নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

বনে বাদাড়ে.....৬৩

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০০


প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।

ইচ্ছে গুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।


(২) কাঁচা লটকন। নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি।


(৩) টেকনাফের সী বীচে বালুর উপড় দাঁড়িয়ে থাকা জেলে নৌকা, একটু দূরে কিছু জেলে কুঁড়ে অতপর পাহাড়।


(৪) ফেনী নদী, নদীর উপারে যেতে ভিসা লাগে। এই ছবিটা তুলেছি খাগড়াছড়ির রামগড় থেকে।


(৫) কৃষকের ক্ষেতে পানি দিচ্ছে গভীর নলকুপ থেকে। হাটুভাঙ্গা, রায়পুরা, নরসিংদী থেকে তোলা ছবি।


(৬) ল্যন্টানা ফুলে প্রজাপতি। নরসিংদীর আমীরগঞ্জ থেকে তোলা ছবি।


(৭) পাহাড়ি গ্রাম রোনিন পাড়া, বান্দরবান থেকে তোলা ছবি।


(৮) কাশ্মীরের শালিমার গার্ডেন। এটা মোগলদের তৈরী একটা চমৎকার বাগান।


(৯) বাদুড়, কিশোরগঞ্জের হোসেনপুর থানার গাঙ্গাটিয়া গ্রাম থেকে তোলা ছবি।


(১০) পারকী বীচের জেলে, চট্টগ্রাম থেকে তোলা ছবি।


(১১) নাগলিঙ্গম ফুল, ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেন থেকে তোলা ছবি।


(১২) লাইট বয়া, চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে তোলা ছবি।


(১৩) পাথুরে এই নদীটির নাম পা, নদীর উপারে ভুটানের একটা বিশ্ববিদ্যালয়। এই ছবিটা ভুটানের পারো শহর থেকে তোলা।


(১৪) আড়াইহাজার উপজেলার গোপালদী সদাসদী এলাকায় অবস্থিত তেলি সম্প্রদায়ের স্থাপনা ঐতিহ্যবাহি তেলিবাড়ি এটি। প্রায় দুইশত বছরের পুরোনো এ বাড়িটি এখন পুরোটাই অশথ্থ গাছের দখলে।


(১৫) জাদিপাই ঝর্ণা, এই চমৎকার ঝর্ণাটা কেওকারাডাং পাহাড়ের ওপাড়ের গ্রাম জাদিপাই বান্দরবানে অবস্থিত।


(১৬) সাদা রঙ্গন ফুল। ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেন থেকে তোলা ছবি।


(১৭) বগাকাইন হ্রদ বা বগা হ্রদ বা স্থানীয় নামে বগা লেক বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির একটি হ্রদ। বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বগাকাইন হ্রদের অবস্থান কেওকারাডং পর্বতের গা ঘেষে, রুমা উপজেলায়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ২,৪০০ ফুট। ফানেল বা চোঙা আকৃতির আরেকটি ছোট পাহাড়ের চুড়ায় বগা লেকের অদ্ভুত গঠন অনেকটা আগ্নেয়গিরির জ্বালামুখের মতো।


(১৮) খানজাহান আলীর মাজার, বাগের হাট খুলনা থেকে তোলা ছবি।


(১৯) কৃষক, নরসিংদীর রায়পুরার বাঁশগাড়ি গ্রাম থেকে তোলা ছবি।


(২০) সর্বশেষ শুকনো মাঝে নৌকার মাঝিটা আমি।

মন্তব্য ৮৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ যতসব ছবি ভালো লেগেছে।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনিও সব সময় ভালো থাকুন বাঙালী

২| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আজকেও ফার্স্ট হতে পারলাম না।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০০

সাদা মনের মানুষ বলেছেন: জীবনে কখনো ফার্স্ট হতে পেরেছেন বলে তো মনে হয় না :-P

৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব ভাল লাগল। ছবিগুলো খুব সুন্দর হয়েছে।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সম্রাট, ভালো থাকুন, সব সময়।

৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৯) বাদুড়, কিশোরগঞ্জের হোসেনপুর থানার গাঙ্গাটিয়া গ্রাম থেকে তোলা ছবি।


আচ্ছা, বাদুড় সব সময় উল্টো হয়ে গাছে ঝুলে কেন? ওরা কী মানুষকে পছন্দ করে না বলে মানুষের মুখ দেখতে চায় না?

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০১

সাদা মনের মানুষ বলেছেন: মানুষের মুখ দেখার জন্যই তো ওরা নিচের দিকে তাকিয়ে থাকে, আপনি উল্টা কথা বলছেন ক্যান?

৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৬) ল্যন্টানা ফুলে প্রজাপতি। নরসিংদীর আমীরগঞ্জ থেকে তোলা ছবি।


এরকম সাদা প্রজাপতি সাধারণত দেখা যায় না। মনে হয় এই প্রজাপতিটা বিধবা হয়েছে। আহা রে!

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনের গিয়ান দেখে আমি শুধুই অভিভুত হইতেছি, জানিনা কবে অভি বাদ দিয়া ভুত হইয়া যাই =p~

৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৩) পাথুরে এই নদীটির নাম পা, নদীর উপারে ভুটানের একটা বিশ্ববিদ্যালয়। এই ছবিটা ভুটানের পারো শহর থেকে তোলা।


পাথুরে নদী, শহরের নাম পারো আর নদীর নাম পা? ভুটানিদের পা-প্রীতি দেখে খুশি হলাম। ও দেশে গেলে নিশ্চয় ওরা আমার পা ছুঁয়ে প্রণাম করবে। কী বলেন?

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১০

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আবারো আপনার গিয়ান দেখে আমি অভিভুত

৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৪) আড়াইহাজার উপজেলার গোপালদী সদাসদী এলাকায় অবস্থিত তেলি সম্প্রদায়ের স্থাপনা ঐতিহ্যবাহি তেলিবাড়ি এটি। প্রায় দুইশত বছরের পুরোনো এ বাড়িটি এখন পুরোটাই অশথ্থ গাছের দখলে।


তাহলে শুধু মানুষই বাড়ি ঘর, খাল বিল, নদী নালা ও খাস জমি দখল করে না, গাছেরাও করে!

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১১

সাদা মনের মানুষ বলেছেন: অশথ্থ গাছেরা সত্যিই দখলদার গাছ, যেখানে সেখানে দখল জুড়ে বসে ওরা।

৮| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৫) জাদিপাই ঝর্ণা, এই চমৎকার ঝর্ণাটা কেওকারাডাং পাহাড়ের ওপাড়ের গ্রাম জাদিপাই বান্দরবানে অবস্থিত।



এই ঝর্ণার পানিতে গোসল করলে আমি আবার যুবক হয়ে যাবো, তাই না?

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১২

সাদা মনের মানুষ বলেছেন: কিন্তু ওখানে যেতে যেতেই তো ভিসা লেগে যেতে পারে আপ্নার ;)

৯| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (২০) সর্বশেষ শুকনো মাঝে নৌকার মাঝিটা আমি।



আমিও শুকনো ডাঙ্গার মাঝি। নদীর মধ্যে নৌকা চালাইতে ডর লাগে। আর সমুদ্র? ঐডা দেখলেই তো অর্ধেক হার্ট ফেল করি।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৩

সাদা মনের মানুষ বলেছেন: আমিও তাই কই, শুকনায় নৌকা চালানোই বেশী নিরাপদ :D

১০| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৮

আটলান্টিক বলেছেন: অসাধারণ হয়েছে।আর কিছু বলবো না।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক আছে, তাহলে আমিও কিছুই বললাম না :)

১১| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৪

মাহবুবুল আজাদ বলেছেন: সব গুলো ছবি ই চমৎকার লাগল।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

১২| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৭

বিলিয়ার রহমান বলেছেন: ভালা পুস্ট!:)


নদী পারহতে মাঝি কত ভাড়া নেন উহা জাতির জানা উচিৎ কামাল ভাই!:)

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৬

সাদা মনের মানুষ বলেছেন: শুকনার মাঝি, নৌকা পাড়ি দেওয়ার মুরোদ ভাই :)

১৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবি তোলার কারিগর, ছবিতো বেশ হইয়াছে।
অভিনন্দন গ্রহণ করুণ।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ছবি তোলার কারিগর নই, তবে ভালো ছবি তোলার চেষ্টাটা করি সব সময়, ধন্যবাদ মাইদুল ভাই।

১৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৬

নিয়াজ সুমন বলেছেন: বাহ! বেশ তো-
চমৎকা বর্ণনা আর সুন্দর সুন্দর ছবি--
বাহ! বেশ তো-
চমৎকা বর্ণনা আর সুন্দর সুন্দর ছবি--
তাই আপনার জন্য এক কাপ সবুজ চা...

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২১

সাদা মনের মানুষ বলেছেন: চিনি কম হইছে, আরেক কাপ পাঠান চিনি বেশী দিয়া :D

১৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৫

কামরুল হুদা দুর্জয় বলেছেন: দারুন সব ছবি । :)

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২১

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দুর্জয় ভাই

১৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:

শুকনো মাঝে নৌকার মাঝিটাকে সুন্দর দেখাচ্ছে !!! সব মিলিয়ে অসাধারণ ছবি ব্লগ !! !:#P



ভালো থাকুন সবসময়.......

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:২৩

সাদা মনের মানুষ বলেছেন: নৌকার মাঝিদের খুব একটা সুন্দর কখনো লাগেনা, কারণ ওরা খেটে খাওয়া সাধারণ মানুষ। এখানকার মানুষটাও তাই, ধন্যবাদ শাহরিয়ার ভাই।

১৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: জীবনে কখনো ফার্স্ট হতে পেরেছেন বলে তো মনে হয় না



আপনি জানলেন ক্যামনে? বুঝছি, রতনে রতন চিনে, ফেলুরে চিনে ফেলু। হে হে হে। =p~

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩১

সাদা মনের মানুষ বলেছেন: খিক খিক খিক। কম খারাপ বলেন্নাই ভাই :D

১৮| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানুষের মুখ দেখার জন্যই তো ওরা নিচের দিকে তাকিয়ে থাকে, আপনি উল্টা কথা বলছেন ক্যান?


ওদের মতো আমিও উল্টা হয়ে ছবিটা দেখেছি তো, তাই।

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩২

সাদা মনের মানুষ বলেছেন: চক্ষু অপারেশনের পর আপনার এই সমস্যাটা বেড়ে গেল মনে হচ্ছে :-B

১৯| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৯

বিলিয়ার রহমান বলেছেন: শুকনার মাঝি!!!

ওহ!!! তাহলেতো ভাড়া নাই টাকা!;)

০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ভাড়া দরকার ভাই, শুধু টাকা দিলেই হবে। কেমন আছেন বিলিয়ার ভাই?

২০| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: নৌকার মাঝিদের খুব একটা সুন্দর কখনো লাগেনা, কারণ ওরা খেটে খাওয়া সাধারণ মানুষ। এখানকার মানুষটাও তাই

আমি পেটে ভাতে কাজ করে খাওয়া লোক! তাইলে,এখন বোঝেন আমার উপ্রে আছে আমার মাঝি ভাই !!! :)

এবার গুড বাই !!! !:#P

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫১

সাদা মনের মানুষ বলেছেন: কাজ করে খাওয়া লোকদের আমি সব সময়ই অন্তর থেকে শ্রদ্ধা করি।

২১| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: ভীষণ ব্যস্ত!!

তয় ভালা আছে!:)

আফনে ???

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫১

সাদা মনের মানুষ বলেছেন: আমিও ভালো আছি ভাই, তয় আপনার মতোই ব্যস্ত, ধন্যবাদ।

২২| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: এইটা কিছু হলো শুকনোতে নৌকা চালানো শুরু করলেন!!!!!!!!!!নৌকার তলা ক্ষয়ে যাবে ;)

বরাবরের মতোই সুন্দর ছবি পোস্ট । +++++++

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫২

সাদা মনের মানুষ বলেছেন: তলা খইলে আবার তলা লাগামু, টেনশন নিয়েন না ভাই, শুভেচ্ছা নিয়েন :D

২৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৩৪

বিলিয়ার রহমান বলেছেন: হায় টাইপো!!!!

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: ব্যাপার না, আমি বুঝে নিয়েছি বিলিয়ার ভাই :D

২৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪২

শহিদুল ইসলাম মৃধা বলেছেন: ছবিগুলি দেখে পুলকিত হলাম! আমারও আপনার মতো ঐ রোগটি আছে, তবে সময় ও সঙ্গীর অভাবে হয়ে ওঠেনা। সময় পেলে আমার ভ্রমন সম্পর্কিত লেখাটি দেখতে পারেন- Click This Link

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শহিদুল ভাই, আপনার পোষ্টে মন্তব্য করে এসেছি। আর হ্যাঁ ঘুরাফেরার মানুষদের প্রতি শ্রদ্ধাটা আমার সব সময়ই একটু বেশী।

২৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: সব ছবিই সুন্দর।+++

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০২

সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ মোস্তফা ভাই।

২৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর মন জুড়ায়ে গেল।

০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই, শ্রদ্ধা জানবেন।

২৭| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩০

নিরব জ্ঞানী বলেছেন: এই প্রথম কাঁচা লটকন দেখলাম। :-B

০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:২৩

সাদা মনের মানুষ বলেছেন: কন কি ভাই, আমি ভাবতাম আপনে নিরব থাকলে ও অনেক গেয়ানী :D

২৮| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০০

নায়না নাসরিন বলেছেন: সুন্দর ছবি ব্লগ । +++++++

০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নাসরিন আপু, শ্রদ্ধা জানবেন

২৯| ০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৬

নিয়াজ সুমন বলেছেন:
এই বার চিনি বাড়িয়ে তিন কাপ দিলাম।

০৯ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:২৪

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এবার খুবই মজা হইছে

৩০| ০৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

সুমন কর বলেছেন: আহ ! দারুণ !

০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৪

সাদা মনের মানুষ বলেছেন:

৩১| ০৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

ফেরদৌসা রুহী বলেছেন: আপনার ছবি ব্লগ দেখলে শুধু ঘুরতে আর ছবি তুলতে মন চাই।

০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো তাই করেন, আমি তো আপনার শিষ্য মাত্র আপু :)

৩২| ০৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:




মুগ্ধকর ছবি ব্লগ...

০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৫

সাদা মনের মানুষ বলেছেন: ঠিক ভ্রমরের ডানার মতোই চমৎকার :D

৩৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মুগ্ধ হলাম ভাই দেশ বিদেশের প্রাণবন্ত ছবি গুলো দেখে। খুবই চমৎকার।
অনেকদিন পর গাছের ডালে বাদুড় ঝুলে থাকা দেখলাম....
১৪ নং ছবিটা পুরোটা গাছের শেকড়ে আবৃত! দারুণ, ঐতিহাসিক স্থাপনা দেখে ভালো লাগলো।

পুরাই মুগ্ধতা রইল।

প্রিয় ভাইয়ের জন্য শুভকামনা সবসময়

০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, আমিও আপনার বিরহী কবিতাগুলোর ভক্ত

৩৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৯

নীলপরি বলেছেন: ছবি ও লেখা দুটোই খুব ভালো লাগলো ।

শুভকামনা ।

০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নীলপরি, শুভেচ্ছা জানবেন।

৩৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৭

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,



সুন্দরী প্রতিযোগিতায় চ্যম্পিয়ন প্রথম ছবির ফুল দুটি ।
প্রথম রানার্স আপ - ল্যন্টানা ফুলে প্রজাপতি।
দ্বিতীয় রানার্স আপ -কিশোরগঞ্জের বাদুড় ।
আর সিটিংবাই চ্যম্পিয়ন - নৌকার মাঝি । ;)

বরাবরের মতোই সুন্দর ।

০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২২

সাদা মনের মানুষ বলেছেন: সিটিংবাই চ্যম্পিয়ন কিয়েরে কয় জ্বীএস ভাই?

৩৬| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৭

কালীদাস বলেছেন: ছবিগুলো সুন্দর :) খাগড়াছড়িতে ফেনী নদী? হা হা :D
আপনার এরকম ঘুরে বেড়ানো দেখলে মাঝে মাঝে হিংসা লাগে। কত কিছু দেখছেন, জানছেন দেশের।

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: আমি কি ভুল তথ্য দিলাম! আমাকে তো এমনই বলা হয়েছিল যে, এটা ফেনী নদী। ফেনীর পাশেই কিন্তু খাগড়াছড়ির রামগড়, তাহলে ভুল হবে কেন?

৩৭| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৮

জীবন সাগর বলেছেন: জুড়িল নয়ন মোর.... আহ! কি সুন্দর রূপমোহ পৃথ্বীর!

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: কাব্য কমেন্টে মুগ্ধ হলাম, ধন্যবাদ সাগর ভাই।

৩৮| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪৯

জুন বলেছেন: প্রত্যেকটি ছবিই মনমুগ্ধকর সাদা মনের মানুষ, বিশেষ করে কাচা লটকন আর বগা লেক ।
+ ১৪

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনার ভালোলাগা মানে বিশেষ কিছু।

৩৯| ০৯ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫০

মলাসইলমুইনা বলেছেন: খুবই সুন্দর ফটোগুলো | আমি মনে প্রাণে ঘরকুনো টাইপ মানুষ | আমারও ভালো লাগলো | আমি বিরাট একটা লেকের খুব কাছেই থাকি, তবুও বগা লেকটার ফটো খুব ভালো লাগলো ! আর ফেনী নদীর পার, সাদা প্রজাপতিটার ফটোটাও খুব চমৎকার |

১০ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনি কোন লেকের পাড়ে বসবাস করেন ভাই, আমার পোষ্টে শুভেচ্ছা

৪০| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৬

হাসান রাজু বলেছেন: আপনার আরো দশটা পোষ্টের মতই অসাধারন পোস্ট ।
সাথে উপরি পাওনা আবুহেনা ভাইয়ের হিউমার সমৃদ্ধ মন্তব্য, আর আপনার প্রতিউত্তর ।

১১ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:০৯

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আবুহেনা ভাইয়ের মন্তব্য না পেলে পোষ্ট খানা আমার কাছে একেবারে নিরামিশ মনে হয়, ধন্যবাদ রাজু ভাই।

৪১| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:২০

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর সব ছবি তবে ১১ নম্বরে থাকা নাগালিঙ্গম আমার বিশেষ দৃস্টি আকর্ষন করেছে।

নাগালিঙ্গম ফুল এর গঠনপ্রকৃতি ও সুমিষ্ট গন্ধে যে কাউকেই আকৃষ্ট করতে পারে । এ ফুলটিকে দেখার পরে যে কোন লোকেরই কৌতুহল বেড়ে যাবে নিশ্চিত। নাগালিঙ্গম এর ফুল, ফল, বাকল, পাতা সহ বিভিন্ন অংশের নানাবিধ উপকারী গুন রয়েছে। ছয়টি লাল অথবা গোলাপি পাপড়ির মাঝখানে পরাগগুচ্ছ সাপের ফনার মত বাঁকানো এই ফুলটি গোটা গ্রীষ্মকাল জুড়ে ফুটলেও বরষা,শরৎ সহ প্রায় সারা বছরই কম বেশি থাকে। এই গাছের ফুলের দারুন অদ্ভুত মাদক সুগন্ধ রয়েছে । এই ফুল থেকে সুগন্ধি তৈরিকরণ এর পাশাপাশি পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে ক্ষতিকর পোকা আকৃষ্ট করার ফাদ বা পোকা নিরোধনের ব্যবস্থা করা যাবে বলে অনেকের ধারনা। এই গাছের ফলে আগুন জ্বালিয়ে দেখা গেছে তা ১০-১৫ মিনিট পর্যন্ত জ্বলে, তার থেকে ধারনা নিশ্চয় এর মাঝে আগুন জ্বালাতে সহায়ক তেল ও পাওয়া যেতে পারে।

এই ফল পশুপাখিরা খায়। এ ছাড়া টেনশন, টিউমার পেইন,ঠান্ডা সরদি, পেটের হজম জনিত সমস্যা, চরমোৎকর্ষ ঘা ক্ষত, ম্যালেরিয়া সহ দাতের ব্যাথায় এর কার্যকারী ভুমিকা রয়েছে। এছাড়াও পরীক্ষার মাধ্যমে জানা যায় এর ফুল, বাকল আর ফল থেকে এন্টিবায়োটিক, এন্টিফাংগাল, এন্টিজেন, এন্টিসেপ্টিক, এনাল জেসিক ওষুধ আবিষ্কৃত হয়েছে ।ঠান্ডা সারাতে আর পেটের ব্যাথাতেও ব্যাবহার যোগ্য আর এর পাতার রস চামড়ার রোগও সারায়।

অনেক অনেক শুভেচ্ছা থাকল ।

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ এম আলী ভাই, নাগালিঙ্গম নিয়া এতো তথ্য জানা ছিল না।

৪২| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৮

ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার এই সহজিয়া ছবিগুলো জীবন বয়ে চলার এক স্নিগ্ধ রূপ তুলে ধরে, ভালো লাগে!

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, শুভেচ্ছা জানবেন।

৪৩| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৫

ধমনী বলেছেন: বগা লেকের ছবিটা কোন সিজনে তোলা?

১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৮

সাদা মনের মানুষ বলেছেন: এটা বর্ষাকালে তোলা ছবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.