নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

এ দেখাই শেষ দেখা নয় তো.............

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২০


যশোর রোডের শতবর্ষী গাছগুলো কেটে ফেলা হবে শুনেছিলাম। ভাবছিলাম শেষ দেখাটা সেরে আসি। ওখানে যাওয়ার আগে ব্লগে একটা পোষ্ট ও দিয়েছিলাম শেষ দেখা........ শিরোনামে। কিন্তু আমার ঐ পোষ্টে হাসান কালবৈশাখী ভাই জানিয়েছেন গাছ কাটার সিদ্ধান্ত নাকি সরকার পরিবর্তন করেছে। বিষয়টা জেনে ভালো লাগছে, তাইতো ওদের দেখে এসে এবারের পোষ্ট এ দেখাই শেষ দেখা নয় তো.............


(২) এটা যশোর রোডে যাওয়ার আগে একটা সবুজ সুরঙ্গ পথ। এমন পথে গাড়ি ড্রাইভ করতে কোন ক্লান্তি আসেনা। এবারের আমার যশোর যাওয়াটা হয়েছিল নিজে ড্রাইভ করে, পাশে আমার অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছোট ছেলের হাতে ছিল ক্যামেরা। আর এই পোষ্টের বেশীর ভাগ ছবিই ওর হাতের তোলা।


(৩) এটা ঝিকরগাছা। যশোর রোডের এই অংশে গাছপালা নেই বললেই চলে, আগেই হয়তো আমাদের মতো লোভী মানুষরা ওদের সাবার করে দিয়াছে।


(৪/৫) ঝিকরগাছা থেকে যশোর রোড ধরে যাওয়াটা এখন বেশ কঠিন ব্যাপার, রাস্তাঘাট এতো বেশী ভাঙ্গা যে ড্রাইভিং করাটা বেশ ক্লান্তিকর হয়ে দাঁড়ায়। আমার সাথে থাকা বেনাপোলের বাসিন্দা আমিরুল ভাইয়ের অভিমত। সরকার ইচ্ছে করে মানুষকে ভোগান্তি দিচ্ছে, যাতে করে মানুষজন এক সময় এই দূর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য গাছ কাটার পক্ষেই মতামত দেয়।



(৬/৭) কোথাও গাছগুলো এতোটা কাছাকাছি মনে হয় যেন গাছের দেয়াল। তবে কুয়াশাচ্ছন্ন ছিল বলে পরিস্কার ছবি তোলা যায়নি।



(৮) হাইকোর্টের রায় উপেক্ষা করে দিন দুপুরে এমন ভাবে গাছ কাটা চলছে কিভাবে কে জানে!!


(৯) এই গাছগুলো থেকে আমরা নানা রকম উপকার পেয়ে থাকি, তবু কেন সাময়িক লোভ ছাড়তে পারি না জানিনা।


(১০/১১) শীতকাল বলে গাছগুলো পুরোপুরি সবুজ নয়, পুরো সবুজে এগুলো কেমন থাবকে ভাবতেই মনে রোমাঞ্চ লাগে।



(১২) যশোর রোডে চলার সময় ডানে বামে তাকালেই দেখা যাবে ওখানকার আসল রূপ, আশেপাশে প্রচুর খেজুরের গাছ।


(১৩) শীতের সময়ে তো খেজুরের রসের কথাটা আলাদা করে বলার কিছুই নাই।


(১৪/১৫) যশোর রোডের বেশ কিছু এলাকায় দেখলাম নতুন বনায়নও হয়েছে।



(১৬) যশোর রোড ধরে সর্ষে নিয়ে যাচ্ছে গরুর গাড়ি।


(১৭/১৮) বাংলাদেশের সর্ব বৃহৎ ফুলের গ্রাম এবং বাজার যশোর রোডের গদখালী। এটাকে বলা হয় ফুলের রাজধানী। গদখালী নিয়া পরবর্তীতে আলাদা পোষ্ট দিবো।



(১৯) যশোর রোডে থেকে দেখা যাবে রাস্তার পাশের এমন ফুল বাগানগুলো।


(২০) হাড় বাড়ালেই মুঠি ভরে সেইক্ষণে, এমন ক্ষেতেরও অভাব নেই এই যশোর রোডের পাশে।

মন্তব্য ৮৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


ভোটের আগে আর গাছ কাটা হবে না

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: আশা করছি পরেও কাটবে না সরকার।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৩

Abdullah Al Noman বলেছেন: ধন্যবাদ সাদা মনের মানুষ। অনেক সুন্দর কিছু চিত্র তুলে ধরার জন্য।আসলে এত সুন্দর এই জায়গাগুলো আমরা অনেকেই জানিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক ধন্যবাদ নোমান ভাই।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৬

মিরোরডডল বলেছেন: its so beautiful!!!!!!!!!!
thanks for sharing

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা জানবেন।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭

হাসান রাজু বলেছেন: "............. তবে কুয়াশাচ্ছন্ন ছিল বলে পরিস্কার ছবি তোলা যায়নি।" - ভুল । ছবি অসাধারণ এসেছে ।

অসাধারণ ছবি (দেখতে হবে না ফটোগ্রাফার কে ছিল !) । অসাধারণ পোস্ট (বরাবরের মতই) ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজু ভাই, আপনি আমার গুরু

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১২

সৈয়দ ইসলাম বলেছেন:


চমৎকার, প্রকৃতিকে এতো সুন্দর করে তুলে আনার জন্য ধন্যবাদ। বৃহৎ শুভকামনা থাকলো।
গাছগুলোও বেঁচে থাক আগামী নির্বাচনের পরে
শকুনগুলো নিপাত যাক এক এক করে
শান্তি ও স্বাধীনতা ফিরে আসুক নতুন করে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৩

সাদা মনের মানুষ বলেছেন: আমরাও আপনার সাথে সুর মিলিয়ে বলতে চাই "গাছগুলোও বেঁচে থাক আগামী নির্বাচনের পরেও" যুগ যুগ ধরে।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৮

আটলান্টিক বলেছেন: গাছ দেখতে দেখতে নিশ্চয় খুব আনন্দে কেটেছে সময় :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৫

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ভালো সময় কেটেছে, আমার যশোর ভ্রমণটা, ধন্যবাদ আটলান্টিক

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩২

মোস্তফা সোহেল বলেছেন: কামাল ভাই,বাড়ির পাশ দিয়ে ঘুরে গেলেন টের পাইলাম না!
গাছ গুলো বেঁচে থাকুক সব শকুনের দৃষ্টি বাঁচিয়ে।ছবি গুলো সত্যি মন ভুলানো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই, কোন একদিন টের পাবেন ইনশাআল্লাহ

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই, ভালো থাকুন, সব সময়।

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯

সামিয়া বলেছেন: সুন্দর পোস্ট। ভালোলাগা রইলো।।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন মন্তব্যে আমি বরবরই উৎসাহিত আপু, ধন্যবাদ।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৪

রানার ব্লগ বলেছেন: খেজুর গাছ বিলুপ্তির পথে। ইট ভাটার চাপে খেজুর গাছ আর দেখাই যায় না।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৮

সাদা মনের মানুষ বলেছেন: শুধু খেজুরের গাছ নয়, সব গাছই আমরা প্রায় ধ্বংস করে ফেলেছি, ধন্যবাদ ভাই।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৯

কানিজ রিনা বলেছেন: পোনে দুইশত বছরের ঐতিয্য বহনকারী গাছ
এমন সুন্দর কি হয়? রাক্ষস ক্ষক্কোশদের চোখ
এড়াতে এলাকার মানুষ দৃঢ়তায় মোকাবেলা
করবে বলে আশা রাখি। আপনার ছেলেকে
অভিনন্দন শুভ কামনা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য আপনাকেও শুভেচ্ছা

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৫

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর ছবিগুলো খুব ভাল লাগলো।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১০

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর জায়গা ভালোলাগাটাই স্বাভাবিক, ধন্যবাদ।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩০

করুণাধারা বলেছেন: ছেলে চমৎকার ছবি তুলেছে।

তাকে অভিনন্দন পৌঁছে দেবেন, আর আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সুন্দর ছবিগুলা শেয়ার করার জন্য।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, পৌছে দেবো

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩১

তারেক ফাহিম বলেছেন: প্রকৃত প্রেমি মানুষ।

আদালতের রায় উপেক্ষা করে গাছ কাটছে দেখে আশ্চার্য হলাম।

জেএসসি পড়ুয়া ছেলেও দেখি ভালো ছবি তোলে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: আশ্চর্য্য হওয়ার কিছু নাই ভাই, এদেশে সবই সম্ভব, ধন্যবাদ।

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আমি ২০০৭ সালে সেদিকটায় গিয়ে ছিলাম। গাছের এতো এতো সাড়ি দেখে অভিভূত হয়েছিলাম। মাঝখান দিয়ে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেগুলো কতল করা হবে! তখন কষ্ট অনুভূত হয়েছে। এনিয়ে ব্লগে অনেকে পোষ্ট দিয়েছিল। কবিতাও এসেছিল অনেকগুলো। কাটবেনা জেনে ভালো লাগল।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৭

সাদা মনের মানুষ বলেছেন: কাটবেনা এই নিশ্চয়তা কতক্ষণের সেটা কিন্তু এখনো নিশ্চিৎ করে জানা হয়নি সাহাদাৎ ভাই

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০০

পুলক ঢালী বলেছেন: বরাবরের মতই সুন্দর বর্ননা সহ সুন্দর ছবিপোষ্ট। ফুলের ক্ষেত দেখেও ভাল লাগলো।
যশোর রোডের গাছগুলি কি গাছ ? ওগুলো কি রেইন ট্রী ?
২০ নং ছবির ক্ষেতটাকে মটরশুটির ক্ষেত মনে হচ্ছে কিন্তু ফুলের রং দেখে সন্দেহ জাগছে।
ওওও ভাল কথা ওখান থেকে হেনা ভাইয়ের জন্য খেজুরের রসের ইয়ে মানে ইয়ে--- এনেছেন ? ;) :D =p~ =p~

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পুলক ভাই, যশোর রোডের গাছগুলো মুলত রেইন ট্রী, মটরশুটির ফুলে সন্দেহ জাগার কি আছে বুঝলাম না। ইয়ে মানে ইয়ে......ওহ হো বুঝেছি ইয়ে :D

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৯

আখেনাটেন বলেছেন: ছবিগুলো দেখে বেশ ভালো লাগল। কয়েকবছর আগে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্যরকম এক অনুভূতি হয়েছিল। আপনার ছবিগুলো দেখেও চমৎকৃত হলাম।

আশা করি পরবর্তীতেও সরকার এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: আমরা সেই আশাতেই বুক বাধলাম, শুভেচ্ছা জানবেন ভাই।

১৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই, ভালো থাকুন, সব সময়

আপনিও ভালো থাকুন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন:

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫০

শায়মা বলেছেন: কি যে সুন্দর!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: প্রকৃতি সব সময়ই সুন্দর, কিন্তু আমাদের লোভের কাছে ওরা বড়ই অসহায়, ধন্যবাদ আপু শ্রদ্ধা জানবেন।

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: দারুণ লিখেছেন। সংগ্রহ সুবিশাল।
সুন্দর দৃশ্যে অভিভূত হলাম।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, আপনাদের পাশে পেলে সব সময়ই ভালো লাগে।

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,




আপনার ছবির উৎসগুলো দেখে যে আফসোস হয় , সে কথাই বোঝাতে পারিনি আজো হয়তো........

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন শুভ কামনায় সব সময়ই আমি সিক্ত হই, ধন্যবাদ ভাই

২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই গাছ গুলো নাকি আর কাটা হবে না শুনলাম। হাঁচা না মিছা?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: হাঁচা না মিছা? আমি কমু কেম্নে? তয় আমি চাই হাঁচাই হোক

২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২ নং ছবি। তাহলে আপনার এইট স্ট্যান্ডার্ড ছেলেকে কী ফটো মাস্টার (জুনিয়র) বলে ডাকতে পারি? বাপ কা বেটা, সিপাই কা ঘোড়া, কুছ না হোক থোড়া থোড়া।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ঐ ব্যাটা পুরাই আমার রোগ পাইছে, তাই তো ওকে সাথে নিয়ে ঘুরলে আমিও মজা পাই বেশী।

২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৩ নং ছবি। লোভী লোকগুলারে পাইলে ওগো লুঙ্গির পিছন দিক তুইলা কাঁটাতার দিয়া পিডাইতাম।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনার বাড়ি থেকে তো খুব একটা দূরে না, হাটতে হাটতেই তো যেতে পারেন। ওখানে ওদের পাইলে লুঙ্গির পিছন দিক তুইলা কামটা সাইরা আইয়েন :-B

২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৮ নং ছবি। ইস রে! এ দেশে সবই সম্ভব। মানুষরে এত বেশি হাইকোর্ট দেখানো হয়েছে যে কেউ আর হাইকোর্ট মানে না।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ক্ষমতায় থাকলে সবই সম্ভব।

২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
আপনার আর ফটোগ্রাফার ছোট ছেলের কল্যানে এমন প্রকৃতি দর্শনের সুযোগ পেলাম বলে কৃতজ্ঞ।।
ধন্যবাদ ভাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫

সাদা মনের মানুষ বলেছেন: বিশেষ করে এই জন্যই ওকে সাথে নিয়ে গিয়েছিলাম, কারণ আমি ড্রাইভ করার সময় ছবি তুলতে পারবো না, সে আমার কাজটা করবে। শুভেচ্ছা জানবেন জাকির ভাই।

২৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৩

সুমন কর বলেছেন: আপনার পোস্ট দেখে, আমাদেরও ভালো লাগল।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, শুভেচ্ছা নেবেন।

২৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬

সোহানী বলেছেন: অসাধারন! এতো সুন্দর গাছ কেটে ফেলার কথা এদের মাথায় আসে কি করে???

আমার যাওয়া হয়নি সেখানে। যদিও যশোর/নড়াইল গেছি অনেকবার কিন্তু ওদিকে যাওয়া হয়নি। .........

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: দেশের দশের ভবিষ্যত চিন্তা যে মাথায় না থাকে সেই মাথায় অনেক কিছুই সম্ভব, শুভেচ্ছা জানবেন আপু

২৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৭

শামচুল হক বলেছেন: এইবার না বুঝলাম "বাপ কা বেটা সিপাই কা ঘোড়া"। আর অসুবিধা নাই এখন বাপ বেটার ছবি প্রাণ ভরে দেখতে পারবো। ধন্যবাদ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৯

সাদা মনের মানুষ বলেছেন: হক মাওলা :)

৩০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৬

প্রামানিক বলেছেন: বাপে চালায় প্রাইভেট কার
বেটায় পেসান্দার
সারা বাংলায় ঘুরতে গেলে
ঠেকায় সাধ্য কার?

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, মাঝে মাঝে আপনারেও প্যসেঞ্জার বানানোর ইচ্ছে আছে প্রামানিক ভাই।

৩১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০২

শকুন দৃিষ্ট বলেছেন: কি চোখে তোমায় দেখি, বোঝাতে পারিনি আজো হয় তো ...

বেঁচে থাকুক আমার ভাললাগা, ভালবাসার সৌন্দর্যের আধার শতবর্ষী মুরুব্বি গুলো, শিকার না হউক হায়েনাদের রাজনীতির বলির। আমারই পড়শি ওরা, প্রকৃতির ভারসাম্য বজায় রাখার মত গুরু দায়িত্ব ওদেরই কাঁধে।

ধন্যবাদ লেখককে তাদেরকে অন্ততঃ ছবিতে আরেকটিবার দেখার সুযোগ করে দেবার জন্য। বৃক্ষ ও লেখক উভয়েরই জন্য শুভকামনা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাইজান।

৩২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১৫

মনিরা সুলতানা বলেছেন: অনেক সুন্দর এসছে সব ছবি আগের মতই ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৩

সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টা তো সব সময়ই থাকে, ধন্যবাদ।

৩৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৫

রাবেয়া রাহীম বলেছেন: অপূর্ব সব ছবি দিয়ে পোস্ট সাজিয়েছেন ।

ভাল লাগলো ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও আন্তরিক শুভেচ্ছা আপু

৩৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:০৭

মলাসইলমুইনা বলেছেন: যশোহরের কোনো ব্লগীয় মেয়ে এই গাছের ছায়া ঢাকা পথটা নিয়ে এখনো ব্লগে একটাও কবিতাও লিখলো না এখনো ! বসন্ত চলে এলো !

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা শুধু মেয়েরাই লিখবে কেন ভাই, ছেলেরা ওতো লিখতে পারে

৩৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

প্রামানিক বলেছেন: আমি পেসাঞ্জার হইতে ১০০% রাজী কিন্তু সময় পাইতেছি না।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২৭

সাদা মনের মানুষ বলেছেন: সময় না পাইলে কাফফারা দিতে হবে :D

৩৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৭

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই, আপনার সিলেট ভ্রমণের আপডেট কী?

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: শ্রমঙ্গল পর্যন্ত গিয়েছি, মাস খানেক পর সামনে আগাবো, আমার পরবর্তী পোষ্ট হবে সিলেট ট্যুর নিয়ে।

৩৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক সুন্দর কিছু চিত্র তুলে ধরেছেন সেজন্য ধন্যবাদ ভাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০০

সাদা মনের মানুষ বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ মামা

৩৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৩

ব্লগ সার্চম্যান বলেছেন: ছবিগুলো দেখেই গাছগুলোর প্রেমে পড়ে গেলাম আর সরাসরি দেখলে কি অবস্থা
হতো কে জানে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৮

সাদা মনের মানুষ বলেছেন: হয়তো প্রেমটা আরো গাঢ় হতো :)

৩৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৪

নিয়াজ সুমন বলেছেন: বাহ!
মস্ত বড় গাছগুলো সত্যি দেখার মতো। তবে ‍ুপুরো সবুঝ পাতায় যখন ঢেকে যাবে তখন না কি অপূর্ব দৃর্শ্য হবে ।
ধন্যবাদ প্রিয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কোন এক বর্ষাকালে আবার ওদের দেখার ইচ্ছে আছে, ধন্যবাদ।

৪০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৬

জুন বলেছেন: সাদা মনের মানুষ সবুজ শ্যমল যশোরের আনাচে কানাচে পুরোটাই ঘুরে বেড়িয়েছি আমি । শহরের ক্ষতটুকু বাদ দিলে বাকী টুকু কিযে সৌন্দর্য্যময় যে দেখেছে সেই জানে । আর বেনাপোলের সবুজ তোরন পথে আমি প্রথম বারের মত ভারত ভ্রমনে গিয়েছিলাম । অবাক বিস্ময়ে ঘাড় উচু করে দেখেছিলাম সেই শতবর্ষী গাছগুলোর রূপ । আমাদের এদিকে তো এখন সেই কড়ই এর সারি নেই বললেই চলে । ভারতের অংশে কিন্ত পুরোটাই রয়েছে সযত্নে লালিত হয়ে ।
তারপর ও যা আছে সেটুকুই যেন বাচিয়ে রাখে সেই প্রত্যাশা থাকুক বন খেকোদের প্রতি ।
অসম্ভব ভালোলাগা ।
+

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: আমাদের লালসার কাছে ওরা পরাজিত, জানিনা আমাদের ভবিষ্যত কি? শুভেচ্ছা জানবেন আপু।

৪১| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৬

মুদ্‌দাকির বলেছেন: অসাধারন সুন্দর!!

১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সাদা মনের মানুষ বলেছেন: এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি............

৪২| ২১ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫২

এম এল গনি বলেছেন: সুন্দর।

২৬ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.