নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার পাথরের গুহা

২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৪


চুনা পাথরের এ পাহাড় নাকি ৪০ কোটি বছরের পুরোনো। এর গুহাগুলোর বয়স ও নিশ্চয়ই তার কাছাকাছিই হওয়ার কথা। তেমন একটা গুহা দেখতে গেলে রোমাঞ্চিত হওয়াটাই স্বাভাবিক। মালয়েশিয়ার বাটু কেভের কথাই বলছি আমি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টুইনটাওয়ার থেকে ১৩ কিলোমিটার দূরে এর অবস্থান। বাটু কেভ নাম করন করা হয়েছে বাটু নদীর নামানুসারে।

গুহার মুখে তামিল হিন্দুদের যুদ্ধ দেবতা মুরুগানের উপস্থিতি যেন অন্য রকম এক আকর্ষণ। গুহামুখের এই দেবতা উচ্চতায় এটি একশত চল্লিশ ফুট। মুরগানের পাশ দিয়ে উঠে গেছে চওড়া সিঁড়ি। ২৭২ ধাপের সেই সিঁড়ি গিয়ে ঠেকেছে অনেক উপরে পাহাড়ের গুহা মুখের ল্যান্ডিয়ে, ওখান থেকে আবার সিড়ি বেয়ে নেমে যেতে হয় গুহা চত্বরে। মরুগানের মন্দির ছাড়াও পাহাড়ের পেটের ভেতর আরো দুটি গুহামন্দির রয়েছে। ঢুকার মুখে মুল ল্যান্ডিয়ের বাম পাশে রয়েছে আরো একটি গুহা ওটার নাম ডার্ক কেভ বা অন্ধকার গুহা। ওখানে আপাতত ঢোকার অনুমতি নাই। তো কি হয়েছে আসুন ঢুকে পড়ি বাটু কেভে।


(২) বাটু পাহাড়, এর ভেতরেই অবস্থান বাটু কেভের।


(৩) বাটু কেভের মূল ফটক (গাড়ি থেকে তোলা বলে পরিস্কার নয়)।


(৪) ২৭২ ধাপের সেই সিঁড়ি ভেঙ্গেই উঠতে হয় গুহায়।


(৫) একাধারে এতোগুলো সিঁড়ি ভেঙ্গে উঠা বেশ কঠিন, তাই জিড়িয়ে নেওয়ার ফাঁকে নিজের কিছু স্মৃতি ও ধরে রাখা।


(৬) ২৭২ ধাপের সিঁড়ি এখানে এসে গুহা মুখে ঠেকেছে।


(৭) গুহা মুখ থেকে ভেতরের দিকে এমন আরো কিছু সিঁড়ি বেয়ে নেমে যেতে হয় মুল চত্বরে।


(৮) গুহার উপরের ছাদ বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে অবরত ফোটা ফোটা পানি, যার কারণে সব সময় চত্বরের মেঝে ভেজা থাকে।


(৯/১০) এর ভেতর রয়েছে বেশ কয়েকটা ছোট ছোট মন্দির, এছাড়াও গুহার চতুর্দিকেই ছড়ানো ছিটানো রয়েছে নানা দেব দেবির মুর্তি। সাথে গাইড না থাকায় কোন কি মন্দির সব জানা সম্ভব হয়নি।



(১১) মূল গুহার ভেতরে বিভিন্ন ফাঁক ফোকর দিয়া ক্ষীন আলো পরবেশ করলেও সেই আলোতে গুহার ভেতরটা আলোকিত হয় না, তাই ওখানে ইলেক্ট্রিসিটির ব্যবস্থা রয়েছে।


(১২) পাশের অপেক্ষাকৃত ছোট গুহার ছাদে এমন ফোকর রয়েছে যা দিয়ে আলো আসছে এবং পাহাড়ের উপরের গাছপালা দেখা যাচ্ছে।


(১৩/১৪) গুহার ভতেরে কিছু ছবি।



(১৫) গুহার ভেতরের লাইমষ্টোন শিল্প।


(১৬) যুদ্ধ দেবতা মুরুগানের পিছন থেকে তোলা ছবি।


(১৭) গুহার ভেতরে বসবাস করা কবুতরগুলো মানুষের হাত থেকেও খাবার খায়।


(১৮) গুহাতে বসবাস করা বানরগুলোর ও খাদ্য সংকট রয়েছে, তাই ওরা নিয়মিত মানুষের কাছে হাত পাতে।


(১৯) ওই এলাকার প্রায় পুরোটা জুড়েই রয়েছে অনেকগুলো মন্দির।


(২০) ফিরে আসার সময় স্যুভেনিরের দোকান থেকে ইচ্ছে করলে মুরুগানকে সাথে করে নিয়েও আসতে পারেন।

মন্তব্য ৭১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সকাল বেলাতেই দারুন এক ভ্রমনে কৃতজ্ঞতা :)

কি মজায় দেশ বিদেশ ঘোরেন! আপনার উছিলায় আমরাও দেখতে পারি, ঘৃরতে পারি :)

আপনার সুস্থ জীবন, দীর্ঘায়ু এবং নিরাপদে আরো বেশী বেশী ভ্রমনের দোয়া , শুভকামনা থাকলো

+++++

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী, আপনাদের এমন শুভ কামনা আমার অনেক বেশি বেশি প্রয়োজন।

২| ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৯

সামু পাগলা০০৭ বলেছেন: চমৎকার সব ছবি! ঘোরের মধ্যে ভার্চুয়াল ভ্রমণ করে এলাম যেন! :)
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন।

২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন, সব সময়।

৩| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৪

কথাকথিকেথিকথন বলেছেন:


ভ্রমণ ডায়েরী চমৎকার লাগল । ছবিগুলো ঝকঝকে ।

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই, উৎসাহিত হলাম।

৪| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৮

সুমন কর বলেছেন: ক্যাপশন, ছবি আর বর্ণনা মিলিয়ে দারুণ পোস্ট।

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা করি সব সময় ছবির সাথে ভালো ক্যাপশন মেলাতে, শুভেচ্ছা জানবেন দাদা।

৫| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩১

গেম চেঞ্জার বলেছেন: গুহার ভেতর নিশ্চয়ই তেমন সুন্দর না। যা সৌন্দর্য সব বাইরের, তাই না? :)

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০২

সাদা মনের মানুষ বলেছেন: আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, যেন অন্য এক দুনিয়া ওটা।

৬| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৬

নতুন বলেছেন: অনেক দিন আগের কথা মনে করিয়ে দিলেন। ++

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৪

সাদা মনের মানুষ বলেছেন: কিছু বাকী থাকলে সংযোগ করে দিয়েন নতুন ভাই।

৭| ২৫ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৩

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর পোস্ট, অনেক কিছু জানা হল। শুভেচ্ছা নিয়েন কামাল ভাই।

২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শুভ্র, আমার পক্ষ থেকেও আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

৮| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৪

মোস্তফা সোহেল বলেছেন: ভাইয়া আপনার সাথে আমাদেরও কিছুটা ঘোরা হয়ে গেল। অনেক ধন্যবাদ সুন্দর একটি পোষ্টের জন্য।

২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই, শ্রদ্ধা জানবেন।

৯| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৪

প্রামানিক বলেছেন: বুচ্ছি-- এই গুহা দেখতে গেলে চিড়া মুড়ি লগে রাখতে হইবো।

২৫ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ক্যান? বিস্কুট চানাচুরে সমস্যা কি?

১০| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:০৪

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার লেখা এবং ছবি ।

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:২৩

সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত করার জন্য ধন্যবাদ মনিরা সুলতানা।

১১| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: একবার ট্যুরিস্ট ভিসা থেকেও ঢুকতে পারি নাই। সন্দেহ মূলক ভাবে আতকে দিয়েছিল। দেশে ফেরত আসতে হয়েছে। আবার সুযোগ পেলে চেষ্টা নিবো। পোস্টের জন্য ধন্যবাদ।

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: তবে আমি মনে করিনা মালয়েশিয়া বাংলাদেশ থেকে সুন্দর দেশ, ওরা আসলে প্রকৃতিকে কিছু কৃত্রিমতা দিয়ে সাজিয়ে নিয়েছে। আমরা ওটা করলে আমাদেশ দেশ আরো বেশী সুন্দর হতে বাধ্য, ধন্যবাদ সিদ্দিকী ভাই।

১২| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩২

ধ্রুবক আলো বলেছেন: চমৎকার সব ছবি ।

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আলো।

১৩| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৩৫

জাহিদ অনিক বলেছেন: সুন্দর । অনেক সুন্দর। পৃথিবী চষে বেড়াচ্ছেন আপনি।

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: পৃথিবী চষে বেড়ানোর ইচ্ছে ষোল আনা, কিন্তু সে রকম সামর্থ্যের যথেষ্ট অভাব রয়েছে আমার। ধন্যবাদ অনিক ভাই, ভালো থাকুন, সব সময়।

১৪| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০৭

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর হয়েছে ভ্রমন বিররন সাথে সুন্দর সুন্দর ছবি ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আলী ভাই, আপনার মতো গুণী মানুষদের শুভেচ্ছা পেলে কৃতজ্ঞ চিত্তে তা মাথা পেতে নেই।

১৫| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার বদৌলতে অনেক অজানা জায়গার সাথে মোটামুটি পরিচিত হতে পারি, সেজন্য সবসময় কৃতজ্ঞতা থাকে আপনার প্রতি।
শুভ হোক আপনার প্রতিক্ষণ।

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৫১

সাদা মনের মানুষ বলেছেন: প্রতিক্ষণের জন্য শুভ কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ নয়ন ভাই।

১৬| ২৬ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:



বাহ! পাহাড়ের গায়ে বিশাল আয়োজন..... চমৎকার!

২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ডার্ক কেভটায় নাকি আয়োজন আরো বেশি, ওটা ২ কিলোমিটার লম্বা,

১৭| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


মালয়েশিয়া কিছুটা সুখ শান্তির মুখ দেখেছে।

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৭

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ওদের রাজনীতিকরা আমাদের চেয়ে সৎ

১৮| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১১

গ্রাম বাংলা এবং গ্রামীণ জীবন বলেছেন: ছবি খুব সুন্দর হইছে

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন জীবন

১৯| ২৬ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:২৬

সনেট কবি বলেছেন: ভ্রমণ ডায়েরী চমৎকার লাগল ।

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কবি, শ্রদ্ধা জানবেন।

২০| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৮

প্রামানিক বলেছেন: বিস্কুট চানাচুরে এনার্জি কম চিড়ি মুড়িতে বেশি।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৫

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে এক কেজি চিড়া পাডায়া দেন :D

২১| ২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আচ্ছা ভাই কেহ যদি এখানে ঘুরতে গিয়ে পান খেতে ইচ্ছে করে তখন পান খেতে পারবেতো? না বলছিলাম কি পান খেয়ে পিকটাতো দেওয়ালে ফেলা লাগে পুলিশের জামেলা টামেলা তেমন হবে নাতো?

এককথায় চমৎকার ভ্রমন ছবিগুলো কেমশন সহ।

২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২১

সাদা মনের মানুষ বলেছেন: পান খাওয়া লোকদের সাথে আমি ওখানে যাইনি :(

২২| ২৬ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৪

সেলিম আনোয়ার বলেছেন: দারুন জায়গা ।ওখানে আমার মনে রাখার মত স্মুতি রয়েছে । একটি পোস্ট করেছিলাম বাটুকেভ নিয়ে। ছবিগুলো বেশ হয়েছে ।

২৭ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আনোয়ার ভাই, আপনার পোষ্ট খানা খুঁজেও পেলাম না কেন?

২৩| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৬

রাতু০১ বলেছেন: চমৎকার ছবিব্লগ।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জাবেন রাতু

২৪| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৮

নিয়াজ সুমন বলেছেন: কেন যে এমন হয়। আপনার কিছু ছবি অদেখায় রয়ে যায়। কি সমস্যা এখনো বুঝি না। সাদা মনের মানুষ কোন ফরম্যাটে ছবি দেয় মাথা ধরে না। সবার ছবি দেখি উনার টা দেখা হয় না।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: আমার সব ছবি জেপিজি ফরম্যাটে দেওয়া, আমার মনে হয় আপনার ব্রাউজারে সমস্যা থাকতে পারে।

২৫| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৫২

তামান্না তাবাসসুম বলেছেন: চমৎকার সব ছবি! :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তামান্না, ইদের শুভেচ্ছা নিন

২৬| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: ভাই ইচ্ছে ইচ্ছে করে অাপনার সাথে দেশ বিদেশে একটু ঘুরি।

সুন্দর ছবি বর্ণনার জন্য ধন্যবাদ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০২

সাদা মনের মানুষ বলেছেন: চলেন একবার বেড়িয়ে পড়ি

২৭| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৪

মানিজার বলেছেন: মানিজার বলেছেন পুস্ট টা মনে ধেরেছে :-B

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মানিজার ভাই, ভালো থাকুন, সব সময়।

২৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৪

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ঈদ মোবারক

২৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চোখ কেটে বিছানায় শুয়েছিলাম। এই ফাঁকে পোস্টটা দিয়ে ফেলেছেন। আমার জন্যে ভালোই হয়েছে। এখন সব ছবি ফকফকা দেখতেছি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: এখন আর আপনার পাথরের গুহায় ঢোকা কোন ব্যাপারই না :)

৩০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আশে পাশে হোটেল রেস্তোরাঁর কথা তো কিছু বললেন না। খানা পিনার ব্যবস্থা না থাকলে আমার আবার সেখানে যাইতে ইচ্ছা করে না।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: না থাকলে সাথে করে চিড়া মুড়ি নিয়া যাইবেন সমস্যা কি?

৩১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৭) গুহার ভেতরে বসবাস করা কবুতরগুলো মানুষের হাত থেকেও খাবার খায়।


সেরা ছবি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: এখানটায় যখন গিয়েছি, তখন পুড়াই দৌড়ের উপর ছিলাম, তাই সেরা ছবিটা ভবিষ্যতে সুযোগ পেলেই তুলে নেবো। :)

৩২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৮) গুহার উপরের ছাদ বেয়ে চুইয়ে চুইয়ে পড়ছে অবরত ফোটা ফোটা পানি, যার কারণে সব সময় চত্বরের মেঝে ভেজা থাকে।


এই পানির উৎস কী?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ছাদের উপড় তো গাছ পালায় ভর্তি, তাছাড়া মালয়েশিয়ায় তো বৃষ্টি প্রায় প্রতিদিনই হয়। এটা সম্ভবত পাথরের ফাটল দিয়ে চুইয়ে পড়া বৃষ্টির পানি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ফকফকা যেহেতু দেখেন, এবার ঝকঝকা একটা গল্প লিখে ফেলুন :)

৩৩| ০২ রা অক্টোবর, ২০১৭ দুপুর ১:০৬

মাহবুবুল আজাদ বলেছেন: আপনার লেখা বরাবরই ভাল লাগে,
এখানে যাওয়া হয়নি , আরেকবার গেলে যাব।

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই, সময় নিয়ে দেখতে পারিনি আমি, তাই আমারও দেখার কিছুটা অপুর্ণতা রয়ে গেছে।

৩৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৪

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: প্লাস++++++++++++++++
আমার দু'বারের ভ্রমনের দুটি পর্ব ঘেঁটে দেখতে পারেন।
http://www.somewhereinblog.net/blog/KAMAL5648/29231689
http://www.somewhereinblog.net/blog/KAMAL5648/29466712#c7099919

২৮ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:২০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, দেখে এলাম।

৩৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

৩৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৫

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.