নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছে গুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) নীলগিরি, সমুদ্রপৃষ্ঠ থেকে ২২০০ ফুট উচ্চে অবস্থিত এই পর্যটন কেন্দ্র এখন পর্যন্ত বাংলাদেশে সর্বোচ। নীলগিরি থেকে পাশের পাহাড়ের মেঘ দেখা যাচ্ছে।
(৩) ড্রাগন ফল। ঢাকা বৃক্ষ মেলা থেকে তোলা ছবি।
(৪) বাংলাবান্ধা। বাংলাকে বাঁশ দিয়ে বেধে রেখেছে। বাঁশের উপার ভারত, এপার বাংলাদেশ।
(৫) কলমী ফুল। গাঙ্গাটিয়া, হোসেনপুর, কিশোরগঞ্জ থেকে তোলা ছবি।
(৬) শাহ সৈয়দ নেয়ামত উল্লাহ এর মাজার, চাপাই নবাবগঞ্জ।
(৭) আপেল বাগানের ছবিটা তুলেছি ভারতের কাশ্মীর থেকে।
(৮) খুলনা থেকে সুন্দরবন যাওয়ার পথে তোলা ছবি, এটা সম্ভবত পশুর কিংবা ভৈরব নদীর তীরে গড়ে উঠা কোন জেলে পল্লী।
(৯) বিশাল সাইজের প্রজাপতির ছবিটা তুলেছি ড্রিম হলিডে পার্ক থেকে, যা আমার বাড়ির পাশেই অবস্থিত।
(১০) নাফ নদীতে ভেসে চলছে একটা নৌকা, ওপারে দেখা যাচ্ছে মায়ানমার সিমান্তের কাটাতারের বেড়া।
(১১) লটকনের ছবিটা তুলেছি নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে।
(১২) সেন্ট মার্টিন দ্বীপ।
(১৩) বান্দরবানের গ হীনে, ঝিরি পথ ধরে এগিয়ে যাওয়া একটা ট্রাকার টিম।
(১৪) কাপ্তাই জেটিঘাট বাজার থেকে তোলা এই ছবিটি।
(১৫) লালবাগ কেল্লা, ঢাকা থেকে তোলা ছবি।
(১৬) কৃষক, সুনামগঞ্জের তাহিরপুর থেকে তোলা ছবি।
(১৭) বঙ্গবন্ধুর মাজার, টুঙ্গিপাড়া থেকে তোলা ছবি।
(১৮) রাতারগুল জলা বন, সিলেটের গোয়াইঘাট থেকে তোলা ছবি।
(১৯) ষাট গম্বুজ মসজিদ, বাগের হাট খুলনা থেকে তোলা ছবি।
(২০) সবুজ ঘাসে সাদা বক, মুকুন্দপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া থেকে তোলা ছবি।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০২
সাদা মনের মানুষ বলেছেন: প্রথম হইছেন, কি খাইবেন কন
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৪
বিলিয়ার রহমান বলেছেন: ভাই ২য় হইছি!
চা দেন!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬
সাদা মনের মানুষ বলেছেন:
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৩
মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই সুন্দর সব ছবি।
দুই নং ছবিটা অসাধারন!+++
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই, শুভেচ্ছা জানবেন
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু, থ্যাংকু!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: ওয়েলকাম ওয়েলকাম
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭
আমি ইহতিব বলেছেন:
সব সময়ের মত ভালো লাগা জানিয়ে গেলাম।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আমার প্রতিদ্বন্ধি মনে হয় দাঁড়িয়ে যাচ্ছে আরো একটা
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৬
আমি ইহতিব বলেছেন: একি বললেন ভাইয়া? আপনার প্রতিদ্বন্ধি হতে হলে আমাকে মিনিমাম আরো ১০ বছর সাধনা করতে হবে, এত এত জায়গায় যেতে হবে, যা আমার জন্য কল্পনাতীত
রিসেন্ট গিয়েছিলাম লালবাগের কেল্লায় তাই দিলুম
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আমি বসলাম আপনার জন্য, দশ বছর পরে আবার একত্রে হাটা শুরু করবো
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগায় ভরপুর পোস্ট ধন্যবাদ
সুন্দর দেখানোর জন্য
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ছবি আপু, কেমন আছেন আপনি?
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সবাইকেতো চা আর কফি দিলেন আমাকে একটু পানি দেন। ছবি মনমুগ্ধকর। নয়ন জুড়ানো সব চিত্র ,সাবলীল কেপশন বেশ চমৎকার হয়েছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
সাদা মনের মানুষ বলেছেন:
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০
জাহিদ অনিক বলেছেন: নীলগিরির শূভ্র পাহাড়ি মেঘের ছবিটা খুব খুব ভাল লাগল।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: নীলগিরির নীলাকাশে মেঘের ভেলা সত্যিই অপুর্ব, শুভেচ্ছা জানবেন ভাই।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: মন জুড়ানো, প্রাণ ভরানো পোষ্টে ভাললাগা
++++
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী, আপনাদের এমন উৎসাহেই আমার পথচলা মসৃন হয়।
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: ছবিগুলো ভাল লাগা রইলো +++
ভালো আছেন নিশ্চয়।।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: জ্বী ভাই ভালো আছি, আপনি কেমন?
১২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ২নং টা ভালো লেগেছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ ভাই, শ্রদ্ধা জানবেন।
১৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৯
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই ফসকে গিয়ে এই যে ঘনঘন ঘুরে বেড়ান, তার তরিকাটা জানালে আমরাও একটু আধটু বনে বাদাড়ে না হোক মাঠে ঘাটে ঘুরে বেড়ানোর রাস্তা বের করতে পারতুম ।
২নং ছবির নীলগিরিটা চোখে গেঁথে রইলো ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০৯
সাদা মনের মানুষ বলেছেন: তরিকাটা কোন কঠিন কিছু নয় ভাইজান, প্রথমত মনের ইচ্ছেটা দৃঢ় হতে হবে, তার পর ছোট ছোট অলস সময়গুলোকে কাজে লাগাতে হবে। যেমন ধরুন আজ আধা বেলা হাতে কাজ নেই, ঢাকার বাহিরের দিকে যায় এমন যে কোন গাড়িতে চেপে বসি, এক ঘন্টার পথ পারি দিয়ে কোন একটা স্টেশনে নেমে পড়লাম, তারপর কোন একদিকে হাটা শুরু। অজানা অচেনা পথে হেটে হেটে পৃথিবীটা দেখতে মন্দ লাগবে না এটা নিশ্চিৎ। চার ঘন্টা হেটে আবার সেই স্টেশন কিংবা পাশের অন্য কোন স্টেশনে গিয়ে আবার এক ঘন্টায় স্বস্থানে ফিরে এলাম। এমন ভাবে আমি অনেক ঘুরি।
১৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৩) ড্রাগন ফল। ঢাকা বৃক্ষ মেলা থেকে তোলা ছবি।
এই ফলের নাম ড্রাগন কেন? দেখতে তো ড্রাগনের মতো নয়। স্বাদ কেমন? খাইছেন কোনদিন? না খাইলে এক পিস খাইয়া আমারে জানাইবেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১০
সাদা মনের মানুষ বলেছেন: খাইছি, মজাই লাগে, আপনারে এক দিন খাওয়ামু নে
১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৪) বাংলাবান্ধা। বাংলাকে বাঁশ দিয়ে বেধে রেখেছে। বাঁশের উপার ভারত, এপার বাংলাদেশ।
বাংলারে বাঁশ দিয়া বাঁধছে কেঠা? ওই ব্যাটার ছবি দেন। অরে ইমুন বাঁশ দিমু...........
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: কিমুন বাঁশ দিবেন, এই বাঁশটা খারাপ কি?
১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৭) আপেল বাগানের ছবিটা তুলেছি ভারতের কাশ্মীর থেকে।
ছবি তো তুলেছেন, খেয়েছেন কয়টা? আমাদের জন্যে কী কিছু এনেছেন, নাকি ছবি দেখিয়েই মেহমানদারি শেষ?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: খেয়ে যা মজা পাবেন তার থেকে বেশী মজা দেখে, সুতরাং কাওয়ার চিন্তাটা আপাতত বাদ দেন
১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১১) লটকনের ছবিটা তুলেছি নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে।
এই যে নরসিংদীর বিখ্যাত লটকন। এই ফলের নাম লটকন কেন? নাকি সেটাও জানেন না? শোনেন, এই ফল গাছে লটকাইয়া থাকে জন্য এর নাম লটকন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: কম খারাপ বলেন্নাই, আপ্নেতো গেয়ানী লুক
১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২০) সবুজ ঘাসে সাদা বক, মুকুন্দপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া থেকে তোলা ছবি।
বকের রঙ সাদা কেন? ওরা কী সাদা মনের পাখি? আপনি যেমন সাদা মনের মানুষ, সেইরকম আর কি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: সব বক কিন্তু সাদা নয়, কিছু বক আপ্নার মতো কালাও আছে
১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভালোলাগা +
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন বাবু ভাই
২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
সুমন কর বলেছেন: সুন্দর সব ছবি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন দাদা, ভালো থাকুন, সব সময়।
২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর ছবি পোষ্টের জন্য
সবগুলি ছবিই সুন্দর ।
৩ নং ড্রাগন ফলের ছবিটি আমার দৃষ্টি আকর্ষন করেছে ।
একটি সংবাদ ভাষ্যে দেখেছিলাম লেখা হয়েছে
ড্রাগন ফল চাষ করুন, একর প্রতি বছরে ৬ থেকে ৭ লাখ টাকা আয় করুন।
একজন শৌখিন ফলচাষি বাণিজ্যিকভাবে ১০ একর জমিতে ড্রাগন ফলের চাষ করে রীতিমতো হইচই সৃষ্টি করে ফেলেছেন বলে জানানো হয়েছে সংবাদ ভাষ্যে । ঢাকার সাভারে আশুলিয়ার মরিচকাটা গ্রামে ওই ফলচাষি প্রায় সাড়ে ১৬ হাজার গাছ লাগিয়ে এরই মধ্যে সাফল্যের মুখ দেখেছেন । মাত্র এক বছরের মধ্যে গাছগুলো ফলবতী হয়ে উঠছে। ড্রাগন ফলের দেশ হিসেবে পরিচিত থাইল্যান্ড থেকে ড্রাগন ফলের চারা এনে জমিতে লাগানোর মাত্র এক বছরের মধ্যে ফল ধরতে দেখে ফলচাষী নিজেই হতবাক হয়ে যান বলে জানা যায় । তাই তিনি রফতানিযোগ্য এই ফলের ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে বেশ আশাবাদীও হয়ে উঠেন । দেশে এখন এই ফলের চারাও পাওয়া যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্রুট জার্ম প্লাজম সেন্টারে। দেশের বিভিন্ন স্থানে এর যে চাষাবাদ হচ্ছে তা এই পোষ্টের ছবি দেখেও বুঝা যাচ্ছে । দেশে লাভজনক এই ফলটির ব্যপক চাষাবাদ কামনা করছি ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: বিদেশী অনেক লই বাংলাদেশে বেশ ভালোভাবে চাষাবাদ শুরু হয়েছে, এটা আমাদের জন্য সুখবর, শ্রদ্ধা জানবেন আলী ভাই।
২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১১
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালা হইছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: মামায় যেহেতু বলছে আমি না করি কিভাবে?
২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:৫১
Mysterious Mystery বলেছেন: মন খারাপ ছিল, ভালো হয়ে গেলো।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন: এটা আমার জন্য অনেক সুখের খবর, শুভেচ্ছা জানবেন ভাই।
২৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:১২
ঠ্যঠা মফিজ বলেছেন: চলুক এভাবে বনে বনে গুরে বেরানো না হলে আমরা এমন সুন্দর সুন্দর ছবি দেখতে পারমু না ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০০
সাদা মনের মানুষ বলেছেন: হাছা কইছেন মফিজ ভাই
২৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
এ্হসানুল করিম বলেছেন: নীলগিরির ছবি দেখে আমার মন ওখানে ছুটেত চলে গেছে। আমি হানিমুনে ওইখানেই যাব। এত সুন্দর একটা রিসোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০১
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, যেতে পারেন, যায়গাটা বেশ রোমান্টিক
২৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সব বক কিন্তু সাদা নয়, কিছু বক আপ্নার মতো কালাও আছে
আমি কালা না, শ্যামলা। আমারে কালা কইয়া আমার বিয়া শাদি আটকাইয়া দিয়েন না।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩
সাদা মনের মানুষ বলেছেন: কালা মেয়ে কি দেশে কম আছে
২৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০
তারেক ফাহিম বলেছেন: মুগ্ধকর ছবিগুলো প্রশংসনিয়।
বিশেষ করে জেলেদের বাসগৃহের ছবি ভালো লাগলো।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:০০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ফাহিম ভাই, সব সময় চেষ্টা করি ভালো কিছু ছবি তুলতে।
২৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১২
আকিদা আফরোজ বলেছেন: অসাধারণ.।সাদা মনের মানুষ।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শুভেচ্ছা অবিরত
২৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪২
কথাকথিকেথিকথন বলেছেন:
আপনার বনে বাদাড়ে সিরিজটা হচ্ছে মন ভাল করা সিরিজ । সৌন্দর্য এবং প্রকৃতির মাঝে চুপিসারে কিছুক্ষণ !
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাদের এমন মন্তব্যে আমি খুবই উৎসাহ বোধ করি।
৩০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
আপনার ইচ্ছেগুলোর সাথে আমারও বেশ সখ্যতা। ছবিগুলো সুন্দর হয়েছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই, এমন ইচ্ছের লোকদের আমি সব সময় শ্রদ্ধা করি।
৩১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯
সিগনেচার নসিব বলেছেন: চমৎকার সব ছবিগুলো
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাইজান।
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭
সামিয়া বলেছেন: অসাধারণ সব ছবি।। ++++++++