নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ইন্দোনেশিয়ার বালির মানুকায়া গ্রামে অবস্থিত এই পবিত্র বসন্ত জলের মন্দির। এখানকার হিন্দুরা বিশ্বাস করে এই পানির রোগ থেকে মুক্তি এবং সুস্থ্য রাখার যাদুকরি ক্ষমতা আছে। এছাড়াও এটি পাখরসান নদীর জলের উৎসও বটে।
মন্দিরের বাম পাশে একটি পাহাড়ের উপর রয়েছে ১৯৫৪ সালে রাষ্ট্রপতি সুকারানোর জন্য নির্মিত একটা চমৎকার প্রাসাদ। বর্তমানে এই প্রাসাদ ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ অতিথিদের বিশ্রামস্থল।
ভেতরে প্রবেশের আগেই কেমন যেন একটা পবিত্র আবহ। সদ্য বৃষ্টিস্নাত গাছপালা যেন পবিত্রতার আবহটা আরো বাড়িয়ে দিয়েছে। প্রথমেই সামনে পড়ল ছোট খাট কিছু মন্দির, ওখানে বেশ কিছু লোকজন উপাসনাও করছে। মূল মন্দিরে ঢোকার মুখেই দেখলাম একটা ঘরে নানা রঙের অনেক কাপড় নিয়ে বসে আছে কিছু লোক। মন্দিরে প্রবেশ করতে হলে এই পবিত্র কাপড়ের টুকরো পরিধান করা বাধ্যতা মূলক। পবিত্র কাপড় পরিধান করে ঢুকে গেলাম বসন্ত জলের মন্দিরে।
(২) পর্যটনের বাস থেকে নেমে ভেজা পথ ধরে এগিয়ে গেলাম বসন্ত জলের মন্দিরের দিকে।
(৩) সবে মাত্র বৃষ্টি হওয়ায় বৃষ্টিস্নাত গাছগুলো থেকে যেন অন্য রকম সৌন্দর্য্য ঠিকরে বের হচ্ছিল।
(৪) প্রবেশ পথের ডান পাশে উঁচু একটা বেদীর উপর দাঁড়িয়ে ছিল বিশালার একটা মুর্তি, আমার কাছে যেন মনে হচ্ছিল এটা প্রাগৈতিহাসিক আমলের।
(৫) পাশেই একটা ছোট মন্দিরে উপাসনা করছিল কিছু পুজারী।
(৬) মুল মন্দিরের প্রাঙ্গনে প্রবেশ গেইট এটা, তবে তার আগেই মন্দিরে ঢোকার নির্ধারিত কাপড় পরিধান করে নিতে হবে।
(৭) একটা বিশাল শিলালিপী রয়েছে যাতে ইংরেজী এবং স্থানীয় ভাষায় "পুরা তীর্থ এম্পুল" মন্দির সম্পর্কে তথ্য লেখা রয়েছে। এর বেদীতে ভক্তরা প্রনামী দেয়।
(৮) এই গেইট দিয়ে পবিত্র জলে গোসলের জন্য প্রবেশ করতে হয়। এখানকার মন্দিরটার প্রতিটা অংশে যাতায়াত করার জন্য প্রায় একই রকম দেখতে অনেকগুলো প্রবেশ পথ রয়েছে।
(৯) একটা হাতি প্রণামীর ভঙ্গিতে বসে আছে, এবং তার দুই পাশে রয়েছে অনেকগুলো পানির পাইপ, যা দিয়ে অনবরত পানি এসে এখানকার চৌবাচ্চায় পড়ছে, অতপর চলে যাচ্ছে পাখরসান নদীর দিকে।
(১০) রোগ মুক্তি বা পাপ ধুয়ে ফেলতে এমন চেষ্টা চলে নিরন্তর।
(১১) এই প্রবেশ পথ দিয়ে মূল উপাসনালয়ে এবং যেখান থেকে পানি উৎগিরিত হয়ে উঠছে সেখানে যেতে হয়।
(১২) কেউ গোসল করছে, কেউবা অপেক্ষায়।
(১৩) ভেতরে উপাসনা চলছে, তবে প্রবেশ করছে হবে অন্য দিক দিয়া।
(১৪) মূল উপাসনালয়ের দিকে চললাম।
(১৫/১৬) অনেকগুলো উপাসনাগৃহ, কোনটা কি জানতে পারিনি। একজন আবার দেখলাম একটা ক্যাস বাক্স নিয়া বসে আছে।
(১৭) একটি দল উপাসনা করছে।
(১৮) উপাসনা দলের নেতৃত্বে আছেন যিনি।
(১৯) মন্দিরের বাম পাশে উঁচুতে রয়েছে প্রেসিডেন্ট প্রাসাদ।
(২০) বাম পাশের গ্রিল দেওয়া অংশে রয়েছে সেই পবিত্র জলের আধার, যেখানে মাটি ভেদ করে অনরত বেড়িয়ে আসছে সেই পবিত্র জল।
(২১) ওদের পবিত্র পোষাকে আমিও নিজের কয়েকটা ছবি তুলে নিলাম। বালিনীয়দের পোষাক নিয়ে আমাদের গাইড যতটুকু বলেছিল যে, এক টুকরোর অর্থ আমরা প্রকৃতিকে ভালোবাসি, আর অন্য টুকরোর অর্থ আমরা মানুষ কেও ভালোবাসি। আর ওদের মাথায় যে টুপিটা পরিধান করে এর অর্থ হলো আমরা স্রষ্টায় বিশবাসী। অবশ্য মন্দিরে প্রবেশের জন্য ঐ বিশেষ টুপিটার বাধ্যবাধকতা নাই।
(২২) ওখান থেকে বের হওয়ার আগেই আবার মুসল ধারে নামল বৃষ্টি, কিন্তু এমন ছাতাওয়ালী থাকতে সমস্যা কি? মাত্র দশ হাজার টাকায় ছাতা ভাড়া নিয়ে চলে গেলাম আমার টুরিষ্ট বাসে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: ভেতরের চৌবাচ্চায় মাটির নিচ থেকে যে পানি উঠছে সেখান থেকে নাকি এই পানি আসছে, ধন্যবাদ।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৮
মলাসইলমুইনা বলেছেন: ফটোগুলো খুবই সুন্দর | আপনার বর্ণনা থেকেই জানলাম এই মন্দিরটা সম্পর্কে | আগে একদমই জানা ছিল না | সুন্দর ছবিগুলোর রেশটা মাঠে মারা গেলো পাঞ্জাবি পায়জামা পড়া লোকটার কারণে | খুবই বেখাপ্পা মনে হচ্ছে লোকটিকে পুরো পারিপার্শ্বিকতায় |চমৎকার লেখার জন্য ধন্যবাদ নিন |
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: পাঞ্জাবী পড়া এবং সামনের আরো কয়েকজন লোক ছিল আমার ভ্রণ সঙ্গী, সুতরাং কি আর করা
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
বর্ষন হোমস বলেছেন:
অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ।চারদিকের পরিবেশ এ একটা নিস্তব্ধতা রয়েছে বোধ হয়।
শুভকামনা রইলো।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ইন্দোনেশিয়ার বালি দ্বীপটা সত্যিই অনন্য, ওখানে গেলে মনে হয় যেন হাজার বছরের পুরোনো কোন দ্বীপে চলে এসেছি, ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৪
মলাসইলমুইনা বলেছেন: প্লিজ ইগনোর করুন আমার মন্তব্যটা | আমি একটু সোশ্যাল কনজারভেটিভ নানা কারণেই | ঘুরাঘুড়ির ব্যাপারেও | আমার সেই চয়েজের ভিত্তিতে সবার বিষয়ে মন্তব্য করা উচিত না | সরি, ইফ আই অফেন্ড ইউ | আপলোজাইজ এগেইন |
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্যটা অস্বাভাবিক কিছু নয়, সার্বির পরিপার্শিক অবস্থায় ওনাকে অবশ্যই একটু বেখাপ্পা লাগছে। আমি মনে করছিনা আপনার মন্তব্য রিমুভ করা উচিৎ, তারপরও আপনি বললে অবশ্য আমি সেটা করবো, ধন্যবাদ।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাসায় বসে ইন্দোনেশীয় মন্দির দেখে ফেলছি। ছবি ও বর্ণানা ভাল লেগেছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ ভাই, আপনার উপস্থিতি আমাকে সব সময় অনুপ্রাণিত করে।
৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১০) রোগ মুক্তি বা পাপ ধুয়ে ফেলতে এমন চেষ্টা চলে নিরন্তর।
এখানে তো দেখছি নারী পুরুষ সবাই একসাথে স্নান করছে। নারীদের লজ্জা লাগে না? আমি পুরুষ হয়েও তো লজ্জা পাচ্ছি। সে জন্য ছবিটা মাত্র একবার দেখলাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২
সাদা মনের মানুষ বলেছেন: ইন্দোনেশিয়া মুসলিক দেশ হলেও বালি দ্বীপের ৮৫ শতাংশ মানুষ হিন্দু, তাছাড়া ইউরোপিয় পর্যটকদের আনাগোনা এখানে খুবই বেশী। আর ওদের পোষাক পরিচ্ছদ দেখলে সত্যিই কিছুটা লজ্জা হয়, তবে আমি শুনেছি বুড়ো মানুষদের লজ্জা শরম কম
৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১১) এই প্রবেশ পথ দিয়ে মূল উপাসনালয়ে এবং যেখান থেকে পানি উৎগিরিত হয়ে উঠছে সেখানে যেতে হয়।
এই ছবি দেখে আরও লজ্জা পেলাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৪
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে আপনি আপাতত ভাবীর বোরকাটা ধার নেন
৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১২) কেউ গোসল করছে, কেউবা অপেক্ষায়।
ঠিকই বলেছেন। লোকটা অপেক্ষা করছে কখন মেয়েটা গোসল করতে নামবে। বেশরম বেহায়া লুক।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনার গেয়ান দেইখা মাঝে মাঝে আমার চোখ বাদ দিয়া কান দিয়া ঘুম আসে
৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৫/১৬) অনেকগুলো উপাসনাগৃহ, কোনটা কি জানতে পারিনি। একজন আবার দেখলাম একটা ক্যাস বাক্স নিয়া বসে আছে।
লোকটা খাজা বাবার মাজারের (হিন্দুদের খাজা বাবা) জন্য চাঁদা তুলছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৬
সাদা মনের মানুষ বলেছেন: হিন্দু খাজা বাবা দেখতে মুন্চায়, আপ্নে দেখছেন্নি?
১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২১) ওদের পবিত্র পোষাকে আমিও নিজের কয়েকটা ছবি তুলে নিলাম।
সেলাই না করা লুঙ্গি পরে আপনাকে ঝাক্কাস দেখাচ্ছে কামাল ভাই।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১২
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, এখানে ও যে লজ্জা পান্নাই, এটা আমার বড় সৌভাগ্য
১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার গেয়ান দেইখা মাঝে মাঝে আমার চোখ বাদ দিয়া কান দিয়া ঘুম আসে
তাহলে কী চোখ দিয়ে শোনেন? খাইছে আমারে! কবে না কইয়া বসেন পায়ের বদলে হাত দিয়া হাঁটতাছেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার সান্নিধ্যে থাকলে কোনটাই বেসম্ভব নয়, আচ্ছা আজকেও কি আপনি ভাবছিলেন আমি পোষ্ট দেবো!!
১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হে হে হে, এখানে ও যে লজ্জা পান্নাই, এটা আমার বড় সৌভাগ্য
লজ্জা যে একেবারে পাই নাই, তা' নয়। আসলে বার বার লজ্জার কথা কইতে লজ্জা লাগে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭
সাদা মনের মানুষ বলেছেন: বুজছি, লইজ্জায় লইজ্জায় একেবারে নির্লজ্জ হইয়া গেছেন
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আর ওদের পোষাক পরিচ্ছদ দেখলে সত্যিই কিছুটা লজ্জা হয়, তবে আমি শুনেছি বুড়ো মানুষদের লজ্জা শরম কম
আমি ওরকম নির্লজ্জ বুড়ো নই। টয়লেটে গিয়া কাপড় খুলতেও আমার লইজ্জা লাগে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২১
সাদা মনের মানুষ বলেছেন:
১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আচ্ছা আজকেও কি আপনি ভাবছিলেন আমি পোষ্ট দেবো!!
না, না, আজ ভাবিনি। তবে আজ সকালের দিকে মনে হচ্ছিল এই বেদুইন লুকটা গেল কই?
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬
সাদা মনের মানুষ বলেছেন: বেদুইন লুকটা ব্যস্তায় আছে খুব, ইচ্ছে করছে আবার আপনার বাড়ি গিয়ে খাবার খাইতে।
১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৪
সুমন কর বলেছেন: আপনার মাধ্যমে আরো একটি নতুন জায়গা সম্পর্কে জানতে পারলাম। ধন্যবাদ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুমন ভাই, ভালো থাকুন, সব সময়।
১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৮) উপাসনা দলের নেতৃত্বে আছেন যিনি।
অং সান সুকির বাবা নয় তো? চেহারা তো কাছাকাছি লাগে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৭
সাদা মনের মানুষ বলেছেন: বাবা না হলে চাচা তো হতেই পারে, কি বলেন?
১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বেদুইন লুকটা ব্যস্তায় আছে খুব, ইচ্ছে করছে আবার আপনার বাড়ি গিয়ে খাবার খাইতে।
মোস্ট ওয়েলকাম কামাল ভাই। চলে আসুন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০২
সাদা মনের মানুষ বলেছেন: তাহলে রেডি থাইকেন কিন্তু
১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: একেবারে আনকোরা অজানা বিষয়ে জানলাম
জানানোয় কৃতজ্ঞতা
বরাবরের মতোই অসাধারন!!!
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৪
সাদা মনের মানুষ বলেছেন: আনকোরা বিষয়গুলো সব সময় আমাকে খুব বেশি টানে, শুভেচ্ছা জানবেন বিদ্রোহী।
১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৭
টারজান০০০০৭ বলেছেন: পবিত্র জলে বুইড়া কদুদের পাপ স্খলন হইলেও হইতে পারে, পোলাপাইন গেলে পাপ স্খলন না হইয়া ক্ষরণ হইবার সম্ভাবনাই বেশি ! আর বালির মাইয়ারা মাশাল্লাহ পশ্চিমাগো মতো গরিব মানুষ না হইলেও পুরো শরিল ঢাকার কাপড় কিনিতে পারে না ! সেক্স ট্যুরিজমের অন্যতম রাজধানী হইলো বালি ! এজন্যই মন্দির কতৃপক্ষ মনে হয় কাপড় পড়া বাধ্যতামূলক করিয়াছেন ! কিন্তুক গোছল করিবার সময় কাপড় দেখিলাম না !
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৬
সাদা মনের মানুষ বলেছেন: বালির মানুষদের চালচলন সত্যিই অনেকটা পশ্চিমা ধাচের, তাছাড়া পশ্চিমা পর্যটকরা ওখানে সব সময়ই গিচগিচ করছে।
২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
জাহিদ অনিক বলেছেন: ভাল লাগলো নিশ্চয়ই।
ওহ ! আপনাকে ওদের পোষাকে দারুণ দেখাচ্ছে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ অনিক ভাই, ওই মন্দিরটা ছিল খুবই দর্শনীয় স্থান, শুধু বৃষ্টির বাঘরায় সমস্যায় পড়েছিলাম।
২১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অদেখাকে দেখানোর জন্য কৃতজ্ঞতা রইল ভাই, সঙ্গে আরও দেখাতে পারার দোআ।
আসলে কি ভাই পাপ ওইভাবে সাফ হয়!!
২০ নং ছবিটি কিন্তু দারুণ হয়েছে ভাই, খুব সুন্দর।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: পাপ পানিতে কখনো সাফ হয়না নয়ন ভাই, পাপ থেকে বিরত থাকার চেষ্টাই আগের পাপ গুলো থেকে পরিত্রান পাওয়ার উপায় হতে পারে।
২২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৬:১৮
ডঃ এম এ আলী বলেছেন: সবগুলি ছবি সুন্দর হয়েছে ও বিবরণ ভাল লাগল ।
প্রায় হাজার বছর আগে ওয়ারমাদেবা রাজত্বকালে এই জল বসন্ত মন্দিরটি নির্মিত হয়েছিল বলে জানা যায় । এটি হিন্দু দেবতা বিঞ্চুর প্রতি নিবেদিত বলে শুনেছিলাম । এই মন্দিরের জল বসন্ত ফোয়ারা হতে উৎসারিত পানি সেখান কার পাখেরসন নদীর জলের উৎস বলে জানা যায় । এখন এই পোষ্টের ২০ নং ছবিটা দেখে নিশ্চিত হলাম ।
অনেক ধন্যবাদ মুল্যবান দৃস্টি নন্দন ছবি গুলি দেখানোর জন্য ।
শুভেচ্ছা রইল ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ এম আলী ভাই, মন্দিরটাকে বৃষ্টির জন্য খুব ভালো করে বেশী সময় নিয়ে দেখা সম্ভব হয়ে উঠেনি বলে কিছুটা অতৃপ্তি রয়েই গেছে।
২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:০৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বুজছি, লইজ্জায় লইজ্জায় একেবারে নির্লজ্জ হইয়া গেছেন
এই যে এতদিনে আপনি স্কুল পাশ দিয়া কলেজে উঠলেন। আপনাকে কম গ্র্যাচুলেশন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১
সাদা মনের মানুষ বলেছেন: লেখা পড়া করতে আমার ভালোলাগে না, আমাকে আর কলেজে পাঠাইয়েন্না হেনা ভাই।
২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৫
এম এ কাশেম বলেছেন: পাপী তাপীরাই ওখানে যায় বলে জানি,
আপনিও কি পাপ ছাপ করতে গেছিলেন কামাল ভাই ?
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০১
সাদা মনের মানুষ বলেছেন: কম বেশী আমরা সবাই তো পাপী, কেমন আছেন কাশেম ভাই?
২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৬
মোস্তফা সোহেল বলেছেন: মাত্র দশ হাজার টাকা ছাতা ভাড়া করতে!
ওখানে গিয়ে তো ছাতা ভাড়া দেওয়ার কাজ করলে বড়লোক হইয়া যামু।
পোষ্টে+++
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০০
সাদা মনের মানুষ বলেছেন: ওখানকার দশ হাজার টাকায় বাংলাদেশী ৬০/৬৫ টাকার বেশী নয় সোহেল ভাই।
২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭
এই আমি রবীন বলেছেন: চমত্কার ছবি ও ক্যাপশন।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রবীন ভাই
২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:০৬
হাসান রাজু বলেছেন: বরাবরের মতই অসাধারন পোস্ট । সাথে আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাই বেথালের মত বিক্রমের ঘড়ে চেপেছেন । ভালই জমেছে ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৪
সাদা মনের মানুষ বলেছেন: এই লুকটা সব সময় অন্যের ঘারে চেপে মজা নিতে চায়
২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৭
সামিয়া বলেছেন: অনেক অজানাকে জানালেন, দেখালেন, অসাধারণ। ++++++
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: অজানার পেছনে ছুটতে সব সমই মন চায়, কিন্তু সময় আর টাকা পিছন থেকে টেনে রাখে, ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়।
২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪
অপু তানভীর বলেছেন: চমৎকার !
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮
সাদা মনের মানুষ বলেছেন:
৩০| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১২
মনিরা সুলতানা বলেছেন: এই ধরনের তথ্য সহ লেখা খুব ভালো লাগে
ধন্যবাদ !
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: আমারও ভালো লাগে এমন সব অজানা সব জিনিসগুলো জানতে, শুভেচ্ছা জানবেন আপু।
৩১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৩
বিষাদ সময় বলেছেন: (১০) রোগ মুক্তি বা পাপ ধুয়ে ফেলতে এমন চেষ্টা চলে নিরন্তর।
এরা যদি চুলকানী জাতীয় রোগ মুক্তির জন্য স্নানে নেমে থাকেন তবে এরপর আর কারো স্নানে নামাটা মনে হয় ঠিক হবে না.......... হাঃ হাঃ
বর্ণনা ও ছবি দুটোই চমৎকার।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আপনি কম খারাপ বলেন্নাই
৩২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩০
শ্রোডিঙ্গার বলেছেন: সুন্দর পোস্ট।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৫
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই
৩৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১৭
নিরব জ্ঞানী বলেছেন: (২১) ওদের পবিত্র পোষাকে আমিও নিজের কয়েকটা ছবি তুলে নিলাম
ছবিতো মাত্র একটা। বাকিগুলাও দেখতাম চাই।
আপনার পোস্ট নিয়ে মন্তব্য করা অর্থহীন (প্রতিটি পোস্টই অসাধারণ হয়)।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনি জ্ঞানী মানুষ, সব আপনাকে দেখানো যাবে না
৩৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭
ফেরদৌসা রুহী বলেছেন: ১০ হাজার বাংলা টাকায় কত?
সুন্দর ছবির সাথে সুন্দর বর্ণনা পড়ে দেখতে ইচ্ছে করছে। যাবো কোন এক সময় ইনশাআল্লাহ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪
সাদা মনের মানুষ বলেছেন: এই ধরেন বাংলাদেশী টাকায় ৬০/৬৫ টাকা। স্পন্সর পেলে আমিও আপনার সাথে যেতে রাজী আছি।
৩৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
আমির ইশতিয়াক বলেছেন: আপনার দুপাশে দুটো কি?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: আমি নিজেও জানিনা আমির ভাই, আপনি জানেন কি?
৩৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪২
পুলক ঢালী বলেছেন: খুব সুন্দর ছবির সাথে চমৎকার বর্ননা। সাথে মন্তব্যে হেনাভাইয়ের গরম মশলা সব মিলিয়ে দারুন উপভোগ্য পোষ্ট। অামনেরে পুবিত্র পুষাকে পুবিত্র পুবিত্র লাগতাছিলো মাগার উপাসুনায় দেখলাম না উহা কি গোপনে সাড়িয়াছেন?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫২
সাদা মনের মানুষ বলেছেন: অামনেরে পুবিত্র পুষাকে পুবিত্র পুবিত্র লাগতাছিলো মাগার উপাসুনায় দেখলাম না উহা কি গোপনে সাড়িয়াছেন?
..................খিক খিক খিক, আমনে গোপন কতাডা জানলেন কেম্নে?!!
৩৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২০
খায়রুল আহসান বলেছেন: চমৎকার পোস্টে দশম ভাল লাগা + +।
বালি ঘুরে এসেছি, কিন্তু ওখানটায় যাওয়া হয় নি। আপনার এ ব্লগ পড়ে সে অভাবটা ঘুচলো।
০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৬:৪২
সাদা মনের মানুষ বলেছেন: বালিতে আমারও অনেক কিছুই দেখার বাকী রয়েছে, আসলে প্রচুর সময় নিয়ে যেতে না পারলে সব দেকা হয়ে উঠে না, ধন্যবাদ খায়রুল ভাই।
৩৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৮
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
পবিত্র পোষাকে না হয় নিজেকে সাজালেন , তা পাপ-টাপ ধুঁয়েটুয়ে এসেছেন তো ????
০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: কয়লা ধুইলে কি আর ময়লা যায়? শুভেচ্ছা জানবেন জী এস ভাই।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৭
এডওয়ার্ড মায়া বলেছেন: পবিত্র পোষাকে আপনাকে বেশ লাগছে
পাইপ দিয়ে যে পানি গুলা পড়তেছে এগুলা আসছে কোথা থেকে ।
ধন্যবাদ