নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাদাড়ে.....৬০

১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৮


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছে গুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।


(২) গাংচিল, চট্টগ্রামের গহিরা থেকে তোলা ছবি।


(৩) সাকো, নরসিংদীর বালুচর গ্রাম থেকে তোলা ছবি।


(৪) ট্রলার থেকে ডাব নামানোর ছবিটা তুলেছি সেন্টমার্টিন থেকে।


(৫) ট্রেন লাইনের সমান্তরাল সড়ক পথ, ছবিটা তুলেছি নরসিংদীর আমিরগঞ্জ স্টেশন থেকে।


(৬) নিমক হারাম দেউড়ি, এই গেইট টি নিমক হারাম দেউড়ি বা বেঈমানের দরজা নামেই সবার কাছে পরিচিত। বিশ্বাসঘাতকদের সর্দার মীর জাফরের বাড়ির প্রধান ফটক এটি। মুর্শিদাবাদ, ভারত থেকে তোলা ছবি।


(৭) জুম ঘর, বান্দরবানের রোয়াংছড়ি থানার ব্যঙছড়ি পাহাড় থেকে তোলা ছবি।


(৮) এই ছবিটা সুন্দবনের ভেতর থেকে তুলেছি, নদীর নামটা সঠিক জানা নাই।


(৯) ভাবছেন এটা ঘুঘু বা কবুতর? মোটেও না এটা হরিয়াল পাখি। আমার বাড়ির পাশের বট গাছ থেকে তুলেছি ছবিটা।


(১০) দোলন চাঁপা, ঢাকায় ২০১৬ সালের বৃক্ষমেলা থেকে তুলেছি।


(১১) পর্যটকদের জন্য ঘোরা নিয়ে অপেক্ষা, কক্সবাজার থেকে তোলা ছবি।


(১২্) অর্ধেক নৌকা নিয়ে উত্তাল সাগরে ছুটে চলা জেলেদের দল। কক্সবাজার থেকে তুলেছি।


(১৩) শিমুল ফুলে কাঠ শালিক, নরসিংদীর পলাশ থেকে তোলা ছবি।


(১৪) চাপাই নবাবগঞ্জের হাটে আম নিয়ে যাচ্ছে স্থানিয় লোকেরা।


(১৫) বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, বারদী থেকে তোলা ছবি।


(১৬) কচুরি বনে খাবার খুজছে ডাহুক পাখি, সোনারগাঁয়ের মায়াদ্বীপ থেকে তোলা ছবি।


(১৭/১৮) এই দুটি ছবি কাট্টলী সৈকত, চট্টগ্রাম থেকে তোলা।



(১৯) একটি অতি পুরোনো মসজিদ, পলাশের পারুলিয়া গ্রাম থেকে তোলা ছবি।


(২০) সিঁদুরে কলমী, চট্টগ্রামের ফয়েজ লেক থেকে তোলা ছবি।

মন্তব্য ৭০ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

মৌমুমু বলেছেন: প্রতিটা ছবিই চমৎকার। বিশেষ করে ১,২,১৩,১৬,
১ নাম্বারটা সবচেয়ে বেশি! ইচ্ছে করছে প্রতিটা জায়গায় ঘুরে আসি।
খুব সুন্দর পোষ্ট ভাইয়া। ধন্যবাদ।

১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ১নংটা তো দেখছি আপনার আইকন ছবি, ধন্যবাদ আপু উৎসাহিত হলাম।

২| ১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

আলী আজম গওহর বলেছেন: অনেকদিন পর বনে বাদড়ে পড়লাম। ভালো লাগল।

১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

সাদা মনের মানুষ বলেছেন: ব্যস্ততা অনেক বেড়েছে, কিন্তু সুযোগ পেলেই ব্লগে হামলে পড়ি..........শুভেচ্ছা জানবেন আলী ভাই।

৩| ১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

শায়মা বলেছেন: সব ছবিগুলিই সুন্দর ভাইয়া! :)

১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, কেমন আছেন আপনি?

৪| ১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

কানিজ রিনা বলেছেন: নিজের দেশের নদী সাগর ফুল পাখি অপরুপ
আমাদের দেশে প্রকৃতি অপুর্ব সৌন্দর্য তুলে
ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকেও আন্তরিক শুভেচ্ছা আপু

৫| ১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

শায়মা বলেছেন: আমি ভালো আছি!!!!! :)

অনেক অনেক ভালো !

১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

সাদা মনের মানুষ বলেছেন: জেনে ভালো লাগলো

৬| ১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:



মীর জাফরের বাড়ীর ভেতরের ছবি আছে আপনার কাছে?

১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

সাদা মনের মানুষ বলেছেন:
মীর জাফরের বাড়ির ভেতর প্রবেশ নিষেধ, বাহির থেকে তোলা এই ছবিটা আছে আমার কাছে।

৭| ১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

পৌষ বলেছেন: দারুণ সব ছবি। অনেকদিন পর এলেন বনে বাদাড়ে। এতদিন কোথায় ছিলেন ভাই!

১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: এই তো আছি আশেপাশেই, আপনি কেমন আছেন?

৮| ১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ বনে বাদাড়ের সুস্দর সুন্দর ছবি দেখানোর জন্য ।
আমিরগঞ্জের ছবিটা ভাল লাগল , আমিরগঞ্জ এক সময়
তাতঁশিল্পের জন্য বিখ্যাত ছিল , এখনো কি সেখানে তাঁতের
খটখটি আওয়াজ শুনা যায় ?

শুভেচ্ছা রইল

১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: এখন আমীরগঞ্জের সেই তাত জৌলুস আর নাই, সেগুলো সবই এখন বাবুরহাট কেন্দ্রিক.........শুভেচ্ছা জানবেন আলী ভাই।

৯| ১৭ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিবারের মতোই অনন্য অসাধারন!

আগেআপনার বাড়ী ঘুরে দেখে এলাম- ১৯ জুনের পর ১০ জুলাই!!!!
১টা পোষ্ট মিস করেছি! :P

যাক! বেশি লস হয় নাইক্যা ;)

+++++

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৫০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী, ইদানিং ব্লগে দেওয়ার সময় কম বলে এমনটি হচ্ছে।

১০| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:২১

নাবিক সিনবাদ বলেছেন: চমতকার চোখ জুড়িয়ে দেয়া সব ছবি


খুব ভালো লাগলো।।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সিনবাদ, সিনবাদ নামটা শুনলেই মনে হয় এ্যডভেঞ্চারে পরিপূর্ণ একটা নাম।

১১| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই এবারো, ছবি গুলো সুন্দর তুলেছেন। +++++

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, ভালো থাকুন, সব সময়।

১২| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৮

প্রামানিক বলেছেন: নানা ধরনের ছবি দেখে চোখ জুড়িয়ে গেল। ধন্যবাদ

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনার ছড়া পড়লে আমার যা হয় :D

১৩| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৬) নিমক হারাম দেউড়ি, এই গেইট টি নিমক হারাম দেউড়ি বা বেঈমানের দরজা নামেই সবার কাছে পরিচিত। বিশ্বাসঘাতকদের সর্দার মীর জাফরের বাড়ির প্রধান ফটক এটি। মুর্শিদাবাদ, ভারত থেকে তোলা ছবি।

এই ফটকের গায়ে থুথু দিয়া আসেন নাই?

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: আপ্নে আগে মনে করাইয়া দিতে পারতেন :D

১৪| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৮) এই ছবিটা সুন্দবনের ভেতর থেকে তুলেছি, নদীর নামটা সঠিক জানা নাই।


এই নদীর নাম সুন্দরী নদী।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: কম খারাপ বলেন্নাই

১৫| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৯) ভাবছেন এটা ঘুঘু বা কবুতর? মোটেও না এটা হরিয়াল পাখি। আমার বাড়ির পাশের বট গাছ থেকে তুলেছি ছবিটা।


হরিয়াল পাখি? আমি তো ভাবছিলাম পোলাপানের খেলনা সাজাইয়া ফটু উঠাইছেন।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: তা তো ভাববেনই, আপনারে ঢাকাতে স্বাগতম জানানোর জন্য প্রামানিক ভাই ফার্ম গেইট থেকে হরলিক্স কিনা রাখছিল, সেটার এখন কি উপায় বলেন :-B

১৬| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৩) শিমুল ফুলে কাঠ শালিক, নরসিংদীর পলাশ থেকে তোলা ছবি।


ফ্যান্টাস্টিক! ভাই, আপনার ছবি তোলার হাত সত্যিই ঝাক্কাস।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১৪

সাদা মনের মানুষ বলেছেন: এতো দিনে বুঝলেন :(

১৭| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৬) কচুরি বনে খাবার খুজছে ডাহুক পাখি, সোনারগাঁয়ের মায়াদ্বীপ থেকে তোলা ছবি।


ডাহুকের ডাক শুনলে মন উদাস হয়ে যায়। পুরানো প্রেমিকার কথা মনে পড়ে।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: ঘটনা কি? ডাহুক ডাকা নির্জন দুপুরে কি কোথাও হারিয়ে ছিলেন?

১৮| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ৯:৩৬

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: দারুন ছবি ব্লগ +++++


প্রতিটি ছবি ভালো লাগা জানিয়ে গেলাম ।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ফেরিওয়ালা, এই নামটা কেন যে আমার এতো প্রিয় জানিনা।

১৯| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:২৪

ভ্রমরের ডানা বলেছেন:




নান্দনিক ছবি ব্লগ! চমৎকার!

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:১৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ডানা

২০| ১৭ ই জুলাই, ২০১৭ রাত ১১:৫৪

সুমন কর বলেছেন: আপনার ছবিগুলো মাধ্যমেই বাংলার প্রতিটি ইঞ্চি দেখে নেই। দারুণ।
+।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: জানি প্রতিটা ইঞ্চি দেখার সাধ্য নাই, তবু যখন যেখানে সুযোগ পাই যতোটা সম্ভব বেশি করে দেখে নেওয়ার চেষ্টাটা আমার থাকে সব সময়, ধন্যবাদ দাদা।

২১| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:২৬

সচেতনহ্যাপী বলেছেন: মুগ্ধতার শেষ হয় না, দেশকে দেখে দেখে।। ++ পোষ্টে।।
অদেখা মীর জাফরের বাড়ি/ গেটও দেখে নিলাম এই ফাকে।।।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: মুর্শিদাবাদে গিয়ে আমি ইতিহাস ছুয়ে ছুয়ে দেখে খুবই রোমাঞ্চিত হয়েছিলাম, ধন্যবাদ আপনাকে।

২২| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাবছি সনেট কবিতা না লিখে দেশান্তরি হয়ে বনে বাদাড়ে ঘুরে বেড়াব। এতেই বুঝতে পারেন আপনার বনে বাদাড়ে পোষ্ট দেখে আমি কতটা মুগ্ধ হয়েছি।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: সবারে দিয়ে সব হয়না, যেমন আমাকে দিয়ে ছনেট লেখাতে গেলে নিঃসন্দেহে বোল্ড আউট! শ্রদ্ধা জানবেন ফরিদ ভাই।

২৩| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১:১৫

আলভী রহমান শোভন বলেছেন: বরাবরের মত অসাধারণ সব ছবি। পোস্টে প্লাস :)

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫০

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও প্লাস শোভন ভাই

২৪| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: যাক বেশ কিছুদিন পরে তবে আবার এলেন। পোষ্টে প্লাস+++

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫১

সাদা মনের মানুষ বলেছেন: সময় স্বল্পতায় ব্লগে আশা হয় কম, তবে মনটা সব সময় এখানে থাকে.........শুভেচ্ছা জানবেন সোহেল ভাই।

২৫| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১০

রানা আমান বলেছেন: আপনার বনে বাদাড়ে সিরিজটা আমার খুবই প্রিয় ।

১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২১

সাদা মনের মানুষ বলেছেন: জেনে খুশি হলাম, ধন্যবাদ

২৬| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০১

সামিয়া বলেছেন: সুন্দর ছবি ব্লগ ভালোলাগা নিরন্তর

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনার জন্যও নিরন্তর শুভেচ্ছা

২৭| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:০৭

প্রাইমারি স্কুল বলেছেন: দারুণ সব ছবি। অসাধারণ সব ছবি

১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১২

সাদা মনের মানুষ বলেছেন: আন্তরিক শুভেচ্ছা রইল ভাই

২৮| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবি ও কথামালা খুব ভাললাগলো। ভাল থাকবেন।

১৯ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই, আপনিও ভালো থাকুন, সব সময়।

২৯| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৬

হাসান রাজু বলেছেন: বরাবরের মতই মুগ্ধতা মিশে আছে আপনার পোস্টে । আপনি অনেক পাখির নাম জানেন ।



এইটা ও কি কাঠ শালিক???

১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: অনেক জানিনা, তবে জানার চেষ্টা করি, আর নিঃসন্দেহে বলা যায় এটা একটা কাঠ শালিক।

৩০| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১২

মিঃ মটু বলেছেন: সুন্দর সব ছবি, ভালো লাগলো

১৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন: মটু ভাই, আমি আপ্নার ভক্ত

৩১| ১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৮

শূন্যনীড় বলেছেন: সুন্দর প্রকৃতি, ভালো লাগলো ছবিগুলো

২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নীড়, ভালোবাসা জানবেন

৩২| ১৮ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

তারেক ফাহিম বলেছেন: সবগুলো ছবিই ভাল লাগার মত তবে হরিয়াল পাখি এই প্রথম শুনলাম, পাখিটিও বেশ।

২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:২৬

সাদা মনের মানুষ বলেছেন: বাংলাদেশের বিরল প্রজাতির পাখি এই হরিয়ালরা, তবে লক্ষ করে যারা পাখি দেখে বট পাকুরের গাছে তাদের তারা পেয়েই যেতে পারে, ধন্যবাদ ফাহিম ভাই।

৩৩| ১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ছবি আর লেখায় মন ভরে গেলো। অনেক ধন্যবাদ।

২০ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকেও আন্তরিক শুভেচ্ছা

৩৪| ২৩ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৪

জুন বলেছেন: ভালোলাগার ছবিগুলোর নম্বর মনে রাখতে রাখতে নীচে স্ক্রল করে নামছি । তারপর ? তারপর দেখি সবগুলোই অসাধারন ।
তবে আপনার প্রতিবেশী কিউট হরিয়ালের কথা আলাদা করে বলতেই হয় সাদা মনের মানুষ :)
+

২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩২

সাদা মনের মানুষ বলেছেন: আমার বাড়ির পাশেই একটা মন্দির আছে, সেখানে আছে একটা বট গাছ, সেই বট গাছটার কল্যানে আমি কতো যে পাখি দেখি তার ইয়ত্তা নেই। অবসরে ঐ বট তলায় বসে বসে বাতাস খেয়ে আর নানা রঙের পাখি দেখে মনটা জুড়িয়ে যায়, বিশেষ করে যখন পাকা ফল থাকে।

৩৫| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৪

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,





আমারও ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: আহেন আমরা গলাগলি ধইরা বেড়িয়ে পড়ি বাড়ি থেকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.