নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার ঝুলন্ত সেতু

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯


যাব যাব করেও যাওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত শিকে ছিড়ল ২০১৭ সালে। লঙ্কাওয়ে স্কাই ব্রীজ’এ যাওয়ার ইচ্ছের কথা বলছি আমি। যা মালয়েশিয়ার উপকূল থেকে ৩০ কিমি দূরে আন্দামান সাগরের বুকে দুটি উঁচু পাহাড়ের চুড়াকে এক করেছে। ২০০৪ সালে মালয়েশিয়াতে নির্মাণ করা হয়েছিল ‘লঙ্কাওয়ে স্কাই ব্রীজ’ নামের সেতুটি। হাটার সময় যখন এটা দুলতে থাকে তখন বেশ রোমাঞ্চ অনুভুত হয়। এটি মাটি থেকে প্রায় ৩২৮ ফুট উচ্চতায় নির্মিত একটি ঝুলন্ত সেতু। এই সেতুটিতে একসাথে ২৫০ জন পারাপার হতে পারে। উচ্চরণটা ল্যাংকাউই / লংকাওয়েও হতে পারে।


(২) এটা স্কাইব্রীজে যাওয়ার টিকেট কাউন্টার।


(৩) হাতের কব্জিতে এভাবেই টিকেটকে লাগিয়ে নিতে হয়।


(৪) এবার কেবল কারে চড়ে স্কাইব্রীজের দিকে ছুটে যাবার পালা।


(৫) কেবল কারে থেকে স্কাইব্রীজের ছবি যেমন দেখায়।


(৬) কেবল কারের শেষ ল্যান্ডিং স্টেশন এটা, এখানেই নেমে স্কাইব্রীজে যেতে হবে।


(৭/৮) এমন কিছু জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে স্কাইব্রীজের দিকে।



(৯) সেই পথে যাওয়ার সময় যদি এমন কিছু সাইনবোর্ড থাকে তাতে রোমাঞ্চের মাত্রাটা অবশ্যই বাড়ে।


(১০) স্কাইব্রীজের দিকে যাওয়ার এমন বিকল্প ব্যবস্থাও আছে, কিন্তু সেক্ষেত্রে আলাদা পে করতে হবে।


(১১/১২) অবশেষে স্কাইব্রীজে পা রাখলাম।



(১৩) আন্দামান সাগরের বুকে জেগে উঠা এমন পাহাড়গুলো দেখলে সত্যিই চক্ষু পবিত্র হয়।


(১৪) আন্দামানের বুকে জেগে থাকা একটা বাতিঘর।


(১৫) স্কাইব্রীজের শেষ প্রান্ত।


(১৬) এটা কিন্তু নিশ্চিৎ আমি।


(১৭) ওখানে এমন অচেনা পাখিদের আনাগোনাও দেখা যায় কদাচিৎ


(১৮) এটা ওখানে মনুষ্য নির্মিত সর্বোচ্চ চুড়া।


(১৯) সর্বোচ্চ চুড়ায় দাঁড়িয়ে তোলা স্কাইব্রীজের ছবি।


(২০) সর্বোচ্চ চুড়ায় দাঁড়িয়ে তোলা অন্য পাশের লাভ ব্রীজের ছবি। এটা নিয়ে আমার অন্য একটা পোষ্ট আছে ভালোবাসার তালা

মন্তব্য ৮১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৮১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৩

বিদ্রহীসূত বলেছেন: দেখে তো হিংসা হচ্ছে। =p~

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আমারো হিংসে হয় :)

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৪

মনিরা সুলতানা বলেছেন: দারুন !!
বরাবরের মতই চমৎকার ঝকঝকে সব ছবি ভাইয়া ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শুভেচ্ছা অবিরত

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইগল স্কোয়ারের ছবি তো দিলেন না। এছাড়া মাহসুরীর মাজারের ছবিও দিতে পারতেন। স্পিড বোটে ভ্রমণের ছবিও দারুণ গতে পারত।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

সাদা মনের মানুষ বলেছেন: স্পীডবোটের ছবি আমার অন্য একটা পোষ্টে পাবেন, ঈগল স্কয়ারের ছবি এখনো দেওয়া হয়নি, ধন্যবাদ।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

উম্মে সায়মা বলেছেন: ইশ কী মজা আপনার! বনে বাদাড়ে,দেশ বিদেশে ঘুরে বেড়ান সারাদিন!
ছবিগুলো খুব সুন্দর।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ঘুরে বেড়ানোটা সত্যিই মজার, তবে ইদানিং আমি সুযোগ পাচ্ছি অনেক কম........শুভেচ্ছা জানবেন আপু।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

বিদেশে কামলা খাটি বলেছেন: পেনাং থেকে নৌপথে গেলে অনেক মজা পেতেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: আমি বিমানে গিয়েছিলাম, সময় স্বল্পতা ছিল।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগলো আপনার ছবি ব্লগ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত হলাম ভাই, ধন্যবাদ।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৩ নং ছবি। হাতের কব্জিতে টিকিট লাগিয়ে নিতে হয় কেন? টিকিট পকেটে থাকবে এটাই তো স্বাভাবিক।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৫

সাদা মনের মানুষ বলেছেন: কিছু লোক আছে আপনার মতো পকেট ছাড়া :)

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এতগুলো ছবি, অথচ খানাপিনার কোন ব্যবস্থা দেখলাম না কোন ছবিতেই। খালি পেটে কী বেড়াতে ভালো লাগে?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: তাহলে খানাপিনা রেডি করেন, আমরা রাজশাহী আইসা পরি :-B

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৬ নং ছবি। সত্যিই ওটা আপনার ছবি? আমার তো মনে হয় ছবিটা ফটো মাস্টার কামাল ভাইয়ের।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন:


হে হে হে, এই জন্যই বলা হয়, বুড়ো বয়সে, কি রতি যেন?!?!

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৮ নং ছবি। এটা হলো সাদা মন ভাইয়ের ছবি। মনও সাদা, গায়ের চামড়াও সাদা। হে হে হে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: একমাত্র আপনিই আমার আসল রূপটা চিনলেন মেবাই :D

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২০ নং ছবি। আপনার ভালোবাসার তালা দেখেছি। ওখানে আমি আমার প্রিয়তমার জন্য একটা তালা ঝুলাতে চাই। সুপরামর্শ দিয়ে বাধিত করবেন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

সাদা মনের মানুষ বলেছেন: ওনার নাম লিখে যাতায়াত খরচ সহ আমাকে দেন, তারপর আপনি নাকে খাটি সরষে মাখেন =p~

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

ওমেরা বলেছেন: অবশ্যই সুন্দর !! মনের সাদামানুষ ভাইয়া অনেক ধন্যবাদ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আপু

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

প্রামানিক বলেছেন: (১৩) আন্দামান সাগরের বুকে জেগে উঠা এমন পাহাড়গুলো দেখলে সত্যিই ছক্ষু পবিত্র হয়।

"ছক্ষু" এইডা কোনহানে থাকে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪

সাদা মনের মানুষ বলেছেন: এটা মাথার পিছনের একটা অংশ, ইংজিরিতে ছক্সু বলা হয়, ওহ আমনে তো আবার ইংজিরি পারেন্না =p~

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

প্রামানিক বলেছেন: ঝুলান্ত ব্রিজের খুঁটি কি একটাই?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: হ একটাই খুটি, ওখানকার সরকারের মনে হয় বাজেট শেষ হইয়া গেছিল, আরেকখান খুটি দিলে কি এমন সমস্যা হইত

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৬

প্রামানিক বলেছেন: এত উপরে উইঠা দুলতে দুলতে যে গেলেন আপনার কইলজা কাঁপে নাই?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: এইডা আমার মনেই ছিল না, আমনে ছিলেন কুন্ডাই?

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৪

সোহানী বলেছেন: সত্যিই দারুন প্রতিটা ছবি.... ।

আমি একবারই উঠেছিলাম জার্মাানের এক ঝুলন্ত ব্রিজে ও কেবল কারে, আহ এতোটাই অসাধারন ছিল।

সাদা ভাইয়ের শার্টটা সুন্দর......... সাথে শার্টের মালিকের ছবি ও সুন্দর এসেছে.... ঝকঝকে ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: শার্ট টা কিন্তু পুরোপুরি সাদা না আপু B-)

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হে হে হে, এই জন্যই বলা হয়, বুড়ো বয়সে, কি রতি যেন?!?!


ভীমরতি। পড়াশুনায় ফাঁকি দিলে এসব জানবেন ক্যামনে?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আমি যে ফাকিবাজির পড়াশুনা করছি আম্নে জানলেন কেম্নে? এই জন্যই মনে হয় বলে "ফাঁকিবাজে ফাঁকিবাজ চিনে ভোমরায় চিনে মধু, ইস্টিমারের খালাসি চিনে চিংড়ি মাছ আর কদু" =p~

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আরে, চিংড়ি মাছ দিয়া কদু তো আমার প্রিয় খাদ্য। ইস্টিমারের খালাসি এই খাদ্য চিনলো ক্যামনে? সেও কী আমার মতো ওল্ড ম্যান?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ওল্ডম্যান এন্ড দ্যা সী, পড়েন নি? :-B

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

ওয়ারেছুল ইসলাম বলেছেন: বাহ্ অনেক সুন্দর।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাইজান

২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

ওয়ারেছুল ইসলাম বলেছেন: বাহ্ অনেক সুন্দর।

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৪:৪৪

জাহিদ অনিক বলেছেন: বাহ বাহ!! সকাল সকাল দুর্দান্ত ঝুলন্ত ব্রিজ দেখলাম!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ অনিক ভাই, কেমন আছেন আপনি?

২২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৪৫

মলাসইলমুইনা বলেছেন: দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধুই দুই পা ফেলিয়া - না করেই মালয়েশিয়া চলে গেলেন ! হাটা পথে সিলেট যাওয়াটা কি শেষ হয়েছিল ? ব্যাবিলনের ঝুলন্ত বাগানের মতো কিছু তাহলে সত্যিই ছিল মনে হচ্ছে আপনার এই ফটো ব্লগ দেখে | সুন্দর |

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ছিল বলেই জানতাম, শুভেচ্ছা জানবেন।

২৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩১

তার ছিড়া আমি বলেছেন: আমার কিন্তু ভাই হিংসে হচ্ছে, এত সুন্দর একটা জায়গায় ঘুরে আসলেন! তাও আবার ভাবি ছাড়া।

হে আল্লাহ ! আমি যে কবে যেতে পারবো, জানিনা। তুমি জান, হে রব!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭

সাদা মনের মানুষ বলেছেন: তার ছিড়া থাকলে কিন্তু ঘুরতে সুবিধা, বাধা থাকলেই যত বিপত্তি :)

২৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২২

অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ঘরে বসে বিনা টিকেটে আমরাও মালয়েশিয়ার ঝুলন্ত সেতু ঘুড়লাম। আপনার ছবি ব্লগ ছাড়া হয়তবা দেখা সম্ভব হত না।
বেশ আনন্দ পেলাম আপনার আজকের ফটোব্লগে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্যে আমিও আনন্দিত কাফি ভাই।

২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,





ঝুলিয়ে দিলেন আফসোসে আফসোসে ...................................

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮

সাদা মনের মানুষ বলেছেন: কি যে বলেন ভাই?

২৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নুর ভাই, ভালো থাকুন, সব সময়।

২৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন।++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা++++++

২৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৬

এটম২০০০ বলেছেন: The Photographs are nice.

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪

সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কস্

২৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯

শামচুল হক বলেছেন: "ফাঁকিবাজে ফাঁকিবাজ চিনে ভোমরায় চিনে মধু, ইস্টিমারের খালাসি চিনে চিংড়ি মাছ আর কদু"

যে যতই ফাঁকিবাজি করুক, চিংড়ি মাছ আর কদুর তুলনা নাই, খালি খাইতেই মন চায়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪

সাদা মনের মানুষ বলেছেন: শামচুল ভাই, আপনার ফাঁকিবাজি কিন্তুনপাবলিকের কাছে ধরা পইরা যাইতাছে। :-P

৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

কালীদাস বলেছেন: সুন্দর ডিজাইন, প্রাকৃতিক পরিবেশটাও খুবই বিউটি :>

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২১

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ঠিক তাই।

৩১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৬

করুণাধারা বলেছেন: ছবিগুলো এত সুন্দর - এমন জায়গায় যেতে খুব ইচ্ছা করছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর অসুন্দর সব জায়গা দেখতে ইচ্ছে করে আমার, ধন্যবাদ ভাই।

৩২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতায় ভরপুর পোষ্টে ঝুলে ঝুলে ভালোবাসার তালা দিতে যাচ্ছি ;)

বরাবরের মতোই দারুন ছবি, ধারা বর্ণনা আর মুগ্ধতায় ভরা পোস্ট
++++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাদের এমন চমৎকার মন্তব্য সব সময় আমাকে উৎসাহিত করে।

৩৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২০

নতুন নকিব বলেছেন:



কামাল ভাই, উপভোগ্য পোস্টে অনেক অনেক ধন্যবাদ। ছবি ধরে ধরে হেনা ভাইয়ের বিশ্লেষনও যথারীতি কম মজার নয়।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০১

সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাই, বুড়ো মানুষ, তাই মাঝে মাঝে একটু আবোল তাবো বকে এই আর কি :P

৩৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৯

আটলান্টিক বলেছেন: মালয়েশিয়ার দুএকটা খারাপ দিক বলেন ;)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০২

সাদা মনের মানুষ বলেছেন: খুব অল্প সময়য়ের ভ্রমণে খারাপ দিকগুলো দেখার সুযোগ হয়নি ভাই। তবে ভালো খারাপ সর্বত্রই আছে।

৩৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১০

বেয়াদপ কাক বলেছেন: অসাধারণ। মনে হোল নিজেই ঘুরে এলাম আপনার ছবিগুলি দেখে। ধন্যবাদ এমন একটি পোষ্টের জন্য

১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ কাক ভাই, ভালো থাকুন, সব সময়।

৩৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৭

পুলক ঢালী বলেছেন: খুব সুন্দর ঝকঝকে ছবি আপনার ভাগ্যও ভাল যে মেঘ ছিলনা। সর্বোচ্চ চুড়ার এই বসার জায়গাটা এত খালি ক্যামনে কি?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: দুপুরের রোদ এবং প্রচন্ড গরম থাকায় ওখানে লোক ছিল না ঢালী ভাই।

৩৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৯

সৈয়দ ইসলাম বলেছেন:


লাঙ্কাওয়ে স্কাই ব্রিজের ছবিগুলোকে আপনার পবিত্র চেহারাখানা পরিপূর্ণতা দান করলো। আপনাকে তো কিছু খাওয়ানো লাগে। এতো সুন্দর ছবি ধারণ করে আমাদেরকে তৃপ্ত করেছেন, কিছু না খাওয়ালে কি হয়!







লাঙ্কাওয়ে স্কাই ব্রিজের ছবিগুলোকে আপনার পবিত্র চেহারাখানা পরিপূর্ণতা দান করলো। আপনাকে তো কিছু খাওয়ানো লাগে। এতো সুন্দর ছবি ধারণ করে আমাদেরকে তৃপ্ত করেছেন, কিছু না খাওয়ালে কি হয়!


১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০০

সাদা মনের মানুষ বলেছেন: সৈয়দ ভাই, এগুলো কি ভাপা পিঠা? :-B

৩৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৯

সৈয়দ ইসলাম বলেছেন:


আরে মিয়া ভাই, বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়া আপনার স্মৃতি শক্তি কি ঘুরে গেছে ;)। শুনেন মিয়া ভাই, যতই হেনতেন করেন, আমি কিন্তু নাম কমু না। খাবেন আপনি আর নাম কমু আমি; এটা মানি না। একটু কষ্ট করে নাম বের করুন, দেখবেন আপনার স্মৃতি শক্তির উন্নতি ঘটছে।
আমরা আপনার আলোকিত ভবিষ্যৎ কামনা করি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: স্মৃতির ভান্ডার ঘেটে নিশ্চিৎ হলাম এগুলো চিতই পিঠা, নামে কি আসে যায় খেতে ভালো হলেই ভালো :)

৩৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫১

সৈয়দ ইসলাম বলেছেন:


আপনার স্মৃতিশক্তির জন্য ব্লগে একটি সৌধ নির্মাণ করা হোক। যা দেখে বাকি ব্লগারেরা নিজেদের স্মৃতিকে শানিত করতে পারে। ইহা সাধারণ পাব্লিকের দাবী। (যদিও সাধারণ পাব্লিকের দাবী বাংলাদেশে বাস্তবায়ন হয় না, তারপরও আমরা আশা করতেই পারি :-B )



ইহা কে সবজিরোল বলে ডাকা হয়!

আমি কি ভুল বললাম?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, তাহলে কম খারাপ হয় না, সবজিরোল আবার কি জিনিস ভাই?

৪০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো অসাধারন!!!
আপনার চোঁখেই দেখে নিলাম এমন সুন্দর জায়গা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই, এমন জায়গা দেখতে সত্যিই ভালো লাগে।

৪১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

জুন বলেছেন: জীবন্ত ছবি সব ছবিতে একরাশ মুগ্ধতা সাদা মনের মানুষ ।
তবে এই ঝুলন্ত সেতু আর কেবল কার চড়ার কথা মনে হলে এখনো ভীত হই :-&
ভালোলাগা রইলো ।
+

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনি বিশ্ব ঘুরে দেখেন আর বলছেন ঝুলন্ত সেতুরে ডরান!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.