নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ঢাকা টু চিটাগাং রেল লাইন ধরে হাটা শেষ করেছি। পরবর্তি পরিকল্পনা হল ঢাকা টু সিলেট রেল লাইন ধরে হাটার । আখাউড়া স্টেশনের আগে তিতাস নদীর কড্ডা ব্রিজ পর্যন্ত ঢাকা টু চিটাগাং আর ঢাকা টু সিলেটের একই রুট হওয়ায় আমি সিলেটের পথে হাটা ধরেছি আসলে তিতাস নদীর কড্ডা ব্রিজ থেকে। আর কড্ডা ব্রিজের আগে যতগুলো স্টেশন আছে সেগুলোও আমি গননায় আনবো। সুতরাং আমার ঢাকা টু সিলেট প্রথম পোষ্টই হবে ঢাকা টু সিলেট ২৪তম স্টেশন। তারপর ২৫..২৬......এভাবেই ক্রমান্বয়ে সিলেট পর্যন্ত যতগুলো স্টেশন গনণা হয়ে যাবে।
আমার হাটার ধরণ তো আপনাদের জানাই আছে। আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি সিলেট এর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি সিলেট পৌছতে পারি। প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই সিলেট পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা সময়ের গন্তব্য
স্টেশনের অবস্থানঃ লস্করপুর, এটা হবিগঞ্জ জেলা সদরের একটা স্টেশন।
(২) শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে সিলেটের দিকে যখন রওয়ানা হই তখন এমন কুয়াশাচ্ছন্ন ছিল স্টেশনটি।
(৩) এই মাল গাড়িটি শেষ প্রান্তের লাইনে দাঁড়িয়ে ছিল।
(৪) কুয়াশা ভেদ করে লাইন ধরে ছুটে চলছে একজন ফেরিওয়ালা।
(৫/৬) আমরা এগিয়ে চলছি সিলেটের দিকে, তবে পথে শুধুই কুয়াশা।
(৭) যতো শীত আর কুয়াশাই থাকুক, কৃষকদের কাজ কিন্তু শুরু হয় সেই ভোর বেলা থেকেই।
(৮/৯) শিশির ভেজা শিম আর ল্যান্টানা ফুলগুলো দেখতে কিন্তু বেশ।
(১০) রোদের অপেক্ষায় বসে থাকা ছোট পাখি মাছরাঙা।
(১১) মাকড়শার বাড়িঘরে জমে থাকা শিশিরের আল্পনা।
(১২) এই ফুল ও ফলের নাম জানিনা।
(১৩) সামনে কুয়াশা ভেজা লম্বা পথ।
(১৪) ব্রীজ নাম্বার ৯৮
(১৫) গোলা চোখে এগিয়ে আসছে এক দৈত্য।
(১৬) পার হলাম ব্রীজ নাম্বার ৯৯
(১৭) ঢাকা টু সিলেট মহাসড়ককে ক্রস করেছে এখানে ঢাকা সিলেট রেল লাইন।
(১৮) একটা ছোট্ট জলাশয়ে ফুটে আছে লাল শাপলা ফুল।
(১৯) শীত কিংবা কুয়াশায় যাদের ঘরে আটকাতে পারে না।
(২০) এক সময় আমরা চলে এলাম লস্করপুর।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৬
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ধন্যবাদ নয়ন ভাই
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
চাঁদগাজী বলেছেন:
রেললাইন বরাবর হাঁটেলে উপকৃত হবেন, জীবনটা সোজা হবে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
সাদা মনের মানুষ বলেছেন: জীবনটা বড় জটিল গাজী ভাই, সোজা হওয়ার সম্ভাবনা খুবই সীমিত.......শুভেচ্ছা জানবেন।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
সৈয়দ ইসলাম বলেছেন:
১৭ নং ছবিতে গামছাওয়ালা কি আপনে? (লজ্জায় পিছন দেখানোতে আমি নিশ্চয়তার দোলনা দোলাচ্ছি )
শেষের ছবিরর চেহারা দর্শনে আমি শঙ্কিত হয়ে আছি! ধান্ধিকতা দূরকরণে আপনার বাণী কাম্য
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: আপনি অনেক গেয়ানী লুক
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
সৈয়দ ইসলাম বলেছেন: আপনার জন্য
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন:
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৪ নং ছবি। এই ফেরিওয়ালাও কী আপনার মতো রেল লাইনের ভক্ত? নাকি আপনার দেখাদেখি প্র্যাকটিস করতেছে?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: এই লুক আপনার কতা জিগাইল ক্যান বুঝতে পার্লাম না
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: দাদা নাতিনের জীবন কাহিনী কেমন চল্তাছে
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১১ নং ছবি। এই ছবিটা ছবির চেয়েও বেশি কিছু। অসাধারণ এক শিল্পকর্ম। থ্যাঙ্ক ইউ কামাল ভাই।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: এটা মাকড়শা আর কুয়াশা মিলে করেছে, আমার কুনু দুষ নাই
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৪
সৈয়দ ইসলাম বলেছেন:
পাগলে পাগল চেনে
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: কতা হাচা, কিন্তু আপ্নে তো পাগল না
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫
সৈয়দ ইসলাম বলেছেন: হেনা ভাই,
আসলেই ছবিগুলো সুন্দর হয়েছে। (এটা কামাল ভাইকে বললে উনি আকাশে উঠে যাবেন, তাই বলছি না )
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: আমি কিছুই শুনি নাই, আমার চোখ এখন বন্ধ
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নাতিনের ইনফরমাল নাম দিয়েছি নয়নতারা। আজ দুপুরে ক্লিনিক থেকে মা মেয়েকে বাসায় নিয়ে এসেছি। দুজনেই ভালো আছে। ওদের জন্য দোয়া করবেন কামাল ভাই।
আড্ডাঘর পোস্টের ১৩৩৭ নম্বর মন্তব্যে নয়নতারার দুটো ছবি দিয়েছি। সম্ভব হলে দেখবেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: নয়ন তারার ছবি দেখেছি, আমার মনে হয়েছে ও ওর দাদার চেহারা পায়নি, এটার জন্য কি আপনার মনে কষ্ট আছে?
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১২ নং ছবি। আপনি সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ান, অথচ এই মামুলি ফল ও ফুলের নাম জানেন না? এগুলো হলো জংলি কামরাঙা আর তার ফুল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: গুরুজনের মুখে নাম জানার জন্যই তো আমি এর ছবিটা দিয়েছি, এই কামরাঙা টক না মিষ্টি?
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৭
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ১৮ নং দেখে আমার একটি ছবির কথা মনে পড়ে গেল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪২
সাদা মনের মানুষ বলেছেন: মনটা কি স্মৃতি কাতর করে দিলা সাহাদাৎ ভাই?
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নয়ন তারার ছবি দেখেছি, আমার মনে হয়েছে ও ওর দাদার চেহারা পায়নি, এটার জন্য কি আপনার মনে কষ্ট আছে?
পাগলে কী কয়? আমি হইলাম পুরুষ মানুষ, আর নয়নতারা হইল মাইয়া। আমার চেহারা পাইব ক্যামনে?
না, না, কামাল ভাই। আমি খুব খুশি। নয়নতারার চেহারার মধ্যে আমার জন্মদাতা মায়ের কিছুটা আদল আছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: হায়রে আজইকা খালি মাইনষে মাইনষেরে পাগল কইতাছে, আইজকা কি পাগলা দিবস নি?
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৯
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: গুরুজনের মুখে নাম জানার জন্যই তো আমি এর ছবিটা দিয়েছি, এই কামরাঙা টক না মিষ্টি?
টকও না, মিষ্টিও না। তিতা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: এতো তিতাটা আপনি খান ক্যান? আপনার কি ডায়াবেটিস আছেনি?
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭
প্রামানিক বলেছেন: ৫ আর ৬ নং ছবি দেইখা কইতেছি, ঠান্ডা যদি বেশি লাগে তাইলে ধানের খ্যার গায়ে মাথায় দিয়া বেলা না উঠা পর্যন্ত রেল লাইনের পাশে হুইয়া পড়েন ঠান্ডা ছাইড়া যাইবো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩১
সাদা মনের মানুষ বলেছেন: আমার আবার গেয়ান কম, আপনি যদি আমাকে হাতে কলমে না বুঝান তবে আমি কিছুতেই বুঝমু না
১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০
প্রামানিক বলেছেন: ১৯ নং ছবি দেইখা ছোটকালের কথা মনে পইড়া গেল। একবার খেলা শুরু করলে ঠান্ডামান্ডা কই যাইতো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: আমার মনে হয় না আপনি ছুডু থাকতে এমন কুয়াশার মধ্যে রাস্তায় বের হতেন
১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯
করুণাধারা বলেছেন: ছবি সবগুলোই ভাল, একটু বেশি ভাল সব ফুল আর পাখীর ছবি- ১১নং ছবি অনবদ্য!
ঠিক বুঝতে পারছি না, আপনি প্রতি সপ্তাহে যদি একটা স্টেশন যেতে থাকেন তাহলে সিলেট পৌঁছাবেন কবে? ঠিক আছে, সাথে থাকলাম- এ পথে আমি যে গেছি বার বার.......
১২নং ছবিতে যে ফল দেখালেন, আমার মনে হচ্ছে এই ফলের সিলেটী নাম হইলফা, চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রামে অন্য নাম। এটা পাকলে লাল হয়, টক বা জেলি বানানো হয়। কিন্তু আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাইয়ের জংলী কামরাঙ্গা শুনে ভাবছি ভুল করলান কিনা!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫
সাদা মনের মানুষ বলেছেন: আমি একবারে এক স্টেশন গিয়েই থেমে থাকি না ভাই, এক দিন সারাদিন হেটে দুই তিন স্টেশন পার হয়ে যাই। পোষ্ট দেই এক স্টেশন করে।
আশরাফুল ভাই ঠিক কয় নাই, আমার বিশ্বাস আপনারটাই ঠিক। কানে কানে বলি, হেনা ভাই বয়স্ক মানুষ গেয়ান বুদ্ধি তো এমন সময় খুব একটা থাকার কথানা ওনার
১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪২
সুমন কর বলেছেন: সুন্দর এবং +।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, শ্রদ্ধা জানবেন।
১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৩
তারেক_মাহমুদ বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে আমিও আপনার সাথে ঘুরে এলাম রেললাইন ধরে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন তারেক ভাই
১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৪৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন: অসাধারণ আইডিয়া।
ছবিগুলোও কালেকশনে রাখার মতো। তাই, প্রিয়তে নিলাম।
লস্করপুরের পুরানা হাভেলী (সৈয়দ বাড়ি) আমার নানুর বাড়ি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫০
সাদা মনের মানুষ বলেছেন: কন কি ভাই, আগে জানলে তো নানীর বাড়িটা দেখে আসতে পারতাম।
২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: ইনশাল্লাহ,নিয়ে যাবো একদিন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শাই্য়্যান ভাই
২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:১১
বিজন রয় বলেছেন: ধন্যবাদ নিন এই ধরনের কাজের জন্য।
তা আপনারা দলে কজন?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৩
সাদা মনের মানুষ বলেছেন: আমাদের দলে কখনো তিন জন কখনো চার জন, মাঝে মাঝে দু'জনও হয়ে পড়ি। শুভেচ্ছা জানবেন দাদা।
২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৫
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: ১৯ নম্বর ছবিটা অতীতে ফিরে নিয়ে গেল আমাকে।শৈশবে খেলার জন্য আমারও একটা সাইকেলের টায়ার ছিল।
কিন্তু ১ নম্বরটা তো খুঁজে পেলাম না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৭
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এমন ছবিগুলো আমাদের সত্যিই অতীতে ফিরিয়ে নেয়, ১নং এর বিষয়টা বুঝলাম না ভাই।
২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:৫৯
শাহিন বিন রফিক বলেছেন: খুবই ভাল লাগল আপনার চলার পথের ছবির ডায়রী।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শাহিন ভাই, ভালো থাকুন, সব সময়।
২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১০
মলাসইলমুইনা বলেছেন: ৭ আর ১৩ নং ছবির কুয়াশাও ঢাকতে পারেনি আমাদের দেশের গ্রামীণ সৌন্দর্য |খুব ভালো লাগলো ফটো দুটি | ৯ নং ফটো, ল্যান্টানা ফুলের ফটোটা দেখেও মুগ্ধ হলাম | ও আর ১১ নং ছবির মাকড়সার জালের ওপর শিশিরের ফটোটা অপূর্ব লেগেছে | এবারের সেরা ছবি ওটাই | সিলেট যেতে এখনো কত মাইল যেতে হবে? খুব ভালো লাগলো আপনার এবারের ব্লগ |
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার এমন বিশ্লেষনী মন্তব্যে চমৎকৃত আমি। শ্রদ্ধা জানবেন।
২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন রাজীব ভাই।
২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৪
হাসান রাজু বলেছেন: আমি আপ্লুত । আমার জেলা, আপনার ক্যামেরায় । অসাধারণ, অসাধারণ । যাত্রা হোক আরও শুভ আরও রোমাঞ্চপূর্ণ । ভালো থাকবেন ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজু ভাই, আপনাকে আমি সব সময়ই অনুসরণ করার চেষ্টা করি। আগামী ২২ ফেব্রুয়ারী সুনামগঞ্জের শিমুল বনে যাওয়ার পরিকল্পনা আছে।
২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩
তারেক ফাহিম বলেছেন: ভ্রমন প্রিয় সাদা মনের মানুষ।
আপনি এত এত ব্রিজ পার হয়েছেন, আমাদের নুরু ভাইকে নিলেইতো হত, উনি একবার শৈশব স্মৃতিচারন একটি পোষ্ট দিয়েছেন, রেল লাইনের ব্রিজে হাটতে না পারায় ২ কিঃমিঃ হেঁটে বাসায় গেলো
, শিশির ভেজা ছবিগুলো বেশ। মাকড়সার বাসার ছবিটি শিশিরে একটি অন্যরকম আর্ট
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: এই রকম একটা গল্প মনে হয় পড়েছিলাম প্রামানিক ভাইয়ের পোষ্টে, নূরু ভাইয়ের সেই পোষ্ট আমার দেকা হয় নাই, ধন্যবাদ ফাহিম ভাই।
২৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: ভিন্ন স্বাদের পোস্ট, অনবদ্য।তবে নেহাত আগ্রহ বশত দুটি প্রশ্ন করবো।১,আপনি দৈনিক কত কিমি পথ অতিক্রম করেন? ২, এভাবে দেশ দর্শনে বাড়ির লোককে কতটা পাশে পান? ৩, কোন নির্দিষ্ট কাজ করেন কিনা? ৪,বাংলাদেশ কভার হলে অন্যকোন দেশে যাওয়ার ইচ্ছা আছে কিনা।৫আপনার আগের পোস্টগুলি আমি দেখিনি, তবে এখানে দেখছি লাইনগুলিতে ইলেকট্রিক নেই,(আমাদের দেশে ডিজেল ইজ্ঞিন লাইন নেই বললেই চলে) সেখানে আপনি ইলেকট্রিক লাইন এড়িয়ে,ডিজেল লাইনে হাটেন কিনা।সর্বোপরি প্রতিবেশী দেশের ছবি দেখে পুলকিত হলাম।বাসন্তিক শুভেচ্ছা রইল।(প্রশ্নে আঘাত পেলে ক্ষমা প্রার্থী)
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ১,আপনি দৈনিক কত কিমি পথ অতিক্রম করেন? মোটামুটি ২৫ থেকে ৩০ কিলোমিটার, এক দিনে ৩৮ কিলোমিটার রেল লাইন পরিভ্রমণ করার অভিজ্ঞতাও আমার আছে।
২, এভাবে দেশ দর্শনে বাড়ির লোককে কতটা পাশে পান? আমার বাড়ির লোকেরা সব সময়ই আমাকে সাপোর্ট করে।
৩, কোন নির্দিষ্ট কাজ করেন কিনা? আমি ছোট্ট একটা ব্যবসা করি
৪,বাংলাদেশ কভার হলে অন্যকোন দেশে যাওয়ার ইচ্ছা আছে কিনা। আপাতত নাই।
৫, আপনার আগের পোস্টগুলি আমি দেখিনি, তবে এখানে দেখছি লাইনগুলিতে ইলেকট্রিক নেই,(আমাদের দেশে ডিজেল ইজ্ঞিন লাইন নেই বললেই চলে) সেখানে আপনি ইলেকট্রিক লাইন এড়িয়ে,ডিজেল লাইনে হাটেন কিনা। আমাদের দেশে কোন ইলেকট্রিক লাইন নাই, সবই ডিজেল ইজ্ঞিন।
সর্বোপরি প্রতিবেশী দেশের ছবি দেখে পুলকিত হলাম।বাসন্তিক শুভেচ্ছা রইল।(প্রশ্নে আঘাত পেলে ক্ষমা প্রার্থী) ক্ষমাপ্রার্থী হওয়ার কোন কারণ নাই, আপনার জানার আগ্রহ আমার ভালো লেগেছে, আরো ভালো লেগেছে এটা জেনে যে, আপনিও ঘুরুঞ্চি পাবলিক।
২৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার পোস্টগুলো ভালই লাগে কামাল ভাই। খুব সুন্দর পোস্ট।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই, শুভেচ্ছা নেবেন
৩০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট ।++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৩০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আনোয়ার ভাই
৩১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১
সামিয়া বলেছেন: বাহ , চমৎকার ছবিগুলো।। ভাললাগলো ভাইয়া।।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শুভেচ্ছা জানবেন
৩২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪১
লক্ষণ ভান্ডারী বলেছেন: সব গুলিই ভারি সুন্দর।
মনে দাগ কেটে যায় ছবিগুলো দেখে।
প্রিয়কবিকে শুভ নব বসন্তের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
প্রতিনিয়ত ও সদা সর্বদা। ভাল থাকুন, সুস্থ থাকুন।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দাদা, শ্রদ্ধা জানবেন।
৩৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১২নং ছবিতে যে ফল দেখালেন, আমার মনে হচ্ছে এই ফলের সিলেটী নাম হইলফা, চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রামে অন্য নাম। এটা পাকলে লাল হয়, টক বা জেলি বানানো হয়। কিন্তু আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ভাইয়ের জংলী কামরাঙ্গা শুনে ভাবছি ভুল করলান কিনা!
@ করুণাধারা, আপনি মোটেই ভুল করেননি। আর আমিও ভুল করিনি। আসলে সাদা মন ভাইয়ের মনটা সাদা তো, তাই বানিয়ে বানিয়ে তাকে আমি যে নামই বলি তিনি বিশ্বাস করে ফেলেন। এরকম কত ফল, ফুল আর পাখির নাম তাকে গুল মেরে বলেছি! তিনি সব বিশ্বাস করে আমাকে খুব জ্ঞানী মনে করেন। হে হে হে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৩
সাদা মনের মানুষ বলেছেন: আমি কিন্তু এই মন্তব্য দেখি নাই
৩৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাদা মন ভাইয়ের ভুল ভাঙ্গানোর জন্য আর একটা তথ্য দিচ্ছি। এটা কিন্তু গুল নয়। একদম খাঁটি সত্যি।
২০ নম্বর ছবিতে সাদা মন ভাই যেখানে নায়কের মতো দাঁড়িয়ে আছেন, সেটাই লস্করপুর।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: আমি এক্কেরে কিলিয়ার বুইঝা গেছি ভাইজান
৩৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৩
জাহিদ অনিক বলেছেন:
কবে গিয়েছিলেন ? শীত তো এখন তেমন নেই ? কিছুদিন আগের মনে হয় !
রেল লাইনের উপরে আপনাদের হাত ধরে হাঁটা আর শীতে যবুথবু হয়ে থাকা মাছরাঙা বেশ ভালো লাগলো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ঠিক ধরেছেন, এটা এবারের শীতেই তোলা, ধন্যবাদ।
৩৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৮
সোহানী বলেছেন: আহ্ কুয়াশা মাখা ছবি.................. বরফের ধাক্কায়তো কুয়াশাই ভুলে গেছি।
বরাবরের মতই অসাধারন......... আপনি এমন করে রেললাইন হাটছেন মনে হচ্ছে এখুনি পড়ে যাবেন................হাহাহাহা
হেনা ভাইয়ের মন্তব্যে সুপার লাইক!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
সাদা মনের মানুষ বলেছেন: অথচ তুষার ঝড় দেখার স্বাদ আমার এখনো পূরণ হয়নি বলে আফসোসের শেষ নাই........হেনা ভাই সব সময়ই অনন্য, ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়।
৩৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৫:৫৬
ডঃ এম এ আলী বলেছেন: ঢাকা টু সিলেট যাত্রা পথে লস্করপুরের সুন্দর সুন্দর ছবি দেখে মুগ্ধ হলাম । পোস্টে দেয়া সবগুলি ছবিই সুন্দর ও বৈচিত্রময় ,
এ পোষ্টে দেয়া বনফুল ল্যান্টানার ছবিটি বিশেষ দৃস্টি কেরেছে । এটটি শুধু আপনার আর আমার দৃষ্টিই কারেনি এটি তার অপরূপ সৌন্দর্য ও মধুরেনুর জন্য বনের পাখী ও প্রজাপতিদের কাছেও খুবই আকর্ষনীয় , কামনা করি এই বন ফুলগাছটি বনে বাদারে সহ যথাযোগ্য মর্যাদায় স্থান করে নিক সকল অভিজাত কুসুম কাননে ।
লস্কর পুরের উপরে আপনার এই পোষ্টের সুবাদে ভাষার মাস ফেব্রুয়ারীতে হবিগঞ্জের লস্করপুরের আলোকিত সুর্য সন্তান সৈয়দ সুলতান (১৫৫০-১৬৪৮) এর কথা স্মৃতিতে ভেসে উঠে । অনেকেই হয়ত এই গুনী মানূসটিকে চিনেন না কিংবা চিনলেও তাঁর কথা ভুলে গেছেন । বাংলা সাহিত্যে হাতে গুনা যে কয়জন মহাকবির নাম চলে আসে তার মধ্যে সৈয়দ সুলতান অন্যতম । মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম এই মহাকবি সুলতান একাধারে কবি, সৈনিক, সুফীসাধক ও শাস্ত্রবেত্তা ছিলেন। তার শ্রেষ্ঠ ও বৃহত্তম কবিকীর্তি হচ্ছে 'নবীবংশ' . সৈয়দ সুলতান শিষ্যদের সুফীতত্ত্ব সংক্রান্ত জ্ঞান বিতরনের জন্য সুফীতত্ত্ব বিষয়ক বেশ কিছু গান রচনা করেছেন। জ্ঞান প্রদীপ, মারফতি জ্ঞান, রসুল বিজয়, শবে মেরাজ, জ্ঞান চৌতিশা, পদাবলী প্রভৃতি তাঁর অন্যান্য সাহিত্যকর্ম। কবির সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ রচনা নবীবংশ কাব্য। ফারসি কাসাসুল আম্বিয়া অনুসরণে এটি রচিত। এতে সৃষ্টির সূচনা থেকে হযরত মুহাম্মাদ (স.) পর্যন্ত সকল নবী-রসুলের কর্ম ও ধর্মজীবনের বিস্তৃত বর্ণনা আছে। এছাড়া বিভিন্ন পৌরাণিক দেবদেবীকেও নবীদের ধারাভুক্ত করা হয়েছে। তবে ইসলামের গৌরব ও মাহাত্ম্য প্রতিষ্ঠা ও প্রচারই এতে প্রাধান্য পেয়েছে। বিষয়-বৈচিত্র্য ও বিশালতার বিচারে নবীবংশ মহাকাব্যের সমতুল্য। ভাষার এ মাসে লস্করপুরের এই কৃতি সন্তান সৈয়দ সুলতানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই ।
বসন্তের শুভেচ্ছা রইল
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:২৮
সাদা মনের মানুষ বলেছেন: লস্করপুরের সুর্য সন্তান সৈয়দ সুলতান এর কথা আমার জানা ছিল না, ল্যান্টানার এমন চমৎকার সব ছবি দেখে আমি অভিভুত
৩৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০২
হাসান রাজু বলেছেন: "..... আপনাকে আমি সব সময়ই অনুসরণ করার চেষ্টা করি।"
ভাইজান ! ভাইজান ! জানি, কোন প্রকার পচানোর বিন্দুমাত্র ইচ্ছে আপনার ছিল না । কিন্তু আপনার অজান্তে আমি ভিতরে ভিতরে পচে গেছি ।
যাক । চুন খেয়ে মুখ পুড়েছে তাই শুধু ভয় হয় এরই মাঝে ফুল না ঝড়ে পড়ে । ১৯ তারিখের প্রঃআলোতে দেখলাম ফুল ফুঠেছে । এই ফুল কয়দিন থাকে। তাই আশা ও দোয়া করি গিয়ে যেন পান ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১২
সাদা মনের মানুষ বলেছেন: ভয় দেখাইয়েন্না ভাই, সবে মাত্র সুনামগঞ্জের টিকেট কনফার্ম করে এলাম। তবে প্রকৃতি সব সময়ই সুন্দর, শুধু মাত্র রূপের ভিন্নতা থাকে........শুভেচ্ছা জানবেন রাজু ভাই।
৩৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮
আদম_ বলেছেন: ১ম স্থান : ১৬
২য় স্থান: ১৪
তয় স্থান: ১৩
কুয়াশা পিকচার কোয়ালিটিকে ক্ষতিগ্রস্থ করেছে।
তবে সুন্দর। ধন্যবাদ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:১৬
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আদম ভাই, অনেক দিন আপনার উপস্থিতি টের পাইনি।
৪০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৯
হাসান রাজু বলেছেন: আমার জেলা আমার জেলা করে চেচাচ্ছি। কিন্তু আমিই সেই অধমদের একজন যে জনাব সৈয়দ সুলতান সম্পর্কে জানতাম না । জনাব ডঃ এম এ আলী কে অশেষ ধন্যবাদ এমন তথ্যবহুল (উনার সবগুলো মন্তব্য ও পোস্ট এমনই মান সম্পন্ন হয়।) মন্তব্যের জন্য । আপনার পোষ্টের মাধ্যমে উনার সু-সাস্থ ও সুন্দর জীবন কামনা করি । আপনার সবাই ভালো থাকুন ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ রাজু ভাই, আলী ভাই সত্যিই অনেক গুণী লোক, ওনাকে সব সময় আমি শ্রদ্ধা করি।
৪১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৬
হাসান রাজু বলেছেন: "আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: .........এরকম কত ফল, ফুল আর পাখির নাম তাকে গুল মেরে বলেছি! তিনি সব বিশ্বাস করে আমাকে খুব জ্ঞানী মনে করেন। হে হে হে। "
হা হা হা হা জবরদস্ত জবরদস্ত জবরদস্ত জবরদস্ত ! আবুহেনা ভাইয়ের অসাধারণ হিউমারের প্রশংসা না করলে ...... (কি বলব???)
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: লোকটা একজন মহা গুলবাজ, তাই প্রশংসা না করাই উত্তম
৪২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: লস্করপুর রেল স্টেশনের অদূরে অবস্থিত লস্করপুর সাহেব বাড়ি। এরা হযরত শাহ জালালের সিপাহসালার (প্রধান সেনাপতি) সৈয়দ নাসির উদ্দিনের বংশধর। তাঁর ১৮শ বংশধর সৈযদ এ.বি. মাহমুদ হোসেন বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন ১৯৭৫-১৯৭৮ সাল পর্যন্ত-http://habiganjsadar.habiganj.gov.bd/site/page/3c44e6ad-0757-11e7-a6c5-286ed488c766
তাঁরই আপন ভাতিজা সৈয়দ জে.আর.মোদাচ্ছির হোসেনও (সিপাহসালারের ১৯তম বংশধর) বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন (২০০৪-২০০৭)। Click This Link
মাহমুদ হোসেন সাহেবের পুত্র সৈয়দ দস্তগীর হোসেন বর্তমানে হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি Click This Link
তাছাড়া লস্করপুরে রয়েছে মধ্যযুগের কবি সৈয়দ সুলতানের বংশধর কর্তৃক প্রতিষ্ঠিত সুলতানসী হাবিলী। তারা আবার সাহেব বাড়ির সাথেও পারিবারিকভাবে সম্পর্কিত। Click This Link
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: অনেক ইতিহাস আছে, কোন এক সময় সুযোগ করে দেখতে হবে, ধন্যবাদ মোস্তফা ভাই।
৪৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৫
৪৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০১
জুন বলেছেন: প্রিয় বাহন রেল তাই আপনার রেললাইনের ছবি দেখে নড়ে চড়ে বসলাম সাদা মন। এখানে অনেকগুলো স্থানই বিশেষ করে ৩ আর ৪ নং ছবির জায়গাটি খুবই পরিচিত লেগেছে ।
আপনার সাথে আরো একবার বহুবার দেখা সিলেট রওনা দিলাম ।
দেখা যাক কবে পৌছাই গন্তব্যে আপনার কালনী এক্সপ্রেসে চড়ে
+
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪
সাদা মনের মানুষ বলেছেন: আমার ট্রেনে চড়ে যেতে হলে অনেকটা সময় লেগে যাবে আপু, তবু আপনার মতো ভ্রমণ পিয়াসী মানুষ সাথে থাকলে ভ্রমণটা অবশ্যই উপভোগ্য হতে বাধ্য।
৪৫| ০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১২
ফিউচার লিজেন্ড বলেছেন: দারুণ!! আমারও ইচ্ছা করে এরকম বেরিয়ে পড়ি, প্রকৃতির সুধা পান করি, এগিয়ে যাই দূর-দূরান্তে..........
০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩২
সাদা মনের মানুষ বলেছেন: ইচ্ছে করলে সময় সুযোগ করে বেড়িয়ে পতুন, জীবন একটাই
৪৬| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০
মুদ্দাকির বলেছেন: অসাধারন সুন্দর!! আমার সবচেয়ে প্রিয় পাখি মাছরাঙ্গা । আপনার ব্লগ অসাধারন। আল্লাহ আপনার ভালো করুন। কন্সিস্টেন্টলি এত ভালো পোষ্ট। অসাধারন।
১৮ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১০
সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ মুদ্ দাকির ভাই
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই মনোমুগ্ধকর