নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
চট্টগ্রাম গিয়েছি অনেক বার, সেই ১৯৯১ সালে ফয়েজ লেকের পাশে চট্টগ্রাম চিড়িয়াখানাটা কেমন দেখেছিলাম এখন আর তেমনটি মনে নাই। তাই এবার চট্টগ্রামে যাওয়ার পরই দর্শনীয় স্থানের তালিকায় চিড়িয়াখানাটাকে যোগ করে নিলাম।
জৌলুসে ভরা ফয়েজ লেকের পাশে চিড়িয়াখানার গেইটটাকে নিতান্তই দীনহীন মনে হচ্ছিল। তবু টিকেট কেটে ঢুকে পড়লাম ভেতরে। এবার আসুন দেখে নেই চট্টগ্রাম চিড়িয়াখানাটিকে...............
(২) হাতি এবং জিরাফ চিড়িয়াখানার প্রধান ফটককে আগলে রেখেছে, টিকেট কেটে ঢুকে গেলাম ভেতরে।
(৩) ঢোকার আগে এই শিশু বাদাম ওয়ালীর কাছ থেকে ১০ টাকায় একটা প্যাকেট হাতে নিয়ে নিয়েছিলাম।
(৪) বানর দেখে মজা পায় না এমন মানুষ খুঁজে পাওয়া দায়, চিড়িয়াখানার আলগা বানরটাও মনে হয় ভেতরের বানরদের দেখে তেমনি মজা পাচ্ছে।
(৫) এই রঙিন প্রজাপতিটা কিন্তু চিড়িয়াখানায় বন্দী নয়।
(৬) মায়া হরিণ।
(৭) ভাল্লুক।
(৮) গয়াল।
(৯) শেয়াল।
(১০) ল্যান্টানা, আমার খুবই প্রিয় ফুল।
(১১) ঘোড়া।
(১২/১৩) ময়ূর পাখি।
(১৪) মদন টাক, বিরল প্রজাতির পাখি।
(১৫) এই পাখির নাম কাক ধনেশ।
(১৬) সাদা বক।
(১৭) নিশি বক।
(১৮) খঞ্জনা পাখি, এটা কিন্তু চিড়িয়াখানায় বন্দী নয়।
(১৯) চট্টগ্রাম চিড়িয়াখানাটা তুলনা মূলক ভাবে অনেক ছোট, মাঝখানে ছোট একটা মাঠের মতো, আর চারিদিকে কাচায় চিড়িয়ারা। আর কিছুটা অংশ রয়েছে পাহাড়ের আর একটু নিচু অংশে।
(২০) সব শেষে অজগর সাপের জটলা, অনেকগুলো অজগর সাপ একসাথে জড়িয়ে রয়েছে এখানে।
চট্টগ্রাম চিড়িয়াখানা নিয়া মন্তব্য করতে বললে আমি বলবো এখানে সুষ্ঠু ব্যবস্থাপনার যথেষ্ট অভাব রয়েছে।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২০
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ সৈয়দ ভাই
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৫
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: শেয়াল আর কাক ধনেশ ছাড়া সব প্রাণীরই মনটা খুব খারাপ দেখাচ্ছে।শেয়ালের চোখটা ফন্দিভাব প্রকট,আর কাক ধনেশ খুব হাসি-খুশী দেখাচ্ছে।
চিরিয়াখানা ঘুরে ভালোই লাগলো।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২২
সাদা মনের মানুষ বলেছেন: পুরো চিড়িয়াখানাটাই মন খারাপ ভাব মনে হয়েছে আমার, চিড়িয়াখানা আরো বড় পরিসর এবং প্রাণবন্ত না হলে ভালো লাগে না।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৭
প্রামানিক বলেছেন: দেখলাম আপনার চাটগাঁয়ের চিড়িয়া খানা। ভালো লাগল। ধন্যবাদ
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৩
সাদা মনের মানুষ বলেছেন: ভালো লাগলে চা দেন
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
আমি গিয়েছি। যদিও আমি ঢাকা থাকি।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নূর ভাই, আমি থাকি নরসিংদীতে।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭
হাসান রাজু বলেছেন: চিড়িয়াখানা ! দুর্ভাগা একদল প্রাণীর মৃত্যু প্রতীক্ষায়, অপেক্ষায় দিন যাপন।
ইনশাল্লাহ । এই শতকেই মানুষ আরও মানবিক হবে । তা, যত তারাতারি হয় ভাল ।
ভালো থাকবেন ।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন, চিড়িয়াখানায় শেয়ালের চঞ্চলতা আমার খুব কষ্ট হয়েছে। সব সময় দেখলাম শেয়ালটা ছোট খাচায় এপাশ ওপাশ করছে।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: পাখির ছবিগুলো চমেৎকার। বন্দী প্রাণীগুলো দেখে মায়া হলো।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এই জন্য চিড়িয়াখানার চাইতে সাফারি পার্ক ভালো।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪১
সুমন কর বলেছেন: আমরাও চট্টগ্রাম চিড়িয়াখানায় একবার ভার্চুয়াল ভাবে ঘুরে নিলাম। ধন্যবাদ।
৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভচ্ছা জানবেন দাদা
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪৩
জাহিদ অনিক বলেছেন:
আহারে !
সবগুলো প্রাণ একেবারে আধামরা।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৩০
সাদা মনের মানুষ বলেছেন: বন্দী অবস্থায় এর থেকে ভালো থাকার কথা চিন্তা করা যায় কি?
৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:৫০
সোহানী বলেছেন: চিটাগাং এর চিড়িয়াখানায় অন্তত কিছু ময়ুরের পাখা দেখলাম, ঢাকায়তো ময়ুরগুলার একটা পাখাও গায়ে দেখি নাই।++++
৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: কে বললো ঢাকার ময়ূরদের গায়ে পাখা নাই? আমি তো কয়েক বছর আগে গিয়ে চমৎকার পাখা মেলা ময়ূর দেখে এসেছিলাম ঢাকা চিড়িয়াখানায়...........শুভেচ্ছা জানবেন আপু।
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৪
কথাকথিকেথিকথন বলেছেন:
তাও ঢাকার চিড়িয়াখানা থেকে পরিচ্ছন্ন মনে হয়েছে ।
ছবিগুলো চমৎকার । বেশ আলো আলোভাবে তোলা । এভাবে অনেকগুলো সাপ জড়িয়ে থাকা দেখতে আমার ভালো লাগে না । একবার ভুলে দেখে ফেললে দ্বিতীয়বার আর ভুলেও তাকাই না।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৮
সাদা মনের মানুষ বলেছেন: তুলনামূলক ভাবে পরিচ্ছন্ন এটা অস্বীকার করা যাবে না..........শুভেচ্ছা জানবেন।
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গতকাল দুপুরে পোস্ট দিয়েছেন। আর আমি এখন দেখলাম?
৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনি মনে হয় ঘুমের ট্যবলেট খেয়েছিলেন নাকি ভাই?
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৪ নং ছবি। তার মানে বানররাও এই চিড়িয়াখানায় বানর দেখতে যায়?
৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১২
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, তয় টিকেট ছাড়া
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৬ নং ছবি। এদের নাম মায়া হরিণ কেন? এদের অন্তরে কী খুবই মায়া মমতা আছে?
৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন, উর্দুতে বললে বলতে হবে মহব্বত হরিণ
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১০ নং ছবি। স্কুলে পরীক্ষার খাতায় যে আপনার নম্বর কাটা যেত কেন, সেটা এবার বুঝতে পারলাম। ফুলকে লিখেছেন গুল। দশের মধ্যে আপনার নয় নম্বর কাটা গেল। আর এডিট না করায় আরও এক নম্বর কাটা। তার মানে আপনি ফেল করেছেন। এই প্রোগ্রেস রিপোর্ট ভাবীরে দেখাইয়েন না।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: ১০ নং নিয়া আপনার গুলবাজীর কোন প্রমাণ দেখাইতে পারবেন কি?
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১১ নং ছবি। গাধার ছবি তুলে ঘোড়ার ছবি বলে চালিয়ে দিয়েছেন।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: স্বজাতি বলে কথা
১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৪ নং ছবি। মদন টাকের মাথায় সত্যি সত্যিই টাক পড়েছে।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: অনেকটা আপনারই মাথার মতো
১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৫ নং ছবি। এরা কী কাকের জাত ভাই?
০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: এরা মনে হয় কাউয়া জাতের হইতে পারে
১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৮
মোস্তফা সোহেল বলেছেন: খুব ছোটবেলায় গিয়েছিলাম এখানে।
০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
সাদা মনের মানুষ বলেছেন: এবার বড় বেলায় ছবি দেখে ছোট বেলার সাথে কিছু মেলাতে পারছেন কি?
১৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৪২
কথাকথিকেথিকথন বলেছেন:
শুভ ভোর ২০১৮ !
জীবন হোক সুখে ভরপুর....
০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভ নববর্ষ
২০| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৫
আটলান্টিক বলেছেন: অসাধারণ হয়েছে ফয়েজ লেকে যাওয়া হলেও চিড়িয়াখানায় কখনো যাওয়া হয়নি।খুবই ভাল লাগলো
০৩ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, নববর্ষের শুভেচ্ছা
২১| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৩
মলাসইলমুইনা বলেছেন: আপনার কথাই ঠিক চিড়িয়া খানা প্রচন্ড অব্যবস্থায় চলছে মনে হচ্ছে | ঘোরাটাতো মনে হচ্চে আমার সাথেও দৌড়ে পারবে না আর ভালুকটা কুস্তিতে | তবে সেই আধা মরা ঘোড়ার নীচের ময়ূর দুটোর ফটো মহাকাব্যিক সুন্দর হয়েছে | খঞ্জনা, ধনেশ পাখি বাংলা গল্পে পড়েছি দেখিনি কখনো | আপনার ব্লগের কারণে দেখা হলো | সুন্দর ব্লগের জন্য ধন্যবাদ আর ইংরেজি নববর্ষের শুভেচ্ছা |
০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: শুনেছি খঞ্জনা পরিযায়ী পাখি, কিন্তু আমার মনে হয় ওরা আবাসিক পাখি ওদের দেশের আনাচে কানাচে প্রায়ই দেখা যায়, বিশেষ করে পানির ধারে। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনারও জন্য
২২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬
শামচুল হক বলেছেন: দারুণ লাগল চিড়িয়াখানার ছবি।
০৪ ঠা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন শামচুল ভাই
২৩| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৪
মুদ্দাকির বলেছেন: অসাধারন সুন্দর!! এই ফুলটা, ঢাকা বিমান বন্দরের আসে পাশে অনেক ছিল, এখন আছে কিনা জানি না। চিরিয়াখানাতো না চিরিয়াদের টর্চার খানা। ফস লেক অনেক সুন্দর ছিল। আবার কবে যাব জানি না।
১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ফয়েজ লেক আগের প্রকৃতিকটাই ভালো ছিল, এখনকার কৃত্রিমতা আমার ভালো লাগে না।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:২০
সৈয়দ ইসলাম বলেছেন:
খুবই ভাল লাগলো, অনেক অনেক ধন্যবাদ।