নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসের গন্ধমাখা হাজারদুয়ারি প্রাসাদ

২২ শে জুলাই, ২০১৭ ভোর ৬:৫১


এই প্রাসাদে আসল-নকল মিলে এক হাজার দরজা আছে বলে এটাকে হাজার-দুয়ারী বলা হয়। সাধারণ জনগণ এর ধারণা এটা নবাব সিরাজউদ্দৌলার নির্মিত। সিরাজের নিজ প্রাসাদ ভাগীরথীর পশ্চিমতীরে হীরাঝিল। এটা অনেক আগেই ভাগীরথীর ভাংগনে বিলীন হয়ে গেছে। সিরাজের মৃত্যুর ৮০ বছর পর নবাব হুমায়ুন জা নামের এক সৌখিন নবাব হাজার দুয়ারী প্যালেস নির্মাণ করেন ভাগীরথীর পূর্ব তীরে। হুমায়ুন জা ছিলেন মীরজাফর প্রতিষ্ঠিত নবাবীর অষ্টম উত্তরাধিকারী এবং বংশধর হিসেবে পঞ্চম। স্থপতি ডানকান ম্যাকলিয়দের পরিকল্পনায় ইউরোপিয়ান স্থাপত্যের ধাঁচে প্রায় নয় বছর সময়ে এই প্রাসাদে নির্মাণ সম্পন্ন হয়। হাজার দরজার এই প্রাসাদের ৯০০টা দরজা সত্যিকারের। বাকি ১০০টা, শত্রুর চোখে ঝিলমিল লাগানোর জন্য।

এর এক তলায় অস্ত্রাগার গ্যালারিতে প্রায় ২৬০০টি অস্ত্র সজ্জিত আছে, তার মধ্যে এমন অস্ত্রও রয়েছে, যা পলাশি যুদ্ধে ব্যবহার হয়েছিল। এছাড়াও আলিবর্দি খাঁয়ের ব্যবহার করা তলোয়ার ও বহু নল বিশিষ্ট বন্দুক, নাদির শাহের শিরস্ত্রাণ, মীরকাশিমের ছোরা, বিভিন্ন ধরণের কামান ও ছোরা এমনকী যে ছোরা দিয়ে সিরাজদ্দৌলাকে হত্যা করা হয়েছিল, সেটিও ওই গ্যালারিতে ঠাঁই পেয়েছে। দোতলায় বিভিন্ন আর্ট গালারিতে মুর্শিদকুলি খাঁয়ের মার্বেল পাথরের সিংহাসন, সিরাজদ্দৌলার রূপার পালকি, পানপাত্র, চিনামাটির বিভিন্ন রকমের ফুলদানি, হাতির দাঁতের সোফাসেট ও পালকি, রূপার পালকি, নবাবদের ব্যবহার করা বিলিয়ার্ড বোর্ড, ম্যাজিক আয়না, মমি করা দুষ্প্রাপ্য পাখি। দরবার কক্ষে রয়েছে ভিক্টোরিয়ার উপহার দেওয়া ১০১টি বাতির সুদৃশ্য ঝাড়বাতি। হারুণ অল রশিদের স্বহস্তে লিখিত ১০ ইঞ্চি লম্বা ও ৬ ইঞ্চি চওড়া একত্রিশ পাতার কোরান ও আবুল ফজলের আইন-ই-আকবরীর পাণ্ডুলিপি। ক্যামেরা বা মোবাইল নিয়ে ঢোকা নিষেধ বলে ভেতরের কোন ছবি দিতে পারলাম না।


(২) টিকেট কেটে হাজারদুয়ারি প্রাসাদে ঢোকার মুখেই কাধের ব্যগ ক্যামেরা মোবাইল সব কিছু রেখে যেতে বলল, মনটা চরম খারাপ। কি আর করা মনের ক্যামেরায় ইতিহাসের ছবি তুলে রাখার প্রত্যয় নিয়ে ঢুকে গেলাম প্রাসাদে।


(৩) প্রাসাদের ভেতরে ঢোকার মুখেই রাখা আছে এই কামানটা, নিশ্চয়ই কোন ইতিহাস আছে এর পেছনে, সেটা অজানাই থেকে গেছে।


(৪) কয়েক ঘন্টা ভেতরে ঘুরে বাহিরে এসে দেখলাম অনেকেই ছবি তুলছে, যখন বুঝতে পারলাম শুধু প্রাসাদের ভেতরে ছবি তোলা নিষেধ, তখন ছুটে মেইন গেইটে গিয়ে ক্যামেরা নিয়া ক্লিকবাজীতে মত্ত হলাম।


(৫) হাজার দুয়ারির ঠিক বিপরিত পাশেই ভারতের সব চেয়ে বড় ইমামবাড়াটি। মহররম মাসের এক থেকে দশ তারিখ পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়, তখন উপমহাদেশের বিভিন্ন যায়গা থেকে শিয়া সম্প্রদায়ের লোকজন এখানে আসেন। মহররম মাসের শেষ দিন সকাল বেলা এখান থেকে শোভাযাত্রা বের হয়।


(৬) মদিনা। ইমামবাড়া ও হাজার দুয়ারি প্রাসাদের মধ্যিখানে রয়েছে এই মদিনা মসজিদটি। এর আকার একেবারেই ছোট। আসলে এটি মসজিদের আকৃতি বিশিষ্ট একটি ছোট্ট ভবন। এটি মূলত হযরত মুহম্মদ (সঃ) মদিনা রওজা মোবারকের অনুরূপ একটা প্রতিকৃতি। নবাব সিরাজ নিজে এই 'মদিনা'র জন্য কারবালা থেকে পবিত্র মাটি নিয়ে এসেছিলেন। মায়ের প্রতিজ্ঞা পালনে এটি করেছিলেন বলে কথিত আছে।


(৭/৮) বাচ্চাওয়ালি কামান। হাজার দুয়ারি প্রাসাদের উত্তর দিকে মদিনার পাশেই রয়েছে এই কামান। ১৬৪৭ সালে ঢাকার বিখ্যাত কর্মকার জনার্দন এটি তৈরি করেন। এর দৈর্ঘ ১৮ ফুট ও প্রস্থ ২২ ইঞ্চি। এর ওজন আনুমানিক ৭ হাজার ৬শত ৫৭ কেজি। এ কামানটি দাগার জন্য ১৮ কেজি বারুদ লাগত। শুধু একবারই এই কামান দাগা হয়েছিল। এর তীব্র আওয়াজে তখন বহু গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে। সেই কারণেই এর নাম দেওয়া হয় বাচ্চাওয়ালি কামান বা তোপ। এই ঘটনায় নবাব ব্যথিত হন এবং পরে এটি আর ব্যবহৃত হয়নি।



(৯) হাজার দুয়ারি প্রাসাদ আর ইমামবাড়ার মাঝখানে বিশাল ময়দান, আর তাতে দর্শনার্থীদের বসার জন্য রয়েছে অনেক চেয়ার।


(১০) এছাড়া ইমামবাড়া ও হাজার দুয়ারি প্রাসাদের মধ্যিখানে মদিনার বিপরিতে রয়েছে একটা উঁচু টাওয়ার ঘড়ি যা এখন সচল নেই। আগে বিরাট শব্দ করে এটা সময় জানান দিত। সেই সাথে নবাব বা ইংরেজ শাসকরা এলে ঘন্টাও বাজানো হতো।


(১১) উত্তর পশ্চিম পাশ থেকে তোলা হাজার দুয়ারি প্রাসাদের ছবি।


(১২) প্রাসাদের উত্তর পশ্চিম কোনে থাকা এই কামানটার ইতিহাসও অজানা।


(১৩) একটা উৎসুক ভাট শালিক আমাদের যেন দেখছিল।


(১৪) হাজার দুয়ারির ঠিক বাইরেই ভাগীরথীর তীর ঘেষে দাঁড়িয়ে এই হলুদ মসজিদটি।


(১৫) হাজার দুয়ারির পশ্চিম দিক থেকে তোলা ছবি এটি।


(১৬) প্রাসাদের পেছনের অংশ, মানে দক্ষিণ পাশ থেকে তোলা।


(১৭) ইতিহাস খ্যাত ভাগীরথী নদী, কতো ইতিহাসের সাক্ষী এই নদী কে জানে?


(১৮) আমাদের ফুল ল্যান্টানা। দেখলে কতো আপন মনে হয়, ফুটে আছে ভাগীরথীর তীরে।


(১৯) হাজার দুয়ারির সামনে বাচ্চাওয়ালি কামানের পাশে আমি নিজে ;)


(২০) অনেক তো হলো এবার ভাগীরথীর তীরে বসে কিছু খেয়ে নেওয়া যাক।

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৭:০৬

নাবিক সিনবাদ বলেছেন: অপূর্ব সুন্দর!!

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৭:০৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সিনবাদ

২| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৭:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ১ম লাইক/কমেন্ট করেও দেখি সম্মিলিত মেধা তালিকায় ২য় X((

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনি ছন্দের মেধা তালিকায় সব সময়ই প্রথম :D

৩| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৪৮

শাহিন-৯৯ বলেছেন: লগইন করতেই হল,

মুঘল সম্রাট বলি আর বাংলার নবাব বলি সবাই সবকিছু শুধু ঐই অঞ্চলে বানিয়েছে, আমাদের এখানে শুধু হাতির পাল রেখেছে।

ভাল থাকুন, আমাদের কে আরো বেশি ইতিহাসে ডুব দেওয়ার সুযোগ করে দিন।

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: হয়তো তাই, তবু মুর্শদাবাদে গিয়ে ইতিহাস ছুয়ে ছুয়ে দেখে কেমন যেন রোমাঞ্চিত ছিলাম খুন, ধন্যবাদ শাহিন ভাই, ভালো থাকুন, সব সময়।

৪| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ ছবি পোষ্টে অনেক অনেক ভাললাগা....

হীরাঝিল সত্যিই বিলিন হয়ে গেছে????? জেনে বিস্মিত হলাম!!!

+++++

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: নেট থেকে ইতিহাস ঘেটে তো এমনটাই জানতে পারলাম, ধন্যবাদ।

৫| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৩

সনেট কবি বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম।

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কবি, আমার মনে হয় নিজের নামটাই ভালো ছিল।

৬| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৫

সনেট কবি বলেছেন: নিজের নামের ব্লগটাও আছে। আপনিতো আবার কবিতা বুঝেন না; তাই সনেট কবিতার জন্য আলাদা নিক নিলাম।

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০৩

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা সত্যিই আমি কম বুছি, এই দেখুন সামুর প্রথম পাতায় বিশ্ব করেছ গ্রাস নামে একটা কবিতা রয়েছে ঐ কবিতাটা কয়েকবার পড়েও আমি মন্তব্য করতে পারলাম না।

৭| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১২

নতুন নকিব বলেছেন:



অসাধারন, কামাল ভাই।

অনেক অজানাকে জানা হল।

ভাল থাকুন।

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: এমন অজানাকে জানা, বা ইতিহাসকে জানতে আমার কাছে খুবই রোমাঞ্চকর মনে হয়, ধন্যবাদ নকিব ভাই, ভালো থাকুন সব সময়।

৮| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ৯:১২

ঠ্যঠা মফিজ বলেছেন: অসাধারন ভাই আমাকে এক সময় আপনার সাথে আপনার খরচে ঘুরতে নিয়ে যাইয়েন ভাই । B-)

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫১

সাদা মনের মানুষ বলেছেন: কথাটা কম খারাপ বলেন্নাই, দেখা যাক ভবিষ্যত আমাদের কোথায় নিয়ে যায় :-B

৯| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৪

রাজীব নুর বলেছেন: বাহ। দারুন।

২২ শে জুলাই, ২০১৭ সকাল ১০:১০

সাদা মনের মানুষ বলেছেন: ওখানে চারিদেকে শুধুই ইতিহাস, ধন্যবাদ।

১০| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৫

সুমন কর বলেছেন: ইতিহাস আর ছবি মিলিয়ে দারুণ পোস্ট।

২৩ শে জুলাই, ২০১৭ ভোর ৫:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, শুভেচ্ছা জানবেন।

১১| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: ইতিহাসটা যেন মেলে উঠলো।। পড়েছি আগেই কিন্তু ছবির সাথে বর্ননা যেন, সেই পড়াকেও পিছনে ঠেলে দিল।।
তবে মন কেড়েছে ঐতিহাসিক"ভাগীরথী নদী"।।

২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ইতিহাস পড়া আর ছবির সাথে মিলিয়ে পড়ার মধ্যে অবশ্যই অন্যরকম কিছু। শুভেচ্ছা জানবেন।

১২| ২৩ শে জুলাই, ২০১৭ রাত ১২:৫৬

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগলো পড়ে ।

২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনার আইকনে এই লিখাটা কেন দিয়ে রাখছেন ভাই?

১৩| ২৩ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৪

মোস্তফা সোহেল বলেছেন: পোষ্টে প্লাস ভাইয়া।
অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্যে ডাবল প্লাস মোস্তফা ভাই।

১৪| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৩

নিয়াজ সুমন বলেছেন: পড়ন্ত বেলায় মন হল উতলা এত গুলা সুন্দর ছবি ও অপূর্ব বর্ণনায়। শুভ কামনা প্রিয়।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, আপনার জন্যও শুভ কামনা সব সময়।

১৫| ২৩ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৮

রাতু০১ বলেছেন: সুন্দর শুভকামনায়।

২৩ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রাতু

১৬| ২৪ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৫১

রাতুল রেজা বলেছেন: সুন্দর ছবি

২৫ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রেজা ভাই, ভালো থাকুন, সব সময়।

১৭| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩২

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: ইতিহাস জেনে ভাল লাগলো, আপনাকে ধন্যবাদ

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: ইতিহাস জানতে আমারও ভালোলাগে, আপনাকেও আন্তরিক মোবারক বাদ।

১৮| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:০৬

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এক কথায় দারুন........

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৮

সাদা মনের মানুষ বলেছেন: দুই কথায় ধন্যবাদ :D

১৯| ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪২

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: ভালো লাগলো!

২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৬

সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত হলাম নয়ন ভাই

২০| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১০:০২

প্রামানিক বলেছেন: আপনার কারণে অনেক কিছু দেখা হলো জানা হলো। ধন্যবাদ কামাল ভাই।

২৬ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনার কারণেও আমাদের অনেক চমৎকার ছড়া পড়া হয়ে থাকে :)

২১| ২৮ শে জুলাই, ২০১৭ সকাল ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


নবাবদের বংশের লোকজনের কোন খবর জানেন?

২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

সাদা মনের মানুষ বলেছেন: খবর নেওয়ার সময় ছিল না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.