নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম। বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো। ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে। সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) ন্যাস্টারসিয়াম ফুল। হার্টিকালচার সেন্টার রামগড়, খাগড়াছড়ি থেকে তোলা ছবি।
(৩) এই ফুলের নামটা মনে পড়ছে না, এটাও হার্টিকালচার সেন্টার রামগড়, খাগড়াছড়ি থেকে তোলা।
(৪) নাম না জানা এই পাখির ছবিটা তুলেছি নরসিংদীর বেলাব থানার বটেশ্বর গ্রাম থেকে।
(৫) উড়ন্ত চিলের ছবিটা তুলেছি নরসিংদীর রায়পুরা থানার খানাবাড়ি থেকে।
(৬) এই ছবি তুলেছি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় থেকে বর্ষাকালে।
(৭) জলপাই পাতায় লাল সবুজের বাংলাদেশ। ছবিটি তুলেছি নরসিংদীর সোনাইমুড়ি পাহাড় এলাকা থেকে।
(৮) চাষাবাদের এই ছবিটাও তুলেছি নরসিংদীর সোনাইমুড়ি পাহাড় এলাকা থেকে।
(৯) দুবলার চরের জেলে কুঁড়ে, এটা সুন্দর বনের ভেতর থেকে তোলা ছবি।
(১০) কানি বকের কানাকানি, এই ছবিটা তুলেছি কক্সবাজারের ইনানী বীচ থেকে।
(১১) সবজি বাজার। এটা তুলেছি নরসিংদীর যোশর বাজার থেকে।
(১২) সফিপুর আনসার ক্যাম্প থেকে তোলা ছবি, পুরোনো বাংলা ছবির সুটিং এর জন্য একটা প্রসিদ্ধ স্থান ছিল এটি।
(১৩) লাঙ্গলবন্দের পূণ্যস্নান ঘাট, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ থেকে তোলা ছবি।
(১৪) এই মসজিদের ছবিটা তুলেছি মুন্সিগঞ্জ থেকে।
(১৫) চলন্ত জাহাজের পিছে ছুটে চলা গাংচিল। টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথের ছবি।
(১৬) বাঙ্গি, নরসিংদীর রায়পুরার মধ্যনগর থেকে তোলা ছবি।
(১৭) পুনাখা জং, ভুটান থেকে তোলা ছবি।
(১৮) ঝিঁঝিঁ পোকা, চাঁদপুরের মতলব থেকে তোলা ছবি।
(১৯) শালুক ফুল, শ্রীমঙ্গলের মাধবপুর লেক থেকে তোলা ছবি।
(২০) তাল গাছের নাও, স্থানীয় ভাষায় আমরা বলি কোন্দা। নরসিংদীর পলাশ থেকে তোলা।
০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২০
সাদা মনের মানুষ বলেছেন: একঘেয়ে লাগলে না ঢুকলেই হয়
২| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২১
Sujon Mahmud বলেছেন: ভালো লাগলো
০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সুজন ভাই।
৩| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার শুরুর স্বপ্নটা যত পড়ি তত মন কোথা হারিয়ে যায়.. আহা যদি সত্যি অমন স্বপ্ন সত্যি করতে পারতাম
আপনার পূর্ণ স্বপ্নে আমাদের ভার্চুয়াল সেই সাধ পূরনে শেয়ার করায় অনেক অনেক ধন্যবাদ।
আহা প্রকৃতির বিশালত্ব কিছূই তার দেখা হলৌ না!!! এক জীবনে!
++++++++++
০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: আহা প্রকৃতির বিশালত্ব কিছূই তার দেখা হলৌ না!!! এক জীবনে!.......আমিও তাই বলি, শুভেচ্ছা জানবেন ভাই।
৪| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
চাঁদগাজী বলেছেন:
এটা বলা সহজ, তাই বলছেন; এক ঘেঁয়েমী সৃষ্টি ব্লগিং'এর উদ্দেশ্য নয়, ব্লগিং হলো বিষয়কে সুন্দরভাবে পরিবেশন।
এই ধরণের বা এর চেয়ে ভালো ছবি আমি বাংলাদেশের উপর তৈরি ভিডিওতে সারাক্ষণ দেখছি; আমি আসি আপনি কিভাবে উপস্হাপন করছেন, সেটা দেখার জন্য; আপনি কপিপেষ্ট করে এক ঘেঁয়েমির সৃষ্টি করেছেন।
০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: হয়তো এর থেকে ভালো কিছু আমাকে দিয়ে হবেনা, সুতরাং...............
০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
সাদা মনের মানুষ বলেছেন: এই ধরণের বা এর চেয়ে ভালো ছবি আমি বাংলাদেশের উপর তৈরি ভিডিওতে সারাক্ষণ আমিও দেখি, কিন্তু নিজে তোলার মজাটাই আলাদা ভাই।
৫| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
সৈয়দ ইসলাম বলেছেন:
ভালো লাগছে ছবিগুলো।
আপনারেসহ প্লাস+++
০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সৈয়দ ভাই, ভালো থাকুন, সব সময়।
৬| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
শাহ আজিজ বলেছেন: কতদিন গ্রামে যাইনি ।
০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: ক্যান, সমস্যা কি আজিজ ভাই?
৭| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ১৮ নম্বর ছবির সাবজেক্ট বিরাট বদ, তার ডাক একেবারে মগজে ঢুকে যায়
০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: আমার কিন্তু খুব ভালো লাগে, নিঝুম দুপুরে ওদের সুরের লহরি ছুটে চলে গ্রাম থেকে গ্রামান্তরে
৮| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:০৫
শুভ_ঢাকা বলেছেন: বাংলার অসামান্য রূপ ক্যামেরার ছবির মধ্যমে তুলে ধরার জন্য প্রভূত ধন্যবাদ কামাল ভাই।
০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শুভ ভাই, শুভেচ্ছা জানবেন।
৯| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:১০
প্রামানিক বলেছেন: আপনার ছবিতে বাংলাদেশের অর্ধেক দেখা হয়ে গেল, ছবি দেখার জন্য আবার চোখের ভাড়া চাইয়েন না।
০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন: বাকী অর্ধেক আপনার ছন্দে পূরণ হবে
১০| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৫
রতন কুমার ২৪ বলেছেন: view this link
০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: কিসের লিঙ্ক এটা দাদা?
১১| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৬
সুমন কর বলেছেন: আপনার ছবিতে আমরা বাংলার রূপ দেখি....সুন্দর ! +।
০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৮
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, এই রূপ দেখে আমি মরতে পারি, তেমনি পারি ওগো বাঁচতে..........ধন্যবাদ।
১২| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৬
কানিজ রিনা বলেছেন: নিজের দেশের ছবি গুল দেখলে এত ভাল
লাগে আর আপনি এত এত জায়গায় ঘুরে
নিজের দেশের ছবি বেশী শেয়ার করেন বলে
ভিষন ভাল লাগে। তালের নৌকা এখনও
আছে দেখে অবাক হলাম বাচ্চা দুইটা তালের
নৌকা বাইছে কি অদ্ভুত আনন্দ।
সব গুলতেই ভাল লাগা রইল। ভাল থাকুন
সুস্থ থাকুন। ধন্যবাদ।
০৯ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন, সুস্থ্য থাকুন, সব সময়।
১৩| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ৯:৩৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমাদের গ্রামে তালের নৌকাকে বলে ডোঙা/ডোঙ্গা। ওটা চালানো খুব কষ্টকর, সারাক্ষণ দুলতে থাকে।।
আপনার ছবিগুলো আসলেই সুন্দর, প্রাণবন্ত । আমি শখের ফটোগ্রাফার। আপনার ছবিব্লগ দেখলে ঈর্ষা হয়।
১০ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: নিজাম ভাই আমিও শখের ফটোগ্রাফারই, অন্য কিছু ভাববেন না যেন? আর আপনাদের ইর্ষাকে আমি সব সময় শুভ কামনা মনে করি।
১৪| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৪৯
মলাসইলমুইনা বলেছেন: পুরো ব্লগটা আপনার অন্য সব ফটো ব্লগের মতোই সুন্দর কিন্তু আমার টপ লিস্টের প্রথম তিনটে ফটো হলো ৬ টাঙ্গুয়ার হাওর, ১১ নরসিংদীর সবজি বাজার আর ১৯ নাম্বার শালুক ফুলের ছবিটা | মুগ্ধ করা ছবিগুলো অনেক্ষন তাকিয়ে দেখলাম | সবজি বাজারের ছবিটা খুবই ভালো লাগলো |এই যারা এই সব্জিগুলো যারা চাষ করে তারা সবজির ন্যায্য মূল্য পায়তো? এই বাজার থেকে কোথায় যায় এই সব্জিগুলো ? কিভাবে যায় ? তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায় বড় বাজারে ? ভালো থাকবেন |
১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান, আপনার এমন মার্কিং আমাকে অনুপ্রেরণা যোগেবে নিশ্চিৎ। সবজি ওয়ালারা ওখানে খুব ভালো দাম পাবেনা, যতটা ভালো দাম আদায় করে নেয় ভোক্তাদের কাছ থেকে।
১৫| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০০
জাহিদ অনিক বলেছেন:
ঝিঁঝিঁ পোকাটা দারুণ লাগলো।
বনে বাদাড়ের ৬৭ টা পর্ব ! বাপ রে ! অনেক ঘুরেছেন ফিরেছেন দেখেছেন
১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৫
সাদা মনের মানুষ বলেছেন: পৃথিবীটা ঘোরে, আমরাও ছুটে চলি, এইতো জীবন.......শুভেচ্ছা জানবেন ভাই।
১৬| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩২
তারেক ফাহিম বলেছেন: অনেক ঘুরেছেন এ বয়সে, ৬৭ পর্ব অনেক কিছু ++
১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫২
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, কম খারাপ বেলেন্নি ফাহিম ভাই
১৭| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৩
সেতুর বন্ধন বলেছেন: চমৎকার সব ফটো ও বর্ননা।
১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভেচ্ছা নেবেন।
১৮| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
নির্বাক শাওন বলেছেন: সবগুলোই সুন্দর।
১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:০২
সাদা মনের মানুষ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শওন ভাই।
১৯| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
বরুন মালাকার বলেছেন: ৩ নং মনে হয় জংলিবেলি, আমাদের পিরেরবাগের জংগলে অনেক ছিল। ধন্যবাদ, সুন্দর কাজ।
১৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: না বরুন ভাই, এটা জংলী বেলি নয়, এটার অন্য একটা নাম আছে মনে পড়ছে না, ধন্যবাদ।
২০| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৪
মোস্তফা সোহেল বলেছেন: বরাবরের মতই সুন্দর সব ছবি!
১৬ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২০
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন সোহেল ভাই
২১| ১১ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৬
রানা আমান বলেছেন: সুন্দর ছবি ব্লগ । আমি যে কজনের লেখা পড়তে ব্লগে আসি তার মাঝে আপনি অন্যতম ।
১৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: এটা আমার জন্য মহা সৌভাগ্য, শুভেচ্ছা জানবেন রানা ভাই।
২২| ১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:১২
সোহানী বলেছেন: আহ্ কি দারুন সব প্রানবন্ত ছবি। তবে দশের সবগুলোর মাঝে ভুটান না দিয়ে আলাদা কোন পোস্ট দিতেন, একটু বেমানান।
+++++++++++
১৮ ই মার্চ, ২০১৮ রাত ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: আমি প্রতিটা বন বাদাড়ে পোষ্টে একটা ফরেন ছবি রাখি আপু
২৩| ১৩ ই মার্চ, ২০১৮ রাত ৯:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: এত সুন্দর ছবি পোস্ট আমি কমই দেখেছি।
আমি আপনার অন্তর দৃষ্টির প্রশংসা করি।
ভাল থাকবেন।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ৮:২৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাইজান,আপনার মন্তব্যে উৎসাহিত হলাম
২৪| ১৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৪৫
মুদ্দাকির বলেছেন: অসাধারন সুন্দর!!
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৮
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই।
©somewhere in net ltd.
১| ০৯ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
চাঁদগাজী বলেছেন:
আপনার পোষ্টের শুরুটা কপিপেষ্ট করে অনেকদিন চালাচ্ছেন; উহা এক ঘেঁয়েমি হয়ে গেছে