নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ছোট বেলায় সাদা কালো সিনেমা দেখতাম, এক সময় শুরু হয়েছিলো আংশিক রঙিন সিনেমা। আংশিক রঙিন সিনেমায় বিশেষ করে গানের অংশ টুকু রঙিন হতো। আর সেই আংশিক রঙিন ছবি দেখতে মন খালি ছটফট করতো। কিছুদিন আগে আমার প্রিয় এক ফটোগ্রাফার ফেজবুকে আংশিক রঙিন একটা ছবি দিয়েছিল। ছবিটা এতো চমৎকার ছিলো যে, আম তার প্রেমে পড়ে যাই। আমি যার কাছে ফটোশপের দীক্ষা নিয়াছি তাকে বিষয়টা বললাম। সে আমাকে কিছুটা রেসিপি দিল, আর আমিও আনকোরা হাতে একটা আংশিক রঙিন ছবি ব্লগ পোষ্ট দিয়ে দিলাম। এবার আপনাদের উপর দায়িত্ব কেমন লাগলো সেটা বলার।
(২) ছাগলখুড়ি ফুল / সাগর লতা / সাগর কলমি, এই ছবিটা তুলেছি ছেড়াদিয়া দ্বীপ থেকে।
(৩) কলকাতার হাওড়া থেকে তোলা ছবি।
(৪) বেলের ফেরিওয়ালা, নরসিংদীর জিনারদী থেকে তোলা ছবি।
(৫) কমলা, মৌলভীবাজারের জুড়ি থেকে তোলা ছবি।
(৬) নাম না জানা এই ফুলের ছবি তুলেছি ভুটানের রাজধানী থিম্পু থেকে।
(৭) মা ও শিশু, বান্দরবানের সুংসাং পাড়া থেকে তোলা ছবি।
(৮) পাতিল ভরা নাও, আড়াই হাজারের গোপালদী থেকে তোলা ছবি।
(৯) কাশ্মীরি আপেল, ভারতের কাশ্মীর থেকে তোলা ছবি।
(১০) ঈসাখাঁর রাজধানী সোনারগাঁ।
(১১) প্রজাপতি বান্দরবান থেকে তোলা ছবি।
(১২) চাই ভরা নৌকা, এই ছবিটা সম্ভবত কুমিল্লার কোন এলাকা থেকে তুলেছিলাম।
(১৩) বান্দরবানের একটা পাহাড়ি গ্রাম।
(১৪) ছোট বসন্ত বসন্তবাউরি পাখি, নরসিংদীর জিনারদী গ্রাম থেকে তোলা ছবি।
(১৫) এই ফুলটারও নাম জানিনা। কুমিল্লার কোটবাড়ি থেকে তোলা ছবি।
(১৬) শিলাইদহে রবি ঠাকুরের কুঠি বাড়ি।
(১৭) মাস্টার সাহেব স্কুল থেকে বাড়ি ফিরছেন, নরসিংদীর আমীরগঞ্জের ট্রেন ব্রীজ থেকে তোলা ছবি।
(১৮) শালুক ফুল, কুমিল্লার নাঙ্গলকোট থেকে তোলা ছবি।
(১৯) এই ছবিটা তুলেছি হবিগঞ্জের শাহজি বাজার আর শায়েস্তাগঞ্জ স্টেশনের মাঝামাঝি কোন একটা এলাকা থেকে।
(২০) বান্দরবানের নীলগীরিতে আমি নিজে
০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫১
সাদা মনের মানুষ বলেছেন: আর আমি হইলাম গিয়া সাদা মনের মানুষ, খিক খিক খিক
২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৪
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২০ নং ছবি। আপনিও সাদা কালো। আপনার টি শার্টটা রঙিন হইলেও থ্রি কোয়ার্টার প্যান্টটা সাদা কালো।
০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২
সাদা মনের মানুষ বলেছেন: আপনার চোখ তো দেখছি বাজের চোখের চাইতেও কম যায় না
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রথম ছবি। তিনটা মেয়েকেই রঙিন করে দিতে পারতেন। একটারে বাদ দিলেন কেন?
০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩
সাদা মনের মানুষ বলেছেন: ও আমারক্যামেরায় পোজ দেয়নি বলে আমি রাগ করেছি
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০
জাহিদ অনিক বলেছেন:
১ম ছবিটা আগেও দেখেছিলাম মনে হয় !
চমৎকার ছবি ব্লগ
০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, তয় আশংশিক রঙিন এই প্রথম
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২
তারেক_মাহমুদ বলেছেন: আমাদের জীবনটাও আংশিক রঙিন, এখানে সুখদুঃখ কাধে কাধ মিলিয়ে চলে। ছবিগুলো সুন্দর হয়েছে।
০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাই, একেবারে বাস্তব কথা বলেছেন।
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৯ নং ছবি। মনে হচ্ছে এই আপেলগুলো খেলে নবযৌবন পাওয়া যাবে।
০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৫
সাদা মনের মানুষ বলেছেন: বুড়া বয়সে এতো কথা না বলাই ভালো
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আংশিক রঙিন ছবির গুপ্ত বিদ্যা ভালোই রপ্ত করেছেন। চালাইয়া যান। তবে পুরো পোস্ট না করে একটা দুটো ছবি করলে আরও ভালো লাগতো। কারণ, ছবির রঙিন অংশটি দর্শকের চোখে হাইলাইটেড হয়, অন্য অংশগুলো হয় না। ফলে সম্পূর্ণ ছবির আবেদনটা কিছুটা ম্লান মনে হয়। একান্তই আমার নিজস্ব মত। ছবির স্পেশালিষ্ট হিসাবে আপনি একমত নাও হতে পারেন।
০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫
সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো আবার কুড়ি হিসাবে ছবি গুনে নেন, কম বেশী হলে কৈফিয়ত চান, এখানে আমার কি দোষ বলেন?
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫
আটলান্টিক বলেছেন: সাদা কালোর যুগই স্বর্ণযুগ ছিল।
০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬
সাদা মনের মানুষ বলেছেন: হয়তো তাই
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫
ধ্রুবক আলো বলেছেন: আংশিক রঙ্গীন হলেও ফুটিয়ে তুলেছে সম্পূর্ণ রঙ্গীন ভাবেই।
০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, সব সময়ই ভালো কিছু ছবি দেওয়ার চেষ্টা করি ব্লগে।
১০| ০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮
রাজীব নুর বলেছেন: পোষ্টি ভালো লাগলো।
০৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নুট ভাই, ভালো থাকুন, সব সময়।
১১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১১
প্রামানিক বলেছেন: এই অকাম কবে থিকা শিখছেন? কালো কুটকুটা ঘরের বারান্দায় লাল টুকটুকে মহিলা। দেইখা তো ভ্যাবাচ্যাকা খায়া গেলাম।
০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪২
সাদা মনের মানুষ বলেছেন: ভ্যাবাচ্যাকা কেম্নে খায় জাতি জান্তে চায়
১২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৫
প্রামানিক বলেছেন: ছাগলখুড়ি ফুল দিলেন, গরুখুড়ি ফুল দিলেন না ক্যান?
০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: ঐটা আপনার জন্য রেখে দিয়েছি প্রামানিক ভাই
১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৮
প্রামানিক বলেছেন: বুঝলাম ছবি নিয়া খুব কসরত করছেন, নেন চা খান - - -বুঝলাম ছবি নিয়া খুব কসরত করছেন, নেন চা খান - - -
০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: চায়ে লবন কম
১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭
মশার কয়েল বলেছেন: অসাধারণ
০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন কয়েল ভাই
১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৫ নম্বর ছবি। এই ফুলটার নাম ঝিরিঝিরি ফুল। ঘুইরা বেড়ান আপনি, আর ফুলের নাম পাখির নাম আমারে কইয়া দিতে হয়।
০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনি গুরুজন বলে কথা
১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৬ নং ছবি। এটা ভুটানের ভুট্টা ফুল। ওই দেশের ক্ষেতে ভুট্টা গাছে ফল আসার আগে এই ফুল ফুটে।
০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: হ, এইবার মনে পড়ছে, আমি আগের বার গিয়া এই গাছ থেইকা আপ্নারে ভুট্টা চুরি কইরা খাইতে দেখছিলাম
১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১ নং ছবি। আমি ভাবছিলাম বান্দরবানের প্রজাপতি বান্দরের মত হয়। কিন্তু এইটা তো খুবই সুন্দরী প্রজাপতি।
০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, প্রজাপতিটা মনে হয় আপ্নার মতো গেয়ানী না
১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৭ নম্বর কমেন্টে লিখলাম ১১ নং। ১ নং হইল ক্যামনে? ও বুঝছি! একটা ১ সাদা আর একটা ১ কালো। সাদাটা দেখা যায় না।
০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: মানে হইলগিয়া আংশিক রঙিন
১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৮
পবন সরকার বলেছেন: ভ্যাবাচ্যাকা বোঝেন না কইলেন, আবার দেখি নিজেই ২০নং ছবিতে ভ্যাবাচ্যাকা খায়া বইসা রইছেন।
০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লাহ, আপ্নি বুঝলেন কেম্নে? বুঝতে পারছি হেনা ভাই আপ্নাকে কানে কানে কইয়া দিছে
২০| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৫
মলাসইলমুইনা বলেছেন: "এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাক তুমি ..." | সুন্দর সব ফটো | ১৫ -র ফুলের নামটা জানলে কখনো আমাদের জানাবেন |ফুলটা খুব সুন্দর |
০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নাইমুল ভাই, জানাবো অবশ্যই
২১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৮
সুমন কর বলেছেন: আপনার আংশিক রঙিন ছবিগুলো দেখতে সুন্দর লাগল।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, ভালো থাকুন, সব সময়।
২২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২২
পবন সরকার বলেছেন: হেনা ভাই মুরুব্বি মানুষ উনাকে ফলো না করলি কি চলে। তবে আপনি যে ফটোশপে পাকাপোক্ত হয়েছেন আপনার ছবি দেখে বোঝা গেল।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ফটোশপের দক্ষতা আসলে এখনো আমি কিছুই অর্জন করতে পারিনি, তবে চেষ্টা করছি। শুভেচ্ছা জানবেন দাদা।
২৩| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪
নিতাই পাল বলেছেন: আপনারা লিখছেন। আর আমি শুধু চেয়ে থাকি। আমার কেখাগুলো প্রথম পাতায় স্থান পাচ্ছে না। রেজিস্ট্রেশন করেছি দীর্ঘ ৫ মাসের বেশি সময় হয়ে গেল। হায় রে ব্লগ!
০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৮
সাদা মনের মানুষ বলেছেন: বলেন কি ভাই? এমনটা সত্যিই দুঃখজনক। আমি তো এই সমস্যায় পড়ে নামই পরিবর্তন করে ফেলেছি। তাই তো আজ আমি সাদা মনের মানুষ।
২৪| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৩
কাতিআশা বলেছেন: খুব সুন্দর পোস্ট..ছবিগুলো মনকাড়া!
০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কাতিআশা, ভালো থাকুন, সব সময়।
২৫| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৫
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: আপনার ছবি ব্লগগুলো অসাধারন বলা চলে....
০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:১৭
সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা তো করি সব সময়ই ভালো কিছু ছবি ব্লগ দেওয়ার, বাকীটা আপনারাই ভালো জানেন। শুভেচ্ছা জানবেন কাফি ভাই।
২৬| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছবিতে সৃজনশীলতা। অসাধারণ হয়েছে।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ ভাই, ভালো থাকুন, সব সময়।
২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯
সোহানী বলেছেন: প্রামানিক বলেছেন: ছাগলখুড়ি ফুল দিলেন, গরুখুড়ি ফুল দিলেন না ক্যান...।......................... হাসতে হাসতে আমি নাই। আপনার লিখা মানে কিছু অসাধারন মন্তব্য।
যাই হোক, ঘুরাঘুরি ছেড়ে ফটোগ্রাফিতে মনোযোগী হয়েছেন মনে হচ্ছে......++++++++++++
০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৫
সাদা মনের মানুষ বলেছেন: না ঘুরলে ফটোগ্রাফি কোথায় করবো আপু? হেনা ভাই আর প্রামানিক ভাই সত্যিই স্পেশাল কিছু। কেমন আছেন আপনি?
২৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:০২
নিতাই পাল বলেছেন:
বাংলার প্রতিচ্ছবি। একদিন ময়মনসিংহ বহ্মপুত্র নদে।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৬
সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর ছবি, এতো আমার গ্রাম বাংলা, শুভেচ্ছা জানবেন নিতাই দাদা।
২৯| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩০
শামচুল হক বলেছেন: ছবি বানানোর এরকম শিক্ষা পাইলেন কই?
০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ফটোশপের কিছুটা শিখতে পেরেছি বলেই এটা করা সম্ভব হয়েছে শামচুল চাই।
৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪৯
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সব ছবি !
ভালোলাগা ।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়।
৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনার ছবিগুলো সবক্ষেত্রেই অসাধারন....
সুন্দর
০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৮
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের উৎসাহেই সেটা করে আমি আনন্দ পাই হাসান ভাই।
৩২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২২
সোহানী বলেছেন: কঠিন দিন পার করছি ভাই কারন এখন ঠান্ডা প্রায় মাইনাস ৪০ এখানে। ঘর থেকে বের হবার কথা মনে হলেই জর আসে.......
০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: আমার এমন একটা পরিস্থিতিতে পড়তে মন চায় আপু
৩৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'কিছুটা রেসিপি' পেয়েই আপনি উৎরে গেছেন। সব ছবিই চমৎকার হয়েছে।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ লিটন ভাই ।
৩৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮
মোস্তফা সোহেল বলেছেন: সবকিছু আংশিক রঙিন হইলেও ভাইয়া আপনি কিন্তু পুরাই রঙিন
ছবি গুলো অনেক ভাল লেগেছে।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, তা যা বলেছেন........শুভেচ্ছা জানবেন মোস্তফা ভাই।
৩৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৯
হাসান রাজু বলেছেন: যতই ছবির রং বিবর্ণ করেন না কেন, আপনার ব্লগ সব সময়ই রঙিন । সুস্থ থাকুন, ভাল থাকুন ।
০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রাজু ভাই, আমি আপনার ভক্ত
৩৬| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
ওমেরা বলেছেন: সত্যি ছবিগুলো খুব সুন্দর !!
০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়।
৩৭| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,
ক্যামোন হইছে কমুনা । যদি হেই রেসিপিটাও আমাগে দ্যান হেলে কইতে পারি ভালো না খারাপ !
তয় বান্দরামী কইররা গলায় গামছা পিইন্দা নিজেরে রং করছেন হেইডা ভালা হইছে ।
০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:২৩
সাদা মনের মানুষ বলেছেন: আপনি ত মিছা কওয়ার লোক না, তাই আপনার কথা মাইনা নিলাম.........কেমন আছেন ভাই?
৩৮| ০৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর ছবিব্লগ। পোস্টে প্লাস।
০৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৯
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সম্রাট
৩৯| ০৮ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৬:৪২
সৈয়দ ইসলাম বলেছেন: সবশেষে নিজের ছবি দিয়ে ভালই করলেন। নেন মিষ্টি খান,সবশেষে নিজের ছবি দিয়ে ভালই করলেন। নেন মিষ্টি খান,
১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ইসলাম ভাই, মিষ্টিতে লবন কম হইছে।
৪০| ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৭
লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর কালেকশন। প্রতিটি ছবিই হৃদয় আর মন ভরিয়ে তোলে।
লেখককে অনেক অনেক ধন্যবাদ।
মিষ্টিজল আপনি খান।
আমার এক কাপ চা-পেলেই যথেষ্ট।
শুভেচ্ছা রইল।
শুভকামনা নিরন্তর।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: চায়ের জল গরম হোক ভান্ডারী ভাই
৪১| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১২
শায়মা বলেছেন: আংশিক রঙ্গীন ছবি ভালো হয়েছে!!!!
১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু
৪২| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৮
শায়মা বলেছেন: আমিও বানাইবোক ভাইয়ু!!!!!
১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, আমি নিশ্চিৎ সেটা আমার মতো নবিসী পর্যায়ের হবে না, অপেক্ষায় থাকলাম আপু।
৪৩| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪
নিয়াজ সুমন বলেছেন:
সাদা-কালো আর রঙিনের মিশেলে হয়েছে চমৎকার।
সুন্দর শুনসান বিকেলে আপনার জন্য-
এক কাপ সবুজ চা উপহার!!!
১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২১
সাদা মনের মানুষ বলেছেন: চায়ের জন্য অনেক ধন্যবাদ সুমন ভাই
৪৪| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২০
জুন বলেছেন: বাংলা সিনেমার আংশিক রঙ্গীন এর মতই আপনার ছবিগুলোও দারুন হয়েছে সাদা মনের মানুষ ।
সবগুলো ছবিই এ+ পাওয়ার মতই। আমার দেশের ছবি আমার প্রানের ছবি আপনার ব্লগে এলে খুজে পাই ।
কি ভাবে এমন করলেন একটু বলবেন কি
+
২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: ফটোশপে একই ছবি দুটি লেয়ারে নিতে হয়, তারপর একটি ছবি সাদা কালো করে অন্যটা আসল রঙে রাখতে হবে। এবার সাদা কালো ছবিটা আসল ছবিটার উপরে মাপ মতো বসিয়ে দিতে হবে। এবার পছন্দের অংশটা ইরেজার টুল দিয়ে ঘষা দিলেই নিচ থেকে রঙিন ছবিটা বের হয়ে যাবে..............শুভেচ্ছা জানবেন আপু।
৪৫| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৫
মুদ্দাকির বলেছেন: অসাধারন সুন্দর!!
১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
সাদা মনের মানুষ বলেছেন:
৪৬| ০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৪
সফেদ বিহঙ্গ বলেছেন: খুব সুন্দর......................।
০৬ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই
৪৭| ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০
মনিরুল ইসলাম বাবু বলেছেন: ঈর্ষান্বিত
২০ শে এপ্রিল, ২০১৮ রাত ২:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমিও আংশিক রঙিন। আমার পোশাক আশাক রঙিন হইলেও আমি মানুষটা সাদা কালো। হে হে হে।