নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ফাগুনের আগুন রাঙা শিমুল বনে

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৯


সিমান্তের ওপাড়ে সুউচ্চ মেঘালয়ের পাহাড়। সেই পাহাড় থেকে উৎপত্তি ছোট্ট নদী যাদুকাটা। যাদুকাটা নদীর নামটার মধ্যেই রয়েছে একটা রোমাঞ্চ ভাব। আর এই নামের পেছনে রয়েছে একটা মর্মান্তিক মিথ। এক পাশে লাউরের গড়, তারপর ধুঁধুঁ বালুচর। আর বালুচরের পরের যাদুকাটা নদী পেরুলেই বারিক টিলা, ওখান থেকে আরো কয়েক কিলোমিটার পথ পাড়ি দিলে পড়বে টেকের ঘাট, যার নতুন নাম নিলাদ্রি। মূলত টেকের ঘাট বা নিলাদ্রি থেকেই টাঙ্গুয়ার হাওড়ের শুরু বলা যেতে পারে। এই রুটে অনেক বার গিয়েছি যাদুকাটা, টাঙ্গুয়ার রূপ দেখতে। কিন্তু যাদুকাটা নদীর বালিয়াড়ির পাড়েই দাঁড়িয়ে আছে বিশাল এক আগুনে সৌন্দর্য্য তার খবর জানাজানি হলো মাত্র বছর তিনেক ধরে।

গত বছর যখন যাবো যাবো করছিলাম তখনই ঝড় বৃষ্টি হলো, বৃষ্টির পর আমাদের ভ্রমণ বাংলাদেশের কয়েকজন ওখানে গিয়ে যখন দুখঃ গাথা নিয়ে ফেরৎ এলো তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম পরের বার যাবো। তাই এবার ২৩ ফেব্রুয়ারী ঢুকে গেলাম আমার কাঙখিত শিমুল বনে। তবে আমার মনে হয়েছে ওখানের ষোল আনা রূপ দেখতে হলে আরো ৮/১০ দিন আগে গেলেই ভালো হতো। তবু যেটুকু পেলাম তার থেকে কিছুটা আজকের পোষ্টে শেয়ার করলাম।


(২) সুনামগঞ্জের সুরমার উপর নির্মিত নতুন ব্রীজ পার হয়ে ভাড়ার মোটর সাইকেল নিয়ে এমন রাস্তায় ছুটে যেটে যেতে হয় লাউড়ের গড়। যাওয়ার পথে রাস্তার দুই পাশে তরমুজ সহ অন্যান্য শস্য ক্ষেত দেখে মনটা ভরে ভালো হয়ে যাবে নিঃসন্দেহে।


(৩) লাউড়ের গড় থেকে বিশাল বালিয়াড়ি পার হয়ে বাইক নিয়ে নৌকা দিয়ে পার হতে হবে চমৎকার এই যাদুকাটা নদী।


(৪) যাদুকাটা পাড় হয়ে এমন মেটো পথ ধরে এগিয়ে যেতে হবে ২ থেকে আড়াই কিলোমিটারের মতো। এ পথে হেটে যাওয়ার মজাটাই সব থেকে বেশী। কিংবা যাদুকাটার বালিয়াড়ি ধরেও হেটে যাওয়া যায় এই শিমুল বনে।


(৫) এই তো পৌছে গেলাম শিমুল বনে।


(৬) এই শিমুল ফুলদের সাথে দেখা করার দুই বছরের অপেক্ষা ঘুচল আমার, আমি তৃপ্ত।


(৭/৮) শিশুরা জ্বালানি কিংবা ছাগলের খাবার হিসাবে ব্যবহার করার জন্য কুড়িয়ে নিচ্ছে শিমুল ফুল।



(৯) ওদের আকর্ষণে ভোমরাও ইতিউতি ছুটে আসছে দেখলাম।


(১০) আপন মনে শিমুল বনে ঘুরে বেড়াচ্ছে একটা ফিঙে পাখি।


(১১) ঝড়ে পড়া ফুল খাওয়ার লোভে ছুটে এসেছে বেড়ার পাল।


(১২) নিজেরাও কুড়ালাম কিছু ফুল।


(১৩) ঝুড়ি ভর্তি ফুল নিয়ে যাচ্ছে কেউ কেউ।


(১৪) মোহন চুড়া পাখিটা খাবার খুঁজে বেড়াচ্ছে বাগানের মাটিতে।


(১৫/১৬) শিমুল বনের রানীকে আমাদের খুব মনে ধরেছে।



(১৭/১৮) ফেরার তাড়া না থাকলে এখান থেকে কি সহজে কেউ বের হতে চায়?



(১৯) কাজল পাখিটা কিছুতেই ক্যামেরায় ধরা দিতে চাইছিল না, ওর পিছনে আমাকে বেশ কিছুটা সময় ছুটতে হয়েছিল।


(২০) সব শেষে আমার এই ছবিটা দেওয়ার উদ্দেেশ্য এই নয় যে, আমি প্রমাণ করতে চেয়েছি আমিও শিমুল বনে গিয়েছি। আসলে আমার সান গ্লাসটা শিমুল বনে হারিয়ে এসেছি, যদি কোন স্বহৃদয় ব্যক্ত...........

মন্তব্য ৯৯ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৯৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

তারেক_মাহমুদ বলেছেন: অসাধারণ শিমুল বন, সাথে লেখাটাও সুন্দর।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তারেক ভাই, শুভেচ্ছা জানবেন।

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৭

সৈয়দ ইসলাম বলেছেন: নতজানু কামাল ভাই,


এতো সুন্দর ছবি। আসলে জায়গার আকর্ষণ সেইরকম ভাবে ফুটে উঠেছে আপনার ছবি ব্লগে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬

সাদা মনের মানুষ বলেছেন: আর এই আকর্ষণেই তো ছুটে বেড়াই আমি বনে বাদাড়ে। ধন্যবাদ ইসলাম ভাই, ভালো থাকুন, সব সময়।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২০ নং ছবিটা দিয়েই শুরু করি। যদি কোন সহৃদয় ব্যক্তি খুঁজে পান, নাকি যদি কোন সহৃদয় ব্যক্তি একটা সান গ্লাস আপনাকে উপহার দেন, কোনটা হবে? যদি দ্বিতীয়টা হয়, তাহলে আমার চেয়ে সহৃদয় ব্যক্তি আপনি ত্রিভুবনে কোথাও পাবেন না। জলদি আমার বাসায় চলে আসুন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৮

সাদা মনের মানুষ বলেছেন: রাজশাহীর বাস ভাড়া কিন্তু খুব বেশী না, টাকাটা ফ্ল্যাক্সি লোড করলে এখনি আমি ছুটি বাস কাউন্টারের দিকে :)

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ১৯ নং ছবি। এবার বুঝতে পেরেছেন নিশ্চয়, কষ্ট করলে কেষ্ট মেলে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনার এই মন্তব্য না দেখলে বিষয়টা আমার অজানাই থেকে যেত B-)

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

নীলপরি বলেছেন: শিমুল বন ভালো লেগেছে , সেই সাথে পাখীটাও ভালো লাগলো ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পরী, ওখানে ফুল ফুটিয়েছিলেন কি আপনিই :)

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৩

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার মন কাড়া সব ছবি !!!
সাথে বর্ণনা ,ধন্যবাদ শেয়ারের জন্য।

শুভ কামনা ভাইয়া।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের শুভ কামনা সব সময় আমার সাথে থাকে বলেই তো আমি ছুটতে পারি এমন সৌন্দর্য্য পানে। ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই শিমুল বনে আপনার যাওয়া উচিৎ ছিল ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি)। কয়েকটা শিমুল ফুল এনে ভাবীর খোঁপায় গুঁজে দিয়ে প্রেম নিবেদন করতে পারতেন। তাহলে ভাবীর প্রতি আপনার ভালবাসা আরও মাখো মাখো হতো। ঠিক বলেছি না?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২

সাদা মনের মানুষ বলেছেন: এই জন্যই বলি গেয়ানী লুকদের সান্নিধ্যে থাকাটা ভালো, আপনি নিশ্চয়ই ১৪ ফেব্রুয়ারীতে কোন শিমুল বনেই ছিলেন =p~

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৬

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: সুন্দর , অতীব সুন্দর আপনার ফোটোগ্রাফি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর জায়গার ছবি বরাবরই সুন্দর হয়, শুভেচ্ছা জানবেন ভাই।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: যাদুকাটা নামের রহস্য তো ভাঙলেন না। কোন মাইয়া যদি আমারে যাদু টোনা করে, তাহলে কী এই যাদুকাটা নদীর পানিতে গোসল করলে যাদু টোনা কাইটা যাইব?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: রূপের নদী যাদুকাটা - ফটোব্লগ এখানে একটু টোকা দিয়ে দেখে নিতে পারেন বড় ভাই।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: যাদুকাটা নামের রহস্য তো ভাঙলেন না। কোন মাইয়া যদি আমারে যাদু টোনা করে, তাহলে কী এই যাদুকাটা নদীর পানিতে গোসল করলে যাদু টোনা কাইটা যাইব?

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ৯ নম্বর কমেন্ট দুইবার পোস্ট হয়েছে। একটা মুছে ফেলুন প্লিজ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৮

সাদা মনের মানুষ বলেছেন: মোছা না মোছা আমার ইচ্ছা, আপনি বলার কে? :-P

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৫

মোস্তফা সোহেল বলেছেন: আহা চোঁখ জুড়ানো সব ছবি!
পোষ্টে +++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনার মন্তব্যেও প্লাস সোহেল ভাই।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: প্রতিবারইতো পোস্ট ভালো হয়েছে বলে চিপায় চাপায় পালিয়ে যাই!! তবে আজ ওটি করবো না!!! আজ আপনাকে ধুয়ে দেবো মেয়াবাই!!

আফনে একটা ভিতুর ডিম! বৃষ্টিরে ডরান!! অথচ মেয়েটা.....;)

কি বুঝলেন???

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১

সাদা মনের মানুষ বলেছেন: কি যে বুঝলাম হেইডাই বুঝলাম না ভাইজান, আমি আসলেই একটা বুকা :(

তয় হেনা ভাই জানে এটা নিশ্চিৎ :)

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: শিমুলবনের ছবি দেখে মুগ্ধ হলাম।আপনাকেও দারুন মানিয়েছে প্রকৃতপ্রেমী হিসাবে।সত্যিইতো বসন্তের প্রেমে যারা পাগল,এটুকু কষ্ট তাদের কাছে নেহাত তুচ্চ।শুভেচ্ছা রইল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পদাতিক ভাই, বসন্ত শুভেচ্ছা জানবেন।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:১৯

ওমেরা বলেছেন: খুব খুব আর খুব সুন্দর শিমুল বনের ছবি ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই খুব সুন্দর, শুভেচ্ছা জানবেন আপু

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:১৪

তারেক ফাহিম বলেছেন:
চমৎকার শিমুলবন ++

শিমুল ফুল কুড়াতে গিয়ে সানগ্লাস হারিয়ে বসেছেন?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: দুঃখ আর দুঃখ। ধন্যবাদ ফাহিম ভাই।

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:২১

হাসান রাজু বলেছেন: আপনার নতুন পোস্টে ঢু দেয়ার সময় আলাদা একটা মজা পাই (আপনার ভক্ত তাই হয়ত)। তার উপর এমন একটা পোস্ট যেখানে কোন কোন ভাবে আমার অভিজ্ঞতা ও জড়িয়ে আছে এমন পোষ্টের শিহরন আরও বেশি ।
যাই হোক । সুন্দর ছবি সুন্দর পোস্ট । আফসোস (কেন সে তো আপনি জানেনই) কিছুটা কমল আপনার পোস্ট দেখে। আপনার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে ফেব্রুয়ারির ১০ থেকে ১৫ ই আদর্শ সময় ?
শুভ কামনা রইল । ভালো থাকবেন ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩১

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, আমি বলি ১০ থেকে ২০ ফেব্রুয়ারী হলো সঠিক সময়, ভালো থাকবেন রাজু ভাই।

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: শিমুলের ফুলে
মন আটকে যায় বার বার ভুলে
ঝড়া ফুল তুমি নাওনা
দু’একটা যতন করে তুলে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫১

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার ছড়ায় মুগ্ধ হলাম মাইদুল ভাই।

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৩৮

সাহসী সন্তান বলেছেন: ২০ নাম্বার ছবিটাতে একজন নিঃষ্পাপ মানুষের এত করুণ আকুতি, অথচ একমাত্র হেনা ভাই ছাড়া কেউই সেদিকে ভ্রুক্ষেপই করলো না? ভাবছে, ছবিটা নিয়া কিছু কইলেই যদি সানগ্লাস ফেরত অথবা কিনে দেওয়া লাগে! তেভ্রো ধিক্কার ঝানাইলাম এই স্বার্থপর ঝাতির প্রতি... X((

ভাই বিশ্বাস করেন, যদি কখনো আপনার সাথে আমার দেখা হওয়ার সুযোগ হয়; তাহলে আমি আপনাকে আর কিছু না হইলেও একটা সানগ্লাস গিফট করবো শুধুমাত্র আমাকে এই ছবি ব্লগটার মাধ্যমে এতসুন্দর একটা জায়গার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য (কথা দিলাম)!

অসম্ভব সুন্দর শিমুল বন! আর তার থেকেও সুন্দর যাওয়ার পথ গুলো! চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ কামাল ভাই! শুভ কামনা জানবেন!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনি ভাই সত্যিই অনেক সাহসী, আপনাকে আন্তরিক শুভেচ্ছা

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আগুন লাগা ফাগুনের শিমুলাগুন রঙে রাঙানো পোষ্টে মুগ্ধতা অপার :)

আরেহ ভায়া! কেউ আপনারে বলে নাইক্যা- সানগ্লাসটা আপনার চোখেই ;) :P =p~

কৃতজ্ঞতা অজানা এক দারুন দর্শনীয় স্থানে ভার্চুয়াল ভ্রমন করানোয় :)

++++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: আরে তাই তো সাং্লাস তো দেখছি আমার চোখেই রয়েছে, ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

শাহিন-৯৯ বলেছেন: অনেক ভাল লাগল আপনার জাদু হাতের জাদু ছবি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: যাদুকাটা নদীর পাশ থেকে তোলা ছবি বলেই হয়তো :)

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাহসী সন্তানও আপনাকে একটা সান গ্লাস গিফট দিতে চাইছেন (১৯ নং কমেন্ট)। আপনার তো মহা(ন) ভাগ্য কামাল ভাই। আপনার কপালে আমার কপালটা ঘষে নিতে চাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: আমি এক কথার মানুষ, ফ্ল্যাক্সিলোড পাঠান :-B

২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ইন্টারনেটের এমন ছ্যারাব্যারা অবস্থা কেন? কমেন্ট লিখে সেন্ড করার পর বাথরুমে বড় কাজ সেরে এসেও দেখছি প্রকাশ হয়নি। ফোর জি পেয়ে এই হাল হলো? ভিক্ষা চাই না বাবা, কুত্তা সামলান।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: ঝড় তুফান ছুটবে মনে হচ্ছে, দিনে ডাকছে, আমার নেটও যাবো যাবো করছে হেনা ভাই।

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৭

সুমন কর বলেছেন: শিমুল বনে আমরাও হারিয়ে গেলাম। সুন্দর পোস্ট !
+।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: এটা সত্যিই হারিয়ে যাওয়ার মতো চমৎকার একটা বন, কেমন আছেন দাদা?

২৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১২

হলুদডানা বলেছেন: প্রকৃতি প্রেমি, প্রফেশনাল ফটোগ্রাফার, নান্দনিক ও ধারাবাহিক উপস্থাপনা। সব মিলিয়ে মনোমুগ্ধকর হয়েছে। ভালো থাকবেন। ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ডানা, আপনিও ভালো থাকুন, সব সময়।

২৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬

ক্লে ডল বলেছেন: মুগ্ধ হলাম!!! এই পোষ্টের হাত ধরে বুঝি ব্লগে বসন্ত এসে গেল!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

সাদা মনের মানুষ বলেছেন: দারুণ বলেছেন ডল, আপনাকে আন্তরিক শুভেচ্ছা

২৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: মুগ্ধ করার মত সব ছবি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০

সাদা মনের মানুষ বলেছেন: এমন সৌন্দর্য্যে সত্যিই দিশেহারা হতে হয় ভাই :)

২৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কামাল ভাই, মুগ্ধকর শিমুল বাগানের ছবি সব চমৎকার তোলেছেন। বর্ননাও দারুন হয়েছে। শেষে সানগ্লাসটার হারানো সংবাদটি পীড়িত করেছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই ভাই, সানগ্লাসটা হারানোর শোকে জাতি আজ মর্মাহত :D

২৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: আপনার ছবি ব্লগ সব সময়েই মনোমুগ্ধকর হয়ে থাকে। এবারেরটাও তার ব্যতিক্রম নয়। চোখ জুড়ানো সব ছবি। সাথে যথার্থ কথার মালা।
হেনা ভাই এবং লেখকের কথোপকথনও বরাবরের মতই উপভোগ্য হয়েছে।
১৪ নম্বরের মোহন চূড়া পাখিটা খুব সুন্দর।
পোস্টে ভাল লাগা + +

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৪৬

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন খায়রুল ভাই, আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই আমার এই পথ চলা.........

৩০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৮

কাতিআশা বলেছেন: যেমন সুন্দর বর্ণনা, তেমন প্রানবন্ত ছবিগুলো!..খুব ভালো লাগল!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, ভালো থাকুন, সব সময়।

৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৯

সোহানী বলেছেন: ওওওওও আপনার সানগ্লাসটা আমার কাছে আছে। কিন্তু আমার বাসায় আসার জন্য প্লেন ফেয়ার ফ্লেক্সি করবার পারুম না.... এতো টাকা নাই, গরীব মানুষ। তাই আপাতত ওইটা আমার ........হাহাহাহাহাহা কোন দিন দেশে আসলে দেন কল দিবো।

অসাধারন সব ছবি। আপনি সত্যিই একজন পরিভ্রাজক....... দেশের আনাচে কানাচের চমৎকার ছবিগুলো আপনি আপনার ব্লগে তুলে এনেছেন। আহ্ পর্যটন কর্পোরেশান যদি জানতো আপনার কথা। তাহলে অবশ্যই আপনাকে একজন কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিতো। .............

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন:

আমিও আপু গরীব মানুষ, তাই তো সানগ্লাস হারিয়ে আজ পাগলপ্রায় B-)

আপু পর্যটন কর্পোরেশনের ফোন নাম্বারটা কি আপনার কাছে আছে? :-B

৩২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:১৭

উম্মে সায়মা বলেছেন: শিমুল বনের ছবি দিয়ে তো এই ফাগুনে ব্লগে আগুন লাগিয়ে দিলেন। :)
অসাধারণ হয়েছে ছবিগুলো! মুগ্ধ হয়ে দেখলাম! ++++++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, শ্রদ্ধা জানবেন।

৩৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৩

নূর-ই-হাফসা বলেছেন: সব গুলো ছবিই অনেক সুন্দর

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, শিমুল বনটা সত্যিই সুন্দর আপু

৩৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:১৮

ডঃ এম এ আলী বলেছেন: শিমুল বন ও এর সাথে অন্য সকল সুন্দর সুন্দর পাখী ও মানুষের ছবি দেখে ও তাদের বিবরন পাঠে মুগ্ধ । আপনার বনে বাদারের পোষ্টগুলি আমাকে সবসময়ই বিমোহিত করে , এর মধ্যে পাওয়া যায় বাংলাদেশের প্রকৃতির অনেক মৌলিক ছবি । এ পোষ্টের সুবাদে প্রকৃতির নির্মল রসায়নের এক অপরূপ আনন্দধারার দেখা পাওয়া গেল । দেখলাম সুনামগঞ্জের জাদুটানা নদী আর হাওরের বাঁকে বাঁকে অনেক কিছু মিলিয়ে সে সাথে শতসহস্র শিমুল ফুলের সৌন্দর্যমাখা প্রকৃতির এক অনবদ্য উপন্যাসের চিত্র কথা । সারি সারি শিমুল গাছে ফুটে থাকা দৃশ্যে প্রকৃতির রূপ যেন ছুঁয়ে ছুঁয়ে গেল ।

আমাদের দেশে বিস্তৃত পরিসরে এত বড় শিমুল বাগান সম্ভবত আর দ্বিতিয়টি নেই । সুনামগঞ্জের বন্ধুদের কাছ হতে শুনেছিলাম সুদৃশ্য জাদুকাটা নদীর তীর ঘেঁষে মানিগাঁও গ্রামে জয়নাল আবেদীন নামের এক বৃক্ষপ্রেমিক প্রায় ৩০ একর জায়গায় তিন হাজারের বেশী শিমুলের চারা লাগিয়ে গড়ে তুলেছিলেন এক বিশাল শিমুল বাগান । প্রায় এক যুগের ব্যবধানে সে বাগানের শিমুল গাছগুলি বেশ বড়সড় হয়ে তাতে ফুল ফুটে বসন্তের সুন্দর পরিবেশ তৈরী করেছে, তা আজ ভাল করে দেখতে পেলাম এ পোষ্টে । শুনেছি শিমুল বাগানের কাছেই রয়েছে এক সুদৃশ্য বারেক টিলা আর সেখানে নাকি আছে দেশের আর একটি বড় কুরচি ফুলের বন। একসঙ্গে এত কুরচি গাছ নাকি দেশের আর কোন বনে বা বাগানে নেই । কুরচি গাছ সেখানে ভিন্ন রুপে সাদা ফুলে তাদের সমস্ত শক্তিতে বসন্তের জয়ঘোষণা করে ।

যাহোক সোনামগঞ্জের হাউর এলাকার বৃক্ষপ্রেমিক জয়নাল আবেদীন এখন বেঁচে নেই, কিন্তু তাঁর সন্তানসম বৃক্ষগুলো বেঁচে আছে। প্রতি বছর ফাগুনের অরুণ আলোয় ফোটে তাঁর বাগানের শিমুল ফুলগুলো। এই টুকটুকে লাল ফুলগুলোই হয়তো তাকে বাঁচিয়ে রাখবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে । আপনার কল্যানে এই পোষ্টের সুবাদে দেশের সবচেয়ে বড় শিমুল ফুলের বাগানটি দেখতে পেলাম বলে রইল অনেক অনেক ধন্যবাদ ।

ভাল থাকার শুভ কামনা রইল

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১০

সাদা মনের মানুষ বলেছেন: ইতিহাসটা নেট থেকে আমি জেনেছি, কিন্তু বড় পোষ্ট দেখলে আমার মতো অনেকেই আগাতে চায় না বলেই কলেরব বৃদ্ধি করিনি। ধন্যবাদ আলী ভাই, সবাইকে ইতিহাটা জানিয়ে দেওয়ার জন্য।

৩৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ ভোর ৬:৫৫

রানার ব্লগ বলেছেন: শিমুল ফুল লাল !! কিন্তু শহিদ মিনারের শিমুল ফুল কমলা কেন ?

ছবি গুল জিবন্ত !!!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন: শিমুল ফুলে সম্ভবত দুইটি প্রজাতি আছে, আমিও দেকেছি কিছু শিমুল ফুল হলদে বা কমলা টাইপের, ধন্যবাদ ভাই।

৩৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৩৬

মলাসইলমুইনা বলেছেন: লাল শিমুল বনে লাল আগুনের উত্তাপ একটু কম লাগলো | মনে হয় অনেক ফুল ঝরে গিয়েছে | তবুও সুন্দর শিমুল বনের ফটোগুলো | ঢাকা থেকে টাঙ্গাইল যেতে অনেক আগে একটা জায়গায় প্রায় কোয়ার্টার মাইল রাস্তার দুপাশেই এরকম শিমুল ফুলের গাছ ছিল |সিজনে একসাথে যখন শিমুলগুলো ধরত মনে হতো চারিদিকে আগুন ধরে গেছে | আমরা যখন যেতাম পুরো জার্নির সবচেয়ে সুন্দর লাগতো ওই জায়গাটাই| দূর থেকে দেখতে খুব সুন্দর লাগতো | রবীন্দ্রনাথ লাল রং ভালোবাসতেন না কালার অফ ভায়োলেন্স বলে |কিন্তু আমি শিওর এই শিমুল বন দেখলে উনিও মুগ্ধ হতেন |খুব ভালো লাগলো আপনার এই ফটো ব্লগ |

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২০

সাদা মনের মানুষ বলেছেন: শিমুল বাগান সত্যিই অনন্য, আমি বছরের অন্য সময়গুলোতেও শিমুল গাছদের দেখে রাখি যাতে ফুলের সময় ওদের গিয়ে দেখতে পারি। শিমুল ফুল সত্যিই অনন্য, ধন্যবাদ ভাই।

৩৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: মারাত্মক জায়গার সাংঘাতিকের চেয়েও মারাত্মক ছবি! অ্যাকসেলেন্ট! আচ্ছা, এই শিমুলের বাগানটা কে করেছে সেটার বর্ণনা তো দিলেন না?
সুন্দর একটা পোস্টের জন্য তারচেয়েও সুন্দর একটা ধন্যবাদ দিলাম। আপনার আর হেনা ভাইয়ের খুনসুটি ভালই লাগে। চালিয়ে যান।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: হেনা ভাই হলো আমার গুরু, ওনার মনটা বিশাল উদার। ওনার বাড়িতে গেলে শুধু খাওয়ায় আর খাওয়ায়, বিশ্বাস না হলে আপনি যেয়ে দেখতে পারেন সম্রাট ভাই। এই শিমুলের বাগানটা কে করেছে সেটার বর্ণনা ডঃ এম আলী ভাইয়ের মন্তব্য থেকে দেখে নিতে পারেন।

৩৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৭

আহমেদ জী এস বলেছেন: সাদা মনের মানুষ ,





আপনার দু'বছরের অপেক্ষার পালা ঘুচলো বটে কিন্তু পাঠকের মনে তৃষ্ণা জেগে রইলো ।
শিমুল বাগানের রূপকারের গল্পটি থাকলে শিমুলের রঙ ছড়িয়ে যেতো আরো বহুদূর ।

( এই মন্তব্যটি প্রকাশ করতে যেয়ে শেষ মূহুর্তে মন্তব্যগুলোতে চোখ বোলাতে গিয়ে শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর মন্তব্যটিতে শিমুল বাগানের রূপকারের গল্পটি জানা হলো । ডঃ এম এ আলীকে অসংখ্য ধন্যবাদ । )

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৫

সাদা মনের মানুষ বলেছেন: হয়তো সামনের কোন এক সিজনে পাঠকরাও ছুটে যাবে ঐ আগুন পানে, ধন্যবাদ জ্বী এস ভাই, ভালো থাকুন, সব সময়।

৩৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭

নতুন নকিব বলেছেন:


অসাধারণ শিমুল ফুলের ছবিগুলোতে মুগ্ধতা। বরাবরের মত ধারাবিবরনীগুলোও সুন্দর। মন্তব্য প্রতিমন্তব্যগুলোও মজাদার।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নকিব ভাই, শুভেচ্ছা জানবেন।

৪০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩

জুন বলেছেন: শিমুলের বনের এক মুগ্ধ দর্শক আমি। বনের ছবিগুলোর দিকে বিস্মিত ভাবে তাকিয়ে রইলাম খানিকক্ষন। এত্ত সুন্দর এত্ত সুন্দর আমাদের দেশ !
যাদুকাটা পাড় হয়ে টাঙ্গুয়ার হাওরে গিয়েছিলাম । কিন্ত সময়ের অভাবে সেখানে যেতে পারি নি ।
মোহন চুড়ো পাখিটি আমি বিভিন্ন জায়গায় হুদহুদ নামে লেখা দেখেছি সাদা মন।

অসম্ভব প্রজ্ঞার অধিকারী ডাঃ এম আলীর মন্তব্যে প্লাস । বিভিন্ন বিষয়ে তাঁর ব্যপক পড়াশোনা যে কোন বিষয়কেই খুব দ্রুত বুঝতে ও আরো তথ্য জানতে সাহায্য করে।
+

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৪

সাদা মনের মানুষ বলেছেন: হয়তো আবার কোন দিন যাবেন, মোহন চুড়ার অন্য নাম হুদহুদ এটা ঠিক বলেছেন আপু। ডঃ এম আলী ভাইয়ের কথাটা আমি না হয় আর নাই বললাম।

৪১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

জুন বলেছেন:
আপনার জন্য এক গ্লাস আইস টি রেখে গেলাম যা আমি এখন খাচ্ছি :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: মোটামুটি ভালোই গরম পড়ছে, ঠান্ডা চা খারাপ লাগবে না :)

৪২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছবি দেখে মনটা ফ্রেস হয়ে গেলো।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ১১:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: ওখানে গিয়ে আমারো মনটা ভালো হয়ে গেছে, শুভেচ্ছা জানবেন ভাই

৪৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১১

ইমরান আহামেদ বলেছেন: চমৎকার সুন্দর একটি যাযগা।

০১ লা মার্চ, ২০১৮ রাত ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, সত্যিই তাই

৪৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ১, ২, ৯, ১৪, ১৫ ও ১৮ সব চেয়ে বেশী ভালো লেগেছে। Rose
যাওয়ার খুব ইচ্ছে থাকলেও যাওয়ার উপায় নেই এখন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৮:১৩

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই, আপনার এই জিনিসটা আমি খুব উপভোগ করি

৪৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ফাগুনের আগুন পোস্ট।

০১ লা মার্চ, ২০১৮ সকাল ৮:৪৪

সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন আনোয়ার ভাই

৪৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৯

বিলিয়ার রহমান বলেছেন: নন্দ ঘোষ
হেনা ভাইর সব দোষ!! ;)

০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:২৯

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এক্কেরে হাছা কতা :)

৪৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

লক্ষণ ভান্ডারী বলেছেন: সবুজের প্রান্তরে আজও রক্তের হোলি খেলা চলে নিরীহ মানুষের তাজা রক্তে।
সারি সারি রক্তাক্ত মানুষের দল আজও শানিত তলোয়ারের ধার দিয়ে কেটে দেয় কৈশোরের কিশলয় ডানা। তারপরে এক চৈতালী অমাবস্যা রাতে আকাশে বিদ্যুতের চকিত হানা, বজ্রের নিনাদ আসন্ন কালবৈশাখী মাঠের মাঝে দাঁড়িয়ে হাসতে থাকে নরপশুর দল।
বসন্তের হাওয়া এবার স্তব্ধ হয়ে যাক। নদীর কলতানে তাই বিদ্রোহের গীতি কবিতা। শাল পিয়ালের বনেবনে পাতাদের মর্মর ক্রন্দনধ্বনি। থেমে যাক ক্ষুধার্ত মানুষের ক্রন্দন। বসন্তের আবীর হলো স্নেহ আর ভালবাসার পরশ। রক্তের হোলি চিরতরে বন্ধ হোক। ফাগুনের শুভ দোলপূর্ণিমা তবেই হবে মধুর সুন্দর ও মনোরম। এই হোক আমার, আপনার, সবার আর সকলের কাছে শেষ নিবেদন।

প্রিয়কবিকে আগামী শুভ দোল পূর্ণিমার আগাম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

শুভকামনা রইল নিরন্তর ও সতত।
সাথে থাকুন, পাশে রাখুন।
সদা সর্বদাই।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: শুভ কামনা জানবেন দাদা

৪৮| ০২ রা মার্চ, ২০১৮ দুপুর ১:২০

স্নিগ্ধ শোভন বলেছেন: নিয়মিত ভাবে সুন্দর সুন্দর জায়গার সন্ধান দিয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর ছবির মাধ্যমে। শুভকামনা সবসময়!

০৫ ই মার্চ, ২০১৮ রাত ৯:০১

সাদা মনের মানুষ বলেছেন: আপনার জন্যও সব সময় শুভ কামনা শোভন ভাই

৪৯| ০৩ রা মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৩

আমি ইহতিব বলেছেন: ওহ ভাইয়া শিমুল বন ও বাদ যায়নি।
অনেক সুন্দর জায়গাটা। আরো বেশী সুন্দর হল আপনার উপস্থাপণায়। মুগ্ধ হলাম দেখে।

যাদুকাটা নামটা খুব ভালো লাগলো।

০৬ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, কেমন আছেন আপনি?

৫০| ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৪

আমি ইহতিব বলেছেন: ভালো আছি ভাইয়া, তবে জামাই নিয়ে একটু টেন্সিত আছি, ক্রিয়েটিনিন লেভেলটা একটু বেড়েছে। দোয়া করবেন আমাদের জন্য।

২৮ শে জুন, ২০১৮ সকাল ৮:৪৯

সাদা মনের মানুষ বলেছেন: আশা করছি ভালো থাকবেন আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.