নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু চিৎপুর

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪


ঢাকা থেকে কলকাতার ভ্রমণটা কেমন হয় তা জানার জন্য ভিসাতে বাই ট্রেন লাগিয়ে নিলাম। কিন্তু ভ্রমণের সময় মনে হল আসলে সিদ্ধান্তটা ভুল হয়ে গেছে। অনেক খুঁজে আমার ভ্রমণ সঙ্গী যাদের পেলাম তাদের তাদের সবারই বাই বাস অর এয়ার। অগত্যা ওরা বাসে রওয়ানা হলো আর আমি একাই ট্রেনে। দেখা হবে ইডেনের মাঠের আইপিএলে।

ঢাকা কলকাতা ট্রেন সার্ভিসটা ভালো হলেও আমার কাছে দুটি যায়গায় সমস্যা মনে হলো। প্রথমতঃ আমরা যারা নিত্য ভ্রমণ করি তাদের একটা অলিখিত নিয়ম হলো রাতে ভ্রমণ করা ও দিনের বেলায় ঘুরে দেখা। আর দ্বিতীয়টি হলো এই ট্রেন শিয়ালদহ না গিয়ে চিৎপুরে যায়, ওখান থেকে শিয়ালদহ বা নিউ মার্কেট কিংবা হাওড়ার দিকে যেতে যথেষ্ট জক্কি ও খরচের ব্যাপার আছে। তো এসব নিয়ে আমার মূল পোষ্ট না, আমি এসি ট্রেনের গ্লাসের ভেতর থেকে পুরো পথেই অনেক ছবি তুলেছিলাম। সেই সেই ছবি থেকে কিছু ছবি নিয়েই মূলত আমার আজকের পোষ্ট। ট্রেনের গ্লাস কিছুটা গোলাটে থাকায় প্রায় ছবিগুলোই স্বচ্ছ ভাবে আসেনি বলে দুঃখিত আমি।


(২) ট্রেনের ভেতরের ছবি।


(৩) চলা শুরুর কিছুক্ষণের মধ্যেই চলে আসি টঙ্গী স্টেশনে।


(৪) একটা সবুজ গ্রাম।


(৫) কোন ছবি কোথাকার কিছুই জানিনা।


(৬) গাঁয়ের মেটো পথ, পাশে পাকা মসজিদ।


(৭/৮) এমন ছবি দেখেই হয়তো কোন কবি বলেছিলেন "নদীর ধারেই পথ, পথ ফুরালেই গাঁ। গ্রামের পর গ্রাম, তবু সবুজ ফুরায় না।"



(৯) বঙ্গবন্ধু সেতুর আগের এই স্টেশনটির নামটা জানা নাই আমার।


(১০) অপেক্ষমান দু'জন যাত্রী।


(১১) বঙ্গবন্ধু সেতুর আগে একটা ডামি ট্রাঙ্কের পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে একজন সেনা সদস্য।


(১২) যমুনা নদীর তীরে একটা নৌকা।


(১৩) যমুনার চড়ে মাছ ধরছে দু'জন লোক।


(১৪) এক সময় চলে এলাম ইশ্বরদী জংশনে।


(১৫) অচেনা একটা সিগন্যাল পয়েন্ট।


(১৬) হার্ডিঞ্জ ব্রীজ যখন পার হচ্ছিলাম।


(১৭) এক সময় আমরা ভারতে প্রবেশ করলাম গেদে সীমান্ত দিয়ে।


(১৮) ক্যামেরা নিয়ে গেদে স্টেশনে নেমে দুইটার বেশী ছবি তুলতে পারিনি পুলিশের বাধার কারণে।


(১৯) এগুলো ভারতীয় সবুজ।


(২০) এই স্টেশনের নাম রানাঘাট। রানাঘাটের পর আর ছবি তোলা হয়নি, ক্রমান্বয়ে সন্ধার অন্ধকার নেমে আসার কারণে।

****প্রথম ছবিটা নেট থেকে নেওয়া, বাকীগুলোর দাবীদার আমি।

মন্তব্য ৮২ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯

গেম চেঞ্জার বলেছেন: বাহঃ দারুণ ভ্রমন!!

আছেন কেমন?

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সঙ্গী ছাড়া দারুণ........আমি ভালো আছি চাই, আপনি কেমন আছেন?

২| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৩

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর সব ছবিঃ
আচ্ছা কতক্ষন সময় লাগে ঢাকা থেকে কলকাতা ট্রেনে ?

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৯

সাদা মনের মানুষ বলেছেন: মোটামুটি ১২ ঘন্টার ভ্রমণ আপু।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২২

গেম চেঞ্জার বলেছেন: আমি ভালই আছি। :)
ট্রেনে এত হাগার হাগার মানুষ থাকতেও বলেন সঙ্গি ছাড়া!!!!!!!!!! ;)

কিছুদিন আগেও আমি একা একা ঘুরে এলাম সে-ই দিনাজপুর থেকে!!!!

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৬

সাদা মনের মানুষ বলেছেন: হাজার মানুষের ভীরেও অনেক সময় নিজেকে একা মনে হয়, কথা বলতে হয় নিজেরই সাথে। দিনাজপুরে আমাকে নিয়ে গেলেই পারতেন ভাই :-B

৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২২

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো আপনার ফটো ব্লগ। আমি এই ট্রেনে চারবার গেছি। প্রথমবার ২০১০ এ। দারুণ আনন্দময় স্মৃতি। আগে শোভন চেয়ার ছিল, তখন জানালার গ্লাস ওঠানো যেত, প্রচুর বিশুদ্ধ বাতাস আসতো। এখন নেই, পুরোটাই এসি। তারপরও আপনার ছবি বেশ পরিষ্কার এসেছে।

চিৎপুর থেকে দিব্য আপনি মিনিট দশেক নিরিবিলি রাস্তা ধরে হেঁটে শ্যামবাজার আসতে পারেন, বা দশ রুপি দিয়ে শেয়ারের সি. এন. জি'তে করেও আসতে পারেন শ্যামবাজার। সেখান থেকে হাওড়া, শিয়ালদহ যেখানে খুশি যেতে পারেন লোকাল বাসে। এছাড়া ট্যাক্সি ভারাও সেখানে আমাদের দেশের থেকে অনেক কম। মিটারে ভারা দিবেন। তবে বাংলাদেশি পরিচয় পেলে ট্যাক্সি ড্রাইভাররা সুযোগ খুঁজতে পারে ঠকানোর।

বেশ নস্টালজিক হয়ে উঠলাম ছবিগুলো দেখে!

ধন্যবাদ ও শুভকামনা।

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই অর্ক, আপনি হয়তো চিনেন তাই ব্যপারটা সহজ ছিল। আমি যখন চিৎপুরে পৌছি তখন এতো লোকজন ছিল যে, কি আর বলব। সম্ভবত ২০০ রূপীতে শিয়ালদহ গিয়েছিলাম ট্যাক্সি নিয়ে।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৪

জাহিদ অনিক বলেছেন: শুনলাম লাগেজ ব্যাগ চেকাপ ও খাজনা আদায়ের কাজ স্টেশনেই করা হবে, তাতে নাকি ৮ ঘন্টায় যাওয়া যায় ।



আপনার যাত্রা সব সময় শুভ হোক।

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ওটা করা হলে অনেক সময় বেঁচে যাবে, করা হয়েছে কিনা কে জানে?.........শুভেচ্ছা জানবেন ভাই।

৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

জাহিদ অনিক বলেছেন:
এখন পর্যন্ত আমার কাছে কেউ এই পোষ্টে চা খেতে চায় নাই ! তাও কি হতে পারে !


চা ????????

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

সাদা মনের মানুষ বলেছেন:

৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

জাহিদ অনিক বলেছেন:
কারেকশান, আপনার কছে হবে ।

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: মাথা নিচু কইরা রাইখেন অনিক ভাই, উপরের কাপ ভরে গেলে কিছুটা উপচে পড়ার সম্ভাবনা আছে B-)

৮| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
আপনি তো তখন ইন্ডিয়া! :)

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: জটিল উত্তর পাইলাম ভাই, সত্যিই আপনি চেঞ্জার :-B

৯| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

গেম চেঞ্জার বলেছেন: আমি না হইলে কে হইব? ;) ডেঞ্জার! B-)) B-))

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই তো দেখছি ডেঞ্জার :-B

১০| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: গ্লাস সহই এত দারুন ছবি!!!!!!!!!!! মুগ্ধতা!

ভ্রমন পোস্টে ভাললাগা সব সময়

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন বিদ্রোহী

১১| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯

শাহিন-৯৯ বলেছেন: ভারতের চেয়ে আমাদের সবুজ বেশি উজ্জ্বল।
ছবি খুবই ভাল লেগেছে।
আপনি কেমন আছেন?

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শাহিন ভাই, ভারতে যখন ঢুকেছি তখন বিকেলের কিছুটা আঁধার নেমে এসেছিল। আমি ভালো আছি ভাই, আপনি ভালো তো?

১২| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ তুলেছেন ছবি গুলো। ৭/৮ এর কাব্যটুকুনও চমৎকার, সবমিলিয়ে সবুজের মেলা, প্রকৃতির সমারোহ পোষ্টটিতে। যদিও প্রথম বর্ণাতে একটু কষ্টের ছোঁয়া। তবুও ভালো লাগার অনুভবটাই আমার কাছে বেশি।

আমি প্রথমে ভেবেছিলাম বাংলাদেশের কোথাও হবে চিৎপুর। পরে শেষ পর্যন্ত গিয়ে বুঝতে পারলাম এটা ভারতের কোন একজায়গা।

শুভকামনা ভাই আপনার জন্য
সর্বদা আপনার সুস্থতা কামনায়

১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই, একজন সঙ্গী থাকলে ট্রেন জার্নিটা সব মিলিয়ে উপভোগ্যই হওয়ার কথা।

১৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৫

জাহিদ অনিক বলেছেন:

ইয়ো মাথায় পড়ে গেলেও অসুবিধা নাই, মাথা বেয়ে মুখে পড়বে, চেটে চেটে চা খাব। =p~

চায়ের মধ্যে লেবু বেশি, লিকারের ঘনত্ব কম, আই লাইক ইট !


গেম চেঞ্জারকে সালাম, উনি দারুণ খেয়াল করেছেন।

১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

সাদা মনের মানুষ বলেছেন: সম্ভবত আপনার জন্য গ্রীন টি বরাদ্ধ হয়েছে অনিক ভাই :)

১৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কয়েকদিন আপনাকে ব্লগে না দেখে ভাবছিলাম আপনি সফরে গেছেন। চিৎপুরে গেছেন সেটা তো জানতাম না। জানলে চিৎপুরের 'চিৎ কাত হোটেলে' উঠার পরামর্শ দিতাম। সস্তায় থাকা খাওয়া যায়। রাতে চিৎ হয়ে শুলে দশ টাকা, আর কাত হয়ে শুলে পাঁচ টাকা মাত্র।

১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, চিৎ কাইত হোটেলে থাকার অভ্যেস কিন্তু আমার আছে মিঞা ভাই :)

১৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (৫) কোন ছবি কোথাকার কিছুই জানি না


চেইন টাইনা ট্রেন থামাইয়া লুকজনরে জিগাইলেই তো পারতেন।

১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনি ভাবছেন আমি সাইকেলে গেছি? ট্রেন চলতে চেইনের দরকার হয় না, এটাও জানেন্না!!!

১৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১০) অপেক্ষমান দু'জন যাত্রী।


দুইজনরেই তো লালন ভক্ত মনে হয়।

১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

সাদা মনের মানুষ বলেছেন:
এখানে আরো একজন লালন ভক্তকে দেখা যাচ্ছে :-B

১৭| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

মলাসইলমুইনা বলেছেন: আপনার তোলা ছবিগুলো ছবির মতো লাগছে ! খুবই সুন্দর |

১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ছবিগুলো ছবির মতো লাগছে..........বেশ ভাইটামিন যুক্ত কথন। ধন্যবাদ ভাইজান।

১৮| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: (১৮) ক্যামেরা নিয়ে গেদে স্টেশনে নেমে দুইটার বেশী ছবি তুলতে পারিনি পুলিশের বাধার কারণে।


পুলিশকে পাঁচ রুপী আর এক প্যাকেট বিড়ি ধরাইয়া দিলেই তো কাম হইত। আপনি এত বুকা ক্যান?

১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনি এত বুকা ক্যান? ............মনে হচ্ছে আপনার প্রভাব কিছুটা হলেও আমার উপর পড়তে শুরু করছে =p~

১৯| ১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এখানে আরো একজন লালন ভক্তকে দেখা যাচ্ছে :-B


জিন্স পরা লালন ভক্ত? হায়রে কি কলিকাল / ছাগলে চাটে বাঘের গাল।

১৭ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: জিন্স পড়লে লালন ভক্ত হওয়া যাবে না এটা কোন কিতাবে আছে? B:-)

এই জন্যই লালন বলে গেছে "সব লোকে কয় লালন কি জাত সংসারে "

২০| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:০৭

ভুয়া মফিজ বলেছেন: সবুজ তো সবুজই, তার আবার ভারতীয় কি? তবে বলে দেয়ার পর এই সবুজটাই অন্যরকম লাগলো!!! আসলেই ভারতীয়!!!!!
আমার আবার একা ঘুরতে ভালো লাগে। গান শুনি, মাঝে-মধ্যে নিজের সাথেই কথা বলি। হাসির কিছু মনে পড়লে একা একাই হাসি....... :)। একবার কার্ডিফ যাওয়ার পথে ট্রেনে পাশে বসা এক বয়স্ক মহিলা আমাকে একা একা কথা বলতে আর হাসতে দেখে কিছুক্ষন উসখুস করে তারপর অন্য সিটে গিয়ে বসেছিল....... :(

ছবিগুলো দারুন হয়েছে। +++++++++

১৮ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ভারতীয় সবুজ বলতে আমি বুজাতে চেয়েছি এটা ভারতের ভেতর, অন্য কিছুই নয়।

একা একা কথা বলা আর হাসা অন্যায় কিছু নয়, তবে বয়স্ক মহিলা না হয়ে যুবতি মহিলা হলে আপনার কপালে অন্য কিছু জুটতেও পারত :D

২১| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২১

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। গুড পোস্ট।

১৮ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা, থ্যঙ্কু

২২| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৫

কামরুন নাহার বীথি বলেছেন:
আমিও ট্রেনে গিয়েছিলাম ঢাকা -কোলকাতা!
উফ.......... কী যে বিচ্ছিরী জার্নি! গেদে নেমে ইমিগ্রেশন পার হতেই কান ধরেছি, আর এ পথে নয়!
তবে সম্প্রতি দুই দেশের নেতা-নেত্রী উদ্বোধন করেছেন, মাঝপথে আর ঝামেলা নয়।
যা হবে বাংলাদেশের ক্যান্টনমেন্ট ষ্টেশন আর কোলকাতা ষ্টেশনএ।
চিৎপুর এখন কোলকাতা ষ্টেশন নামে পরিচিত।
তবে আশ্চর্য হলাম এই নাম বদলের খবর কোন ট্যাক্সিওয়ালা বা রিক্সাওয়ালাও জানে না।

ভালো লাগলো আপনার চমৎকার ছবিব্লগ!

১৮ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: গেদে ইমিগ্রেশন বাদ দিলে জার্নিটা কিন্তু বেশ উপভোগ্য। গেদের কিছু ইমিগ্রেশন অফিসারদের কাজে কর্মে মনে হবে ওরা দুনিয়ার সবজান্তা পাবলিক।

২৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি ছবি ব্লগ, আর ভ্রমণ ব্লগে তেমন মন্তব্য করি না। তবে আপনার ট্রেন যাত্রা দেখে মন্তব্য না করে থাকতে পারলাম না। কারণ, ট্রেন যাত্রা আমার খুব ভালো লাগে। আর আপনার ছবিগুলো দেখে মনে হচ্ছিল আমি ঐ ট্রেনের যাত্রী...

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:০১

সাদা মনের মানুষ বলেছেন: ভ্রমণ ও ছবি ব্লগে তালগাছ ভাই সু-স্বাগতম :)

২৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




গেম চেঞ্জার এর মন্তব্যে এটুকু ভালোই বলেছেন -- "হাজার মানুষের ভীড়েও অনেক সময় নিজেকে একা মনে হয়.."
৭ নম্বর ছবিটির মতোই একা.................

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:০২

সাদা মনের মানুষ বলেছেন: আরে তাই তো দেখছি, হাজার সবুজের ভীরেও একটা গাছ একেবারে একা.........শুভেচ্ছা জানবেন জ্বী এস ভাই।

২৫| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভ্রমণের মধ্যে শ্রেষ্ঠ হলো রেল ভ্রমণ!

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:০৩

সাদা মনের মানুষ বলেছেন: সাধুরা যখন কিছু বলে তখন সেটাকে আমরা সত্য বলেি ধরে নেই :-B

২৬| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮

ওমেরা বলেছেন: আপনি ছবি ভালই তোলেন ভাইয়া সেটা জানি তাই মুখে না বল্লেও বুঝে নিবেন অনেক সুন্দর বলেছি ভাইয়া।

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনাদের এমন মন্তব্যে উৎসাহিত হয়েই তো আমি পথ চলায় আনন্দ খুঁজে পাই।

২৭| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৯

প্রামানিক বলেছেন: দুনিয়ার এত জায়গা থাকতে আপনি চিৎপুর গেলেন কি করতে? ওখানকার মানুষ কি চিৎ হয়ে সবসময় থাকে না কাত হয়েও থাকে?

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:০৫

সাদা মনের মানুষ বলেছেন: ওখানে গিয়েছিলাম চিৎ কাইত বোর্ডিং খুজতে, আপনার খোজে আছে নাকি?

২৮| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২১

ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর সব ছবি।

আজো ভারত দেখা হলোনা।

১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: এটার নামই হলো বাড়ির পাশের আরশি নগর :)

২৯| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২১

হাসান কালবৈশাখী বলেছেন:
চিৎপুর .. নামটা সুন্দর।

১০ নং ছবিটা সুন্দর .. জীবন্ত .. প্রাণবন্ত!

১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, নামটা আমার কাছেও আকর্ষনীয় মনে হয়েছে, আপনি মনে হয় ১১ নং ছবির কথা বলেছেন।

৩০| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুণ ভ্রমন । যাইতে মুন চায় কিন্তু করি কি উপায় ?
ভিসা পাসপোর্ট কিছু করা নাই। :)

১৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: আমারটা নিয়া একবার দৌড় লাগান মামা :D

৩১| ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২২

হাসান রাজু বলেছেন: ভারতীয় সীমান্ত পার হতেই ব্লগ শেষ !!! কারন অন্ধকার ।

অনেকটা শেষ অভারে ১১ রান দরকার । আর তখনি লোডশেডিং ।
অথবা, এই কথা সেই কথা শেষে যখন প্রেমিকাকে মনের কথা জানাতে গেলেন তখনি মোবাইলের চার্জ শেষ ।
আফসোস ।

ভালো থাকবেন । সুন্দর পোস্ট অবশ্যই ।

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৮

সাদা মনের মানুষ বলেছেন: প্রেমিকাকে মনের কথা জানাতে গেলেন তখনি মোবাইলের চার্জ শেষ..........বেশ জটিল বলেছেন।

তারপরেও আমি কিছু ছবি তুলেছি ভাই, কিন্তু এখানে উপস্থাপন করার মতো পরিচ্ছন্ন হয়নি বলে বাদ দিয়েছি।

৩২| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:০১

কালীদাস বলেছেন: ছবিগুলো ভাল এসেছে। জানালার ভেতর দিয়ে ছবি তোলা বিশাল এক পেইন, অনেক সুন্দর ছবিরও বারোটা বাজে। এখনও ইন্ডিয়ায় নাকি ফেরত এসেছেন?

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: জানালার ভেতর দিয়ে ছবি তোলা বিশাল এক পেইন........সেই সাথে চলন্ত ট্রেনে থেকে। না ভাই, এখন আমি ইন্ডিয়াতে না, গত আইপিএলের সময় গিয়েছিলাম, ধন্যবাদ।

৩৩| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবিগুলো যেন পথ চিনিয়ে দিল তবে যাব কেমন করে?

আপনার ছবি এক একটা গল্প, একবার দেখলে মন ভরে না। ভাল থাকবেন সবসময়।
চা কি অবশিষ্ট কিছু আছে? ফেলে দেওয়ার চেয়ে আমাকে কিছু দিয়ে দিতেন মিঞা ভাই।

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

সাদা মনের মানুষ বলেছেন:

৩৪| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

নিয়াজ সুমন বলেছেন: সুন্দর সুন্দর ছবি। ভালো লাগা প্রিয় মনের মানুষ।

১৯ শে নভেম্বর, ২০১৭ ভোর ৬:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই, শুভেচ্ছা সব সময়।

৩৫| ১৮ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

আখেনাটেন বলেছেন: ট্রেনে কখনও যাওয়া হয় নি। ট্রেনের অবস্থা দেখে তো মনে হচ্ছে ভালোই।

১৯ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ট্রেনের ব্যবস্থাপনা আমার পছন্দ হয়েছে, তবে দুই দেশের সিমান্ত ইমিগ্রেশন বিশেষ করে ভারতের গেদেতে ভয়াবহ ঝামেলা পোহাতে হয়।

৩৬| ১৯ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৮

সোহানী বলেছেন: খুব পরিচিত ছবি তারপরও অনেক ভালো লাগলো..... মনে হলো কতদিন পর নিজের দেশ দেখলাম। বাট ট্রেনের সিটের এ দূরাবস্থা কেন!!! এইটা না ইর্ন্টান্যাশানাল ট্রেন?????

যাক.... চা বাকি না থাকলে সমস্য নাই, কফি দেন। আমি আবার কফি খোর.............

২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ট্রেনের অবস্থ্যা কিন্তু তুলনা মূলক ভাবে বেশ ভালো.........চা কফি সব হেনা ভাই সাবার কইরালাইছে :)

৩৭| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২১

বিলিয়ার রহমান বলেছেন: ঢাকা টু চিৎপুর !!!


আফনের লাই আম্রাও ঘুইরাইলাম মেয়াবাই!!!;)

২২ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে কিছুটা খরচ বিকাশ করলে ভালো হতো মিঞা ভাই :D

৩৮| ২১ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া।
অনেক দিন ট্রেনে চড়িনি।

২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ট্রেনে চড়ার মজাটা সত্যিই আলাদা.........শুভেচ্ছা জানবেন সোহেল ভাই।

৩৯| ২১ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২১

সোহানী বলেছেন: এইটা কেমন কথা হইলো... হেনা ভাই একাই সব সাবাড় করলে আমরা খামু কি????

২৪ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: লুকটা পেটুক, ওনার সাথে বসলে এমন ঘটনা নিত্য :-B

৪০| ২২ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এইটা কেমন কথা হইলো... হেনা ভাই একাই সব সাবাড় করলে আমরা খামু কি????

@ বোন সোহানী, সাদা ভাই মিছা কথা কইছে। আমি তো অসুখের পর থেকেই চা কফি খাই না। ফ্রি পাইলে একটু পান করি এই আর কি! হে হে হে। =p~

২৪ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০

সাদা মনের মানুষ বলেছেন: পান করেন খালি? নাকি সুপারিও করেন? ;)

৪১| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২০

শামচুল হক বলেছেন: ছবি বর্ণনা খুবই ভালো লাগল।

২৫ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হক সাহেব, ভালো থাকুন, সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.