নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছে গুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
###
(২) সাদা কালো মাছরাঙা। নরসিংদীর শিবপুর থানার নোয়াদিয়া গ্রাম থেকে তোলা ছবি।
(৩) দৃপ্ত শপথ। নরসিংদীর ঘাশিরদিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন কর্মকর্তাসহ পুলিশের ১০ সদস্য নিহত হওয়ার ঘটনা স্মরণে ‘দৃপ্ত শপথ’ নামের একটি স্মৃতিফলক নির্মাণ করা হয়েছে।
(৪) পেপে ফুল। আড়াইহাজারের গোপালদী থেকে তোলা ছবি।
(৫) চমৎকার এই ফুলের ছবি তুলেছি আমাদের ব্লগে ফুলের রানী নামে খ্যাত কামরুন নাহার বীথি আপুর ছাদ বাগান থেকে, আশা করছি উনিই ফুলটার নাম জানাবেন।
(৬) জাফলং এর শেষ বিকালে তোলা ছবি।
(৭) কসাই পাখি, নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ থেকে তোলা ছবি।
(৮) পাট নেওয়ার এই ছবিটাও আমিরগঞ্জ থেকেই তোলা।
(৯) সোনাদিয়া সীবিচ।
(১০) সোনাদিয়া দ্বীপের একটা জেলে কুঁড়ে।
(১১) কাটরা মসজিদ, ভারতের মুর্শিদাবাদে নবাব মুর্শিদ কুলিখাঁ নির্মিত মসজিদ এটি। এই মসজদের সিড়ির নিচেই রয়েছে ওনার কবর।
(১২) নরসিংদীর থানা ঘাট থেকে তোলা মেঘনা নদীর ছবি।
(১৩) কু ঝিক ঝিক, রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থেকে তোলা ছবি।
(১৪) এটি বাংলাদেশের সব থেকে উঁচু গ্রাম পাসিং পাড়া। কেওকারাডাং এর পরেই এই গ্রামের অবস্থান।
(১৫) পাহাড়ি এই গ্রামের নাম জাদিপাই। পাসিং পাড়া থেকে কেউকারাডাং এর উল্টো দিকে নেমে গেছে যেই রাস্তা সেটি ধরে নেমে গেলেই এই জাদিপাই গ্রাম। এখানে একটা চমৎকার ঝর্ণাও রয়েছে।
(১৬) আতা গাছে তোতা পাখি না, এটা স্ত্রী মৌটুসি পাখি, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।
(১৭) পারাপার, বন্দর থেকে নারায়ণগঞ্জের মানুষ শীতলক্ষা পারি দেয় এখান দিয়ে।
(১৮) পথের ধারে খেজুর গাছে পাকা খেজুর, এটি পলাশ থেকে তোলা ছবি।
(১৯) শালবন বিহার, কুমিল্লার ময়নামতি থেকে তোলা ছবি।
(২০) বগালেক, ২৭০০ ফুট উচ্চতার বগালেকের জন্ম ইতিহাস নিয়ে স্থানীয় পাহাড়ি গ্রামগুলোয় একটি মজার লোককথা প্রচলিত আছে। সেটি অনেকটা এরকম – “অনেক অনেক দিন আগে একটি চোঙা আকৃতির পাহাড় ছিল। দুর্গম পাহাড় ঘন অরণ্যে ঢাকা। পাহাড়ের কোলে বাস করত নানা নৃগোষ্ঠীর মানুষ। ম্রো, বম, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা প্রভৃতি। তো সেই পাহাড়ের নিকটবর্তী গ্রামগুলো থেকে প্রায়ই গবাদিপশু আর ছোট শিশুরা ওই চোঙ্গা আকৃতির পাহাড়টিতে হারিয়ে যেতো! অতিষ্ঠ গ্রামগুলো থেকে সাহসী যুবকদের দল এর কারণ অনুসন্ধানে গিয়ে দেখতে পায়, সেই পাহাড়ের চূড়ার গর্তে এক ভয়ঙ্কর দর্শন বগা বাস করে। বম ভাষায় বগা মানে ড্রাগন। তারা কয়েকজন মিলে ড্রাগনটিকে আক্রমণ করে হত্যা করে ফেলে। ড্রাগনটির মৃত্যুর সাথে সাথে ড্রাগনের গুহা থেকে ভয়ঙ্কর গর্জনের সঙ্গে আগুন বেরিয়ে এসে পুড়ে দেয় আশপাশ। নিমিষেই সেই পাহাড়ের চূড়ায় মনোরম একটি পাহাড়ি লেকের জন্ম হয়”
তবে বগালেকের সৃষ্টি রহস্য নিয়ে বাংলাদেশের ভূ-তত্ত্ববিদগণ মনে করেন বগালেক মূলত মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ।
১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: প্রথম হইলে চা দিয়োন লাগে জানি, তয় চায়ের ডিব্বা তো খালি
২| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০১
প্রামানিক বলেছেন: চোখ ভইরা ছবি দেখলাম। চায়ের সাথে বিস্কুট দিয়েন।
১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: চা শেষ, বিস্কুটের কৌটাও খালি, কি করি মন তো?
৩| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
পৌষ বলেছেন: প্রথম হইছি। বরাবরের মতো সুন্দর। আপনাকে পেপে ফুলের শুভেচ্ছা
১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: পেপে ফুলের শুভেচ্ছা নিলাম, কিন্তু আপনি দ্বিতীয়
৪| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
প্রামানিক বলেছেন: জাউলা বাড়ির চালে তো ছাউনি নাই খালি ছেঁড়া জাল -- - -
১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
সাদা মনের মানুষ বলেছেন: সোনাদিয়ার মানুষদের বাড়িঘর গুলোর প্রতিকি চিত্র বলতে পারেন।
৫| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৪
পৌষ বলেছেন: আমি লিখতে লিখতে প্রামাণিক আগেই পোস্ট করে দিচ্ছেন। যাক তাও তো ২য় হইছি
১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, দুই ও কম খারাপ না
৬| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
চাঁদগাজী বলেছেন:
১৪ ও ১৫ নং ছবিতে দরিদ্র পাহাড়ী গ্রাম; এগুলো ঘন জংগলের মাঝে ছিল এক সময়; সব গাছ কেটে ফেলেছে ক্রিমিন্যালরা
১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এবার পাহাড়ে গিয়ে যা দেখলাম, বনভুমি প্রায় উজাড়
৭| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: ভাই, চা, কফির কিছু ব্যবস্থা করুন !!
ছবিগুলো সুন্দর হয়েছে +
১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: চা কফির সিরিয়ালে খারান, আপনার সামনে প্রামানিক ভাই আছে
৮| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চোখ জোড়ানো সব প্রকৃতি!! ভালো লাগলো ভাই।
১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২২
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন নয়ন ভাই
৯| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
সোহানী বলেছেন: যেভাবে চা বিস্কুটের ব্যবস্থা করছেন তাতে আমারে বাদ দিয়েন না...... তবে কফি রাইখেন, চা কম খাই।...
ছবিগুলো এ+
১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন:
কফি শেষ, আপাতত এটুকু গ্রীন টিই শুধু আছে
১০| ১১ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৭) কসাই পাখি, নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ থেকে তোলা ছবি।
পাইছি। এই পাখিডারেই আমার দরকার। প্রত্যেক বছর কোরবানির সময় কসাই পেতে আমি হিমশিম খাই। এবার এই পাখিডারে বুকিং দিয়া রাখলাম।
১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনার সিরিয়াল নাম্বার দুই
১১| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০১
সিনবাদ জাহাজি বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর।
১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জাহাজি, শ্রদ্ধা জানবেন।
১২| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৬) আতা গাছে তোতা পাখি না, এটা স্ত্রী মৌটুসি পাখি, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।
এটা যে স্ত্রী মৌটুসি পাখি চিনলেন ক্যামনে? এটার পরনে সালোয়ার কামিজ, শাড়ি, লেহেঙ্গা কিছুই নাই। ঠোঁটে একটু লিপস্টিকও নাই। আপনি কইলে তো আমি বিশ্বাস করুম না।
১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: বুঝতে পারছি, আপনার অন্য চোখটাও তাড়াতাড়ি অপারেশন করা লাগবে, আপনি তো কিছুই দেখেন্না
১৩| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৫) চমৎকার এই ফুলের ছবি তুলেছি আমাদের ব্লগে ফুলের রানী নামে খ্যাত কামরুন নাহার বীথি আপুর ছাদ বাগান থেকে, আশা করছি উনিই ফুলটার নাম জানাবেন।
কামরুন নাহার ফুলটার নাম জানাতে না পারলে আমারে কইয়েন। আমি জানাইয়া দিমু।
১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: বীথি আপু কইছে আপনার কাছ থেকে জেনে নিতে, এইবার তাড়াতাড়ি কইয়া ফালান।
১৪| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৪) পেপে ফুল। আড়াইহাজারের গোপালদী থেকে তোলা ছবি।
এই পেপে গাছটা স্ত্রী প্রজাতির।
১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো দেখছি ভালো পেপে বিশেষজ্ঞ ( বিশেষ+অজ্ঞ)
১৫| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৮) পাট নেওয়ার এই ছবিটাও আমিরগঞ্জ থেকেই তোলা।
মুরুব্বী হুদাহুদি ভালো পাট গাছগুলারে পচাইয়া নষ্ট করতাছে। পাগল আর কারে কয়?
১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক আপ্নার লাহান
১৬| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আচ্ছা কামাল ভাই, আপনার পোস্টে আমি আর প্রথম হইতে পারি না ক্যান? আমার আগেই এক ডজন ব্লগার আইসা ঝাঁপাইয়া পড়ে।
১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: আমার কুনু দোষ নাই, সব দোষ প্রামানিক ভাইয়ের
১৭| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫২
সুমন কর বলেছেন: বরাবরের মতো সুন্দর পোস্ট। +। বগালেকের কাহিনী আগে জানা ছিল।
শেষ লাইনটি মনে হয়, শেষ হয়নি !
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, শেষ লাইনটি এখন শেষ হয়েছে
১৮| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৩
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ কিছু ছবি দেখলাম।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সাহাদাৎ ভাই
১৯| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ১ম ছবিটা দেখে আমাদের গ্রামের সর্ষে ক্ষেতের কথা মনে পড়ল। সুন্দর, সুন্দর এবং সুন্দর সব ছবি।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৫১
সাদা মনের মানুষ বলেছেন: প্রথম ছবির মতো জায়গাগুলো সত্যিই অনন্য, যেন আমাদের গ্রামেরই চিরচেনা রূপ, ধন্যবাদ মাইদুল ভাই, ভালো থাকুন, সব সময়।
২০| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৪
ধ্রুবক আলো বলেছেন: ভাই সিদ্ধান্ত নিয়েছি যে কোনও একদিন গ্রামে চলে যাব।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: আমারে সাথে নিয়েন
২১| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬
ধ্রুবক আলো বলেছেন: বগালেকের রহস্য বিশ্লেষণ টা ভালো লাগলো। এতা জানা ছিলোনা।
ধন্যবাদ ভাই।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা
২২| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৫৬
ধ্রুবক আলো বলেছেন: বগালেকের রহস্য বিশ্লেষণ টা ভালো লাগলো। এতা জানা ছিলোনা।
ধন্যবাদ ভাই।
২৩| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১০
নীলপরি বলেছেন: সুন্দর লাগলো ।++++
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পরি, শুভ কামনা জানবেন।
২৪| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪০
পবন সরকার বলেছেন: দারুণ ছবি
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
২৫| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চা কফিতো আর বিস্কিট সবি আগে শেষ হয়ে গেছে আমি কি করুম! ছবিগুলো দেখেই যাই।
অনেক সুন্দর ছবি।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন:
২৬| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ২:১৬
সচেতনহ্যাপী বলেছেন: সরিষার আইল মন কেড়ে নেয়া।।
১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হ্যাপী, শ্রদ্ধা জানবেন।
২৭| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫০
কথাকথিকেথিকথন বলেছেন:
চমৎকার ছবিগুলো । আর চমৎকার বগালেক এর পৌরাণিক কাহিণী ।
আপনার ঘোরাঘোরি বেশ রহস্যময় । কীভাবে পারেন !!
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার ঘোরাঘোরি বেশ রহস্যময়..........রহস্য নয় ভাই, রোমাঞ্চের খোজেই ছুটে চলি আমি।
২৮| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০১
মানিজার বলেছেন: গর্জিয়াস পোস্ট ।
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: কন কি !!!
২৯| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০২
বিলিয়ার রহমান বলেছেন: আফনের পুস্টই ভালা মিয়াবাই!!
টাহা ছাড়া বহুত কিছুই দেহা যায়!!!
++
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, তা আপ্নে কেমন আছেন ভাইজান?
৩০| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৯
ব্লগ মাস্টার বলেছেন: আগের মতই ভালো লাগল ।
আচ্ছা ভালো কথা আমি ২৯ নাম্বার হইছি এতক্ষণে নিশ্চয় চায়ের দিব্বা ভরেছে নিশ্চয় এখন এক কাপ গরম গরম চা হবে।
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৫১
সাদা মনের মানুষ বলেছেন:
৩১| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৬
মৌমুমু বলেছেন: খুব সুন্দর পোষ্ট ভাইয়া। প্রাকৃতিক ছবি আমার খুব ভালো লাগে। পোষ্টটা আপনার নিকের মতই। সাদা মনের মানুষের কাছ থেকে এমন সুন্দর পোষ্টই আশা করা য়ায়। বেশি বেশি করে এমন পোষ্ট দিবেন।
ভালো থাকবেন ভাইয়া।
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনাদের এমন মন্ত্ব্যে আমি বরাবরই উৎসাহিট হই, তবে ইদানিং ব্লগে খুব একটা সময় দিতে পারছি না।
৩২| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৭
হাসান রাজু বলেছেন: পেঁপে ফুল দেখে মন খারাপ হয়ে গেল । দেখেন আমার পেঁপে গাছের অবস্থা .....
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই মনটা খারাপ হয় এমন হলে
৩৩| ১২ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১৯
ওমেরা বলেছেন: এত সুন্দর পোষ্টের জন্য আপনার একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্য । ধন্যবাদ ।
১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:০৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু
৩৪| ১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনার পোস্ট মানেই হলো গ্রাম বাংলায় মুক্ত বিচরণ! অনেকদিন পর আপনার বনে বাঁদাড়ে দেখার সুযোগ পেলাম।
এবার কুষ্টিয়া/ মেহেরপুর গিয়ে অনেক পঁচা পাটের গন্ধ নিয়ে এলাম। ওখানে এত পাট হয় আগে জেনেছিলাম কি না মনে নেই। পাট গাছের পঁচন, পাঠ খোলা, শোলার মিনার গুচ্ছ দেখতে দেখতে আসাযাওয়া হয়েছে সৌরভময়। পঁচা পাটের গন্ধে ফিরে গিয়েছিলাম ছেলেবেলায়... যেখানে বারবর যেতে ই্চ্ছে হয়!
১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫১
সাদা মনের মানুষ বলেছেন: পাট পঁচা গন্ধটা আমার কাছে খুবই ভালো লাগে, মনকে নষ্ট্যালজিক করে........শুভেচ্ছা জানবেন মইনুল ভাই।
৩৫| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩৯
এডওয়ার্ড মায়া বলেছেন: মুগ্ধ ছবি
দারুন শেয়ার
১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫২
সাদা মনের মানুষ বলেছেন: মায়াময় মন্তব্য
৩৬| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বীথি আপু কইছে আপনার কাছ থেকে জেনে নিতে, এইবার তাড়াতাড়ি কইয়া ফালান।
আমি জানলে তো আগেই কইয়ালাইতাম।
১৪ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:০৭
সাদা মনের মানুষ বলেছেন: বেশি চাপাচাপি কর্লে কিন্তু কাইন্দালামু, আমি জানিনা কইমু কইত্তে?
৩৭| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:১৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ যতসব ছবি!
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১৫ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনিও সব সময় ভালো থাকুন, বাঙালী
৩৮| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৯
শায়মা বলেছেন: বাপরে! ভয়ানক আগুন আর এই মনোরম পানির বগালেকের এই রহস্য!!!!!!
বগা মানে তো আমি এতদিন বক মনে করতাম। ঐ যে গান আছে না -
ফান্দে পড়িয়া বগা কান্দেরে!
১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:২৮
সাদা মনের মানুষ বলেছেন: বগা লেকের ইতিহাসটা সত্যিই খুব চমৎকার, কেমন আছেন আপু?
৩৯| ১৫ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:১৮
সামু পাগলা০০৭ বলেছেন: অসাধারণ পোস্ট!
১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ আপু।
৪০| ১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০১
মানিজার বলেছেন: হ, কিরা কাইট্টা কইতাছি- গর্জিয়াস !!
১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৮
সাদা মনের মানুষ বলেছেন:
৪১| ১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩১
খালিদ আহসান বলেছেন: অপূর্ব সব ছবি। ২ নাম্বার ছবি দেখে তো আমি ভেবেছিলাম আপনি ছবিটাকে সাদাকালো করেছেন!! ক্যাপশন পরে জানলাম সাদাকালো মাছরাঙ্গ!!
৭ নাম্বার পাখিটার নাম কসাই কেন?
১৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৩২
সাদা মনের মানুষ বলেছেন: কসাই পাখি (ইংরেজি: Shrike) বা লাটোরা একদল ছোট ও মাঝারি আকারের মাংসাশী পাখি। পৃথিবীতে ৪ গণে যে ৩১ প্রজাতির (মতান্তরে ৩ গণে ৩০ প্রজাতি) কসাই দেখতে পাওয়া যায়, তারা সকলেই Laniidae (ল্যানিডি) গোত্রের অন্তর্গত। এরা সকলেই প্যাসারিফর্মিস বর্গের অন্তর্ভুক্ত। সবচেয়ে বড় গণ ল্যানিয়াস নাম এসেছে ল্যাটিন lanius থেকে যার অর্থ কসাই। এদের অদ্ভুত শিকার ধরার এবং সংরক্ষণ করার প্রবণতার জন্য এদের নাম হয়েছে কসাই। এরা শিকার ধরে ঠিক কসাইয়ের দোকানে মাংস গাঁথার মত করে শিকারকে কাঁটা বা অন্য কোন চোখা জিনিসে গেঁথে রাখে। ..............উইকিপিডিয়া
৪২| ১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৫
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো লাগল ছবিগুলো।
১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সার্চম্যান, আন্তরিক শুভেচ্ছা জানবেন।
৪৩| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩০
কানিজ রিনা বলেছেন: সাদা মনের মানুষের দেশের ছবি গুল মনের
মাঝে অহংকার লাগে নিজের দেশের প্রকৃতির
সবুজ সুন্দর নদী ফুল পাখি। ধন্যবাদ।
২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রিনা আপু, শ্রদ্ধা জানবেন।
৪৪| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে সবার পিছনে পড়লাম। অবশ্যই প্রিয়তে অনবদ্য সব ছবি। অনবদ্য পোস্ট সাদামনের মানুষ ।
২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: কম করে হলেও একজনের আগেই আছেন.........শুভেচ্ছা জানবেন আনোয়ার ভাই।
৪৫| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: আপনার তোলা ছবিতে পেপে ফুলও কত সুন্দর আর নান্দনিক ভাবে ফুটে উঠেছে তা আর কি বলব ভাইয়া।
ভাল থাকুন সব সময় আর এমন সুন্দর সুন্দর ছবিতে আমাদের মন ভরিয়ে তুলুন।
এক মন লটকন থেকে কিন্তু আমি একটিও পাইনি। আমার ভাগের লটকন বিকাশ করে দিয়েন ভাইয়া।
২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: আগামী বছর একটু নক কইরেন, লটকন খাওয়ানোর চেষ্টা করবো ভাই।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৯
প্রামানিক বলেছেন: ১ম হইছি চা দেন।