নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

মদিনার মসজিদে কুবা

১৯ শে জুন, ২০১৭ সকাল ৮:৩১


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কা থেকে মদিনায় এসে সর্ব প্রথম কুলসুম ইবনুল হিদমের আতিথ্য গ্রহণ করেন। সেখানে তিনি ১৪ দিন অবস্থান করেন। বিশ্বনবি কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু আনহুর খেজুর শুকানোর জায়গায় একটি মসজিদ তৈরি করেন। এটি ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম স্থাপনা। যা কুবায় স্থাপিত হয়। এটি ঐতিহাসিক মসজিদে কুবা।
মসজিদে কুবা উম্মতে মুহাম্মাদির সর্ব প্রথম মসজিদ। সম্মান ও মর্যাদার দিক থেকে মসজিদে হারাম, মসজিদে নববি এবং মসসিদে আকসার পরই মসজিদে কুবার স্থান।

অনেক পুরনো ও জীর্ণ হয়ে যাওয়ায় সর্বশেষ ১৯৮৬ সালে মসজিদটির পুনর্নির্মাণ করা হয়। এই মসজিদ পুনর্নিমাণে পুরো মসজিদে এক ধরনের উন্নতমানের সাদা পাথর ব্যবহার করা হয়।
বর্তমানের যে কুবা মসজিদের স্থাপনা রয়েছে, তা অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত। মসজিদটির চার কোনে রয়েছে সুদৃশ্য ৪টি মিনার ও দুই তলা বিশিষ্ট মসজিদে কুবার ছাদে রয়েছে ১টি বড় গম্বুজসহ অপেক্ষাকৃত ছোট ছোট ৫টি গম্বুজ রয়েছে। তাছাড়া ছাদের অন্য অংশে আছে গম্বুজের মতো ছোটো ছোটো অনেক অবয়ব। চারপাশের খেজুরের বাগান ও বনায়ন মসজিদটির সৌন্দর্য্য কে করে তুলেছে অতুলনীয়


(২/৩) নানা প্রান্ত থেকে মসজিদে কুবায় আগত মুসুল্লীদের গাড়ি এভাবেই মসজিদের আশেপাশে অবস্থান নেয়।



(৪) রাস্তার ওপাশে সবুজ বাগান তারপর মসজিদে কুবা।


(৫) ফুটপাতের পসার।


(৬/৭) মসজিদের মূল প্রবেশ পথ।



(৮) প্রবেশ পথের ডান পাশে ওজু খানা।


(৯) দোতলায় উঠার সিড়ি।


(১০/১১) ভেতরে মুসুল্লীরা নামাজ আদায় করছে।



(১২) অনেকে আবার স্মৃতি ধরে রাখার চেষ্টায় ব্যস্ত।


(১৩) এই স্থাপনাটার কাছে যাওয়া হয়নি, মনে হচ্ছে পরিচ্ছন্নতার জন্য কিছু বেসিন বসানো রয়েছে এখানে।


(১৪) পিরামিড আকৃতির সবুজ গাছগুলোর পাতা কেটে কিছু একটা লিখা আছে, যা আমি বুঝতে পারিনি।


(১৫/১৬ পিরামিড বনে মুসল্লীদের দেওয়া খাবারের জন্য ঝাঁকে ঝাঁকে জ্বালালী কবুতর উড়ে আসে।



(১৭) আবার কবুতরগুলো সব যখন এক সাথে উড়াল দেয় তখন সেখানে হয়ে উঠে অন্য রকম সৌন্দর্য্য।


(১৮) আশে পাশের এমন সৌন্দর্য্য বেশ চমৎকার।


(১৯/২০) চলে আসার আগে আরো কিছু ক্লিক।

মন্তব্য ৮৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৭ সকাল ৮:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: মসজিদটি দেখে অনেক ভাল লাগল।
ছবি ব্লগ বরাবরের মতই সুন্দর।
ভাইয়া ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল।

১৯ শে জুন, ২০১৭ সকাল ৮:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই, আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা

২| ১৯ শে জুন, ২০১৭ সকাল ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


ইউনিভার্সিটি নয়, সিসার্চ সেন্টার নয়; নামাজ পড়ার জন্য এত বিশাল সম্পদ ব্যয়? প্রতিটি মুসলিম দেশে লাখ লাখ টোকাই রাস্তায় ঘুমায়!

১৯ শে জুন, ২০১৭ সকাল ৯:৪০

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন, বাংলাদেশেও এমনটা ঘটছে, এখন সব সমজিদ মন্দিরগুলো ক্রমান্বয়ে এসি হয়ে যাচ্ছে, অন্য পাশে আছে অর্ধ উলঙ্গ মানুষের সংখ্যাও কম নয়।

৩| ১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:০৯

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: ঐতিহাসিক মসজিদে কুবা। বর্ণনা ও ছবির মাধ্যমে দেখার সুযোগ করে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

নামাজ পড়ার জন্য এত বিশাল সম্পদ ব্যায় হচ্ছে! স্রষ্টার উদ্দেশ্যে নামাজ পড়া বলে কথা। এই নামাজ, এই মসজিদ পৃথিবীর বুকে শান্তিময় করুক। শুভকামনা রইল।

১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ই নামাজ, এই মসজিদ পৃথিবীর বুকে শান্তিময় করুক

৪| ১৯ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ঐতিহাসিকভাবে আগে জানতাম। ছবিও দেখেছি। কিন্তু আপনার পোষ্টে কাছ থেকে দেখা হল। ছবির সাথে বর্ণনা ছিল সাবালীল।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন শাহাদাৎ ভাই

৫| ১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রমজান মাসে উপযুক্ত পোস্ট দিয়েছেন। এই যে আপনি বলেন আপনার গেয়ান নাই, কিন্তু রমজান মাসে এইরকম পোস্ট যে মানানসই হবে সেই গেয়ান পাইলেন কই?

আসলে আপনি ঠিকই জ্ঞানী, কিন্তু অজ্ঞান হওয়ার ভান করেন। অজ্ঞান মানে সেন্সলেস না কিন্তু।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের আশেপাশে থাকার প্রভাব এটা =p~

৬| ১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মসজিদে কুবায় নিশ্চয় আপনার নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। আপনার সৌভাগ্যে আমি ঈর্ষান্বিত। আপনার কপালের সাথে আমার নিজের কপাল ঘষে নিতে চাই।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪১

সাদা মনের মানুষ বলেছেন: জ্বী ভাই, ওখানে চার রাকাত নামাজ পড়ার সৌভাগ্য আমার হয়েছিল, আপনার কপালের নাগাল পাওয়া আমার দ্বারা কখনো সম্ভব কি!!

৭| ১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৯) দোতলায় উঠার সিড়ি।


দুই হুজুর কী মোবাইলে ব্লগিং করে নাকি?

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: আমি ওমরা করতে যাওয়ার সময় ছোট্ট একটা ক্যামেরা সাথে নিয়েছিলাম, ভাবছিলাম লুকিয়ে চুকিয়ে কিছু ছবি তুলে নেবো, পটে দেখলাম সবাই সব জায়গার ছবি তুলছে নির্ধিধায়, তাই আমিও ঝাপিয়ে পড়েছিলাম, ওনারা ও হয়তো তেমনি :D

৮| ১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৪) পিরামিড আকৃতির সবুজ গাছগুলোর পাতা কেটে কিছু একটা লিখা আছে, যা আমি বুঝতে পারিনি।



না বুঝলে কাউরে জিগাইবেন না?

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: আমি আশে পাশে আপনারে অনেক খুজলাম, কই গেছিলেন আপ্নে??

৯| ১৯ শে জুন, ২০১৭ সকাল ১১:৪৫

সাকিব মুসতানসির বলেছেন: শুকরিয়া জনাব।

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

১০| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৩:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অালহামদুলিল্লাহ্ , ঐতিহাসি মসজিদ সম্পর্কে জানতে পেরে ও চোখ জুড়ানো ছবিগুলো দেখে মুগ্ধ ও ধন্য হলাম ভাই। কৃতজ্ঞতা রইল পোষ্টে, আপনায়।

ভালোবাসা জানবেন ভাই।

১৯ শে জুন, ২০১৭ রাত ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, শ্রদ্ধা জানবেন।

১১| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫১

ইমরান আশফাক বলেছেন: আগে মানুষের ঈমান ছিল পাকা আর মজজিদ ছিল কাঁচা। বর্তমানে মজজিদ হয়েছে পাকা আর ঈমান হয়ে যাচ্ছে কাঁচা।

১৯ শে জুন, ২০১৭ রাত ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর বলেছেন আশফাক ভাই

১২| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৩

কামরুন নাহার বীথি বলেছেন:
দেখেছিলাম, ছবি তুলি নাই।
আপনার ক্যামেরায় নতুন করে দেখে আবারও ভাল লাগলো।
অনেক শুভেচ্ছা কামাল ভাই, ভাল থাকবেন!!

১৯ শে জুন, ২০১৭ রাত ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, কেন আছেন আপনি?

১৩| ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:২০

উম্মে সায়মা বলেছেন: পোস্ট ভালো লাগল সাদা মনের মানুষ ভাই।

১৯ শে জুন, ২০১৭ রাত ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু

১৪| ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
পোষ্টে ভালো লাগা +

ভাইজান, ভালো আছেন নিশ্চয় ।

১৯ শে জুন, ২০১৭ রাত ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন: জ্বী ভালো আছি, আপনি কেমন আছেন ভাই?

১৫| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:০০

সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে গেলাম। সুন্দর।

১৯ শে জুন, ২০১৭ রাত ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সব সময়।

১৬| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন: সুন্দর বর্ণনা এবং ছবির জন্যে +

শুভেচ্ছা।

১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৪৭

সাদা মনের মানুষ বলেছেন:

১৭| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:০৩

বিজন রয় বলেছেন: অসাম।

ইতিহাস স্বাক্ষী।

২০ শে জুন, ২০১৭ সকাল ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সব সময়।

১৮| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহর ইবাদতের স্থান দেখে দেখে মন ভরে গেল। সেই সাথে মুসলমানদের আল্রঅহর অসহায় নিরুপায় বান্দাদের কথাও ভাবা উচিত। এক দিকে দেখা যাচ্ছে জৌলুসের কোন ঘাটতি নেই আরেক দিকে দেখা যায় মানুষের পেটে ভাত নেই। বড় বিচিত্র এ দুনিয়া এবং মানুষের চিন্তা-ভাবনা।

২০ শে জুন, ২০১৭ সকাল ১১:৫১

সাদা মনের মানুষ বলেছেন: এক দিকে দেখা যাচ্ছে জৌলুসের কোন ঘাটতি নেই আরেক দিকে দেখা যায় মানুষের পেটে ভাত নেই। বড় বিচিত্র এ দুনিয়া এবং মানুষের চিন্তা-ভাবনা। .............একেবারে বাস্তব কথা বলেছেন ফরিদ ভাই।

১৯| ১৯ শে জুন, ২০১৭ রাত ১০:৫৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ইসলামের একটা প্রধান দিক হলো অভুক্ত মানুষকে খাবার দেওয়া, অসহায়ের পাশে থাকা এবং মজলুমকে জুলুম থেকে রক্ষা করা। মুসলমান আজ এসব কথা ভুলতে বসেছে। না জানি এ অপরাধে আল্লাহ কোন দিন এসব মুসলমানকে ভুলে যান!

২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:১১

সাদা মনের মানুষ বলেছেন: ইসলামের একটা প্রধান দিক হলো অভুক্ত মানুষকে খাবার দেওয়া, অসহায়ের পাশে থাকা এবং মজলুমকে জুলুম থেকে রক্ষা করা।...........এটা শুধু মুসলমান নয় সব মানুষেরই এই মানবিকতা বোধ থাকাটা উচিৎ

২০| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই, অাপনি কবে গেছিলেন ওখানে।

২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:১২

সাদা মনের মানুষ বলেছেন: ২০১৫ সালে গিয়েছিলাম ভাই।

২১| ১৯ শে জুন, ২০১৭ রাত ১১:২০

শূন্য-০ বলেছেন: সুন্দর পোষ্ট। কৃতজ্ঞতা জানিয়ে গেলাম।

২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্য রইল শুভেচ্ছা

২২| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:২৭

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ!লাল চা দেন!

২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ইফতারের পর যোগাযোগ কইরেন :)

২৩| ২০ শে জুন, ২০১৭ রাত ১২:৫১

প্রামানিক বলেছেন: আহা! কি সৌভাগ্য আপনার। আপনার কপালের প্রশংসা করতে হয়, কারণ আপনি এমন একটা যায়গায় যেতে পেরেছেন এবং নামায পড়েছেন।

২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনারও একদিন এমন সৌভাগ্য হবে বলে আশা রাখছি

২৪| ২০ শে জুন, ২০১৭ রাত ১:৪৯

মিঃ আতিক বলেছেন: সুন্দর পোস্টে ভাললাগা রইল, ধন্যবাদ।

২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মিঃ আতিক, ভালো থাকুন, সব সময়।

২৫| ২০ শে জুন, ২০১৭ রাত ২:০৭

ডঃ এম এ আলী বলেছেন:
ইসলামী ইতিহাসে প্রথম নির্মিত মসজিদে ক্বুবা সম্পর্কে চমৎকার ছবি সংযোজন সাথে সাবলীল সুন্দর উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহউ খাইরান আপনাকে।

উল্লেখ্য যে মদিনায় অবস্থানকালে হজরত মোহাম্মদ (সা) প্রায়ই বিশেষত শনিবারে উটে চড়ে বা হেঁটে এই মসজিদে আসতেন এবং দুই রাকাত নামায আদায় করতেন। সম্ভবত কুবা মসজিদের ফজিলত ও গুরুত্বের কারণেই রাসূল (সা) সপ্তাহে অন্তত একদিন এ মসজিদে নামায আদায় করতেন।

হজরত উসাইদ ইবনে হুজাইব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ‘মসজিদে কুবায় এক ওয়াক্ত নামায আদায় করা; সওয়াবের দিক থেকে একটি ওমরা আদায়ের সমতুল্য।’ (তিরমিজি)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মক্কা মদিনা জিয়ারাতের সময় মসজিদে কুবা পরিদর্শন ও তথায় নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

শুভেচ্ছা রইল

২০ শে জুন, ২০১৭ দুপুর ২:১২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলী ভাই, শ্রদ্ধা জানবেন।

২৬| ২০ শে জুন, ২০১৭ রাত ২:১৪

সচেতনহ্যাপী বলেছেন: দেখলাম আপনার চোখ দিয়ে।।

২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, একদিন হয়তো নিজ চোখ দিয়েও দেখা সম্ভব হবে।

২৭| ২০ শে জুন, ২০১৭ সকাল ৭:০২

আরিফ শাহরিয়ার জয় বলেছেন: অনেক সুন্দর পোষ্ট। কৃতজ্ঞ জানতে পেরে

২১ শে জুন, ২০১৭ সকাল ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন জয় ভাই।

২৮| ২০ শে জুন, ২০১৭ সকাল ৭:৫৩

জীবন সাগর বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে গেলাম। সুন্দর ঐতিহাসিক স্থাপনার সাথে পরিচিত হতে পেনে ভাগ্যবান মনে করছি নিজেকে।

২১ শে জুন, ২০১৭ সকাল ৮:৪২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সাগর ভাই, ভালো থাকুন, সব সময়।

২৯| ২০ শে জুন, ২০১৭ সকাল ৯:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগায় ভরপুর পোস্ট

২২ শে জুন, ২০১৭ ভোর ৬:৪২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু

৩০| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৩:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: কফির জন্যে অনেক ধন্যবাদ। অনেক দিন পর ব্ল্যাক কফি পান করলাম। :)

২৩ শে জুন, ২০১৭ ভোর ৬:২১

সাদা মনের মানুষ বলেছেন: ইফতারের আগে না পরে? =p~

৩১| ২২ শে জুন, ২০১৭ রাত ২:৪১

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার সাথে দেখে এলাম মদিনার কুবা মসজিদ।

নিজে দেখার সৌভাগ্য কবে যে হবে আল্লাহই জানে।

২৩ শে জুন, ২০১৭ ভোর ৬:২২

সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে থাকলে উপায় হয়, কেমন আছেন আপু?

৩২| ২২ শে জুন, ২০১৭ সকাল ৮:১৬

সামু পাগলা০০৭ বলেছেন: বরাবরের মতোই অনেক ভালো লাগল।
শুভেচ্ছা!

২৩ শে জুন, ২০১৭ ভোর ৬:২৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ঈদের শুভেচ্ছা জানবেন।

৩৩| ২২ শে জুন, ২০১৭ দুপুর ২:২০

আমি ইহতিব বলেছেন: আপনার কপাল দেখে মাঝে মাঝে হিংসিত হই ভাইয়া, আবার ভালো ও লাগে এই ভেবে যে আপনি দেখতে পেরেছেন বলে আমাদেরও দেখার সৌভাগ্য হয়।

২৪ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের হিংসাকে আমি সব সময়ই আশির্বাদ মনে করি আপু.........ইদের শুভেচ্ছা জানবেন।

৩৪| ২৩ শে জুন, ২০১৭ সকাল ১০:৩৯

সারাফাত রাজ বলেছেন: ভাই, পবিত্র মাসে পবিত্র একটি স্থাপনার সাথে আমাদের পরিচয় করিয়ে দেবার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা।

২৫ শে জুন, ২০১৭ সকাল ১০:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজ ভাই, শুভেচ্ছা অবিরত

৩৫| ২৩ শে জুন, ২০১৭ রাত ১১:৩৬

বর্ষন হোমস বলেছেন:
ইচ্ছে আছে আপনার মত ঘুরে বেড়াবা। সুন্দর পোষ্ট।ভালো লাগল।

শুভকামনা জানবেন।

২৬ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা ভরা ঈদের শুভেচ্ছা

৩৬| ২৩ শে জুন, ২০১৭ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন: আলহামদুলিল্লাহ।
মানুষের সেলফি দেখার চেয়ে আপনার এই ছবি ব্লগ অনেক বেশি সুন্দর।
আল্লাহ আপনাকে আরো পূণ্যস্থান দেখানোর সুযোগ দান করুন। আপনার চোখে আমরা দেখি।

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:০৯

সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন সব সময়।

৩৭| ২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৩৪

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




উর্ধমুখি সাদা সাদা সব মিনারের মতো আমাদের সকল কাজ হোক সাদা মন নিয়ে সমুজ্বল .....................

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:১০

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার বলেছেন, ঈদের শুভেচ্ছা নিবেন।

৩৮| ২৫ শে জুন, ২০১৭ রাত ৯:৫১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আরজু পনি বলেছেন: আলহামদুলিল্লাহ।
মানুষের সেলফি দেখার চেয়ে আপনার এই ছবি ব্লগ অনেক বেশি সুন্দর।
আল্লাহ আপনাকে আরো পূণ্যস্থান দেখানোর সুযোগ দান করুন। আপনার চোখে আমরা দেখি



ঈদ মোবারক ভাই। :)

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:১০

সাদা মনের মানুষ বলেছেন: লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন সব সময়।


শুভেচ্ছা নিবেন।

৩৯| ২৬ শে জুন, ২০১৭ রাত ১২:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: জীবন হোক আনন্দময়

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:১১

সাদা মনের মানুষ বলেছেন: ঈদ মোবারক।

৪০| ২৬ শে জুন, ২০১৭ সকাল ৭:০৭

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
ভাল থাকুন।

৪১| ২৬ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি যদি আরব হতাম মদীনারই পথ
যে পথে মোর হেটে যেতেন নূর নবী হযরত.....................

মন ভরানো প্রাণ জুড়ানো পোষ্টে কৃতজ্ঞতা।

নবীর সাফায়াত আপনার জন্য মঞ্জুর হোক।

ঈদ মোবারক

৪২| ২৬ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঈদ মোবারক রইল প্রিয় ভাই।


০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:১১

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও তাই

৪৩| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:০৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: ঈদের শুভেচ্ছা

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:১১

সাদা মনের মানুষ বলেছেন: ঈদ মোবারক

৪৪| ০৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৬

খায়রুল আহসান বলেছেন: ঐতিহাসিক কুবা মাসজিদ এর সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। ছবিগুলো সুন্দর হয়েছে।
আগে মানুষের ঈমান ছিল পাকা আর মজজিদ ছিল কাঁচা। বর্তমানে মজজিদ হয়েছে পাকা আর ঈমান হয়ে যাচ্ছে কাঁচা -- দারুণ একটা মন্তব্য রেখে গেছেন (১১ নং) ইমরান আশফাক!
পোস্টে সপ্তদশতম ভাললাগা + +

১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বড় ভাই, আমার ব্লগে আপনার পদচারণায় নিজেকে ভাগ্যবান মনে করি সব সময়।

৪৫| ২৩ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৩৭

জুন বলেছেন: এমন পবিত্র এবং ঐতিহাসিক একটি মসজিদ সম্পর্কে আপনার লেখা ক্ষুদ্র ইতিহাস অনেক বড় হয়েই আমার মনকে স্পর্শ করে গেল সাদা মনের মানুষ । আমাদের প্রিয় নবীজির দেখানো পথ থেকে আমরা আজ কতদুর সরে এসেছি ভাবতেও অনুশোচনা আর আত্মগ্লানিতে মন ভরে ওঠে । আপনার সৌভাগ্য সেখানে নামাজ পরেছিলেন এবং আমাদের রাসুল (স: ) এর উপর দরুদ শরীফ পাঠ করেছিলেন । ছবি দেখে মন ভরে গেল ।
+

২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, এমন মন্তব্য পড়ে মনটা ভালো লাগায় ভরে গেল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.