নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের সব থেকে বড় ঝর্ণা "তিনাপ সাইতার"

১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৩


এটা নিঃসন্দেহে বলা যায় এখন পর্যন্ত বাংলাদেশে আবিস্কৃত হওয়া সেরা ঝর্ণার নাম হলো তিনাপ সাইতার। ২০১৫ সালে আবিস্কৃত হওয়া এই ঝর্ণাটা দেখে মনটা আমার উতলা হয়েছে। বান্দরবানের ঝর্ণাগুলো শুধু তারাই দেখতে পারে যাদের ট্রেকিং করার অভিজ্ঞতা আছে। ২০১৬ সালে যেভাবেই হোক ওখানে যাওয়ার পরিকল্পনা মাথায় ছিলো, কিন্তু বিধি বাম বান্দরবানে দু'জন পর্যটক অপহৃত হওয়ায় ওদিকে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করে সেনাবাহিনী। তারপরও কিছু টিম চোরাই পথে জীবনের ঝুকি নিয়া গিয়েছে শুনেছি, তাদেরও আমি নাগাল পাইনি ২০১৬ তে।

বান্দরবানের রোয়াংছড়ি থেকে প্রায় ২৩ কিলোমিটার দুরের রোনিন পাড়াটা হলো তিনাপে যাওয়ার ট্রানজিট পয়েন্ট। আর রোনিন পাড়া থেকে তিনাপ সাইতার দেখতে হলে আসা যাওয়া ৯/১০ ঘন্টার পাহাড় ট্রেক করতে হয়। আফসোস হলো এই ভেবে যে এই রোনিন পাড়ায় ২০১১ সালে রাত কাটিয়ে ছিলাম, অথচ তখন এই ঝর্ণার খোজ ছিল আমাদের নাগালের বাইরে। ২০১৩ সালে সর্বশেষ ট্র‌েকিং করে বাংলাদেশের সর্বোচ চুড়া সাকা হাফং যাওয়ার পর মোটামুটি আমি ছিলাম ট্রেকিং থেকে অনেক দূরে। তাই এবার এই লম্বা ট্রেকিং নিয়া অনেকটা দুশ্চিন্তায় ছিলাম। সর্বশেষ এই ভ্রমণে যাওয়ার দুইদিন আগে থেকে বাম কুচকিতে ব্যাথা অনুভব হচ্ছিল, তবু প্রচন্ড মনোবল নিয়ে বের হয়েছিলাম স্বপ্নের এই ঝর্ণা দেখতে। এবং সফলতার সাথে তা শেষও করে আসতে পেরেছি..............


(২/৩) প্রথমে বান্দরবান থেকে চান্দের গাড়িতে করে রোয়াংছড়ি, তারপর আবার অন্য চান্দের গাড়িতে করে প্রায় রোনিন পাড়ার প্রায় অর্ধেক পথ গিয়ে শুরু হয় আমাদের ট্রেকিং পথ।



(৪) বৃষ্টি ভেজা পাহাড়ে ট্রেকিং করার মজাই আলাদা, জোঁকের ভয়ে পথ চলতে তাড়াতাড়ি অথচ পিচ্ছিল পথে তাড়াতাড়ি হাটাটা বিপদ জনক।


(৫) কেউ বলে টেপা ফল, আমরা বলি পেলা গোটা, এর টক মিষ্টি সাদটা বেশ ভালো লাগে। তবে অবশ্যই আগে পাকতে হবে এখন এগুলো কাঁচা।


(৬/৭) গ্রামের নাম মহাজন সিম থাং পাড়া, এই পাড়া বোম আদিবাসী দোকানী লিপি স্টোর থেকে ডজন খানের পাহাড়ি রসালো আনারস খেয়ে আমরা সামনের দিকে পা বাড়ালাম।



(৮/৯) প্রখর রোদে পাহাড়ে হাটার কষ্ট দূর করে দেয় এমন ফুল-প্রজাপতিরা।



(১০/১১) এটা রোনিন পাড়া, এখানে দুই রাত থাকতে হয়েছিল।



(১২) রোনিন পাড়া থেকে তিনাপ সাইতার আরো প্রায় ৪/৫ ঘন্টার হাটা পথে আমরা ছুটে চলেছি তিনাপের পথে।


(১৩) এমন কিছু গ্রাম পেলে জিরিয়ে নিচ্ছিলাম পথে পথে।


(১৪) অতি সাধারণ কচু ফুলকেও মাঝে মাঝে খুবই আপন মনে হয়।


(১৫/১৬) যারা পাহাড়ি ঝর্ণা দেখে অভ্যস্থ্য তারা অবশ্যই জানেন ঝর্না দেখতে হলে কিছুটা পথ হলেও ঝিরি পথে চলতে হয়, তিনাপ দেখতে এবার আমাদের ও শুরু হলো ঝিরি পথে পথ চলা।



(১৭) ঝিড়ি পথের শীতল পানিতে গা ভিজিয়ে নিলে নিমিষেই দুর হয়ে যায় পাহাড় চলার সব ক্লান্তি, তাইতো আমরা গা ভিজিয়ে নিচ্ছিলাম।


(১৮/১৯) পিচ্ছিল এই ঝিড়ি পথটার একটা নাম আছে, তা হলো পাইন্দু খাল। তাইতো অনেকে তিনাপ সাইটারকে পাইন্দু সাইতারও বলে থাকে।



(২০) অবশেষে আমাদের সামনে উদয় হলো সেই কাঙ্খিত তিনাপ সাইতার। বোম দের ভাষায় সাইতার মানে ঝর্ণা, তিনাপ মানে নাক দিয়ে পানি পড়ার মতো দেখতে।

মন্তব্য ৮৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৬

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: শুভ সকাল ভাই!!

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভ সকাল

২| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১ম হলাম। সকাল বেলা চা টা কিছু হয়ে যাক। =p~

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯

সাদা মনের মানুষ বলেছেন: নিচে চা ফেরি করে বেচা বিক্রি হচ্ছে ওদিকে এগিয়ে যান ;)

৩| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্বপ্নের ফেরিওয়ালা আমারে পাশ কাটাইয়া ঢুকলো ক্যামনে?

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ওটা স্বপ্ন, বাস্তবতা বলে কিছু ওখানে নাই :D

৪| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই সাদামন লুকটার পুষ্ট পাইলে কে কার আগে ঢুকবো এই নিয়া কুস্তি করে।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২১

সাদা মনের মানুষ বলেছেন: আপ্নে বুড়ো মানুষ, কেন স্বপ্ন ভাইয়ের মতো তাগড়া লুকদের সাথে কুস্তি লড়তে যান, এই বয়সে হাড়গোড় ভাঙ্গলে তো আর জোড়া লাগবো না =p~

৫| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৪

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: @আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই রাগ করিবেন না , এই নিন এক কাপ আপনার আর আরেক কাপ ভাবীর, দুজনে মিলেমিশে চা পান করুন ।। B:-/ :-B

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২২

সাদা মনের মানুষ বলেছেন: স্বপ্ন ভাই আপ্নে খুব বালা মানুষ, ভাবীর কথাও আপ্নে ভাবেন B-)

৬| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: যাক, আসল কথায় আসি। এখানে গিয়েই আপনি বাঁচতে বাঁচতে মরে, সরি, মরতে মরতে বেঁচে এসেছেন। ঠিক বলেছি না?


না, না, ভাই। আপনি আরও বহুদিন বেঁচে থাকুন আর আমাদের জন্য এমন সুন্দর সুন্দর ছবি তুলে নিয়ে আসুন।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন ভাই, পায়ে ব্যাথা নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম তিন দিনের বেডরেষ্ট আজই শেষ হলো, তাও পুরোপুরি সুস্থ্য হতে পারিনি,,,,,,,,,,,,,,,আপনাদের দোয়া থাকলে ছবি তুলে নিয়ে আসতে পারবো আশরাফুল ভাই।

৭| ১০ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে, সাদা মন ভাই চা না দিলেও দেখেন ফেরিওয়ালা ভাই দিছেন। ধন্যবাদ ভাই।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৫

সাদা মনের মানুষ বলেছেন: ফেরি করে চা বেচা তো ওনার ব্যবসা :-P

৮| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:০৬

রানা আমান বলেছেন: চোখ জুড়ানো ছবি আর মন ভরানো বর্ণনা মানেই কামালভাইএর (সাদা মনের মানুষ) ব্লগ ।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রানা ভাই, কেমন আছেন আপনি?

৯| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বরাবরের মত এবারের ছবি ব্লগ সুন্দর হয়েছে।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ভ্রমণের নেশাটা রক্তে ছড়িয়ে আছে, ছবি তোলার নেশাটাও কম না, আর ব্লগে না থাকলে যেন অক্সিজেনের অভাব বোধ করি, এই তিনের সমন্বয়েই আমার জীবনের পথ চলা।

১০| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৬

সারাফাত রাজ বলেছেন: ভাই, আপনার এই পোস্টে শুধু হিংসা আর হিংসা X((

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩০

সাদা মনের মানুষ বলেছেন: হিংসা অর্থ শুভ কামনা এটা আমি সব সময়ই জানি, আপনার মতো ভ্রমণ প্রিয়দের হিংসা আমি সব সময় কামনা করি। ধন্যবাদ রাজ ভাই, ভালো থাকুন, সব সময়।

১১| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৯

নতুন বিচারক বলেছেন: দেখতে অসাধারন যেতে হবে একবার ।

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১১

সাদা মনের মানুষ বলেছেন: এখন গেলেই মনে হয় সব থেকে ভালো পানি পাওয়া যাবে।

১২| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর । এত সুন্দর জায়গাুলো আপনি একাই দেখে যাচ্ছেন :(

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১০

সাদা মনের মানুষ বলেছেন: না আপু, আমাদের টিমে আমরা ২৬ জন ছিলাম :D

১৩| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৪

আলভী রহমান শোভন বলেছেন: অসাধারন পোস্ট। সময় করে ঘুরে আসতে হবে দেখছি। :)

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১১

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, রক্তে যাদের নেশা তারা এসব না দেখে থাকতে পারেনা।

১৪| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৫

সানহিমেল বলেছেন: খুব সুন্দর, সময় পেলে যাওয়ার ইচ্ছা আছে।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হিমেল ভাই, শুভেচ্ছা সব সময়।

১৫| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪০

মোস্তফা সোহেল বলেছেন: অনেক কষ্ট করে তবে দেখলেন ঝর্নাটি। ছবি গুলো অনেক সুন্দর ।
পোষ্টে ++

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩২

সাদা মনের মানুষ বলেছেন: প্লাস দিয়ে উৎসাহিত করার জন্য আপনাকেও আন্তিক শুভেচ্ছা

১৬| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৫

আমি স্বপ্নদ্রষ্টা বলেছেন: ১০০ তে ১০০ । খুব মজা পাইলাম । ধন্যবাদ।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: স্বপ্ন দেখত আমি খুব ভালোবাসি।

১৭| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৬

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো ঝরণা দেখে । এখন বান্দরবান রাঙামাটিতে ঝরনার ছড়াছড়ি ।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এ্যডভেণ্চারের নেশায় মানুষ এখন পাহাড়ের গহীনে ঢুকে পড়ছে। ধন্যবাদ আনোয়ার ভাই, ভালো থাকুন, সব সময়।

১৮| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৮

নতুন নকিব বলেছেন:



যথারীতি দারুন।

হেনা ভাই কি কামাল ভাইয়ের এই পোস্টের ছবিগুলোর এক একটা নিয়ে আলাদা আলাদা প্রশ্ন তুলে ধরবেন না? প্রশ্নোত্তর পর্ব না থাকলে তো জমে ওঠে না।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: লুকটা জিরিয়ে নিচ্ছে, ক্যলরী সংগ্রহ করে তবেই না শুরু করবে :D

১৯| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

অপূর্ব

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

২০| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪২

নাগরিক কবি বলেছেন: আমি ও গিয়ছি B-)

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৫

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আপনি ফাষ্ট আমি সেকেন্ড :)

২১| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

শূন্যনীড় বলেছেন: ভালো লাগলো ছবিগুলো দেখে, আমি রোয়াংছড়ি উপজেলায় ছিলাম। অনেক জায়গাতেই ঘুরে বেড়িয়েছি, আপনার ছবি গুলো দেখে ভালো লাগলো। এদিকে মনে হল যাইনি।

১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: এটা রোয়াংছড়ি থেকে অনেক গভীরে, ধন্যবাদ ভাই, শুভেচ্ছা নিবেন।

২২| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২/৩) প্রথমে বান্দরবান থেকে চান্দের গাড়িতে করে রোয়াংছড়ি, তারপর আবার অন্য চান্দের গাড়িতে করে প্রায় রোনিন পাড়ার প্রায় অর্ধেক পথ গিয়ে শুরু হয় আমাদের ট্রেকিং পথ।

২ নম্বরটা দেখে অটোমেটিক আমার চোখ বন্ধ হয়ে গেছে।

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২০

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আপনাকে ঐ গাড়ির ড্রাইভারীর চাকুরিটা দিয়াই দেই, চোখ বন্ধ করে গাড়ি চালালে কোন ভয় ডর লাগে না =p~

২৩| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৪) বৃষ্টি ভেজা পাহাড়ে ট্রেকিং করার মজাই আলাদা, জোঁকের ভয়ে পথ চলতে তাড়াতাড়ি অথচ পিচ্ছিল পথে তাড়াতাড়ি হাটাটা বিপদ জনক।


জোঁকের ভয় করেন কেন? ওদেরও তো খাদ্য খানা দরকার। তো কয় লিটার রক্ত খাইছে আপনার? কুঁচকির ব্যথা সারছে তো?

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৩

সাদা মনের মানুষ বলেছেন: জোঁকেরে ভয় করিনা, তবে ডরাই, ব্যাথা পুরোপুরি এখনো সারেনি

২৪| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
(১০/১১) এটা রোনিন পাড়া, এখানে দুই রাত থাকতে হয়েছিল।


কেন?

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৪

সাদা মনের মানুষ বলেছেন: একদিন দেখেছিলাম তিনাপ সাইতার অন্য দিন দেখেছিলাম অন্য দুটি ঝর্ণা

২৫| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫২

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর দৃষ্টি নন্দন ছবি, ছিমছাম কথামালা ও ঝর্ণা এবং বর্ণনা সব মিলে অনেক অনেক ভাল লাগলো।

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ মাইদুল ভাই।

২৬| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৯:০০

আখেনাটেন বলেছেন: ভয়ংকর সুন্দর জায়গা। কিন্তু রাস্তা-ঘাটের অবস্থা তো বেহাল। কোন একদিন যাওয়ার আশা রাখি।

১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: পাহাড়ি রাস্তা বৃষ্টির দিনে যেমন থাকে আরকি, ভালো আশা থাকলে অবশ্যই যাওয়া হবে, আমি যেকানেই যাওয়ার আশা করি সেটা পূরণ হয়ে যায়, ধন্যবাদ।

২৭| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৯

তোমার জন্য মিনতি বলেছেন: সুন্দর সুন্দর ছবিগুলো দেখে মুগ্ধ হলাম, সঙ্গে বর্ণনা পেয়ে ধন্য জানলাম নতুন জায়গা সম্পর্কে
শুভকামনা জানবেন সবসময়।

১১ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও রইল সব সময় শুভ কামনা

২৮| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫২

নীলপরি বলেছেন: ঝর্ণা খুবই সুন্দর । বাকি লেখা ও ছবিগুলোও দারুন ।
আশাকরি , আপনি এখন ভালো আছেন ।
শুভকামনা রইলো ।

১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের দোয়ায় ভালো আছি, আপনিও ভালো থাকুন, সব সময়।

২৯| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো +++


কেমন আছেন ভাই ??

১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: আমি ভালো আছি ভাই, আপনি কেমন?

৩০| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫১

সুমন কর বলেছেন: বর্ণনা আর ছবি মিলিয়ে পোস্ট ভালো লাগল।

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা

৩১| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৫৫

বারিধারা বলেছেন: একটা ঝর্না দেখার জন্য এত কষ্ট পিঠে সয়না। আমার দেখা সেরা ঝর্ণা হল নাপিত্তাছড়া, যেটা দেখার জন্য আমাকে মাত্র ২ ঘন্টা ট্র্যাকিং করতে হয়েছিল।

১২ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩১

সাদা মনের মানুষ বলেছেন: মিরসরাই এর নাপিত্তাছড়া ঝর্নাটা দেখি দেখি করেও যাওয়া হলোনা, আগামী বছর পরিকল্পনায় রাখলাম, ধন্যবাদ।

৩২| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:০২

সারাফাত রাজ বলেছেন: অবশ্যই ভাই, এখানে হিংসা অর্থ হচ্ছে ভালোলাগা ভালোবাসা আর শুভকামনা।
আপনার বদৌলতেই তো দেশ দেখছি।

আপনার প্রতি হিংসা নিরন্তর। B-))

১৩ ই জুলাই, ২০১৭ ভোর ৬:১৮

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আপনিও কিন্তু কম দেখাচ্ছেন না।

৩৩| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিগুলো দেখে মনে হলো ডিসকভারি চ্যানেলের বিদেশী নৈসর্গিক দৃশ্য দেখলাম। আহ! কী অপরূপ আমাদের মাতৃভূমি।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ডিসকভারি চ্যানেলের কঠিন ভক্ত আমি

৩৪| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৩

কানিজ রিনা বলেছেন: বান্দর বনে অনেকবার গিয়েছি অনেক কিছু
দেখেছি কিন্তু এত ঝড়না এলাকায় দেখা হয়
নাই। খুব ভাল লাগল সেই প্রজাপতি হলুদ
ফুলটা অন্যরকম। শুভ কামনা।

১৪ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, বান্দরবানে দেখার কোন শেষ নাই।

৩৫| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "তিনাপ সাইতার" সম্পর্কে কোন ধারনাই ছিল না।

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৩

সাদা মনের মানুষ বলেছেন: নতুন আবিস্কৃত হওয়া ঝর্ণা লিটন ভাই।

৩৬| ১১ ই জুলাই, ২০১৭ রাত ৮:১১

শাহরিয়ার কবীর বলেছেন:
জি ভাই !! আমিও ভালো আছি !!

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: :) :)

৩৭| ১২ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৫

পুলহ বলেছেন: রোয়াংছড়ি থেকে রনিন পাড়া চান্দের গাড়ি যায়? আমরা অবশ্য পুরাটাই হেটে গিয়েছিলাম ...
আসলেই অসাধারণ একটা জায়গা।
ভালো আছেন ভাই আশা রাখি। শুভকামনা !

১৫ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: আগের বার যখন সিপ্পিতে গিয়েছিলাম তখন রোনিন পাড়া থেকে রোয়াংছড়ি পর্যন্ত হেটেই এসেছিলাম।

৩৮| ১৪ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৭

প্রামানিক বলেছেন: দুই কথা নাই- - - এক কথায় সুন্দর ছবি।

১৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

সাদা মনের মানুষ বলেছেন: চিকন গুনিয়া সারছেনি ভাই?

৩৯| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:১৭

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আপনার চোখে দেখে নিলাম মন ভরে। আমরা হেঁটে গিয়ে দেখে আসার সুযোগ হয়তো পাবো না।

১৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: দুর্গমগিরি পারি দেওয়াটা সত্যিই কঠিন, শুভেচ্ছা জানবেন কামাল ভাই।

৪০| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৯

ডঃ এম এ আলী বলেছেন: দারুন এডভেঞ্চার করেছেন, খুব সুন্দর ছবি।
সেখানকার পাহারীদের জীবন মান কেমন দেখলেন ?
তারা কি নিরাপদ মনে করে নীজদেরকে?
১৯৯১ সনে একবার বান্দরবানে গিয়ে
নিরাপত্তা বেষ্টনী ও গুচ্ছ গ্রামের বাইরে
কোথাও যেতে পারিনি ।
আপনার লেখাপাঠে ও ছবি দেখে
সেখানে যেতে ইচ্ছে করছে ।

শুভেচ্ছা রইল ।

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ওখানকার পাহাড়িদের জীবনকে আমার কাছে কোন রকম অনিরাপদ তো মনে হলো না। তবে আগে ওদের মাঝে যে আন্তরিকতা ছিল তা অনেকটা কমার্শিয়ালতায় পর্যবসিত হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে।

৪১| ১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: খুব ভাল লাগলো আপনার এ নয়ন জুড়ানো ছবি ব্লগটা দেখে/পড়ে। + +
প্রখর রোদে পাহাড়ে হাটার কষ্ট দূর করে দেয় এমন ফুল-প্রজাপতিরা - সত্যিই, হলুদ রঙের প্রজাপতিটাকে দেখে জান ঠান্ডা!
(১৪) অতি সাধারণ কচু ফুলকেও মাঝে মাঝে খুবই আপন মনে হয় - বাংলার ভেষজ- আপন বৈকি!
এই সাদামন লুকটার পুষ্ট পাইলে কে কার আগে ঢুকবো এই নিয়া কুস্তি করে (৪ নং মন্তব্য) - :D

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ৪ নং মন্তব্যটা আমাকে ছোট হিসাবে আপনাদের ভালোবাসারই নামান্তর মাত্র, শ্রদ্ধা জানবেন খায়রুল ভাই।

৪২| ২৩ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪০

জুন বলেছেন: এমন দুর্গম পথে এখন আর চলার ভরষা করি না তাই আপনার অসাধারন ছবি আর বর্ননাতেই মন ভরিয়ে তুলি সাদা মনের মানুষ :)
+

২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আমিও এখন আর আগের মতো এই পথগুলো সাবলীল নই, অনেক দিন পর ট্র‌াক করে পায়ের ব্যাথায় কয়েক দিন রেষ্টে থাকতে হয়েছিল আমার।

৪৩| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৯:১১

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




অপূর্ব একটি ঝর্ণার খোঁজ দিলেন , ছবিও দিলেন । এমন ঝর্ণা যে আমাদেরও আছে, জেনে ভালো লাগলো । আপনার পরিশ্রম সার্থক ।
জুন আর ডঃ এম এ আলীর বক্তব্যের সূত্র ধরে বলি -- পাহাড়ীদের নিয়ে লিখুন । ভালো একটি পোস্ট হবে সন্দেহ নেই ।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আসলে লেখনীতে আমার দুর্বলতা প্রকট, তাই লেখা হয়ে উঠে না, ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.