নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
গ্রামের নাম সোনর। এটা নরসিংদীর পলাশ থানার অন্তর্গত একটা গ্রাম। গ্রামের প্রধান রাস্তার পাশেই রয়েছে বিশাল একটা পুকুর, আর পুকুরের পুর্ব পাশে রয়েছে অনেকগুলো বট গাছ। এই বটগাছগুলোর প্রধান বৈশিষ্ট হল এরা সকলে সকলের সাথে মিশে গেছে কোন না কোন ভাবে। দেখা গেল একটি গাছের ডাল বলে আপনি যেটাকে ভাবছেন ওটা অন্য গাছেরও ডাল। মানে ওরা প্রত্যেকে একে অপরের সাথে এমন ভাবে জড়িয়ে গেছে যে, আলাদা ভাবে চেনা যায় না।
প্রতি বছর কোন একটা সময় এখানে গ্রামীন মেলা বসে। মাঝে মাঝে মন খারাপ থাকলে আমি চলে যাই ওই যৌথ বটের নির্জনতায়। আমার ভীষণ ভালো লাগে এই এলাকাটা। জন মানবহীন এমন নির্জনতায় বসে পাখির কুজন শুনতে ভালো লাগবে না কার? এবারের আমার পোষ্ট আমার সেই প্রিয় বট গাছদের নিয়ে।
(২) গ্রামের প্রধান রাস্তা থেকে পুকুরের পাড় ধরে বট গাছের দিকে চলে যাওয়া রাস্তা।
(৩) পুকুরের পাড়ের ছিটকি গাছগুলোতে ছিটকি ফল ঝুলছে।
(৪) গাছগুলো পরস্পরের প্রতি এমন ভাবেই জড়িয়ে রয়েছে, আলাদা করে বুঝার কোন উপায় নাই কোন গাছের মূল কোনটা।
(৫) কোথাও বা এমন গেইটের মতো।
(৬) আবার কোথাও পা দুলিয়ে আরাম করে বসে পাখির কুজন শোনার মতো।
(৭) এখানে বসেই দেখা যাবে জাতিয় পাখি দোয়েলদের ব্যপক আনাগোনা।
(৮) বটের পাতার ফাঁকে ইতিউতি দেখা যাবে স্ত্রী কোকিলদের বট ফল খাওয়ার চিত্র।
(৯) অথবা দেখা যায় বুলবুলিদের অলস বেলা।
(১০/১১) পাশের গ্রাম থেকে বট গাছের তলায় আসার জন্য রয়েছে এমন কিছু মেটো পথ।
(১২/১৩) পথের ধারের সন বনে দেখা যাবে এমন রঙবেরঙা ফড়িংদের।
(১৪) বৈশাখ জৈষ্ঠ মাসে এমন চিত্রটা অতি স্বাভাবিক।
(১৫) পাশের সোনালু গাছে ঝুলছে ফুলও ফল।
(১৬) পাশের গ্রামের লোকজনও অনেক সময় বট গাছের ভেতরের পথ দিয়াই যাতায়াত করে।
(১৭) এটা কি পাখি আমার নাম জানা নাই।
(১৮) পুকুরে ভাসছে একটা স্টিলের নৌকা।
(১৯) পুকুরের অন্য দিকে বসে আছে একটা ধ্যনি বক।
(২০) শেষ বিকালের সূর্য্যের আলোয় পুকুরের পানিকে মনে হচ্ছে যেন গোলানো সোনা।
জানিনা ব্লগে পোষ্ট হিসাবে এটাকে আপনারা কিভাবে নেবেন, সোনর এর এই বট গাছ এবং আশেপাশের যায়গাটা আমার অত্যন্ত প্রিয় বলেই সময় পেলে বার বার আমি ওখানে ছুটে যাই।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: কম খারাপ বলেন্নাই কাশেম ভাই, কেমন আছেন আপনি?
২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৫
সামিউল ইসলাম বাবু বলেছেন: উপস্তিত বস
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩০
সাদা মনের মানুষ বলেছেন: আমিও উপস্থিত কন কি খাবেন
৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২১
শায়মা বলেছেন: ছবিগুলো দেখে গেঁয়ে ওঠে মন ......
গাছের পাতায় রোদের ঝিকিমিকি .....
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩১
সাদা মনের মানুষ বলেছেন: গ্রামের ছবি দেখলে এমন গেয়ে উঠাটা স্বাভাবিক আপু, ধন্যবাদ।
৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৪
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: সুদর্শনা প্রকৃতি চমৎকার ফটোগ্রাফি।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩২
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আবদুল্লাহ ভাই
৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: দুধ কফি একটা ডিম অার মাখন রুটি দিলেই চলবে অাপাতোত।
হাত ধুতে গেলাম
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: হাত ধুয়ে আসেন আমি একটু পরেই বাজার করতে বের হবো, আশা করছি ওখানে সবই পেয়ে যাবো
৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: তাহলেতো হলোনা। এক জায়গায় বসে ২ রকম কথা।
নাস্তা দিতে চেয়ে দিচ্ছেনা!!!
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১১
সাদা মনের মানুষ বলেছেন:
নেন ভাই, বাজারে কিছুটা পেয়েছি।
৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: দ্রুত। হাত ধুয়ে বসে অাছি।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১২
সাদা মনের মানুষ বলেছেন: গামছা বিছাইয়া দিছি, এবার বইসা পড়েন
৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০১
মলাসইলমুইনা বলেছেন: লতানো গাছগুলোর ফটো ভালো লাগলো | এই গাছ গুলোর বয়স এমন হবে ? এরকম গাছ আমাজনের জঙ্গলে আছে ফটো দেখেছি |বাংলাদেশেও এরকম গাছ আছে তার ফটো আগে কখনো দেখিনি | ভালো লাগলো দেখে | সুন্দর ফটো সব | সুন্দর হয়েছে ফটো পোস্ট | হাটা পথে সিলেটের কতদূর যাওয়া হলো এবং পর্যন্ত ?
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, সিলেটে হাটা চলছে, সামনে পোষ্ট পাবেন।
৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: বহুত থ্যাংকু
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে
১০| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ দেখাইলেন ভাই, এমন নির্জন জায়গাতে তো ভয় থাকার কথা! ভূত প্রেত কতকিছু থাকতে পারে ....
খুব সুন্দর জায়গার সাথে পরিচয় করিয়ে দিলেন ভাই, ভালো লাগলো ছবিগুলো।
গেইটের মতো দেখলাম ওটা কি ভেঙে যাওয়ার মতো দেখলাম?
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩২
সাদা মনের মানুষ বলেছেন: গেইটের মতো যায়গাটার একটা অংশ ভাঙ্গা দেখা যায়, বাকীটাও কেম্নে কি কিছুই বুঝা যায় না........শুভেচ্ছা জানবেন নয়ন ভাই।
১১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১০
কানিজ রিনা বলেছেন: আমার দেশের মত এমন দেশকি কোথাও
আছে। গানটা গুন গুন করলাম নিজের
দেশের ছবি উপস্থাপন আপনার মত আর
কারো হয়না। ধন্যবাদ।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আমি সব সময় চেষ্টা করি ভালো কিছু ছবি ব্লগে উপস্থাপন করতে।
১২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২২
রাজীব নুর বলেছেন: ভালো একটি জাগার সন্দান দিলেন। ধন্যবাদ।
ছবি গুলো ঝকমক করছে না কেন?
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: ছবি গুলো ঝকমক করছে না কেন? আপনি ক্যামেরাম্যান এটা তো আপনিই ভালো বলতে পারবেন ভাই.........শুভেচ্ছা
১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৫
বেনামি মানুষ বলেছেন: বেশ সুন্দর ছবি আর উপস্থাপনা।
সেখানকার পরিবেশ এর পরে রক্ষা পেলে ই হলো, আমরা বাঙালিরা যেরমক...
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: কে রক্ষা করবে, আমাদের প্রত্যেকেরই ভূমী দরকার, গাছপালা না!..........শুভেচ্ছা জানবেন বেনামী মানুষ।
১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সোনর গ্রামের এই পরিবেশের সাথে আমার জন্মভূমি মধুপুর গ্রামের অনেকটা মিল খুঁজে পাই। সেখানেও একটি এলাকায় এমন অনেক বটগাছের অস্তিত্ব ছিল। কালের বিবর্তনে মাত্র কয়েকটি বটগাছ এখনো টিকে আছে। মানুষের লোভের শিকার হয়ে অনেক গাছ হারিয়ে গেছে।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনি নরসিংদীতে আসলে আপনাকে নিয়ে সোনর যাওয়ার পাক্কা কথা দিলাম ভাই।
১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৬ নম্বর ছবি। সাথে একটা একতারা নিয়ে বসে হাসন রাজার গান গাইতে পারতেন।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: আমি গান গাইলে পাখিরা এলাকা ত্যগ করবে, তার চাইতে পা দুলিয়ে বসে বাতাস খাওয়াই ভালো, তবে আপনাকে দিয়ে হয়তো এটা সম্ভব ছিল
১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবি নম্বর ১২/১৩। ছোটবেলায় এসব ফড়িং ধরার জন্য কত যে ছুটে বেড়িয়েছি! আহা রে, সেসব দিন কোথায় গেল? বড় হয়ে সব হারিয়ে গেল। আর বুড়ো হয়ে আবার ফড়িং ধরতে মন চায়।
ছোটবেলায় একটা ফড়িং ধরতে পারলে তার লেজে সুতা বেঁধে সারাদিন ওটার পিছে পিছে দৌড়ে বেড়াতাম। হাঃ হাঃ হাঃ।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: ফড়িং এর লেজে সুতা বেঁধে আমিও অনেক উড়িয়েছি, সেইদিন গুলি কই, সেই দিন গুলি কই
১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
আখেনাটেন বলেছেন: ৪ নং ছবি দেখে তো মনে হচ্ছে সিন্দাবাদের কোহেকাফের জঙ্গল।
চমৎকার পোস্টের জন্য শীতের পিঠাপুলির শুভেচ্ছা রইল।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫১
সাদা মনের মানুষ বলেছেন: পিঠাপুলির শুভেচ্ছায় পুলকিত আমি, ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৯ নম্বর ছবি। মুনি ঋষিদের মতো এই বকেরাও ধ্যান করে নাকি?
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০
সাদা মনের মানুষ বলেছেন: দুটো একই টাইপ, মুনি ঋষিরা মক্কেল ধরে, আর বক ধরে মাছ
১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনি নরসিংদীতে আসলে আপনাকে নিয়ে সোনর যাওয়ার পাক্কা কথা দিলাম ভাই।
নরসিংদীতে একদিন না একদিন ঠিকই যাবো, তবে এই গ্রামে যাবো না। গেলে আমার মন খারাপ হয়ে যাবে। কেন, সেটা নিশ্চয় বুঝতে পারছেন।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: বুড়ো বয়সে এমন ঢং না করলেই কি নয়
২০| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দুটো একই টাইপ, মুনি ঋষিরা মক্কেল ধরে, আর বক ধরে মাছ
ও, এই জন্য এই বকের মতো মানুষদের বলা হয় বকধার্মিক। আগে ঝানতাম না।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: জান্তে হলে গেয়ানী লুকদের সাথে চলতে হয়
২১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২০ নম্বর ছবি। সত্যিই যেন গলানো সোনা। আপনার ছবি তোলার দক্ষতা আন্তর্জাতিক মানের। অতি সামান্য দৃশ্যকেও অসাধারণ করে তুলতে পারেন।
২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনার ছবি তোলার দক্ষতা আন্তর্জাতিক মানের হে হে হে, আপনিই কেবল সেটা বুঝলেন, হে হে হে
২২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১০
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ লেগেছে।
২২ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন
২৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বটের বিষয়টা ইন্টারেস্টিং!
তবে অনেক বট অন্য গাছকে জড়িয়ে ধরতে দেখেছি।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: বট গাছ অন্য গাছকেই শুধু জড়ায় না, বড় বড় বাড়ি ঘরকেও জড়িয়ে নেয়........শুভেচ্ছা জানবেন লিটন ভাই।
২৪| ২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বটের বিষয়টা ইন্টারেস্টিং!
তবে অনেক বট অন্য গাছকে জড়িয়ে ধরতে দেখেছি।
২৫| ২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩১
প্রামানিক বলেছেন: বটের গাছে পা দুলাইয়া যে ভাবে বইছেন দেইখা তো আমারো যাইতে মন চাইতেছে। তবে এত বড় না হলেও ছোট ছোট বট গাছের তলে শুইয়া শুইয়া আগে চৈত্র মাসের বাতাস খাইতাম। সেই দিনগুলি যে কই গেল?
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: আবার আসলে আপনাকে সাথে নিয়েই পা দুলাব ভাই, হেনা ভাইকে নিয়া চলে আসেন।
২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩১
শামচুল হক বলেছেন: বট গাছের ছবি দেইখা এখনই যাইতে মন চাইতেছে।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সুন্দর জায়গা, গেলে ভালোই লাগবে।
২৭| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০৫
সুমন কর বলেছেন: পোস্ট হিসেবে ভালো হয়েছে। ছবিগুলো বরাবরের মতো দারুণ লাগল।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, উৎসাহিত হলাম।
২৮| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
আপনার ছবি তোলা দেখে হিংসে হয়! ইস কি সুন্দর!
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: বলেন কি? আমার ছবি তোলার বিশেষ কেরামতি নাই, কেরামতি তো আমার দেশের প্রকৃতির, ধন্যবাদ।
২৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
কাতিআশা বলেছেন: খুব মায়াভরা গ্রামটা!..দারুন বর্ণনা আর সেই সাথে আপনার অপূর্ব ফোটোগ্রাফী!
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কাতিআশা, শুভেচ্ছা নিবেন।
৩০| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৪
শাহিন-৯৯ বলেছেন: আপনার গ্রামের বাড়ি কি নরসিংদী?
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১০
সাদা মনের মানুষ বলেছেন: জ্বী ভাই, নরসিংদীর মাধবদীতে
৩১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:১৫
শাহিন-৯৯ বলেছেন: আমি কিন্তু মাধবদীর শেখের চর ( বাবুর হাট) যাই পাইকারী কাপড় কিনতে।
২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯
সাদা মনের মানুষ বলেছেন: সামনে কবে আসবেন, আপনার সাথে দেখা করে চা খেতে খেতে গল্প করতে চাই।
৩২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: নরসিংদীর পলাশে যদি যাই অবসশ্যি দেখে আসব।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: এদিকে আসলে আমাকে আওয়াজ দিয়েন ভাই
৩৩| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১০
সোহানী বলেছেন: ওয়াও......... ছেটকি ফল তো জীবনের ও নাম শুনি নাই!! ওটা খাওয়াপর হজম হয় নাকি অক্কা পায়?
অসাধারন লাগলেঅ ছবিগুলো... এতো সুন্দর জায়গা ও আছে?? আহারে বিদেশে যদি থাকতো তাহলে কত যত্ন করে পর্যটন ধরে নিয়ে আসতো!!! আর আমরা??? পারলে কাপড় চোপড় রেখে দেই.........
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: ছিককি আসলে স্থানীয় নাম, পুস্তকিয় কোন নাম থাকলেও আমার জানা নাই.........পর্যটন নিয়ে আমাদের ভাবনাটা সত্যিই কম, শুভেচ্ছা জানবেন আপু।
৩৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমি পলাশে বেশ কয়বার গিয়েছে ভাই, জানতামনা এমন একটি গ্রাম আছে। আবার গেলে দেখে আসবো। ছবিগুলো দারুণ লাগলো।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: দেখলে নিশ্চিৎ ভালো লাগবে, শুভেচ্ছা জানবেন সুজন ভাই।
৩৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:২৫
প্রামানিক বলেছেন: হেনা ভাই গেলে তো কথাই নাই পিছে পিছে আমিও আছি।
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন: আমি তো হেইয়াই কইতাছি ভাই
৩৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৯
লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর সুন্দর দৃশ্য দেখে বিমুগ্ধ হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন দাদা
৩৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৯
তারেক ফাহিম বলেছেন: সুন্দর বট ব্লগ
২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২০
সাদা মনের মানুষ বলেছেন: বট ব্লগ এর সাথে পাখি ব্লগও বলতে পারেন ফাহিম ভাই
৩৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তারেক ফাহিম বলেছেন: সুন্দর বট ব্লগ
হে হে হে। আমি সারাদিন পর একটু হাসলাম।
২৬ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩২
সাদা মনের মানুষ বলেছেন: ক্যান ভাবী কি খালি কিলায়
৩৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আনোয়ার ভাই
৪০| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৯
জাহিদ অনিক বলেছেন:
সুন্দর।
বৃদ্ধ বটগাছ যেন কালের সাক্ষী; কত ইতিহাস তার জানা।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:২১
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এসব প্রাচিন গাছেরা সত্যিই অনেক ইতিহাসের সাক্ষী.......ধন্যবাদ অনিক ভাই, ভালো থাকুন, সব সময়।
৪১| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কী মহাশান্তিতে গাছে শাখায় বসে আছেন আমাদের ফটোভাই
আরেকটি সুন্দর পোস্ট।
২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মইনুল ভাই, শ্রদ্ধা জানবেন।
৪২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৭
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর পোষ্ট ভাইয়া।+++
৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সোহেল ভাই।
৪৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫২
হাসান রাজু বলেছেন: গ্রামটা অনেক বেশি অসুন্দর ।
আপনার চোখে দেখা তাই হয়ত আরও বেশি সুন্দর ।
সত্যি বলছি ।
৪৪| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬
হাসান রাজু বলেছেন: সুন্দর লিখতে গিয়ে অসুন্দর লিখে ফেলেছি :'(
০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২০
সাদা মনের মানুষ বলেছেন: আপনি ভুল লিখেছেন বলে আমি ভুল পড়বো এমনটা ভাবলেন কি করে রাজু ভাই
৪৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬
হাসান রাজু বলেছেন: হ্যাঁ । এইটা ঠিক ।
অবশ্য, আপনি ছাড়াও অনেকেই এখানে ঢুঁ দিবেন । তারা যেন আমার রুচি নিয়ে প্রশ্ন না তুলে ।
সামান্য "অ" পুরো অর্থটাই বিপরীত করে দিল । কি ক্ষমতা !!! তারপর ও বলছি, সামান্য "অ" !!!
০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কথা সত্য
৪৬| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২১
মুদ্দাকির বলেছেন: অসাধারন সুন্দর!! ঐ বট গাছ দেখের ইচ্ছা আছে। সোনালু অনেক প্রিয় ফুল। আল্লাহ যদি ক্ষমতা দিত, ঢাকার রাস্তা ঘাট কৃষ্ণচূড়া রাধাচূড়া সোনালু আর নিম গাছ দিয়ে ভরিয়া দিতাম।
১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
সাদা মনের মানুষ বলেছেন: আল্লাহ যদি ক্ষমতা দিত, ঢাকার রাস্তা ঘাট কৃষ্ণচূড়া রাধাচূড়া সোনালু আর নিম গাছ দিয়ে ভরিয়া দিতাম। ...........তাহলে দেশটা সত্যিই চমৎকার হয়ে যেত, আমি যেন স্বপ্নে দেখি সেই সব ফুলের গাছগুলো
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৩
এম এ কাশেম বলেছেন: সুপ্রভাত।
সামনের বার মন খারাপ হলে ভাবীকে সাথে নিয়ে যাবেন। ভাল লাগবে দ্বিগুণ।
ভাল থাকুন ।