নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু সিলেট..(শায়েস্তাগঞ্জ, স্টেশন নং-৩৪)

১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৯


ঢাকা টু চিটাগাং রেল লাইন ধরে হাটা শেষ করেছি। পরবর্তি পরিকল্পনা হল ঢাকা টু সিলেট রেল লাইন ধরে হাটার । আখাউড়া স্টেশনের আগে তিতাস নদীর কড্ডা ব্রিজ পর্যন্ত ঢাকা টু চিটাগাং আর ঢাকা টু সিলেটের একই রুট হওয়ায় আমি সিলেটের পথে হাটা ধরেছি আসলে তিতাস নদীর কড্ডা ব্রিজ থেকে। আর কড্ডা ব্রিজের আগে যতগুলো স্টেশন আছে সেগুলোও আমি গননায় আনবো। সুতরাং আমার ঢাকা টু সিলেট প্রথম পোষ্টই হবে ঢাকা টু সিলেট ২৪তম স্টেশন। তারপর ২৫..২৬......এভাবেই ক্রমান্বয়ে সিলেট পর্যন্ত যতগুলো স্টেশন গনণা হয়ে যাবে।
আমার হাটার ধরণ তো আপনাদের জানাই আছে। আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে।

আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি সিলেট এর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি সিলেট পৌছতে পারি। প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই সিলেট পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা সময়ের গন্তব্য

স্টেশনের অবস্থানঃ শায়েস্তাগঞ্জ, এটা হবিগঞ্জ জেলা সদরের প্রধান স্টেশন।


(২) এই পথেই সিলেটের দিকে আমাদের হেটে চলা।


(৩) আমাদের ক্লান্তি দূর করতে মাঝে মাঝে এমন ভাবেই কিছু ট্রেন আসে যায়।


(৪/৫) রেল লাইনের আশে পাশের গ্রামের মানুষগুলো এমনিভাবে পায়ে চলা পথ হিসাবে রেল লাইনকে ব্যব হার করে থাকে।



(৬) টু ইন ওয়ান,একটু জিরিয়ে নেওয়া এবং ক্যামেরায় পোজ দেওয়া।


(৭) তারপর তো শুধুই হেটে চলা।


(৮/৯) রেল লাইনের আশে পাশের কৃষক কৃষানীরা এ সময়টা ব্যস্ত পার করছে।



(১০) সবুজের ভেতর দিয়ে চলে গেছে সোজা রেল লাইন, এমন সৌন্দর্য্যের ভেতর হেটে ক্লান্ত হলেও উৎসাহ হারায় না।


(১১) ওই তো আসছে আরো একটা ট্রেন।


(১২) বৈশাখ মাসে তার হাটু জল থাকে, এমনি একটা নদী। ব্রীজ নং ৯০


((১৩) আমাদের অতিক্রম করে যাচ্ছে আরো একটা ট্রেন।


(১৪) অনেক হেটেছি, এবার চাচার দোকান থেকে গলাটা একটু ভিজিয়ে নেওয়া যাক।


(১৫) অগভীর জলাশয়ে মাছ ধরছে কিছু বালক।


(১৬) আরো একটা রেল ব্রীজ, নিচে কোন পানি নেই, শুধুই ধান ক্ষেত।


(১৭/১৮) রেল লাইনের পাশে একটা গ্রামিন রাস্তায়............



(১৯) একটা সাদা বক আপন মনে খাবার খুঁজে বেড়াচ্ছে।


(২০/২১) এক সময় আমরা পৌছে গেলাম শায়েস্তাগঞ্জ স্টেশনে।

মন্তব্য ৫৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২৯

চাঁদগাজী বলেছেন:


ট্রেন লাইন ধরে হাঁটা ভালো, জীবনে প্রথমবার হয়তো সোজা পথে হাঁটছেন।
ট্রেন আসলে সাইড দিতে ভুলবেন না যেন।

১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

সাদা মনের মানুষ বলেছেন:

জীবনে প্রথমবার হয়তো সোজা পথে হাঁটছেন ...............আপনার কথা শুনে হাসলাম, যেমনটি হেসেছিলা জোড়াতালির পদ্মা সেতুর কথা শুনে

২| ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৬

মলাসইলমুইনা বলেছেন: সুন্দর উঠেছে ফটোগুলো | কি ক্যামেরা দিয়ে চলে আপনার এই ট্রাভেলগ্রাফি ? নির্বাচনের আগে আপনার এই লেখা দেখেতো সরকারের কর্তারা খুশি হবে | মাঠ ভরা সুন্দর ফসল, খালে পানি, গ্রামের পথ ধরে খুশিতে ছেলে মেয়েরা খেলছে ! সরকারের উন্নয়নের চমৎকার চিত্র | সরকারেরতো আপনাকে একটা পুরস্কার দেওয়ার জন্য নির্বাচিত করে ফেলতে পারে আপনার এই সচিত্র লেখার জন্য !

১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: নির্বাচন নিয়ে আমার কোন মাথা ব্যাথা নাই, আমি চলার পথে যেটুকু দেখেছি তার ছবিই তুলেছি। আর সেই ছবি থেকে কিছু ছবি বাছাই করে ব্লগে দিয়েছি, এসব করে আমি আনন্দ পাই তাই করি...........শুভেচ্ছা জানবেন ভাই।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫১

শফিক2003 বলেছেন: well done .It's really very innovative and mind blowing steps. we get the flavor of beautiful Bangladesh by your nice picture.waiting for your pictures .Thanks

১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ শফিক ভাই, আপনাদের এমন সুন্দর বক্তব্যে উৎসাহিত হয়েই আমি পথ চলার অনুপ্রেরণা পাই।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

আটলান্টিক বলেছেন: একমাত্র ট্রেনের জানালা দিয়ে বাংলাদেশের প্রকৃত সৌন্দর্য দেখতে পাওয়া যায়।ছবিগুলো ভাল লেগেছে ভাইয়া

১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: ট্রেন লাইন ধরে হাটলে সেটা আরো বেশী পাওয়া যায় ভাই, শুভেচ্ছা জানবেন।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

শুভ_ঢাকা বলেছেন: দারুণ। কিয়া বাত। অভিনব প্রজেক্ট। ঝকঝকে চকচকে ছবি। আমার সোনার বাংলা।

গুরুজি হেনা ভাই আর আপনার মধ্যে পরবর্তী রসালো বাৎচিতের প্রতীক্ষায় থাকলাম। মাগার গুরুজি কই? :D

১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শুভ ভাই, গুরুজি মনে হয় শীতে কাবু :)

৬| ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৪

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট। শুভ সকাল।

১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভ শীতের সকাল, কেমন আছেন ভাই?

৭| ১২ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭

সুমন কর বলেছেন: এইতো ভালো। আপনি?

১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০১

সাদা মনের মানুষ বলেছেন: আমিও ভালো, শুভেচ্ছা জানবেন ভাই

৮| ১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭

জাহিদ অনিক বলেছেন:


আপনার রেল লাইন ধরে হাটাচলা ছবি ব্লগ ভালো লাগলো। রেল লাইন সদা সমান্তরাল চলে যায়- তাকিয়ে দেখলে মনে হয় যেন চলে গেছে অসীমে।

রেল লাইনে হাটতে ভাল লাগে। আমিও হেটেছি।

মাত্রই আধা লিটার চেবু চা খেয়ে নিলাম, তাই আর আপনার কাছে চা কফি কিছুই চাইলাম না

১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৬

সাদা মনের মানুষ বলেছেন: আধা লিটার চা! সত্যিই আপনি খেতে পারেন বটে......শুভেচ্ছা জানবেন অনিক ভাই।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অসাধারণ সব ছবি দেখলাম।

১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শাহাদাৎ ভাই, ভালো থাকুন, সব সময়।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২

শাহিন-৯৯ বলেছেন: আখাউড়া থেকে ঢাকামূখী কিছুদূর আসলে একটা ষ্ট্রেশন আছে তার নাম ভাতশালা ষ্ট্রেশন, মাঝে তিতাস নদীর উপর বিখ্যাত সেই ব্রীজ। অনেক হেঁটেছি এই পথে। খুব ভাল লাগত ব্রীজ দিয়ে হেঁটে পার হতে।

ধারাবাহিকভাবে সুন্দরভাবে আমাদের রেলষ্ট্রেশন আর রেল পথ দেখানোর জন্য আমার আন্তরিক ধন্যবাদ।

১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৯

সাদা মনের মানুষ বলেছেন: শাহিন ভাই আপনি আমার ঢাকা টু চিটাগাং সিরিজে সব স্টেশনের ছবি পাবেন ভাতশালা ব্যতীত। কারণ আমি হাটতে হাটতে যখন ভাতশালা পৌছি তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সন্ধ্যার পরই ওখান থেকে হেটে আখাউড়া যাওয়ার করণে কোন ছবি তোলা হয়ে উঠেনি।

http://www.somewhereinblog.net/blog/sadamonarmanus/29681213

১১| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৪

প্রামানিক বলেছেন: আপনে হাঁটতে থাকেন আমি ভাঙা হাঁটু নিয়ে আপনার পিছে পিছে গাড়িতে আইতেছি।

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: আইতে থাকেন, তয় গাড়ি সাবধানে চালাইয়েন কিন্তু :D

১২| ১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

প্রামানিক বলেছেন: ৬নং ছবিতে যে ভাবে বইছেন পাখি মাথার উপর ২নং কর্ম করলে বুঝবেন।

১২ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: পাখি যদি আপনার মতো ২ নম্বরী হয় তাহলে অসম্ভব কিছু না =p~

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ১২:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এইতো আরো একটি স্টেশন দেখাই দিলেন। কি সুন্দর বাংলার সমান্তরাল বহমান পথ! আপনাকে অনেক ধন্যবাদ।

১৩ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:১২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই, ভালো থাকুন, সব সময়।

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৪০

সচেতনহ্যাপী বলেছেন: গ্রামীন রাস্তার নৃত্যরত মেয়েটি!! যেন পাল তুলে দিয়েছে প্রকৃতিতে।।

১৩ ই জানুয়ারি, ২০১৮ ভোর ৫:১৩

সাদা মনের মানুষ বলেছেন: দারুণ বলেছেন, এতো কবিতা..........শুভেচ্ছা কবিকে।

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০৫

সৈয়দ ইসলাম বলেছেন: কতদিন অবস্থান করবেন?

১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩

সাদা মনের মানুষ বলেছেন: আমি তো অবস্থান করিনা ভাই, সন্ধ্যায়ই বাড়ির পথ ধরি

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩১

হাসান রাজু বলেছেন: একটা প্রশ্ন করা হয়ে উঠেনি, ব্রিজ পার হন কিভাবে? বড় গুলো? হেঁটে ???

আমার স্টেশন । ভালবাসি এই স্টেশন।

অশেষ ধন্যবাদ আমার স্টেশনের এত সুন্দর পোষ্টের জন্য ।

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ভৈরব ব্রীজ ছাড়া সবগুলো ব্রীজই আমরা হেটে পার হয়েছি, ভৈরব ব্রীজে উঠতে পুলিশ বাধা দিয়েছিল বলে বাস ব্রীজ দিয়া হেটে পার হয়েছি। আপনাকেও অনেক ধন্যবাদ রাজু ভাই।

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৬

প্রামানিক বলেছেন: হেনা ভাই কই গেল?

১৩ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:০১

সাদা মনের মানুষ বলেছেন: আয়েন আমরা ওনারে খুজতে হারিকেন নিয়া বের হই

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৮

হাসান রাজু বলেছেন: ভাই, সাদা মনের মানুষ । খেয়াল করছেন কখনো ? আপনার পোস্টে হিট কিন্তু হেনা ভাই ।
সবাই হেনা ভাইকেই খুঁজে (আমি জানি আপনিও খুজেন !!!)।

একটা ব্যাপার মনে পরে গেল - ভাই, সাদা মনের মানুষ । খেয়াল করছেন কখনো ? আপনার পোস্টে হিট কিন্তু হেনা ভাই ।
সবাই হেনা ভাইকেই খুঁজে (আমি জানি আপনিও খুজেন !!!)।

একটা ব্যাপার মনে পরে গেল -



হা হা হা .............. পোস্ট আপনার ফেম হেনা ভাইয়ের ।

১৪ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৪

সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাইয়ের কোন খোজ খবর জানিনা, শীতে বুড়া লোকটার কিনা কি হল :(

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৪

সৈয়দ ইসলাম বলেছেন: আচ্ছা ভাই, সিলেট কয় তারিখ আসবেন সেইটা বলেন, আপনাকে এরেস্ট করার চেষ্টা করুম। আর সাথে গরম এক কাপ চা খাওয়ামু। রিমান্ড আপনার অনুমতির উপর নির্ভর করবে!

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ইসলাম ভাই, আমি এখনো জানিনা সিলেটে কবে আসবো, তবে আপনার চেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি

২০| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

বেয়াদপ কাক বলেছেন: খুব ভালো লেগেছে। ছবি গুলি সুন্দর। ছবির উপমাগুলি আরো সুন্দর।

১৫ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কাক ভাই, শুভেচ্ছা নেবেন

২১| ১৩ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

নূর-ই-হাফসা বলেছেন: দারুন সব ছবি

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শুভেচ্ছা নেবেন

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:২১

মোস্তফা সোহেল বলেছেন: এমন রাস্তা দেখলে সত্যি অনন্তকাল হাটতে মন চাই।
ছবি গুলো সত্যি অনেক সুন্দর।

১৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সাদা মনের মানুষ বলেছেন: আমারও খুব ভালো লাগে এমন রাস্তায় হাটতে, তাই তো ছুটে চলি নিরন্তর

২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৭

আমির ইশতিয়াক বলেছেন: আপনার সাথে পায়ে হেটে রেল ভ্রমণ করার ইচ্ছা এখন পূরণ করতে পারিনি।

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: একদিন হয়তো পূরণ হয়ে যাবে আমির ভাই।

২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শুভ সকাল।

১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:১৫

সাদা মনের মানুষ বলেছেন: শুভ সকাল............

২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এত সুন্দর ছবি ক্যা?

১৮ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২৬

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর না হলেও চেষ্টা তো করেছি সাধু ভাই.........

২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো স্মৃতিবিজড়িত জায়গার ছবি দেখে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫০

সাদা মনের মানুষ বলেছেন: পুরোনো স্মৃতিবিজড়িত জায়গাগুলো মনকে নষ্ট্যালজিক করে তোলে, ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন।

২৭| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৮

মুদ্‌দাকির বলেছেন: অসাধারন সুন্দর!! পৃথিবীর অনেক জায়গা ভুলে যাবো শায়েস্তাগঞ্জ আর লাউওয়াছড়া হয়ত কখনই ভুলব না। সেই নীল জামা সেই সবুজ জামা আর সেই দুষ্ট মিষ্টি হাসি।

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১২

সাদা মনের মানুষ বলেছেন: মনে হচ্ছে লাউয়াছড়া শায়েস্তাগঞ্জ আপনার মনকে নস্ট্যালজিক করে তোলে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.