প্রজাপতি আর পাখীর ছবিগুলো আঁকা মনে হচ্ছে ! দারুন লাগলো ।

শুভকামনা ।

২৬ শে মে, ২০১৭ রাত ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নীলপরি, সব সময় আমি ভালো ছবি তোলার চেষ্টা করি, যদিও ছবি তোলায় আমার কোন প্রশিক্ষণ নাই।

১৮| ২৬ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোষ্ট পেয়ে যখেষ্ট খুশী হয়েছি।

২৬ শে মে, ২০১৭ রাত ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে মুখে হাসি নাই ক্যান ফরিদ ভাই :D

১৯| ২৬ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ

২৬ শে মে, ২০১৭ রাত ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: কেমন আছে দাদা?

২০| ২৬ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ

২১| ২৬ শে মে, ২০১৭ রাত ৮:১৭

সুমন কর বলেছেন: আহ ! কি সুন্দর সব ছবি ! +।

২৬ শে মে, ২০১৭ রাত ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সুমন ভাই

২২| ২৬ শে মে, ২০১৭ রাত ৮:১৮

নিশাত১২৩ বলেছেন: আপনার এই বনে বাদাড়ে সিরিজটি অসামান্য হচ্ছে সাদা মনের মানুষ। +++++

২৬ শে মে, ২০১৭ রাত ৮:৩২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, উৎসাহিত হলাম অনেক।

২৩| ২৬ শে মে, ২০১৭ রাত ১০:৩০

ডঃ এম এ আলী বলেছেন: ব্লগের সবগুলি ছবি খুব সুন্দর ও জীবন্ত মনে হয়েছে । আমার কাছে হরিয়ালের ছবিটি খুব বেশী ভাল লেগেছে । এপাখিটিকে আসলে্ই দেখতে মনে হয় যেন পটে আঁকা ছবি ।

এটি ভারতের মহারাষ্ট্রের জাতীয় পাখির মর্যাদা পেয়েছে। প্রধানত মারাঠিরা এদের 'হরিয়াল' বলে। আমদের দেশেও এটা হরিয়াল নামটিই বজায় রেখেছে সগৌরবে । এরা বিভিন্ন ফল জাতীয় খাদ্য খেয়েই বাঁচে, তাই মনে হয় এরা পুরাটায় নিরামিশ ভোজী মানে পোকামাকর এরা খায়না । এরা ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়। এদের গাছের ডালে শান্ত হয়ে বসে থাকার ছবি পাওয়া বেশ দুর্লভ । নরসিংদীর শিবপুরের জাল্লারা বাজারের বটগাছে বসে থাকা এমন একটি দুর্লভ মহুর্তের সুন্দর ছবি আমাদের দেখানোর জন্য রইল অনেক ধন্যবাদ । শুনেছি নরসিংদীর কাছাকাছি নতুন উন্নয়নশীল উপশহর পূর্বাচল। আগামী কয়েক বছরের মধ্যে হাজার হাজার মানুষের আবাসিক ঠিকানা হতে যাচ্ছে। বিশাল এ স্থানটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে গড়ে উঠছে। তবে মালিকানা সত্ত্বে মানুষের বসবাস শুরু হতে এখনো ঢের বাকী। আর সেই সুযোগে এখানে তৈরী হয়েছে চমৎকার পাখির রাজ্য,দেশের এক নতুন পাখিপাড়া। সুযোগ পেলে একবার ওখানে ডু মেরে দেখতে পারেন সেখানে কি কি দুর্লভ পাখী আবাস গেড়েছে । আমাদেরে দেখালে খুশী হব ।

শুভেচ্ছা রইল

২৭ শে মে, ২০১৭ সকাল ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলী ভাই, আপনার পরামর্শমত পুর্বাচলে এক দিন সারাদিনের ট্যুর করার পরিকল্পনা করবো আশা করছি।

২৪| ২৬ শে মে, ২০১৭ রাত ১১:১০

শাহিন-৯৯ বলেছেন: দাকোপের পাশে কয়রা থানা।

২৭ শে মে, ২০১৭ সকাল ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ধন্যবাদ।

২৫| ২৬ শে মে, ২০১৭ রাত ১১:২৮

মাহিরাহি বলেছেন: আমার বাড়ী আখাউড়া।

মেরাসানী নামটি আমার কাছে খুবই নস্টালজিক।

মেরাসানির ফুটবল দলটি (আন্ত হাইস্কুল) আমাদের আখাউড়ায় আসত ফুটবল খেলতে।

২৭ শে মে, ২০১৭ দুপুর ১:০১

সাদা মনের মানুষ বলেছেন: কিছু স্মৃতি মনটাকে নষ্ট্যালজিক করে দেয়, আমার ব্যাপারটা খুব ভালো লাগে........শুভেচ্ছা জানবেন ভাই।

২৬| ২৭ শে মে, ২০১৭ রাত ২:১৬

হাসান রাজু বলেছেন: লিখতে চাইছিলাম, গোধূলী বেলার ছবিটা সুন্দর হয়েছে। আবার চোখ রাখতেই বুঝলাম সুন্দর ছবির ছড়াছড়ি এই পোস্টে।
ভাল লাগা ছড়ানো পোস্ট।

২৭ শে মে, ২০১৭ দুপুর ১:০৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজু ভাই, আপনারা আমাকে এমন ভাবে উৎসাহিত করেন বলেই আমি পথ চলায় আনন্দ পাই।

২৭| ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৩১

রক বেনন বলেছেন: মুগ্ধ, মুগ্ধ এবং মুগ্ধ আমি!!

২৭ শে মে, ২০১৭ দুপুর ১:০৭

সাদা মনের মানুষ বলেছেন:

২৮| ২৭ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার প্রতিটি পোষ্টের ছবি গুলো সবসময় প্রাণবন্ত আর জীবন্ত প্রকৃতি ধারণকৃত, আমি যতোবার দেখেছি ততবার মুগ্ধ হয়েছি। কাজেই আমার কাছে পারফেক্ট ফটোগ্রাফার মনে হয়েছে।
আপনার আপত্তি থাকার কারণ বুঝলাম না ভাই!! আমি তো আমার মতামতই রেখে গেছি।

শুভকামনা জানবেন সবসময়।

২৮ শে মে, ২০১৭ সকাল ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনারা হয়তো অনেক কিছুই ভাবতে পারেন, আমি তো বাস্তবতা জানি, তাই বলা, ধন্যবাদ নয়ন ভাই, শুভেচ্ছা জানবেন অবিরত

২৯| ২৭ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

নীলসাধু বলেছেন: অসাধারণ সব ছবি! মুগ্ধতা।

গেদেতো ছবি তুলতে দেয়না। কেম্নে তুললেন?

আশা করি ভালো আছেন কামাল ভাই।
শুভেচ্ছা জানবেন।

২৮ শে মে, ২০১৭ সকাল ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: যেখানে ছবি তোলা নিষেধ, সেখানেই চুরি করে ছবি তুলার চেষ্টাটা আমার আজীবনের.......কেমন আছেন মাসুদ ভাই?

৩০| ২৮ শে মে, ২০১৭ রাত ৩:১১

জোবাইর বলেছেন: "বনে বাঁদাড়ে" সিরিজটা আবহমান বাংলার প্রাকৃতিক সৌন্দর্য্যের এক অপূর্ব চিত্রমেলা। পল্লী বাংলার দূর্গম এলাকার চমৎকার ছবিগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ।
ব্লগে যারা আমার মতো অনিয়মিত এবং যারা আগের ছবিগুলো মিস্ করেছেন তাদের সুবিধার্থে ২৫শে মে পর্যন্ত প্রকাশিত এই সিরিজের সবগুলো পর্বের লিঙ্ক এখানে দেওয়া হলো:

বনে বাদাড়ে.....০১
বনে বাদাড়ে.....০২
বনে বাদাড়ে.....০৩
বনে বাদাড়ে.....০৪
বনে বাদাড়ে.....০৫
বনে বাদাড়ে.....০৬
বনে বাদাড়ে.....০৭
বনে বাদাড়ে.....০৮
বনে বাদাড়ে.....০৯
বনে বাদাড়ে.....১০

বনে বাদাড়ে.....১১
বনে বাদাড়ে.....১২
বনে বাদাড়ে.....১৩
বনে বাদাড়ে.....১৪
বনে বাদাড়ে.....১৫
বনে বাদাড়ে.....১৬
বনে বাদাড়ে.....১৭
বনে বাদাড়ে.....১৮
বনে বাদাড়ে.....১৯বনে বাদাড়ে.....২০

বনে বাদাড়ে.....২১
বনে বাদাড়ে.....২২
বনে বাদাড়ে.....২৩
বনে বাদাড়ে.....২৪
বনে বাদাড়ে.....২৫
বনে বাদাড়ে.....২৬
বনে বাদাড়ে.....২৭
বনে বাদাড়ে.....২৮
বনে বাদাড়ে.....২৯
বনে বাদাড়ে.....৩০

বনে বাদাড়ে.....৩১
বনে বাদাড়ে.....৩২
বনে বাদাড়ে.....৩৩
বনে বাদাড়ে.....৩৪
বনে বাদাড়ে.....৩৫
বনে বাদাড়ে.....৩৬
বনে বাদাড়ে.....৩৭
বনে বাদাড়ে.....৩৮
বনে বাদাড়ে.....৩৯
বনে বাদাড়ে.....৪০

বনে বাদাড়ে.....৪১
বনে বাদাড়ে.....৪২
বনে বাদাড়ে.....৪৩
বনে বাদাড়ে.....৪৪বনে বাদাড়ে.....৪৫
বনে বাদাড়ে.....৪৬
বনে বাদাড়ে.....৪৭
বনে বাদাড়ে.....৪৮
বনে বাদাড়ে.....৪৯
বনে বাদাড়ে.....৫০

বনে বাদাড়ে.....৫১
বনে বাদাড়ে.....৫২
বনে বাদাড়ে.....৫৩
বনে বাদাড়ে.....৫৪
বনে বাদাড়ে.....৫৫
বনে বাদাড়ে.....৫৬
বনে বাদাড়ে.....৫৭
বনে বাদাড়ে.....৫৮
বনে বাদাড়ে.....৫৯

২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: জোবাইর ভাই, আপনাকে স্যালুট। অনেক পরিশ্রম করে আমার সবগুলো পোষ্ট আপনি একত্রিত করেছে।

৩১| ২৮ শে মে, ২০১৭ সকাল ৮:৪৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ১০ নং লাইক দিলাম। প্রিয় পোষ্টে রাখলাম। ৩০নং কমেন্টে জোবাইর ভাই যে পরিশ্রমী কাজটি করেছেন তাঁকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই। এখন এক খোঁচাতে পুরো বনে বাদাড়ে সিরিজ-আবহমান বাংলার রূপের পাশাপশি কিছু বিদেশী ছবি। দেশে বেশ কিছু জায়গায় ঘুরেছি। বিদেশেও গেছি। কিন্তু আপনার মতো ক্যামেরা হাতে রাখিনি। আসলে সব কাজ সবাইকে দিয়ে হয় না।

২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ভবিষ্যতে ক্যামেরা হাতে রাখবেন, তাহলে আমরা অনেক কিছু দেখতেও জানতে পারবো, শুভেচ্ছা জানবেন ভাই।

৩২| ২৮ শে মে, ২০১৭ সকাল ১০:০৯

মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই সুন্দর। পাহড়ের ছবি আমার সব সময় বেশি ভাল লাগে। তাই ভাইয়ার কাছে অনুরোধ একবার শুধু পাহাড়ের ছবি নিয়ে একটি ব্লগ করবেন।

৩১ শে মে, ২০১৭ ভোর ৫:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: পাহাড় সব সময়ই আমার কাছে স্বপ্নের যায়গা, তবে অনেক দিন ধরে স্বপ্নভুতিতে যেতে পারছিনা বলে মনটা আনচান করছে। দেখি আপনার অনুরোধ রাখার চেষ্টা করবো, ধন্যবাদ।

৩৩| ২৮ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যিই চমৎকার ছবির সমাহার।
ধন্যবাদ কামাল ভাই
ভালো থাকবেন।
রমজান মোবারক

০১ লা জুন, ২০১৭ ভোর ৬:১৯

সাদা মনের মানুষ বলেছেন: রমজান মোবারক , আপনিও ভালো থাকুন, সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.